-
ফরেক্স সম্পরকে অভিজ্ঞতা অরজন করে আমি ফরেক্স মার্কেটে অনেক দিন ধরে ফরেক্স ডেমো করছি ডেমো করার পর ফরেক্স সম্পরকে ভাল জ্ঞান অরজন করে ফরেক্স মার্কেটে আমি ট্রেড করতে আসি আর আমার প্রথম ট্রেড করি আমি একটি পেয়ারে একটি ট্রেড ওপেন করি ০।১০ ডলার দিয়ে আমি একটি ট্রেড ওপেন করি।
-
আমি আমার প্রথম ট্রেড ওপেন করি .৫০ লটে ।তবে এই ট্রেডটি আমার ফরেক্স জীবনের প্রথম ট্রেড ছিল তাই আমি এটিকে অনেক উপভোগ করেছেলাম এবং ৫০ ডলার লাভ করেছিলাম । আর এটি হয়ছিল আমার না জানার কারনে কারন আমি সেই সময় নতুন ছিলাম ।তবে বর্তমানে এরকম লটে ট্রেড ওপেন করি না । কারন আমার পুঁজি অনুযায়ী মানিম্যানেজম্যানট করে ট্রেড করি।
-
ফরেক্স মার্কেট এ একটি জরুরি বিষয় হচ্ছে লট এর ব্যাবহার। আপনি যদি ভাবে লট এর ব্যাবহার কোরতে পারেন তাহলে আপনি ফরেক্স মার্কেট থেকে ভালো এমাওউন্ট আয় কোরতে পারবেন। আপনি যদি বেসি বেসি লট দিয়ে ট্রেড করার সেস্টা করেন তাহলে আপনার লসও বেসি হবে।আমাদের প্রথম ট্রেড এর বেলায় আমরা সবাই একটু বুদ্দি খাটিয়ে সঠিক এনালাইসিস এর মাধ্যমে ট্রেড টা করতে চাই।আমি প্রথমে ০.০১ লটে ট্রেড করেছিলাম।
-
আমি ফরেক্সমারকেটে প্রথম অবস্থায় বেশি ডিপজিট করতে পারিনি আর কারন প্রথম অবস্থায় ফরেক্স মারকেটে বেশি ডিপজিট করা উচিত না তাই আমি মাত্র ১০০ ডলার দিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড শুরু করি আর আমি টড়েড ওপেন করি মাত্র ০।১০ ডলার দিয়ে ফরেক্স মারকেটে ট্রেড ওপেন করি।
-
ফরেক্স এ আমার প্রথম ইনভেষ্ট ছিল ১০ ডলার। তাও আমার মামা আমাকে দিয়েছিল। আমি সেই ১০ ডলার দিয়ে সর্ব প্রথম .০১ সেন্ট ট্রেড করেছিলাম। এবং প্রফিট করেছিলাম প্রায় .৪০ সেন্ট এর মত। সেই ১০ ডলার দিয়ে আমি ৮ ডলার ইনকাম করেছিলাম। সবে কিছু দিন ট্রেড করার পর আমার আসল এবং লাভ সবই চলে গেল। তখনই আমার ফরেক্স যুদ্ধে নেমে পড়া যে, আমাকে ফরেক্স শিখতেই হবে। সেই থেকে আমার ফরেক্স এ পথ চলা শুরু। এ ঘটনা আজ থেকে প্রায় ৪ বছর আগের।
-
ফরেক্স এ আম্র জাত্রা সুরু ৫৪.৪০ এ একটি অ্যাকাউন্ট দিয়ে । আমি প্রথম দিন ১ ডলার ভলিউম দিয়া ত্রাদে করি কিন্তু আমি ০.০০ তে মার্কেট ক্লোজ করি । আমি ভয় পাচ্ছিলাম তাই এর মার্কেট করতে পারি নি । পরে আমি আকজন বড় ভাই এর কাছে জাই এবং সা মাকে বলে ০.০৫ সেন্ট দিয়া ত্রাদে করতে । তখন নতুন হওয়ায় প্রচন্ড ভয় হচ্ছিল।পরবর্তীতে অবশ্য লট বাড়িয়ে নিয়েছিলাম।
-
আমি যখন ফরেক্সে সর্বপ্রথম ট্রেড করি সেই সময় আমার লস সেট করা ছিল মোট ০.০৬ আর সেই লট সেট করে আমি ট্রেড করে সেখান থেকে মোট ৯ ডলার প্রফিট করেছিলাম।
