-
মারকেটে ট্রাড করার জন্য সিগ্নাল ইউজ করে থাকি । তবে মনে রাখতে হবে ফরেক্স মারকেট থেকে ট্রাদ ইং এর জন্য একে বারে নিরভরশিল হয়া উছিত নয় । কারন ফরেক্স মার্কেটে সিগ্লাল আপনাকে শত ভাগ সফলাতা এনে দিতে পারে না । তাই আপনাকে ফরেক্স মার্কেটে ভাল ট্রাদআর হতে হলে আপনাকে ফরেক্স জানার কোন বিকল্প নাই ।মার্কেট আনাল্যসিস করতে হবে ।
-
আমার মতে অন্যের দেয়া সিগন্যালের উপর নির্ভর শীলতা একদমই ঠিক না । আপনি যদি ফরেক্স ট্রেডিং ভালো ভাবে শিখতে পারেন এবং ভালো এনালাইসিস করতে পারেন তাহলে আপনি নিজেই আপনি আপনার সিগন্যাল তৈরি করতে পারবেন । তাই নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে সিগন্যাল তৈরি করতে শিখুন । তাই আমাদের অন্যের সিগন্যালের উপর নির্ভরশীল হওয়া ঠিক না ।
-
আমার মনে হয় ফরেক্স থেকে টাকা আয় ক্রয়ার জন্য আমাদের অনেক কিছু জানার দরকার আসে তবে তার মানে এই না যে আমরা সব সময় অন্নের উপর ভরসা করে বা অন্নের সিগ্নাল দেখে ত্রেড করব। আমাদের সব সময় নিজেদের এনালাইসিস মেনে ট্রেড করা উচিত । আমি খখন ট্রেদ করব তা আমি সুধু আমার নিজের সিদ্ধান্তে করি।
-
ফরেক্স মার্কেট এ এক এক জন মানুষ একেক ভাবে ট্রেড করে।যেমন-- রোবট ব্যাবহার করে, সিগন্যাল ব্যাবহার করে,নিজের মেধা দিয়ে। আমার মতে ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য নিজের মেধাকে প্রাধান্য দেয়াই ভালো।কারন ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমরা যদি অন্য কিছুকে নি তাহলে আমরা হইত লস দিতে পারি। তাই ফরেক্স মার্কেট এ আমরা আমাদের মেধা দিয়ে ট্রেড করতে পারি এবং লাভ করতে পারি। তাই নিজের মেধাকে প্রাধান্য দিন।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমদের অনেক সিগন্যাল এনালাইসিস করতে হয়ে এতে আমরা অনেক সময় ভালো ভাবে এনলাইসিস করতে পারলে আমরা অনেক টাকা আয় করতে সক্ষম হই কিন্তু এই সিগন্যালের উপর নির্ভর হওয়া ভালো না কারণ কনপ সময় যদি সিগন্যাল এনালাইসিস করতে ভুল হয়ে যায় তখন কিন্তু লসের আর সীমা থাকে না
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় কখনো অনের বা অন্য কারন সিগ্নালের উপর নির্ভরশীল হওয়া যাবে না কারন কারো উপর নির্ভর শীল হওয়া উচিৎ না তাই কারো উপর নিভরশিলতা হওয়া উচিৎ না নিজের উপর নির্ভর শীল হতে হবে।
-
আমি মনে করি ফরেক্স ট্রেডিংযে কখনই সিগন্যালের উপর অধিক নির্ভরশীল হওয়া ঠিক না কারন এটি অন্ধবিশ্বাসের মত একটি বিষয়বরে আমি মনে করি যা আপনাকে যেকোন সময় বড় ধরনের লসের দিকে নিয়ে যেতে পারে।
-
ফরেক্স এ একটা বড় বিষয় হোল সিগন্যাল । সিগন্যাল এর মাধ্যমে আপনি বুজতে পারবেন কখন লাভ হবে বাই করলে আর ককন সেল করলে লস হবে ।তাই আপনাকে ভাল করে ফরেক্স জানতে হবে ভাল করে সিগন্যাল বুজতে হবে তবেই আপনি লাভ করতে পারবেন না হলে আপনি লস করবেন
-
