ফরেক্স মার্কেট একটি রিক্স মার্কেট তারপর যদি বড় কোন রিক্স নিয়ে ট্রেড করা হয় তাহলে ওই ট্রেডার এর ভিতর লোভ কাজ করে তাই এই লোভ আর বড় রিক্স সেই ফরেক্স ট্রেডারকে ধংশ করে দিবে।
Printable View
ফরেক্স মার্কেট একটি রিক্স মার্কেট তারপর যদি বড় কোন রিক্স নিয়ে ট্রেড করা হয় তাহলে ওই ট্রেডার এর ভিতর লোভ কাজ করে তাই এই লোভ আর বড় রিক্স সেই ফরেক্স ট্রেডারকে ধংশ করে দিবে।
মোট মূলধন এর ২% এর বেশী কোন একটি ট্রেডে ঝুঁকি গ্রহন করা মানি ম্যানেজমেন্ট অনুমোদন দেয় না। আপনার একাউন্ট ব্যালেন্স ১০০ ডলার হলে আপনি সর্বোচ্চ ২ ডলার ঝুঁকি নিতে পারেন। এক্ষেত্রে আপনি যদি মাইক্রো একাউন্টে ট্রেড করেন- তাহলে ০.০১ লটের ট্রেড অপেন করলে সর্বোচ্চ ২০ পিপস ঝুঁকি গ্রহন করতে পারেন। ২০ পিপস ঝুঁকি ব্যবসার ক্ষেত্রে খুবই কম্। মার্কেটের স্বাভাবিক গতিতে বার বার স্টপ লস হিট করতে পারে। সুতরাং কমপক্ষে ৫০০ ডলার নিয়ে ব্যাবসা শুরু করলে মার্কেটে টিকে থাকা সম্ভব।
রিস্ক নিয়ে ট্রেড করার ভয়াবহতা অনেক বেশি ফরেক্সের ব্যসায়ে লাভ লস দুটোয় আছে তবে যেন লস কম হয় সেদিকে খেয়াল থাকতে হবে যদি কোন কিছু না বুঝে বড় রিস্ক নিয়ে ট্রেড করেন তাহলে আপনি সব কিছু হারিয়ে জিরো হয়ে যাবেন যে কোন কাজ বড় রিস্ক নিয়ে না করে অল্প রিস্ক নিয়ে করা উচিত আমি বলব ফরেক্স আপনার জন্য নয় আপনি এখানে যদি ব্যবসা করতে চান তাহলে রিস্ক কম নেন ভাল করে মার্কেট এনালাইস করেন মার্কেট কতটুকু মুভ করছে তার উপর নির্ভর করে ট্রেড করেন দেখবেন লস হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে তাই রিস্ক কম নেওয়া উচিৎ।
রিক্স জিনিস্টা খুভ খারাপ তাই রিক্স কোন ভাবেই না নেয়া ভাল তাই রিক্স নিলে যেকোনো সময় বিপদে পরতে হতে পারে তাই তাই আমি যদি ফরেক্স ট্রেডে বড় কোন রিক্স নিয়ে ট্রেড করি তাহলে আমার বড় দরনের ভয়াবহতার শ্রিস্টি হতে পারে।
আমি অাপনার সাথে সম্পূর্ণরূপে একমত পোষণ করছি রিস্ক বেশি নিলে অনেক সময় লাভ বেশি হয় কিন্ত ক্ষতি হলে তা হবে অনেক বেশি আর ফরেক্স মার্কেটে বড় ধরনের ক্ষতি পুষিয়ে নিতে অনেকটা সময় দরকার হয় যদিও আমরা জানি যেখানে বেশি ঝুঁকি সেখানে লাভও বেশি ফরেক্স মার্কেটে বেশির ভাগ ট্রেডার বেশি রিক্স নিয়ে ট্রেড ওপেন করে শুধুমাত্র অধিক লোভের আশায় তবে আমর মতে তারাই বেশি রিক্স নেয় ট্রেড করতে পারবে যারা অনেক দিনের অভিজ্ঞ
আপনি যত বড় মানের ট্রেডারই হোন না কেস মার্কেট যে আপনার বিপক্ষে যাবেনা এটি কিন্তু আপনি কনফারম করতে পারবেন না। আর আপনি নতুন হলে আরতো কোন কথাই নেই। তাই আমার মতে ফোরেক্স এ ট্রেড করার আগে অবশ্যই আপনি আপনার মার্জিন লেভেল মাথায় রেখে ট্রেড করবেন। এবং প্রতিদিন কত পিপস নিবেন কত ভলিউম দিবেন, কত রিক্স নেবেন, কত লাভ করতে চান এগুলো অবশ্যই আপনার আয়তার মধ্যে থাকা উচিত। এছাড়া বড় রিক্স নিলে অবশ্যই এটি আপনার জন্য ক্ষতি কর হতে পারে।
