আপনি যদি ডেমো ট্রেড আগে করে থাকেন তাহলে অবশ্যই আপনি ট্রেড ভাল শিখেছেন। যদি এখনো মনে হয় আরও কিছুদিন ডেমো করা প্রয়োজন তাহলে করুন। রিয়েল ট্রেড এলাভ লস হতেই পারে । একজন ট্রেডার শুরুতেই লাভ নাও করতে পারে। তাই দুশ্চিন্তা মুক্ত হয়ে ট্রেড করুন।
Printable View
আপনি যদি ডেমো ট্রেড আগে করে থাকেন তাহলে অবশ্যই আপনি ট্রেড ভাল শিখেছেন। যদি এখনো মনে হয় আরও কিছুদিন ডেমো করা প্রয়োজন তাহলে করুন। রিয়েল ট্রেড এলাভ লস হতেই পারে । একজন ট্রেডার শুরুতেই লাভ নাও করতে পারে। তাই দুশ্চিন্তা মুক্ত হয়ে ট্রেড করুন।
আমি শুনেছি ফরেক্স মার্কেটে প্রথমে ট্রেড করলে নিজের কাছে অনেক চিন্তা লাগে এমন কি রাতে ঘুম হয়না আমার প্রথম দিকে কিছু সমস্যা হয়েছিল এখন এরকম কিছু হয়না। ফরেক্স মার্কেট যেহেতু অর্থনৈতিক ব্যাপার এইখানে অনেকে নতুন ব্যাবসা করেন তাই নতুন অবস্হাই একটু উত্তেজিত লাগে সময়ের পরিবর্তনে সব ঠিক হয়ে যাবে।
দুশ্চিন্তা কোন সমাধান দিতে পারে না। তাই দুশ্চিন্তাকে বাদ দিয়ে কাজের প্রতি মনোযোগী হওন। কারণ দুশ্চিন্তা নিয়ে কাজে ভালোভাবে মনোযোগ দেয়া যায় না।তাই কাজের প্রতি মনোযোগী হন এবং কৌশল প্রয়োগ করুন তবেই সফল হতে পারবেন।
দুসচিন্তা ফরেক্স ট্রেডারদের জন্য শত্রুর মত।আপনি যদি ট্রেড করার সময় দুসচিন্তা করেন তাহলে আপনি লস করবেন কারন আপনি দুসচিন্তার কারনে মার্কেট এ মনোযোগ দিতে পারবেন না। তাই যদি দুসচিন্তা মুক্ত হয়ে ট্রেড করতে পারেন তাহলে লাভ করতে পারবেন।
ফরেক্সে এতো দুচিন্তা করলে ট্রেড করা উচিৎ না।। তাই ফরেক্স এ ট্রেড করার আগে দুচিন্তা এবং দুরে রেখে আসুন।। তাছাড়া লাভ করা অনেক কষ্ট সাধ্য হয়ে যাবে।।। ফরেক্স এমন এক্টা যায়গা যেখানে ইমুশনের কোনো যায়গা নেই।।। তাই আবেগহীন হয়ে ট্রেড করুণ।। তা না হলে লসের ভাগিদার হন।।।
ফরেক্স মার্কেটে প্রথম ট্রেড প্রথম প্রেমের মতই। একটি অজানা ভয় আর ভাললাগার অনুভুতি সব রোমান্স মিলে আমরা যখন একটি ট্রেড দেই আর ভাবতে থাকি কি হবে, তখন সময়টা খুব দ্রুত কেটে যায়। লাভ করি আবার কখনো লস করি। এভাবেই আমরা ট্রেড শিখি। শিখতে হয়।
ফরেক্সে ট্রেড করাতে হলে প্রথমে সকল দুশচিন্তাকে ঝেরে ফেলে দিতে হবে কারন তা না হলে এখানে এসে ঠিকমত মনোনিবেশ করে ট্রেড করা সম্ভাব হবে না আর সঠিক ট্রেডিং সিস্টেম অনুসারে ট্রেড করতে না পারলে সেই ভাবে ভাল প্রফিটও লাভ করা যাবে না।
