-
আমি ফরেয এ নতুন, ফরেক্স সম্পরকে খুব কম ধারনা পেয়েছি। তবে আমার বড় ভাই ফরেক্স এ কাজ করে, আমি তার কথা মত ফরেক্স এ কাজ শিখতে চাচ্ছি। এই জন্য ফরেক্স এ ডেম ট্রেড করছি। আর এই ডেম ট্রেড এর মাধ্যমে আমি ফরেক্স এ টাকা আয় করতে চাই। আর দক্ষ ট্রেডার হতে চাই। যাতে ফরেক্স মার্কেট এ আমি সফল হতে পারি।
-
প্রথম প্রথম আমার পরিবারের মানুষ গুল ফরেক্স এর নাম শুনতে পারতো না । কারন তারা জানতো ফরেক্স ব্যবসায় শুধু লস হয় লাভ হয়ই না । তাই আমার পরিবারের মানুষ গুলো ফরেক্স থেকে দুরে আসতে বলেছিল । কিন্তু আমি শুনিনি । এখন ফরেক্স আমার পরিবারের মানুষ গুলোর মুখে মুখে শোনা যায় সব সময় । আমি ফরেক্স খুব লাইক করি ।
-
হ্যাঁ ফরেক্স আমার পরিবার এর মুখে হাসি ফুতিয়েছে। আমি যখন শুধু পড়াশুনা নিয়ে ব্যস্ত থাকতাম তখন আমার এক পরিচিত বড় ভাই আমাকে ফরেক্স এর কথা বলেন। তিনি আমাকে ফরেক্স করতে বলেন আমি এ কথা পরিবারকে জানায় তখন কেউ তেমন আগ্রহ দেখাল না। আমি তখন তাদেরকে ভালভাবে বুজানর পরে আমাকে একটা ল্যাপটপ কিনে দেয় এবং আমি সেই বড় ভাই এর কাছ থেকে ফরেক্স ট্রেড শিখি বর্তমানে আমি আয় কত্রে পারছি এইটা দেখে সবাই খুশি।
-
আসলে আমি অনেক দিন ধরেই ফরেক্স এর সাথে আছি। এই সময়ে আমি আমার হাত খরচের টাকা টা ফরেক্স থেকেই আয় করি । এটা আমার জন্য যা দেয় তাতেই আমি খুশি। আশা আছে ভবিষ্যতে ফরেক্স টাকে বিজনেস হিসেবে ধরব । এমন ট্রেডারের সংখ্যা অনেক আছে বাংলাদেশে যারা ফরেক্স করে পরিবারের ভরন পোষণের দায়িত্ব সঠিক ভাবে পালন করে যাচ্ছে। পরিবারের মুখে হাসি ফুটিয়েছে।
-
ফরেক্স মার্কেটের ব্যাবসা আমি ছাড়া আমার পরিবারের আর কেউ জানেনা কিন্তু আমি তাদের কে বলেছি অনলাইন এর মাধ্যেমে ব্যাবসা করা যায় যার নাম হচ্ছে ফরেক্স মার্কেটের ব্যাবসা, আমাকে তারা বলেছে তুই যদি ফরেক্স মার্কেট থেকে ভাল ভাবে প্রফিট করতে পারিস তাহলে ফরেক্স মার্কেট সম্পর্কে পরে ভাল ধারনা নিতে পারব।
-
আমার মতে ফরেক্স থেকে ভাল আয় করতে হলে আপনার প্রথমেই যা দরকার তা হল ভাল একটি ব্যালেন্স । এর সাথে সাথে আপনার মার্কেট সম্পর্কে খুব ভাল ধারনা থাকতে হবে । আর শেখার কোন বিকল্প নেই । যতই শিখবেন ততই লাভবান হবেন ।
-
