-
বাংলাদেশ ফরেক্স পোরামে আপনি যত খুশি পোস্ট কতে পারবেন তবে হা আপনাকে মানসম্মত পোস্ট করতে হবে । অন্যথায় অাপনি বোনাসস শিকারী *হিসাবী চিহুত হতে পারেন । ফলে আপনার অ্যাকাউন্ট বিনা নোটিসে ব্যান করা হতে পারে । তাই এই ব্যাপারে সর্তকতা অবলম্বন করতে হবে । আশা করি বুঝাতে পেরেছি ।
-
ফরেক্স এমন একটি মার্কেট যেখানে ট্রেড করতে হলে আপনাকে ফরেক্স ট্রেড সম্পর্কে ভালভাবে জানতে হবে । ফরেক্স ফোরামে নিয়মিত পোস্ট করলে আপনি প্রতি পোস্ট এর জন্যে ২০ সেন্ট করে পাবেন । ফোরামে প্রতি মাসে ২৫০ ডলার বোনাস পাবেন । তবে ফোরামে পোস্ট গুলো যুক্তিযুক্ত হতে হবে । আপনি যদি সর্বোচ্চ পরিমাণ বোনাস পেতে চান তাহলে প্রতি দিন নিয়মিত ৩৫ থেকে ৪০ টি পোস্ট করাই উপযুক্ত ।।
-
আপনি ফোরাম থেকে মাসে সর্বোচ্চ ২৫০ $ পেতে পারেন। এখন আপনি দিনে কতটি পোস্ট করবেন সেটা আপনার ব্যাপার। আপনি দিনে ৩০ টা করে মানসম্মত পোস্ট করেন তাহলে আপনি মাস শেষে অনেক ভালো একটা পরিমানের বোনাস সঞ্চয় করতে পারবেন যেটা দিয়ে আপনি পরের মাসে রিয়াল ট্রেড করতে পারবেন।
-
ফরাম থেকে বোনাস ডলার দিয়ে ট্রেড করতে পারা টা একটা বড় সজোগ আমাদের জন্ন।আমার জানামতে ফোরাম থে কে মাসে সরবোচ্চ ২৫০ ডলার ওঠানো জায়।সেই হিসাবে মান সম্মত ভাবে ডেইলি ৩০-৩৫ টা পোস্ট করতে পারলে মাস শেশে ভাল একাটা বোনাস পাওয়া সম্ভব।
-
আমি মনে করি আপনি ফোরাম থেকে মাসে সর্বোচ্চ ২৫০ $ পেতে পারেন। এখন আপনি দিনে কতটি পোস্ট করবেন সেটা আপনার ব্যাপার। আপনি দিনে ৩০ টা করে মানসম্মত পোস্ট করেন তাহলে আপনি মাস শেষে অনেক ভালো একটা পরিমানের বোনাস সঞ্চয় করতে পারবেন যেটা দিয়ে আপনি পরের মাসে রিয়াল ট্রেড করতে পারবেন।
-
আপনি মাসে ২৫০ ডলার সমপরিমাণ পোস্ট করতে পারবেন ।সে হিসেবে দিনে ৪০ টি পোস্ট করতে পারবেন ।তবে আমি দিনে ২৫- ৩০ টির বেশি পোস্ট করি না ।কারন বেশি পোস্ট করলে আপনার একাউন্ত ব্লক হবার সম্ভাবনা থাকে ।
-
ফরেক্স ফোরাম থেকে আপনি প্রতি মাসে ২৫০$ পেতে পারেন এর বেশী বোনাস ফোরাম থেকে আপনি পাবেন না। আপনি যদি প্রতি দিন ৩০ টা করে মান সম্মত পোস্ট করতে পারেন তাহলে মাস শেষে একটি ভালো এমাউন্ট বোনাস আপনি পাবেন যা দ্বারা পরবর্তী মােস রিয়েল ট্রেড করতে পারবেন।
-
