পোস্ট অনেক কারনেই বাতিল হয়। পোস্ট যদি টপিকের সাথে সামঞ্জস্য না হয় তাহলে পোস্ট বাতিল হয়। নির্দিষ্ট পরিমাপের চেয়ে ছোট পোস্ট, ইংরেজীতে পোস্ট, বোধগম্য নয় এমন পোস্ট করলেও বাতিল হয়। আর কেউ যদি কোন বিষয়ে বাড়াবাড়ি মাত্রার কিছু পোস্ট করে তাহলে সে ব্যান ও হয়ে যেতে পারে। এছাড়াও ফোরামের নিয়ম ভংগ হয় এমন পোস্ট ও বাতিল হতে পারে।