হুম আপনার কথা ঠিক আছে, ভালো ট্রেডার হতে হলে অনেক কিছু জানতে হয়, করতে হয় অনেক পরিশ্রমও। খুব সহজে বলতে হয় যে একজন ভালো ট্রেডার হতে হলে প্রথমে আপনাকে ফরেক্স মারকেট বেসিক টার্মগুলো জানতে হবে। রেগুলার অর্থাৎ ডেইলি বেসিসে আপনি আস্তে আস্তে বিষয় গুলো শিখবেন কোন রকম তাড়াহুড়ো ছাড়া। একদিনে একসাথে সব গুলো বিষয় শিখে বিশাল জ্ঞানী হওয়ার চিন্তা বাদ দিন। সময় নিন , খুব বেশি এক্সসাইটেড হবেন না। যেমনঃ
১। বেসিক থেকে শুরু করুন।
২। দ্রুত লাভ করার চিন্তা ত্যাগ করুন, অভিজ্ঞতা তৈরি করে আস্তে আস্তে লাভ করতে শিখুন।
৩। এক্সপার্ট হউন।
৪। নিজের এনালাইসিস ব্যাবহার করুন।
৫। ডেমো
৬। ভুল থেকে শিখুন
৭। ভালো মেথড তৈরি করুন।
৮। নিজের মেথডে স্ট্রিক থাকুন।
৯। সবকিছু সহজভাবে চিন্তা করুন।
১০। একটি পেয়ারে ট্রেড করুন।
১১। একটি নির্দিষ্ট টাইমফ্রেমে ট্রেড করুন।
১২। ট্রেডিং চার্ট পরিষ্কার রাখুন।
উক্ত পয়েন্টস গুলোর বিস্তারিত বিষদ আলোচনার জন্য, এখান থেকে ঘুরে আসতে পারেন; http://www.bdforexpro.com/topic/6-ভা...পস

