-
লোভ শুধু খারাপ নয় অতিরিক্ত খারাপ । লোভ আমাদেরকে এমনভাবে ধ্বংস করে যেন জ্বলন্ত সিগারেট আমাদের ভিতরে আস্তে আস্তে শেষ করে দেয় । ফরেক্স ব্যবসায় বেশিরভাগ ট্রেডারই আসে লোভ করার মাধ্যমে । লোভ আমাদের একাউন্ট শূন্য করার জন্য অত্যন্ত বেশি ভূমিকা পালন করে । ফরেক্স ব্যবসায় লোভ করা মানে নিজেকে এই মার্কেট হতে অনেকদূর সরিয়ে নেয়া । কারণ লোভ এমন একটা জিনিস যেটা সবাই সহজে নিয়ন্ত্রন করতে পারেনা । তাই লোভহীন মানষিকতা গড়ে তোলার মাধ্যমে ট্রেড করুন । ফরেক্স ব্যবসায় লোভ করার অর্থ হল নিজেকে শেষ করে দেয়া ।
-
ফরেক্সে আসার আগে আপনি যদি সব কিছু ভাল করে শিখেন । তারপর ফরেক্স এ আসেন তাহলে আপনার সময় গুলোর মূল্য আপনি পাবেন । আর আপনি যদি লোভ করে থাকেন তবে আপনাকে বেশির ভাগ সময় লস করতে হবে । লোভি ট্রেডাররা বেশি দিন ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেনা । তার জন্য আপনি যদি মানি ম্যানেজমেন্ট ভাল ভাবে করেন তাহলে আপনি সফল হতে পারবেন ।
-
ফরেক্স এ লোভ করা যাবে না কথায় আসে লোভ এ পাপ আর পাপ এ মিত্তু । লোভ হচ্ছে মানুষের একটি অত্যবশ্যকিয় বদ গুন । তো যে কোন কাজ বা যে কোন ব্যবসাতে যদি আপনি লোভ করেন তো সেই কাজ বা ব্যবসাতে লস করার সমুহ সম্ভাবনা থাকে ।তাই আপনি ভুলেও ফরেক্স এ লোভ করবেন না
-
ফরেক্স বিজনেস করার শময় লোভ করা যাবে না তাহলে লস হয়এর শম্ভবনা আসে। তাই ফরেক্স বুসিনীস ভালভাবে বুজে করতে হবে। তাহলে শুফল আসবে।
-
ফরেক্সে লোভ করা যাবে না। কারণ লোভ করলে আপনার একাউন্ট হারিয়ে যাওয়ার রিস্ক আছে। বিভিন্ন কারণে আপনার একাউন্ট মুছে যেতে পারে
-
জীবনে কখনোই লোভ করতে নাই। আপনার যা আছে তা নিয়েই সন্তুষ্টি থাকুন। তাতেই জীবনের সার্থকতা। লোভ থেকে দুরে থাকাই ভাল। আপনার কাছে ১০০ টাকা আছে, আপনি যদি আশা করেন যে, এই ১০০ টাক দিয়ে ১০০০ টাকা ইনকাম করবেন। তাহলে আমি বলব অবশ্যই আপনি পারবেন। তার জন্য আপনাকে ধৈর্য্য ধারন করতে হবে। কিন্তু আপনি যদি ভাবেন যে, এই ১০০ টাকা দিয়ে ১ দিনেই ১০০০ টাকা ইনকাম করবেন। সেটা হল আপনার বোকামী। এই বোকামীই হল লোভ। ১০০ টাকা দিয়ে কখনোই ১ দিনে ১০০০ টাকা ইনকাম করা সম্ভব নয়। এটাকে ইনকাম বলে না এটাকেই বলা হয় লোভ। আপনি লোভ করেছেন তো মরেছেন। ফরেক্স ই একমাত্র ব্যবসা যেখানে লোভের কোন স্থান নেই।
-
কথায় আছে লোভে পাপ পাপে মৃত্যু ,ফরেক্স মার্কেটে লোভ করা যাবেনা লোভ করলে লসের সম্বাবনা বেশি থাকে । কারণ আপনি লাভ করার পর যখন দখেলেন মার্কেট আরো বাড়ছে তখন একটা ট্রেড অপেন করলেন সাথে সাথে ট্রেড আপনার নেগেটিভ চলে গেছে ।
