-
ফরেক্সয়ে অর্থনৈতিক নিশ্চয়তা দেয়া মনে হয় না সম্ভব। ধরুন আপনি নতুন কোন ব্রোকার এ ইনভেস্ট করলেন। কিছুদিন পর দেখলেন যে ব্রোকার আপনার টাকা দিছে না। কারন যেমন ironfx এই ব্রোকার আমাকেও অফার করেছিল। কিন্তু আমি ডিপোজিট করিনি। অতঃপর জানতে পারি ironfx নাকি পালিয়ে গেছে। অনেকের টাকা ফেরত না দিয়ে পেন্ডিং এ রাখছে।
-
যার ফরেক্স মার্কেট সর্ম্পকে সম্যক জ্ঞান থাকবে সেই শুধু ফরেক্স অর্থনৈতিক নিশ্চয়তা দিতে পারবে । আমরা সর্বদা ফরেক্স ব্যবসা ভালোভাবে শেখার চেষ্টা করব তাহলেই আমরা অর্থনৈতিক নিশ্চয়তা দিতে পারব ।
-
প্রথমে প্রশ্ন দেখে হতাশ হয়েছিলাম, যে আমি কাজ করছি আমর আমরা অর্র্থের নিশ্চয়তা কে দিবে? তরে এটাই সত্য যে কাজ করার আগে ফরেক্স বুঝতে হবে। আর ভারো ট্রেডার সবসময় ভালো ব্লোকার নির্বাচন করে নিতে পারে। আর ট্রেড সম্পার্কে বুঝতে পারে নিজেই নিজের অর্থের নিশ্চয়াতা দিতে পারবে।
-
আমি ফরেক্স নতুন আমরা ট্রেস সম্পার্কে কোন ধারনা নেই। তাবে আমি ফরেক্স কাজ করতে খুব আগ্রহী। সে ক্ষেত্রে আমরা ফরেক্স সম্পর্কে ভালো করে জানতে হবে। জানত হরে এর ট্রের করার সঠিক কৌশল। সঠিক কৌশল অবলম্বন করতে পারে এখানে অনেক সম্ভাবনা আছে ভালো কিছু করার।
-
যেহেতু ফরেক্স একপ্রকার বেবসা তাই এইখানে অর্থের নিশ্চয়তার কোনো প্রশ্নই আসে না.কারণ আমরা সকলেই জানি বেবসা লাভ এবং লস এর মাধ্যমেই পরিপূর্ণতা পায়.তাই ফরেক্স এও আপনার অর্থের নিশ্চয়তা আপনাকেই দিতে হবে.কারণ আপনার অর্থের নিশ্চত আপনার কর্মের উপর ই নির্ভর করবে.ভালো ভাবে ট্রেড করে আপনি আপনার অর্থের নিরাপত্তা প্রদান করতে পারেন.
-
আমার মনে হয় রেগুলেটেড ব্রোকারে ট্রেড করলে এরকম হওয়ার কথা না।সুতরাং আমরা যদি বিভিন্ন সমস্যায় পড়ি বা এ ধরণের সমস্যায় পড়ি তবে তা অবশ্যই আজে বাজে ব্রোকারে হবে।রেগুলেটেড ব্রোকারে এ ধরণের সমস্যাতো হওয়ার কথা না।সুতরাং আমরা এর থেকে ভাল একটা সিস্টেম আয়ত্তে রেখে নিশ্চিন্তে ট্রেড করতে পারি।
-
ভাল ব্রোকারে ট্রেড করে যদি আপনি লাভ করতে পারেন, তবে সাফল্য এবং নিশ্চয়তা দুটোই অর্জন করতে পারবেন। আমাদের এই ব্রোকার ফোরামের মাধ্যমে প্রশিক্ষণ ও পুঁজি দুটো দিয়েই আমাদেরকে সফলতার পথ দেখাতে চাইছেন। এর পরেও যদি এর চেয়ে ভাল ব্রোকার কেউ খুঁজতে চান তা পাবেন কিনা জানি না।
-
প্রতিটি ট্রেডার নিজেই নিজের নিশ্চয়তা অনিশ্চয়তা দেবে । আর আমাদের জীবনে মৃত্যু ছাড়া কোন কিছুই সুনিশ্চিত নয় । একজন ভালো ও দক্ষ এবং অভিজ্ঞ ট্রেডার এখানে বিনিয়োগ করবে তার বিশ্বাস ও ট্রেডিং কৈশল এর উপর ভিত্তি করে । আর আমাদের এটা মনে রাখতে হবে যে নিজে যতটুকু ট্রেড করার যোগ্য ঠিক ততটুকুই যেন বিনিয়োগ করি ।
-
অর্থের নিশ্চয়তা দিবে সুদযুক্ত ব্যাংক নির্দিষ্ট টাকা রাখলে সেষে একটা মোটা দাগের লাভ দিয়ে দিবে, কিন্তু এই ফরেক্স মার্কেটে সে নিশ্চয়তা দিবে না।কারন ব্যাবসায় লাভ -লস থাকবেই এইটাই সাভাবিক।
