-
কিছু কিছু আলোচনাকারী আছে যারা বোনাস দিয়ে ট্রেড না করে অন্য ট্রেডারদের নিকট বিক্রি করে দেয়। আমার দৃষ্টিতে এর জচ্চর আর সুবিধাবাদী। ফরেক্স ট্রেডারদের জন্য আশীর্বাদ স্বরুপ। এখানে ট্রেডাররা ট্রেড সম্পর্কে তাদের চিন্তা-চেতনা, ধ্যান-ধারনা প্রকাশ করে থাকে। আর নতুন ট্রেডারা অনেক কিছুই শিখতে পারে।
-
আমি বিষয় টা তেমন বুঝতে পারছি না। আমি ফোরামে কারা সুবিধাবাদি সেটা জানি না। তবে এই ফোরাম নতুন্দের ফরেক্স এ আগ্রহী করার জন্য। অনেকে আছে যারা ইনভেস্ট করতে পারে না। তাদের জন্য এটা খুবই উপকারী। আমি নিজেও এই ফোরাম থেকে কিছু জানতে পেরেছি।
-
ফরেক্স ফোরামে যারা সুবিধাবাদী তারা কখনোই ফোরাম ছেড়ে চলে যেতে পারবে না । কেননা তারা জানে যে ফোরামে কাজ করতে পেরে শুধু এক দিকেরই উপকার হয় না বরং দুই দিকের উপকার হয়ে থাকে । সুতরাং আমরা যারা ফোরাম না করি তারা এখন থেকেই ফোরামে মনোনিবেশ করে থাকি তাহলেই আমরা সফল ব্যবসায়ী হিসেবে চিহ্নিত হতে পারব ।
-
ভাই আমি এই প্রথম শুনলাম যে ফোরামে পোস্টিং বোনাস দিয়ে ট্রেড না করে কেউ বিক্রয় করে । যারা এই কাজ করে তারা সুবিদাবাদী আমি এই ব্যাপারে আপনার সাথে একমত । আসলে তারা কোন ফরেক্স ট্রেডার নন । এই সকল লোকের জন্যই কিছু কিছু সুবিধা থেকে আমরা বঞ্চিত হই ।
-
ব্যক্তিগতভাবে আমি বলবো এ বিষয়টি আমার জানা নেই। ফোরাম লিখে অর্জিত আয় বিক্র হয় তা আমি জানিন না। যদি কেউ করে থাকে তবে অবশ্যই সে সুবিধাবাদী। তবে এটা ঠিক তার কাছ থেকেও আমারা অনেক কিছু জানতে পারছি। ফোরাম লেখা উদ্দেশ্যই হচ্ছে কিছু জানা এবং নিজের অর্জিত জ্ঞান অন্যের সাথে শেয়ার করা।
-
আসলে আমি ফরেক্স এ বেশ কিছু দিন ধরেই আছি। কিন্তু এই পোষ্টটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারন এই বিষয় সম্পর্কে আমার কোন ধারনা ছিল না। এই বোনাস ক্রয় বা বিক্রয় করা হয়ে থাকে। আমি মনে করি, যদি কেউ এই কাজ করে তবে তারই বেশি ক্ষতি হবে। এটা শুধু মাত্র বোনাস পাওয়ার জন্য কাজ করবে সে কোন দিনই ফরেক্স সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে না।:ok:
-
আমি মনে করি ফরেক্স ফোরামে তারাই সুবিধাবাদী যারা একানে কেবলমাত্র বোনাসের জন্য আসেন তাদের প্রধান উদ্দেশ্য থাকে বোনাস লাভ ফলে তারা নতুন ট্রেডারদের সহায়তার কথা না ভেবে কিভাবে পোস্ট করে বোনাস লাভ করতে পারবে তা নিয়েই বেমি ব্যাস্ত থাকে। যা কখনই কারর কাছে কাম্য নয়।
-
