ফরেক্স একাধিক একাউন্ট খুলে আপনার সম্যসা বারবে কারন আপনি একাধিক একাউন্টে কাজ করতে হবে । একাউন্ট পরিচালনা ,ট্রেড সবকিছুই করতে হবে । তাই অঝথা ঝামেলা না বাড়িয়ে একটি একাউন্ট সঠিক ভাবে পরিচলনা করুন তাতে আপনারি ভাল হবে ।
Printable View
ফরেক্স একাধিক একাউন্ট খুলে আপনার সম্যসা বারবে কারন আপনি একাধিক একাউন্টে কাজ করতে হবে । একাউন্ট পরিচালনা ,ট্রেড সবকিছুই করতে হবে । তাই অঝথা ঝামেলা না বাড়িয়ে একটি একাউন্ট সঠিক ভাবে পরিচলনা করুন তাতে আপনারি ভাল হবে ।
একাধিক একাউন্ট থাকা ভাল । এতে নিজের মূলধনকে বিভিন্ন ভাবে কাজে লাগানো যায় ।যেমন একটা দিয়ে শর্ট টার্ম ট্রেড করলেন আর একটা দিয়ে লং টার্ম ট্রেড করলেন । তবে একাধিক একাউন্ট পরিচালনা ঝামেলার ব্যপার ।
একাধিক একাউন্ট খুলে আপনার সম্যসা বারবে কারন আপনি একাধিক একাউন্টে কাজ করতে হবে । একাউন্ট পরিচালনা ,ট্রেড সবকিছুই করতে হবে । তাই অঝথা ঝামেলা না বাড়িয়ে একটি একাউন্ট সঠিক ভাবে পরিচলনা করুন তাতে আপনারি ভাল হবে ।
একটা ব্রোকারে একটার বেশি রিয়েল অ্যাকাউন্ট খোলা যাবে না। আমার মতে, একটি একাউন্ট খোলাই ভাল কারন যখন আপনি একটি ট্রেড করবেন তখন আপনি অনেক কম চিন্তিত থাকবে্ন ।আর যখন অনেক বেসি আকাউন্ত খুলবেন তখন অনেক চিন্তা থাকবে ।এটা আপানর ফরেক্স ট্রেড এর ক্ষেত্রে ভাল নাও হতে পারে। তাই আমি মনে করি আপনি ভাল করে কাজ করতে পারলে আপনি ভাল করতে পারেন । আর এটা অনেক ভাল দিক ।
ফরেক্স এ আপনি একাদিক অ্যাকাউন্ট খোলতে পারেন ।একটি একাউন্ট খোলাই ভাল কারন যখন আপনি একটি ট্রেড করবেন তখন আপনি অনেক চিন্তিত থাকবে তে যদি আপনি একাধিক একাউন্ট এ একাধিক ট্রেড করেন তো আপনি অধিক চিন্তিত থাকবেন তো এটা আপানর ফরেক্স ট্রেড এর ক্ষেত্রে ভাল নাও হতে পারে।
এ্যাকাউন্ট একের অধিক থাকার চেয়ার একটা থাকা ভালো । এর কারণ হল অনেক এ্যাকাউন্ট থাকলে একটা ঝামেলা হতেই পারে । তাই আমরা সর্বদা একটা এ্যাকাউন্ট করব যাতে করে কোন সমস্যায় জর্জড়িত হতে হয় না ।
একাদিক ফরেক্স একাউন্ট খোলা একদম টিক না বলে আমি মনে করি। কারন আপনার যদি একটি একাউন্টে ভাল ভাবে ট্রেড করে সফলতা অর্জন করতে পারেন তাহলে বেশি বেশি একাউন্ট খোলার কি দরকার। একটা একাউন্টেই যতেষ্ট।
ফরেক্স মার্কেটে একটি একাউন্ট করা লাগে তাই ফরেক্স মার্কেট এই একাউন্ট করার জন্য একটি একাউন্ট করা লাগে বা করতে হয় তবে বেশি একাউন্ট করা জায় না কারন বেশি একাউন্ট এক নামে একাউন্ট করতে হলে সেই একাউন্ট বেশি করলে একাউন্ট দিসাব্লে করে দেয় তাই একাউন্ট বেশি করা উচিৎ না ।
