-
আমি মনেকরি, ফরেক্স খবই রিস্কি ব্যাবসা। এখানে লাভ করতে হলে আমাদের অবশ্যই ফরেক্স এর বিভিন্ন দিক গুলো জানতে হবে। শুধু মাত্র ইন্ডিকেটর দেখে ট্রেড করা উচিত নয় । কোন দেশের কারেন্সির কি অবস্থা তা বুঝে তারপর ট্রেড করা উচিত। ফরেক্সে যে সকল নিউজ আসে তা ফলো করে ট্রেড করা উচিত।
-
আসলেই ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য ইনডিকেটর এর উপর নির্ভর করা ঠিক নই।সব প্রকার এনালাইসিস করার পর ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হবে।আপনি যদি শুধু ইনডিকেটর এর উপর নির্ভর করে বসে থাকেন তাহলে আপনি ভুল করবেন।কারণ ইনডিকেটর আমাদের কে সব সময় সঠিক তথ্য দেই না।অনেক সময় দেখা যাই ইনডিকেটর বলছে প্রাই বারবে কিন্তু ট্রেড করার পর দেখলেন প্রাইস কমছে তখন তো আর করার কিছুই থাকেনা।তাই শুধু ইনডিকেটর এর উপর নির্ভর না করে সব প্রকার এনালাইসিস করে ট্রেড করুন।
-
ফরেক্স মার্কেটে ট্রেডিং করার জন্য আমরা বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ব্যাবহার করে থাকি,কিন্তু আমাদের সবসময় ইন্ডিকেটর ব্যাবহার করা ঠিকনা কারন অনেক সময় ইন্ডিকেটর ভাল কাজ নাও করতে পারে সেও জন্য ইন্ডিকেটরের পাশাপাশি আমাদের ফরেক্স মার্কেটের নিউজ দেখে ট্রেডিং করতে হবে যাতে ভাল প্রফিট করা যায়
-
ফরেক্স এমন একটি মার্কেট যে খানে শুধু ইন্ডিকেটর এর উপর নির্ভর করা যায় না। এই মার্কেট এ টেকনিকাল কাছে পান্ডামেন্টালাম মার খায়, আবার নিউজ। সব মিলিয়ে ফরেক্স শুধু ইন্ডিকেটর উপর নির্ভর করা যায় না।
-
আমি বলবো ইন্ডিকেটরের উপর নির্ভর করা এবং শুধুমাত্র এরই
উপর ভিত্তি করে ট্রেড করা একজন বোকা বা
নির্বোধ ট্রেডারের পক্ষেই সাজে!
ইন্ডিকেটর আপনাকে শুধুমাত্র কিছুটা সাহায্য করতে
পারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে! কিন্তু এর উপর
নির্ভর করে ট্রেড করলে চলবে না। ফরেক্স
মার্কেট কি কারনে উঠা নামা করে, কোন সময়
কোন পেয়ারের কি অবস্থা হয়, কোন কোন
ঘটনার উপর মুদ্রার মান পরিবর্তন ঘটে এগুলোও
আপনার জানা থাকা চাই
-
শুধুমাত্র ইন্ডিকেটর এর উপর নির্ভরশীল হওয়া ঠিক নই। কারন ইন্ডিকেট সব সময় আপনাকে সঠিক অ্যানালাইসিসি দিতে পারবে না। তাই কখনও এটার উপর পুরোপুরি নির্ভর করা যাবেনা।
-
ফরেক্স মার্কেট এ সফল ভাবে ট্রেড করার জন্য আমাদের কে অবশ্যই তিন প্রকার এর এনালাইসিস করে ট্রেড করতে হবে।আপনি যদি শুধু টেকনিক্যাল এনালাইসিস এর উপর ভিত্তি করে ফরেক্স মার্কেট এ ট্রেড করে তাহলে আপনি ভুল করবেন।আপনি যদি সফল ভাবে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে চান তাহলে আপনাকে অবশ্যই সব গুলো এনালাইসিস এর মাধ্যমে ট্রেড করতে হবে।আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য ফরেক্স মার্কেট কে তিন ভাবে এনালাইসিস করে ট্রেড করি।