ফোরামে দিনে সর্বোচ্চ কয়টা পোস্ট দিতে পারবেন সেটা নির্ভর করে আপনি কয়টা করতে পারবেন সেটার উপর । অথাৎ আপনি যত ইচ্ছা ততটা পোষ্টিং করতে পারেন । তবে কিছু ক্ষেত্রে বাধ্যবাধকতা রয়েছে । যেমন অাপনি ইচ্ছা করতে প্রতি ১০ মিনিটের মধ্যে ৫ টার বেশি পোষ্টিং করতে পারবেন না ।
-
ফোরামে আপনি দিনে ১০০টা পোস্ট ও দিতে পারবেন কিন্তু এটা মনে রাখবেন যে আপনি ১মাসে ১২৩০টার বেশি পোস্ট দিতে পারবেন না এবং কোন বোনাস ও পাবেন না।
-
ফোরামে পোস্ট করার কিছু নিয়ম কানুন আছে। এর মধ্যে গুরুত্বপুর্ন হল ফোরাম পোস্ট করার জন্য আপনি প্রতিদিন ২০-২৫ টা পোস্ট করতে পারবেন । এর বেশি পোস্ট করলে আপনার একাউন্ট ব্যান্ড হতে পারে। তাছাড়াও আপনি প্রতি ১০ মিনিটে ৫টির বেশি পোস্ট করতে পারবেন না।
-
ফোরাম নিঃসন্দেহে বাংলাদেশি ট্রেডারের জন্য অনেক বেশি পরিমানে একটা উপকৃত হওয়ার মতই সাইট । আর আমরা যারা এই ফোরামের সাথে জড়িত আছি তারা জানি যে আমরা বহুমুখি উপায়ে এই ফোরাম থেকে লাভবান হচ্ছি । ফোরামে পোস্টিং করার মাধ্যমে আমরা বোনাস পাই নিদ্দিষ্ট হারে । ফোরামে দিনে একাধিক পোস্ট দেওয়া গেলেও ঠিক কি পরিমাণ দিনে পোস্ট দিতে হবে তা উল্লেখ নেই । তবে অতিরিক্ত না দেওয়াই ভাল ।
-
ফোরামে আপনি প্রতিদিন ২৫-৩০ টি পোস্ট করতে পারবেন।। পোস্ত করার জন্য আমাদের অবশ্যই ইউনিক কিছু পোস্ট করতে হবে।। কারো পোস্ট কপি করা যাবে না।অন্য কারু পোস্ট এর অনুরুপ পোস্ট ও অগন্যভহিসেবে থাকে।। তাই হিসেব করলে দেখা যায় প্রতিমাসে আপনি ১৫০ ডলার পরজন্ত বোনাস হিসেবে নিতে পারবেন।।
-
অলোওকিক বিষয় বলতে কিছুই নাই । রোবট রয়ছে যাকে অনেকে অলোওকিক মনে করতে পারে । তাবে যাই মনে কর হোকনা কেন এর উপর বিশ্বাস করা যাবেন । তবে লসে পড়তে হবে ।
-
একটি ফরেক্স ফরোম একাউন্ট থেকে মাসে সর্বোচ্চ বেনাস ২৫০ ডলার পর্যন্ত নেওয়া যায় । তবে মাসে গড়ে প্রতিদিন ৮ ডলার বোনাস নেওয়া যায় । তবে আমর মনে হয় প্রতিদিন ৩০ থেকে ৩৫ টি করা ভাল এর বেশী নেওয়া উচিৎ নয় । আপনি যে পোষ্ট করবেন তা প্রতিটি পোষ্ট মান সম্মত হতে হবে তা না হলে ফরেক্স কতৃপক্ষ চাইলে যে কোন সময় আপনার একাউন্টটি ব্যান্ড করে দিতে পরে তাই ফরেক্স নিয়ম অনুযায়ী পোষ্ট করা ভাল ।
-
আপনি যত ফোরাম পোস্ট করুন না কেন আপনি মাস শেষে ২৫০ ডলার এর বেশি পাবেন না। কারন এটা পোস্টের নিয়ম। তাই আপনি দিনে ৩০-৪০টা মান সম্মত পোস্ট করে এই ডলার পেতে পারেন। এর বেশি যতই করুন না কেন তা আপনার বাতিল হয়ে যাবে।
-
