স্টপ লসের মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইস এ বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন। টেক প্রফিটের মাধ্যমে আপনি আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।
Printable View
স্টপ লসের মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইস এ বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন। টেক প্রফিটের মাধ্যমে আপনি আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।
ফরেক্স মার্কেটে ভাই আপনারা যদি ভাল করে ফরেক্স ট্রেড করতে চান তবে আমি মনে করি সবাই স্টপ লস এবং টেইক প্রফীট ব্যবহাত করা উচিত এতে করে আমি মনে করি অনেক অনাকংকিত আপনার লস হতে বাচতে পারবেন। নাহলে আপনার যদি বড় লস হয় তাহলে তা কবার করা সম্বব নয়।
ফরেক্স ট্রেডিংএ স্টপ লস এবং টেক প্রফিট খুবই গুরুত্ব পূর্ণ একটি বিষয়। স্টপ লস আমাদের খব বেশি লসের হাত থেকে রক্ষা করে এবং টেক প্রফিট আমাদের কাংক্ষিত লাভ প্রদান করে। সর্ব পরি বলা যায়, স্টপ লস ব্যবহারে ঝুঁকির পমিাণ কমে যায়।
অধিকাংশ ট্রেডার এর একাউন্ট 00 হওয়ার মূল কারণ হচ্ছে স্টপ লস ব্যবহার না করা, তাই আমরা যতযতটুকু লস বেয়ার করতে পারব সেই অনুপাতে নির্দিষ্ট প্রাইস এ স্টপ লস সেট করে রাখলে অতিরিক্ত লস এর হাত থেকে রক্ষা পাব। আবার যে পরিমান লাভ করতে চাই সেই অনুপাতে টেক প্রফিট সেট করে রাখলে ঐ প্রাইস এ এসে প্রফিট নিয়ে ট্রেড ক্লোজ হয়ে যায়।
একজন সুদক্ষ ট্রেডার হতে হলে আপনাকে অবশ্যই স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করা জানকে হবে । আমি আমার জীবনে অনেক গুলো অ্যাকাউন্ট জিরো করেছি শুধু মাএ স্টপ লস ব্যবহার না করার কারণে । যদি স্টপ লস ব্যবহার করতাম তাহলে হয়তো আমাকে লস করতে হটো না ।
স্টপ লস হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে আপনি আপনার লসকৃত ট্রেডগুলো একটি নির্দিষ্ট প্রাইসে ক্লোজ করতে পারবেন।আর টেক প্রফিট হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে আপনি আপনি আপনার প্রফিটেভল ট্রেডগুলো একটি নির্দিষ্ট প্রাইসে ক্লোজ করতে পারবেন।এগুলোই টেক প্রফিট এবং স্টপলস নামে পরিচিত।আশা করি বুঝতে পেরেছেন।:p
স্টপ লস এবং টেক প্রফিট ব্যাবহার করে ট্রেড করা ফরেক্স ট্রেডিং এর একটি গুরুত্বপুর্ন অংশ । আপনি যদি স্টপ লস এবং টেক প্রফিট সেট করে ট্রেড করেন তাহলে আপনার ট্রেড সঠিক সময়ে মার্কেত থেকে বের হয়ে আসতে সক্ষম হবে । এমনকি আপনি যদি মার্কেট এ না থাকেন তারপরও । তাই আপনার প্রতিটি ট্রেডে স্টপ লস ও টেক প্রফিট ব্যাবহার করেন আর এটাই বুদ্ধিমানের কাজ । আর এজন্য আপনাকে সঠিকভাবে স্টপ লস ও টেকপ্রফিট সেট করা জানতে হবে যেন আপনার ট্রেড যথেষ্ট প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে আসতে পারে ।
ফরেক্স মার্কেটে আমরা স্টপ লস আর টেক প্রফিট ব্যাবহার করে ট্রেডিং করে থাকি,ফরেক্স মার্কেটে অনেক সময় বড় ধরনের মুভমেন্ট হয়,বেশি লস থেকে বাচার জন্য আমরা স্টপ লস ব্যাবহার করে থাকি,আবার আমরা টেক প্রফিট ব্যাবহার করি যে পরি মান প্রফিট নিব সেই লেভেলে টেক প্রফিট ব্যাবহার করে ট্রেড করে থাকি,।
