আমি মনে করি, যদি কোন মানুষ চাই সাফল্য হত, তিনি একটি ডেমো অ্যাকাউন্ট দ্বারা প্রথম অনুশীলন আবৃত হবে, এবং তারপর তিনি ফরেক্স ট্রেডের দীর্ঘ সময় বিশ্লেষণ করা উচি্*,
Printable View
আমি মনে করি, যদি কোন মানুষ চাই সাফল্য হত, তিনি একটি ডেমো অ্যাকাউন্ট দ্বারা প্রথম অনুশীলন আবৃত হবে, এবং তারপর তিনি ফরেক্স ট্রেডের দীর্ঘ সময় বিশ্লেষণ করা উচি্*,
বৈদেশিক মুদ্রার বাজারে সাফল্য অনেক উপায় আছে. অভিজ্ঞ ব্যক্তি অধিকাংশ বলছেন যে শুধুমাত্র অর্থ ব্যবস্থাপনা এবং মূলধন ব্যবস্থাপনা অনুসরণ করুন, আপনি মুনাফা দেখতে পারেন, আমি বিশ্বাস করি
[ফরেক্স এ সাফল্যের চাবিকাঠি নিচে দেওয়া হল:(1) আবেগ নিয়ন্ত্রণ.(2) ধৈর্য অনেক(3) লোভ এড়ানো.(4) আরো এবং আরো অনুশীলন ডেমো ট্রেডিং(5) সান্ত যখন ট্রেডিং.(6) আলস্য এড়িয়ে চলুন.এই পথ দিয়ে আমরা বিজয় পেতে পারেন
ফরেক্স একটি খুব কঠিন এবং ঝুঁকিপূর্ণ ব্যবসা. আমি মনে করি প্রত্যেক ট্রেডার ফরেক্স ট্রেডিং সমতল নিদর্শন বাজার বিশ্লেষণের জন্য প্রথম জ্ঞান, মানি ম্যানেজমেন্ট, মৌলিক বিশ্লেষণ, প্রযুক্তিগত বিশ্লেষণ, একটি ডেমো অ্যাকাউন্ট তৈরি এবং ব্যবসায় সাফল্য পেতে হবে চেয়ে আবেগ বিশ্লেষণ ইত্যাদি হওয়া উচিত. ধন্যবাদ
সাফল্য একটি জিনিস আমরা একটি জিনিস না যে আমরা যাতে যোগ্য কঠোর পরিশ্রম করে এই মুদ্রা বাজারে আমি মনে করি প্রত্যেক ট্রেডার ফরেক্স ট্রেডিং সমতল নিদর্শন বাজার বিশ্লেষণের জন্য প্রথম জ্ঞান করা উচিত জন্য কাজ করে, মানি ম্যানেজমেন্ট, মৌলিক বিশ্লেষণ , প্রযুক্তিগত বিশ্লেষণ, আবেগ বিশ্লেষণ একটি ডেমো অ্যাকাউন্ট তৈরি এবং ব্যবসায় সাফল্য পেতে হবে চেয়ে ইত্যাদি. ধন্যবাদ
আপনি কঠোর পরিশ্রম যদি আপনি জীবনে চকমক করা হবে , বৈদেশিক মুদ্রার একটি ভাল ব্যবসা.নিরভর করে এটি সাফল্য আপনার লার্নিং, ভাল পরিকল্পনা, কাজ কঠিন, ডেমো অ্যাকাউন্ট, জ্ঞান ও ফরেক্স ট্রেড সম্পর্কে অভিজ্ঞতার উপর
ত্যাগ ও সংগ্রামের লাগে এখানে সফল হতে, আমরা শিক্ষা ও অনুশীলনের জন্য জ্ঞান ও অভিজ্ঞতা, ডেমো অ্যাকাউন্ট অর্জন করতে এবং কোনো ব্যক্তি আবিদ আরো প্রয়োজনের জন্য এই ফরেক্স
এটা অসম্ভব আমাদের সফল হতে শুধু একটি সাধারণ নিয়ম জ্ঞান ও ব্যবহারিক অভিজ্ঞতার প্রয়োজন এবং অনুশীলন থাকলে ফরেক্স তাকে গ্রহণ করার যায়।
নির্দিষ্ট করে আমরা বৈদেশিক মুদ্রা লেনদেন মাধ্যমে সফল করতে সক্ষম ও জ্ঞান লাভ করার জন্য যেতে হবে বাহিরে. এছাড়া, আমরা একটি উপায় এই বৈদেশিক মুদ্রা ট্রেডিং কর তে পারি সেটা হল ফরেক্স।
আপনি প্রয়োজন ফরেক্স সিস্টেম সম্পর্কে অভিজ্ঞতা চান এছাড়াও আপনি সেরা যুগল সঙ্গে ট্রেডিং জন্য কার্যকর কৌশল, ব্যবস্থাপনা, টুলস হিসেবে নিয়ে গবেষণা ব্যবহার করার ক্ষমতা চান আপনার জন্য ডেমো করা ভাল।