আমি মনে করি ফরেক্স ফোরামে যাদের প্রধান উদ্দেশ্য হল বোনাস শিকার করা তারাই হল প্রধান সুবিধাবাদী। আর ঐ সকল বেক্তিই ফোরামের মানের কথা না ভেবে তাদের নিজেদের মন গড়া পোস্ট করে থাকে যার ফলে অনেকেই বিভ্রান্ত হয়ে থাকে। তাই সকলেরই উচিত নিজের সুবিধার কথা কেবল না ভেবে ফোরাম এবং নতুন ট্রেডারদের কথাও ভাবা।
-
ফরেক্স ব্রোকার আমাদের সুভিধার জন্য ফরাম খুলেছেন যার মাধ্যমে আমরা আমাদের নাজানা অনেক প্রশ্নের উত্তর পাই আর তার জন্য আমাদের বোনাস দেয় আর যারা এটা নিয়েও ব্যবসা করে তাদের মতো লোক ফরেক্স ফোরামে না আসাই উত্তম কারন একজনের অপরাধ সবাইকে প্রভাবিত করবে এরা সবার জন্য ক্ষতিকর।
-
আমি মনে করি আলোচনার মাধ্যমে আমরা যে বোনস পেয়ে থাকি তা দিয়ে নিজে ট্রেড করলে আনেক লাভবান হওয়া যায় ,প্রথমত রিয়েল একাউন্টের স্বাদ পাওয়া এবং কিছু লাভ করা যায়।তবে কিছু আলোচনাকারী আছে যারা এই বোনাস অন্য ট্রেডারদের নিকট বিক্রি করে দেয় তা খুব দুঃখ জনক।
-
ভাই,এখানে সবারই টার্গেট থাকে কিছু আয় করার। এই জগতে আপনি এসেছেন খেলা দেখতে নয় কিছু কামাতে। এখানে কে কেমন করে আয় করল তা নিযে মন্তব্য আমি করব না তবে আমি মনে করি কেউ ফ্রড বা এই জাতিয় কোন কিছু না করে তার পরিশ্রম করে জমা করা বোনাস ডলার বিক্রি করতেই পারে। অনেকেরই ট্রেড করারমত সময় বা মানসিকতা নেই।এখানে সে যদি দুটো পয়সা আয় করতে পারে আপনার কি।
-
হা এওইগুল প্রতিবাদ করা উচিত বলে আমি মনে করি?
-
আসলে যে কোন কিছূু কল্যাণকর জিনিসের দুইটা দিক থাকে একটা হল এর ভাল দিক যেটা প্রত্যাশিত এবং অন্যাটা হল এর খারাপ দিকই বলা যায় । ফোরামের ব্যাপারটাও ঠিক সেরকম । ফোরাম যদিও কল্যাণের জন্য কিন্ত কতিপয় ট্রেডার এর অপব্যবহারে ব্যাস্ত । আশা রাখি দ্রুত এদের বোধদয় ঘটবে । ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে ট্রেড করার মাধ্যমে আমরা অনেক বেশি পরিমাণে লাভবান হতে পারব তবে সেটা হবে ফোরামের সাহায্য ।
-
হ্যা ভাই এরকম অনেকে আছে আমি মনে করি জারা এরকম কাজ করে তারা ফরেক্স সম্পরকে সথিক জানেনা | আবার অনেকে অছে জেনে করে লস হবের ভয় তে তবে আমি মনে করি এ সব না করে ফরেক্স ট্রেড করা ভাল আপনি আপনার টাকা আয় করতে পারবেন আবার লস ও করতে পারবেন আপনি নিজে নিজে |
-
আমার বিষয়টা জানা ছিল না । ফরামে এমন হতে পারে । সব ক্ষেত্রে কিছু সবিধা বাধি মানুষ থাকে যারা নিজেদের স্বার্থে প্রচলিত নিযমের বাহিরে কাজ করে । এ সুবিধাবধিদের জন্য আজ ও আমারা অনেক জায়গায় নিজেদের সঠিক য্যেগ্যতা প্রকাশ করতে পারি নাই।
-