স্টপ লস ও টেইক প্রফিট খুব গুরুত্বপূর্ণ একটা ইন্ডিকেটর । যে যত বেশী এই ইন্ডিকেটর ব্যবহার করবে সে তত বেশী সফলকাম হত পারবে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য এই দুটো ইন্ডিকেটর ব্যবহার করার চেষ্টা করব ।
ফরেক্স মার্কেট এ আপনার ট্রেড এন্ট্রি নেওয়ার পর হয় লাভ হবে না হয় লস হবে।। কিন্তু লস হলে তা আপনি কতটুকু লস দিতে রাজি আছেন তা নির্দিষ্ট করে দেওয়াটাই মূলত স্টপ লস সেট করা বলে।। আর লাভের ক্ষেত্রে ও ।। আপনি লাভের ক্ষেত্রে টেক প্রফিট সেট করবেন।। যদি মনে করেন মার্কেট নির্দিষ্ট পরিমান গিয়ে আবার ট্রেড এর বিপরীতে যাবে তখন টেক প্রফিট সেট করবেন।।
টেক প্রফিট ও স্টপ লস অত্যন্ত গুরত্বপুর্ণ দুটি বিষয় । কেননা আমি মনে করি যে এবং আমরা যারা এখানে ট্রেড করি তারা জানি যে ফরেক্স মার্কেট অনেক বেশি মুভমেন্ট করে । এর গতির কোন ঠিক নেই । একেকে সময় একেক রুপ ধারণ করতে পারে । অনাকাঙ্খিত যাতে ক্ষতি না হয় সে জন্য স্টপ লস এবং প্রত্যশিত লাভ নিয়ে নেওয়ার জন্য টেক প্রফিট ব্যবহার করা হয় ।
ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে ঠিক করতে হয় কোথায় স্টপ লস ব্যাবহার করতে হবে কারন স্টপ ছাড়া ট্রেড করলে বড় কোন অনাকাঙ্ক্ষিত লস থেকে বাচা যাবে না হয় ফরেক্স মার্কেটে এমন সমস্যা হবে একসময় আপনার একাউন্ট জিরো হয়ে যাবে। তাই আমাদের কে স্টপ লস এবং টেক প্রপিট ব্যাবহার করে ট্রেড করতে হবে।
স্টপ লস (stop loss): স্টপ লসের মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইস এ বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।
টেক প্রফিট (take profit): টেক প্রফিটের মাধ্যমে আপনি আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।
অতিরিক্ত লস থেকে বাচা আর লাভ যেন হাত ছাড়া না হয় তাই এই স্টপ লস আর টেক প্রফিট এর কাজ।
ফরেক্সে স্টপলস এবং টেকপ্রফিট সেট করা শিখা অত্যন্ত প্রয়োজন। কেননা স্টপলস এবং টেকপ্রফিট এর কল্যানে মার্কেটে উপস্থিত না থাকতে পারলেও প্রত্যাশাজনিত প্রাইসে ট্রেড ক্লোজ হতে পারে।আপনার লসে থাকা ট্রেডটি আপনি যে পরিমান লসে ক্লোজ করতে চান তা পূর্বেই সেট করে রাখাকে স্টপলস বলে।আর প্রফিটে ক্লোজ করার জন্য যে প্রাইসে সেট কররা হয় তাকে টেকপ্রফিট বলে।
স্টপ লস হল ট্রেডে সর্বোচ্চ যত বা যেইপরিমান লসের বেশি লস ন করতে চাওয়া। স্টপ লসের মাধ্যমে লসের সীমা নির্ধারণ করে দেওয়া হয়।ফলে ট্রেডে ঝুঁকি হ্রাস পায়।বেধে দেওয়া সীমানা পর্যন্ত মার্কেট মুভ করলে ট্রেড অটোমেটিক ক্লোজ হয়ে যায়।আর টেক প্রফিটের মাধ্যমেমাধ্যমে যেই পরিমান লাভে ট্রেড ক্লোজ করার ইচ্ছা থাকে সেখানে গিয়ে ট্রেড অটোমেটিক ক্লোজ হয়ে যায়।
ফরেক্স মার্কেটে স্টপ লস এবং টেক প্রফিট একটি গুরুত্বপূর্ণ বিষয় । স্টপ লস ব্যবহারের মাধ্যমে আপনি আপনার একাউন্ট ব্যালেন্স শূন্য হওয়া থেকে বিরত রাখতে পারেন । অভিজ্ঞ ট্রেডাররা সব সময় স্টপ লস ব্যবহার করে ট্রেড করে থাকে । আর টেক প্রফিট হচ্ছে অতিরিক্ত লোভ না করে একটি নির্দিষ্ট লক্ষমাত্রা নিয়ে ট্রেডটি আপনা আপনি বন্ধ করে দেওয়ার একটি কৌশল ।