অধিকাংশ ট্রেডার সিগন্যালের ওপর নির্ভরশীল। বন্ধুদের কথায় বা অপরিচিত লোকের কথায় ট্রেড করে। নিজে কোন অ্যানালাইসিস না করে কেউ বাই করতে বললেই বাই করে, সেল করতে বললে সেল করে। পরিনামে লস। আবার কেউ কেউ তো $১০০-$২০০ দিয়ে সিগন্যালও কিনে থাকেন। আমি মনে করি শুধু সিগ্নাল এর উপর নির্ভর করে না থেকে নিজে এনালাইসিস করে ট্রেড করার চেষ্টা করুন । আপনি একদিন না একদিন সফল হবেন ।
-
ফরেক্স মার্কেট করতে গেলে দেখা যায় অনেক যায় গায় ফরেক্স ট্রেড সম্পর্কে সিগ্নাল পাওয়া যায় তবে এই সকল সিগ্নাল নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করা ঠিক না কারন কারো সিগ্নালের উপর নির্ভর করে ট্রেড ওপেন উচিৎ না ।
-
ফরেক্স এ বেশির ভাগ ট্রেডার ই সিগ্ন্যালের ওপর নিরভরশিল করে ট্রেড করে। ফরেক্স মার্কেটে সিগন্যাল মানে হল কখন ট্রেড করলে ভাল হবে সেইটা। তাই বলে অন্যের সিগন্যালে ট্রেড করে যেটা কি না একদমই ঠিক না । ফলশ্রুতিতে লস করে এবং ফরেক্স মার্কেট থেকে ছিটকে পড়ে। তাই নিজে এনালাইসিস করেও ট্রেড করতে হই।
-
সিগ্নালের উপর যারা নির্ভরশীল তাদেরকে আসলে ট্রেডার বলা যায়না,আসলে এটা ঠিক ও না কারন সিগনাল ভুল হতে পারে যার জন্য আপনার একাউন্ট খালি হয়ে যেতে পারে।তাই নিজে ট্রেড করতে শিখুন
-
আমি মনে করি ফরেক্স ট্রেড করার অন্য কারন সিগ্নালের উপর কোন সময় নিরভর করা উচিত না তই ফরেক্স করতে নিজের একটি অভিজ্ঞতা অরজন করা বা ভাল করে ফরেক্স ট্রেডিং প্লান তইরি করে ফরেক্স ট্রেড করতে হবে কখন ফরেক্স সিগ্নালের উপর নিরভর হয়া যাবে না ।
-
আমার মতে যারা ফরেক্স করেন তাদের অন্যের দেওয়া সিগন্যাল এর উপর নিরভর না করে নিজে ট্রেড করা উচিত। আর ট্রেড করার সময় অবশ্যই এনালাইসিস করে ট্রেড করা উচিত। তাইলে আর অন্যের দেওয়া সিগন্যাল এর উপর নিরভর করে থাকতে হবে না। তারা নিজেই বুঝতে পারবে যে কখন মুদ্রা সারলে লাভ হবে আর কখন মুদ্রা ছাড়লে লস হবে। তাই আমার মতে সিগন্যাল এর উপর নিরভর করা বোকামি।
-
ভিবিন্ন ভাবে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারি। ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমরা সাধারণত তিনটি বিষয় কে প্রাধান্য দিয়ে থাকি।যেমন-রোবট দিয়ে ফরেক্স মার্কেট এ ট্রেড,কারো সিগন্যাল এর উপর নির্ভরশীল করে ট্রেড,আবার নিজের মেধাকে কাজেলাগিয়ে ফরেক্স মার্কেট এ ট্রেড।ফরেক্স মার্কেট এ আপনি যদি কারো সিগন্যাল অনুসরণ করেন তাহলে আপনি হইত আয় করতে পারবেন কিন্তু আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে কিছুই শিখতে পারবেননা।
-
নিজের মত করে ট্রেড করা শিখতে চাইলে সিগন্যাল ফলো করেছেন তো মরেছেন। যদি আপনার লক্ষ্য থাকে শুধু প্রফিট করা তবে আপনি সিগন্যাল ফলো করতে পারেন।নিজের উপর বিশ্বাস রাখুন দেখবেন আপনি সব অবিশ্বাস্য কাজ করে ফেলছেন।আপনি আপনার নিজস্ব ট্রেড স্ট্রাটেজি তৈরী করুন এবং সেটা অনুসরণ করুন।একসময় দেখবেন আপনি নিজেই ভালো কিছু করতে পারবেন ।আপনাকে কেউ বলবে বাই করতে , আবার কেউ বলবে সেল করতে।