ফরেক্স শুরু করতে হলে আগে ফরেক্স সমন্ধে খুবভালভাবে জনতে হবে। করন ফরেক্স এর ব্যাপারটা একটু অন্য রকম। যদি ভাল জ্ঞানন না থাকে এটার সমন্ধে তাহলে আপনার ফরেক্স যাত্রায় লস খেতে পারবেন। তাই সবার আগে ফরেক্স শিখুন তারপর। ফরেক্স ব্যবসায় আসুন ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করে আমরা সবাই লাহবান হতে পারি। ফরেক্স মার্কেটে সকল শ্রেণী পেশার মানুষ ট্রেড করতে পারে। ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য আমাদের লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয়না। এই খানে এক হাজার ডলারের বিপরীতে এক হাজার গুন পর্যন্ত লিভারেজ নিতে পারি। আর এই লিভারেজ থাকার কারনে আমাদের মত ক্ষুদ্র ট্রেডার মার্কেটে আসছে।
-
বোনাস ডলার শুনলাম শুধু ইনভেস্ট করা যায়।এখানে বোনাস বিক্রি করার অপশন আছে নাকি।
-
ভাল শেখার জন্য কয়েকটি টিপস দিন জানা থাকলে।নতুনরা ভাল করে শিখতে ভাল মাধ্যম পাচ্ছেনা।
-
ফরেক্স ফোরামে তারাই সুবিধাবাদি যারা নাকি ভালোভাবে পোষ্ট লিখে ডলার আয় করতে পারে । আমরা সব সময় চেষ্টা করব বেশী বেশী মার্কেট নিজের অনূকুলে আনার জন্য চেষ্টা করব তাহলেই আমরা সফলকাম হতে পারব । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য ফোরামে পোষ্ট দিয়ে থাকব তাহলেই আমরা লাভবান হতে পারব ।
-
আমার মনে হয় না ফোরামে এ রকম সুবিধাবাধী আছে। যারা অল্প কিছু টাকার বিনিময়ে তার সারা মাসের পরিশ্রম অণ্যের হাতে তুলে দেয়। বরং তারাই ফোরামে কাজ করে যারা ফরেক্স করতে চায়। তারপরেও যদি থেকে থাকে তাদেরকে সুবিধাবাধী না বলে ঠকবাজ বলাই ভাল। তাদের কারনেই ফোরামের মান খারাপ হয়। তারা পোষ্টের সঠিক উত্তর না দিয়ে কোন রকম দু এক লাইন লিখে যায় সুধু বোনাসের আশায়। এদেরকে খুজে পেলে ফোরাম কতৃপক্ষের উচিত ব্যান করে দেয়া।
-
ভাই এই বিষয় সম্পর্কে আমার কাছে কোন তত্য নাই যে কারা কারা ফোরাম বোনাস বিক্রি করে তবে কেউ যদি সত্য সত্য বোনাস বিক্রি করে থাকে তাহলে সেটি অনেক বড় অপরাধ কারন ব্রোকার আপনাকে বোনয়াস প্রদান করছে ফরেক্স ট্রেড এর মাধ্যমে ফরেক্স সম্পরকে প্রাক্টীকেল জানা ও শেখার জন্য বিক্রি করার জন্য না
-
ফরেক্স আমাদের এখন অনেক সুবিধা দিছে আমার মনে হয় ফরেক্স এর সুবিধা নিয়ে আমাদের আয় করা উছিত | ফোরামের এর পোস্ট করে আমরা বোনাস ডলার নিই তারপর আমরা ট্রেড করি আর এর থেকে যে লাভ হয় তা তুলতে পারি ফরেক্স থেকে আমাদের এ সুবিধা আমি মনে করি অনেক বর সুবিধা|
-