আপনারা স্টপ লস আর টেক প্রফিট এর সাথে ট্রেলিং স্টপ ও ব্যাবহার করতে পারেন,আপ্নার ওপেন করা ট্রেড এর উপর রাইট বাটন ক্লিক করে ট্রেলিং স্টপ সিলেক্ট করুন,এটির ব্যাবহার হচ্ছে, আপনার স্টপ লস যদি ১০০ পিপ্স থাকে আর প্রফিট এর দিকে মার্কেট যদি ৫০ পিপ্স যায় তবে আপনার স্টপ লস একটু কমাতে হতে পারে এই কাজটি করবে ট্রেলিং স্টপ,অখানে পইন্ট দেয়া থাকে যেটা পিপের হিসেবে থাকে দেখে নিবেন।
স্টপলস এবং টেকপ্রফিট গুরুত্বপূর্ণ বিষয় তবে আরোও গুরুত্বপূর্ণ হচ্ছে এগুলোর সঠিক স্হানে সঠিক ভাবে প্রয়োগ করা৷সঠিক ভাবে স্টপলস প্রয়োগ করলে আপনার ব্যালেন্সের সামান্য কিছু লস হয়ে ওপেনিং ট্রেডগুলো স্বয়ংক্রিয় ক্লোজ হয়ে যাবে ফলে সম্পূর্ণ ব্যালেন্স জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবেনা৷আর সঠিক ভাবে টেকপ্রফিট প্রয়োগ করলে আপনার নির্ধারিত প্রফিট নিয়ে ওপেনিং ট্রেডগুলো স্বয়ংক্রিয় ক্লোজ হয়ে যাবে৷ফলে আপনাকে পিসির সামনে বসে না থাকলেও চলবে এবং ট্রেড নিয়ে কোনোও টেনশন করতে হবে না৷
আমি মনে করি স্টপ লস এবং টেক প্রফিট ফরেক্সের অতি গুরুত্বপূর্ন দুটি টার্ম। আমরা সবসময় মার্কেটে থাকতে পারি না। কিন্তু মার্কেট সবসময় গতিশীল। স্টপ লস হলো এমন একটা প্রাইসে ট্রেডের ক্লোজিং প্রাইস সেট করা যে মার্কেট সেখানে গেলে ট্রেড আপনা আপনি ক্লোজ হবে। বেশি লসের শঙ্কা থাকবে না। টেক প্রফিটও সেম তবে নির্দিষ্ট লাভে ট্রেড অটোমেটিক ক্লোজ হয়ে যাবে।
স্টপ লস ও টেক প্রফিট ফরেক্স মার্কেট এর দুটি খুব গুরুত্বপুর্ন দুটি ফাংশন । এই টেক প্রফিট কে কাজে লাগিয়ে আপনি আপনার কাংখিত প্রফিট নির্ধারন করে দিতে পারেন । এতে আপনি যদি মার্কেট এ উপস্থিত না থাকেন তাহলেও আপনার ট্রেড টি লাভ এ থাকা অবস্থায় অটোমেটিক ক্লোজ হয়ে যাবে । এবং আপনি যদি এনালাইসিস করে ট্রেড করে থাকেন তাহলে আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারবেন ।
টেড ওপেন করলে অবশ্যই স্টপ লস/টেক পফিট সেট করতে হবে।না হলে অনাকাঙ্ক্ষিত ফলাফলের সমুক্ষিন হতে হব।হয়তো শূন্য হতে রক্ষা পওয়া যাবে,স্টপ লস সেট থাকে।তাই টেড করার সময় মানি ম্যানেজেন্ট এর দিকে লক্ষ্য রাখতে হবে।তাতে মাকেটে টিকে থাকা যাবে।
স্ক্যাল্পিং এর ক্ষেত্রে স্টপ লস ও টেক প্রফিট এর কোন বিকল্প নাই। যারা অল্প লাভে সন্তুষ্ট ও বেশি লস করতে অনাগ্রহী এবং যাদের বিনিয়োগ কম তারা এ পদ্ধতি অবলম্বন করে লাভ করতে পারবেন আশা করি। তবে দীর্ঘ মেয়াদী বিনিয়োগে এবং যারা ফরেক্স অ্যা নতুন তাদের এগুলো ব্যবহারে আরও সতর্ক থাকতে হবে। জানার কোন শেষ নাই তাই অল্প জেনেই কোন কিছুতে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেয়া ঠিক হবেনা। সবার উচিত অভিজ্ঞ ফরেক্স ট্রেড পরিচালনাকারি ব্যাক্তিদের থেকে নিয়মিত পরামর্শ গ্রহন করা ও তা অনুসরন করা।
আপনার কঠোর পরিশ্রম, ভাল দক্ষতা, সঠিক বাজার বিশ্লেষণ আপনাকে সাফল্য এনেছে এবং আমি সর্বদা আশা করি আপনি ফরেক্স মার্কেট থেকে আরও বেশি লাভ অর্জন করবেন এবং আপনার মূল্যবান অভিজ্ঞতা, সঠিক বাজার বিশ্লেষণ এবং আমাদের জন্য আপনার মূল্যবান ট্রেডিং জার্নাল আপডেট করবেন কারণ এটি আমাদের জন্য খুব সহায়ক। আপনাকে শুভকামনা রইল ধন্যবাদ.