ফোরাম পোস্টিং এর মাধ্যমে আপনি মাসে সর্বোচ্চ $২৫০ নিতে পারেন। এখন আপনি দিনে কতটা পোস্ট করছেন তা নির্ভর করবে আপনার উপর । দিনে ৩০ টা করে মানসম্মত পোস্টিং করলে আপনি মাস শেষে $ ১৮০ ডলার পাবেন।
-
ফরেক্স বাংলা ফোরাম থেকে বোনস পেতে হলে আপনাকে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে । ফোরাম আপনাকে এক মাসে ২৫০ ডলারের বেশি বোনাস দিবে না । তাই সেই হিসেবে প্রতি পোস্টে ২০ সেন্ট করে হলে দৈনিক আপনি ৪০ টার বেশি পোস্ট করে লাভ নেই । অবশ্যই আপনি যদি একদিনেও এই ২৫০ ডলার সমমান পোস্ট করে বসে থাকেন তাও কোন ধরাবাদা নেই । ধন্যবাদ।
-
ফরেক্স মার্কেট প্রতিদিন কয়টা পোস্ট করা যায় সেটা বলা আসলে অনেক মুশকিল ফরেক্স বাংলা ফোরামে আমার মতে প্রতিদিন ২০ টার বেশি পোস্ট করা উচিৎ না আপনে চাইলে প্রতিদিন অনেক গুলো পোস্ট করতে পারবেন তবে অনেক বেশি ডলার পোস্ট করলে বোনাস না ও দিতে পারে তাই অল্প পোস্ট করা ভাল রিস্ক অনেক কম থাকে।
-
আমার মতে ফোরাম থেকে মাসে সর্বোচ্চ ২৫০ $ পাওয়া যেতে পারে। দিনে কতটি পোস্ট করবেন সেটা আপনার ব্যাপার। দিনে ৩০ টা করে মানসম্মত পোস্ট করেন তাহলে আপনি মাস শেষে অনেক ভালো একটা পরিমানের বোনাস সঞ্চয় করতে পারবেন যেটা দিয়ে আপনি পরের মাসে রিয়াল ট্রেড করতে পারবেন। আর এভাবেই একজন দক্ষ ট্রেডার হতে পারবেন।
-
ফোরামে দৈনিক ২৫ খেকে ৩০ টি পোস্ট দেয়াই সবচেয়ে নিরাপদ। কেননা বেশি লিখতে গিয়ে আবার পোস্টের মান নষ্ট হয়ে যেতে পারে। তাই মান সম্মত পোস্ট কম হলেও একাউন্টের জন্যে নিরাপদ। মূলা তোলা খাওয়ার চেয়ে বেগুন তোলা অনেক ভাল। তাছাড়া বেশি বোনাস পেলেও লাইভ একাউন্টে ট্রেড করে তা ধরে রাখা অনেক কঠিন ব্যাপার। সেজন্যে কম বোনাস নিয়ে রিয়েল ট্রেড প্রাকটিস করা অনেক ভাল। এতে ট্রেড শেখা যায়।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে আগে ডলার ইনভেস্ট করতে হবে আর আপনি যদি সরা সরি ইনভেস্ট করতে অক্ষম হন তবে আপনি ফরেক্স ফোরামে পোস্ট করেও ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন আর আপনি দিনে ক্ত গুলি পোস্ট করতে পারবেন তার কোন নির্দ্দিস্ট কোন সংখা নেই।
-
বাংলাদেশি ট্রেডারের জন্য অনেক বেশি পরিমানে একটা উপকৃত হওয়ার মতই সাইট । আর আমরা যারা এই ফোরামের সাথে জড়িত আছি তারা জানি যে আমরা বহুমুখি উপায়ে এই ফোরাম থেকে লাভবান হচ্ছি । ফোরামে পোস্টিং করার মাধ্যমে আমরা বোনাস পাই নিদ্দিষ্ট হারে । ফোরামে দিনে একাধিক পোস্ট দেওয়া গেলেও ঠিক কি পরিমাণ দিনে পোস্ট দিতে হবে তা উল্লেখ নেই ।