আমার মতে ফরেক্সে দুশ্চিন্তার কিছু নেই। কেননা এখানে হয় লাভ হবে আর না হয় লস। লাভ হলে তো ভাল, আর লস হলে নিজেকে সামলাতে হবে। আরো দক্ষ হওয়ার জন্য নিজেকে তৈরি করতে হবে। আর মার্কেট বুঝে তারপর ভালমতো ট্রেড করতে হবে।
ভাই ফরেক্স মার্কেট নিয়ে টেনশোন করলে বরং আপনি আবুল তাবুল ট্রেড অপেন করতে পারেন। সব সময় ফরেক্স নিয়ে টেনশোন করলে হবে না। ফরেক্স যখন আপনি সময় পান তখন এনালসিসি করুন। আমি তাই করি। ফরেক্স নিয়ে শুধু পরে থাকলে হবে না।
ফরেক্স মার্কেটের আরেকটি কারণ হল দুশ্চিন্তা । যে ট্রেডার যত বেশী ধৈর্য্য ধারণ করবে সে তত বেশী সফলকাম হতে পারবে । সুতরাং আমরা কখনো দুশ্চিন্তা করব না তাহলেই আমরা লাভাবন হতে পারব ।
দু;চিন্তা একটু হবেই।তবে সব ব্যবসায় ঝুকিগ্রহন করতে হয়।মনে সাহস রাখুন আশা করি সাক্সেস অবশ্যই পাবেন।তবে ইনভেস্ট করার আগে নিজের কাছে প্রশ্ন রাখুন আপনি কি একজন দক্ষ ট্রেডার হয়েছেন।কারন আপনি যদি দক্ষ ট্রেডার না হন তাহলে আপনার মুলধন শূন্য হয়ে যাবে।
আমার মনে হয় আপনি সম্ভবত বেশি দিন ফরেক্স এর সাথে নিয়োজিত হননি।যার কারনে একটা এক্সট্রা প্রেসার কাজ করছে।ফরেক্সে এসব দ:শ্চিন্তা থাকা যাবে না।ফরেক্স কে খুব সহজ স্বাভাবিক চোখে দেখুন।মেন্টালি নিজেকে প্রিপেয়ার করুন।ভাবুন ফরেক্স খুব স্বাভাবিক কিছু। সবাই তো ফরেক্স করছে কেউ এতো অস্থির হচ্ছে না। আমি কেন অস্থির হচ্ছি।আর খুব দু:শ্চিন্তা হলে শিঘ্রই রিয়েল ট্রেডিংয়ে চলে আসুন।প্রথম প্রথম এমন হতেই পারে।আস্তে আস্তে সবকিছুই ঠিক হয়ে যাবে।
প্রথম দিকে একাধিক পেয়ার নিয়ে চিন্তা করার তো কোন দরকারই নাই। আপনার উচিত যেকোন একটি পেয়ার নিয়ে ট্রেড করা তাহলে আপনি অল্প দিনেই মার্কেটের পজিশন বুঝতে পারবেন। আপনার লসও কম হবে।
প্রথমে আপনাকে অভিন্দন আপনি ফরেক্স এ আরো এক ধাপ এগিয়ে গেলেন তাই। তবে বলে রাখি এই এগিয়ে যাওয়া যেনো পিছু হাটা না হয়। কারন ফরেক্স এ অনেকেই রিয়াল এ ট্রেড করে লস করার পর ফরেক্স বাদ দিয়ে দেয়। তাই আপনাকে বল্লাম এই এগিয়ে যাওইয়া টা যেনো এগিয়ে যাওইয়ায় থাকে। আর চিন্তা করে কোন লাভ নেই। এতদিন ডেমোতে যা শিখছেন তা এখানে প্রতিফলন করবেন শুধু। ইনশা আল্লাহ আপনি সফল হবেন।
