আমি মনে করি ফরেক্স স্টপ লস বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ টার্ম কারণ আপনি যখন একটা ট্রেড অপেন করবেন তখন অবশ্যই আপনাকে একটা টার্গেট নিবেন যে কত পিপস লাভ নিবেন ঠিক তেমনি টার্গেট নিতে হবে কত পিপস লস নিবেন যে এর উপর আপনি লস আর বয়তে পারবেন। সেই টার্গেট টাকে লক্ষ্য রেখে টেক প্রফিট যেভাবে আপনি সেট করে রাখেন ঠিক তেমনি টেক লস অপশনটাও সেট করে রাখলে আপনার ঐপর্যন্ত মার্কেট এর অবস্থান যাওয়া হলে আপনার স্টপ লস বন্ধ হয়ে যাবে।