তাড়াহুড়ো করে ট্রেড করা কি ভাল কাজ ? এই প্রশ্নটা শুধু ফরেক্সের ক্ষেত্রে নয় সব ক্ষেত্রেই তাড়াহুড়ো করে করতে গেলে কোন কাজই ভাল হয় না। সেটা ব্যক্তিগত,সামাজিক, রাষ্ট্রীয় বা ধর্মীয় কাজই হোক না কেন । আর ফরেক্স যেহেতু অনলাইনভিত্তিক আন্তর্জাতিক বিজনেস,সেখানে তাড়াহুড়ো করতে গেলে বড় ধরণের ক্ষতি হয়ে যেতে পারে বা লস হওয়ার সম্ভাবনা খুব বেশী। এজন্য ফরেক্সে তাড়াহুড়ো না করে দীর্ঘ্যসময় টিকে থাকার জন্য আস্তে আস্তে ট্রেড করতে হবে।