ফরেক্স এমন একটি ট্রেড যে কেউ করতে পারে কিন্তু যদি কেউ না বুঝে চ্রেড করেন তবে তার জন্য শুধুই লস ছাড়া কিছুই নেই । ফরেক্স করে আপনি যদি প্রফিট করতে চা্ন তাহলে আপনাকে প্রথমে অনেক বেশী সময় শেখার প্রতি গুরুত্ব দিতে হবে এবং ডেমোতে ট্রেড করতে হবে । এর পর আপনাকে মার্কেট এনালাইসিস করে মানিম্যানেজমেন্ট করতে হবে । তাই এতে পরিবারের সাথে সম্পৃক্ত তা নাই তবে যে লাভ হয় তাদিয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে পারে ।
-
এমন ট্রেডারের সংখ্যা অনেক আছে বাংলাদেশে যারা ফরেক্স করে পরিবারের ভরন পোষণের দায়িত্ব সঠিক ভাবে পালন করে যাচ্ছে। পরিবারের মুখে হাসি ফুটিয়েছে। আপনিও ফরেক্সে এগিয়ে আসুন এবং দেশের বেকার সমস্যার সমাধান করুন।
-
আমি ফরেক্স মার্কেট এ নতুন । আমার পরিবার এই ফরেক্স মার্কেট সম্পর্কে কিছু জানে না। যেহেতু আমি আমার পরিবারে একজন ফরেক্স মার্কেট এ নতুন তাই আমি ফরেক্স মার্কেট এ একজন ভাল ট্টেইনার হয়ে আমি আমার পরিবারকে ট্টেডিং করাব।
-
আমি ফরেক্স এ নতুন ট্রেড ভালমত বুঝিনা, তবে ফরেক্স এ ক্যরিয়ার গড়ে তুলতে চাই এবং এটাকে পেশা হিসাবে নিতে চাই।আমার পরিবারের সকল ভরন পোষোন আমি এখান থেকে আয় করতে চাই। আমার আশেপাশের কিছু মানুষ তাদের পরিবারে আর্থিক ভাবে অসচ্ছল আমি চাই তারাও ফরেক্স ব্যাবসা করে তারা ও আর্থিক ভাবে সচ্ছল হউক ।
-
এভাবে পাম মারার দরকার নেই।তবে তা ঠিক যে অনেকেই ভাল লাভ করছে কিন্ত এখনো যথেষ্ট সংখ্যক মানুষ সে লেভেলে যেতে পারে নাই।
-
আমি ফোরেক্সে নতুন।আমি এখন ফোরেক্স ট্রেডিং শিখছি।আমার জন্য সবাই দোয়া করবেন।আমি যেন ফোরেক্স থেকে ইনকাম করে আমার পরিবারের মুখে হাসি ফোটাতে পারি।
-
হ্যা ফরেক্সে ডেমো ট্রেডের বিকল্প নেই।আপনার ভাগ্য ভাল যে আপনার বড় ভাই আছে যিনি অভিজ্ঞ হয়ত এবং সাহায্য করতে পারবেন।
-
ভাই আমি ফরেক্স থেকে আয় করে আমার পরিবারের মুখে হাশি ফুটাতে চাই | আমি জানি ফরেক্স থেকে আয় করা সম্ভব আমার কথা হল সবাই আয় করছে আমি কেন পারবনা তাই আমি ফরেক্স থেকে আয় করে আমার পরিবারের সাহায্য করতে চায় |আমি মনে করি ফরেক্স থেকে আয় করতে পারব আর আমার লক্ষ সফল করব |
-
আসলে আমি ফরেক্স মার্কেটে একজন নতুন সদস্য হিসেবে এখনো পর্যন্ত আয়ের মুখ দেখলামনা । তবে আমি আাশা করছি খুব দ্রুত আমি আমার ফরেক্স লক্ষ্য অর্জন করতে পারব । ফরেক্স করে আমার আশেপাশের কিছু মানুষ তাদের পরিবারে আর্থিক স্বাবলম্বি ফিরিয়ে এনছে । তারা তাদের পরিবারকে ভাল অর্থিক সাহয্য করে এবং সেই বিশ্বাস থেকে বলতে পারি যে ফরেক্স করে আমিও আমার পরিবারের সবাইকে আর্থিকভাবে সাহায্য করতে পারবো।
