-
ব্যক্তিগতভাবে আমি বলবো ফরেক্সে আমি নিজেকে বিগিনার পর্যায়ের অর্থাৎ নিউবি ট্রেডারই মনে করি। কারন আমার শেখার রয়েছে অনেক কিছু। রয়েছে অনেক ল্যাকিংস। পূর্নাঙ্গ ট্রেডার হয়ে উঠতে হলে আমার ল্যাকিংস গুলো কাটিয়ে উঠতে হবে। আমি মূলত কোনো নির্দিষ্ট ট্রেডিং পদ্ধতি ব্যবহার করিনা। নিজের মতো মার্কেট এনালাইসিস করে ট্রেড করে যাই। এতে কখনো সফলতা পাই আবার কখনো ব্যর্থও হই।
-
আমার ফরেক্স একাউন্টেড় মাধ্যমে ফরেক্স মাকেট এড় উপর দিফেন্ত করে ফরেক্স মাকেটে ট্রেড করি | ফরেক্স মাকেটে আমি অনেক টা বুঝতে পারি যে মাকেটে দাম বারতে পারে আমি থিক তখন ট্রেড কোড়ী | আমি পাশাপাশি নিয়মিয় ডেমো পাড়টীশ করি| মাকেট সম্পরকে বুঝতে সাহায্য করে | ফরেক্স এর জন্য ডেমো কন বিকপ্ল নাই|
-
ফরেক্স মার্কেট এ আমি সাধারণত নিজের মতামতকে প্রাধান্য দি।আমি আমার স্টাইলে ফরেক্স মার্কেট এ ট্রেড করি। আমি ট্রেড এর ক্ষেত্রে বেসি রিক্স নিনা। ফরেক্স মার্কেট এ আপনি রিক্স নিলেন্তো লস করলেন।ফরেক্স মার্কেট এ ট্রেড কোরতে হলে ঠান্ডা মাথাই চিন্তা কড়ে তারপর ট্রেড করা ভালো।
-
আমি ফরেক্সে নতুন , তাই ফরেক্সের ট্রেডিং সম্পর্কে ভাল কোন জ্ঞান ধারনা আমার নেই । আমি শুধু ফরেক্সের ফোরামে কাজ করছি এবং কিছু পোষ্টিং ডলার বানাচ্ছি যাতে ফরেক্সের ট্রেডিং মার্কেটে আমি ট্রেড করতে পারি । মামি ফরেক্সের ফরামে বেশি বেশি করে ট্রেড করি যাতে পোষ্টিং বোনাস বেশি পেয়ে থাকি । কারন পোষ্টিং ডলার যত বেশি থাকবে আমার তত বেশি সুবিধা হবে ট্রেড করতে এবং লাভ টাও ভাল হবে বলে আশা করি ।
-
ফরেক্স মার্কেটে সকলেই কমবেশি কিছু ইন্ডিকেটর ব্যাবহার করে থাকে।আর এই ইন্ডিকেটর মার্কেট বুঝতে অনেকটাই সাহায্য করে।আমি সাধারনত মুভিং এভারেজ এবং আরএসআই এই দুটি ইন্ডিকেটর ব্যাবহার করি।তবে ইন্ডিকেটর সবসময় সঠিক সিগন্যাল দেয় না।এজন্য আপনাকে ইন্ডিকেটরের সাথে সাথে সেন্টিমেন্টাল এনালাইসিস এবং ফান্ডামেন্টাল এনালাইসিস করতে হবে।কারন ফান্ডামেন্টাল এনালাইসিস মার্কেটে অনেক গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।
-
আমি আসলে কোন বিশেষ ট্রেডিং পদ্ধতি বা কারর ট্রেডিং প্রদ্ধতি অনুসরন করে ফরেক্সে ট্রেড করাটাকে উপযুক্ত মনে করি না আমি সব সময় আমার নিজেস্ব ট্রেডিং জ্ঞানের আলোকে ট্রেড করাটাকেই পারফেক্ট বরে মনে করি আর এভাবেই আমি ফরেক্সে ট্রেড করে সফলতার দেখা পেযেছি।
