-
আমি আপনার সাথে পুরুপুরি একমত। ফরেক্সব্যবসা খুব বেশি সহজ ব্যবসা নয়। মূলত ফরেক্স ব্যবসায় নিয়মিত হতে হলে নিয়মিত প্রফিট করতে হবে। নিয়মিত প্রফিট করতে হলে নিয়ম মেনে ধৈর্য্য ধরে ট্রেডিং করতে হবে। এজন্য ট্রেডিং করার সময় কিছু কিছু ব্যাপারে খুব সতর্ক থাকার প্রয়োজন যেগুলো আপনি লিখেছেন?
-
ফরেক্স করার আগে ফরেক্স সম্পকে জ্ঞান অজন করুন । তার পর নিম্নের কাজের প্রতি সতক থাকুন :
* লোভ করবেন না ।
*ইমোশনাল হবেন না ।
*নিজের মনগড়া সিদ্ধান্তে ট্রেড করবেন না ।
* মাথা ঠান্ডা করে ট্রেড করুন ।
* মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করবেন ।
*ট্রেডিং স্ট্রাটেজি মেনে চলবেন ।
* অ্যানালাইসিস ছাড়া কোন ট্রেড করবেন না ।
-
যে যে ব্যাপারে ট্রেড করার সময় সতর্ক থাকতে হবে তা হল :লোভ এড়ানো, লস হলে ইমোশনাল হয়ে পড়া, টাকা ইনভেস্টের সময়, ডেমো প্রাকটিস না করা।
-
ট্রেড করতে অনেক কিছুই খেয়াল করতে হবে।কেননা এখানে সামান্য ভুলে অনেক ক্ষতি হতে পারে।এমনি ব্যালেন্স জিরো হতে পারে।তাই ট্রেড করতে হলে আগে ভালো অ্যানালাইসিস করতে হবে।কোনো গুরুত্বপূর্ন হাই ইমপ্যাক্ট নিউজ থাকলে বা আছে কি না ইত্যাদি গুরুত্বপূর্ন বিষয়গুলো ট্রেড করার সময় খেয়াল রাখতে হবে।
-
ফরেক্স মার্কেট এ যদি কোন ট্রেডার কিছু কিছু ব্যাপারে সর্তক থাকে তাহলে অনেক ভাল, ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় লোভ পরিহার করা,ইমোশনাল হয়ে ট্রেড না করা,ট্রেডের পুর্বে ফরেক্স মার্কেট এনালাইসিস করে নেওয়া,ফরেক্স নিউজ নিয়মিত দেখা,এ সব মেনে লাইভ ট্রেডিং করা।
-
কিছু কিছু ব্যপার অবশ্যই মাথায় রাখতে হবে। আমাদের ইমোশন কন্ট্রোল করতে হবে। আমাদের লোভ কে সামলে চলতে হবে। আমাদের কে কখনোই উচিত না নিজের মনগড়া ট্রেড করা। মানি ম্যানেজমেন্ট আমাদের ফলো করে চলতে হবে। মার্কেট এনালাইসিস করে চলতে হবে সবসময়।
-
আমরা সবাই জানি ট্রেড করার সময় কি কি বিষয় খেয়াল রাখলে আমাদের লসকে অনেক কমিয়ে নিযে আসতে পারব । কিন্তু আমরা কেউই সেটি মেনে চলার চেষ্টা করি না । আর যার কারনে প্রতিদিনিই অনেক অনেক লস এর সম্মুখীন হই।
-
আপনার উপদেশগুলোর মধ্যে চারটি নেতিবাচক আর দুইটি ইতিবাচক। আসলে আমাদেরকে সব ক্ষেত্রেই পজিটিভ হতে হবে। আপনি লিখেছেন , লোভ করবেন না। আমরা ইচ্ছে করলে এভাবেও বলতে পারি, লোভ করবেন তো মরবেন। এখানে কোন না শব্দ নেই। ফরেক্সে হতাশা কিংবা বাতাশার কথা শুনলে কেন যেন আর ভাল লাগে না। শুধু প্রফিট কথাটাই ভাল লাগে।
-