-
আমি ট্রেড ওপেন করেছিলাম ০.০১ লটে । তাও আবার মাইক্রো একাউন্টে । প্রথম কয়েকটাতে কিছু সেন্ট লাভ করে তাতেই আনন্দে আত্মহারা হয়ে যাই । আর প্রথম দিন মোট ৬০ টি ট্রেড করেছিলাম । যদিও এখন দিনে ২ থেকে ৩ টা ট্রেড করি ।
-
আমি ফরেক্স মার্কেটে যখন নতুন আসছিলাম তখন আমি ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানতাম না ফরেক্স সম্পর্কে অনেক কিছু অভিজ্ঞতা ছিল না তাই আমি ফরেক্স ট্রেড করার যখন প্রথমে ডিপজিট করি তখন আমি ফরেক্স ভলিওম দিয়ে ট্রেড করি ০।১০ ডলার দিয়ে ফরেক্স ট্রেড ওপেন করি ।
-
প্রথম কোন কিছুর কপ্তহা কাঁর না মনে থাকে বলেন । আমার প্রঠম ট্রেড করার কথা খুব ভালোভাবেই মনে আছে । আমি যখন প্রথন রিয়াল ট্রেড করি তখন আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল । খুব ভয়ে ভয়ে আল্লাহর নাম নাম নিয়ে ট্রেড করি । তবে প্রথম ট্রেডে আমি লাভ করতে পেরেছিলাম আর টাই হচ্ছে বড় ব্যাপার । তবে দুর্ভাগ্যের কথা হচ্ছে প্রথম ট্রেডে লাভ করলেও আমি আমার প্রথম একাউন্টটি ধরে রাখতে পারিনি ।
-
প্রথমে আমি ট্রেড করতে খুব বেশি ভয় পাচ্ছিলাম । খুব দ্বিধা দ্বন্দ্বে ছিলাম । ট্রেড করব না আরও পরে করব এ ইয়ে খুব চিন্তিত ছিলাম । একদম সাহস পাচ্ছিলাম না । শেষ পর্যন্ত অনেক ভয়র ভইয়ে আমি আমার প্রথম ট্রেড টি ছিলাম । আর আমার প্রথম ট্রেড টির লট সাইজ ও ছিল খুব অল্প । আমার প্রথম ট্রেডের লট সাইজ হচ্ছে ০.০২।
-
ফরেক্স মার্কেট এ একটি জরুরি বিষয় হচ্ছে লট এর ব্যাবহার। আপনি যদি ভাবে লট এর ব্যাবহার কোরতে পারেন তাহলে আপনি ফরেক্স মার্কেট থেকে ভালো এমাওউন্ট আয় কোরতে পারবেন।রিয়াল মার্কেটে অাপনি কত লট দিয়ে ট্রেড ওপেন করবেন তা নির্ভর করে পুরোপুরি ভাবে আপনার ট্রেডিং দক্ষতার উপর কারন আপনার অবশ্যই আপনার ব্যালেন্সের দিকে খেয়াল রেখে তার পর ট্রেডিং লট নির্ধারন করা উচিত। আমি রিয়াল মার্কেটে সর্ব প্রথম ০.০১ লট দিয়ে ট্রেড ওপেন করেছিলাম।
-
ফরেক্স এ আম্র জাত্রা সুরু ৬০৳ এ একটি অ্যাকাউন্ট দিয়ে । আমি প্রথম দিন ১ ডলার ভলিউম দিয়া ত্রাদে করি কিন্তু আমি ০.০০ তে মার্কেট ক্লোজ করি । আমি ভয় পাচ্ছিলাম তাই এর মার্কেট করতে পারি নি । পরে আমি আকজন বড় ভাই এর কাছে জাই এবং সা মাকে বলে ০.০১ সেন্ট দিয়া ত্রাদে করতে ।
-
আমি এখোনো রিয়াল একাউন্টে ট্রেড করিনি তবে ডেমো একাউন্টে ট্রেড করে যাচ্ছি। তবে আমি আমার রিয়াল একাউন্টের প্রথম ট্রেড ০.০৫ দিয়ে করবো। আমার কাছে মনে হয় ব্যালেন্স বেশি না থাকলে বেসি লট দিয়ে ট্রেড না করাই ভাল কারন মার্কেট। যেকোন সময় যে কোন দিকে মুভ করতে পারে।