-
ফরেক্সকে জীবনের একমাত্র ব্যবসা হিসেবে নিয়েছেন এমন ট্রেডারদের অভাব নেই! কিন্তু যারা এত আশা ভরসা নিয়ে ফরেক্সে ট্রেড করছেন যদি আপনার ডিপোজিট এবং লভ্যাংশ নিয়ে ।ভালো ট্রেডার সবসময় ভালো ব্রোকার নির্বাচন করে। কিন্তু দুর্বল ট্রেডারের লসের কারনে অর্থনৈতিকভাবে ক্ষতিতে পড়বে।দক্ষতার অভাবে এরা অর্থনৈতিক নিশ্চয়তা পাবে না।সুতরাং আমার মতে প্রতিটি ট্রেডার নিজেই নিজের অর্থনৈতিক নিশ্চয়তা দিতে পারে।
-
ফরেক্স করতে হলে আমরা প্রচুর পরিশ্রম করি।এসব পরিশ্রমের জন্য আমাদের অর্থনৈতিক নিশ্চয়তা প্রয়োজন।আর এই অর্থের সঠিক নিশ্চয়তা দেবে একটা ভালো ব্রোকার এবং আমি নিজেই।প্রথমত প্রত্যেক ট্রেডারকে ভালো ব্রোকার নির্বাচন করতে হবে যাতে ব্রোকার তার লেনদেনগুলো ভালো ভাবে করে দেয়।আর ট্রেডিংয়ে যাতে লস না হয়
-
ফরেক্স মার্কেটে যদি কোন ট্রেডার টিকে থাকতে পারে তাহলে সে ভাল ট্রেডার হতে পারে,তাই ফরেক্স মার্কেটের ট্রেডিং করে প্রফিট করার কলাকৌশল ভালভাবে সশিখে নিয়ে ভাল করে এনালাইসিস করে ট্রেডিং করতে হবে যাতে মার্কেট থেকে ভাল প্রফিট করা যায় ফরেক্স মার্কেট থেকে ভাল আয় করা যাবে।
-
ফরেক্সে অর্থনৈতিক নিশ্চয়তা আমি দেব । কারন আমি জানি ফরেক্স এমন একটা মার্কেট যা কখনো চলে যাবে না হারিয়ে যাবে না । ফরেক্স খুব ভাল ও ১০০% হালাল মার্কেট । এই জন্য আমি ফরেক্স ব্যবসা করি সাথে সাথে আমার পরিবার ও ফরেক্স ট্রেড করে । তাই বলি আপনারা নির্ভয়ে ফরেক্স মার্কেটে কাজ করে যান ।
-
আমার মতে যে দেশ হতে যে ব্রোকার নিবন্ধিত সে দেশই তার নিশ্চায়তা দিবে। তাই কোন ব্রোকার নির্বাচন করার আগে দেখে নিন কোন দেশ হতে নিবন্ধিত। কোন সাধারন দেশের নিবন্ধিত হলে সে ব্রোকারে এ্যাকাউন্ট না করাই ভাল। সাধারন দেশ বলতে বুঝাতে যাচ্ছি ভুটান, আলজেরিয়া, মায়ানমার এ রকম ছোট ছোট দেশ।
-
আমি মনবে করি ফরেক্স থেকে আয় করার অন্যতম কাজ হছে ট্রেড শিখে দক্ষ হয়ে ট্রেড করা । ট্রেড করে আয় করতে হলে আপনাকে ফরেক্সে দক্ষ হয়ে ট্রেড করতে হবে। আপনি যদি ফরেক্স থেকে লোভ করেন তাহলে ব্রোকার আপনার লাভ দিয়ে দিবে ার যদি লস করেন তাহলে আপনার ডিপোজিট থেকে টাকা নিয়ে নেবএ।
-
এজন্য আগে ভালো একটি ব্রোকার এ আপনাকে ডিপোজিট করতে হবে। ব্রোকার যদি টাকা উঠাতে না দেয় সে ক্ষেত্রে আপনি আইনের ব্যবস্থা নিতে পারেন। আর যেহেতু ফরেক্স একটি ঝুকিপূর্ন ব্যবসা সেহেতু ফরেক্স এ আপনি যদি টাকা ইনভেস্ট করে লস করেন তাহলে সেটা আপনার দোষ।
-
ফরেক্সে অর্থনৈতিক নিশ্চয়তা প্রতিটি ট্রেডার নিজেই নিজের নিশ্চয়তা অনিশ্চয়তা দেবে । ভালো ট্রেডার হতে পাাররলে লস করবে কম আার বিপরীতে লাভ করবে বেশি । ফলে অর্থনৈতিকভাবে নিশ্চয়তা থাকবে । আর ভালো ট্রেডার সবসময় ভালো ও দুরন্ত ব্রোকার নির্ধারণ করে । কিন্ত দুর্বল ট্রেডাররা লসের কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিতে পড়বে । দক্ষতার অভাবে এরা অর্থনৈতিক নিশ্চয়তা দিতে পারবে না । সুতারাং দক্ষতাকে কাজে লাগিয়েেই সফল হতে হবে ।