ফরেক্স মার্কেট ট্রেড করতে গেলে সবসময় মন মানশকতা ভাল রেখে কোন প্রকার চিন্তা ভাবনা বা দুসচিন্তা না করা ভাল দুসচিন্তা করলে ফরেদ ট্রেড করার সময় ভুল এন্ট্রি নেয়া হয়ে জেতে পারে তাই চিন্তা না করা ফরেক্স ট্রেড করতে হবে।
ফরেক্স মার্কেটে যেহেতু আমরা বা আপনি নতুন ফরেক্স ট্রেডার আমি আপনাকে।বলছি ভাল করে ফরেক্স মার্কেটে ট্রেডিং করেন যাতে ফরেক্স মার্কেটে টিকে থাকা যায় ফরেক্স মার্কেটে লাইভ একাউন্ট করার পরে যাতে আমরা ডেমো একাউন্টের মত ট্রেড করতে পারি সেই ভাবে ফরেক্স মার্কেটের রিয়েল একাউন্টে ট্রেডিং করতে হবে।
আপনার অবস্থা বুঝে মনে হছছে আপনি ফরেক্সে ভাল করতে পারবেন কেননা ভাবনার থেকে শিক্ষা আসে । তবে যদি আপনি ডেমোতে প্রাক্টিস করে থাকেন সেখানে যদি প্রফিট করে থাকে ন তাবে আর চিন্তার কিছু নাই । আর যদি তা নাকরে থাকেন তবে আমি বলব আগে ডেমো করেন তার পর রিয়েলে আসেন ।
ফরেক্স এমন একটি ট্রেড যেকানে ট্রেড করা সহজ বিষয় কিন্তু যদি কেউ না বুঝে চ্রেড করে তবে তার জন্য শুধুই লস ছাড়া কিছুই নেই ।তাই বলা হয় প্রথম দিকে লস করা স্বাভাবিক ।তাই সুসন্তিা না করে ফরেক্স করে যদি প্রফিট করতে চা্ন, তাহলে আপনাকে প্রথমে অনেক বেশী শেখার প্রতি গুরুত্ব দিতে হবে এবং ডেমোতে ট্রেড করতে হবে । এর পর আপনাকে মার্কেট এনালাইসিস করে মানিম্যানেজমেন্ট করতে হবে । সব মিলিযে আপনি প্রফিট করতে পারবেন এবং সুসচিন্তা থাকবে না ।
আমার মনে হয় ফরেক্স এ ট্রেড করতে গেলে আপনি লাইভ ট্রেড করছেন নাকি বোনাস নিয়ে কাজ করছেন সেটা বিষয় না মেইন বিষয় হল আপনি যখন কোন কিছু করতে যাবেন তার জন্য অবশ্যই আপনাকে অই বিষয়ের ওপর ভাল্ভাবে নজর রাখতে হবে। অবশ্য আপনি রিয়াল মানি দিয়ে ট্রেড করছেন তাই বলে চিন্তিত হওয়ার কোন কারন নাই। আপনি অল্প লট এ ট্রেড ওপেন করেন এবং মার্কেট এনালাইসিস করে মার্কেটে কাজ করেন তাহলে দেখবেন আপনি কাজে সফলতা পেয়েছেন।
অনেক ভাল একটা নিউজ আপনি ফরেক্স এ রিয়েল একাউন্টে ট্রেড করতে যাচ্ছেন। আমি দোয়া করি আপনি যেন এখান থেকে প্রফিট করতে পারেন। আর আপনি যে দুচিন্তা করছেন তা স্বাভাবিক। আমি মনে করি আপনি ঐ সকল চিন্তা না করে আপনার ঐ সময় টুকু মার্কেটে দেন তা হলে ভাল হবে।