নিজেদেরকে ভাল জ্ঞান ও ক্ষমতা দিয়ে প্রস্তুতির একটি সময় প্রয়োজন, আমরা এটি জন্য ডেমো অ্যাকাউন্ট ব্যবহার করতে পারি।
আমাদের ফরেক্সে সফল হতে হলে চালিয়ে যেতে হবে. উপরন্তু, এই বৈদেশিক মুদ্রার নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হতে হবে. আমার মতামত
রত্যেক ট্রেডার ফরেক্স ট্রেডিং সমতল নিদর্শন বাজার বিশ্লেষণের জন্য প্রথম জ্ঞান, মানি ম্যানেজমেন্ট, মৌলিক বিশ্লেষণ, প্রযুক্তিগত বিশ্লেষণ, একটি ডেমো অ্যাকাউন্ট তৈরি এবং ব্যবসায় সাফল্য পেতে হবে চেয়ে আবেগ বিশ্লেষণ ইত্যাদি হওয়া উচিত
ভালো ভাবে ডেমো ট্রেড করুন ডেমো অনুশীলনের মাধ্যমে নিজেকে রিয়েল মার্কেটের জন্য যোগ্য করে তুলুন আর রিয়েল মার্কেটে আসলে কখনও ওভারট্রেড করবেন না । ওভারট্রেড করলে ধরা খাবেন একাউন্ট জিরো হতে সময় লাগবে না আর মানি মেনেজমেন্ট নীতি মেনে চলুন ।
আমরা জানি ফরেক্স মার্কেটে দক্ষ ট্রেডার ভাল ভাবে প্রফিট করতে পারে কারন তারা ফরেক্স মার্কেট এর উপদেশ মেনে ট্রেড করে,তাই আমি বলি ট্রেড করার সময় মাথা ঠান্ডা রেখে ট্রেড করা,অভার ট্রেডিং পরিহার করা,ট্রেড করার পরে স্টল লস ও টেক প্রফিট ব্যাবহার করা,মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে ট্রেড করা।
ভাই আপনি যা বলেছেন তার জন্য ধন্যবাদ। আপনার উপদেশটা অনেকটা গুরুপ্তপূর্ন মনে হল। তবে আমার কাছে যা মনে হয় আমরা ফরেক্স করার সময় আমাদের 100% রিক্স না নিয়ে একটু কম রিক্স নেয়া ভাল। এর জন্য আমাদের ফরেক্স এর সবকিছু ভাল করে বুঝে নিতে হবে। যাতে আমরা ফরেক্স এ 100% রিক্স না নিয়ে 50% রিক্স নিতে পারি। তাহলে আমরা এই ফরেক্স থেকে অনেকটা আয় করতে পারব এবং আমাদের ঝুকিটাও কম থাকবে।
আমি আপনার মন্তব্যটা মনে প্রানে গ্রহন করলাম কেননা বিষয়টি আমার থিওরির সাথে মিলে গেছে । আমি তিন মাস ভুলের মধ্যে পড়ে ছিলাম আজ দুই সপ্তাহ ধরে আপনার মন্তব্যের মত ট্রেড করে প্রফিটের দিকে যাছছি । আপনাকে ধন্যবাদ ।
আসলেই আমাদের সবারই একটাই সমস্যা আমরা প্রতিনিয়ত শুধু উপদেশ দিয়ে যাই। কিন্তু নিজের ক্ষেত্রে তার কতটুকু প্রয়োগ করতে পারি তা কি একবারও ভেবে দেখেছেন? না আমাদের উপদেশ শুনতে ভাল লাগে না আমাদের মানতে ভাললাগে। শুধু উপদেশ দিয়েই যাচ্ছি। তাহলে কিভাবে হবে বলুন। আগে নিজেকে বোঝান যে আপনাকে পারতে হবে। মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিন। যখন মার্কেট এর মুভমেন্ট ধরতে না পারবেন তখন মার্কেটের সামনে থেকে উঠে পড়ুন। বন্ধুদের সাথে আড্ডা দিন ফ্রেস হয়ে আবার ট্রেডে বসুন। ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। দেখবেন আপনি সফল হবেন। কি দেখলেন আপনাদেরকে কিভাবে উপদেশ দিলাম। আসলেও খুব সুন্দর সুন্দর উপদেশ দিলাম আপনাদেরকে। এই উপদেশের বিন্দুমাত্র ও যদি নিজের উপর আমি প্রয়োগ করতে পারতাম তাহলে এতোদিনে কিছুটা হলেও ফরেক্স এ সফল হতাম।