-
ফরেক্স মার্কেটে শুধুমাত্র ইনডিকেটরের উপর নির্ভর করে ট্রেডিং করা কখনই উচিত নয়। শুধুমাত্র ইনডিকেটরের উপর নির্ভর করে একমাত্র নির্বোধ ট্রেডাররাই ট্রেডিং করে থাকেন। কারন ফরেক্স মার্কেটে প্রতিনিয়ত প্রাইস পরিবর্তিত হতে থাকে। ইনডিকেটর আমাদেরকে শুধুমাত্র ইঙ্গিত দিতে পারে কিন্তু পুরোপুরি কখনই বলতে পারে না ট্রেড কোন দিকে যাবে।
-
না শুধু মাত্র ইন্ডিকেটরের উপর নির্ভর ট্রেড করা বোকামি ছাড়া আর কিছুই না । কেননা ইন্ডিকেটর রেজাল্ট দেয় মার্কেট চলে যাবার পর । তাছাড়া বেশির ভাগ সময়ই ইন্ডিকেটর আপনাকে ভুল সিগনাল দিবে । তাই ইন্ডিকেটর বেস ট্রেড না করে প্রাইজ অ্যাকশন ধরে ট্রেড করাই অধিক নিরাপদ ।
-
ফরেক্স ইন্ডিকেটর সব ট্রেডার কম বেশি ব্যবহার করে থাকেন। ইন্ডিকেটর ফরেক্স এর এক্টী গুরুত্তপুর্ন টুল। আপনি এটা দিয়ে ট্রেড করলে এবং আপনার নিজস এনালাইসিস দিয়ে মিলিয়ে ট্রেড নিলে লস অনেক কম হবে এবং প্রফিট সর্বোচচ করা সম্ভব।
-
ফরেক্স এ ইন্ডিকেটর হচ্ছে টেকনিক্যাল এনালাইসিস এর একটি টুল যা আপনাকে মার্কেট এর বিগত কয়েক মাস/সপ্তাহ/ দিন/ঘন্টা/মিনিট এর উপর নির্ভর করে একটি ভবিষ্যত দিক নির্দেশনা দিয়ে থাকে । একটি ইন্ডিকেটর এর উপর নির্ভর না করে , তিন/চারটি ইন্ডিকেটর ব্যবহার করে টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেড এন্ট্রি করলে অনেক ভালো লাভ করা যায়।
-
ইন্ডিকেটর আপনাকে একটা নির্দিষ্ট দিক নির্দেশনা দিবে।এর চেয়ে আপনাকে বেশি নির্দেশনা দিবে না।আপনাকে অবশ্যই আপনার ট্রেডিং আইডিয়াটাকে কাজে লাগাতে হবে।যাতে আপনি একটি সঠিক অ্যানালাইসিস করতে পারেন।আপনি যদি এর উপর পুরোপুরি আস্তা রাখেন তাহলে সেটা ঠিক হবে না।
-
আমি নতুন ট্রেডার বিধায় ইন্ডিকেটর দিয়েই ট্রেড করি। প্রাইস অ্যাকশনের বিষয়টি জানার জন্য অনেক চেষ্টা করেও বিফল হয়েছি। এব্যাপারে কেউ মতামত দিলে সব নতুনরাই উপকৃত হতো। এটি জানা খুবই প্রয়োজন। কেননা শুধু ইন্ডিকেটর দিয়ে নিশ্চিত ফলাফল আশা করা যায় না।
-
আমি মনে করি শুধু মাত্র ইনডিকেটর এর উপর নির্ভর করা ঠিক নয়.একটি ভালো ইনডিকেটর বাছাই করতে না পারলে ইনডিকেটর বেবহার করে সফল না ও হতে পারেন.কারণ সব ইনডিকেটর শতভাগ সফলতা প্রদান করতে পারেনা.তাই নিজেকেই ট্রেডিং করে এগিয়ে চলা উচিত.যারা ট্রেডিং একদম ই বুঝেনা তাদের জন্য এইটি কার্যকর.