-
ফরেক্স মার্কেটে আমি সর্ব প্রথম যখন ট্রেড করতে আরাম্ব করলাম সেই সময় আমি ফরেক্স ট্রেডিংয়ে আজকের মত এত বেশি দক্ষ এবং অভিজ্ঞ ছিলাম না তবে আমি মার্কেট অ্যানালাইসিস এবং মানিম্যানেজমেন্ট বেশ ভালই বুঝতাম আর সেই সময় আমি মাত্র ২০ ডলার ডিপোজিট করে ফরেক্সে ট্রেড করতে শুরু করে এবং সর্বপ্রথমই ০.০৩ লটে একটি ট্রেড ওপেন করি এবং ১ ডলার প্রফিট করি।
-
আমি সামান্য কিছু দিয়ে ফরেক্স ট্রেডিং শুরু করি। আমার সর্ব প্রথম ১ সেন্টের লট নিয়ে ট্রেড শুরু করি। আমার প্রত্রম ট্রেড একাঊন্ততি জিরো হয়ে যাই। তার পর থেকে আমি আবার ১৪ঃ৬০ সেন্ট দিয়ে এখন ট্রেড করছি। বর্তমানে আমি এখান থেকে সপ্তহে ৩ থেকে ৪ ডলার প্রফিট কারতে পারছি।
-
আমি প্রথম 0.0১ এর ট্রেড ওপেন করেছিলাম লাভ হইছিল কিন্তু অইতা অনেক অল্প ছিল। পরে আমি আরও অনেক ট্রেড করি 0.0৭ সবোচ্চ । আমার পুঁজি কম থাকায় আমি বেশি লটে ট্রেড করি না।
-
আমি প্রথমে ডেমোতে একাউন্ট করে ছিলাম। ডেমোতে আমার প্রথম লটটি ছিল ০.১ লটে ট্রেড করতাম ডেমোতে ামমার প্রপিট হয়। রিয়াল একাউন্টে আমি ০.০১লটে ট্রেড করি আমার বেশি লাভ হয় নি। আর আমি বেশি গোল্ডে ট্রেড করি আমা প্রথম একাউন্ট জিরো হয়ে যায়।
-
প্রথমে আমি ট্রেড করতে খুব বেশি ভয় পাচ্ছিলাম । খুব দ্বিধা দ্বন্দ্বে ছিলাম । ট্রেড করব না আরও পরে করব এ ইয়ে খুব চিন্তিত ছিলাম । একদম সাহস পাচ্ছিলাম না । শেষ পর্যন্ত অনেক ভয়র ভইয়ে আমি আমার প্রথম ট্রেড টি ছিলাম । ট্রেড করার জন্য লট সাইজ খুবই গুরুত্বপূর্ণ। তা না হলে মার্কেট থেকে ছিটকে পড়বেন।
-
আমি সর্বপ্রথম ০.০১ লট দিয়ে ট্রেড শুরু করেছিলাম । এখন ০.০৫ লট ব্যবহার করি । আমার ব্যালেন্সের সাথে সামঞ্জস্য রেখে ট্রেড করার চেষ্টা করি । এতে লস লাভ যাই হোক সহজেই এডজাস্ট করা যায় । ট্রেডিং এ বিষয়টি খুবই গুরুত্বপূর্ন ।
-
আমি ফরেক্স ফরমে একদম নতুন সদস্য তাই আমি এখনো ট্রেড শুরু করিনি। তবে পরবর্তীতে বেশী বেশী করে ডেমো প্রাকটিস করে ট্রেড করবো।
-
আমি প্রথম 0.10এর ট্রেড ওপেন করেছিলাম ,
আমার জীবনে সবথেকে ভাল একটি দিন ছিল
ওইদিন , আমার এই প্রথম ট্রেডে আমার প্রথম
লাভ হয় প্রায় 9.76 সেন্ট।
-
ট্রেডিং জীবনের প্রথম দিনের ট্রেড এর লত ছিল .০৭...এবং সুভাগ্য মতে আমি সেইদিন সফলতার মুখ দেখতে পেরেছিলাম.চাই সব সময় এমন সফলতা চালিয়ে জাবের চেষ্টা করছি.এবং এখন ধীরে ধীরে বেশি লত এ ট্রেড ওপেন করে ট্রেডিং করছি....কারণ ঐসময় ট্রেডিং এ ব্যালান্স কমছিল.কিন্তু এখন আমার কাছে যথেষ্ট ব্যালান্স থাকায় বড় লত এ ট্রেড ওপেন করছি.