ফরেক্স মার্কেট এমনি একটি রিক্স মার্কেট এই মার্কেটে বড় কোন রিক্স নিয়ে ট্রেড করা উচিৎ না কারন বড় কোন রিক্স নিয়ে ট্রেড করলে ফরেক্স মার্কেট থেকে হারায় জাওয়ার সম্ভবনা বেশি থাকে ভহাবহতাক আর বেড়ে যায় তাই রিক্স বেশি বড় হওয়া ঠিক হবে না।
ফরেক্স মার্কেট এমনি রিক্স মার্কেট আর এই মার্কেটে বড় কোন রিক্স নিয়ে ট্রেড করলে অনেক বড় ভয়াবহতার কারন হতে পারে তাই বড় কোন রিক্স নিয়ে ট্রেড করা ঠিক হবে না তাই বড় রিক্স নিল্র ফরেক্স মার্কেটে বয়াবহতা র শিকার হতে হবে।
ফরেক্স মার্কেটে আপনি যদি খুব ভালো করে জ্ঞান অর্জন না করে বড় ম,আপের কোন ত্রেড করেন তাহলে আপনি এখান থেকে লস ছাড়া কিছু পাবেন না ার ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে রিক্স নিতে হয় কিন্তু জেনেসুনে রিক্স নেও সব থেকে ভালো বলে আমি মনে করি
অবশ্যই আমি আপনার সআথে একমত। ফরেক্স বিজনেস এ রিস্ক নিতে হয় সেটা স্বাভাবিক , কিন্তু এমন রিস্ক আমাদের না নেয়াটাই ভাল যাতে আমাদের মুল ক্যাপিটাল, আমাদের পুজি ফুরিয়ে যায়। বরং অল্প অল্প রিস্ক নিয়ে কাজ করা তাই ভাল। হ্যা ভাই রিস্ক নিতে হবে তবে অতিরিক্ত নয় । একাউন্ট জির করার থেকে অল্প প্রফিট করা অনেক ভাল। তাই ভাই সাবধানে ট্রেড করবেন।
বড় রিস্ক নিয়ে ট্রেড করলে আমি মনে করি সফলতার চাইতে বিফলতাই বেশি আসে ।। আর ভয়া বহতার কথা বললে সবথেকে বেশি ভয় যেটা সেতাই হবে ।। সেটা হল ব্যালেন্স জিরো করে ঘরে বসে থাকা ।। একথা বললাম কেন ?? তার ও কারন আছে ।। আপ্নারা জেনে দুক্ষিতো হবেন যে ফরেক্স এ শতকরা রিক্স ৩% ।। তাহলে বুঝেন ।। আপনি শতকরা এখানে সরবচ্চো ৩ পারসেন্ট রিস্ক নিতে পারবেন ।। এরচাইতে বেশি নিলে আপনি হইতো আনফরসুনেটলি কিছু পাবেন তবে বেশিভাগ সময়ি আপনি মার্কেট এ লস করবেন ।।
এতে আপনার একাউন্ট খালি হতে বেশি সময় লাগবে না,তাই ভেবে চিন্তে ট্রেড করেন
বড় রিস্ক নিএ ট্রেড করলে আমাদের অনেক সময় সব হারাএ যায়। আমাদের উচিত সব সময় ভাল ভাবে রিস্ক ম্যানেজমেন্ট করে ট্রেদ করা। রিস্ক না নিলে আমরা বাবসায় লাভ করতে পারবো না। আমাদের উচিত সব সময় রিস্ক কম নিএ ট্রেড করা তাহলে আমাদের অনেক লাভ হবে।
ফরেক্স মারকেট এমনি একটি রিক্স মারকেট এই মার্কেটে রিক্স না নেয়া ভাল আর যদি বর কোন রিক্স নেয়া হয় তাহলে ফরেক্স ট্রেড করতে গেলে বিপজ্জনক হতে পারে তাই ফরেক্স মার্কেটে টিকে থাকা বা ফরেক্স করে সফলতা অরজন করার জন্য কোন প্রকার বর কোন রিক্স নেয়া যাবে না।