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় ইন্ডিকেটরের উপর নির্ভর করে ট্রেড করা উচিত নয়। কারণ ইন্ডিকেটরের সিগন্যাল এ ট্রেড করে প্রত্যেক ট্রেড এ প্রফিত করা সম্ভব নয়। ইন্ডিকেটরের একটা ভুল সিগন্যাল এর মাধ্যমে অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে।
-
ামি বলবো ইন্ডিকেটরের উপর নির্ভর করা এবং শুধুমাত্র এরই উপর ভিত্তি করে ট্রেড করা একজন বোকা বা নির্বোধ ট্রেডারের পক্ষেই সাজে! ইন্ডিকেটর আপনাকে শুধুমাত্র কিছুটা সাহায্য করতে পারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে! কিন্তু এর উপর নির্ভর করে ট্রেড করলে চলবে না। ফরেক্স মার্কেট কি কারনে উঠা নামা করে, কোন সময় কোন পেয়ারের কি অবস্থা হয়, কোন কোন ঘটনার উপর মুদ্রার মান পরিবর্তন ঘটে এগুলোও আপনার জানা থাকা চাই।
-
শুধুমাত্র ঈন্ডিকেটর দিয়ে কোন ধরনের ট্রেড করা উচিত নয় । কারণ ঈন্ডিকেটর হল শুধুমাত্র একটা নির্দেশক । আর নির্দেশক মানে হল ট্রেড এর সম্পর্কে কিছু ধারণা দেওয়া । তবে সব ক্ষেত্রেই যে ধারণাগুলো শতভাগ সত্য হবে তা আমি বিশ্বাস করি না । আর এটাও মনে রাখা দরকার যে ফরেক্স মার্কেট এমন একটা মার্কেট যেখানে একটা নিদ্দিষ্ট জিনিস দ্বারা বিশ্লেষণ করে সম্ভাবনা জানা যায় না । ঈন্ডিকেটর এর পাশাপাশি আামদেরকে মেনুয়্যাল ট্রেডিংকেও গুরুত্ব দিতে হবে ।
-
ফরেক্স ট্রেড করে কিন্তু সংকেত ব্যবহার করে না এমন মানুষ আছে বলে আমার জানা নাই, তাই আমার মতে যারা ফরেক্স এ ট্রেড করে তারা যানে সংকেত ছাড়াও আরও কি কি ফলো করে ট্রেড করতে হয়, তাই আমি মনে করি সবাই ফরেক্স মার্কেটের নিউজ দেখে তারপর সংকেত অনুযায়ী ট্রেড করে, এই কারনে শুধু সংকেত না, ফরেক্স নিউজ ও দেখা ট্রেড করার জন্য উত্তম।
-
আমি মনে করি শুধুমাত্র ইন্ডিকেটরের উপর নির্ভর করা ঠিক নয়। কারন মার্কেট ও ইন্ডিকেটর অনেক সময় বিপরীত দিকে চলে যায় ফলে যারা কিনা শুধুমাত্র ইন্ডিকেটরের উ নির্ভরশীল তাদের লসের সম্মুখীন হতে হয়।
যার জন্য প্রয়োজন সঠিক ভাবে মার্কেট অ্যনালাইসিস করা।
-
শুধুমাত্র ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড করা সঠিক নয়। প্রত্যেক কারেন্সির বাজার দর জানতে হবে। সঠিক বাজার দর জেনে ট্রেড করতে হবে। এছাড়া ফোরাম নিউজ পড়তে হবে। তারপর সফলতা আসবে।
-
ইন্ডিকেটার সব সময় আপনাকে সঠিক সিগন্যাল দিবে না্।আপনি যদি ইন্ডিকেটরের সঠিক ব্যবহার সম্পর্কে না জানেন তাহলে ফরেক্স মার্কেটে আপনি লস খাবেন। আর ইন্ডিকেটরের সিগন্যাল নির্ভর করে মার্কেটের মুভমেন্ট এর উপর। কাজেই মার্কেট মুভমেন্ট এর উপর খেয়াল রাখুন।