-
ফরেক্স যেমন লাভবান বেবসা তেমনি রিস্ক্য।আর এই ব্যবসায় ভালো ব্রোকার গুলো ফরেক্স ট্রেডারদের প্রাপ্য অর্থ দিতে বাধ্য থাকে যদি তাদের সব রুলস মায়নে চলাএন
-
ফরেক্স টাকা আয় করার মেশিন বলা যেতে পারে । এই জন্য ফরেক্স ব্যবসা এই পৃথিবীতে এত জনপ্রিয় । ফরেক্স ব্যবসা মানেই হলো ইনভেষ্ট । এই জন্য ফরেক্স ব্যবসা এই পৃথিবীতে এত জনপ্রিয় । ফরেক্স ব্যবসা মানেই হলো ইনভেষ্ট । ফরেক্স ব্যবসা মানে টাকা নষ্ট করার ব্যবসা ও বটে । তাই আমাদের হতাশ না হয়ে টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ভাল ভাল ইন্ডিকেটর, ও বড় এমাউন্ট ইনভেষ্ট করে ফরেক্স ব্যবসা করতে হবে ।
-
আমি মনে করি আপনার ফরেক্স অর্থনৈতিক নিশ্চয়তা দিয়ে থাকে ব্রোকার কেননা যদি সঠিক ব্রোকার নিবার্চন করতে না পারেন তাহলে আপনার সমুদয় মুলধন ঝুকির মুখে পড়তে পারে। তাই সর্বপ্রথম ব্রোকার নির্বাচনই গুরুত্বপূর্ণ কাজ এবং তারপর আপনি সঠিক ভাবে ট্রেডিং ব্যবসা শিখতে হবে কিভাবে অধিক বেশি মুনাফা উত্তোলন করা যাবে এ বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। তাই আমি মনে আপনার অর্থনৈতিক নিশ্চয়তা দিবে ব্রোকার আর বাকী বিষয়গুলোর উপর খেয়াল রাখতে হবে আপনার নিজেকেই।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করে অনেক টাকা ইনকাম করা সম্ভব সেটা আমরা সবাই জানি। তবে অবশ্যই ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান থাকা দরকার। কিছু দিন আগে আমার পড়ালেখা শেষ। আমার অনেক বন্ধু চাকরি বা বিজনেস শুরু করেছে। আমি ফরেক্সকে আমার পেশা হিসেবে নিয়েছি। আশা করি একদিন সফল হতে পারবো। আর আমার মনে হয় ফরেক্স মার্কেটে ডিপোজিট করার আগে অবশ্যই ভালো একটা ব্রোকার নির্বাচন করা উচিৎ। তাহলে পরে আমাদের কোন সমস্যা হবে না।
-
ফরেক্স করতে হলে আমরা প্রচুর পরিশ্রম করি।এসব পরিশ্রমের জন্য আমাদের অর্থনৈতিক নিশ্চয়তা প্রয়োজন।আর এই অর্থের সঠিক নিশ্চয়তা দেবে একটা ভালো ব্রোকার এবং আমি নিজেই।প্রথমত প্রত্যেক ট্রেডারকে ভালো ব্রোকার নির্বাচন করতে হবে যাতে ব্রোকার তার লেনদেনগুলো ভালো ভাবে করে দেয়।আর ট্রেডিংয়ে যাতে লস না হয়
-
ফরেক্স এর অর্থনৈতিক নিসচয়তা যার যার নিজের উপর। কারণ আপনার ভুল ট্রেড এর কারনে যদি আপনি টাকা লস হয় সেটা আপনার জন্য। আর যদি আপনি দেখেশুনে বুঝে কোন ব্রোকারের সাথে ট্রেড না করেন তাহলে তো সেটাও আপনার ভূল। সুতরাং ফরেক্স একটি আন্তরজাতিক মুদ্রা বাজার এখানে যে সব ব্রোকার অনেক বছর যাবত সার্ভিস দিয়ে আসছে তাদের সাথে ট্রেড করুন। গুগলে সার্চ করে দেখুন কোন ব্রোকারের লেনদেন কিরকম ব্যবহারকারীদে মতামত দেখুন কোন ব্রোকার কতটুকু ভাল। সুতরাং বুঝা যাচ্ছে ব্যপারটা পুরো আপনার উপর।
