বোনাস দিয়ে ট্রেড করার যেমন সুবিধা রয়েছে পাশাপাশি তেমনি রয়েছে কিছু অসুবিধা যেমন ফোরামের বোনাস দিয়ে আপনি ট্রেড করতে পারছেন এবং ঐ ট্রেড থেকে যে প্রফিট হচ্ছে ত উঠাতে পারছেন ফলে আপনাকে নিজের পকেটের টাকা ফরেক্স মাকেটে ইনভেস্ট করতে হচ্ছে না অন্যদিকে মনে করুন আপনি ফোরামের ১০০ ডলার দিয়ে ট্রেড করছেন এমন সময় দেখা গেল আপনি ট্রেডে লস করে ৫০ ডলার হারিয়ে ফেলেছেন এখন আপনাকে আপনার ব্যালেন্সের অবশিষ্ট ৫০ ডলার দিয়ে ট্রেড করে ঐ হারানো বা লসকৃত ৫০ ডলারের ঘাড়তি পূরন করতে হবে তার পরই আপনি আবার ফোরম থেকে আপনার লাভের অংশ উঠাতে পারবেন।