ইনভেস্টমেন্ট এ সুযোগ খুব কম বা যারা নতুন তাদের জন্য ফোরাম খুব ভালো একটা স্থান। আমার মনে হয় ফোরাম করে যদি কেউ ভালো কোন পর্যায়ে যেতে পারে তবে সে অবশ্যই বড় অ্যামাউন্ট ডিপোজিট করতে আর ভয় পাবে না। তাউ এটা আসলেই নতুনদের জন্য একটি ভালো স্থান যেখানথেকে তারা রিয়েল ট্রেড করতে পারে। ট্রেডারদের জন্য ফরেক্স সম্পর্কে জানা ও শিখার উপযুক্ত জায়গা এখানে নূতনরা সিনিয়র ট্রেডারদের কাছ থেকে ফরেক্স সম্পর্কে নানা বিষয় জানতে পারে। কিন্তু কিছু সদস্য সেই বনাস অন্নের কাছে বিক্রি করে দেয়, এটা ঠিক নয়, কারণ এই বুনাস আপনাকে দেওয়া হয় ট্রেড শিখার জন্য বিক্রি করে আয় করার জন্য নয়।
-
বাংলা ফোরামে কেউ কেউ আসে ব্যবসা করতে আবার কেউ কেউ আসে ফরেক্স শিখতে।দেখুন ভাই সব কিছু নিয়ে ব্যবসা করেন না।আমরা বাংলা ফোরামে আসি ফরেক্স শিখতে তাই আমাদের উচিত মানসম্মত পোস্ট করা যা থেকে আমাদের ফরেক্স বিষয়ক সকল সমস্যার সমাধান হতে পারে।কারন আমি ফরেক্স বিজিনেস্কে খুব ভালবাসি।
-
ফোরাম করে যদি কেউ ভালো কোন পর্যায়ে যেতে পারে তবে সে অবশ্যই বড় অ্যামাউন্ট ডিপোজিট করতে আর ভয় পাবে না । এটা ফরেক্স ট্রেডারদের জন্য আশীর্বাদ স্বরুপ । যারা নতুন ফরেক্স ব্যবসায় আসতে চায় তারা ফোরামের এর মাধ্যমে অনেক কিছু জানতে এবং শিখতে পারে । অামরা মনোযোগ সহকারে এই ব্যবসা শেখার চেষ্টা করব ।
-
আমি কি বলবো,কি লিখবো ভাষাই খুজে পাইনা৷এই প্রথম জানলাম বোনাস ডলারও অসৎ উপায়ে বিক্রি করে দেয়৷আমরা যে কত নীচু শ্রেণির নোংরা মন মানষিকতার দু পায়া জানোয়ার ভাবতেই অবাক হয়ে যাই৷আমি মনে করতাম এখানে অন্তত কোনো দুষ্ট লোক নাই৷আমরা কিভাবে উন্নত হবো বলেন৷কিছু সংখ্যক এ ধরনের বদমায়েশের কারণে আমরা অনেক অনেক পিছিয়ে আছি সবসময়,সব জায়গায়৷এদেরকে চিহ্নিত করে আইনানুগ ব্যাবস্হা নেওয়া উচিৎ৷
-
ফরেক্স ব্যবসা মানেই হলো ইনভেষ্ট । ইনভেষ্ট ছাড়া ফরেক্স ব্যবসা করা যায় না । কিন্তু একমাত্র ইন্সতা ফরেক্স ব্রোকার আমাদের ফোরামে কাজ করে রিয়েল ট্রেড করার সুযোগ দিয়েছে । তাই আমি ইন্সতা ফরেক্স ব্রোকারকে অনেক পছন্দ করি । আমি নিজেই ফরেক্স ফোরামে সুবিধাবাদী । আমার অনেক বন্ধু ফোরামে কাজ করে ফরেক্স ব্যবসা করে ।
-
আমি মনে করি ইন্সটা ফরেক্স আমাদের জন্য আশির্বাদ স্বরূপ। কারন ইন্সটা ফরেক্স যে সুবিধা প্রদান করছে সে সুবিধা অন্য কোন ব্রোকার ই প্রদান করছে না। আমি ইন্সটা ফরেক্স এ অনেক দিন যাবত আছি। অনেকে আছেন যারা টাকা ইনভেস্ট করতে পারেন না তাদের জন্য ইন্সটা ফরেক্স করা দরকার।
-
ফরেক্স ফোরামের অনেক সুবিধা রয়েছে। আমি আমার অনেক সমস্যা এখানে থেকে সময়াধান পেয়েছি। তাই ফোরাম ফরেক্স এ আমাদের জন্য এটা উপকার করে। যে কোণ সমস্যা যে কেউ তউলে ধরতে পারেন। এবং যারা জানেন তারা অব্যশোই উত্তর দিয়ে দিবে।
-