-
ফরেক্স মার্কেটে লোভ করা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। তাই সবাইকে বলতে চাই লোভ থেকে বিরত থাকবেন।
-
পৃথিবীতে যত গুলো খারাপ গুন আছে তার মধ্যে অন্যতম হলো লোভ।আর লোভ হলাে খুব খারাপ একটা দিক।ফরেক্স করতে গেলে সেই লোভকে সামলে চলতে হবে।আমরা যদি লোভ এড়িয়ে বা সামলে সামনের দিকে যেতে পারি তাহলে আমরা জীবনে সাফল্য অর্জন করতে পারবাে। আর যেকোন ব্যবসা করতে হলে লাভ করা যাবেনা।লোভে পাপ পাপে মৃতু।তাই কখনোই লােভ করা যাবেনা।ফরেক্স মার্কেটে আপনি লোভ যত কন্টোল করবে ততাে সাফল্য অর্জন করতে পারবেন।ধন্যবাদ
-
বেশি লাভ করার আশা করলেই লসের সম্ভাবনা থাকে
-
লোভবিহীন ট্রেড করুন , জীবনে জয় লাভ করুন । কথায় আছে , আগে লোভ ছাড়ুন পরে কাজ ধরুন । সুতরাং আমি বলব , লোভ করছেন তো মরছেন কথাটা চিরন্তন সত্য । ফরেক্স ব্যবসা করে আমি অনেক পিছনে উদ্দেশ্যই হল লোভ । আগে লোভ ছাড়তে হবে তারপর এই ফরেক্স ব্যবসা করতে হবে ।
-
লোভ করা মহা পাপ। লোভ একজন মানুষকে শেষ করে ফেলে।ফরেক্স মার্কেটে লোভের জন্য কোন জায়গা নেই কারন আ্পনার মধ্যে যদি লোভ নিয়ন্তন করার মত মানসিক শক্তি না জাগ্রত হয় তবে ধরে রাখুন লোভ খুব তারাতারি আপনার একাউন্টটি জিরো করতে আপনাকে সাহায্য করে ফরেক্স মার্কেটে আপনার যে অবস্থান আছে তা কেড়ে নিবে। তাই আমাদের উচিত লোভ তেকে বিরত থাকা।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড এর ক্ষেত্রে লোভ এর কোন স্থান নাই।ফরেক্স মার্কেট এ ট্রেড করে লোভ করলে আমরা ফরেক্স মার্কেট এ টিকে থাকতে পারবোনা।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য এবং ফরেক্স মার্কেট এ সফল হওয়ার জন্য আমাদের কে ফরেক্স মার্কেট থেকে আমাদের লোভ কে কন্ট্রোল করতে হবে।ফরেক্স মার্কেট এ লোভ করলেন তো মরলেন।বলা যাই যে লোভে পাপ পাপে মরন।তাই ফরেক্স মার্কেট এ ট্রেড করে বেশি আসা না করাই আমাদের জন্য ভালো হবে।
-
যে কন কিছুতে আপনি লোভ করলেন ত আপনি মনে করেন আপনার মৃত্যু অবধারিত। তাই আপনি যদি মনে করেন যে আপনি ফরেক্স মার্কেট করে একবারে বড়লোক হতে চান তাহলে আপনার এই লোভটা আপনাকে সর্বশান্ত করে চারবে। কারন ফরেক্স মার্কেটে জারা অতিরিক্ত লোভ করে তাদের একাউণ্ট জিরু হতে খুব একটা সময় লাগে না।
-