-
আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, শুধু মাত্র সংকেত ব্যবহার করে ট্রেড করা মোটেও উচিত হবে না, আমার জানা মতে ফরেক্স মার্কেট উঠা নামা করে নিউজ প্রকাশ হওয়ার উপর, তাই আমাদের সবার উচিত হবে ফরেক্স নিউজ দেখে সংকেতের সহযোগিতা নিয়ে ট্রেড করা, তাহলে লাভ হওয়ার সম্ভবনা বেশি থাকে।
-
ফরেক্স একটা আনপ্রেডিকটেবল মার্কেট যেখানে মার্কেটের পরবর্তী মুভমেন্ট সম্পর্কে কেউই নিশ্চিত করে বলতে পারবে না।এজন্য সবসময়ই নিজের অর্জিত দক্ষতার দ্বারা ট্রেড করতে হবে।কারও ইন্ডিকেটরের আশায় থাকা যাবেনা।এতে করে বড় ধরনের লস হতে সময় লাগবে না।তাই ইন্ডিকেটরের ওপর নির্ভর করা যাবেনা।
-
ফরেক্সকে কাজ করতে হলে সবথেকে বেশি ভাল হয় যদি নিজের জ্ঞান ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে কাজ করা যায় । ফরেক্সে কাজ করা জন্য ও ভাল ট্রেড করার জন্য ফরেক্সে বিভিন্ন ধরনের ইন্ডিকেটর থাকে । ইন্ডিকেটর মানে হলো নির্দেশক । এই ইন্ডিকেটর ট্রেডারকে ট্রেড করতে অনেক সাহায্য করে থাকে । ট্রেডার ইন্ডিকেটরের দিক নির্দেশনা মত ট্রেড করার মাধ্যমে ফরেক্সে ভাল করে থাকে । কিন্তু সব সময় ফরেক্সে ইন্ডিকেটর নির্ভর হওয়া ভাল না ।
-
আপনার সাথে আমি একমত সুধুমাত্র ইন্ডিকেটরের উপর নিরভর করা উচিত না । অন্যান্য সব এনালাইসেসের সাথে ইন্ডিকেটর সহায়ক হিসাবে কাজে লাগানো যেতে পারে ।
-
আমি মনে করি ইন্ডিকেটরের উপর নির্ভর করা এবং শুধুমাত্র এরই উপর ভিত্তি করে ট্রেড করা একজন বোকা বা নির্বোধ ট্রেডারের পক্ষেই সাজে! ইন্ডিকেটর আপনাকে শুধুমাত্র কিছুটা সাহায্য করতে পারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে! কিন্তু এর উপর নির্ভর করে ট্রেড করলে চলবে না। ফরেক্স মার্কেট কি কারনে উঠা নামা করে, কোন সময় কোন পেয়ারের কি অবস্থা হয়, কোন কোন ঘটনার উপর মুদ্রার মান পরিবর্তন ঘটে এগুলোও আপনার জানা থাকা চাই।
-
ইন্ডিকেটরের উপর ভিত্তি করে কখনো ট্রেড করলে তা নিজেকে বোকামী ছাড়া আর কিছুই বলা চলে না।কারন ইন্ডিকেটর সবসময় সঠিক সিগ্নাল দেয় না।তাই মার্কেটের অবস্থা বুঝে ট্রেড করা বুদ্ধিমানের কাজ।
-
ভাল ট্রেডাররা কখনো শুধুমাত্র ইন্ডিকেটরের উপর নির্ভর করে না । তারা সকল প্রকার এনালাইসিস ভাল করে শিখে তাই ফরেক্স মার্কটে ট্রেড করে থাকে । আমি নিজে শুধুমাত্র ইন্ডিকেটরের উপর নির্ভর করি না । তাই আমি বলতে পারি যে আমাদের শুধুমাত্র ইন্ডিকেটরের উপর নির্ভর করা ঠিক না । যারা কানা তারা শুধুমাত্র ইন্ডিকেটরের উপর নির্ভর করে ট্রেড করে ফরেক্স মার্কেটে ।