-
ফরেক্স এমন একটি মার্কেট যে এখান থেকে টাকা ইনকাম করা সবচেয়ে সহজ ও সুবিধা জনক ব্যবসা। তার জন্য অবশ্যই আপনাক ফরেক্স সম্পর্কে দক্ষতা অর্জন করতে হবে এজন্য প্রয়োজন হবে প্রচুর মেধা ও শ্রম। আর অর্থনৈতিক ভাবে আপনি যদি ফরেক্স মার্কেটে নিশ্চয়তা চান শুধুমাত্র একটি ভাল ব্রোকার নির্বাচনের মাধ্যমে। আপনি যদি সঠিকভাবে একটি ভাল ব্রোকার নির্বাচন করতে পারেন তাহলে আপনি অবশ্যই ফরেক্স মার্কেটে অর্থনৈতিক ভাবে নিশ্চয়তা ভোগ করতে পারবেন।
-
এটা আমাদের চিন্তার বিষয়। ব্রোকার কোন সময় ঝামেল করবে কি না। কারন এর নিশ্চয়তা নেই বল্লেওই চলে। আমরা যদি হাজার হাজার ডলার ইনভেস্ট করি তারপর যদি ব্রোকার আমাদের টাকা না তুলতে দেয় তাহলে আমাদের কিছু করার থাকবে না।
-
ফরেক্স অর্থনৈতিক নিশ্চয়তা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর সেটা সম্পর্কে আপনাকেই খুজে বের করতে হবে। আপনি যখন ফরেক্স মার্কেটে টাকা ইনভেষ্ট করতে যাবেন যে ব্রোকারের মাধ্যমে আগে সেই ব্রোকার সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করতে হবে। এমনকি সেটা কতটুকু আন্তর্জাতিক বাজারে নির্ভরযোগ্য ব্রোকার সে সম্পর্কে তথ্য জানার চেষ্টা করতে হবে। আপনি যদি সঠিকভাবে কোন ব্রোকার নির্ণয় করতে পারেন তাহলে আপনার ফরেক্স বিনিয়োগকৃত টাকা সম্পূর্ণ নিরাপদে থাকবে বলে আমি মনে করি।
-
এজন্য প্রথমেই আপনাকে ভাল ব্রোকার সিলেকশন করতে হবে । তাহলেই আপনি অর্থনৈতিক নিশ্চয়তা পাবেন । কারন ভাল ব্রোকারেজ হাউজ বা রেগুলেটেড ব্রোকার যারা এরা আপনার টাকা বা লাভের অংশ নিয়ে কখনই কোনরকম ঝামেলায় পড়তে হবে না আপনাকে এ ব্যপারে একেবারে নিশ্চিৎ থাকতে পারেন ।
-
ভাই আপনি যেমন ফরেক্স মার্কেটে ব্যবসা করার জন্য এসেছেন ঠিক তেমনই আপনার ব্রোকারও ফরেক্স মার্কেটে ব্যবসা করার জন্য এসেছে আর ফরেক্স মার্কেটের বিশলতা এবং লেনদেন সম্পর্কে আপনার যদি সঠিক ধারনা থাকে তবে ফরেক্স দয়া করে ডোলেন্সারের মত করে ভাববেন না কারন আমার ব্রোকার কোটি কোটি ডলার ইনভেস্ট করে ব্যবসা করছে আমার ১০০ ডলার ডিপোজিট নিয়ে তালবাহানা করার জন্য নয়। ধন্যবাদ।
-
ভাই ফরেক্সে আপনার অর্থনৈতিক নিশ্চয়তা আপনাকেই দিতে হবে। অর্থাৎ* মনে করেন আপনার কাছে চাল-ডাল সবকিছুই অাছে এখন আপনাকে সেটা রান্না করে খেতে হবে। সেরকম এই ব্যবসাটা এখানে আপনি সবকিছুই পাবেন, তবে সঠিকভাবে এর জ্ঞান অর্জনের মাধ্যমে সেটাকে কাজে লাগিয়ে ট্রেডিং এ আপনাকে আপনার দক্ষতা প্রমান করতে হবে।
-
ভাই ইন্সটা ফরেক্স অনেক বিশস্ত একটি ব্রোকার। আপনি ইন্সটা ফরেক্স এর সকল নিয়ম কানন মেনে ট্রেড করুন। একাউন্ট এর দ্বিতীয় লেভেল ভেরিফিকেশন করুন ইনশাল্লাহ কোনো ঝামেলা হবে না. আপনার মনে আর ও কোনো প্রশ্ন থাকলে ইন্সটা ফরেক্স লাইভ চ্যাট এ যোগাযোগ করতে পারেন.