ফরেক্স মার্কেট এম্নিতে রিক্স মার্কেট এই মার্কেট অনেক বর একটি মার্কেট এই মার্কেটে বেশি রিক্স নিয়ে ফরেক্স ব্যবসা করা উচিত না কারন বর কোন রিক্স নিয়ে মার্কেটে নেমে ফরেক্স ব্যবসা করতে গেলে অনেক বর ভহাবহতার শিকার হতে হয় ।
কথায় আছে না নো রিস্ক,নো গেইন ।জীবনে রিস্ক ছাড়া কোন কিছু অর্জন করা যায় না , কিন্তু আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে অবশ্যই আপনার ব্যালেন্স টা দেখে নিবেন ।আমার মতে একজন ভাল ট্রেডার না হয়ে আপনি এত বড় রিস্ক এ যাবেন না তাহলে সবসময় আপনার লাক ফেভার না করে মার্কেট উলটা দিকে গেলেই আপনার ব্যালেন্স শুন্য হয়ে যাবে। তাই বুজে শুনে ট্রেড খুলবেন ।
আমি আমার দেখা নিজের অভিজ্ঞতা থেকে শেয়ার করছি, আজ থেকে অনেক বছর আগের ঘটনা। ঘটনাটা ১১ সালের। ঘটনাটা আমার এখনো মনে পড়ে। আমার এক পরিচিত ফরেক্স করে। নতুন ফরেক্স শিখেছে। সপ্তাহখানে ডেমো ট্রেডিং করে প্রচুর লাভ হয়েছে। সে ভাবল, এই বুঝি আমি ফরেক্স শিখে ফেলেছি। তার আর তর সইল না, সে টাকার ব্যবস্থা করে। নতুন রিয়েল এ্যাকাউন্ট ওপেন করে এ্যাকউন্টে ৪০০ ডলার ডিপোজিট করে। বোনাস সহ তার এ্যাকাউন্টে জমা হয়, ৫২০ ডলার। সে আবার গোল্ড ট্রেড করতে খুবই ভালবাসে। গোল্ড তখন ১৮০০ এর ঘরে খুব বেশি উঠা নামা করে। সে ১৮০০ এর নিচে আসলে বাই আর উপরে গেলে সেল ট্রেড করে। এভাবে অন্যান্য কারেন্সি ও সে বড় বড় লটে ট্রেড করে। মার্কেট তার ফেভারেই থাবে। এভাবে করতে করতে সে তার ৫২০ ডলারের এ্যাকাউন্ট কে ৩০০০ ডলারে নিয়ে গেল এক মাসেই। আমি তাকে বললাম, কিছু ডলার উঠাতে। কিন্তু সে বলল না। এখন থেকে সে আরো বড় লটে ট্রেড করবে। তার পরে তার সাথে আমার প্রায় মাস খানে যোগাযোগ হয়নি। তখন মাত্র সবে আমি ডেমো ট্রেড করা শুরু করেছি। তারপরে মাস খানে পরে যখন তার সাথে দেখা হয়, আমি তার কাছে জানতে চাইলাম, তার ট্রেড এর কি অবস্থা। সে তার মাথা নিচু করে আছে। তার পরে এক সময় কেদেই ফেলল। পরে তার ঘটনা আমাকে সব খুলে বলল, যখন গোল্ড ১৭৮০ এর দিকে আসে সে বড় বড় লটে গোল্ড ট্রেড করা শুরু করে। তখনো সে মার্কেটের উত্থান পতন বুঝত না। যেই গোল্ড আরো নিচে নেমে আসে তখন সে আরো বড় লটে বাই করে। যখন গোল্ড ১৫০০ এর ঘরে আসে তখন তার এ্যাকাউন্ট ০০ হয়ে যায়। আমি তার কাছে জানতে চাইলাম তার এ্যাকাউন্টে কত ডলার ছিল। সে উত্তরে বলল, প্রায় ৪০০০ ডলার। আমি তার কাছে জানতে চাইলাম যে, সে আবার ডিপোজিট করবে কিনা? এখন সেই আমাকে উপদেশ দিতে লাগল, আসলে ফরেক্স যা ভেবেছিলাম তা নয়। এখানে অনেক রিক্স এর ব্যাপার আছে। ফরেক্স এর সাথে অনেক কিছুই জড়িত। কখনো রিক্স নিয়ে ট্রেড করা উচিত নয়। তার য হয়েছে সবই তার লোভের কারনে। আগে ভালমত ডেমো ট্রেড কর তারপর ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও যে, তুমি রিয়েল ট্রেডের উপযোগী হয়েছ কিনা?