কথায় আছে লোপে পাপ অার পাপে মৃত্যু । তবে ফরেক্স মার্কেটে লোপের কারণে পাপ হয়না ঠিকই তবে আপনার মৃত্যু হবে এটা সুনিশ্চিত । এই মৃত্যু মানে আপনার শরীরের মৃত্যু না । এই মৃত্যু হলো আপনার অ্যাকাউন্টের মৃত্যু । যার ফল সরুপ আপনার ফরেক্স ক্যারিয়ার ধ্বংস হয়ে যেতে পারে ।
-
আমি মনে করি ফরেক্স মার্কেটের জন্য লোভ হল একটি বর্জনীয় গুন।যে ফরেক্স এ আছেন এবং লোভ রয়েছে সে তাড়াতাড়ি মন থেকে লোভকে সরিয়ে ফেলুন।গতিশীল ফরেক্স মার্কেটে কখনও মার্কেট উপরে আবার কখনও উপরে ওঠে।আপনি উপরে ওঠা দেখে বাই নিতে পারেন এবং লাভভও হতে পারে।পরে লাভ দেখে আপনি আবার দ্বিগুণ লটে বাই ধরলেন কিন্তু এবার মার্কেট ডাউন হল। অর্থাত মার্কেট আপনারর বিপরীতে গেল।
-
আমি ফরেক্স মার্কেটে এসে লোভে পড়ে যায় তাই আমি লসের সম্মুখীন হয়। এটা এই জন্য বললাম আমার লসের প্রতিটা করন হল লোভ মানি মেনেজম্যেন্ট না মেনে ট্রেড করার কারনে আমি বড় বড় ট্রেড করতাম আর বিশার লসের সম্মুখীন হতাম এবং সব সময় চিন্তা করতাম একটা লাভ করতে পালেই অনেক ডলারের মালিক হতে পারব। এটা আমার বাস্তব অভিজ্ঞাতার কথা বললাম। একটা কথা আছে লোভে পাপ, পাপে মৃত্যু।
-
ফরেক্সে যে দুইটি জিনিসকে আমাদের থেকে দূরে রাখতে হবে তা হল লোভ ও আবেগ । যদি আমরা অতি অল্প দিনে ধনী হওয়ার জন্য বেশি করে ট্রেড ওপেন করি আর সেটা বড় লটে ।তাহলে আমাদের ব্যালেন্স জিরো হতে বেশি সময় লাগবে না ।তাই আগেই সাবধান ।
-
ফরেক্স মার্কেটের জন্য লোভ হল একটি বর্জনীয় গুন।যে ফরেক্স এ আছেন এবং লোভ রয়েছে সে তাড়াতাড়ি মন থেকে লোভকে সরিয়ে ফেলুন।গতিশীল ফরেক্স মার্কেটে কখনও মার্কেট উপরে আবার কখনও উপরে ওঠে।আপনি উপরে ওঠা দেখে বাই নিতে পারেন এবং লাভভও হতে পারে।পরে লাভ দেখে আপনি আবার দ্বিগুণ লটে বাই ধরলেন কিন্তু এবার মার্কেট ডাউন হল। অর্থাত মার্কেট আপনারর বিপরীতে গেল।তাহলে লোভের জন্যই কিন্তু এমনটি হল।তাই ফরেক্স করতে হলে ঝোকের নেশায় না মজে প্রতিটি ট্রেড সঠিক অ্যানালাইসিস করে নেবেন।অন্যথায় লোভ করলে মরতে হবে।
-
ফরেক্স মার্কেট আন্তর্জাতিক অনলাইন মার্কেট এই খানে যেকেই ব্যাবসা করতে পারে। এই মার্কেট ট্রেড আপনাকে লোভ ত্যাগ করতে হবে কারন আপনি মনে করলেন যে লোভে বড় ভলিউমে ট্রেড করলেন মার্কেট আপনার বিপরীতে গিয়ে একাউন্ট জিরো করে পেললেন। তাই অতিরিক্ত কিছু নাকরে নিয়ম মাপিক ট্রেড করলে লাভ করা যায়।
-
কথাই বলে লভে পাপ আর পাপে মৃতু। ফরেক্স মারকেটে যে জত লভ করবে সে তত তারাতারি শেষ হবে। এজন্য লভ করা যাবে না যততুকু আশা করবেন বা ট্রেড ধরেছেন ততটুকু পাবেন। আর লসের এক্টি বর কারন হল লভ। লভকে যতুটুকু পরিহার করবেন ততই আপ্নি লাভ করবেন। তাই লভকে পরিহার করুন ভাল ফল পাবেন।
