ক্রস কারেন্সি পিয়ার হচ্ছে আপনি যদি ইউরো ইউএসডির সাথে অন্য যে কোন পিয়ারে ট্রেড করেন তবেই আমি মনে করি আপনি কারেন্সি পিয়ারে ট্রেড করলেন। আসলে ট্রেড করতে হলে যা দরকার তা হলো অনেক জ্ঞান লাভ করে আপনি ফরেক্স মার্কটে ট্রেড করা তবেই আপনি সফল হবেন।
Printable View
ক্রস কারেন্সি পিয়ার হচ্ছে আপনি যদি ইউরো ইউএসডির সাথে অন্য যে কোন পিয়ারে ট্রেড করেন তবেই আমি মনে করি আপনি কারেন্সি পিয়ারে ট্রেড করলেন। আসলে ট্রেড করতে হলে যা দরকার তা হলো অনেক জ্ঞান লাভ করে আপনি ফরেক্স মার্কটে ট্রেড করা তবেই আপনি সফল হবেন।
ফরেক্স মার্কেট এ দুই দরনের কারেঞ্চি রয়েছে।যেমন-মেজর কারেঞ্চি এবং ক্রস কারেঞ্চি।সকল ইউ এসডি সম্পর্কিত কারেঞ্চি হচ্ছে মেজর কারেঞ্চি এবং ইউ এসডি ব্যতীত সকল কারেঞ্চি হচ্ছে ক্রস কারেঞ্চি।ফরেক্স মার্কেট এ ট্রেড করার ক্ষেত্রে আমরা মেজর কারেঞ্চি কে বেসি প্রাধান্য দিয়ে থাকি।এছাড়া ফরেক্স মার্কেট এ আমরা আরও বিভিন্ন জিনিষ নিয়ে ট্রেড করি।যেমন-ফেইসবুক,গুগোল,ইত্যাদি।এই বিষয় গুলোর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারি।তবে এই গুলতে ট্রেড না করাই ভালো।
ফরেক্স মার্কেট এ ২ধরনের কারেন্সি পিয়ার থাকে।১টি হল মেজর এবং অপরটি ক্রস কারেন্সি পিয়ার।যেসব পিয়ার এর সাথে usd থাকে তাদেরকে মেজর কারেন্সি পিয়ার আর যেগুলোর সাথে usd থাকে না সেগুল কে ক্রস কারেন্সি পিয়ার বলা হয়।
কারেন্সি পেয়ার সম্পরকে আমি বেশি কিছু বুঝি না।। তাই যারা এ বিষয়ে ভালো জানেন তারা বিস্তারিত জানাবেন।।।
আমারও তাই মনে হয়। তবে একটা জিনিস কী জানেন- ক্রস পেয়ারে স্প্রেড একটু বেশিই হয় এবং এই পেয়ার গুলো মূভমেন্ট একটু বেশিই করে। তাই আমি মনে করি এই পেয়ার গুলো তে ট্রেড করার আগে একটু বুঝে শুনে ট্রেড করবেন কেননা এখানে বেশি লস হবার সম্ভাবনা খুবই বেশি হতে পারে। আমি পারত পক্ষে এই পেয়ার গুলোকে সমীহ করে চলি।
ফরেক্স মার্কেটে ইউএসডি ব্যতীত যে কোনো পেয়ার দেখা গেলে তাকেই ক্রস পেয়ার বলা যায়।অর্থাৎ যে পেয়ারের সাথথে ইউএসডি নেই সেটাই ক্রস পেয়ার।যেমন Euro/Jpy,Cny/Jpy,Cad/Cny,Euro/Chf ইত্যাদি পেয়ারগুলোকেই ক্রস কারন্সি পেয়ার বলা হয়ে থাকে।