ফরেক্স মার্কেট এম্নিতে ফরেক্স একটি রিক্স মার্কেট আর এই রিক্স মার্কেটে যদি আর বড় রিক্স নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করা হয় তাহলে ফরেক্স করে কোন লাভ করা যাবে আর অনেক বড় বিপদে পরতে হতে পারে তাই ফরেক্স করতে গেলে বড় রিক্স নিয়ে ফরেক্স করা যাবে না।
অবশ্যই আপনার সাথে একমত । আমি মনে করি প্রতি ট্রেডে মোট মূলধনের ২থেকে ৫ ভাগ এর বেশি রিস্ক নেয়া ঠিক না । এর বেশি রিস্ক নিলে সাময়িকভাবে লাভবান হলেও বেশিরভাগক্ষেত্রেই একাউন্ট জিরো হবার সম্ভাবনা থাকে ।
আমি নিজেও মনে করি যে যত রিস্ক তত লাভ । কিন্তু এই বিষয়টা অত সহজ না কেননা প্রত্যেকটি বিষয় পেছনে বাল এবং মন্দ দুই থাকে তাই বাল করে বুঝে কাজ করলে ভাল না হলে ফরেক্স মার্কেটে শুধু লস হবে । আমি প্রায় ১ বছর এর বেশি এই ফরেক্স মার্কেটে আছি ............ এতদিনে অনেক কিছু শিখতে পেরেছি । আমার নিজের মতে ফরেক্স মার্কেটে আপনি লাভ করবেন তার আগে শুধু আপনাকে এই মার্কেটে টিকে থাকতে হবে । যে এই মার্কেটে টিকে থাকতে পারবে সেই রাভ করবে হতে পারে অল্প এবং বেশি ।
আপনার ব্যালান্স যদি ১০০ ডলার হয় তাহলে আপনি ম্যাক্সিমাম ৫ সেন্টের ট্রেড ওপেন করতে পারবেন আর যদি ১০০০ ডলার হয় তাহলে আপনি ম্যাক্সিমাম ১০ সেন্টের ট্রেড ওপেন করতে পারবেন,যদি আপনি আপনার একাউন্ট বাচাতে চান।
আসলে আমি মনে করি কাররই বড় বা ওভার রিস্ক নিয়ে ফরেক্সে ট্রেড করা উচিত না এখানে একটি কথা অবশ্যই মনে রাখতে হবে আর তা হল বড় রিস্ক বা ওভার রিস্ক নিয়ে ট্রেড করলে আপনি যেমন মার্কেট আপনার প্রতিকূলে গেলে বেশ বড় প্রফিট অর্জন করতে পারবেন ঠিক তেমনি মার্কেট আপনার ট্রেডের প্রতিকূলে মুভ করলে সমপরিমান লস আপনার হবে এবং মার্কেটে দেউলিয়া হয়ে যেতে পারেন।
ফরেক্স মানে যে টাকা আয় করা যায় তা মনে করা এক দিকে ভাল আর অন্য দিকে খারাপ।একজন ট্রেডার কখন ভাল মনে করতে পারে তা হল ট্রেডার যখন ফরেক্স সম্পরকে ভাল করে জ্ঞান অরজন করতে পারবে এবং মার্কেট কে ব্যবহার করে ভাল আয় করতে পারবে তখন ভাল ভাবা যাবে,সে সময়ে ট্রেড করলে ও তেমন আর ভয়াবহ হবেনা।
আপনি যদি এক দিনে বড় লোক হয়ে যাইতে চান তাহলে আমি বলব ফরেক্স আপনার জন্য নয় । যদি কোন কিছু না বুঝে হুট হাট করে বড় রিস্ক নিয়ে ট্রেড করেন তাহরে আপানরর যদি ভাগ্য ভাল তাহলে কোটি পতি আর যুদি ভাগ্য খারাপ হয় তাহলে আপনি সব কিছু হারিয়ে ফকির হয়ে যাবেন । তাই রাতারাতি বড় হওয়ার চিন্তা বাদ দিয়ে আমরা বরং তা নিয়ে জানার চেষ্টা করি । তাতেই আমাদের লাভ হবে।
বড় রিস্ক নিয়ে ট্রেড করার ভয়াবহতা হল একাউন্ট যিরো হয়ে যেতে পারে. যার ফলে ফরেক্স করার মুল কারন ব্যার্থ হবে . তাই আমাদের উচিত বড় রিস্ক নিয়ে ট্রেড না করা।