ফরেএক্স মার্কেট এ ট্রেডিং করতে আমরা একাধিক একাউন্ট করতে পারি,তাই আমদের জন্য ভাল হল যদি একটি একাউন্ট এ ট্রেডিং করে আমাদের লস হয়ে যায় সে সময় আমাদের আরেকটি একাউন্ট থেকে ট্রেডিং করতে পারি,তাই আমাদের একাধিক একাউন্ট থাকতে হব বে,তাই আমাদের ভাল হবে।
ফরেক্স মার্কেটে একাধিক একাউন্ট খোলা যায় তবে দুইটার অধিক রিয়েল একাউন্ট না থাকাটাই ভাল, আর সাথে ফোরাম একাউন্ট তো আছেই মোট ৩ একাউন্ট থাকলে কোন ধরনের ঝামেলা পোহাতে হয় না। যদি এাককাধিক একাউন্ট থাকে তাহলে ব্রকার আপনার একাউন্ট অনেক সময় লিগালিটি না থাকলে বাতিল করে দিতে পারে। তবে আপনি চাইলে একাধিক ব্রকার এর কাছে একাধিক একাউন্ট খোলতে পারেন তাতে কোন সমস্যা হবে না। অধিক একাউন্ট থাকলে আপনি অনেক চিন্তিত থাকবেন আপনার একাউন্ট নিয়ে তাতে ফল ভাল বয়ে নিয়ে আসবে না।
লস প্রতিটা ব্যবসায়েরই একটি মৌলিক অংশ। প্রতিটা ব্যবসাতেই লস আছে, ঠিক তেমনি ফরেক্সেও লস আছে। ফরেক্সে প্রায় প্রতিটা ট্রেডারই লস করে। বিশেষ করে বিগিনিং লেভেলে ফরেক্সে ট্রেডার গন লস করে থাকেন। তাই বলে একাধিক একাউন্ট খোলা মোটেও উচিত নয়।
একজন একাধিক একাউন্ট না খোলাই অনেক ভাল বলে আমি মনে করে থাকি।কারন একাধিক একাউন্ট খোলার পর আপনার একাউন্ট ব্লক করে দিতে পারে।তাই একজন ব্যক্তির একটি একাউন্ট থাকাটাই সবচেয়ে নিরাপদ এতে একাউন্ট ব্লক হবার সম্ভাবনা থাকে না বলে আমার মনে হয়ে থাকে।
আমার মনে হয় আপনি বিভিন্ন ব্রোকারে একাধিক অ্যাকাউন্ট খুলতেই পারেন এতে কোন সমস্যা নেই। তবে আমি বলব আপনি যদি এটা করতেই চান তবে প্রথমে ডেটা খুলেছেন সেটা থেকে লাভ করে তবেই ২য়টা রান করুন। তাহলে আপনার ভিতি কমে যাবে। আপনার প্রক্সি অ্যাকাউন্ট আছে এটা আপনাকে আরো বালো অ্যানালাইসিস করার চন্য অনুপ্রেরনা দেবে। তবে অবশ্যই এটা প্রথম দিকে নয়। অবশ্যই আপনাকে আরে ভালো করে চেনে বুঝে তার পর এটা করবেন।
একাধিক একাউন্ট এর ক্ষেত্রে আমি একটু ভিন্নমত পোষণ করি সবসময় । অামি মনে করি যে একাধিক একাউন্ট মানেই হল বহুমুখি চাপ । যত বেশি সম্ভব আমাদেরকে একাধিক একাউন্ট খোলা থেকে বিরত থাকা উচিত । একটা একাউন্টে ভাল করে ট্রেড করলে অবশ্যই আমরা লাভবান হতে পারি । তবে তার জন্য প্রয়োজন হবে আমাদের লেগে থাকার মানসিকতা গড়ে তোলা ।
ব্যক্তিগতভাবে আমি বলবো আমি অনান্য সব ব্রোকারের ব্যাপারে বলতে পারবো না তবে আপনি ইনস্টা ফরেক্স ট্রেডারের অধিনে একাধিক একাউন্ট খুলতে পারবেন এবং একই সাথে ভেরিফাই ও করতে পারবেন তবে প্রফিট উঠাতে পারবেন শুধু একটা একাউন্ট হতে কারন দুইটা একটিভ একাউন্ট থেকে প্রফিট উঠালে আপনার একাউন্ট স্থঘিত করতে পারে তাই সব সময় চেস্টা করবেন একটা ব্রোকার একটা ট্রেডিং একাউন্ট।