আমরা জানি ফরেক্সে মেজর কারেন্সি পেয়ারগুলো হচ্ছে ডলার বেইজড। যেমনঃ eur/usd, gbp/usd, usd/jpy, aud/usd ইত্যাদি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেক কারেন্সির একটি হচ্ছে ডলার (usd)। ফরেক্সে যখন একটি কারেন্সি পেয়ারের দুটো কারেন্সির কোনটিই ডলার নয়, তখন তাকে বলা হয় ক্রস কারেন্সি পেয়ার বলে। ক্রস কারেন্সি পেয়ার দেখতে এরকম eur/jpy, gbp/jpy, eur/gbp । ক্রস কারেন্সি পেয়ারগুলো চলে আসায় অনেক সুবিধা হয়েছে ফরেক্স ট্রেডারদের।এখন অনেক বেশি কারেন্সি পেয়ার ট্রেড করা যায়।
আমরা জানি কারেন্সি পেয়ার গুলো হল ডলার, ইউরো, জিবিপি, জেপিওই,আর অনেক পেয়ার আছে এর মধ্যে ইউএসডি পেয়ার যদি না থাকে সেই পেয়ারকে ক্রস পেয়ার বলে যখন একটি কারেন্সি পেয়ারের কোনটি তেই ডলার থাকবে না তখন তাকে ক্রস কারেন্সি পেয়ার বা ক্রস পেয়ার বলা হয়ে থাকে।
ডলার এর সাথে যে পেয়ার গুল নাই সে গুল কে ক্রস কারেন্সি পেয়ার বলে যেমন gbp/jpy, eur/gbp, aud,cad এই রকম যত পেয়ার আছে তাদের কে ক্রস কারেন্সি পেয়ার মধ্য পরে আপনি ক্রস কারেন্সি পেয়ার অনেক বেশি মুভ করে ক্রস কারেন্সি পেয়ার এ হটাট করে মুভ করার কারন এ নতুন টেড আর অনেক বেশি লস করে ফেলে তাই নতুন টেড আর দের ক্রস কারেন্সি পেয়ার এ টেড করা উচিত না
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য নির্দিষ্ট কোন টাইম টেবিল নাই । সারা দিনই আপনি ইচ্ছে করলে ট্রেড করতে পারবেন । সাধারনত মার্কেটের মুভমেন্ট দেখে মার্কেটের অবস্থা ভাল মনে হলে ট্রেড করাই উত্তম *। তাছাড়া ট্রেড করার আগে মার্কেট এ্যনালাইসিস এবং মানি ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ । সাধারনত বিকেল থেকে রাত ১১ টা পযর্ন্ত ট্রেডিং এর উপযোক্ত সময় বলে আমি মনে করি ।
এই গুলা মার্কেট আথাকায় অনেক সুবিধা হয়াছে । আখন অনেক বেশি কারেঞ্ছি নিয়া আমরা মার্কেট করতে পারছি । কারেন্সি পেয়ারের একটাও ইউএসডি নয় সেগুলোই হলো ক্রস কারেন্সি। যেমন ইউরো জেপিওয়াই । আমরা ক্রস কারেন্সী পেয়ারে ভালোভাবে কাজ করার চেষ্টা করব ।
কারেন্সি পেয়ার এর মধ্যে কনটি যদি ডলার না হয় তবে তাকে ক্রস কারেন্সি বলে। আমরা কারেন্সি পেয়ার এর মাধ্যমে ফরেক্স মার্কেট এ ট্রেড করে থাকি। আর ফরেক্স মার্কেট উঠা বা নামার কারনে আমাদের লাভ বা লস হয় ট্রেডে।
ফরেক্স মার্কেট এ মেজর কারনেসি এর পাশাপাশি ক্রস কারনেসি পেয়ার ও আছে। মেজর কারন্সি হলো যেমন aud। এই পেয়ারটি মার্কেট একটি মেজর পেয়ার। এর সাথে যে ক্রস কারেন্সি পেয়ারটি আছে তাহ হলো euraud। এই কারন্সি হলো ক্রস কারনেসি পেয়ার।