ফরেক্স বলতে না যে কোন কাযে বড় রিক্স নেওয়া টিক না কারন যদি ভূল ক্রমে লস হয়ে যায় তাহলে জীবন হয়ে যাবে পথের ভিখারি আর লাভ করতে পারলে তো ভাল।ঠিক তেমনী ফরেক্স যদি বুজে ট্রেড করতে পারা যায় তাহলে আয় হবে যদি না বুজে ট্রেড করা হয় লাভ না থেকে একাউন্ট জিরো হয়ে বসে থাকতে হবে।তাই বড় রিক্স নেওয়া টিক না।
ফরেক্স ট্রেড করার জন্য এত বেশি রিস্ক নিয়ে ট্রেড করা উচিত নয় কারন আপয়ার এতে লাভের অংকা বেশি ঠিক লস ও বেশি হবায় সম্ভাবনা থাকে।তাই আমাদের এই সব লোভ পরিত্যাগ করে ট্রেড করা উচিত।এতে আপনার একাউন্ট শুন্য হয়ে যেতে পারে।তাই আসুন যদি আপানার একাউন্টে ১০০ বা তার বেশি ডলার থাকে তাহলে অল্প অল্প করে ট্রেড করাটাই বুদ্ধি মানের কাজ।
ফরেক্স মার্কেট একটি রিক্স মার্কেট মার্কেটে যেমন রিক্স নিলে অনেক বর প্রফিট করা জায় কিন্তু মার্কেট যদি আমার ট্রেডের অনুকুলে না জায় তাহলে ফরেক্স করে আমি অনেক বর লসের সম্মুখিন হতে হবে তাই লস হলে ফরেক্স ট্রেডার তার পুজি হারাতে বসে আর পুজি হারায়ে একজন ট্রেডার তার আর কিছু থাকে না ।
আপনার *যদি পুজি কম হয় তাহলে সেটা বেশি পরিমান রিক্স হয়ে যায় তবে এটাতে তো কোন প্রকার টাকা দেওয়া বা ইনভেস্ট কারা লাগেনা তাই এটাতে তো কোন প্রকার রিক্স থাকা এটা হয় না ।
ফরেক্স মার্কেট এ লাভ করা টা যেমন সহজ তেমন লস করাটাও সহজ । আপনি ফরেক্স মার্কেট এ ম্যানি ম্যানেজমেন্ট না করে ট্রেড করলে আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে খুব তারা তারি । তাই ফরেক্স মার্কেট এ টিকে থাকতে এবং সফলতা পেতে হলে ভালো ম্যানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে হবে । একজন দক্ষ ট্রেডার সব সময় ম্যানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেডিং করে ।
ফরেক্স এর মধ্যে বড় রিস্ক নিয়ে কাজ করা আসলে টিক না কেন না এটি একটি ব্যবসা যা দিয়ে টাকা আয় করা যায় তাই নিয়ে রিস্ক না নিয়ে মনোযোগ সহকারে কাজ করলে ভাল আয় করা যায়।তাই আমি যতটুকু জানি ফরেক্স এর মধ্যে রিস্ক না নেওয়া ভাল কারন যে কোন মুহূত্তে লস করার প্রবনতা থাকে।
ফরেক্স মার্কেট এ আপনি যদি কোন কিছু না বুঝে হুট হাট করে বড় রিস্ক নিয়ে ট্রেড করেন আর যদি ভাগ্য ভাল হয় তাহলে কোটি পতি আর যুদি ভাগ্য খারাপ হয় তাহলে আপনি সব কিছু হারিয়ে ফকির হয়ে যাবেন ।তাই যে কোন কাজ বড় রিস্ক নিযে না করে অল্প রিস্ক নিযে করা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ
বড় রিস্ক না নিয়ে ট্রেড করা উচিত। কারন এতে ফকির হবার সুযোগ থাকে। নিয়ম মেনে ট্রেড করুন আর স্টপ লস বাবাহার করুন। কথায় আছে লোভে পাপ পাপে মৃত্যু। জেকোন কাজে সফলতা আনতে গেলে কষ্ট করতে হবে।
কখনই আপনার ব্যালেন্সের ২০ শতাংশের উপর রিস্ক নিবেন না। সবসময় লাভ করবেন এর কোন নিশ্চয়তা নেই, মাঝে মাঝে লস স্বীকার করতে হয়। আর যদি লসই হয় তবে আপনায় ২০ শতাংশ ব্যালেন্স কমবে, একদম জিরো হয়ে যাবে না। এতে আপনি ফরেক্সে জীবিত থাকবেন।
যে কোন কাজেই ঝুকি নেওয়া যাবে না । ঝুকি নিলেই সমস্যার সন্মুখীন হতে হবে । যে যত কম ঝুকি নেবে সে তত বেশী সফলতা অর্জন করবে । বড় ধরনের রিক্স নেওয়া অন্তত এই ফরেক্স ব্যবসা নেওয়া যাবে না । তাহলেই ভয় আর থাকবে না । দেখবে সবসময় হাসি মুখ । সুতরাং আমি বলব আমরা কোন প্রকারই ঝুকি নেব না ।
যারা লোভে পড়ে বড় রিস্ক নিয়ে ট্রেড করে আসলে ফরেক্স তাদের জন্য নয় । এসব ব্যাক্তি ফরেক্সে লস ছাড়া কখনও লাভ করতে পারে না । বড় রিস্ক নিয়ে ট্রেড করা মানি ম্যানেজমেন্ট এর নিয়ম এর মধ্যে পড়ে না । আর এর ভয়াবহতার ফল হচ্ছে যদি মার্কেট আপনার ট্রেড এর অল্প কিছু বিপরীতে যায় আর আপনার একাউন্ট ব্যালেন্স যদি কম থাকে তাহলে আপনার একাউন্ট জিরো হয়ে যাবে । তাই আমরা যদি সফল ট্রেডার হতে চায় তাহলে আমাদের কম রিস্ক নিয়ে অল্প অল্প করে লাভ করার প্ল্যান করতে হবে।
ফরেক্স মার্কেটে যারা মানি ম্যানেজমেন্ট মেনে চলে না তারা কখনো ফরেক্স করতে পারেনা।আমি দেখেছি অনেক ট্রেডারকে যারা এ ধরনের কাজ করে বা মানি ম্যানেজমেন্ট ফলো না করে একাউন্টটাইকে জিরো করে ফেলেছে।আমাদের ২% রিস্কে ট্রেড দিলে অনেক ভাল হয়।আর লাভ লসের রেশিওটা আমাদেরকে অবশ্যই মেনে চলা উচিত।ফরেক্সকে আমরা যতটা সহজ মনে করি অতটা সহজ নয়।
আসলে আমি যা মন করি হয়তো আরেকজন তেমন কিছু মনে নাও করতে পারে তবে আমার কথা হচ্ছে ফরেক্স ব্যবসা এমন একটি ব্যবসা যেকানে বড় ধরনের রিক্স না নেওয়া সব চাইতে বুদ্দিমানের কাজ ,কারন সবাই জানে যে কোন ধরনের রিক্স নিলে বড় ধরনের লস হতে পারে যা হয়তো বিভিন্ন সমস্যায় পড়তে হবে যা সহজে এড়ানো সম্ভব হবে না।
বড় রিস্ক নিয়ে ট্রেড করার ভয়াবহতা : অনেক লোক মনে করে ফরেক্স থেকে ইচ্ছামত টাকা তোলা যায়। ফলে তারা ফরেক্স মার্কেটেরর ওঠানামা সম্পর্কে না জেনে বেশী বেশী ইনভেস্ট করে এতে পরবর্তীতে দেখা যায় ব্যালান্স জিরো হয়ে গেছে।
আমি মনে করি যারা ফরেক্সে নতুন এবংএবং যাদের পূজিঁ কম তারা তাদের বড় বড় লট দিয়ে ট্রেড করা একেবারেই উচিৎ নয়। কারন না বুঝে বা অল্প পূজিঁ দিয়ে বড় লটে ট্রেড করলে নিমেষেই একাউন্ট ব্যালেন্স খালি হয়ে যেতে পারে। তাই বুঝেশুনে অল্প লটে ট্রেড করা ভাল।