ফরেক্স মার্কেট একটা অনিশ্চয়তার মার্কেট আর আমরা যথাযথভাবে জানি না যে ঠিক কখন কি করতে হবে যার কারণে অনেক সময় অনেক অনাকাঙ্খিত ঘটান ঘটে যায় যার কারণে অনেক সময় একাউন্ট পুরোটা জিরো হয়ে যাওয়ার মত ঘটানাও ঘটে তাই প্রত্যক ট্রেডারকে বিশেষ করে নতুন ট্রেডারকে অনেক ভুল সম্পর্কে আগাম সতর্ক থাকতে হবে আর মানিম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্টে এর মত বিষয়গুলো যথাযথভাবে অণুসরণ করতে হবে
-
ফরেক্স মার্কেটে কিছু সময় ট্রেদ করার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে তা না হলে অনেক বড় বিপদ হতে পারে তাই যখন ফরেক্স মার্কেটে কোন ট্রেড ওপেন করতে হবে তখন কিছু খেয়াল রেখে ট্রেদ করতে হবে যেমন নিউজ গুল ভাল করে দেখতে হবে যে কোন কন সময় কন নিউজ আছে কন নিউজ কি হতে পারে সেগুল দেখে তারপর ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন করতে হবে ।
-
আপনার দেওয়া উপরুক্ত ব্যাখ্যাগুলও যদি কোন একজন ট্রেডার নিয়মিত পালন করতে পারে তাহলে আমার মনে হয় সে কখনো ফরেক্স মার্কেটে লস করবে না। কিন্তু আমাদের একটা সোষ হচ্ছে সবেই জানি বাট ট্রেড করার সময় সব ভোলে যাই।
-
ফরেক্সে ট্রেড করে ভাল প্রফিট লাভ করতে হলে অবশ্যই লোভকে চিরতরে বিদায় দিতে হবে কারন লোভই আমাদেরকে লসের দিকে ধাবিত করে,মার্কেট ভাল ভাবে অ্যানালাইসিস করে ফরেক্সে ট্রেড করার অভ্যাস তৈরী করতে হবে,মানিম্যানেজমেন্টকে সব সময় বিবেচনায় নিয়ে তার পর ফরেক্সে ট্রেড করাতে হবে।আর তা হলেই ফরেক্স থেকে ভাল কিছু পাওয়া যাবে।
-
কিছু বিষয়ের উপর দৃষ্টি রাখতে হবে যেমন :লোভ করবেন না । ইমোশনাল হবেন না। নিজের মনগড়া সিদ্ধান্তে ট্রেড করবেন না মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করবেন । ট্রেডিং স্ট্রাটেজি মেনে চলবেন। অ্যানালাইসিস ছাড়া কোন ট্রেড করবেন না ।
-
কিছু কিছু ব্যাপারে সতর্ক থাকা দরকার অনেকে মনে করেন কিন্তু আমি মনে করি ফরেক্স একটি রিস্কি মার্কেট এখানে আমাদের সব বিষের প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে না হলে আমাদের ডলার চলে যাবে সেগুলো আমরা আর ফিরে পাব না এজন্য আমাদের অনেক বেশি।সতর্ক থাকতে হবে
-
কিছু কিছু ব্যাপারে অবশ্যই ট্রেড করার সময় অবশ্যই ফরেক্স মার্কেটের দিকে খেয়াল রাখব । মার্কেট কোনদিকে মুুভমেন্ট করে সে দিকে খেয়াল রাখতে হবে তাহলে বুঝতে পারা যায় ।
-
