লস ফরেক্স ট্রেডের অনেক বড় একটা অংশ কারন লস না করলে আপনি ফরেক্স এ লাভ ও করতে পারবে না । লাভ লস মিলিয়েই ফরেক্স র্মাকেট কিন্তু লস থেকে লাভের পরিমান বেশি রাখতে হতবে। না হলে ফরেক্স টিকে থাকা যাবে না
Printable View
লস ফরেক্স ট্রেডের অনেক বড় একটা অংশ কারন লস না করলে আপনি ফরেক্স এ লাভ ও করতে পারবে না । লাভ লস মিলিয়েই ফরেক্স র্মাকেট কিন্তু লস থেকে লাভের পরিমান বেশি রাখতে হতবে। না হলে ফরেক্স টিকে থাকা যাবে না
ব্যাবসা মানেই লাভ আর লসের সমন্নয়। কোন ব্যবসায়ই নেই যেখানে লস শব্দটি নেই। দুটোই হচ্ছে ফরেক্স মার্কেটে অভিচ্ছেদ অংশ। অনেক ট্রেডেই লস হয়ে থাকে।তাই বলা যায় যে ট্রেডে যে শুধু লাভই হয় এমন নয়,অনেক ট্রেড আছে যেগুলোতে অবশ্যই লসও হয়ে থাকে।
অবসি লস হলো ট্রেডিং এর একটা গুরুত্বপূর্ণ অংশ, কখনই আপনি ট্রেডিং এ লসের সাথে সবসময় এর জন্য চলতে পারছেন না. কারণ লস মার্কেট এ থাকবেই এটার মানে কি দাড়ায় আপনি একমাত্র লাভ ই খুজছেন, একটা বেব্শায়ে কেবল লাভ ই থাকে না, বখানে লস ও থাকতে প০অরে, এমন কি লস আছেও, এখানে লস এ মেনে নিয়ে ট্রেডিং এর সাথে এগিয়ে যান.
হ্যা লস হলো ট্রেডের বড় একটা অংশ আর এই লস যে কাটিয়ে উঠতে পারে সেই জীবনে বড় ট্রেডার হতে পারে। কিন্তু এর জন্য আপনার অনেক কিছু জানতে হবে ফরেক্স সম্পর্কে আপনার লস কেন হচ্ছে সেটা ভাল করে চিন্তা ভাবনা করে দেখতে হবে এবং ভুল ট্রেড যেনো না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। আর আমাদের সকলের উচিত ভাল করে আগে ফরেক্স কে জানা ও বোঝা এবং ফরেক্স নিয়ে সব সময় ঘাটা ঘাটি করতে হবে তাহলেই ভাল কিছু করা সম্ভব ফরেক্স থেকে।
হা ভাই ফরেক্স মার্কেট এ লসও ট্রেড এর অংশ।তবে আপনার চিন্তার বিষয় হচ্ছে আপনি কিভাবে এই লস থেকে বেচে থাকতে পারেন। এর জন্য আপনাকে ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো করে জানতে হবে। তাহলে আপনার আর ফরেক্স মার্কেট এ লস থাকবে না। যেহেতু সব বেবসাতেই লাভ লস আছে তাই বলতে গেলে বেবসার অপর নাম হচ্ছে লস । আপনি জেকোন বেবসাতেই লস দেখতে পাবেন। আর তাই সবাই ফরেক্স মার্কেট এ আসার আগে ফরেক্স সম্পর্কে জেনে আসে।
অবশ্যই লস ট্রেডের একটি অংশ,ফরেক্স মার্কেট এমন একটি জায়গা যেখানে শুধু লাভের আশা করা যাবে না লসের দিকটাও মাথায় রাখতে হবে।
আমি মনে করি লস ও ট্রেডের একটি অংশ,কারন ট্রেড করে লাভ করলে সেটি যদি ট্রেডের অংশ হিসাবে বিবেচিত হতে পারে তবে লস কেন ট্রেডের আংশ হিসাবে বিবেচিত হবে না? অনেকেই রয়েছে যারা লাভকে পজেটিভলি নেয় কিন্তু লসকে সেভাবে গ্রহন করতে চায় না আসলে এখানে একটি জিনিস ভাবার রয়েছে আর তাহল যে সকল ট্রেডে আপনি লাভ বা প্রফিট করেছেন সে ট্রেডগুলো আপনারই ওপেন করা এবং প্রফিট করার দরুন এটি স্পস্ট যে ঐ সকল ট্রেড অনেক বেশি ট্রেডিং কেৌশলকে মেনে করা হয়েছিল,আর যে ট্রেডগুলো লাভের পরিবর্তে লসে পরিনত হয়েছে সেগুলোতে হয়ত যথাযথো ট্রেডিং কেৌশলের কিছুটা ব্যাপতয় ঘটেছে।
