-
আমি মুলত টেকনিকাল এনালাসিস করি। আর নিউজের সময়গুলো নিউজের রেজাল্ট এর দিকে খেয়াল রাখি। এজন্য আমিও আর সবার মত ফরেক্সফ্যাক্টরি কেই বেশি প্রাধান্য দিই। এরা সবার আগে নিউজ ফ্লাস করে আর সাইটটাও অনেক পাতলা। আমরা যতই টেকনিকাল এনালাইসিস করি মার্কেট তো চলে নিউজের উপর ভিত্তি করে। তাই নিউজের গুরুত্ব সময় বেশি।
-
অবশ্যই ফরেক্সে নিউজ ইমপ্যক্ট এর গুরুত্ব রয়েছে।আমরা যদি এই নিউজ ইমপ্যক্ট এর বিশেষত্ব লক্ষ্য করি তাহলে দেখি যে নিউজ রিলিজের সাথে সাথে দেখা যাবে যে কারেন্সী পরিবর্তন হচ্ছে।এর ফলে আমরা অ্যনালাইসিসটাকে আরও দক্ষ করে তুলতে পারি।কারণ নিউজের ইফেক্ট হয় বেশি।অনেক সময় তা বেশি পরিমাণ হিসেবে দেখা যায়।আমি নিজেও অনেক দিন নিউজ ট্রেডিং করেছি।ফরেক্স মার্কেটে এর গুরুত্ব রয়েছে।
-
আমার মতে নিউজের কারনে মার্কেটের মুভ অনেক বেরে যায়। তাই এই সময় মার্কেট ভালভাবে না বুঝলে লস করার সম্ভবনা অনেক বেশি থাকে। তবে নিউজ ভালভাবে বুঝলে ফরেক্স মার্কেট থেকে অনেক লাভ করা যায়। তবে নিউজ না বুঝলে এই সময় ট্রেড না করাই ভাল। তবে সব নিউজ খুব বেশি গুরুত্বপূর্ণ না। তাই যেসব নিউজ এর গুরুত্ব অনেক বেশি সেসব নিউজ ভালভাবে বুঝে ট্রেড করলে অনেক বেশি লাভ করা সম্ভব বলে আমি মনে করি।
-
যখন যে কারেন্সি নিয়ে ট্রেড শুরু করতে যাচ্ছেন সে সময়ে ঐ কারেন্সির কোন হাই ইম্পেক্ট আছে কিনা, একচুয়াল নিউজ রিলিজের সময় মার্কেট অনেক বেশি ভলাটাইল থাকে আর মার্কেট ভলাটিলিটি স্ট্রেনথ নির্ভর করে রিলিস নিউজটি কতটা চমকপ্রদ তার উপর। ততক্ষণ পর্যন্ত ঐ নিউজটি চমকপ্রদ থাকে যেখানে ট্রেডাররা একচুয়াল রিলিজ ডাটার সাথে ফোরকাস্ট কমপেয়ার করে। মিডিয়াম ইমপেক্ট ডাটা একটি হাই ইম্পেক্টে যাওয়া পর্যন্ত বিবেচনায় রাখতে পারেন এবং বেশির ভাগ সময় লো ইম্পেক্ট ডাটা ফরেক্স মার্কেটে তেমন কোন উল্লেখযোগ্য পরিবর্তন করে না।
-
আমার কাছে মনে হয় ফরেক্স মার্কেটে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে নিউজ ইফেক্ট। কারণ, নিউজ হওয়ার সময় আমি মুলত ট্রেড করি না। তখন মার্কেট প্রচুর উঠানামা করে থাকে। পরে মার্কেট শান্ত হয়ে গেলে ট্রেড করি।
-
ফরেক্স মার্কেটে ট্রেডিং এর বেলায় আমাদের ফরেক্স নিউজ খুবি সহয়তা করে থাকেন। আমরা যদি কোন ভালো এবং প্রবাবিত কোন নিউজ মাধ্যম থেকে নিউজ পেয়ে ট্রেড করি তবে অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা ভালো কিছু করতে পারছি। তাই আমার মনে হয় যারা ফরেক্স মার্কেটে একেবারে নতুন উনাদের জন্য এই নিউজ গুল খুবি উপকারি হবে।