-
উল্লেখ যোগ্য তেমন কোন ট্রেডিং সিস্টেম ব্যবহার করি না । তবে আমি সব সময়ই চার্ট টি অনুসরন করি এবং সে অনুযায়ী ট্রেড করে থাকি । খুব সিম্পল কিছু ইন্দিকাতর ব্যবহার করে থাকি । তার মধ্যে পিভট পয়েন্ট , রিসেন্ট সাপোর্ট আর রেসিসটানছ এবং macd
-
আমি ফরেক্সে নতুন তি কোন ট্রেডিং সিস্টেম ব্যবহার করি না। কারন আমি আখন ফরেক্সে ফোরাম পোস্ট করি তমে আমি জতদুর জানি ফরেক্সে রোবট বযবহার না করায় ভাল। আমি জিখন ট্রেড কুরব তখন রোবট বযবহার করব না।
-
ট্রেডিং পদ্ধতি ব্যবহার না করলে আমি অনেক আগে ফরেক্স ছেড়ে চলে যেতাম । কারন আমার বিশ্বাস যে ট্রেডিং পদ্ধতি ব্যবহার করে আমি অনেক অনেক প্রফিট করি ফরেক্স থেকে । আমি আমার অন্য সব ফরেক্স বন্ধুদের বলি ট্রেডিং পদ্ধতি ব্যবহার করার জন্য । ট্রেডিং পদ্ধতি ব্যবহার করলে মার্কেট ট্রেন্ড এর সাথে সাথে ট্রেড করে প্রফিট করা যায় ।
-
আমার মনে হয় ফরেক্স মার্কেট এ ট্রেড কোরতে হলে আপনাকে ভিবিন্ন কোশল ব্যাবহার কোরতে হবে। ফরেক্স মার্কেট এ আমি সাধারণত নিজের মতামতকে প্রাধান্য দি।আমি আমার স্টাইলে ফরেক্স মার্কেট এ ট্রেড করি। আমি ট্রেড এর ক্ষেত্রে বেসি রিক্স নিনা। ফরেক্স মার্কেট এ আপনি রিক্স নিলেন্তো লস করলেন।ফরেক্স মার্কেট এ ট্রেড কোরতে হলে ঠান্ডা মাথাই চিন্তা কড়ে তারপর ট্রেড করা ভালো। আমরা যদি হঠাত কড়ে নাজেনে ট্রেড করি করি তাহলে আমরা লস করব।
-
আমি ফরেক্স মার্কেটে নতুন তাই মার্কেট সম্পর্কে তেমন একটা ভাল ভাবে বুঝি না।আমি এখনো ডেমো প্রাকটিস করি কারন ইনভেস্ট করার মত সাহস পাই না।তবে আমি যখন ডেমো তে ট্রেড করার আগে আমি মার্কেটের সকল নিউজ পড়ে বোঝার চেষ্টা করি তারপর টেকনিকাল এনালাইসিস করার চেষ্টা করি এবং ট্রেড ওপেন করি।
-
আমি আসলে ফরেক্সে ট্রেড করার ক্ষেত্রে তেমন কোন বিশেষ ট্রেডিং কেৌশল ফলো করি না আমি সব সময় নিজেস্ব ট্রেডিং কেৌশল অনুযায়ী ট্রেড করতে পছন্দ করি তাছাড়া আমি কখনই অন্যের ট্রেডিং কেৌশল ফলো বা অনুসরন করি না সব সময় আমি নিজের ট্রেডিং জ্ঞানের আলোকেই ট্রেড করতে পছন্দ করি।
-
ব্যক্তিগতভাবে ফরেক্সে আমি নিজেকে বিগিনার পর্যায়ের অর্থাৎ নিউবি ট্রেডারই মনে করি। কারন আমার শেখার রয়েছে অনেক কিছু। রয়েছে অনেক ল্যাকিংস। পূর্নাঙ্গ ট্রেডার হয়ে উঠতে হলে আমার ল্যাকিংস গুলো কাটিয়ে উঠতে হবে। আমি মূলত কোনো নির্দিষ্ট ট্রেডিং পদ্ধতি ব্যবহার করিনা। নিজের মতো মার্কেট এনালাইসিস করে ট্রেড করে যাই। এতে কখনো সফলতা পাই আবার কখনো ব্যর্থও হই।