হ্যা এই মার্কেটে মেজর কারেন্সির পাশাপাশি কিছু ক্রস কারেন্সি পেয়ার আছে। যেমন আমরা যদি মেজর কারেন্সি ধরি তাহলে বলতে পারেন usd। এই পেয়ারটি ফরেক্স মার্কেটে মেজর পেয়ার। এবং এর সাথে আমরা যদি ক্রস কারেন্সি পেয়ারটি ধরি তাহলে সেটি হচ্ছে eurusd এবং এটি হলো ফরেক্স মার্কেটে ক্রস কারেন্সি পেয়ার।
কোনো কারেন্সি পেয়ার এ যদি আপনার ব্যালেন্স এর কারেন্সি না থাকে তাহলে তাকে ক্রস কারেন্সি পেয়ার বলা হবে। যেমন আপনার ব্যালেন্স যদি ডলারে হয় তাহলে যে সমস্ত কারেন্সি পেয়ারে ডলার নেই সেইগুলো আপনার জন্য ক্রস কারেন্সি আবার যদি আপনার ব্যালেন্স ইউরো হয় তাহলে যে সমস্ত কারেন্সি পেয়ারে ইউরো নেই সেগুলো আপনার জন্য ক্রস কারেন্সি পেয়ার। অর্থ্যাৎ* যে সকল কারেন্সি পেয়ার এ আপনার ব্যালেন্স এর কারেন্সি নেই ওইগুলোই ক্রস কারেন্সি পেয়ার।
ক্রস কারেন্সি বলতে আমরা বুঝি যে আপনি যদি ইউএসডি ডলার কারেন্সি ক্রয় বা বিক্রয় করেন কিন্তু তার বিপরীতে যদি ইউরো হয় তাহলে সে সমস্ত পেয়ারকে বলা হয় ক্রস কারেন্সি। মূলকথা আপনার ডলারের বিপরীতে যে কারেন্সি থাকে তাকেই ক্রস কারেন্সি বলা হয়।
USD কারেন্সী ছাড়া যে সকল পেয়ার আছে ঐ সকল কারেন্সী পেয়ারকে ক্রস কারেন্সী পেয়ার বলে৷ক্রস কারেন্সী পেয়ার যেমন-eur/jpy,gbp/jpy ইত্যাদি পেয়ারে প্রতিদিন প্রাইস মুভমেন্ট বেশি হয়,১০০/১৫০ পিপসও মুভ করে থাকে৷ক্রস কারেন্সী পেয়ারে ট্রেড করা তুলনামূল অনেক কঠিন৷
ফরেক্স মার্কেট দুই ধরনের কারেন্সি পেয়ার আছে একটি মেজর কারেন্সি পেয়ার আর একটি হল ক্রস কারেন্সি পেয়ার। যে পেয়ার গুলো usd এর সাথে থাকে তাকে বলা হয় মেজর কারেন্সি যেমন: urousd, nzusd, gpbusd ইত্যাদি। আর যে পেয়ার গুলো usd ছাড়া পেয়ার সেই গুলো হলো ক্রস কারেন্সি পেয়ার যেমন : nzgbp, eurogbp, audgbp ইত্যাদি। মেজর কারেন্সি গুলোতে সাধারণত স্প্রেড কম থাকে আর ক্রস কারেন্সি গুলোতে স্প্রেড থাকে বেশী।
ভাই ফরেক্স মার্কেটে তিন ধরনের কারেন্সি পেয়ার রয়েছে যেমন : মেজর কারেন্সি, মাইনর কারেন্সি এবং ক্রস কারেন্সি ইত্যাদি। তো এগুলোর মধ্যে আপনি যেগুলোতে মনে করেন eur এবং usd নাই সেগুলোকে ক্রস কারেন্সি বলা হয়। অর্থাৎ* ইউরো ইউএসডি ব্যতিত বাকি সব কারেন্সিকে ক্রস কারেন্সি পেয়ার বলা হয়।
ফরেক্স মার্কেটে সকল বৈদেশিক মুদ্রার দাম মার্কিন ডলারে নির্ধারণ করা হয়, তাই মার্কিন ডলারের বিপরীতে বৈদেশিক মুদ্রার য বিনিময় হার নির্ধারন হয় সেটা হল ডাইরেক্ট কোট।