-
ফান্ডামেন্টাল এনালাইসিসের চেয়ে আমি টেকনিক্যাল এনালাইসিসকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। কেননা আমি ফান্ডমেন্টাল এনালাইসিসকে কখনো টেকনিক্যাল এনালাইসিসকে ওভার টেক করতে দেখিনি। বরং টেকনিক্যাল এনালাইসিস ই ফান্ডামেন্টাল এনালাইসিসকে পাত্তা দেয়না এবং অনেক সময় তাকে ভূয়া প্রমাণিত করে। তাই নিউজ ট্রেড থেকে দূরে থাকাটাই শ্রেয়।
-
আমি মনে করি যে প্রতিদিন ফরেক্সের অনেক নিউজ, জব রিপোর্ট, স্পিচ প্রকাশিত হয়। এগুলো মার্কেটকে প্রভাবিত করে। তাই অনেকেই এই নিউজগুলো টার্গেট করে ট্রেড করে। কিন্তু আমাদের কি সব নিউজই ট্রেড করা উচিত? সব নিউজের প্রভাব বা ইম্প্যাক্ট সমান নয়। দেখা যাক কি কি ধরনের নিউজ আসে।
ফরেক্সের নিউজের জন্য সবাই প্রধানত forexfactory.com অনুসরন করে থাকে। কারন তারা সবচেয়ে ভাল নিউজ প্রকাশ করে থাকে এবং সবার আগে প্রকাশ করে। আপনি সেখানে প্রতিটি নিউজের পাশে ওপরের ৪টি চিহ্নের একটি দেখতে পাবেন। সুতরাং, চিহ্ন দেখলেই আপনি বুঝতে পারবেন ওই নিউজের প্রভাব কি হবে এবং সে অনুসারে ট্রেড করতে পারবেন। হাই ইম্প্যাক্ট নিউজ দ্বারা বোঝায় যে তা মার্কেটে ব্যাপক প্রভাব ফেলতে পারে। মিডিয়াম ইম্প্যাক্ট নিউজগুলোর প্রভাব তুলনামূলক কম হয়। লো ইম্প্যাক্ট নিউজগুলোর প্রভাব একেবারেই কম। সাদা চিহ্ন দিয়ে বোঝায় এই নিউজটি ইকোনমিক নিউজ নয়, যেমন- ব্যাংক হলিডে। যেহেতু লাল হাই ইম্প্যাক্ট এবং কমলা মিডিয়াম ইম্প্যাক্ট নিউজগুলো মার্কেটে বেশী প্রভাব ফেলে, তাই আপনি সেগুলো ট্রেড করতে বা সেগুলো মার্কেটে কি রকম প্রভাব তৈরি করতে পারে তা জেনে রাখতে পারেন।
-
আপনি যখন একটা দেশের কারেন্সি পেয়ার এর উপর ট্রেড করবেন অই দেশের ইকুনোমিক কন্ডিশন, এবং পলিটিকাল কন্ডিশন দেখে বা তাদের কোন ধরনের নিউজ অই দেশের সরকার দিয়ে থাকলে এই প্রভাব ফরেক্স মার্কেট এর উপর পরে যার কারনে মার্কেট যেকোন দিকে অর্থাৎ পজেটিভ কোন রিসন হলে সেটা বাই এর দিকে যাবে আর যদি নেগেেটিভ নিউজ হয় তাহলে সেল নির্দেশ করে আর অই সময় কেও যদি বাই দিয়ে রাখে তাহলে সে অনেক ক্ষতির সম্মুখিন হতে হবে। আর নিউজ আপডেট এর সময় যেকোন ধরনের ট্রেড থেকে বিরত থাকুন। আর আমরা সাধারনত ফরেক্স ফেক্টরি এই সব সাইড এর নিউজগুলি দেখে থাকি।
-
নিউজ ফরেক্স মার্কেটের একটি গুরুত্বপুর্ন্য বিষয়।ফরেক্স ফেক্টরিতে প্রতিনিয়ত নিউজ আছে। যারা ফরেক্স ট্রেডিং নিউউজের উপর নির্ভর করেন তারা অবশ্যই অনেক দক্ষ ট্রেডার। তবে ফরেক্স মার্কেটে সব সময় নিউজ দেখে ট্রেড করা উচিত না। এতে বিপদ হতে পারে।