আমরা ফরেক্স ব্যবসা যখনই করব তখনই আমরা কোন প্রকার দুসচিন্তা করা যাবে না । আমরা যদি অন্য কোন দুসচিন্তা করি তাহলে অবশ্যই আমরা লসে পড়ে যেতে পারি । সুতরাং আমরা যথনই ফরেক্স ব্যবসা করব তখনই আমরা অন্য কোন দুসচিন্তা করব না । তাহলেই অামরা লাভবান হতে পারব । সুতরাং আমরা সব সময়ই ধৈর্য্য ধারণ করে এই ব্যবসা করার চেষ্টা করব তহালেই আমরা লাভবান হতে পারব ।
আপনার যেটা হছছে এটা স্বাভাবিক এরকম আমারও হয়েছিল পরে ঠিক হয়ে যাবে । আপনি যদি ডেমোতে ভাল প্রফিট করে থাকেন তবে ভয়ের কিছু নাই । আর আপনার এই দুশ্চিন্তা কমিয়ে আনতে হবে তা না হলে ট্রেডে ভুল হয়ে যাবে তখন আপনি লসে পড়বেন ।
অনেক ফরেক্স ট্রেডার আছে যারা অনেক বেশি বেশি দুসচিন্তা করে । তারা ভয় করে লস করার । কিন্তু আমি জানি দুসচিন্তা করলে লস হবেই । তাই আমি বলবো যে কোন ট্রেডার দের বুসচিন্তা করা ঠিক না । মন দিয়ে ফরেক্স শিখতে হবে অ বড় ইনভেস্ট করে ফরেক্স করে এগিয়ে যেতে হবে ।
দুসচিন্ত একজন মানুষকে ধংসের দিখে নিয়ে যায়। তাই ফরেক্স মার্কেটে ট্রেড করতে কোন রকম দুসচিন্তা করা যাবেনা। শুধু ধর্য্য সহকারে ফরেক্স মার্কেটে ট্রেড করে যেতে হবে।আমরা যারা ফরেক্স মার্কেটে নতুন নতুন ফরেক্স ট্রেডার আমরাই বেশির ভাগ সময়ে দুসচিন্তা করে ফরেক্স ট্রেড করে থাকি।
চিন্তা করার কোন কারন নাই এগিয়ে যান, ভয় একদিন জয় হবেই।।।
বেস্ট অব লাক।।।
প্রথম প্রথম ট্রেডা করার ক্ষেত্রে উত্তেজনা থাকবে এবং সাথে কিছুটা দুঃশ্চিন্তাও থাকবে যা এক্কেবারে অমূলক নয় । আমরা যারা ফরেক্স ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে টিকে থাকতে হলে আমাদের অনেক বেশি পরিমাণে দক্ষতা অর্জন করতে হবে । যত বেশি দক্ষ হবেন তত বেশি পরিমাণে আপনি নিজের মধ্য আত্নবিশ্বাস খুঁজে পাবেন যা দুঃশ্চিন্তাকে নিমিষেই শেষ করে দিবে ।
দুচিন্তার কোন কারণ নাই , আপনি ভাল করে ডেমো ট্রেড করুন। কারণ ফরেক্সে রিয়েল ট্রেড শিখার জন্য অন্যতম একটি প্লাটপ্রম হল ডেমোতে ট্রেড করা। ডেমোতে ট্রেড করে আপনি রিয়েল ট্রেড কিভাবে করতে হয় সে বিষয়ে খুটি নাটি জানতে পারবেন। আর ডেমোতে ট্রেড করে লাভ ও লস হলে এর পর্যালচনা করতে পারবেন। এখান থেকে আত্মবিশাবাস অর্জন করে রিয়েল ট্রেড শুরু করতে পারেন। আশা করি আপনার কোন চিন্তার কারণ নাই ।