এছাড়া একটি বৈদেশিক মুদ্রার বিপক্ষে অন্য একটি বৈদেশিক মুদ্রার জোড়া হল ক্রস কারেন্সী এবং এর বিনিময় হার হল ক্রস রেট। কেননা তখন সকল বৈদেশিক মুদ্রা মার্কিন ডলারে পুনরায় কোট করা হয়, যেখানে ক্রস রেট মার্কিন ডলার হারের প্রিজমের মাধ্যমে বৈদেশিক মুদ্রা হারের কোট প্রদর্শন করে। সবচেয়ে জনপ্রিয় ক্রস কারেন্সী হিসেবে ধরা হয় জাপানি ইয়েন এবং সুইস ফ্রাঙ্ক: ইউরো/জেপিওয়াই (জাপানি ইয়েনে নির্ধারিত ইউরো কোট), জিবিপি/জেপিওয়াই (জাপানি ইয়েনে নির্ধারিত ব্রিটিশ পাউন্ড কোট), সিএইচএফ/জেপিওয়াই (জাপানি ইয়েনে নির্ধারিত সুইস ফ্রাঙ্ক কোট), জিবিপি/সিএইচএফ (সুইস ফ্রাঙ্কে নির্ধারিত ব্রিটিশ পাউন্ড কোট), এবং ইউরো/সিএইচএফ (সুইস ফ্রাঙ্কে নির্ধারিত ইউরো কোট)।
ফরেক্স মার্কেট যে কোন দুইটা কারেন্সি নিয়ে কাজ করে। এই দুইটা কারেন্সি কে একসাথে কারেন্সি পেয়ার বলে । কারেন্সি পেয়ার দুই ধরনের । একটা হল বেস কারেন্সি আর অন্যটা হল ক্রস কারেন্সি । যে কারেন্সি তে কোন ইউ এস ডলার থাকে না তাকে ক্রস কারেন্সি বলে । আর যে গুলোর সাথে ইউ এস ডলার থাকে তাকে বেস কারেন্সি বলে ।
আমরা জানি ফরেক্স মার্কেটে সবগুলো কারেন্সি পেয়ার আকারে কেনাবেচা করা হয় । আপনি সেসব পেয়ারে ট্রেড করেন তার মধ্যে দেখবেন কতগুলো পেয়ারে ইউএসডি আছে আবার কতগুলো পেয়ারে ইউএসডি নাই । যেসব কারেন্সি পেয়ারের যেকোন একটি ইউএসডি তাকে ফরেক্স মার্কেটে মেজর কারেন্সি পেয়ার বলে । আর যেসব কারেন্সি পেয়ারের দুটি কারেন্সির মধ্যে কোনটি ইউএসডি নয় তাকে ক্রস কারেন্সি পেয়ার বলে । আশা করি ক্রস কারেন্সি পেয়ার এর ব্যাপারটি আপনাদের কাছে পরিস্কার ।
ফরেক্স মার্কেটে ক্রস পেয়ার আছে কিছু এই পেয়ার গুল হল ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য কিছু মেজর পেয়ার আছে এই পেয়ারের সাথে যে অন্য পেয়ার আছে ওই সকল পেয়ার যখন মেজর পেয়ার এর সাথে ক্রস করে ট্রেড করা হয়।
সাধারণত ক্রস কারেন্সি পেয়ার হল যেসব কারেন্সি জেগুলো সাথে মার্কিন ডলার বা usd যুক্ত ত্থাকে না বা গুলো উন্নত দেশ দুটি কারেন্সি নিয়ে গঠিত হয় তা হল মেজর কারেন্সি পেয়ার। সেই পেয়ারগুলোকে বুঝায়। ফরেক্স সবচেয়ে বেশী যে মেজর কারেন্সি পেয়ার গুলোতে ট্রেড হয় সেগুলো হল eur/jpy, gbp/chf, eur/aud, eur/ gbp, gbp/jpy, ইত্যাদি। অনেক ট্রেডার আছে যারা নিয়মিত এইসব ক্রস কারেন্সি পেয়ারে ট্রেড করতে পছন্দ করে।