-
আমি ০.০১ লটে ট্রেড দিয়ে প্রথমে ০.০৫ সেন্ট প্রফিট করি। আমার মূল কথা ছিল প্রফিট আসে কিনা তা দেখা। এভাবেই এখনো আমার ডিমো ট্রেড চলছে। আমার ছোট লটে ট্রেড করতে খুব ভালো লাগে। কেননা এতে ঝুঁকি কম থাকে। আমার ডিমো ব্যালেন্স ৳১০০। সুতরাং ছোট লটে অনেক দিন ট্রেড করা যাবে।
-
ফরেক্সে একজন নতুন ট্রেডার হিসেবে প্রথমে আমি খুব বেশি লটে ট্রেড ওপেন করিনি কারণ সবাই বলেছিল যে যদি ট্রেড এর ভলিউম বেশি হয় তবে লসের সম্ভাবনা প্রচুর তাই আমি ফরেক্স মার্কেটে অনেক বেশি সতর্কতার সাথে ভলিউম সেট করি আর আমি মনে করি যে ভলিউম ট্রেড পরিচালনার ক্ষেত্রে অনকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমি প্রথমে 0.05 সেন্টে ট্রেড করেছিলাম বর্তমানে আমি ট্রেড করি 0.15 সেন্টে
-
আমি আমার ফরেক্স ক্যারিয়ার শুরু করেছিলাম ০.০১ স্ট্যান্ডার্ড লটে। তবে তার সাথে আমার মাইক্রো একাউন্টও ছিল, এতে আমি প্রথমে ০.১০ লটে ট্রেড করেছিলাম। খুব ভাল এন্ট্রি পয়েন্ট পেলেই শুধু আমি স্ট্যান্ডার্ড লটে ট্রেড ওপেন করি।
-
আমি প্রথমে ০.০১ লট দিয়ে ট্রেড করেছিলাম, কারন আমার ইনভেস্ট কম, ইনভেস্ট বেশি হলে আমি আর বেশি লট দিয়ে ট্রেড করব, ফরেক্সে সবসময় কম লট দিয়ে ট্রেড করা উচিত, যদি ইনভেস্ট বেশি হয় - তবে বেশি লট দিয়েও ট্রেড করা যাবে। আমি একবার ১.০০ দিয়ে ট্রেড করেছিলাম তখন আমার বেলেঞ্চ ছিল ২৪০ ডলার, আমি বেশি লট দিয়ে ট্রেড করতে আসলেই অনেক মজা লাগে, প্রফিট এত দ্রুত বৃদ্ধি পায় যে খুশিতে মন নাচতে থাকে।
-
আমার প্রথম ট্রেড করার ব্যাপারটি খুব গুরুত্বপুর্ন একটা ব্যাপার ছিল আমার কাছে । আমি যখন প্রথম ফরেক্স ট্রেড সর্ম্পকে শুনলাম তো আমি সর্বপ্রথম ফরেক্স শেখা শুরু করলাম এবং তার পর ফরেক্স ডেমো প্রাকটিস করা শুরু করি তার পর সর্বমোট প্রায় ১ বছর ডেমো প্রাক্টিস করার পর লাইভ ট্রেডে আসি এবং আমার মনে আছে আমার জিবনের প্রথম ট্রেড লট হলো ০.০১৳ ।