আমি বলবো ফরেক্স এ ট্রেড করতে গেলে আপনি লাইভ ট্রেড করছেন নাকি বোনাস নিয়ে কাজ করছেন সেটা বিষয় না মেইন বিষয় হল আপনি যখন কোন কিছু করতে যাবেন তার জন্য অবশ্যই আপনাকে অই বিষয়ের ওপর ভাল্ভাবে নজর রাখতে হবে। অবশ্য আপনি রিয়াল মানি দিয়ে ট্রেড করছেন তাই বলে চিন্তিত হওয়ার কোন কারন নাই। আপনি অল্প লট এ ট্রেড ওপেন করেন এবং মার্কেট এনালাইসিস করে মার্কেটে কাজ করেন তাহলে দেখবেন আপনি কাজে সফলতা পেয়েছেন।
দু-চিন্তা করা ট্রেড এর জন্য ক্ষতিকর। কারন এতে আপনি মানসিক অশান্তি তে ভোগবেন আর আপনার এনালাইসিস ঠিকমত করতে পারবেন না। ট্রেড এর সময় মনোযোগী হওইয়া অতিব গুরুত্বপূর্ন। আর মনোযোগ এ বিঘ্ন ঘঠে এ রকম কিছু করা উচিত না। তাই চিন্তা ত্যাগ করতে হবে।
ফরেক্স মার্কেটে প্রথম দিকে একাধিক পেয়ার নিয়ে চিন্তা করার তো কোন দরকারই নাই । একের অধিক পেয়ার হলেই অামরা দুশ্চিন্তার মধ্যে পড়ে যাই । অামরা বেশী করে মার্কেট এ্যানালাইসেস করতে পারি সেই চেষ্টা করব । অামরা ফরেক্স মার্কেটে কাজ করব অাস্তে অাস্তে । তাহলেই অামরা লাভবান হতে পারব ।
ফরেক্স আন্তর্জাতিক ব্যবসা । যেকোন সময় যেকোন ব্যক্তি ফরেক্স ব্যবসায় অংশ গ্রহন করতে পারবে ও টাকা আয় করতে পারবে । কিন্তু সব সময় ফরেক্স থেকে অনেক টাকা আয় করা যায় না । তাই অনেকে ফরেক্স ব্যবসা করতে এসে দুসচিন্তা করে । কিন্তু আমি বলি যে দুসচিন্তা করলে ফরেক্স ব্যবসায় লস আর অনেক বেশি হয়ে থাকে ।
আপনি অবশ্যই রিয়েল ট্রেড করবেন৷তবে তার আগে ১০০ ভাগ রিস্ক্ ফ্রি ডেমো ট্রেডিং করে করে ট্রেডিং কৌশলগুলো ভালো ভাবে আয়ত্ত্ব করে নিতে হবে৷প্রত্যেক ব্রোকারই ডেমো ট্রেডিং এর এই ভার্চুয়াল ব্যালেন্স বিশেষ সুবিধা দিচ্ছেন যেন আপনার নিজের পুজিঁ দিয়ে ট্রেডিং শিখতে না হয়৷আর রিয়েল ট্রেডিং এ অবশ্যই আপনার নিজের পুজিঁ দিয়ে ট্রেড করতে হবে ট্রেডিং দক্ষতা অর্জনের পর৷বিশ্বের সকল এক্সপার্ট ট্রেডারগণ প্রথমে দীর্ঘদিন যাবৎ ডেমো ট্রেড করেই দক্ষতা অর্জন করেছেন৷
ফরেক্স এ দুচিন্তার কিছু নেই। কারন এটা দুচিন্তা আমাদের ট্রেড প্রফিট এ আসবে না যদি লসে থাকে। আবার লসএ ট্রেড লাভ ও আসবে না। তাই আমাদের চিন্তা করলে কিছু হবে। চিন্তা না করে ঠান্ডা মাথায় আমাদের ট্রেড করতে হবে।
ইন্সটা ফরেক্স এ ট্রেড করা যে সুবিধা পাওয়া যায় তা অন্য কোন ব্রোকার থেকে পাওইয়যা যায় না। কিছু ব্রোকার এ বেশি কমিশন চার্জ কাটে। কিন্তু এই ব্রোকার এ ট্রেড করে তেমন ঝামেল ও হয় না। আর ট্রেড দিয়ে মেটাট্রেডার প্লাটফরারম তেমন কোণ ঝামেলা হয় না।