-
লাভবান হয়, আমরা লাভ করি বা লস করি।তাকি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। দের কম সময়ে কথা থেকে নিউজ পাব ? যা আমরা দেখে খুব সহজেই ট্রেড করে ভাল আয় করতে পারব ফরেক্সে ।ফরেক্সে খুব ভাল ইমপ্যাক্ট ফেলে এর নিউজ এই লাভ কে স্প্রেড বলে।যে ব্রোকারের স্প্রেড যত কম সেই ব্রোকার তত ভাল আমাদের জন্য,যেমন ইনস্টাফরেক্স।
-
ফোরামে দিনে কতটি পোষ্ট করতে হবে তা নিভর করবে মাসিক ব্যালেন্স এর উপর । আপনি এক মাসে ২৫০ ডলার ফোরাম থেকে বোনাস পেতে পারেন । সেই হিসাব করে পোষ্ট করতে হবে । তবে আমি আমার মত করে পোষ্ট করি । এসব কোন হিসাব নিকাশ করে নয় । আপনি শেখার জন্য পোষ্ট করেন কাজে লাগবে ।
-
আমি অনেক ফোরাম রুলস পড়েছি এই বিষয়টা নিয়ে কোথাও স্পষ্ট বক্তব্য পায় নি । তবে এখানে উল্লেখ আছে যে একজন ট্রেডার প্রতি মাসে এখান থেকে সর্বোচ্চ দুইশত পঞ্চাশ ডলার পোস্টিং বোনাস পাবে । আর এই পোস্টিং বোনাস দিয়ে সে অনেক বেশি পরিমাণে নিজের ট্রেডিং ডেভলপ করতে পারবে । আর মাসে সর্বোচ্চ পোস্ট নিতে হলে দিনে সর্বোচ্চ যা পোস্ট দেওয়ার তাই হিসেব করে দিলে ভাল ।
-
যখন কোনো ট্রেডার লস খাবে তখন লস কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। পারবে বলে আমার মনে হয় না তবে নিউজ সাইট পড়ে আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে ধারণা পাবেন। যা কাজে লাগিয়ে আপনি ট্রেড করতে পারবেন। ট্রেড করার জন্য শুধুমাত্র নিউজ সাইটের উপর নির্ভরশীল হলে চলবে না নিজের বিচার ক্ষমতাও থাকতে হবে। গুলো ব্রোকার পাবে।আর আমরা যে ট্রেড ওপেন করি সেখানে কমিশনের কারণে প্রথমে ট্রেড লসে যায়। সেই কমিশন গুলো ব্রোকারে যাবে।
-
লাভবান হয়, আমরা লাভ করি বা লস করি।তাকি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। দের কম সময়ে কথা থেকে নিউজ পাব ? যা আমরা দেখে খুব সহজেই ট্রেড করে ভাল আয় করতে পারব ফরেক্সে ।ফরেক্সে খুব ভাল ইমপ্যাক্ট ফেলে এর নিউজ এই লাভ কে স্প্রেড বলে।যে ব্রোকারের স্প্রেড যত কম সেই ব্রোকার তত ভাল আমাদের জন্য,যেমন ইনস্টাফরেক্স।
-