-
ফরেক্স ট্রেড করার জন্য বা ফরেক্স মারকেটে যখন ফরেক্স টড়েড করতে হবে তখন কারো কোন সিগ্নালের উপর নিরভর করে ফরেক্স মারকেটে টড়েড করা যাবে না তাই কখন ফরেক্স ট্রেড করার সময় খেয়াল রাখতে হবে ফরেক্স করতে হবে কিন্তু সিগ্নালের উপর নির্ভরশীল হয়া যাবে না।
-
সিগন্যালের উপর নির্ভরশীলতা দরকার আছে। তবে অন্য কারো সিগন্যালের উপর নয়। অনেককেই দেখা যায় টাকার বিনিময়ে সিগন্যাল কিনে থাকে। মাত্র ২৫/৩০ ডলারে পুরো মাসের সিগন্যাল। আমি বলব, যদি তার সিগন্যাল ১০০% কাজ করে থাকে। তাহলে তো সে নিজেই উক্ত সিগন্যালের উপর ভিত্তি করে ট্রেড করতে পারে। ২৫/৩০ ডলার তো তার কাছে কোন ব্যাপার না। এর চেয়েও তো বেশি তার প্রতিদিন আয় করা উচিত। কেন তাহলে সে এক মাসে ২৫/৩০ ডলারের পিছনে ঘোরে। আসলে সবই চাটুকারীতা। আসলে সে নিজেও জানেনা যে তার সিগন্যালে কতটুকু কাজ হবে। আর যদি তার সিগন্যালে সত্যিই ১০০% কাজ হত। তাহলে সে অন্যের কাছে সিগন্যাল না বিক্রি করে সারাদিন মার্কেট নিয়ে পড়ে থাকত। সব সময় নিজের থিউরির উপর ভিত্তি করে ট্রেড করা উচিত। চেষ্টা করুর নিজেই নিজর সিগন্যাল তৈরি করতে।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে ফরেক্স সম্পর্কে ভালো করে জানা দরকার তাই ফরেক্স সিগ্নাল পাওয়া জায় ফরেক্স ফরেক্স করার জন্য অনেক জায়গায় পাওয়া জায় তবে সিগ্নালের উপর কখন নিরভর হয়া উচিৎ না ।
-
সিগন্যালের উপর নির্ভর করে ট্রেড করা উচিত না কারন এটি অনেকটা অন্ধবিশ্বাসের মত কাজ কারন সিগন্যাল সব সময় যথাপোযুক্তভাবে মার্কেট ট্রেন্ড ধরতে পারে না তাই এ ব্যাপারে সকলকেই সাবধান থাকা উচিত।
-
সিগন্যালের ওপর নির্ভরশীল হযে ট্রেড করার বড় অসুবিধা হল আপনি অন্যের ওপর নির্ভশীল হযে নিজে কিছু শিখতে পারছেন না । আর এভাবে ট্রেড করলে নিজে সিগন্যাল তৈরি করার মত অবস্থা কোন দিনও হবে না । তাই প্রথম থেকেই তৈরি হতে থাকুন ।
-
আমার মতে বর্তমানে অনেক ্রেডারই আছেন যারা অন্ধভাবে অন্য ট্রেডারের কিংবা সিগন্যাল প্রোভাইডারের সিগন্যাল ফলো করে থাকেন। আবার কেউ কেউ তো $১৫০-$২৫০ দিয়ে সিগন্ালও কিনে থাকেন। আমি মনে করি শুধু সিগ্নাল এর উপর নির্ভর করে না থেকে নিজে এনালইসিস করে ট্রেড করার চেষ্টা করুন । তা হলে একদিন অবশ্যই সফল হবেন ।
-
অধিকাংশ ট্রেডার সিগনালের উপর নির্ভর করে ট্রেড করে থাকে। আমি ফরেক্স মার্কেটে নতুন ট্রেড করি তাই সিনিয়দের সাহায্য নিই এবং নিজের এনালাইসিস করে ট্রেড করি। আমি মনে করি অন্যের সিগনালের উপর নির্ভর করা ঠিকনা।
-
আমরা আমাদের মেধা দিয়ে যত ভালো ট্রেড কোরতে পাড়বো ততবেসি আমরা ফরেক্স মার্কেট এ সফল হতে পাড়বো। আমাদের মধ্যে অনেকেই আছে জার ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য সিগন্যাল কে অনুসরণ করে। কিন্তু এতে তারা ফরেক্স মার্কেট সম্পর্কে কিছুই জানতে পারবেনা। তাই আমি মনে করি ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমরা যদি আমাদের মেধাকে কাজে লাগাই ভালো হবে। কেননা সিগন্যাল সব সময় লাভ বয়ে আনে না।