আসলে অল্প ডলার দিয়ে ট্রেড করলে দুশচিন্তা হবারই কথা। তাও স্টপলস ছাড়া ট্রেড করলে যে কোন সময় একাউন্ট জিরো হতে কতক্ষণ। তাই আমি বলব অল্প কিছু ডলার ডিপোজিট করে অনেক টাকা কামানোর চিন্তা না করে আপনি মোটামুটি টাকা কামানোর চিন্তা করেন আখেরে উপকার আপনারই হবে।
নো চিন্তা, ডু ফূর্তি। এই নিতী আপনার জন্য। কারন টেনশন নিয়ে আর যাই করুন ফরেক্স করবেন না। কারন টেনশন নিয়ে এনালাইসিস করবেন না। আর এনালাইসিস এ বিশ্বাস রাখুন। গ্লোবাল নিউজ এ চোখ রাখুন। টেকনিকাল আর ফানডামেন্টাল এনালাইসিস করুন। আত্ববিশ্বাস বাড়ান। সফলতা আসবে ইনশা আল্লাহ।
আমার পরামর্শ হলো আপনি ডেমো ট্রেড করে থাকলে চিন্তার কারন দেখিনা আর যদি ডেমো ট্রেড না করে থাকেন তবে আগে ডেমো ট্রেড করুন তারপর রিয়েল ট্রেড শুরু করুন। তাহলেই আপনার সব ভয় দূর হয়ে যাবে। দুশ্চিন্তার কোন কারন নেই। নিজের এনালাইসিস এর উপর ভরসা রাখি। কিন্তু একাউন্ট ব্যালেন্স খুব কম হওয়ায় বেশি প্রফিট করা যায় না। তবে হ্যা আপনি দুশ্চিন্তা না করে মনে সাহস রেখে এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অনুসরণ করে নির্ভয়ে ট্রেড করুন এবং আপনার কাংখিত সফলতা অর্জন করুন।
আপনি যখন ফরেক্স মার্কেটে ট্রেড করবেন তখন একটু দুশ্চিন্তা তো অবশ্যই হবে কারণ ফরেক্স মার্কেট এমন একটা মার্কেট যেখানে চিন্তা করে ট্রেড না করলে লস ছাড়া আর কিছু পাওয়া যায় না তবে এর থেকে পরিত্রাণের উপায় হল ফরেক্স মার্কেট সম্পর্কে খুব ভালো জ্ঞান দুশ্চিন্তা করে ঘুম হারাম করবেন না ব্যবসা মানে ঝুকি। নিজের ইচ্ছা শক্তিকে জাগিয়ে তুলুন আপনি অবশ্যই সফল হবেন।
ফরেক্স পুরোপুরি না শিখে যদি রিয়েল ট্রেড করেন তাহলে দু:চিন্তা করার অনেক কারণ থাকতে পারে। যেমন আপনার স্ট্রেটেজি সঠিক ভাবে সেট না হয় তাহলে অাপনি ট্রেডিং করবেন কিসের ভিত্তিতে। আপনি যদি অন্ধকারে রিয়েল করতে নামেন তাহলে আপনি লস করার জন্য রেডি হয়ে নামতে হবে এবং বুঝতেও পারবেন না লস কেন হলো। যদি অাপনার স্ট্রেটেজি এবং মানিম্যানেজমেন্ট সঠিক ভাবে প্রয়োগ করা না থাকে তাহলে আপনি কেন লস করলেন সেটা বুঝতে পারবেন না। তাই আগে ডেমো ট্রেড করে ট্রেড করার সব ধরনের শিক্ষা নিতে হবে তাহলে লস হলেও আপনি কিছু শিখতে পারবেন।