Originally Posted by
mehedi12122
ফরেক্স মার্কেট অনেক বিশাল আর এতে প্রাই ২৫০+ পেয়ার আছে। এমনও দেখা যায়, এক্সটিক এক পেয়ারে প্রায় ২০০-৩০০ পিপ্স মুভমেন্ট হয় একদিনে, কিন্তু আমরা যে পেয়ার নিয়ে কাজ করছি তাতে পুরো দিন মিলে ৫০ পিপ্স মুভমেন্ট হয়েছে। তাই বলে কি আমরা ২৫০ টি পেয়ার ই ঘেটে দেখব? না, আপনি আপনার পছন্দের কিছু পেয়ার বাছাই করুন তারপর তার উপর এনালাইসিস চালিয়ে যান। একটি ট্রেডারস হেন্ডবুক রাখুন সাথে। তাতে নোট রাখুন কখন কোন পেয়ারের কি অবস্থা, মার্কেট ভিউ কেমন, নেক্সট টার্গেট কেমন, রিভারসাল এরিয়া কথাই ইত্যাদি।ফরেক্স মার্কেট এর সব পেয়ার এই কি ত্রাদে করা উচিৎ নাকি না আপনাদের মতামত