ব্যবসা মানেই লাভ আর লস|ফরেক্স মানে যেহেতু ব্যবসা তাই ফরেক্সে লাভ এর পাশাপাশি লস হওয়াটা স্বাভাবিক|t
ট্রেডিং হল একটা ব্যবসা । আর ব্যবসাতে লাভ লস দুইটাই থাকে । কেউ যদি ফরেক্স থেকে শুধু লাভ করতে চান তাহলে সে বোকামি করবেন । কারণ লস ও ট্রেডের একটা অংশ। লস মেনে নিতে পারলে আপনার ভবিষ্যত উজ্জ্বল। আর লস মানতে না পারলে আমি বলব ট্রেডিং আপনার জন্য না। কারণ বড় বড় ট্রেডাররা ও সব ট্রেডে সফল হন না ।
ধন্যবাদ
অবশ্যই লস ট্রেডের অংশ কারন মানুষের কোন পাওটা যতদূর মনেথাকে তারচেয়ে অনেক বেশি মনে থাকে মানুষের হারানো টা ফরেক্স মার্কেটে যে যত বেশি হারায় তার তত বেশি অভিজ্ঞতা লস করতে করতে পরিপূর্ন পাকা ট্রেডার হওয়া যায় আমার বিশ্বাস তবে ফরেক্স মার্কেটে শতভাগ সফল ট্রেডার কেউ না সবাই লস করে তুলনা মুলক কেউ কম কেউ বেশি।
সব বিজনেসেই লাভ লস উভইটি রয়েছে। তাই ফরেক্স মার্কেট এও লাভ লস উভইটী রয়েছে। ফরেক্স মার্কেট এ আপনি ট্রেড করে কি প্রপিট করবেন না লস দিবেন তা ডিপেন্ড করবে আপনার ট্রেড করার উপর। আপনি যদি ভালো ট্রেড কোরতে পারেন তাহলে আপনি ফরেক্স মার্কেট এ সফল হতে পারবেন। লাভ লস উভইটী ফরেক্স মার্কেট এর একটি অংস। তাই ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় ফরেক্স মার্কেট কে ভালোভাবে এনালাইসিস করুণ।
না করিলে লস কেউ হবে না বস ।আসলে ব্যাপার হচ্ছে ভালো ট্রেডার হয়ার জন্য লস অনেক সময় আমারা অনেক কিছু হারিয়ে শিখি । যা আমারা পরর্বতীতে ভালো কাজে লাগাতে পারি । তা আমাদের বেশি বেশি ভুল করতে হবে আর শিখতে হবে কারন কথায় আছে দাগ নেই তো শেখা নেই ।
একটি ব্যবসার দুই টা দিক থাকে একটা লাভ আর অন্যে টা হলো লাভ। ব্যবসা লস লাভ মেনে নিয়ে কাজ করেতে হবে। লস মেনে নিয়ে পূণরায় কাজ করতে হবে।
অবিশ্যিই লাভ যদি ট্রেডের অংশ হতে পারে তাহলে লস কেন ট্রেডের অংশ হবেনা, লসও ট্রেডের অংশ।
অনেক ট্রেডার আছে যারা লসকে মেনে নিতে পারে না। কিন্তু ব্যাবসা মানে লাভ লস দুইই থাকবে।কেন না লাভ আর লস উভয়ে আমাদের ফরেক্স ট্রেড এর পরিপূরক। তাই আমি মনে করি আমাদের সবাই কে লাভের পাশাপাশি লস কে ট্রেড এর অংশ হিসেবে মেনে নিতে হবে। কেন না লস ও ট্রেড এর একটা অংশ।।আমি মনে করি আপনি ফরেক্স মার্কেটে এ লাভ লস দুটোই করবেন।
লসও ট্রেডিং এর একটা অবিছেদ্দ আংশ। বেবশায় লস হবেই। সেটা মান্তেই হবে। ২ বা ১ বের লস করে কেও ট্রেদের হতে পারে না। লস করাতাও অভিগতার একটা অংশ। লস করতে করতেই ট্রেডিং শেখা যায়। এমনি এমনি শেখা যায় না। আশাও করা উছিত না।