স্টপ লস ও টেক প্রফিট একজন ট্রেডারকে ফরেক্স মার্কেটে টিকিয়ে রাখতে সাহায্য করে। যেসকল ট্রেডাররা স্টপলস ব্যাবহার করে না বিশেষ করে নতুন যে সকল ট্রেডার স্টপলস ব্যাবহার না করেই ট্রেড করে তাদের একাউন্ট খুব বেশিদিন টিকিয়ে রাখতে পারেনা। আবার টেকপ্রফিটের ক্ষেত্রেও নির্দিষ্ট স্হানে টেকপ্রফিট সেট করতে না পারলে অনেক সময় লাভে থাকা প্রফিটও হাত ছারা হয়ে লসে পরিনত হয়ে যায়। তাই আমার মতে সকল ট্রেডারেরই নির্দিষ্ট অনুপাতে স্টপলস ও টেকপ্রফিট সেট করা উচিত।
স্টপ লস ও টেক প্রফিট ফরেক্স মার্কেট এর দুটি খুব গুরুত্বপুর্ন দুটি ফাংশন । এই টেক প্রফিট কে কাজে লাগিয়ে আপনি আপনার কাংখিত প্রফিট নির্ধারন করে দিতে পারেন । এতে আপনি যদি মার্কেট এ উপস্থিত না থাকেন তাহলেও আপনার ট্রেড টি লাভ এ থাকা অবস্থায় অটোমেটিক ক্লোজ হয়ে যাবে । এবং আপনি যদি এনালাইসিস করে ট্রেড করে থাকেন তাহলে আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারবেন ।
ফরেক্সে এর ক্ষেত্রে স্টপ লস এবং টেক প্রফিট একটি গুরুত্বপূর্ন বিষয়।কারন
আপনার ট্রেডকে লসের হাত থেকে বাঁচাতে হলে স্টপ লস ব্যবহার
জরুরি।আর নিয়ম মতো টেক প্রফিট ব্যবহার করাও ততটা জরুরি। আর এটি মি মনে করি।
আমরা অতি লাভের আশায় অনেক সময় টেক প্রফিট ব্যবহার করি না যার কারনে অনেক সময় ট্রেড লাভে আসলে ও আবার রিভার্স করে লসে চলে যায়,যেকারনে অনেক সময় একাউন্ট খালি হয়ে যায়।টেক প্রফিট আর স্টপ লস ব্যবহার করলে এই সমস্যা এড়িয়ে চলা সম্ভব।
ফরেক্স মার্কেটে স্টপ লস এবং টেক প্রফিট শব্দদুটো খুবই প্রয়োজনীয়। স্টপ লস হল ট্রেডে সর্বোচ্চ যত বা যেইপরিমান লসের বেশি লস ন করতে চাওয়া। স্টপ লসের মাধ্যমে লসের সীমা নির্ধারণ করে দেওয়া হয়।ফলে ট্রেডে ঝুঁকি হ্রাস পায়।বেধে দেওয়া সীমানা পর্যন্ত মার্কেট মুভ করলে ট্রেড অটোমেটিক ক্লোজ হয়ে যায়।আর টেক প্রফিটের মাধ্যমেমাধ্যমে যেই পরিমান লাভে ট্রেড ক্লোজ করার ইচ্ছা থাকে সেখানে গিয়ে ট্রেড অটোমেটিক ক্লোজ হয়ে যায়।স্টপ লস এবং টেক প্রফিট থাকার ফলে ট্রেড ক্লোজ করতে কম্পিটারের সামনে না থাকলেও চলে।
শব্দগুলি থামান এবং প্রযুক্তি লাভটি ফরেক্স মার্কেটে খুব গুরুত্বপূর্ণ স্টপ লস হ'ল কোনও বাণিজ্যে সর্বাধিক ক্ষতি করার ইচ্ছা। লোকসানের সীমাটি স্টপ লস দ্বারা নির্ধারিত হয়, এটি ব্যবসায়ের ঝুঁকি হ্রাস করে, যদি বাজার নির্ধারিত সীমাটির দিকে এগিয়ে যায়, বাণিজ্য স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। প্রযুক্তিগত ক্ষতি এবং লাভের সাথে, আপনি কম্পিউটার থেকে দূরে থাকলেও আপনি ব্যবসায়গুলি বন্ধ করতে পারেন।