-
ফরেক্স বলে না আপনি যেই কাজ ই করুন না কেন আপনাকে লোভ থেকে দূরে থাকতে হবে । কথায় বলে না "লোভে পাপ পাপে মৃত্যু" । তাই আপনি যদি সফল ট্রেডার হতে চান তাহলে আপনাকে মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করতে হবে । আপনি যদি লোভের বশে বেশি লট এ ট্রেড ওপেন করেন তাহলে আপনার ঝুকি বেড়ে যাবে এবং আপনি আপনার পুজি হারাতে পারেন ।
-
হ্যা আমি কেন যে কেউই আপনার সাথে একমত হবে । আমরা সবাই জানি যে লোভে পাপ আর পাপে মৃত্যু । আর ফরেক্স মার্কেটে আপনি লোভ করলেন তো মরলেন । লোভের বসে ট্রেড করলে মার্কেট যদি একবার আপনার বিপরীতে যায় তাহলে *আপনার ব্যালেন্স শূন্য হতে সময় লাগবে না । মানি ম্যানেজমেন্ট, মার্কেট এ্যনালাইসিস এবং অভিজ্ঞতা ছাড়া মার্কেট থেকে আয় করা খুবই কঠিন । ধন্যবাদ ।।
-
লভ কর*বেন তো মর*বেন এটা ঠিক ফওরক্স এ কাজ কর*তে হ*লে লোভ অবশ্যই কন্টল করতে হ*বে নয়ত কাজ করা অসম্ভব হ*য়ে পড়*বে । এর জন্য কায় আ*ছে লো*ভে পাপ পা*পে মৃত্যু। তাই অ*তি*রিক্ত লোভকেরা ভা*লো নয় অল্প কাজ ক*রুন সি*মিত আয় করুন। এবং সবাই*কে আয় কর*তে শিখান।
-
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে হলে আমাদের ফরেক্স ট্রেডিং করার সময় লোভ পরিহার করতে হবে তাহলে ফরেক্স মার্কেট এর ট্রেডিং করে ভাল প্রফিট না হয়ে ব্যালেন্স জিরো হয়ে যায়,তাই আমাদের ভাল করে ফর্ক্স মার্কেট এর ট্রেডিং করতে হয়,তাহলে ফরেক্স থেকে প্রফিট করা যায় ফর্ক্স ভাল একটি ব্যাবসা।
-
লোভ একটা মানষিক ব্যাধি । এটা সকল মানুষের মধ্য কম বেশি বিদ্যমান । আমি মনে করি যে ফরেক্স মার্কেটে প্রত্যকটা ট্রেডারই কম বেশি অন্তত একবার হলেও লোভের কারণে নিজের ট্রেডিং এর ক্ষতি করেছে । আমি ফরেক্সের একটা পরিসংখ্যানে দেখেছিলাম যে বেশিরভাগ ট্রেডারই তাদের একাউন্ট লস করে শুধু মাত্র অতিরিক্ত মাত্রায় লোভের কারণে । আর এটা আসলে পরিত্যাগ করা সহজ কাজ নয় তবে আমাদের উচিত হবে এটা নিয়ন্ত্রের চেষ্টা করা ।
-
ফরেক্স এ লোভের মত কোনো শত্রু নেই, লোভ যে এত ভয়ঙ্কর তা আপনি চিন্তা ও করে দেখতে পারেন না, লোভ আপনাকে যেকোনো সিধান্ত নিতে ভুল করবে, আপনি ভেবেও নিতে পারেন না যে, লোভ আপনাকে ট্রেডিং এ কতটা ক্ষতি করতে পারে. আপনি লোভের বসে আপনার তাকে প্রফিট সরিয়ে নিতে ওয়ারেন, যা পরে আপনাকে কম লাভ অথবা ক্ষতির দিকেও ধাবিত করতে পারে.