-
আমি মূলত কোনো নির্দিষ্ট ট্রেডিং পদ্ধতি ব্যবহার করিনা। নিজের মতো মার্কেট এনালাইসিস করে ট্রেড করে যাই।একজন ভাল ট্রেডার যদি ফরেক্সএ ভার করতে চায় তাহলে আপনাকে অবস্যই কোন না কোন পদ্ধতি অবল্বন করতে হবে । আপনি বিভিন্ন ওয়েব সাইটে নানা রকম এনালাইসিস ও স্ট্রাটেজি পাবেন ।
-
আমি এখনো ফরেক্স মার্কেটে ভাল কোন সফলতা পাইনি তবে আমার লসের প্রধান কারন হল স্কেলপিন। তাই আমাকে স্কেলপিং থেকে দুরে থাকতে হবে। আর ভলিউম নিয়ন্ত্রন করে ট্রেড করতে হবে কারন ভলিউম কমে ট্রেড করতে পারলে বড় কোন লস থেকে বাস্তে পারব।আর লস থেকে বাস্তে পারলে একাউন্ট ঠিক থাকবে।
-
আমি ফরেক্স মার্কেট এ বেশীর ভাগ আরএসআই ও মুভিং এভারেজ দ্বারা ট্টেডিং করি। কারন আমি এই আরএসআই ও মুভিং একটু ভাল করে বুঝি এবং আামার ট্টেডিং করতে অনেকটা *সুবিধা হয় তাই আমি এই আরএসআই ও মুভিং পদ্ধতিতে ফরেক্স করি।
-
আমি ফরেক্স মার্কেটে খুব বেশী দিন হলে আসি নাই । এখন পর*্যন্ত নির্দষ্ট ভাবে েোন পদ্ধতি অবলম্বন করি নি । তবে ডেমো ট্রেড করছি এবং রিয়াল ট্রেডে ছোই ছোই ট্রেড করছি যাতে লস কম হয় । কেননা যদি বেশী লটে ট্রেড করে লোব করি নিমিশে সব শেষ হয়ে যেতে পারে ।
-
আমি ফরেক্স মার্কেট এ মাত্র ৪ মাস কাজ করছি। তাই আমি মার্কেট সম্পর্ক এ বেশি কিছু জানি না।যতটুকু জানি আমি ততটুকু মার্কেট এনালাইসিস করে ট্রেড ওপেন করার চেষ্টা করি।আমি মনে করি যে একজন ট্রেডা মার্কেট এনালাইসিস যত ভাল করে করতে পারবে সে ত বেশি ট্রেড করে সফল হবে।
-
ভাই আমি বেশি দিন হয় নাই ফরেক্স মার্কেটে এসেছি বর্তমানে আমি ডেমুতে প্রাক্টিস করতেসি লাইভ এ এখনও আসিনি প্রথম ২ মাসে আমি ২০% থেকে ৩০% ট্রেড প্রফিট করতে পারতাম কিন্ত ধীরে ধীরে এখন ৫০% ট্রেড প্রফিট করতে পারি সমস্যা হোল লাভের পরিমান অল্প এবং লস এর পরিমান বেশি
ও
-
আমি এখানে নতুন ট্রেড সম্পরকে কিছুই তেমন জানি না ডেমতে প্রাক্টিস করি এবং ফরামে কমেন্টস করি।এই বনাস দিয়ে ট্রেড করতে চাই।
-
আমি মনে করি ফরেক্স ট্রেডিং বাংলাদেশের একটা বৃহত্তম web সাইট। আর অন্য web সাইটের তুলনায় ফরেক্স একটা ভালো অবসথানে আছে এক মাত্র শধুই forex web সইটে অনেক ভাল ট্রেড করা যায়।
-
মুভিং এভারেজঃ
