খরচ ছাড়া অর্থ উত্তলোনের কোন সুযোগ নেয়। কোন কোন কম্পানি বেশি চার্জ নিয়ে থাকে আর কোন কোন কম্পানি কম নিয়ে থাকে। তবে যারা অল্প উপার্যন করে থাকে তাদের জন্য অন্যদের কাছে বিক্রি করে দেওয়াই শাস্রই উপাই। আর neteller এর ডেবিট কার্ড নিয়ে এটিএম বুথ থেকে অর্থ উত্তলোন করতে পারে ২% ফি দিয়ে। আর ব্যাংকে অর্থ উত্তলোনের ক্ষেত্রে skrill ব্যাবহার করলে খরচ কম হবে। উত্তলোন তিন ডলার মতো। তবে মাঝে মাঝে বেশি অর্থ কেটে নেওয়ার অভিযোগ আছে skrll এর বিরুদ্ধে। তবে বাংলাদেশের জন্য neteller এবং skrill ই ভালো হবে।