-
আমি আপনার সাথে একমত।কারন ফরেক্সে লোভ করলে কিছু পাওয়ার চাইতে কিছু হারাতে হবে।কারন ফরেক্সে কোনোরকম লোভ,ইমোশন,অনুনয় বিনয় করে মার্কেটের পরিবর্তন নিজের দিকে নেওয়া সম্ভব না। বরং সমস্ত লোভ, ভয়, ইমোশন দূর করে নিজজের দক্ষতাকে কাজে লাগিয়ে ট্রেডিং করতে পারলে কিছু পাওয়া যেতে পারে।
-
লোভ এমন একটা মারাত্তক বিষয় যেটা শুধু ফরেক্স ব্যাবসা না যে কোন ব্যাবসার জন্য মারাত্তক বিপদজনক একটা বিষয়।প্রতিদিন অসংখ্য ফরেক্স ট্রেডার ঝরে যায় শুধুমাত্র লোভের বশবর্তী হয়ে ট্রেড করার কারনে।তাই আমাদের অবশ্যই লোভ থেকে দূরে থাকতে হবে।
-
ফরেক্সে কাজ করতে গেলে আপনাকে কখনো লোভ করা যাবে না । ফরেক্সে লোভ করলেন তো মরলেন । তাই আমাদের উচিত হবে ফরেক্সে কাজ করার সময় কেউ জেনো লোভ না করি । আমাদের সবার মনে রাখতে হবে ফরেক্সে লোভ করলেন তো মরলেন ।
-
লোভ সব সময় মানুষের ধ্বংসের দিকে নিয়ে যাই। ফরেক্সের ব্যবসাই লোভ খুব খারাপ জিনিস। ফরেক্সে ব্যবসা করতে হলে সব সময় লোভ থেকে বিরত থাকতে হবে। আপনি যদি ফরেক্সে লোভ করে ট্রেড করে থাকেন তাহলে অল্প সময়ের মধ্যে ধ্বংস হয়ে যাবেন। তাই লোভ থেকে সব সময় বিরত থাকতে হবে।
-
আমি মনে করি লোভ ফরক্স ট্রেডিং এর সবচেয়ে বড় শত্রু । লোভ করলে আপনি ফরেক্স ট্রেডিং এ টিকে থাকতে পারবেন । আপনি নিজেও অনেক সময় লোভ করে ফেলি । ফলে বার বার লসের সম্মুখীন হই । আমি মনে করি আমাদের সবার লোভ থেকে দূরে থাকা উচিত । তাহলেই সফল হতে পারব ।
-
আমি মনে করি ফরেক্স মার্কেটের জন্য লোভ হল একটি বর্জনীয় গুন।যে ফরেক্স এ আছেন এবং লোভ রয়েছে সে তাড়াতাড়ি মন থেকে লোভকে সরিয়ে ফেলুন।গতিশীল ফরেক্স মার্কেটে কখনও মার্কেট উপরে আবার কখনও উপরে ওঠে।আপনি উপরে ওঠা দেখে বাই নিতে পারেন এবং লাভভও হতে পারে।পরে লাভ দেখে আপনি আবার দ্বিগুণ লটে বাই ধরলেন কিন্তু এবার মার্কেট ডাউন হল। অর্থাত মার্কেট আপনারর বিপরীতে গেল।তাহলে লোভের জন্যই কিন্তু এমনটি হল।তাই ফরেক্স করতে হলে ঝোকের নেশায় না মজে প্রতিটি ট্রেড সঠিক অ্যানালাইসিস করে নেবেন।অন্যথায় লোভ করলে মরতে হবে।
-