মুভিং এভারেজ হলো ফরেক্স ট্রেডারদের সবচেয়ে বেশি পছন্দনীয় একটি শক্তিশালী ইন্ডিকেটর। মুভিং এভারেজ দেখে ট্রেডে সহজভাবে এন্ট্রি নেয়া যায়। মুভিং এভারেজের হলো গড় প্রাইস। যেমন :- ডেইলি চার্ট ওপেন করে ১০০ মুভিং এভারেজ সেট করি, এর অর্থ হলো গত ১০০ দিনের ক্যান্ডলস্টিক চার্ট প্যাটার্নের গড় প্রাইস। দুটি মুভিং এভারেজের সমন্বয়ে ক্রসিং মুভিং এভারেজ ইন্ডিকেটর বানিয়ে ট্রেড করতে পারেন।আমি ব্যবহার করি ৫০/১৪।
টাইমফ্রেমঃ
ফরেক্স ট্রেডের জন্য টাইমফ্রেম একটি গুরুত্বপূর্ণ বিষয়। মেটাট্রেডার-৪ এ বিভিন্ন টাইমফ্রেম সন্নিবেশিত আছে। যেমন :- ৫মিনিট,১৫মিনিট,৩০মিনিট,১ঘন্টা,৪ঘন্টা সাপ্তাহিক এবং মাসিক টাইমফ্রেম।আপনার সুবিধামত ব্যবহার করতে পারেন। আমার মতে বড় টাইমফ্রেম ব্যবহার করা ভাল। তাতে ট্রেডিং সিগনাল কম পাওয়া যায় কিন্ত লস কম হয়।আমি ৪ ঘন্টার টাইমফ্রেম ব্যবহার করি।
-
ক্যান্ডেলস্টিক প্যাটার্ণ এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ । বিভিন্ন ওয়েব সাইটে নানা রকম এ্যানালাইসিস ও স্ট্রাটেজি পাবেন । আপনাকে অবস্যই কোন না কোন পদ্ধতি অবল্বন করতে হবে । আমি ট্রেড এর ক্ষেত্রে বেসি রিক্স নিনা ।
-
ফরেক্স মার্কেট এ হাজার ও ট্রেডিং স্ট্রেটিজি আছে। কিন্তু তাই বলে সব স্ট্রেটিজি দিয়ে আমরা ফরেক্স থেকে প্রফিট করতে পারব তা কিন্তু নয়। যে স্ট্রেটিজি দিয়ে আমরা ৬০-৭০ ভাগ প্রফিট করতে পারব সেটা দিয়ে আমরা ট্রেড করবে।
-
প্রত্যকেরই ট্রেড করার জন্য কোন না কোন ট্রেডিং সিস্টেম আছে। কারন কোন পদ্ধতি ছাড়া কেউ লাভ করতে পারে না। আমার ট্রেডিং সিস্টেম হলো প্রাইচ একশন ট্রেডিং। আমি অনেকগুলো পেয়ার নিয়ে এনালাইসিস করি। যেটা ভালো সিগ্নাল পাই সেটা ট্রেড করি।
-
আমি ব্যাক্তিগত ভাবে 'প্রাইস একশান' ট্রেডিং স্ট্র্যাটেজী ব্যাবহার করে ট্রেড করি৷এতে আমার ট্রেডিং চার্ট থাকে ইনডিকেটর মুক্ত পরিষ্কার ঝঁকঝঁকা তাই ট্রেন্ড এবং সাপোর্ট/রেসিসট্যান্স লেভেলগুলো দেখে বুঝে ট্রেডে এন্ট্রী করতে পারি৷অল্প হলেও নিয়মিত প্রফিট আসে৷'প্রাইস একশান' ট্রেডিং স্ট্র্যাটেজীর সঠিক ব্যাবহারে 90% একুরেসি আসে৷
-
আমি ফরেক্স মার্কেট এ নতুন কাজ করি । আমার ট্রেড সম্পর্কে ধরনা নেয় আমি এখন ও ট্রেড করিনি । তায় আমি বোলতে পারলাম না ।
-