-
ফরেক্স মার্কেটে নিউজ ইমপ্যাক্টের গুরুত্ব রয়েছে। কারন প্রতিদিনিই প্রায় গুরুত্বপূর্ণ নিউজ রিলিস হয় এবং ঐ সময় দেখা যায় মার্কেটে খুব দ্রুতই পরিবর্তন ঘটে। এটা শুধুমাত্র নিউজের কারনে ব্যাপক দ্রুত উঠানামা করে। সর্বোপরি ফরেক্স মার্কেটে নিউজের বিশেষ করে কারেন্সির রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজের গুরুত্ব ব্যাপক।
-
ফরেক্স এর নিউজ ফরেক্স মার্কেট এর উপর অনেক প্রভাব ফেলে । সেই জন্য আপনাকে ফরেক্স মার্কেট এর নিউজ সব সময় রাখতে হবে । কোন নিউজ মার্কেট এর উপর কেমন প্রভাব ফেলে তা ভালো করে জানতে হবে । নিউজ প্রকাশিত হওয়ার পর ভালো করে বুঝে শুনে ট্রেড এন্ট্রি নিতে হবে । কারন নিউজ প্রকাশিত হওয়ার পর মার্কেট এর গতি পরিবর্তন হতে পারে । তাই ভালো করে নিউজ এনালাইসিস করে ফরেক্স ট্রেডিং করতে হবে । নিউজ প্রকাশিত হওয়ার পর মার্কেট এর মুভ বেশি থাকে জন্য আপনাকে বুঝে শুলে ট্রেড এন্ট্রি নিতে হবে ।
-
ফরেক্স মার্কেটে নিউজ ইম্প্যাক্ট এর গুরুত্ব অনেক বেশি। নিউজ গুলো ফরেক্স মার্কেটে অনেক গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। ফরেক্স অর্থ রিলেটেড মার্কেট। তাই অর্থনীতির সাথে এটি সরাসরি জড়িত । অর্থনীতি সংশ্লিষ্ট বিভিন্ন প্রভাব ফরেক্স মার্কেটে পড়ে। তবে সব নিউজের গুরুত্ব সমান না। কিছু নিউজ আছে যার জন্য মার্কেটে অনেক বেশি ওঠানামা হয় আবার কিছু নিউজের জন্য অল্প ওঠানামা হয়।
-
ফরেক্স মার্কেট এ প্রতিদিন অনেক নিউজ থাকে কিছু কিছু নিউজ অনেক গুরুত্ব পুর্ন,ফরেক্স মার্কেট এ প্রত্যেক মাসের প্রথম দিকে কিছু ইম্পেক্ট নিউজ থাকে সেই নিউজ অনেক গুরুত্ব পুর্ন কারন এই নিউজ প্রকাশ পাবার পরে মার্কেট অনেক বড় ধড়নের মুভমেন্ট করে ৫০ পিপ স থেকে ৩০০ পিপ স পর্যন্ত উঠানামা করে থাকে।
-
ফরেক্স মার্কেটে নিউজ অনেক গুরুত্ব পূর্ণ একটি বিসয় কারন মার্কেট একটি নিউজ ফরেক্স মারকেটের মুভমেন্ট পরিবর্তন করে দিতে পারে নিউজ রিলিজ হলে মার্কেট অনেক মুভমেন্ট করতে দেখা জায় তাই মারকেটে নেওসের ভহুমিকা অনেক গুরুত্ব দিতে হবে ফরেক্সমারকেটে যখন ট্রেড এন্ট্রি নিতে হবে তার আগে মারকেটে আসার আগে নিউজ সম্পরকে ধারনা নিয়ে এন্ট্রি নিতে হবে ।
-
ফরেক্স মার্কেটে সবচেয়ে মার্কেট মুভমেন্ট হয় নিউজ ইমপেক্ট কারনে। হাই ইমপেক নিউজ মার্কেটে একশত থেকে দুইশত পিপস মুবমেন করে। মিডিয়ম নিউজ সত্তর থেকে আশি পিপস মুভ করে।