ফরেক্স মার্কেটে মেজর কারেন্সি পেয়ার হচ্ছে usd কারেন্সি বেজ। আর ফরেক্সে এগুলোর প্রভাবও বেশি যেমন eur/usd, gbp/usd, usd/cad, ইত্যাদি আর এগুলোর পাশাপাশি কিছু কারেন্সি আছে যেগুলোতে usd সংযুক্ত নেই আর সেই কারেন্সি গুলোকেই ক্রস কারেন্সি বলা হয়ে থাকে। এগুলোর মধ্যে যেমন gbp/jpy, eur/chf etc... তবে মার্কেটে ক্রস কারেন্সি গুলোর প্রভাবের থেকে বেজ কারেন্সি গুলোর প্রভাব সবচেয়ে বেশি।
আমি মনে করি যে ফরেক্স ব্যবসায় এর মার্কেট এ যে কোন দুইটা কারেন্সি নিয়ে কাজ করে। এই দুইটা কারেন্সি কে একসাথে কারেন্সি পেয়ার বলে । কারেন্সি পেয়ার দুই ধরনের । একটা হল বেস কারেন্সি আর অন্যটা হল ক্রস কারেন্সি । যে কারেন্সি তে কোন ইউ এস ডলার থাকে না তাকে ক্রস কারেন্সি বলে । আর যে গুলোর সাথে ইউ এস ডলার থাকে তাকে বেস কারেন্সি বলে ।
এটি ব্যক্তি থেকে অন্য ব্যক্তি হিসাবে খুব দ্রুত কেউ শিখতে পারে এবং কিছু লোক এই ব্যবসায়টি দ্রুত বুঝতে পারে না i এটি সেই ব্যক্তির ব্যবসায়ের জন্য যে সময় দিতে পারে তার উপরও নির্ভর করে। যেহেতু আপনি পুরো সময়ের ব্যবসায়ী বা খণ্ডকালীন ব্যবসায়ী। আপনি যদি গা কে পূর্ণ সময় দিতে পারতেন এবং আপনি সময়োপযোগী জ্যাদা লাগা গা। আমার মতে আমার মনে হয় কমপক্ষে 1 মাস ডেমো অ্যাকাউন্টের জন্য দেওয়া উচিত।
ফরেক্স মার্কেটে আমরা যে সকল কাজ করি তা হল বিভিন্ন কারেন্সি এর উপর ট্রেড করি। কারেন্সি পেয়ার মূলত জোড় আকারে থাকে আপনরা নিশ্চই তা খেয়াল করেছেন যেমন eur/usd,jbp/usd,usd/jpy ইত্যাদি কিন্তু ফরেক্স মার্কেটে এগুলো ছাড়াও আরও অনেক কারেন্সি পেয়ার রয়েছে যাদের মধ্যে usd বা ডলার কারেন্সি নেই অন্য কারেন্সির সমন্বয়ে কারেন্সি পেয়ার গঠিত হয়েছে আর মূলত ঐ সকল কারেন্সি পেয়ারকে ক্রস কারেন্সি পেয়ার বলে
ফরেক্সে মেজর কারেন্সি পেয়ারগুলো হচ্ছে ডলার বেইজড। যেমনঃ eur/usd, gbp/usd, usd/jpy, aud/usd ইত্যাদি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেক কারেন্সির একটি হচ্ছে ডলার (usd)। ফরেক্সে যখন কারেন্সি পেয়ারের দুটো কারেন্সির কোনটিই ডলার নয়, তখন তাকে বলা হয় ক্রস কারেন্সি পেয়ার বলে। ক্রস কারেন্সি পেয়ার দেখতে এরকম eur/jpy, gbp/jpy, eur/gbp । ক্রস কারেন্সি পেয়ারগুলো চলে আসায় অনেক সুবিধা হয়েছে ফরেক্স ট্রেডারদের।এখন অনেক বেশি কারেন্সি পেয়ার ট্রেড করা যায়। ক্রস কারেন্সি পেয়ার গুলো ট্রেডের জন্য একটু ঝুঁকিপূর্ণ হলেও লাভজনক।