আমার পক্ষ থেকে মূল্যবান উপদেশ প্রদানের জন্য পোষ্টকারী ভাইয়াকে ধন্যবাদ। আসলেই ফরেক্সকে ভালো করে বুঝার জন্য সিনিয়র কারো সাহায্যের জুড়ি নেই। এক্ষেত্রে ফরেক্স ফোরামের অনেকেই এগিয়ে এসেছে জুনিয়র ট্রেডারদের সাহায্য করতে। আমি আপনার এবং আপনাদের এই উত্থানকে স্বাগতম জানাই।
আমি মনে করি ফরেক্স সম্পর্কে জানতে হলে ফরেক্স জানে এমন কোন বড় ভাইয়ের কাছে গিয়ে ভালভাবে জেনে নিয়া। বড় ভাই সব কিছুর বাস্তবিক উদাহরন দিতে পারবেন। এছাড়া আপনি ফরেক্স সম্পর্কে অনেক বই আছে ওই গুলা সংগ্রহ করে পড়তে পারেন। অথবা অনলাইন থেকে সার্চ দিয়ে ফরেক্স সম্পর্কে জানতে পারেন। ফরেক্স ট্রেড করলে যে সব সময় লাভ হবে সেটা কিন্তু না এখানে লস হতে পারে এবং হবে।তবে সেটা খুবই কম। মনবল বাড়াতে হবে ার ফরেক্স এর যে সমস্ত নিয়মাবলি আছে তার বাইরে গিয়ে কাজ ক্রতলে ফলাফল ভিন্ন পাবেন।
ফরেক্স মার্কেটে কাজ করতে হলে আপনি কিছু উপদেশ মেনে চলতে পারেন । আপনি যদি ভাল কিছু উপদেশ মেনে চলেন তাইলে আপনি অনেক ভাল কিছু করতে পারেন ফরেক্স মার্কেট থেকে । তাই আপনি ভাল কিছু করতে হলে ভাল উপদেশ আপনাকে মেনে চলতে হবে । তাইলেই আপনি ফরেক্স মার্কেট থেকে ভাল আয় করতে পারেন ।
আপনার কথা গুলো শুনে খুব অনুপ্রেনিত হলাম।।আমি ৪ মাসে প্রায় লস করেছি ৫০০ ডলার আর তার কারন হল আমি আমার ইনভেস্টকে দিগুন করতে চেয়েছি আর বার বার একাউন্ট ০ করেছি।তাই এখন মানি ম্যনেজম্যান্ট ঠিক রেখে ট্রেড ওপেন করি।
উপদেশ তখনি ভালো লাগে যখন উপদেশ সোনার পরে সেটা না মেনে কোনো কিছু করি আর লস খাই তখন উপদেশের কথা খুব মনে পরে ।মনে হয় যদি বড় ভাইয়ের কথা টা শুনতাম তাহলে লস খেতে হত না ।আমার কাছে মনে হয় উপদেশ কোনো কিছু করার জন্যে পথ হিসেবে কাজ করে যেমন ধরেন আপনি বাড়ি থেকে বাজারে যাবেন সে ক্ষেত্রে আপনাকে রাস্তা দিয়ে যেতে হবে এখন কোন রাস্তা দিয়ে বাজারে যাবেন আপনি তা না জানলে আপনি কখনো বাজারে যেতে পারবেন না ।ঠিক তেমনি ফরেক্স এ যদি আপনি বড়দের উপদেশ না মানেন তাহলে সফল হতে পারবেন না।
আমরা ফরেক্স ব্যবসা করার জন্য দক্ষ ট্রেডারের কিছু উপদেশ রয়েছে । আমরা যদি ভালোভাবে দক্ষ ট্রেডারের পরামর্শ নিতে পারি তাহলেই আমরা লাভবান হতে পারব । আমরা উপদেশ মেনে চলার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । সর্বদা আমরা ডেমো ট্রেড বেশী বেশী করে করবেন তাহলেই আমরা লাভবান হতে পারবেন ।