একাধিক এ্যাকাউন্ট খুললে আমার মনে হয় কোন সমস্যা নেই । তারপরেও আপনি যে ব্রোকারে একাউন্ট খুলেছেন্ সেই ব্রোকার এর ওয়েব সাইটে প্রবেশ করে লাইভ চ্যাট করে জেনে নিতে পারেন । এতে আপনার কনফিডেন্স বেরে যাবে।
প্রত্যেক ব্যক্তি একটা ব্রোকারে একটাই রিয়েল অ্যাকাউন্টের অধিকারী হতে পারে।যদি কেউ দুইটা অ্যাকাউন্ট করে তবে তা ব্রোকার জানলে তার অ্যাকাউন্ট টি স্থায়ীভাবে বহিষ্কার করতে পারে।তাই একটা ব্রোকারে একটার বেশি রিয়েল অ্যাকাউন্ট করা যাবে না।
আমার মনে হয় একজন ট্রেডারের একটি একাউন্ট খোলা বেশি ভাল।কারন এই সাইটের নীতিমালা অনুযায়ি একাধিক একাউন্ট খোলার নিষেধাজ্ঞা জারি আছে।আমরা যখন একটা একাউন্ট থেকে ট্রেড করি আমরা একটূ চিন্তিত থাকি আর একাধিক একাউন্ট থাকলে তো আরো বেশি চিন্তিত থাকব।তাই একটা একাউন্ট থাকা বেশি জরুরি।
ব্রোকারে অনেক অ্যাকাউন্ট করা যায় তাতে কোন সমস্যা নেই। আমি নিজেও করেছি। তবে সব ব্রোকারে আপনি এভাবে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না। আমি নিজেও কিছু ব্রোকারে এভাবে অ্যাকাউন্ট করতে পারি নাই। তবে বেশির ভাগ ব্রোকারে করা যায়। তাতে কোন সমস্যা নাই। তবে আমার মনে হয় একি ব্রোকারে বেশি অ্যাকাউন্ট ওপেন করার দরকার হয় না।
আসলে এই পোষ্টে বেশির ভাই সদস্যই বলেছে যে একটির বেশি এ্যাকাউন্ট খোলা যাবে না। তাহলে ব্রোকার তার এ্যাকাউন্ট স্থাগিত করে দিবে। আবার কেউ কেউ লিখেছে একাধিক এ্যাকাউন্ট করা যাবে। কিন্তু একটি এ্যাকাউন্ট হতে প্রফিট উঠানো যাবে। এ্যাকাধিক এ্যাকাউন্ট হতে প্রফিট উঠাতে গেলে এ্যাকাউন্ট স্থাগিত করে দিবে। আমি সবার সাথেই ভিন্ন মত পোষণ করে থাকি। আমার কথা হল আপনি একাধিক এ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। এবং একাধিক এ্যাকাউন্ট হতেই প্রফিট উঠাতে পারবেন। আপনার এ্যাকাউন্টের কোন সমস্যা হবে না। কারন- আমি যার কাছে ফরেক্স শিখেছে তাকে দেখেছি একাধিক এ্যাকাউন্ট ব্যবহার করতে এবং একাধিক এ্যাকাউন্ট হতেই প্রফিট উত্তোলন করতে। তাতে কোন সমস্যা হয় না।
আমার মতে একাধিক একাউন্ট খোলা ফরেক্স এর জন্য ভাল মনে করি না। কারন এই ফরেক্স একাউন্ট অনেকটা ভেরিফাই করা হয়। যদি আমি এক ডিভাজে বা এক আইডিতে এই ফরেক্স একাউন্ট অপিন করি তাহলে আমাদের সমস্যা হয়ে যেতে পারে। তাই আমার মতে ফরেক্স এ এক একাউন্ট ই থাকা ভাল।
ব্রোকারে অনেক অ্যাকাউন্ট করা যায় তাতে কোন সমস্যা নেই। আমি নিজেও করেছি। তবে সব ব্রোকারে আপনি এভাবে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না। আমি নিজেও কিছু ব্রোকারে এভাবে অ্যাকাউন্ট করতে পারি নাই। তবে বেশির ভাগ ব্রোকারে করা যায়। তাতে কোন সমস্যা নাই। তবে আমার মনে হয় একি ব্রোকারে বেশি অ্যাকাউন্ট ওপেন করার দরকার হয় না।