ফরেক্স ফোরাম থেকে আপনি প্রতি মাসে ২৫০ ডলার আয় করতে পারেন । তাই আপনি দিনে গড়ে ৩০-৪০ টি পোস্ট করতে পারেন। তবে আমি মনে করছি আপনি যদি দিনে গড়ে ৩৫ টি মান সম্মত পোস্ট করেন সেটাই ভাল। ফোরাম হচ্ছে বোনাস পাওয়ার সাথে সাথে একটা শিখার স্থান। তাই আমাদের উচিত পোস্টিং করার সাথে সাথে ফোরাম থেকে ফরেক্স সম্পর্কে সব ধরনের তত্ত্ব জানা।
-
প্রতিটি ট্রেড ওপেন হওয়ার সাথে সাথে কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। স্প্রেডের মাধ্যমে ব্রকাররা তাদের লাভ নিয়ে নেয়। আর যেসব ব্রোকারে স্প্রেড সিস্টেম নেই সেসব ব্রোকার কমিশনের মাধ্যমে নিজেদের
-
আমি তো একজন ছাত্র তাই আমি সময় খুব কম পাই । ওয়ি জন্য আমি প্রতিদিন পোষ্ট করতে পারি না । তবে আমি ১ মাসে ১০ দিন পোষ্ট করি । তাই যে ১০ দিন পোষ্ট করি সেই ১০ দিন ৩০ টা এর বেশি পোষ্ট করি । আমি চেষ্টা করলে আমি এর থেকে ও অনেক বেশি পোস্ট দিতে পারবো । কিন্তু আর ইচ্ছা করে না । কারন আমি তো সারাদিন ব্যস্ত থাকি তাই ।
-
মাসে 250$ পযন্ত বোনাস নিতে পারবেন এই ফোরাম থেকে।এই হিসেবে আপনার ইচ্ছা আপনি প্রতিদন কয়টা করে পোস্ট করবেন।
-
ফরেক্স ব্যবসা খুব ভালো একটি ব্যবসা খুব সহজে এইখান থেকে অনেক অর্থ উপার্জ করা যায় , ফরেক্সে অনেক সুযোগ রয়েছে বিনা পূঁজিতে ব্যবসা করার জন্য তেমনি একটি ফোরাম পোস্টিং । ফোরামে দিনে সর্বোচ্চ ৩০ -৪০ টা পোস্ট করা যায় অর্থাৎ ২৪০ ডলার পাওয়া যায় ।
-
ফরেক্স ট্রেডিংয়ে অ্যাকাউন্ট একেবারে আপনি কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। যখন লস করবেন, তখনি আপনার দুঃখ হবে। যখন এ্যাকাউন্ট জিরো হয়ে যাবে তখন খুবই কষ্ট পাবেন। ঠিক তেমনি আবার যখন আপনি লাভের মুখ দেখবেন তখন আনন্দিত হবেন। তাই বলে ফরেক্স কে দুঃখ, কষ্ট কিংবা আনন্দের জায়গা বলা যাবে না। সব সময়ই মনে রাখতে হবে এটা একটা বিজনেস। জিরো হওয়ার পেছনে অবশ্যই ট্রেডিংয়ে অদক্ষতা এবং অনভিজ্ঞতাই দ্বায়ী তবে এটি
-
আমি ঠিক সিয়র না যে ফরেক্সে ফোরামে ঠিক দিনে কয়টা পোষ্ট করা যায় । তবে আমি যাদের কাছে শুনেছি তারা অনেকেই বলেছে ফোরামে দিনে ৩০ টা পোষ্ট করা যায় । কিন্তু হয়তো বা এর থেকে আর বেশি পোষ্ট করা যেতে পারে । ফরেক্সে যত বেশি পোষ্ট করা যাবে তত ভাল । এতে ফোরাম পোষ্টিং এর ডলার বেশি হলে আমাদের ট্রেড করতে সুবিধা হয় ও লাভ টা ও বেশি পাওয়া যায় । তাই ফোরামে বেশি বেশি পোষ্ট করাই ভালো , আমাদের নিজেদের সুবিধার জন্য ।
-