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য ব্রোকার নির্বাচন খুবই গুরুত্বপূর্ন কারন ট্রেড করার জন্য ডিপোজিট এবং উত্তোলনের জন্য ব্রোকার কর্তৃকই আপনাকে নিশচয়তা নিতে হবে ।আর এই নিশ্চয়তা আপনি ইনস্টাফরেক্স ব্রোকার থেকে পাবেন ।প্রতিটি ডিপোজিট এবং উত্তোলন এখানে সেফ ।
-
অর্থনৈতিক নিরাপত্তা কেউ দিবে না, এটা আপনার করে নিতে হবে। আপনি ব্রোকারে যে টাকা ইনভেষ্ট করবেন তার ৫ গুন টাকা আপনার অনলাইন ব্যাংক একাউন্টে রাখবেন। কখনো অযথা ব্রোকারে টাকা ফেলে রাখবেন না। একটা নিদ্রিষ্ট টাকা আপনি ব্রোকারে রাখবেন। আর অনলাইনে অনেক ব্রোকার রয়েছে, এক ব্রোকার অন্য ব্রোকারের সাথে প্রতিযোগিতা করে, তাই এখানে কোন ব্রোকার তার সুনাম নষ্ট করতে চাইবেন না। এর পরেও যদি ব্রোকার খারাপ আচারন করে, তাহলে আপনি কি করবেন তা মনেহয় আমাদের বলে দেওয়া লাগবে না। আরো অনেক ভাবে আপনি আপনার পরিকল্পনা সাজাতে পারেন, যা অন্যরা বলে দিতে পারবে না।
-
ইনস্টাফরেক্স একটি খুবই ভালো ট্রেডার এখানে প্রচুর পরিমানে ট্রেডার প্রতিদিন ট্রেড করে থাকে এবং প্রতিনিয়ত অনেক নতুন নতু্ন ট্রেডার যোগদান করছে ট্রেড করার জন্য। এই ব্রোকারের সহযোগীতা অনেক সুন্দর এবং ২৪ ঘন্টাই খোলা থাকে যে কেউ এখানে বিভিন্ন বিষয়ের উপর তথ্য পেতে পারে যেকোন সময়। আমার বিশ্বাস এখানে ডিপোসিট করলে কেউ কোন প্রকার ক্ষতির সম্মুখিন হবে না।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য যেহেতু কোন ব্রোকারই আমাদেরকে আহ্বান জানায় নাই এবং আমরা নিজেরাই ফরেক্স মার্কেটে এসে নিজের প্রয়োজনে ট্রেড করছি৷তাই আমাদের অর্থনৈতিক দায়দায়িত্ব কেউই নিতে বাধ্য নয়৷আমার ব্যবসার লাভ-লস এর দায়-দায়িত্ব আমার নিজের কাঁধেই নিতে হবে এবং এর কোন বিকল্প নাই৷ব্রোকার এর মাধ্যমে শুধু আমি আমার ব্যবসা পরিচালনা করছি৷তবে যে ব্রোকারগুলো strongly regulated শুধুমাত্র সে সব ব্রোকারেই আমরা ট্রেড করবো৷এখানে broker নির্বাচন করা একটা গুরুত্বপূর্ণ বিষয়৷আমি গত চার বছর যাবত instaforex ব্রোকারে ট্রেড করছি অথচ এখন পর্যন্ত কখোনো কোন সময়েই কোন ধরনের সমস্যা পাই নাই৷তারপরেও আমার ব্যবসার লাভ-লস ও অর্থনৈতিক দায়দায়িত্ব আমার নিজেকেই বহন করতে হবে৷
-