-
হ্যাঁ আমিও অনেকেই দেখেছি যারা সিগ্ন্যাল এর উপর অনেক বেশি নির্ভর করে । কিন্তু ফরেক্সে এমন করে বেশি দিন টিকে থাকা যায় না আপনি যদি ফরেক্সে সফল হতে চান তাহলে নিজে আগে ভালোভাবে ফরেক্স শিখেন তারপর ফরেক্সে ট্রেড করার কথা চিন্তা করেন । অন্যের উপর নির্ভরশীল হয়ে কতদিন ট্রেড করা যায় । আপনি যদি অন্যের সিগ্ন্যাল দেখে ট্রেড তত্রেদাপনি কখনই ফরেক্সের কিছু শিখতে পারবেন না আর একসময় এমন ধরা খাবেন যে আর আপনার একাউন্ট এর অস্তিত্ব থাকবে না ।
-
সিগন্যলের উপর নির্ভরশীলতা বোকামি সারা আর কিছুই না। অনেকেই অনেক টাকা খরচ করে সিগন্যাল কিনে। তারপর সেই সিগন্যাল অনুযায়ী ট্রেড করতে শুরু করে পরে দেখা যায় যে একটা সিগন্যাল কাজ করলেও পরের সিগন্যল গুলো কাজ করছে না। তখন আপনি বুঝতে পারবেন যে সিগন্যাল কিনে আপনি কি ভুল করছেন। আপনার টাকা গুলোই নষ্ট হয়েছে বিনিময়ে আপনি কিছুই পাননি।তাই অন্যের সিগন্যাল এর উপর নির্ভর না হয়ে নিজে ভালো করে এনালাইসিস করে ফরেক্স ট্রেড করুন তাহলেই ফরেক্স এ ভালো করতে পারবেন।
-
কোনও সিগনাল অনুশরন করার আগে নিজে থেকেও একটু যাচাই বাছাই করা দরকার যে সিগনালটি কততুকু সঠিক, অন্ধের মত কোনও কিছুকেই অবুশরন করা থিক নয়। আপনি বিভিন্ন ধরনের সাইট পাবেন যেখানে ফ্রি সিগনাল দেয়া হয় আর সিগনাল পাওয়া মানেই যে সেটা আপনার টেক প্রফিত এ হিত করবে টা নয়, অরদারটি নেয়ার সময় অবসসই স্তপ লস ব্যাবহার করবেন।
-
আমি একটি কথাই বলব অনন্যার সিগনালের উপর নির্ভরশীল না হয়ে নিজে নিজে মার্কেট এনালাইস করুন । অন্নের উপর নির্ভরশীল হয়ে নিজের দক্ষতা বৃদ্ধির পথকে বন্ধ করবেন না।
-
ফরেক্স ট্রেডিংয়ে সিগন্যাল নি:সন্দেহে আমাদের ট্রেডিং কার্যক্রমকে সহজ করেছে তবে আমি মনে করি সিগন্যালকে সমস্ত ভূলের উদ্ধে মনে করে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করার ক্ষেত্রে আমাদের আরো অনেক বেশি সতর্ক হওয়া উচিত করান আপনারা নিশ্চই জানেন যে সিগন্যাল সব সময় সঠিক নির্দেশনা দিতে পারে না।
-
অধিকাংশ ট্রেডাররাই সিগন্যালের ওপর নির্ভর করে। তারা বন্ধু বা অন্যান্য লোকের কথা মত ট্রেড করে। তারা এনালাইসিস না করে অন্যের কথায় বাই করতে বললে বাই করে আবার সেল করতে বললে সেল করে। এতে দেখা যায় তারা লসের সম্মুখীন হচ্ছে।
-
আমার মনে হয় অধিকাংশ ট্রেডার সিগন্যালের ওপর নির্ভরশীল। বন্ধুদের কথায় বা অপরিচিত লোকের কথায় ট্রেড করে। নিজে কোন অ্যানালাইসিস না করে কেউ বাই করতে বললেই বাই করে, সেল করতে বললে সেল করে। পরিনামে লস।সেজন্য আগে ভালকরে ফরেক্স শিখে তারপর ট্রেড করা উচিৎ।
-
সিগনাল নিয়ে ট্রেড করা আর অন্যের উপর নির্ভরশীল থাকা একই কথা। আমরা যদি মার্কেট এনালাইসিস করতে না শিখি তাহলে কখনোই এই বাজার থেকে আয় করতে পারব না। তাই প্রথম থেকেই আমাদেরকে যথেষ্ট গুরুত্বসহকারে টেকনিক্যাল এনালাইসিস রপ্ত করে মার্কেট বুঝার চেষ্টা করতে হবে। তবেই আমরা সফল হব।