আমার জানামতে ইনস্টা ফরেক্স ট্রেডারের অধিনে একাধিক একাউন্ট খুলতে পারবেন এবং একই সাথে ভেরিফাই ও করতে পারবেন তবে প্রফিট উঠাতে পারবেন শুধু একটা একাউন্ট হতে কারন দুইটা একটিভ একাউন্ট থেকে প্রফিট উঠালে আপনার একাউন্ট স্থঘিত করতে পারে তাই সব সময় চেস্টা করবেন একটা ব্রোকার একটা ট্রেডিং একাউন্ট।
আপনি একটা ব্রোকার সাঈটে একটি একাউন্ট খুলতে পারবেন।কারন ঐ ব্রোকার সাইট আপনার কম্পিউটার আইপি এড্রেস শনাক্ত করে নেই।তাছাড়া আপনি যদি একাধিক একাউন্ট খোলার চেষ্টা করেন তাহলে আপনার একাউন্ট বাতিল করার ক্ষমতা ঐ ব্রোকার সাইট রাখে।
কন ব্রোকার সাইটে একাধিক একাউন্ট খোলা সম্পুর্ন নিতি বিরুদ্ধ।তাছাড়া একটা কম্পিউটার দিয়ে আপনি একটা একাউন্টই ব্যবহার করতে পারবেন।ব্রোকার সাঈটের একাউন্ট ভেরিফাই করতে হলে আইডি কার্ড আর ব্যাংক স্টেট মেন্ট লাগে যা একটা আইডি কার্ড দিয়ে একবারই করতে পারবেন।
আমার জানামতে ব্রোকারে অনেক অ্যাকাউন্ট করা যায় তাতে কোন সমস্যা নেই। আমি নিজেও করেছি। তবে সব ব্রোকারে আপনি এভাবে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না। আমি নিজেও কিছু ব্রোকারে এভাবে অ্যাকাউন্ট করতে পারি নাই। তবে বেশির ভাগ ব্রোকারে করা যায়। তাতে কোন সমস্যা নাই। তবে আমার মনে হয় একি ব্রোকারে বেশি অ্যাকাউন্ট ওপেন করার দরকার হয় না।
সবসময় একটা রিয়াল একাউন্ট থাকা ভাল। প্রয়োজনে ভিন্ন ভিন্ন্ ব্রোকারে একাউন্ট থাকতে পারে। তবে একটা একাউন্টই ভাল। একাধিক ট্রেড করেন তো আপনি অধিক চিন্তিত থাকবেন তো এটা আপানর ফরেক্স ট্রেড এর ক্ষেত্রে ভাল নাও হতে পারে।
আপনি যদি রিয়েল ইনভেস্ট করেন তাহলে আপনি অনেক গুলো একাউন্ট ওপেন করতে পারেন। কিন্তু যদি ফোরাম এর রিইয়েল একাউন্ট করেন তাহলে একটা খোলাই উত্তম। আপনি যদি ফরেক্স এ বেশি একাউন্ট করেন তাহলে আপনি তা মেনেজ করতে সমস্যা হতে পারে। তাই একটা একাউন্ট এ কাজ করলে ভালো হয়।
একটা ব্রোকারে একটার বেশি রিয়েল অ্যাকাউন্ট খোলা যাবে না।প্রত্যেক ব্যক্তি একটা ব্রোকারে একটাই রিয়েল অ্যাকাউন্টের অধিকারী হতে পারে।যদি কেউ দুইটা অ্যাকাউন্ট করে তবে তা ব্রোকার জানলে তার অ্যাকাউন্ট টি স্থায়ীভাবে বহিষ্কার করতে পারে।প্রত্যেক ব্যক্তি একটা ব্রোকারে একটাই রিয়েল অ্যাকাউন্টের অধিকারীহ তে পারে।যদি কেউ দুইটা অ্যাকাউন্ট করে তবে তা ব্রোকার জানলে তার অ্যাকানউ্ট টি স্থায়ীভাবে বহিষ্কার করতে পারে।আমার মনে হয় এটা অনেক ভাল দিক।