লস ও হচ্ছে ফরেক্স ব্যবসার অন্যতম অংশ । তবে অনেক ট্রেডার এটি মেনে নিতে পারেন না । কারণ হচ্ছে প্রতিটি মানুষ চায় সে যেই ব্যবসা করুক না কেন সেই ব্যবসা থেকে লাভ বের করা , কিন্ত যখন লস হয় তখন মেনে নেওয়াটা কষ্টকর হয়ে যায় । তার পরও এই কষ্ট সহ্য করতে হবে । যদি সহ্য করতে না পারেন তাহলে ফরেক্স এ টিকে থাকতে পারবেন না ।
ফরেক্স এ লস করা টা ট্রেডেই অংশ। কারন ফরেক্স লাভ করতে হলে আপনাকে লস মেনে নেওয়া শিখতে হবে।তবে লস মেনে নেওয়া এখন শুনতে অনেক সহজ হবে কিন্তু মেনে নেওয়া সময় বুঝা যায় লস মেনে নেওয়াটা কতটা সহজ।আসলে মনের ই ব্যাপার।আপনি যদি এই ভাবে ভাবেন যে লস একটা ট্রেডের ই অংশ তা হলে অনেক সহজ হবে লসটা মেনে নেওয়া। তাছাড়া ফরেক্স এমন কোনো ট্রেডার নেই যে আজ পর্যন্ত লস করে নি।
আপনি যদি শুধু মনে করেন যে ট্রেড করে আপনি শুধু লাভ করবেন তাইলে আমি বলব যে লস আপনার জন্যই। আপনি যদি লাভকে ট্রেড এর অংশ হিসেবে নিতে পারেন তাইলে লসকে কেন না। কারন লস ও লাভ দুইটোই ব্যবসার অংশ। তাই লস ও ট্রেড এর অংশ। ফরেক্স করতে হলে আপনাকে আপনার লক্ষ্য ঠিক রেখে ট্রেড করতে হবে। ফরেক্স একটি আন্তজাতিক মানের ব্যবসা।
আমি আপনার সাথে একমত, অনেক ট্রেডার আছেন যারা লস করাকে মোটেই মেনে নিত পারেন না । তারা তাদের ট্রেডিং কে লস শূন্য ভাবে পেতে চান। কিন্তু একটি কথা মাথায় রাখা উচিত ঐ লও কিন্তু লাভের ম তট্রেডের অংশ। লাভ হলে যেমন আনন্দ লাগে তেমনি লস হলেও হতাশ না হয়ে সাধারণ ভবে নিতে হবে । লস হলে হতাশ না হয়ে বরং আপনি কি কারণে লস করেছেন তা বের করার চে্টা করুন । কেননা লসই আনপাকে ভালোট্রেডার হওয়ার সুযোগ বা আকাঙ্খার সৃষ্টি করে। তাই না
বিসনেস মানেই হচ্ছে এর মধ্যে লাভ-লোকসান থাকবেই ।আর ফরেক্সের ক্ষেত্রে লস কথাটা একটু বেশি শুনা যায় ,কারন এখানে বেশিরভাগ লোক লস করে ।আর লস করে তাদের অজ্ঞতার জন্য ।সুতরাং ফরেক্সে লস কে মেনে নিতে হবে ,আবেগ তাড়িত না হয়ে লসের কারন খুজেঁ বের করতে হবে যাতে লস থেকে বের হওয়া যায়।আর লস না করলে আপনি শিখতে পারবেন না ।সুতরাং আমি মনে করি লসও ট্রেড এরি অংশ ।
ব্যবসার নিয়ম অনুযায়ি লস এবং লাভ আপনার ফরেক্স জিবনেও বিদ্যমান থাকবে এই নিয়ে আপনার চিন্তার কোন কারন নেই । লস হলে আপনাকে আরও বেশি করে সাবধানতা অবলম্বন করে আস্তে আস্তে এই ব্যবসাতে এগিয়ে যেতে হবে ।আমি অনেক লক্ষ করেছি যারা ফরেক্স সম্পর্কে ভালভাবে না যেনে ট্রেড করে তারাই ফরেক্স মার্কেটে লস মেনে নিতে পারে না। তবে আমাদের উচিৎ যখন লস হয় তখন খুজে বের করা উচিৎ কি জন্য লস করলাম।
ফরেক্স মার্কেট না সুধু জেকন ব্যবসায় লস হয় লস ছাড়া কন ব্যবসা নাই আমার মনে হয় তাই লস হতে পারে আর ফরেক্স মার্কেটে লস ফরেক্স ট্রেডের একটি অংশ বলা জায় কারন ফরেক্স মার্কেটে ট্রেড করতে হয় লাভ আর লস মিলিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হয় আর তাই লস ফরেক্স ট্রেডের একটি অংশ বলতে পারি ।