-
প্রথম ট্রেড আসলেই স্মরনীয় একটা ব্যাপার। আমার প্রথম ট্রেডের কথা স্পস্ট মনে আছে। প্রথম ট্রেডে আমি না জেনে না বুঝে আন্দাজে ০.০১ মাইক্রো লটে ট্রেড ওপেন করেছিলাম।সেই ট্রেডে খুবই অল্প প্রফিট হয়েছিল। আসলে সদ্য নতুন অবস্থা কিছু বুঝতাম না বিধায় স্বল্প পুজি নিয়ে সর্বনিম্ন লেটে ট্রেড করেছিলামম।
-
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করার জন্য ভাল হল কম লটে ট্রেডিং করা আমি।ফরেক্স মার্কেট এ ট্রেডিং করার জন্য সর্বনিম্ন ০.০১ লটে ট্রেড করে থাকি,বা ৩ থেকে ৪ টি ট্রেড ওপেন করে থাকি,তাই ফরেক্স মার্কেট থেকে ভাল ভাবে মানি ম্যানেজমেন্ট সিস্টেম অনুসারে ট্রেডিং করা অনেক ভাল।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য ভলিউম বা লট নির্নয় অত্যান্ত গুরুত্বপূর্ণ । ভলিউম বা লট নির্বাচন সম্পূর্নভাবে নির্ভর করে মার্কেটের মুভমেন্ট এর উপর । মার্কেটের মুভমেন্ট দেখে লট নির্বাচন করা উচিত বলে আমি মনে করি । আমাদের মত ক্ষুদ্র ট্রেডারদের জন্য লট সাইজ ০.০১ থেকে ০.০৫ এর মধ্যে নির্বাচন করা ভাল । এতে করে ব্যলেন্স শূন্য হওয়া থেকে রক্ষা পাওয়া যেতে পারে । প্রথমে আমি কত লট দিয়ে ট্রেড করেছিলাম তা মনে না থাকলেও আমি সাধারনত লট সাইজ ০.০১ থেকে ০.০৫ এর মধ্যে সীমাবদ্ধ রাখি ।
-
যেহেতু আপনি আমর প্রথম ট্রেড সম্পর্কে জানতে চেয়েছেন তাই স্বাভাবিক বেপার ঐসময় আমি রিয়েল ট্রেডিং এ একদম নতুন,এবং অভিজ্ঞতা শূন্য একজন ত্রাদের তাই ভিতরে ভিতরে ট্রেডিং এর বেপারে একপ্রকার নুর্ভুস্নেস তো কাজ করছিল.এর যেহেতু আত্মবিশ্বাস এর ও ঘাটতি ছিল তাই অতটা বড় কোনো লত নেই নাই,লত টি চল ০.০৫ এর মত.এবং হুম শুরুর ভালই হয়.