-
আমি ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো করে কিছুই জানিনা।তারপরেও জতটুকু জেনেচি তাতে আমি ফরেক্স এর প্রতি আগ্রহশীল ।তাই আসা আছে ভবিসসতে ফরেক্স মার্কেট কে নিজের জিবনের সাতে জরিয়ে নিব।আমার আসা আছে ফরেক্স মার্কেট থেকে আমি আমার আয় এর পথ হিসেবে ফড়েক্স মার্কেট কে নিবো । এখোণো আমী ফোড়েক্স মার্কেট থেকে তেমন আয় কোরতে পারিনা তাই আসা আছে ভবিসসতে ভ্ল আয় কোরতে পাড়ব।
-
পারিবারিক জীবনেও ফরেক্সের গুরুত্ব আছে। আপনি যদি কোন চাকরি করেন সেখান তেকে আপনি যা আয় করেন না কেন তা আপনার পরিবারের জন্য পোরাপুরি ভাবে হয়ে উঠে না। তাই সবাই একটি স্টায় ইনকামের দিকে জুকতে চায়। সে ক্ষেত্রে ফরেক্সকে আপনি আপনার পরিবারের জন্য স্টায় ইনকামের উৎস করতে পারেন। তা ছাড়া আপনার অবসরের পরও আপনি ছাইলে ফরেক্স থেকে ইনকাম করতে পারেন যাহা আপনার পরিবারের মুখে হাসি পুটাতে সাহায্য করবে আশা করি।
-
বাংলাদেশ এ এখন অনেক সফল টেড আর আছে যারা মাসে ১০০ থেকে ২০০০ ডলার + ইনকাম করছে এই ফরেক্স মার্কেট থেকে আই টাকা দিয়ে সে নিজে চলছে তার পরিবারকে দিছে তার পরিবার এখন জানে ফরেক্স নামে একটা ভাল বাবসা আছে সেই বাবশা থেকে অনেক টাকা আই করা যাই আর আমার ছেলে এখন ভাল আছে আর ফরেক্স মার্কেট থেকে অনেক টাকা আই করছে ।
-
দক্ষতার সাথে কাজ করলে ফরেক্স থেকে ভাল আয় করা যায় অনেকে আছে যারা ফরেক্স থেকে অনেক ডলার আয় করে প্রতি মাসে তারা তাদের ফরেক্স এর আয় দিয়ে পরিবার এর সব খরচ চালাই যাচ্ছে। দক্ষট্রেডার হতে পারলে ফরেক্স থেকে অনেক আয় করা সম্ভব।
-
ফরেক্স এর শুরুতে প্রথম দিকে আমার পরিবার আমাকে ফরেক্স করতে সাপোর্ট দিত। কিন্তু দিন গেছে আমার লসের পরিমান তত বেড়েছে। তাই পরিবারের কেহই চায় না যে আমি ফরেক্স করি। তবু আমি আশা ছাড়িনি। চালিয়ে যাচ্ছি আমার ফরেক্স ট্রেডিং। তাতে কিছুটা হলেও আমি সফল। হয়ত এখন পর্যন্ত আমি পরিবারে মুখে হাসি ফুটাতে পারিনি ফরেক্স করে। তবে আশা করছি খুব শিগ্রই পরিবারের কাছ হতে আগের সেই সাপোর্ট আমি পাব এবং তাদের মুখে হাসি ফুটবে।
-
ফরেক্স একটি শেয়ার মার্কেট ব্যবসা ব্যাবসা করতে হলে পূর্বে ফরেক্স ভাল ভাবে শিখতে হবে আর যখন কোন ব্যবসা করে সফল হওয়া যায় তখন তার পরিবারের সকলেই সেই ব্যবসার প্রসংসা করে তাইফরেক্স এর মূল কথা হল আপনাকে আগে ফরেক্স শিখতে হব ।