-
বলতে গেলে ফরেক্সে মুভমেন্ট ফরেক্সে নিউজ ইম্প্যাক্ট দারা হয়। কেনো না যখন কোন হাই ইম্মপক্যক্ট নিউজ থাকে তখন মারকেট এ প্রচুর মুভমেন্ট হয়। আর নিউজ ছাড়া মারকেট মুভ অ করে না। আমাদের ফাণ্ডামেন্টাল মিলিয়ে টেকনিকালের সাথেয় ট্রেড করতে হবে।
-
ফরেক্স মার্কেটে আমি একজন নতুন ট্রেডার । ফরেক্স মার্কেটে নিউজ গুরুত্বপূর্ণ একটি প্রভাব ফেলে । নিউজ ট্রেডিং করার জন্য আপনাকে আগে নিউজটি ভালভাবে বুঝতে হবে । নিউজের ইফেক্ট কি আসবে তা জানা দরকার । তাছাড়া ফরেকাস্ট এবং একচুয়াল কি সে বিষয়ে ধারনা থাকতে হবে । তবে আমার মতে নিউজের সময় মার্কেটে ট্রেড না করাই ভাল কারন তখন মার্কেট খুব বেশি উটা নামা করে ।
-
আমাদের সবার একটি বিষয় মনে রাখতে হবে যে ফরেক্স মার্কেট এর মূল্যের পরিবর্তন হয় চাহিদা এবং যোগানের উপর নির্ভর করে । এবং এই চাহিদা এবং যোগান এর পরিবর্তন হয় বিভিন্ন সংবাদ এর উপর নির্ভর করে । অতএব আমরা বলতে পারে যে আপনাকে যদি ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হয় তাহলে অবশ্যই নিউজ ইম্প্যাক্ট সম্পর্কে বুঝতে হবে ।
-
ফরেক্সে নিউজের গুরুত্ত অনেক ।হাই ইমপ্যাক্ট নিউজের কারনে মার্কেট খুব দ্রুত ১০০-৩০০ পিপ্স উঠা নামা করে ।যারা অভিজ্ঞ ট্রেডার তারা এটাকে কাজে লাগিয়ে ভাল আয় করতে পারে ।আর যারা নতুন তাদেরকে বলব তারা প্রথমে যেন ডেমো ট্রেডে এটা অনুশীলনী করে ।
-
একটা কথা আমাদের মনে রাখতে হবে যে, নিউজের ফলাফল সব সময় কিন্তু যা হবার কথা ঠিক তাই হয়না। মানে হল ধরুন ডলারের নিউজ খারাপ আসল, এখন ডলারের মান কমে যাবার কথা। কিন্তু তা নাও হতে পারে। অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে প্রাইস পুরবর্তিত হয়। তদের মধ্যে নিউজ একটা।
-
মার্কেট এ বড় ধরনের নিউজ আছে কি না তা আমরা ওয়েব সাইট এর মাধ্যমে জানতে পারি। আমরা ইন্সটাফরেক্স সাইট এ যেয়েও ইকনোমিক ক্যালেন্ডার দেখতে পারি। এই নিউজ গুলি অব্যশতে দেখতে হবে। বড় নিউজ গুলো মার্কেট এ বড় ধরনের মুভ করে মার্কেট ট্রেন্ড পরিবর্তন করে দেয়।
-
একটা নিউজ মানে ফরেক্স মার্কেটে অনেক কিছু । নিউজের ইম্প্যাক্ট এর কারনে দেখা যায় যে কেউ লাভবান হচ্ছেন আবার কেউবা তাদের ব্যালেন্স খালি করে ফেলছেন । এক্ষেত্রে আমার মনে হয় যারা নিউজ ট্রেড করেন তারাই বেশি লাভবান হন । তাই যেহেতু মার্কেটের উপর নিউজের একটা প্রভাব ফেলছে সুতরাং আমাদের সকলের উচিত হবে অন্তত হাই ইম্প্যাক্ট নিউজগুলোর প্রতি একটু হলেও নজর দেওয়া । তাহলে আমারা আগাম কিছুটা সতর্কতা অবলম্বন করতে পারব ।