আমরা যদি ট্রেড করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করি তবেই আমরা লসের হাত হতে বাচতে পারব। এর জন্য আমাদের সব সময় লোভকে সামলে থাকতে হবে। লোভই হল ফরেক্স মার্কেটে আমাদের সবচেয়ে বড় শত্রু। তাই লোভকে আমরা সব সময় এড়িয়ে চলব। আর কোন ট্রেড ওপেন করার আগে অবশ্যই এ্যানালাইসিস করে নিব।
-
এই ব্যাপারগুলো এতই গুরুত্বপূর্ণ যে একজন আদর্শ ট্রেডারের অবশ্যই থাকা উচিত। কেউ যদি এগুলি পালন করতে পারেন ফরেক্সে তার সভলতা অনিবার্য।
-
ফরেক্স মার্কেটে অবশ্যই ট্রেডিং স্ট্র্যাটেজী মেনে ট্রেড করতে হবে৷মানি ও রিস্ক মেনেজমেন্ট ফলো করে ট্রেড করা উচিৎ৷যেহেতু এই মার্কেটে লিকুইড বা চলমান প্রাইস ভ্যালুর উপরে নির্ভর করে ট্রেড করতে হয় তাই একবার ভূল করে এন্ট্রী করলে লস দিতেই হবে৷তাই অবশ্যই সঠিকভাবে আস্তে ধীরে এনালাইসিস করে নিশ্চিত হয়েই ট্রেড করতে হবে৷
-
ট্রেড করে সফল হতে গেলে লোভ তার প্রথম বাধা হয়ে দ্বারায়। কারন মানুষ যত সাফল্যই পাক ন কেন সে সন্তুষ্ট হতে পারে না। তার আরো চাই। আর এই কারনেই সফল হওয়া কষ্টকর হয়ে পরে। তাই লোভ ত্যাগ করতে হবে। আর নিজের ইচ্ছে মতো ট্রেড করা যাবে না । বাজারদর বিচার বিশ্লেশন করে ট্রেড করতে হবে। আর অনেক নতুন ট্রেডার আছে যারা ইমোশোনালি যেভাবে খুশি ট্রেড করে। যার ফলে তার সফলতা পায় না।
-
হ্যা এটা সত্য কিছু কিছু ব্যাপরে ট্রেড করার সময় অবশ্যই সর্তকর্তার সাথে ট্রেড করতে হবে তা না হলে আপনি কখনও এই মার্কেট থেকে সফলতা অর্জন করতে পারবেন না। সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে লোভ এবং ধৈর্য্য আপনি যদি ফরেক্স মার্কেটে লোভ এবং ধৈর্য্য নিয়ে ট্রেড করতে পারেন তাহলে আপনি অবশ্যই দ্রুত সফলতা অর্জন করতে পারবেন। এছাড়াও কোন ভাবে ওভার ট্রেড করার যাবে না।
-
ফরেক্স এ অনেক ট্রেডাররা একটি ট্রেড করে যদি কিছু মুনাফা পায় তাহলে আরো লোভ করে এবং আরো পেতে চায়। যার ফলে তারা লস করে। তাই ফরেক্স মার্কেটে সফলতা পেতে হলে আগেই লোভ ত্যাগ করতে হবে। আর নিজের মনের মতো করে ট্রেড করলে চলবে না। বাজারদর বিচার ব্যাবস্থা করে ট্রেড করতে হবে।
-
ফরেক্স এমন একটি ব্যবসা যেখানে আপনি লোভ না করতে চাইলেও লোভ আস্তে পয়ারে। আর সেই লোভ হতে পারে আপনার একাউন্ট ধংসের কারন। কারন অল্প ইনভেস্ট করে এখানে অনেকেই চেয়েয়ছে বেশী আয় করতে। তারা কখনোই ফরেক্স এ টিকে থাকতে পারবেন না।
-