ফরেক্সে ক্রস এবং মেজর কারেন্সির প্রকার রয়েছে।ইউএসডি ব্যতীত যে কোনো পেয়ার দেখা গেলে তাকেই ক্রস পেয়ার বলা যায়।অর্থাৎ যে পেয়ারের সাথথে ইউএসডি নেই সেটাই ক্রস পেয়ার।যেমন Euro/Jpy,Cny/Jpy,Cad/Cny,Euro/Chf ইত্যাদি পেয়ারগুলোকেই ক্রস কারন্সি পেয়ার বলা হয়ে থাকে।
আমি cross currency বলতে যা বুঝি USD নাই এমন পেয়ার। তার পর ভাইরা উপরের comment এ সব clear করে দিয়েছে মেজর কারেন্সি এবং মাইনর কারেন্সি বা ক্রস কারেন্সি। মেজর কারেন্সি হলো, ইউরো ইউএসডি, জিবিপি ইউএসশি, ইউএসডি ক্যাড, নিউজিল্যান্ড ইউএসডি, ইউএসডি জেপিওয়াই, অস্ট্রেলিয়া ইউএসডি ইত্যাদি। যেসকল কারেন্সি পেয়ারের একটাও ইউএসডি নয় সেগুলোই হলো ক্রস কারেন্সি। যেমন ইউরো জেপিওয়াই।
ফরেক্স মার্কেটে সবগুলো কারেন্সি পেয়ার আকারে কেনাবেচা করা হয় । আপনি সেসব পেয়ারে ট্রেড করেন তার মধ্যে দেখবেন কতগুলো পেয়ারে ইউএসডি আছে আবার কতগুলো পেয়ারে ইউএসডি নাই । যেসব কারেন্সি পেয়ারের যেকোন একটি ইউএসডি তাকে ফরেক্স মার্কেটে মেজর কারেন্সি পেয়ার বলে । আর যেসব কারেন্সি পেয়ারের দুটি কারেন্সির মধ্যে কোনটি ইউএসডি নয় তাকে ক্রস কারেন্সি পেয়ার বলে ।
ফরেক্স মার্কেটে ক্রস পেয়ার আছে কিছু এই পেয়ার গুল হল ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য কিছু মেজর পেয়ার আছে এই পেয়ারের সাথে যে অন্য পেয়ার আছে ওই সকল পেয়ার যখন মেজর পেয়ার এর সাথে ক্রস করে ট্রেড করা হয়।
ফরেক্স মার্কেটে যে কারেন্সি পেয়ারগুলো usd বেইজড নয় সেই কারেন্সি পেয়ারগুলোকে ক্রস কারেন্সি পেয়ার বলে। যেমনঃ eur/usd, gbp/usd, usd/jpy, aud/usd ইত্যাদি এই পেয়ারগুলোতে usd বিদ্যমান সেহেতু এগুলো ক্রস কারেন্সি পেয়ার নয়। ফরেক্সে যখন একটি কারেন্সি পেয়ারের দুটো কারেন্সির কোনটিই usd নয়, তখন তাকে ক্রস কারেন্সি পেয়ার বলে। ক্রস কারেন্সি পেয়ার দেখতে এরকম eur/jpy, gbp/jpy, eur/gbp । ক্রস কারেন্সি পেয়ারগুলো চলে আসায় অনেক সুবিধা হয়েছে ফরেক্স ট্রেডারদের।এখন অনেক বেশি কারেন্সি পেয়ার ট্রেড করা যায়। ক্রস কারেন্সি পেয়ারের মুভমেন্ট বেশি হওয়ায় এটা ট্রেডিংয়ের জন্য একটু রিস্কি।