-
পরিবারে আর্থিক সমস্য থাকলে তখন যদি ফরেক্সের মাধ্যমে আয় করে দিতে পারি তবে তাদের মুখে হাসি ফুটবে এটাই স্বাভাবিক । এই যুগে বাংলাদেশে চাকুরী পাওয়া যেন সোনার হরিণ হয়ে দাড়িয়েছে । তার উপরে ঠিকমত দক্ষতা তৈরী না হওয়ার ফলে আমরা অনেক বেশি পরিমাণে ভুগি । এই ক্রান্তিকালে ফরেক্সে এর মত প্লাটফ্রম হতে ভালো মানের আয় নিয়ে আমরা অনেকদুর পর্যন্ত এগিয়ে যেতে পারি ।
-
আমি ফরেক্স ট্রেডিং করে এখান থেকে বেশ ভালই আয় করতে সমার্থ হয়েছি এবং আগের থেকে আমার অর্থনৈত্তিক অবস্থা এখন অনেক বেশি ভাল আমার জানা মতে এমন অনেকেই রয়েছে যারা ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে অনেক কিছু করে ফেলেছে এখন অনেকাংশেই তারা স্বাভলম্বি।
-
ভাই! আমি বেশ কিছু দিন হলে ফরেক্স শুরু করেছি তাই এখন কিছু বলতে পারছি না তবে ইনশে আল্লাহ আশাকরি সফল হবো।
-
আমি একজন চাকুরীজীবি । চাকুরীর সীমিত আয়ে পরিবারের সবার চাহিদা মেটানো অনেক সময় সম্ভবপর হয় না । তাই আমি মনে করি ফরেক্স বেকার ,চাত্র,চাকুরিজীবি সবার জন্য আশীর্বাদ স্বরূপ । ফরেক্স ট্রেডিং করে আয় করে পরিবারের চাহিদা বা নিজের চাহিদা মেটানো সম্ভব । ফলে পরিবারের সবাই খুশি থাকে এবং সবার আলাদা নজরে আসে ট্রেডার । তাই আমি মনে করি ফরেক্স ট্রেডিং করে পরিবারের সবার মুখে হাসি ফুটানো সম্ভব ।
-
হ্যা ফরেক্স থেকে আয় করতে পারলে পরিবার এর মুখে হাসি ফুটাণো যায় | ফরেক্স থেকে আয় করতে পারলে ফরেক্স থেকে আয় দিয়ে পরিবারের খরচ চালানো যায় | ফরেক্স থেকে আয় করে আমাদের জিবনের অনেক উপকার করে |
-
ভাই আপনি সুন্দর কথা বলেছেন ফরেক্স মাকেটে থেকে আয় করা যায় | ফরেক্স মাকেট করে আমি আয় করছি আমি আশা করি যদি ফরেক্স আরও ভাল করে করতে পারি তবে ফরেক্স থেকে আমি ভাল আয় করতে পারব |ফরেক্স থেকে আয়ের টাকা আমার পরিবারের মুখে হাশি ফুটাবে |
-
হ্যাঁ ফরেক্স মার্কেট এ ট্রেড করে আমি আমার পরিবার এর মুখে হাসি ফুটাতে পেরেছি। আসলে ফরেক্স মার্কেট এমন একটি মার্কেট যেখানে ট্রেড করে আপনি খুব সহজেই আপনার নিজের মুখে এবং পরিবার এর মুখে হাসি ফুটাতে পারবেন। কারণ ফরেক্স মার্কেট এ যে কেও ট্রেড করে আয় করতে পারে।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমাদের কে ফরেক্স মার্কেট সম্পর্কে ভালোভাবে জান্তে হবে। তাহলেই আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে পারবো।