আসলে ফরেক্স মার্কেটে যে কোন স্ট্যাটেজি ব্যবহার করুন না কেন সেটা সম্পূর্ণ ট্রেডারের উপর নির্ভর করে। আমি সাধারণত প্রাইজ একশন স্ট্যাটেজি বেশি ফলো করি। কারণ এটার মাধ্যমে আমি বেশ সফলতা অর্জনে সক্ষম হয়েছি। বিশেষ করে ট্রেডিং চার্ট, ইন্ডিকেটর এবং সাপোর্ট লেভেলগুলো দেখে বুঝে সঠিকভাবে ট্রেডে এন্ট্রি হতে পারি। আর এভাবে আমি বেশ সফলও হয়েছি। তাই আমার মনে হয় ফরেক্স মার্কেটে বেশির ভাগ ট্রেডার এই প্রাইজ একশন স্ট্যাটেজিটা সবচেয়ে বেশি ব্যবহার করে।
-
পদ্ধতিতো তিন ধরনের তবে আমি ব্যবহার করি রেনজিং পদ্ধতি । কারন এটা সচরাচর আমার কাছে বেশ ভালই মনে হয় । আর ট্রেডিং এর একিউরিসির ব্যপারটা হল যে এখানে কেহই ১০০% গ্যারান্টি সহকারে বলতে পারবেনা যে আমার সিস্টেম একশত ভাগ একিউরিসি প্রদান করে থাকে । তবে আমার একিউরিসি কখনও ৬০, ৪০, ৭০% একেক সময় একেক রকম হয় ।
-
আমি মুভিং এভারেজ এবং ফিবোনাচ্চি ব্যবহার করি আর সাথে থাকে আর এস আই। তাতে মোটমুটি ভালোই হয় তবে আমার মনে হয় প্রাইজএকশনটা বেশী কাজ করে কারন সরাসরি চার্ট বোঝা যায় সুতরাং আমিও প্রাইজ একশন নিয়ে কাজকরার চেস্টা করছি। আমি আসলে ফরেক্স এ নতুন আমি এখন শিখছি। তবে আমার মনে হয় আমার আরও সময় নিয়ে শিখতে হবে এখনও রিয়েল ট্রেড করার মত প্রস্তুত হইনি আশা রাখি আরও ২-৩ মাসের ভিতর ভাল মুভমেন্ট যাবো রিয়েল ট্রেড এ।
-
ফরেক্স মার্কেট এ হাজার ও ট্রেডিং স্ট্রেটিজি আছে। কিন্তু তাই বলে সব স্ট্রেটিজি দিয়ে আমরা ফরেক্স থেকে প্রফিট করতে পারব তা কিন্তু নয়। যে স্ট্রেটিজি দিয়ে আমরা ৬০-৭০ ভাগ প্রফিট করতে পারব সেটা দিয়ে আমরা ট্রেড করবে।
-
ভাই আমি টেকনিক্যাল ট্রেডিং করি। তাই শুধু এতটুকু বলতে চাই, এখানে আপনি কারও সাথে কারও ট্রেডিং পদ্ধতি মেলাতে পারবেন না। কারন দীর্ঘদিন অথবা সামান্য দিন ট্রেড করার পর সবার মাঝেই কোন না কোন একটা পদ্ধতি অটোমেটিক্যালী তৈরি হয়ে যায়। কেউ সেটাকে কিছুুদিন ব্যবহারের পর ভাল না লাগলে বাদ দিয়ে দেয়, আবার কেউবা দেখবেন যে সেটাকেই ডেবলাভ করে ট্রেডিং অব্যহত রাখেন।
-
আমি এখন পর্যন্ত যে স্ট্রাটেজি ব্যবহার করে থাকি তা হল মিক্স। মানে কিছু ইন্ডিকেটর আছে তার সাথে প্রাইস একশন এবং একই সাথে বিভিন্ন প্যাটার্ন- সাল্পাই/ডিমান্ড ইত্যাদি সব কিছু মিলেয়ে একটা জগাখিচুড়ী স্ট্রাটেজি আমার। এখন পর্যন্ত উইন রেশিও ৯৩% কিন্তু কাজের কাজ কিছুই হয় না। এক মাস প্রফিট করলে তিন মাস লুজার।
-