-
ফরেক্স করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে news এর ক্ষেত্রে প্রতিটা news ফরেক্স মার্কেটের ট্রেডিং নিয়ন্ত্রণ করে নিউজগুলো থেকে রুট করা ভালো মনে করি খবরের ক্ষেত্রে সতর্ক থাকাই উত্তম
-
আমি ট্রেড করার সময় সকাল 9 টার দিকে নিউজ ট্রেড করে থাকি আর আর সর্বোপরি প্রত্যেকটি news ভালো করে লক্ষ্য করে বিশেষ করে আমেরিকা এবং ইউরোপের নিউজগুলো গুরুত্বপূর্ণ যেহেতু আমি যেহেতু আমি বুঝে শুনে দেখে ছাড়া কেক করিনা তাই এক্ষেত্রে নিউজটা আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা আগে রাখতে
-
ফরেক্স মার্কেট নিউজ একটি গুরুত্বপূর্ন বিষয় যা অল্প সময়ে মার্কেটকে অনেক বেশী প্রভাবিত করে। যদি ভাল ভাবে জেনে বুঝে নিউজ ট্রেড করেন তাহলে খুব ভাল না হলে নিউজ আওয়ার গুলো বিরত থাকা উচিত। কারণ যদি আপনি লাভ করতে পারেন তাহলে খুব ভাল আর যদি লস হয় তাহলে অনেক হয় এবং এমনকি একাউন্ট শূন্য ও হতে পারে সুতরাং নিউজ ট্রেড সাবধান। তবে অভিজ্ঞতা অর্জন করতে পারলে যেকোন বিষয় ই কাজ করা সম্ভব।
-
ফরেক্স এ প্রতিদিন অনেক নিউজ আপডেট হয়, এর গুরত্ব অনেক।ফরেক্স মার্কেটে নিউজ ইম্পাক্ট সবচেয়ে গুরুত্ব পূর্ণ কারন একটি নিউজ ফরেক্স মার্কেট অনেক সময় আছে নিমিসের মধ্যে মার্কেট মুভমেন্ট পরিবর্তন করে ফেলে তাই নিউজ ইমপ্যাক্ট ফরেক্স মার্কেটে অনেক গুরুত্ব দিতে হবে।কিন্তু ফরেক্স এ সব নিউজ ইম্প্যাক্ট এ ট্রেড দেয়া উচিত নয় কারন এটার প্রভাব কোন দিকে যাবে এটা কেও ঠিক ভাবে বলতে পারে না।
-
যেহেতু ফরেক্স মার্কেটে ব্যবসা করতে হলে অবশ্যই আমাদেরকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয়৷ ফান্ডামেন্টাল এনালাইসিস বলতেই নিউজ ইম্প্যাক্ট বোঝানো হয়ে থাকে৷তাই নিউজগুলো ফরেক্স মার্কেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য বিষয় হিসেবে বিবেচনা করা হয়৷আপনারা সবাই ফরেক্স মার্কেটে ব্যবসা করতে হলে প্রথমেই দেখে নিবেন আপনার নির্বাচিত কারেন্সি পেয়ারের উপর নির্দিষ্ট সেশন অনুযায়ী ছোট/বড় কী ধরনের নিউজ রয়েছে ?? এই নিউজ রিলিজ হওয়ার কিছু পূর্বেই আপনি আপনার ট্রেডিং চার্টের ক্যান্ডেলস্টিক গুলো নিখুঁতভাবে analysis করে নিবেন৷ এরপর অপেক্ষা করবেন টেকনিক্যাল অ্যানালাইসিসের সাথে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের অথবা নিউজ ইমপেক্টের কি ধরনের প্রভাব রয়েছে ?? এরপর দেখে শুনে ট্রেডে এন্ট্রি করবেন৷ আর যদি পরিষ্কার বুঝতে না পারেন তাহলে নিউজ আওয়ারে ট্রেডে এন্ট্রী না করে বরং নিউজ ইম্প্যাক্ট কি ধরনের হচ্ছে তা ঠাণ্ডা মাথায় খুব ভালোভাবে লক্ষ করবেন৷কারণ প্রত্যেক নিউজ ইম্প্যাক্টের ফলেই মার্কেট কমবেশি মুভমেন্ট করে থাকে৷