ফরেক্স মার্কেট অত্যান্ত রিস্কি এবং জটিল মার্কেট। এখানে এক তিনি লাভবান হতে পারবেন যার কঠিন পরিশ্রম, মেধা এবং ধৈর্য্য বিনিয়োগ করতে পারবেন। এখানে বিনিয়োগ বলা হলো এ কারনে আপনি শুধু টাকা বিনিয়োগ করে এখান আপনি টাকা লাভ করতে পারবেন না। আপনার কঠিন পরিশ্রম, মেধা এবং ধৈর্য্য দিয়ে মার্কেট এ টিকে থাকতে হবে এবং আপনার সব সময় জানতে হবে যে, কখন কি করা লাগবে। একেবারে লোভ করা যাবে না, এটা ভাবা যাবে না যে, লস হচ্ছে আর মার্কেট আবার ঘুরে দারাবে বা একটা ট্রেড লস হলো আপনি পরবর্তীতে আরও বেশী লটে ট্রেড নিলেন। এ সব কারনে মার্কেট থেকে আপনি পুরোপুরি বের হয়ে যেতে পারেন।
-
আমি মনে করি ফরেক্স মার্কেট অত্যন্ত রিক্স এবং জটিল একটি মার্কেট তাই এখানে ট্রেড করে লাভবান হতে চাইলে আপনাকে অবশ্যই কিছু কিছু বিষয় খুব গুরুত্বসহকারে দেখতে হবে। এমনকি কিছু ব্যাপারে ট্রেড করার সময় খুব সতর্কতা সাথে ট্রেড করতে হবে। যেমন অল্পতেই ধৈর্য্যহারা হওয়া যাবে না, বেশি লোভ করা যাবে না, ওভার ট্রেডিং করা যাবে না, নিউজ ছাড়া মার্কেটে এন্ট্রি হওয়া যাবে না এবং মানি ম্যনেজমেন্ট এর মত বিষয়টি অধিক গুরুত্বসহকারে দেখে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে। যদি আপনি উক্ত বিষয়গুলো অভিজ্ঞতা ছাড়াই ট্রেড করেন তাহলে কোনদিনই ফরেক্স মার্কেট থেকে সফলতা অর্জন করতে পারবেন না। আর যদি আপনার মেধা, শ্রম ও বুদ্ধিমত্তা দিয়ে ফরেক্স মার্কেটে ব্যবসা করতে পারেন তাহলে আপনি অবশ্যই একদিন সফলতা অর্জন করতে পারবেন।
-
আমাদের মাঝে অনেক ট্রেডার আছেন যারা মার্কেট চার্ট খুলেই ট্রেড দিয়ে বসে পরেন। কিন্তু এটা মোটেই ঠিক নয়। মার্কেট দেখে আমাদের ভালো করে এনালাইসি করে দেখতে হবে যে মার্কেট এ ট্রেড করার জন্য ভালো কোন সিগ্নাল আছে কি না। যদই থাকে তাহলেই আমরা ট্রেড নিতে পারি।
-
হ্যা ভাই এখানে আপনাকে সব সময় সর্তকতা অবলম্বন করে কাজ করতে হবে। কারন সাবধানের মাইর নাই। তাই সেই সচেতনতার হাত ধরে কিছু ব্যাপারে ট্রেড করার সময় অন্ততপক্ষে কয়েকটা জিনিস মাথায় রেখে এখানে ব্যবসা করতে হবে। যেমন, বেশি লোভ করা চলবে না, ইমোশোনাল কিংবা সাইকো হয়ে ট্রেডের উপর ট্রেড করা যাবে না, সঠিক পজিশনের জন্য অপেক্ষা করতে হবে, তারপর আপনি একটা ট্রেড নিবেন তাও আবার সেটা চিন্তা-ভাবনা ও মানি ম্যানেজ ম্যান্ট ফলো করে।
-
আপনি অনেক ভাল পোস্ট করছেন আপনার এই নিয়ম গুল কেও যদি মেনে ট্রেড করতে পারে তাহলে সে খুব সহজ এ ফরেক্স মার্কেট এ সফল হতে পারবে আমি নিজেই ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় এই নিয়ম গুল মেনে ট্রেড করি তার কারন এ আমার ফরেক্স মার্কেট এ বড় কোন লস হয় না আর লস থেকে লাভ এর পরিমান অনেক বেশি থাকে আমার ফরেক্স মার্কেট এ