-
যদি নিজে এনালাইসিস না করে অনন্যার সিগনালের উপর নির্ভরশীল হয়ে পড়েন তাহলে প্রথমত আপনি ফরেক্স শিখতে পারলেন না আর দ্বিতীয়ত আপনি অনন্যার সিগনালের কারণে লস করতে পারেন । তাই আপনি যদি ফরেক্স মার্কেট থেকে আয় করতে চান তাহলে অনন্যার সিগনালের উপর নির্ভরশীল না হয়ে নিজে নিজে মার্কেট এনালাইস করুন ।
-
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করার জন্য অনেক ফরেক্স সিগনাল প্রভাইডার আছে যারা ফরেক্স সিগনাল দিয়ে থাকে, কিন্তু এই সিগনাল,না নেওয়া অনেক ভাল কারন অনেক সময় সিগনাল নাও কাজ করতে পারে,তাই ফরেক্স মার্কেট এ ট্রেডিং এনালাইসিস করে ফরেক্স ট্রেড করা।
-
বর্তমানে ফরেক্স মার্কেটের জন্য নানা ধরনের সিগনাল অনলাইনে পাওয়া যায় । আমার মতে অনলাইন থেকে টাকা দিয়ে কেনা এ সকল সিগনাল অধিকাংশ সময় ভূল তথ্য দিয়ে থাকে । কেননা সিগনাল দেখে ট্রেড করে যদি ফরেক্স মার্কেটে লাভ করা যেত তাহলে যারা সিগনাল বিক্রি করে তারা কোটি কোটি ডলার ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারত । তাই আমার কাছে এসকল সিগনাল ভূয়া বলে মনে হয় ।
-
অামি কেনো জানি সিগন্যাল জিনিসটাকে একদমই পছন্দ করি না । অাচ্ছা অামি মানলাম যে ভালো ট্রেডারের সিগন্যাল ফলো করলে হয়তো ভালো প্রফিট করা যায় । কিন্তু একবার ভাবুনতো যে আপনাকে সিগন্যাল দিচ্ছে সে যদি আপনাকে সিগন্যাল দেয়া বন্ধকরে দেয় তাহলে আপনিও কি ফরেক্স ছেড়ে দিবেন ?
-
সিগনালের উপর নির্ভরশীল হয়ে কোন সময়ে ট্র্রেড করতে হয না । কেননা আগে আপনাকে এই ফরেক্স মার্কেট সর্ম্পকে সম্যক ধারনা রাখতে হবে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার আগে ভালোভাবে এর নিয়ম কানুনগুলো শিখব তারপর ট্র্রেড করা শুরু করব ।
-
সিগনাল হচ্ছে একপ্রকার দিক নির্দেশক যা ট্রেডিং সম্পর্কে ত্রাদের কে অগ্রিম নির্দেশনা দিয়ে থাকে.কিন্তু একটি কথা আছে যে ফিউচার সব্যদা অনিশ্চিত.তাই সিগনাল এর প্রতি অন্ধ বিশ্বাস হলো একপ্রকার বোকামি.কারণ যেহেতু মার্কেট অস্থিতিশীল তাই সিগনাল এর অগ্রিম নির্দেশনা ও কিছু কিছু ক্ষেত্রে বহুল হতে পারে যা আপনার জন্য যথেষ্ট ক্ষতি বয়ে আনতে পারে.
-
আপনি যেমন একজন মানুষ একজন ট্রেডার ঠিক আপনাকে যে সিগন্যাল দিবে সেও আপনার মত একজন ট্রেডার । তাহলে আপনি কেন তার উপর নির্ভরশীল হবেন ? অাসলে কারো উপর নির্ভরশীল হওয়া ভাল না । নিজে একটু কষ্ট করে নিজের ট্রেডিং দক্ষতা সৃষ্টি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ । সিগন্যাল দিলেও সে সিগন্যাল সবসময় ভাল হয় না । কারণ সে সিগন্যালের কোন শতভাগ গ্যারান্টি নেই । নিজে এনালাইসিস করে ট্রেড করা সবচেয়ে ভালো ।
-
ফরেক্স এর প্রধান বিষয় হল ধরয , যার থাকবে না ।তার ফরেক্স এ কাজ করতে ভালোও লাগবে না । আপনি যদি চান তাহলে ট্রাই করতে পারেন ।