Usd বাদে অন্য সকল কারেন্সি পেয়ারকেই ক্রস কারেন্সি পেয়ার বলা হয়। যেমন cad/jpy, chf/jpy, aud/cad ইত্যাদি। ক্রস কারেন্সি পেয়ার এগুলোতে ট্রেডের পরিমাণ কম এবং স্প্রেড এর পরিমাণ বেশি থাকে। তাছাড়া ক্রস কারেন্সি পেয়ারগুলো সবসময় হাই ভোলাটাইল অর্থাৎ এদের মুভমেন্ট মেজর কারেন্সি পেয়ারগুলো তুলনায় অনেক বেশি। এজন্য এ সকল ক্রস কারেন্সি পেয়ারে ট্রেড করা ঝুঁকিপূর্ণ। অভিজ্ঞ ট্রেডার না হলে ক্রস কারেন্সি গুলোতে ট্রেড করা উচিত নয়।
ফরেক্সে দুধরনের কারেন্সি রয়েছে, মেজর কারেন্সি এবং মাইনর কারেন্সি বা ক্রস কারেন্সি। মেজর কারেন্সি হলো, ইউরো ইউএসডি, জিবিপি ইউএসশি, ইউএসডি ক্যাড, নিউজিল্যান্ড ইউএসডি, ইউএসডি জেপিওয়াই, অস্ট্রেলিয়া ইউএসডি ইত্যাদি। যেসকল কারেন্সি পেয়ারের একটাও ইউএসডি নয় সেগুলোই হলো ক্রস কারেন্সি। যেমন ইউরো জেপিওয়াই।
ভাই আমাদের মার্কেট এ মাদার কারেঞ্চি বলে আমরা জাকে বুজি সা হচ্ছ উসডী এই কারেঞ্চি ছাড়া এর যদি কোন কারেঞ্চি দুইতি বাছাই করে আপনি মার্কেট করেন তবে তাই ক্রস কারেঞ্চি । এই গুলা মার্কেট আথাকায় অনেক সুবিধা হয়াছে । আখন অনেক বেশি কারেঞ্ছি নিয়া আমরা মার্কেট করতে পারছি ।
যখন আপনার ট্রেডকৃত কারেন্সি পেয়ারের মধ্যে কোনটিই ডলার নয় সেটিই ক্রস কারেন্সি।যেমন gbpjpy,gbpchf,gbpcad ইত্যা।
ক্রস কারেন্সি হলো যে কারেন্সি পেয়ারের জোরে ইউএসডি থাকবে না। অর্থাৎ ইউএসডি ব্যতীত যদি কোন কারেন্সি পেয়ার হয় সেটা হলো ক্রস কারেন্সি যেমন ইউরো জেপিওয়াই এখানে ইউরো রয়েছে এবং জেপিওয়াই রয়েছে এখানে ইউএসডি বিদ্যমান নেই তাই এটি হলো ক্রস কারেন্সি বা মাইনর কারেন্সি। আর মাদার কারেন্সি হল যেসব কারেন্সি পেয়ারের ইউএসডি যুক্ত থাকবে সেগুলো মূলত মাদার কারেন্সি।
আমরা জানি ফরেক্স মার্কেট যে কোন দুইটা কারেন্সি নিয়ে কাজ করে। এই দুইটা কারেন্সি কে একসাথে কারেন্সি পেয়ার বলে । কারেন্সি পেয়ার দুই ধরনের । একটা হল বেস কারেন্সি আর অন্যটা হল ক্রস কারেন্সি । যে কারেন্সি তে কোন ইউ এস ডলার থাকে না তাকে ক্রস কারেন্সি বলে । আর যে গুলোর সাথে ইউ এস ডলার থাকে তাকে বেস কারেন্সি বলে ।
ফরেক্স মার্কেটে আমরা অনেক কারেন্সি পেয়ারে ট্রেড করে থাকি । এর মধ্যে সব গুলোতেই কিন্তু ইউএসডি থাকে না । আর যে পেয়ার গুলোতে ইউএসডি থাকে না সেগুলোকেই আমরা ক্রস কারেন্সি পেয়ার বলে থাকি । যেমন- eur/jpy, gbp/jpy, eur/gbp ।
আর eur/usd, gbp/usd, usd/jpy, aud/usd এই পেয়ার গুলো হচ্ছে মেজর কারেন্সি পেয়ার ।