-
লোভ করা ফওেরক্স মার্কেট এ একদম বোকামী। ইমোশনাল হয়ে ট্রেড করাটা একদম ভুল। কারন অনেকত সময় আমরা লস করে ইমোশনাল হয়ে বড় লটে ট্রেড ওপেন করে বসি যা আমাদের একাউন্ট জিরো হওয়ার অন্যতম কারন।
-
আমি বলবো উপরিউক্ত প্রত্যেকটি বিষয়ই একজন ট্রেডারের সফলতার জন্য খুব বেশী প্রয়োজনীয়। কিন্ত দুঃখের বিষয় হচ্ছে বেশীর ভাগ নতুন ট্রেডারই এই বিষয়গুলো মানতে চায় না।তারা ফরেক্স ট্রেডিং এসেই কয়েকদিন ডেমো করেই ইনভেস্ট করে এবং লোভ,ইমোশন এবং অদক্ষ ট্রেডিং করে তারা তাদের ইনভেস্ট হারিয়ে ফরেক্স মার্কেট থেকে বিদায় নেয়।ফলে ফরেক্সের মতো একটা সম্ভাবনাময় ক্ষেত্র তারা হাতছাড়া করে ফেলে।
-
ফরেক্স শুরু করার আগে ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে হবে । একজন সফল ট্রেডার হতে হলে ফরেক্স এর কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে । একজন ট্রেডার কে অবশ্যই ম্যানি ম্যানেজমেন্ট ফলো রেখে ট্রেড ওপেন করতে হবে । একজন ট্রেডার কে আবেগ পুরোপুরি ত্যাগ করতে হবে । নিজেকে দক্ষ করে তোলার জন্য ভালো আনালাইসিস করতে জানতে হবে । এই সব বিষয় মেনে ট্রেড ওপেন করতে হবে ।
-
অবশ্যই ট্রেড করার সময় কিছু বিষয়ে সতক থাকা উচিত যেমন ট্রেড করার সময় এনালাইসিস করে ট্রেড করা, লোভকে নিয়ন্ত্রন করা, নিজের মন মত ট্রেড না করা, কারো দেওয়া সিগন্যাল অনুসরণ করে ট্রেড না করা, পরিশ্রমি হওয়া, ফরেক্স নিয়ে প্রতিনিয়ত পড়াশুনা করা মানে ফরেক্স এর আপডেট গুলো নিয়ে পড়া, ফরেক্স করতে হলে আগে ডেমো একাউন্ট খুলে ট্রেড প্রাক্টিস করতে হবে।
-
কিছু সতর্কতা অবলম্বন করলে লস হতে পরিত্রান পাওয়া জেতে পারে। বেশি লোভ না করে ছোট ছোট ভলিউমে ট্রেড করা ভালো। নিউজে কান না দেওয়া, নিজের বিবেচনা যা বলে তার উপর নির্ভর করা। একটা কথা অতি লোভে তাতি নষ্ট। এই কথাটা মাথায় রাখতে হবে। ট্রেড করার সময় নিজেকে যত পারা যায় সংযত রাখা ভালো।
-
আমিও সেটাই মনে করি যে কিছু সতর্কতা অবলম্বন করলে ফরেক্স ট্রেডিং এ লস হতে পরিত্রান পাওয়া জেতে পারে।এর মধ্যে প্রথম টি হলো বেশি লোভ না করে ছোট ছোট ভলিউমে ট্রেড করা । একটা কথা মনে রাখা উচিত অতি লোভে তাতি নষ্ট। এই কথাটা মাথায় রাখতে হবে। ট্রেড করার সময় নিজেকে যত পারা যায় সংযত রাখা ভালো।ধন্যবাদ
-
ট্রেড করার সময় কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবেঃ
লোভ পরিহার করতে হবে
মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে
আবেগের বশে ট্রেড নেওয়া যাবে না
মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে হবে।
কখনো তাড়াহুড়া করে ট্রেড করা যাবে না
প্রত্যক ট্রেড এ স্টপ লস অ্যান্ড টেক প্রফিট সেট করতে হবে।
-
ফরেক্স ব্যবসায়ী দের জন্যে একটা চিরাচরিত কথা
অবিজ্ঞতা ছাড়া ফরেক্স মার্কেটে এ স্থায়িত্ব কিছু দিন বা মাস
তাই য়ারা ফরেক্স মার্কেটে ট্রেডিং স্ত্ররু করবেন তাদের কিছু নিয়ম মেনে চলতে হবে।
নিজের ইচ্ছে মত ট্রেড ধারা যাবে না
আবেগি হওয়া যাবে না
ট্রেড ধারার আগে আপনাকে মার্কেট এনালাইসিস করতে হবে
মানি মেনেজমেন্ট মেনে ট্রেড করতে হবে
তাহলে আপনি ফরেক্স ট্রেড করে লাভমান হতে পারবেন
-
ট্রেড করার সময় কিছু বিষয় অবশ্যই মাথায় রেখে ট্রেড করতে হয়।কিছু হিসাব আছে যা আপনার জানা খুবই জরুরি, যেগুলো জানা না থাকলে আপনি লসের সম্ভাবনা আছে, আপনাকে মার্কেট সম্পর্কে পূর্ন ধারণা অবশ্যই থাকতে হবে।আরেকটা জিনিস হল মানি ম্যানেজমেন্ট এটা আপনি হিসাব করে না নিলে আপনার ব্যালেন্স জিরো হওয়ার সম্ভাবনা থাকে অনেক রিস্কি হয়ে যায়, এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ ট্রেড করার পুর্বশর্তও বলতে পারেন।
-
ফরেক্সে ট্রেড করেন অনেকেই। আসলে টিকে থাকতে পারেন কয় জন। তাই আমি মনে করি আপনি যদি কিছু কিছু ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে পারেন তাহলে আপনি ফরেক্সে সফল হতে পারবেন। যেমনঃ বেশি লোভ করবেন না, ওভার ট্রেডিং করবেন না, ইমশন ধরে রাখবেন।
-
ট্রেড করার সময় অবশ্যই আপনাকে মনে রাখতে হবে নির্দিষ্ট স্ট্রাটেজির বিষয়ে, অবশ্যই আপনার নির্দিষ্ট পজিশনের জন্য অপেক্ষা করতে হবে। আপনাকে কখনো বিরক্ত হলে চলবে না। অবশ্যই আপনাকে নিরলোভ হতে হবে এবং আপনার কাজের ক্ষেত্র হতে হবে ঠান্ডা। এর সাথে মানিম্যানেজম্যান ট ফলো করে ট্রেড করতে হবে।
-
ভাগ্যের উপর ছেড়ে দিন ফরেক্সে ভাগ্যের ফ্যাক্টরটি কেবল অস্থায়ী হয় আমরা সাধারণত এটি প্রথমবারের জন্য ট্রেডিং করি একে ভাগ্যবান ব্যবসায়ী বলা হয় তবে একমাত্র দক্ষতা যা আমাদের বৈদেশিক মুদ্রায় সফল করতে পারে, কেবল ভাগ্য ফ্যাক্টর নয়
-
হাই ইম্টেক্ট নিউজের সময ফরেক্স ট্রেড করা থেকে বিরত থাকা ভালো কারণ এই সময় টেকনিক্যাল এনালাইসিস/ট্রেডিং স্ট্রাটেজি কাজ করে না।তবে অনেকে আছেন নিউজ ট্রেডিং স্ট্রাটেজি ব্যাবহার করে নিউজের সময় নিউজ ট্রেডিং করে থাকে।ফরেক্স ট্রেডিং করার জন্য দরকার- অভিগ্যতা, মূলধন, ধৈর্য, সঠিক মানিমেজেমেন্ট ও প্রপার ট্রেডিং প্লান, যার জন্য দরকার পর্যাপ্ত সময়।