-
আমি ২০০৮ সাল থেকে ফোকেস মার্কেটে আছি প্রাথমিক অবস্থায় 40 ডলার নিয়ে শুরু করে ১ সপ্তাহে 1500 ডলার লাভ করেছিলাম কিন্তু এটা ছিল আমার ভুল ট্রেড যাই হোক ১০০০ ডলার উঠালাম মানিবুকার্সের মাধ্যমে ব্যাংকে উঠালাম 72000 টাকা পাইলাম তার পর ফোরেকস সমপর্কে বিস্তারিত পড়ালেখ করলাম যেটা আমার জীবনকে পালটিয়ে দিয়েছে এখন 1000 ডলারে প্রফিট করি মাত্র 300 ডলার আমার ব্যালান্স আছে 5000 ডলার আমি হেসে খেলে 1500 ডলার প্রফিট করি কোন সমস্যা হয়না এখন হয়নাই টিকে আছি মার্কটে আপনাদের দোয়ায়।
-
আমি ফরেক্সে কাজ করি কিছু আয় করে পরিবারের সাহায্য করার জন্য আর আমি জানি ফরেক্সে কাজ করে এটা করা সম্ভব যদিও এর জন্য পর্যাপ্ত সময়ের প্রয়োজন।ফরেক্সে থেকে নিজেকে একজন অভিজ্ঞ ও সফল ট্রেডার তৈরি করাই মূল লক্ষ্য আর এই আশা পূরন হলেই পরিবারের মিখে হাসি ফুটাতে পারবো ইনশাল্লাহ।
-
আপনি যদি পারফেক্ট ফরেক্স ট্রেডার হয়ে থাকেন এবং প্রতিটি ট্রেডে যদি আপনি আপনার সেই ট্রেডিং জ্ঞানের আলোকে এখানে ট্রেড করতে পারেন তবে আপনি অবশ্যই এখান থেকে ভাল প্রফিট লাভ করবেন আর এটিই স্বাভাবিক আর তখন আপনার অর্থনৈত্তিক অবস্থার অবশ্যই পরিবর্তন সাধতি হবে।
-
ব্যক্তিগতভাবে আমি ফরেক্সে আছি প্রায় বছর খানেক মত। এটা ফরেক্সের জন্য মোটেও বেশি সময় নয়। শিখতে হলেও কয়েক বছর লেগে যাওয়ার কথা। আমি শেখার পাশাপাশি টুকটাক হাত খরচের টাকা এখান থেকে কামাতে পারি। নিজের লেখাপড়ার খরচের অনেকটাই ফরেক্স থেকে পাই। তবে আমার বিশ্বাস ভবিষ্যতে এই ফরেক্স থেকেই আমার আয় অনেক বেশি হবে।
-
ফরেক্স পরিবারের সবাইকে আন্তরিক অভিনন্দন। ফরেক্স দিয়ে পরিবারের মুখে হাসি ফুটাতে পারবেন তার জন্য কিছুটা পরিশ্রম করতে হবে। আপনাকে ফরেক্স সম্পর্কে ভালভাবে বুজতে হবে, জানতে হবে। তাহলেই আপনি ফরেক্সে ট্রেড করে পরিবারের মুখে হাসি ফুটাতে পারবেন। নতুন করে ফরেক্সে এসেই ভাল কিছু করা যায়না। দীর্ঘদিন এ মার্কেটে থাকার পর আস্তে আস্তে ফরেক্স ট্রেড বুঝতে পারবেন। লাভের মুখ দেখবেন। অল্প হোক আর বেশিই হোক স্থায়ী ইনকাম করতে পারবেন।
-