ব্যবসা মানে লাভ লস দুটোই থাকবে।হ্যা লস হচ্ছে ট্রেড এর প্রধান অংশ কারন ট্রেড না করলে লাভ বা লস কোথায় থেকে আসবে।ট্রেড করা মানে লাভ বা লস দুই টা করা।তারপর ও লস হিসাব না করে লাভের কথা চিন্তা করে কাজ করতে হবে ,ফরেক্স এর মূল উদ্দেশ্য লাভ করা ,লস করা নয়।
লাভ লস একটি অপরটির সাথে ওতপ্রোত ভাবে জড়িত ।। আপনি যদি লাভ করেন তাহলে আপনার লস হলনা , আর যদি আপনি লস করেন তাহলে আপনার লাভ হল না ।। সুতরাং বুঝা জাচ্ছে ফরেক্স মার্কেট এ লস ট্রেড এর ই একটা অংশ ।।
এই বিষয় টা অনেকে মেনে নিতে পারেন না। লাভ লস দুটোই ব্যবসার অংশ। আর ফরেক্স এক্টি ব্যবসা। তাই এতেও লাভ লস থাকবেই। অনেক ট্রেডার আছেন যারা লাভ পেলে খুব খুশি হয় কিন্তু লস করলে ভাগ্যকে গালি দেয়। আসলে সে লাভ করে তার বিচক্ষণতারর জন্য তেম্নি লস করে তার কোন না কোন ভুলের জন্য
ভাল করে মার্কেট বুঝে ট্রেড করলে লস খুবৈই কম হবার কথা।কিন্তু কারো একেবারে লস হবে না এমন কোন কথা নেই।
হ্যা ভাই আপনি ঠিক বলছেন।লস ট্রেড এর ই একটি অংশ। সব ব্যবসায় লাভ যেমন হবে লস ও তেমনি। লস হলে হতাশ না হয়ে কি কারনে বা কি ভুলের জন্ন লস টা হোল সেটা বের করা উচিত যাতে সেটা আর না হয়। ফরেক্স ও সেরকম, লস হলে কেন হল, কোথায় ভুল হোল সেটা বের করে। যারা ভাল ট্রেডার তাদের সাথে এ বেপারে পরামর্শ নিয়ে ও সমাধান করা যায় বলে আমি মনে করি।
ফরেক্স মার্কেট এ ট্রেড করলে লাভ বা লস হতে পারে। লাভ ও লসের মাধ্যমে ফরেক্স মার্কেট । ফরেক্স মার্কেট এ কাজ করতে গেলে লাভ ও লস দুটোই হতে পারে । তাই লসও ট্রেডের একটা অংশ । ফরেক্স মার্কেট এ লসের অনেক কারণ হতে পারে । যেমন না বুঝে ট্রেড করা , লোভ করা ,বেশি লাভের চিন্তাকরা ইত্যাদি কাজ করলে ট্রেডে লস হয় । ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো জ্ঞান ধারণা রেখে , বেশি করে ডেমো প্রাকটিস করে ,কমপক্ষে ৬ মাস ট্রেডিং করে তারপর ফরেক্স এ ট্রেড করা ভালো । তাহলে লস হওয়ার সম্ভাবনা কম থাকে এবং লাভের সম্ভাবনা বেশি থাকে । তাই লসও ট্রেডের একটা অংশ
ব্যবসা হল লাভ এবং লসের সমন্বয় ।তাই ব্যবসায় লাভ ও লস উভয় থাকবে। কিন্তু ফরেক্স এর ক্ষেত্রে লস একটা বিশাল অংশ কারন ফরেক্স হছে সবচেয়ে বেশি রিস্কি বিজনেস । ফরেক্স ট্রেডিংয়ে লস ব্যতিত ট্রেড করা সম্ভব নয় । ফরেক্স ট্রেডিংয়ে লসও ট্রেডের একটি অংশ। তবে একজন ভাল ট্রেডারের কাজ হল লসের পরিমান কমিয়ে লাভের পরিমান বাড়ানো।
হা লস ও ট্রেড এর এক্তা অংশ।অনেক ট্রেডার আছে যারা লসকে মেনে নিতে পারে না। কিন্তু ব্যাবসা মানে লাভ লস দুইই থাকবে। সুতারাং ফরেক্স করতে হলে যেমন লাভ আসবে তেমনি লসও হতে পারে।