ভাই এই ঘটনাটা আজকে আমি নতুন শুনলাম, এর আগে আমি জানতাম না, আপনার নিকট থেকেই আজকে জানতে পারলাম । তবে ফোরামটা হচ্ছে আমাদের একটা প্রাথমিক পর্যায়ের একটা শিক্ষা লেবেল বা ফরেক্স লার্নিং এর জন্য একটা প্রতিষ্ঠানও বলতে পারেন । তাই এটাকে যে যেভাবে ব্যবহার করবে, ভবিষ্যতে সে ঠিক সেরকমি পাবে এখান থেকে । সুতরাং এর সঠিক ব্যবহারের দিকে আমাদের সকলের সুদৃষ্টি দেওয়া অতি জরুরী ।
-
ফোরাম থেকে আমরা ফরেক্স সম্পকে অনেক জ্ঞান অজন করতে পারি । ফোরাম খথকে আমরা ফরেক্স এ কেমন করে ট্রেড করতে হয় , কি ভাবে ট্রেড করলে আমরা অধিক ভাবে লাভবান হতে পারব তা জানতে পারি । ফোরাম থেকে ্নতুন কৈৗশল জানতে পারি । কোন সম্যাস হলে এখান থেকে সমাধান নিতে পারি ।
-
হ্যালো প্রিয় বন্ধু আমি মনে করি না এটি কেবল দরিদ্র মানুষের ব্যবসায়ের জন্যই এটি বিশ্বব্যাপী ব্যবসা যা দরিদ্র মানুষদের তাদের আয় বাড়িয়ে তুলতে এবং ধনী লোকদের পর্যাপ্ত পরিমাণে যদি ধনী লোকদের আরও বেশি ধনী হওয়ার জন্য চার্জ দিতে পারে ফরেক্স ট্রেডিংয়ে বিনিয়োগের জন্য অর্থ তার নিজের অভিজ্ঞতা এবং জ্ঞানের সাহায্যে তিনি করতে পারেন তবে গরিব মানুষদের বোনাস পেতে এমপ্লিফায়ার ফোরামের মাধ্যমে আসতে হবে এবং তারপরে তারা তাদের আসল ট্রেডিং ক্যারিয়ার শুরু করবে এবং ভাল লাভ করবে বলে আমি মনে করি এমটি 5 ফোরামটি সেরা দরিদ্র ছেলে এবং সুশিক্ষিত ছেলেদের জন্য বিনিয়োগ ছাড়াই ফরেক্স ট্রেড শুরু করার সুযোগ। বৈদেশিক মুদ্রার ব্যবসা সারা বিশ্ব জুড়ে সমস্ত লোকেরা কিন্তু দরিদ্র লোকেরা এই প্ল্যাটফর্মে কাজ করার জন্য বড় সুবিধা করতে পারে, আপনি যদি দরিদ্র পরিবারের অন্তর্ভুক্ত হন এবং তারপরে আপনি ফরেক্স ট্রেডিং শুরু করবেন, আমরা যদি ফরেক্সে বোনাস বাড়াতে পারি তবে আমরা আমাদের পরিমাণের পরিবর্তে আমাদের পরিমাণ বাড়িয়ে দেব গুণমান, আমাদের পরিমাণ আরও বেশি এবং তারপরে বোনাস স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পায়। আপনার ভারসাম্য ভাল এবং তারপরে আপনি বড় বাণিজ্য করতে পারেন।
-
আসলে ফোরামের বোনাস এক একাউন্ট থেকে অন্য একাউন্টে ট্রান্সফার করা যায় এটা আমি কখনোই জানতাম না। কেননা আমি এমন কখনো করিনি এবং আমার পরিচিত অনেকেই আছে যারা ফোরামের থেকে প্রাপ্ত বোনাস দিয়ে লাইভ ট্রেডিং করে থাকে তারাও কখনো তাদের বোনাস অন্য কারো একাউন্টে টান্সফার করেনি বা বিক্রি করে দেয়নি। তবে যারা এমন করে থাকে তারা অবশ্যই সুবিধাবাদী। এবং পার্সোনালে আমি কখনই তাদেরকে সাপোর্ট করিনা তাদের এই কার্যক্রমের জন্য।
-