-
ইন্ডিকেটর এর উপর নির্ভর হওয়া কখনো উচিত নয়।কারন ইন্ডিকেটর দিয়েই যদি প্রকৃত ট্রেড করা যায় তাহলে তো ধনি হতে সময় লাগবে না।তাই বলছি যে আপনি মার্কেট প্রাইস সম্পর্কে খুব ভাল করে জানুন।তারপর ট্রেড করা শুরু করুন।
-
আমি বলবো শুধু মাত্র ইন্ডিকেটর এর উপর নির্ভরশীল হওইয়া ঠিক হবে না। আপনি প্রাইস একশন বুঝে ট্রেড করুন এবং ইন্ডিকেটরকে রাখুন প্রাইস একশনের সহায়ক হিসেবে। আর ইনডিকেটর অনেক সময় ভুল সিগনাল দেয়। যা আপনাকে প্রচুর লস করাতে পারে। ইন্ডিকেটরের সিগন্যাল নির্ভর করে মার্কেটের মুভমেন্ট এর উপর। কাজেই মার্কেট মুভমেন্ট এর উপর খেয়াল রাখুন।
-
শুধুমাত্র ঈন্ডিকেটর নির্ভর হওয়া আসলেই ঠিক নয় । ঈন্ডিকেটর নির্ভর হতে গিয়ে আমরা অনেকে আর ট্রেডিং দক্ষতা অর্জন করতে পারি না্ । তাই আমাদের মনে রাখতে হবে যে ট্রেডিং দক্ষ হতে হলে আমাদেরকে অবশ্যই অনেক বেশি পরিমাণে নিজেদেরকে বেশি পরিমাণে ট্রেডিং দক্ষ হওয়ার চেষ্টা করতে হবে । কেননা ঈন্ডিকেটর মাত্রই হল শুধুমাত্র একটা নির্দেশক ব্যাতিত আর কিছু নয় ।
-
আমি ও আপনাদের সাথে একমত প্রকাশ করছি কারন ফরেক্স এ খকন ও ইন্ডিকেটর দেখে ট্রেড করা টিক না যা হবে একজন অজ্ঞ ব্যক্তির কাজ,অজ্ঞ ব্যক্তিরা কাজ করে শুদু মানুসের কাছ থেকে শুনে।তারা জানে না কি আছে বা নাই।তাই ফরেক্স করার জন্য শুদু ইন্ডিকেটর নয় আর অনেক আছে যা শিখে নিতে হয়।তাই ইন্ডিকেটরে উপর নির্ভর না করে নিজের ডলার অনুযায়ী ইনভেস্ট করতে হবে
-
আসলে অনেকেই আছেন যারা শুধু মাত্র ইন্ডিকেটরের উপর নির্ভর কের ট্রেড করে থাকে। আমার মতে এটা একদম ঠিক নয়। কারন-ইন্ডিকেটর তখন কাজ করে যখন মার্কেট মুভ করতে থাকে। তাই শুধুমাত্র ইন্ডিকেটরের উপর নির্ভরশীল হয়ে ট্রেড করা ঠিক নয়। অন্যান্য এ্যানালাইসিসের উপর ভিত্তি করে আপনি ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন। শুধু যদি ইন্ডিকেটর ৯০% সঠিক সিগন্যাল দিত তাহলে এতো বেশি মার্কেট এ্যানালাইসিসের প্রয়োজন হত না।
-
ইন্ডিকেটর আপনাকে শুধুমাত্র কিছুটা সাহায্য করতে পারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে! কিন্তু এর উপর নির্ভর করে ট্রেড করলে চলবে না। ফরেক্স মার্কেট কি কারনে উঠা নামা করে, কোন সময় কোন পেয়ারের কি অবস্থা হয়, কোন কোন ঘটনার উপর মুদ্রার মান পরিবর্তন ঘটে এগুলোও আপনার জানা থাকা চাই
-