ইনস্টা ফরেক্সে অনেকেই একাধিক একাউন্ট খোলে থাকে। তবে আমি জানিনা তাদের নিয়মের ব্যাপারে। আমার মনে হয় একজন মানুষের জন্য একটি একাউন্টই যথেষ্ট। আমি আমার কথাই বলি, ফরেক্সে আমার একটি রিয়াল একাউন্ট আরেকটি ডেমো একাউন্ট। এই দুইটি একাউন্টে সময় দেওয়া আমার জন্য কস্টকর হয়ে পরে। আর যদি আপনার আরেকটি একাউন্টের বিশেষ প্রয়োজন হয় তাহলে আপনার কাছের কারও নামে একটি একাউন্ট খোলে সেই একাউন্টে কাজ করতে পারেন।
ফরেক্স করে যে সুবিধা পাওয়া যায় তা অন্য কোন প্রফেশনাল ব্যবসা করে পাওয়া সম্ভব না। কারন আপনি কোণ প্রকার ঝামেলা ছারাই ফরেক্স এ লেনদেন করতে পারেন। আবার ফরেক্স করতে আপনাকে বাইরে কোণ অফিস বা কোন স্থান এ যেয়ে করতে হবে না। আপনি বাড়িতে বসে ডলার ব্যাংকে পাঠাতে পারেন।
আমি মনে করি ফরেক্স মার্কেটে একাধিক এ্যাকাউন্ট এর চেয়ে একটি মাত্র এ্যাকাউন্ট থাকা সবচেয়ে ভাল। কারণ আপনি যদি একাধিক এ্যাকাউন্ট খুলেন তাহলে হয়তো আপনাকে অনেক চাপ নিয়ে ফরেক্স মার্কেটে কাজ করতে হবে। এমনকি বেশি চাপের জন্য আপনার সিদ্ধান্ত অনেক সময় ভুল হয়ে যেতে পারে। ফলে আপনার এ্যাকাউন্ট শূন্য হয়ে যেতে পারে। এজন্য আমি বলতে চাই একটি মাত্র এ্যাকাউন্ট থাকলে আপনি অল্প চাপ নিয়ে কাজ করতে পারবেন এমনকি আপনি ফরেক্স নিয়ে ভাল কিছু করতে পারবেন যার ফলে আপনার ফরেক্স ট্রেডিং এ্যাকাউন্ট সুরক্ষা থাকবে আমর বিশ্বাস।
এক্ষেত্রে তেমন কোনো নিয়ম নেই । আপনি আপনার ইচ্ছা মতো যতগুলো ইচ্ছা অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে একজন ট্রেডার এর মূল অ্যাকাউন্ট শুধু একটাই থাকবে। অন্য অ্যাকাউন্ট গুলো মূল অ্যাকাউন্ট এর উপর ভিত্তি করে থাকবে। যদি আপনি একটি অ্যাকাউন্ট ভেরিফাই করে নেন তাহলে অন্যা লিংকড অ্যাকাউন্ট গুলো মূল অ্যাকাউন্ট এর সাথেই ভেরিফাই হয়ে যাবে।
আমি মনে করি একাধিক এ্যাকাউন্ট খোলাটা ব্যাপক জামেলা। এতে করে নিজের মন মানসিকতাও নষ্ট হয় কারণ আপনি একটি এ্যাকাউন্টের পরিবর্তে একাধিক এ্যাকাউন্ট ব্যবহার করেন তাহলে আপনার বিভিন্ন দিক চিন্তা করতে হবে। এতে করে আপনার সময়ও নষ্ট আর ব্যবসার ক্ষেত্রে মন মানসিকতা থাকবে না। এজন্য আমি মনে করি একাধিক এ্যাকাউন্টের পরিবর্তে একটি এ্যাকাউন্টই সবচেয়ে বেশি ভাল।
যে কোনো ব্রোকারে একাধিক রিয়েল একাউন্ট খোলা যাবে-এতে কোনোও সমস্যা নাই৷প্রশ্ন হচ্ছে-কেন আপনি দুই বা ততোধিক রিয়েল একাউন্ট খুলবেন ? আপনি যদি ট্রেড করতে পারেন তাহলে একটি একাউন্টই তো যথেষ্ঠ৷আর যদি ট্রেড করে প্রফিট না করতে পারেন তাহলে ১০টি একাউন্ট খুলেই লাভ টা কী ?