আমি মনে করি ফরেক্স মার্কেটে লাভ যতটা প্রতাশিত লস ততটা প্রতাশিত নয়। কেউই চাইনা লসের ভাগ নিতে। কিন্তু আমি মনে করি ফরেক্স মার্কেটে লস একটা বিরাট অংশ হওয়ায় সবাইকে কম বেশি লসের সাধ নিততে হবে। এজন্য আমি পুরোপুরি বিশ্বাস করি যে লাভের ন্যায় লসও ট্রেডের অংশ।
পৃথিবীতে যে কোন ধরনের ব্যবসা করতে গেলে লাভ এবং লস এই দুটি শব্দের সম্পর্কে সবার ধারনা আছে। ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে সব সময় যে একজন ট্রেডার লাভ করবে এমনটা কখনেই হতে পারে না। ফরেক্স মার্কেটে লস শুধুই অংশই নয় বরং এটি একটি কমন বেপার।
ট্রেড করতে হলে লাভ এবং লস দুটোকেই মেনে নিয়ে আমাদেরকে ট্রেড করতে হবে। নতুনদের জন্য লসের সংখ্যা এখানে খুবই বেশি। তাই প্রত্যেক নতুন ট্রেডারদেরকে এখানে 100% মানি ম্যানেজমেন্টের সূত্র ধরে ট্রেড করতে হবে। আমরা যদি এই রুল মেনে চলি তাহলে অতি সহসাই এই ব্যবসার মূল রহস্য বুঝে ট্রেড করতে ও ভাল প্রফিট করতে সক্ষম হব।
আমার মতে ব্যবসাতে লস ও লাভ দুটোই আছে। ফরেক্স এর ব্যবসাই ও লস রয়েছে। কেউ আছে লস কে মেনে নিতে পারেনা। কিন্তু আপনাকে মনে রাখতে হবে প্রতিটি ব্যবসাই লস ও লাভ দুটোই আছে। আপনি যদি ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে পারেন তাহলে হইত লসের সম্ভাবনা আপনার কম হবে। তাই ধৈর্য সহকারে আপনাকে ফরেক্স ট্রেডিং চালিয়ে যেতে হবে।
অনেক ট্রেডার আচেন লস করাকে মেনে নিতে পারেন না এটা ঠিক না লস ও ট্রেডের অংশ খেলতে গেলে যেমন কেস মিস হয় তেমনি ট্রেড করতে গেলে লস হবে সেই থেকে শিক্ষা নিয়ে ট্রেড করতে হবে।
এমন কিছু ট্রেডার আছেন যারা লস করাকে মোটেই মেনে নিতে পারেন না। তারা তাদের ট্রেডিং কে লস শূন্য ভাবে পেতে চান। কিন্তু একটি কথা মাথায় রাখা উচিত ঐ লসও কিন্তু লাভের মত ট্রেডের অংশ। শুধুমাত্র লাভ দিয়েই যদি ফরেক্স গঠিত হত তাহলে তো এটা নিয়ে এত আলাপ আলোচনা কিংবা জ্ঞান অর্জনের প্রয়োজন ছিল না।
আজ যারা লস করবে কাল তারাই লাভ করবে। এখানে লাভ লস হবেই এবং অনেক এক্সপার্ট কেও লস করতে হয় এখানে। লস করতে করতে ই একদিন আমরা লাভ কইরা ফালামু। আমি মাইনা নিছি লস আপনি কবে মানবেন।
ফরেক্স মার্কেট লাভ আর লস নিয়ে ফরেক্স মার্কেটে তাই লস ফরেক্স মারকেটের একটি অংশ ফরেক্স মার্কেটে ট্রেড করলে যে সুধু লাভ হয় তা না লস হবেই ফরেক্স মার্কেটে ট্রেড করলে তাই বলা হয় লস ফরেক্স মার্কেটের একটি অংশ তাই বলা হয় যে লস ফরেক্স ট্রেডের একটি অংশ।
প্রতিটা ব্যবসাতেই লাভ লস আছে। লস ছাড়া ব্যবসা সম্ভব না। ফরেক্স বিজনেসেও লাভ লস আছে কারন ফরেক্স একটি ব্যবসা। আপনাকে মাথায় রাখতে হবে লসও ট্রেডের অংশ। প্রতিটা ট্রেডারই লস করেন। তাই লস করার পর ঘাবড়ে না যেয়ে কেন লস করলেন সেটা খুজে বের করুন এবং পরবর্তীতে সেই ভুল শুধরে নিন।