প্রথমে আপনি ফরেক্স ট্রেডিং করে আপনার পরিবারের মুখে হাসি ফুটাতে পারবেন না কারন ফরেক্স মার্কেটে আপনি যখন করে প্রবেশ করবেন তখন আপনি লস করবেন এটাই স্বাভাবিক।এই মার্কেটে ট্রেড করতে হলে যে পরিমান জ্ঞান ও অভিজ্ঞতার প্রয়জন তা একজন নতুন ট্রেডারের থাকে না ।কিন্তু একজন ট্রেডার যখন সফল হয় তখন সে তার পরিবারের মুখে হাসি ফুটাতে পারে কারন একজন পরিবারের মুখে হাসি ফুটানোর অর্থ হল টাকা উপার্জন করা আর একজন সফল ট্রেডার তার *নিজের ইচ্ছে অনুযায়ী টাকা ইনকাম করতে পারে যা দিয়ে তার পরিবারের জন্য যথেষ্ট হয়।
-
আমি এখনো পারিনি তবে আমিও চাই যে আমার পরিবারের লোকজন আমার উপার্জনের সুবিধা ভোগ করুক।দোয়া করবেন যাতে আমি আমার পরিবারের জন্য একটি শক্তিশালী উপার্জনশীল একজন হতে পারি।
-
ফরেক্স ট্রেডিং যখন আমি প্রথম দিকে শুরু করেছিলাম তখন আমি অনেক হতাশ ছিলাম কারন আমি কোন চাকুরি করতাম না আমি আমার পরিবারকে কোন ভাবেই আর্থিকভাবে সহযোগিতা করতে পারতাম না। তারপর প্রায় দুই থেকে তিন বছর পর্যন্ত আমি ফরেক্স ট্রেডিংয়ের পিছে সময় দিই এবং এটি ভালমত শিখার চেষ্টা করি। বর্তমানে আমি ফরেক্স ট্রেডিং করে যে আয় করি তা *দিয়ে আমি আমার পরিবারকে অনেক সহযোগিতা করতে পারি এবং বর্তামানে ফরেক্স ট্রেডিং করে আমি আমার পরিবারের মুখে হাসি ফুটাতি পেরেছি।
-
ব্যক্তিগতভাবে আমি ফরেক্সে আছি প্রায় বছর খানেক মত। এটা ফরেক্সের জন্য মোটেও বেশি সময় নয়। শিখতে হলেও কয়েক বছর লেগে যাওয়ার কথা। আমি শেখার পাশাপাশি টুকটাক হাত খরচের টাকা এখান থেকে কামাতে পারি। নিজের লেখাপড়ার খরচের অনেকটাই ফরেক্স থেকে পাই। তবে আমার বিশ্বাস ভবিষ্যতে এই ফরেক্স থেকেই আমার আয় অনেক বেশি হবে।
-
আমি ফরেক্স মার্কেটে একেবারেই নতুন । মাত্র ৪-৫ মাস হলো এই মার্কেটের সাথে যুক্ত হয়েছি । আমার কাছে মার্কেট খুবই ভাল লাগছে তবে আরো ভাল লাগবে যখন আমি এখান ধেকে ইনকাম করে আমার পরিবারের মুখে হাসি ফুটাতেম পারবো । তবে আমাকে আপনাকে মার্কেট সম্পর্কে অনেক জ্ঞান লাভ করতে হবে ।আপনি যখনি এই মার্কেট সম্পর্কে অনেক জ্ঞান লাভ করবেন তখনি আপনি অনেক লাভবান হবেন ।
-
ফরেক্স মার্কেট করে এখন আনেক পরিবার সংসার পরিািলনা করছে ।এবং আনেক সুখী রয়েছে।
-
আমি শেখার পাশাপাশি টুকটাক হাত খরচের টাকা এখান থেকে কামাতে পারি। নিজের লেখাপড়ার খরচের অনেকটাই ফরেক্স থেকে পাই।আমার পরিবারের মুখে কতটা হাসি ফুটাতে পেরেছি বা খুশি করতে পেরেছি সেটা আমি বলতে পারবো না তবে আমি যে খুশি সেটা আমি কোন প্রকার সংকোচ ছাড়াই বলতে পারি।তবে আমার বিশ্বাস ভবিষ্যতে এই ফরেক্স থেকেই আমার আয় অনেক বেশি হবে।