কথায় আছে লোভে পাপ আর পাপে মৃত্যু ফরেক্স ও ঠিক তেমনই ব্যবসা যেখানে লোভ করলেন তো মরলেন লোভ আমাদের সবার ই কম বেশি সকলের ই আছে তবে ফরেক্স ট্রেডিং এ এমন লোভ মোটেও করা যাবে না ইমুশনকে কন্ট্রোল করতে হবে ফরেক্স এ ভাল করতে হলে অবশ্যই ট্রেড বুঝে অর্ডার করতে হবে মার্কেট সবসময় আপনার অনুকুলে থাকবেনা এটাই স্বাভাবিক তাই লোভ বর্জন করে আমাদের ভাল ট্রেডার হওযার চিন্তা করা উচিত
-
সোজা কথা লোভে পাপ পাপে মৃত্যু। প্রচলিত সত্য। তাই আগে নিজের লোভ নিয়ন্ত্রন করতে শিখুন নতবা আম ও ছালা ও যাবে তাই লোভ করবেন না।
সবার প্রতি শুভকামনা রইল যেন সবাই ঠিকে থাকতে পারেন।
-
ফরেক্স মার্কেটে লোভ এমনই ভাইরাস যা আপনাকে এই মার্কেট থেকে বড় ধরনের লসের মধ্যদিয়ে বিদায় নিতে বাধ্য করতে পারে সেই কারনে সব সময় নিজের ট্রেডিং দক্ষতা,অভিজ্ঞতা এবং ট্রেডিং কেৌশলের আলোকে ট্রেড করার অভ্যাস গড়ে তুলতে হবে তা হলেই আপনি এখানে সফলতার সাথে টিকে থাকতে পারবেন।
-
ফরেক্স মার্কেটে একজন ট্রেডারের প্রধান শত্রু হচ্ছে লোভ। লোভ করলেন তো মরলেন। ফরেক্স মার্কেটে লোভ করা কখনই উচিত নয়। ফরেক্স মার্কেটে লোভ করে ট্রেডিং করলে তা কখনই ভাল ফলাফল বয়ে আনবে না। ফরেক্স মার্কেটে সফল হতে চাইলে আগে মার্কেটে টিকে থাকতে হবে। কিন্তু যদি কোন ট্রেডার লোভ করে ট্রেডিং করতে থাকে তাহলে অল্প দিনেই সব বিনিয়োগ হারাবার ভয় থাকে। তাই কখনই লোভ করা উচিত নয়।
-
লোভ করলেন তো মরলেন কথাটা আসলেই সত্য।আমাদের বেশি লোভ করা উচিত না।কথায় আছে অতি লোভে তাতি নষ্ট।আনাদের সবসময় এই কথাটা মাথায় রেখে কাজ করা উচিত।অতিরিক্ত লোভ মানুষ্কে খারাপ পথে নিয়ে যাই।তাই আমাএর সবসময় উচিত যেকোন কিছু ঠিক যতোটুকু দরকার ঠিক ততটুকুই করা। বেশি লোভ করলে তার ফল কখনই ভালো হয় না।
-
লোভ জিনিষটা ফরেক্স এ সীমাবদ্ধ রাখা অনেক জরুরি.কারণ লোভ মানুষকে practically চিন্তা থেকে বিরত রাখে.তখন মানুষের মাথায় এক ধরনের প্রেসার এসে পরে কে অনেক ইনকাম করতে হবে.এই অনেক পরিমান ইনকাম তারা করতে গিয়ে তারা বহুল করে ফেলে.তাই ট্রেডিং এ লোভ জিনিস সীমার মধ্যে থাকায় ভালো.লোভ আপনাকে লাভ করার জন্য আগ্রহী করবে কিন্তু অতি লোভ ভালো না.
-
ফরেক্সমার্কেটে কখনো লোভ করা যাবে না। এখানে লোভ করতে গেলে লসের সম্মুখীন হবে। আপনি ধীরে ধীরে অনালাইসের মাধ্যমে এগিয়ে গেলে প্রফিট পাওয়ার সম্ভবনা রয়েছে। এর জন্য সবচেয়ে বেশী যে জিনিস টা প্রয়োজন তা হলো মার্কেট এর মুভমেন্ট ভালো করো বুঝতে হবে। তবেই আপনি সফলতার মুখ দেখতে পাবেন ।