ফরেক্স মার্কেটে আমরা ট্রেডিং করে অর্থ আয় করে দেশের উন্নতি করতে পারলে দেশ অনেক সুন্দর হবে,এই ফরেক্স মার্কেটে ট্রেডিং করে অনেক অর্থ উপার্জন করা যায়,যা সারা বিশ্বের লোকজন করে আসছে,ফরেক্স মার্কেটে ট্রেডিং করে আমরা অনেক বেশি অর্থ ইনকাম করে থাকি,এই ফরেক্স আজিবন চলবে যত দিন আন্তর্জাতিক ব্যাং থাকবে।
-
আমার প্রশ্ন হলো ফরেক্স মার্কেটে আপনি কি নিজে কখনো অর্থনৈতিক নিশ্চয়তা দিতে পারবেন।আমার মনেহয় তা কখনো সম্ভব নয়।কারন আপনি যদি কোন স্ক্যাম ব্রোকারের অধিনে একাউন্ট খুলে ট্রেড করেন আর ব্রোকার যদি আপনাকে ধোকাদেয় তাহলে আপনার করার কিছুই থাকবে না।তাই আমাদের উচিত হবে ফরেক্স মার্কেটে প্রেবেশের আগে সঠিক বোকার নির্বাচন করা।
-
ফরেক্সয়ে অর্থনৈতিক নিশ্চয়তা কে দিবে এটি আমারও ভাল করে জানা নেই,তবে আমাদের সম্পদ আমানত হিসেবে ব্রোকারের কাছে জমা থাকে,ফরেক্স মার্কেট উধাও হবে এমনটি নয় আসলে,ব্রোকার যদি আমাদের সম্পদ নিয়ে চলে যায় তাহলে আমাদের কিছুই করার নেই,এজন্য ফরেক্স ট্রেডিং করতে হলে একটি ভাল ব্রোকারে করতে হবে।
-
ফরেক্স করতে হলে ফরেক্স সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে । আপনি যখন এই ব্যবসায় নামবেন তখন আপনাকেই দেখেশুনে ভালো ব্রোকার নির্বাচন করতে হবে । আর এই ব্যবসায় ভালো ব্রোকার গুলো ফরেক্স ট্রেডারদের প্রাপ্য অর্থ দিতে বাধ্য থাকে । এই জন্য ফরেক্স শুরু করার সময় আগে একটা ভালো ব্রোকার নির্বাচন করতে হবে । একটি ভালো ব্রোকারই আপনার অর্থনৈতিক নিশ্চয়তা দিবে ।
-
ফরেক্সে ট্রেডিং করতে হলে আপনার অর্থনৈতিক নিশ্চয়তা আপনাকেই নিতে হবে।কারণ কোন ব্রোকারই আপনাকে আপনার অর্থের নিশ্চয়তা দিবে না।তাই যদি কোনো কারণে সেই ব্রোকার উধাও হয়ে যায় তাহলে আপনি কিছুই করতে পারবেন না।সেজন্য একটি বিশ্বস্ত এবং ভালো ব্রোকার এর অধীনে ফরেক্স ট্রেডিং করতে হবে।যে ব্রোকার দীর্ঘদিন যাবত ফরেক্স এ কাজ করে আসছে কোন রকম ঝামেলা ছাড়াই সেই ব্রোকার এর অধীনে একাউন্ট খুলতে হবে।
-
ফরেক্স এর অর্থনৈতিক নিশ্চয়তা আপনার নিজেকে দিতে হবে
কেননা আপনার নিজেকে নির্বাচন করতে হবে আপনি কোন ব্রোকার এর মাধ্যমে ফরেক্স মার্কেটে ট্রেড করবেন । ফরেক্স মার্কেটে আপনাকে ব্যবসা করতে হলে কোন না কোন ব্রোকার এর মাধ্যমে ব্যবসা করতে হবে।তাই আপনাকে জেনে বুঝে সঠিক ব্রোকার নির্বাচন করতে হবে । তাহলেই আপনার অর্থনীতির নিশ্চয়তা নিয়ে কোন ভয় থাকবে না