-
ফরেক্স এ নিউজ ইমপ্যাক্ট একটি গুরুপ্তপূর্ণ বিষয় কারন এ সময় মার্কেট অনেক অনেক বেশি মুভ করে। তাই অভিজ্ঞ ট্রেডাররা এ সময় ট্রেড করে অনেক বেশি লাভ করে থাকে, তাই এ সময় ট্রেড করে লাভ করা যেতে পারে তবে নিউজ সম্পর্কে ভাল অভিজ্ঞ না হলে এটি করা আপনার জন্য অনেক বিপদের কারন হতে পারে। কারন এই সময় মার্কেট আপনার বিপরীতে গেলে অনেক লস হতে পারে। এমনকি আগে থেকে যদি কোন ট্রেড চালু থাকে তাহলে এ সময় ট্রেড গুলি বন্ধ করে দেওযার কথা ও বলা হয়। কারন আপনার রানিং ট্রেড গুলি যদি নিউজ এর কারনে বিপরীতমূখি হয়ে যায় তাহলে লাভের চেয়ে অনেক লস হবে। তাই নিউজ এর সময় সব ট্রেড বন্ধ করে দিয়ে অপেক্ষ করতে হবে এবং নিউজ এর পক্ষের ট্রেড ধরার জন্য চেষ্টা করতে হবে।
-
ফরেক্স মার্কেট এ নিউজ বুঝে ট্রেড করা অনেক কঠিন তবে যারা ফরেক্স মার্কেট এ ছোট টাইম এ ট্রেড করেন তারা নিউজ এর টাইম এ ট্রেড না করলেই ভাল হবে কারন বড় নিউজ এর সময় মার্কেট অনেক বেশি মুভ করে তাই এই সর্ট টাইম এ এই সময় ট্রেড করলে অনেক বেশি লস হতে পারে তাই এই সময় ট্রেড পেলে ট্রেড না করে নিউজ এর পর ট্রেড করলে ভাল করবেন
-
ফরেক্স মার্কেট নিউজ একটি গুরুত্বপূর্ন বিষয় যা অল্প সময়ে মার্কেটকে অনেক বেশী প্রভাবিত করে। যদি ভাল ভাবে জেনে বুঝে নিউজ ট্রেড করেন তাহলে খুব ভাল না হলে নিউজ আওয়ার গুলো বিরত থাকা উচিত। কারণ যদি আপনি লাভ করতে পারেন তাহলে খুব ভাল আর যদি লস হয় তাহলে অনেক হয় এবং এমনকি একাউন্ট শূন্য ও হতে পারে সুতরাং নিউজ ট্রেড সাবধান। তবে অভিজ্ঞতা অর্জন করতে পারলে যেকোন বিষয় ই কাজ করা সম্ভব।
-
ফরেক্স নিউজ এর গুরুত্ব সবচেয়ে বশি। নিউজ এর উপর ফরেক্স মার্কেট উথা নামা করে। আমরা বেশি ভাগ ফরেক্স ট্রেডাররা টেকনিক্যাল এনালাইসিস এর উপর নির্ভর করে ফরেক্স ট্রেড করি। এতে করে শত ভাগ ফরেক্স এ সফলতা অর্জন করতে পারিনা। আর যেসব ট্রেডাররা নিউজ অনুসারন করে ট্রেড করে তারা শতভাগ সফলতা অর্জন করে।
-
ফরেক্স মার্কেটে নিউজ ইম্পাক্ট সবচেয়ে গুরুত্ব পূর্ণ কারন একটি নিউজ ফরেক্স মার্কেট অনেক সময় আছে নিমিসের মধ্যে মার্কেট মুভমেন্ট পরিবর্তন করে ফেলে তাই নিউজ ইমপ্যাক্ট ফরেক্স মার্কেটে অনেক গুরুত্ব দিতে হবে।