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে আগে ডেমো ট্রেডে ট্রেড কপ্রে অবিজ্ঞ হয়ে আপনাকে ফরেক্স রিয়াল একাউন্টে ট্রেড করতে হবে আমি প্রথমে রিয়াল ট্রেড করি ০.০১ লট দিয়ে। এর কারন হচ্ছে আমি প্রথমে কম করে ট্রেড ওপেন করি কারন লস হলে কপম কন লস হবে তাই শিখার জন্য কম লট ভাল।
-
লট এর ব্যাবহার
আমি ফরেক্স মার্কেট এ প্রথম ট্রেড করি ০.০৫ লট দিয়ে।এর পর থেকে আমি দিন দিন আমার ভলিউম এর সংখ্যা বারিয়ে ট্রেড করি।এখন আমি ০.৫০দিয়েও ফরেক্স মার্কেট এ ট্রেড করি।আমি আমার মানি ম্যানেজমেন্টকে অনুস্মরণ করে ফরেক্স মার্কেট এ ট্রেড করি।আমি আমার ডিপোজিট এর উপর ভিত্তি করে ফরেক্স মার্কেট এ ট্রেড করি।এতে আমার লস কম হয়।আমি আমার ট্রেড কে লস এর দিক থেকে রক্ষা করতে পারি।এখন আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করে মুটামুট ভালো একটা অবস্থানে আছি।
-
আমার প্রথম ট্রেড শুরু করি ৫ লট দিয়ে। এবং আজও আমি ৫ লট দিয়েই ট্রেড করি। কারন ৫ লট দিয়ে ট্রেড করার জন্য আমি অল্প পরিমান ডিপজিট দিয়ে ট্রেড শুরু করলেও আমার একাউন্ট শুন্য হয়নাই। আর আজও একাউন্ট শুন্য হওয়ার কোন চান্স নেই।কারন আমার একাউন্ট এ যে পরিমান ডলার আছে আমি যদি ৫ লট দিয়ে ট্রেড করি তাহলে মার্কেট ঘুরে একসময় না একসময় লাভ হবেই। আর এর বেশি লট নিলে একট হলেও ভয় থেকে যায়।
-
ফরেক্সে ট্রেড করার জন্য। লট নির্ধারণ করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা নির্ধারণ করতেন হয় আপনার মোট ব্যালেন্স এর উপর নির্ভর করে। আমার একাউন্টে প্রথমে ব্যালেন্স ছিল ২০০ ডলার তাই আমি ০.২০ লটে ট্রেড করতাম। এবং এতে আমার প্রফিট ও বেশ ভালো ছিল।
-
আমি যখন লাইভ ট্রেড এ আসি তখন আমার ব্যালেন্স ছিলো ২০ ডলার এর মতন।। যার ফলে আমি বড় লট দিয়ে ট্রেড ওপেন করতে ভয় পাআচ্ছিলাম। আমার এখনো মনে আছে দিন টা ফেব্রুয়ারির ৯ তারিখ।। আমি ০.০১ লট এ ট্রেড করি এবং আমার ১ ডলার লাভ হয়।।
-
আমাদের মত ক্ষুদ্র ট্রেডারদের জন্য লট সাইজ ০.০১ থেকে ০.০৫ এর মধ্যে নির্বাচন করা ভাল । এতে করে ব্যলেন্স শূন্য হওয়া থেকে রক্ষা পাওয়া যেতে পারে । প্রথমে আমি কত লট দিয়ে ট্রেড করেছিলাম তা মনে না থাকলেও আমি সাধারনত লট সাইজ ০.০১ থেকে ০.০৫ এর মধ্যে সীমাবদ্ধ রাখি ।
-
আমি ফরেক্স মার্কেট এ প্রথম ট্রেড শুরু করি ০.৫ লট দিয়ে।কারণ তখন ফরেক্স মার্কেট এ আমার পুঁজি ছিল কম।এখন ফরেক্স মার্কেট এ আমার পুঁজি অনেক।আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করার জন্য ট্রেড করি না।আমি চাই আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করে টিকে থাকতে।কারণ ফরেক্স মার্কেট এ ট্রেড করে টিকে থাকা অনেক কষ্টের ব্যাপার।ফরেক্স মার্কেট এ ট্রেড করে অনেকি জরে গেছে।তাই আমি তাদের কাতারে আমার নাম লিখাতে চাইনা।তাই বলে আমি একটু কম লট ব্যবহার করে ফরেক্স মার্কেট এ ট্রেড করি।
-
আমি প্রথমে ফরেক্স ফোরামের বোনাস দিয়ে ট্রেড সুরু করি।।। আমার প্রথম মাসের বোনাস ছিলো ৩০ ডলার।। আমি ৩০ ডলার দিয়ে প্রথম ট্রেড শুরু করেছি।। আমার প্রথম ট্রেড ছিল ২ সেন্ট এর।। এতে আমি প্রায় ১ দিনে ৪ ডলার ইনকাম করি।। কিন্ত এর পরই আমি লোভে পরে ১০ সেন্ট এ ট্রেড করি তারপর থেকেই আমার লস শুরু হয় এবং এক সময় একাউন্ট লস করে ফেলি।।।।