আপনি ইচ্ছা করলে যে কোন ব্রোকারে একাধিক এ্যাকাউন্ট খোলতে পারবেন এতে কোন সমস্যা নেই। তবে আমি মনে করি একাধিক এ্যাকাউন্ট খোলার চেয়ে একটি এ্যাকাউন্ট খোললে সবচেয়ে ভাল হবে। কারণ একটি এ্যাকাউন্টে আপনি যতটুকু মনযোগ সহকারে ট্রেড করতে পারবেন একাধিক এ্যাকাউন্টে ততটুকু মনযোগ সহকারে ট্রেড করতে পারবেন না। তাই আমার মতে একটি এ্যাকাউন্টি যথেষ্ট এবং এতে মন মাইন ফ্রেস ও থাকে আর ট্রেড করেও মজা বোধ করতে পারবেন।
সফল হওয়ার জন্য একাধিক একাউন্ট খোলা আমার মতে প্রয়োজন নেই কারণ যদি ফরেক্স সম্পর্কে সঠিক ধারনা থাকে তবে একটি একাউন্টেই সে সফল হতে পারবে। একাধিক একাউন্টে ট্রেড করলে আমার মনে হয় আরো বেশী সমস্যা হতে পারে কারণ যদি সে একাধিক একাউন্টে ট্রেড করে তবে সে প্রচুর পরিমানে তথ্য বা নিউজ সম্পর্কে জানতে হবে আর এর জন্য প্রচুর সময় ব্যয় করতে হবে, যদি সে প্রচুর সময়ই ব্যয় করে তবে আমার মতে একটি একাউন্টে ব্যয় করলেই সফল বেশী হতে পারবে।
ভাইজান এখানে একাধিক একাউন্ট খুলে কখনই কাজ করা যাবে না। কারন হলো এটা ফোরামের কোন নিয়মের মধ্যে পড়ে না, তাই এরকম যদি করেন সেজন্য হয়তোবা আপনার একাউন্টি ডিজএ্যাবেল হয়ে যেতে পারে। তাই সাবধান এরকম চিন্তাভাবনা থেকে। আর একাধিক একাউন্টে আপনি কখনই সময়ও দিতে পারবেন না। কেননা একটাতেই যত সময় লাগছে আর দুটোতে কিভাবে আপনি সময় দিবেন। সুতরাং একাধিক একাউন্ট খোলা নেহায়েতেই বোকামি হবে।
আপনি খুলতে পারেন যত খুশি একাউন্ট তাতে কোন সমস্যা নাই। কিন্তু সমস্যা একটাই সেটা হলো সঠিক ভাবে ট্রেড করা। আপনি যদি সঠিক ভাবে ট্রেড করতে পারেন তাহলে একটি একাউন্টই যথেষ্ট আর যদি ট্রেড না করতে পারেন তাহলে ৫০টি একাউন্ট করে কি লাভ হবে। তাই একাধিক একাউন্ট খুলে অযথা সমস্যা বড় না করে একটি একাউন্ট সঠিক ভাবে ট্রেড করার চেষ্টা করুন তাতে আপনার লাভ হবে। একাউন্ট খুলতে তো আর টাকা লাগে না কিন্তু ট্রেড করতে হলে টাকা লাগে তাই একটি একাউন্টেই ইনভেস্ট করুন।
আমি যতটুকু জানি ফোরামে আপনি একাধিক এ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন না কারণ এটা সম্পূর্ণ ফোরামে নিয়মের বাইরে। আর যদি আপনি একাধিক এ্যাকাউন্ট ব্যবহারের চিন্তা করেন তাহলে আপনার এ্যাকাউন্ট ফোরামের নিয়ম অনুযায়ী বন্ধ করে দিতে পারে। আর এই বন্ধ হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি সাবধান হন। কখনও একাধিক এ্যাকাউন্টের কথা চিন্তা না করে একটি এ্যাকাউন্ট ব্যবহার করার করুন আর সেটাতে ভালভাবে মনো নিবেস তৈরি করুন।