-
ফরেক্স এ নিউজ ইম্প্যাক এ ট্রেড করলে আপনি অনেক প্রফিট লাভ করতে পারেন এবং নিউজ ইম্প্যাক্ট দ্বারা আপনি মার্কেট সম্পর্কেও জানতে পারবেন। কিন্তু ফরেক্স এ সব নিউজ ইম্প্যাক্ট এ ট্রেড দেয়া উচিত নয় কারন সব নিউজ ভাল হয়ে না তাই হাতে গোনা কিছু নিউজে ট্রেড করা ভাল আমার মতে।
-
ফরেক্স মার্কেট এ নিউজ এর অনেক গুরুত্ব রয়েছে। বলতে গেলে বেশির ভাগ ট্রেডার নিউজ এর খবর এবং ফলাফল না বুঝে ট্রেড করার কারনে লস করে থাকে। আপনি যদি ফান্ডামেন্টাল নিউজ বুঝে থাকেন তাহলে অনেকাংশে ফরেক্স এ প্রফিট করা সম্ভব।
-
ফরেক্সে নিউজ ইম্প্যাক্ট এর গুরুত্ব অপিরিসীম কারণ ফরেক্স মার্কেট ফান্ডামেন্টাল ও টেকনিকাল বেসিসের উপর ভিত্তি করে চলে । এখানে নিউজ ইম্প্যাক্ট হচ্ছে ফান্ডামেন্টাল ফ্যাক্টর সুতরাং ফরেক্সে নিউজ এর গুরুত্ব অপরিসীম।
-
আসলে ফরেক্সে যখন কোন নিউজ রিলিস হয় তখন মার্কেটের গতি স্বাভাবিকভাবে অনেগুণ বেড়ে যায়। যার কারনে মার্কেটে কখনও কারেশন আবার কখনও ব্রেকাউট দেখা দেয়। তাই এ সময় আপনাকে অনেক বেশি সাবধাণতা অবলম্বন করে ট্রেড করতে হবে, কেননা সেই মুহূর্তে মার্কেট অনেক ভোলেটাইল হয়ে পড়ে। আমার মতে এ সময়ে যারা নিউজ ট্রেডিং করেন এটা তাদের জন্য উত্তম এবং যারা টেকনিক্যাল এ্যানালাইসিসের ভিত্তিতে ট্রেড করেন তাদেরকে ঐ সময় ট্রেডিং হতে বিরত থাকাই বেশি ভাল হবে।
-
ফরেক্স মার্কেটে নিউজ ইম্পাক্ট গুরুত্ব অপরিসীম কারণ নিউজ থেকে আমরা অনেক কিছু জানতে পারি আর যদি ফরেক্সের নিউজ ফলো না করি তাহলে অনেক সময় ভুল ট্রেড করার জন্য আমরা মার্কেটে লস করে থাকি নিউজ কে গুরুত্ব না দিলে ফরেক্স করে সফল হওয়া সম্ভব হয় না তাই অবশ্যই নিউজ কে গুরুত্ব দিতে হবে।
-
ফরেক্স নিউজ ফলো করার জন্য আমিও বেশিরভাগ সময় ফরেক্সফ্যাক্টরি ওয়েব সাইট ফলো করে থাকি। আর মাঝে মাঝে ইন্সটাফরেক্স ক্যালেন্ডারও দেখে থাকি। তবে এটা মুল বিষয় নয়। আপনি কতটুকু এই নিউজ গুলি বুঝতে পারেন এবং তারপর কেমন ট্রেড করেন সেটাই হল মুল বিষয়
-
অভিজ্ঞদের মতে ফরেক্সে নিউজ ইম্প্যাক্ট এর গুরুত্ব সব থেকে বেশি ।কেননা নিউজ ইম্প্যাক্ট এর মাধ্যমে ট্রেড করলে ভাল প্রফিট করা সম্ভব । সব নিউজের প্রভাব বা ইম্প্যাক্ট সমান নয় ।ফরেক্সের নিউজের জন্য সবাই প্রধানত forexfactory.com অনুসরন করে থাকে । আর মাঝে মাঝে ইন্সটাফরেক্স ক্যালেন্ডারও দেখতে হবে।তাই আমার মনে হয় যারা ফরেক্স মার্কেটে একেবারে নতুন তাদের জন্য এই নিউজ খুবি উপকারি হবে।