শুধুমাত্র ইন্ডিকেটরের উপর নির্ভর করা ঠিক নয়। নিজস্ব চিন্তা-ধারা আর বুদ্ধিকে কাজে লাগিয়ে ট্রেড করতে হবে। কারম একই ইন্ডিকেটর সব সময় কার্যকরী নাও হতে পারে। সেক্ষেত্রে আপনাকে আপনার বুদ্ধি খাটিয়ে ট্রেড করতে হবে। আপনি শুধুমাত্র ইন্ডিকেটরের উপর নির্ভরদশীল না হয়ে বুদ্ধিমত্তা দিয়ে বিচার করুন। নিজের জ্ঞানকে কাজে লাগান। ফরেক্সে সম্পর্কে জ্ঞান অর্জন করুন। সিনিয়রের কাছ থেকে পরামর্শ গ্রহন করুন। আপনাকে শুধুমাত্র ইন্ডিকেটরের উপর নির্ভর করে থাকতে হবেনা।
-
ইন্ডিকেটর আপনার সাহায্যকারী হতে পারে তবে শুধুমাত্র ইন্ডিকেটর দিয়ে ট্রেড করলে কখনওই ভালো ফল বয়ে আনতে পারবেন না। কারন ইন্ডিকেটর সব সময় আপনাকে সঠিক অ্যানালাইসিসি দিতে পারবে না। তাই ভালো ট্রেডাররা ইন্ডিকেটর দেখে ট্রেড করেন না।
-
ফরেক্স ট্রেড করার জন্য শুধু মাত্র ইনডিকেটর এর ওপর ভরসা করা ঠিক না । কারণ ইন্ডিকেটর শুধুমাত্র মার্কেট এর বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে কাজ করে । মার্কেট হলো এমন এক জিনিস যা যেকোনো সময় যেকোনো দিকে মোর নিতে পারে , কোনো ঘটনা কিংবা দুর্ঘটনা, আবহাওয়া, ঋতু আরো অনেক কিছু ফরেক্স মার্কেট এ প্রভাব ফেলতে পারে । তাই ইন্ডিকেটর নয় আগে এনালাইসিস করে তারপর ইনডিকেটর এর দিকে লক্ষ্য করা উচিত । ইন্ডিকেটর সবসময় সঠিক সিগন্যাল দেয় না ।
-
হে ভাই আমি ও মনে করি শুধুমাত্র ইন্ডিকেটর দেখে ট্রেড দেয়ার সিদ্ধান্ত নেয়া উচিত না বিশেষ করে নতুন ট্রেডার গনের ক্ষেত্রে । প্রথমে আপনি যদি প্রাইস একশন বুঝে ট্রেড করার চেষ্টা করুন তাহলে ফরেক্স মার্কেট থেকে অনেক কিছুই শিখতে পারবেন,ইন্ডিকেটর কক্ষনয় আপনাকে দক্ষ ট্রেডার হতে সহযোগিতা করবেনা
-
আমার মতে ইন্ডিকেটরের উপর নির্ভর করা এবং শুধুমাত্র এরই উপর ভিত্তি করে ট্রেড করা একজন বোকা বা নির্বোধ ট্রেডারের পক্ষেই সাজে! ইন্ডিকেটর আপনাকে শুধুমাত্র কিছুটা সাহায্য করতে পারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে! কিন্তু এর উপর নির্ভর করে ট্রেড করলে চলবে না। ফরেক্স মার্কেট কি কারনে উঠা নামা করে, কোন সময় কোন পেয়ারের কি অবস্থা হয়, কোন কোন ঘটনার উপর মুদ্রার মান পরিবর্তন ঘটে এগুলোও আপনার জানা থাকা চাই।
-
আমি মনে করি নতুন ট্রেডার রা ইন্দিকেটর ব্যাবহার না করাই ভালো কারন ইন্ডিকেতরের উপর নির্ভর হয়ে পড়লে ব্যাক্তি ট্রেডারের অভিজ্ঞতা অর্জন সম্পুর্ন হবে না ।তাছাড়া ইন্ডীকেটর ব্যাবহারেও দক্ষতা থাকতে হবে কারন ইন্ডীকেটর সবসময় সঠিক নির্দেশনা দেয় না।তাই সকলেরই ইন্ডীকেটোর ব্যাবহারে সচেতন থাকতে হবে।