বাংলাদেশ ফরেক্স ফোরাম প্লাটফর্ম হচ্ছে এমন একটি প্লাটফর্ম যেখানে পেশাদার ও নতুন উভয় ধরণের ট্রেডারগণ অর্থ বাজার সম্পর্কে তাদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করে। এছাড়াও, ফোরাম ব্যবহারকারীরা তাদের কার্যক্রম থেকে অর্থ উপার্জন করতে পারে। ফোরামে অংশগ্রহণকারী সবাই তাদের নিজস্ব প্রবন্ধ প্রকাশ করতে পারে। লাইক সংগ্রহ করার মাধ্যমে প্রতিটি পোস্ট থেকে আপনি $0.30 থেকে $50পর্যন্ত উপার্জন করতে পারেন। পোস্ট করে কিছু অর্জন করতে হলে, আপনাকে বাংলাদেশ ফরেক্স ফোরাম ফোরামের কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। আপনি যদি আপনার অর্জিন জ্ঞান শেয়ার করতে আগ্রহী থাকেন এবং তার বিনিময়ে উপার্জন করতে চান, তাহলে বাংলাদেশ ফরেক্স ফোরাম ফোরামে পোস্ট করার মাধ্যমে উপার্জন করুন। ধন্যবাদ
-
এধরনের গর্হিত কাজ না করলেই কি নয়! ফোরামের উদ্দেশ্য হল ট্রেডার দের কমিউনিটি গড়ে তোলা। জ্ঞান সংক্রান্ত প্রতিবন্ধকতা দুর করে আইডিয়া শেয়ারিং এর মাধ্যমে নতুন ট্রেডার দের আগ্রহ টিকিয়ে রাখা। আর বোনাস তো এক ধরনের পুরষ্কার। এটা দিয়ে ট্রেড করে লাভ করাই উদ্দেশ্য হওয়া উচিত। এগুলো নিয়ে ব্যবসা না করার অনুরোধ রইল।
-
ফরেক্স মার্কেেট এ ক্যাপিটাল অর্থাৎ মুলধন ছাড়া ট্রেড করা যায় না। এটাই ফরেক্স মার্কেট এর বড় সমস্যা। কিন্তু আজ ফোরাম পোস্টিং এর সুবিধা থাকার কারনে আমরা যারা বিনিয়োগ করতে পারি না তাদের জন্য অনেক ভালো হয়েছে। আমরা পোস্টিং এর ডলার দিয়ে লাইভ ট্রেড করতে পারছি।
-
ফরেক্স ব্রোকার গুলো ট্রেডারদের সুবিধার জন্য ফোরাম অনুমোদন করেছে। এর জন্য আলোচনাকারীদের নির্দিষ্ট পরিমান বোনাস দেই। অনেক আলোচনাকারী আছে যারা এই বোনাস অন্য ট্রেডারদের নিকট বিক্রি করে দেই। এরাই সুবিধাবাদী।
-
ফোরামটা আসলে নতুনদের জন্য একটা আসির্বাদ স্বরুপ। যাদের আসলে ইনভেস্টমেন্ট এ সুযোগ খুব কম বা যারা নতুন এই মার্কেটে হেজিটেটেড তাদের জন্য ফোরাম আসলেই খুব ভালো একটা স্থান। নতুনরা এখান থেকে ফরেক্স সম্পরকে আরো জানতে পারবে। তাছাড়া এখান থেকে তারা তাদের মুলধনও করে নিতে পারবে।
-
আমার প্রিয় ভাই আপনার চিন্তাভাবনাটি সঠিক ফরেক্সটি অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি তবে এই উদ্দেশ্যে প্রদত্ত একটি স্থান ডেমো অ্যাকাউন্ট ব্যবহার করে আপনি নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে দিনে দিনে পড়া সম্পর্কে আপনার অভিজ্ঞতা বাড়িয়ে তুলতে পারেন যা আপনি দক্ষতার সাথে করতে পারেন স্বাস্থ্য জ্ঞান ডেমো অ্যাকাউন্টের মাধ্যমে প্রশিক্ষণ যা আপনার ট্রেডিং ক্যারিয়ারের জন্য খুব কার্যকর হতে পারে