ভাইয়া আপনি নতুন ট্রেডটি ওপেন করার জন্য আপনি যে ছবিটি দিয়েছেন,সেই ছবিটি অনেক ছোট হওয়ায় আমরা ভালমতো বুঝতে পারছিনা..নতুন ট্রেড ওপেন করার আগে বেশ কিছু জিনিস দেখে নেয়া উচিৎ। না হলে ট্রেড টা অনেক লস এ চলে যেতে পারে। তাই একটা ট্রেড ওপেন করার আগে এই জিনিস গুলো লক্ষ করতে হয়। যেমন একটা ট্রেড ওপেন এর আগে মার্কেট এর বড় টাইম ফ্রেম এ মার্কেট সাপোর্ট না রেজিস্টেন্স এ আছে কিনা তা দেখতে হয়। ট্রেন্ড দেখে ট্রেন্ড এর পক্ষে ট্রেড নিতে হয়।