আমি মূলত কোনো নির্দিষ্ট ট্রেডিং পদ্ধতি ব্যবহার করিনা। নিজের মতো মার্কেট এনালাইসিস করে ট্রেড করে যাই।একজন ভাল ট্রেডার যদি ফরেক্সএ ভার করতে চায় তাহলে আপনাকে অবস্যই কোন না কোন পদ্ধতি অবল্বন করতে হবে । আপনি বিভিন্ন ওয়েব সাইটে নানা রকম এনালাইসিস ও স্ট্রাটেজি পাবেন ।
-
আসলে ঐ ভাবে আমি কোন বিশেষ ট্রেডিং পদ্ধতি ব্যাবহার করি না আমি আমার ট্রেডিং বিষয়ক জ্ঞান এবং অভিজ্ঞতার আলোকে মার্কেট মূল্যায়ন বা অ্যানালাইসিস করে তার পর ফরেক্সে ট্রেড করি এবং এখন প্রর্যন্ত তাতে করে আমি বেশ ভাল প্রফিটের দেখা পেযেছি।
-
আমি ফরেক্স মার্কেট এ একটা ট্রেডিং সিস্টেম এ ট্রেড করি সেই ট্রেডিং সিস্টেম এ ১০ টা ট্রেড করলে ৫ টা থেকে ৭ ট্রেড লাভ থাকে কোন কোন সময় আরও বেশি লস হয় কিন্তু আমি বেঁচে যায় কারন আমার ১ঃ৩ রিস্ক রেওয়াড বেশি না থাকলে ট্রেড করি না এই কারন এ আমি যাই করি না কেন মাস শেষ এ আমার লাভ এ থাকে ট্রেড
-
ফরেক্স মার্কেটে আমি বেশিরভাগ সময়ই টেকনিক্যাল এনালাইসিস এর উপর ভিত্তি করে পজিশন ওপেন করি। এতে একুরেসি প্রায় ৪৫-৬৫%। তবে ঈলিয়ট ওয়েভ এনালাইসিস এ একুরেসি প্রায় ৭০-৭৫%। এইজন্য এই এনালাইসিস এর উপর বেশি ভরসা করি। আর টেকনিকাল আর ফান্ডামেন্টাল এর সাথে কম্বাইন্ড করে মুটামুটি ভালই ট্রেড করা যায়। তবে একাউন্ট ব্যালেন্স কম হওয়ায় প্রত্যাশা পুরন হয় না।
-
আমি ফরেক্স মার্কেটে আগে অনেক ইন্ডিকেটর দেখে ফরেক্স মার্কেটে ট্রেড করতাম কিন্তু ইন্ডিকেটর দিয়ে ফরেক্স ট্রেড করে সফলতা বা প্রফিট করতে পারি নাই তাই আমি এখন ফরেক্স মার্কেটে ট্রেন্ড লাইন দেখে ফরেক্স মার্কেটে ট্রেড করি ।
-
একজন নতুন ট্রেডার সহজেই নিজের একটা পদ্ধতি তৈরি করতে পারেনা । কারণ একটা ভালো ও নির্ভরযোগ্য পদ্ধতি গড়ে তোলার পিছনে রয়েছে অনেক শ্রম চেষ্টা এবং বিচক্ষণতা ও অভিজ্ঞতা । ফরেক্সে একটা ভালো স্ট্রাটেজি গঠন করতে পারলে আমি অনেক বেশি উপকৃত হবে । আমার এখনো অনেক শেখার বাকি আছে তাই আমি অভিজ্ঞতা অর্জন করার পরেই একটা ভালো পদ্ধতি তৈরী করব ইনশাআল্লাহ ।
-
আমি মূলত কোনো নির্দিষ্ট ট্রেডিং পদ্ধতি ব্যবহার করিনা। নিজের মতো মার্কেট এনালাইসিস করে ট্রেড করে যাই।একজন ভাল ট্রেডার যদি ফরেক্সএ ভার করতে চায় তাহলে আপনাকে অবস্যই কোন না কোন পদ্ধতি অবল্বন করতে হবে । আপনি বিভিন্ন ওয়েব সাইটে নানা রকম এনালাইসিস ও স্ট্রাটেজি পাবেন ।