ঠিক তেমনি আবর কষ্টও দেই.কিন্তু এই সাইট ফলো করে কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। নিউজ এর জন্য।তবে আমি ব্যক্তিগত ভাবে forexfactory ফলো করি।কারন এই সাইটের নিউজ গুলি সহজে বুঝা যায় এবং দ্রুত পাওয়া যায়। এঅবেগকে পাশে রেখে কাজে মনঘোগ দিলে ভালো করা সম্ভব.কারণ এঅবেগ এর বশবর্তী হয়েই আমরা অনেক সময় ভুউল সিদ্ধান্ত নেয়ে থাকি.তাই আমাদের উচিত ভুউল থেকে শিখা আর সফলতা কে অনুসরণ করা
-
এনালাইসিস গুলো জানার পর আপনি সে গুলো কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। একসাথে নিয়ে যদি আবেগ বাদ দিয়ে ট্রেড করেন তাহলে ইনশাল্লাহ বলা যেতে পারে আপনি ফরেক্স এ কখনই ক্ষতি গ্রস্থ হবেন না। অবশ্যই লাভবান হবেন। আশাকরি আমার কথা গুলো আপ্নারা বুঝতে পেরেছেন।
-
ফোরামে পোষ্টের কোন নিদির্ষ্ট লিমিট নেই । একদিনে যে যত ইচ্ছা পোষ্ট করতে পারে । বেশি বেশি পোষ্ট করতে পারলে মাস শেষে বেশি বোনাস পোষিং এর ডলার পেলে ট্রেড করতে সুবিধা হয় । এতে ফরাম পোষ্ট থেকে মাসে অনেক টাকা আয় করা যায় । ফ্রীতে ফরেক্স থেকে ভটাকা আয় করার এটা একতা ভালো মাধ্যম । তাই একদিনে যার যত ইচ্ছা বেশি বেশি পোষ্ট করতে পারবে । এতে কোন সমস্যা নেই । যত বেশি পোষ্ট তত বেশি টাকা ।
-
আসলে ফোরাম এ আপনি কত গুলো পোস্ট করবেন তা নির্ভর করভে আপনার উপর।আপনি যদি বেসি সময় দিতে পারেন তাহলে আপনি বেসি পোস্ট দিতে পারবেন।তবে সেটা হতে হবে নির্দিষ্ট একটি পরিমান এর উপর।আপনি চাইলে সারাদিন ফোরাম এ পোস্ট করতে পারবেন তবে ফোরাম এর নিয়ম মেনে পোস্ট করতে হবে।তামি ফোরাম এ দিনে ২০-৩০ এর মত পোস্ট দিতে পারি।তবে আপনি চাইলে এর ছেয়ে বেসি পোস্ট ফোরাম এ দিতে পারেন।
-
আমার জানামতে ফোরাম থেকে আপনি প্রতি মাসে ২৫০ ডলার আয় করতে পারেন । তাই আপনি দিনে গড়ে ৪০ টি পোস্ট করতে পারেন। তবে আমি মনে করছি আপনি যদি দিনে গড়ে ৩০ টি মান সম্মত পোস্ট করেন সেটাই ভাল। ফোরাম হচ্ছে বোনাস পাওয়ার সাথে সাথে একটা শিখার স্থান। তাই আমাদের উচিত পোস্টিং করার সাথে সাথে ফোরাম থেকে ফরেক্স সম্পর্কে সব ধরনের তত্ত্ব জানা। এতে আমাদের রিয়েল ত্রাদ করতে সুবিধা হবে।
-
আপনি ফোরাম থেকে মাসে সর্বোচ্চ ২৫০ $ পেতে পারেন। এখন আপনি দিনে কতটি পোস্ট করবেন সেটা আপনার ব্যাপার। আপনি দিনে ৩০ টা করে মানসম্মত পোস্ট করেন তাহলে আপনি মাস শেষে অনেক ভালো একটা পরিমানের বোনাস সঞ্চয় করতে পারবেন যেটা দিয়ে আপনি পরের মাসে রিয়াল ট্রেড করতে পারবেন।