ফরেক্স এমন একটা মার্কট যেখানে সফল হতে হলে অনেক বেশি পরিমাণে আমাদেরকে জ্ঞানী ও অভিজ্ঞতা অর্জণ করতে হবে । যে যত বেশি ট্রেড করবে বাস্তবিকভাবে সেই ফরেক্সে ভালো করতে পারবে । ফরেক্সে ভালো করতে হলে অবশ্যই সেই ধরনের জ্ঞান প্রয়োজন হবে । ফরেক্স এমন একটা ব্যবসা যেখানে আমরা নিজের জন্য ভবিষ্যতের একটা ভালো ক্যারিয়ার গঠন করতে পারি । এক্ষেত্রে অভিজ্ঞ ট্রেডারদের অণুসরন করতে হবে ।
আমার মনে হয় ফরেক্স ট্রেডিংয়ে অবশ্যই আপনার দেওয়া উপদেশ সমূহ অনুসরন করা উচিত ভাল ফরেক্স ট্রেডার হওয়ার স্বার্থে কিন্তু আসলে ফরেক্স মার্কেটে টাকা এমন ভাবে উড়তে থাকে যে ট্রেডিংপ্লাটফর্মে গিয়ে আমরা সকল উপদেশকে অগ্রাহ্য করে কেবল অতিরিক্ত প্রফিটের দিকে ছুটে বেড়াই আসলে দেখা যায় সেই সময়েই ঘটে বড় ধরনের লসের মত বিপর্যয়।
হ্যা ভাই ফরেক্স সম্পরকে আগে ভাল করে জানতে হবে, বুঝতে হবে । বুঝে কাজ করতে হবে । তবে আপনার উপদেশ বলি বা পরামশ খুব ভাল লাগেছে । আমি তা মনে রেখে কাজ করার চেষ্টা করবো।
চমৎকার এবং দরকারী কিছু উপদেশ পেলাম৷তাই তো নতুনদের বারবার বলি আপনারা ধীরে ধীরে ঠান্ডা মাথায় ফোরামের সকল বিষয় গুলো পড়ুন ও মূল লেখাগুলো নোট করে আস্তে আস্তে ডেমো ট্রেডিং এ প্র্যাকটিস শুরু করুন৷দীর্ঘ সময় নিয়ে প্র্যকটিস করতে করতে একসময় ঠিকই দক্ষতা অর্জন হয়ে যাবে ও নিয়মিত প্রফিট করতে পারবেন৷আমাদের এই ফোরামে অনেক অনেক ভালো মানের লেখক লক্ষ্য করলাম৷তাদের লেখা থেকে যথেষ্ঠ শেখার সুযোগ রয়েছে৷এখানে আমিও শিখছি ও আশা করছি নিয়মিত আমিও লিখবো যা অতীতে শিখেছি৷আমি কোনো অভিজ্ঞ ফরেক্স বন্দ্বু আমার আশেপাশে এখোনোও কাউকে পাইনি যিনি এক লাইন নতুন কিছু শিখাবে৷ধন্যবাদ৷
এইসব ভাল ভাল কিছু উপদেশ পাওয়ার জন্যই ফরেক্স ফোরামে যোগদান করেছি। গত দুই মাস ফোরাম এর পোষ্টিং বোনাস দিয়ে ট্রেড করে সম্পূর্ণ বোনাসই লস করেছি। কিন্তু এই মাসে আমার বোনাস আমার ব্যালেন্স থেকে শুন্য হয়ে গেছে। তারপরেও আমি ফোরামের প্রতি সন্তুষ্ট আছি। কারন ফোরাম এর বোনাস দিয়ে ট্রেড করে টাকা উঠানো কোন সহজ কথা নয় তবে এখানে আমার অনেক কিছু শিখতে পারি।
আমি মনে করি আপনার উপদেস নতুনদের অনেক কাজে লাগবে কারন ফরেক্স মার্কেট এ অনেক নতুন ট্রেডার তারা না বুঝে ডিপোজিট করে তারা অ্যাকাউন্ট জিরো করে ফেলে তাই যে যদি আপনার নিয়ম মেনে ট্রেড করে তা হলে তার অ্যাকাউন্ট জিরো হবে না আমি নিজেও অনেক নিয়ম মেনে ট্রেড করার কারন এ লাভ করতে পারছি যারা ফরেক্স মার্কেট এ নিয়ম মেনে ট্রেড করে না তারা ফরেক্স মার্কেট এ বেশিদিন লাভ ধরে রাখতে পারবেন না তাই নিয়ম মেনে ট্রেড করতে হবে ফরেক্স মার্কেট এ