-
আমার মনে হয় সব ব্রোকারেই ভেরিফাই ছাড়া ট্রেড করা সম্ভব। আমি ইনস্টাফরেক্স এ নিজেই কাজ করেছি। তাই ইনস্টাফরেক্স এ আমি ১০০% শিউরিটি দিতে পারব। অন্য কোন ব্রোকারের কথা শিউর দিয়ে বলতে পারব না। তবে আপনার লাভ বা ডিপোজিট উত্তোলন করতে গেলে আপনাকে অবশ্যই এ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে হবে।
-
ফরেক্সের একাউন্ট ভেরিফাই না হওয়া পর্যন্ত ডেমো একাউন্টের মত। আপনি টাকা ভরে ট্রেড করতে পারবেন কিন্তু উইথড্রো করতে পারবেন না। অর্থাৎ এই সময় আপনার একাউন্ট একমুখী সিমকার্ডে মত, ইনকামিং আছে কিন্তু আউট গোয়িং বন্ধ।
-
আমি মনে করি, যদিও অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা নিজেদের অ্যাকাউন্ট ভেরিফাই ছারাও ট্রেডিং করতে পারছি তারপরে ও আমরা আগে ভেরিফাই এর স্টেপ সেরে নেয়া উচিত। কিছু কিছু ব্রোকার আছে যা ভেরিফাই ছারাই ট্রেড করতে দিনে। এর মধ্যে ইনেস্তা ফরেক্স ও আপনাকে ভেরিফাই ছারাই ট্রেড করতে দিবে। তখন সঠিক সময়ে সঠিক তত্ত্ব দিতে না পারলে আমাদের অ্যাকাউন্ট এ বড় কোন সমস্যা ও হতে পারেন। তাই আমি করে ভেরিফাই এর কাজ আমাদের আগে সেরে নেয়ে দরকার।
-
প্রায় সব ফরেক্স ব্রোকারের সাথেই আইডেনটিটি ভেরিফাই করতে হয় । ভেরিফাই মানে আপনি যে তথ্য দিয়ে তাদের কোম্পানিতে জয়েন করেছেন এবং ট্রেড করছেন তা আসলেই সঠিক কিনা । অধিকাংশ ব্রোকারেই ভেরিফাই করতে হয় । কিন্তু কিছু কিছু ব্রোকারে ভেরিফাই না করেও ট্রেড করা যায় ।
ভেরিফাই করতে কি কি ডকুমেন্টস দরকারঃ
আপনার পাসপোর্ট/ ন্যাশনাল আইডি কার্ড/ ড্রাইভিং লাইসেন্স - এর কম্পিউটার স্ক্যান কপি
আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন ডকুমেন্টস।
-
ভেরিপাই ছাড়া কোন ব্রোকার প্রফিট নিতে দিবেনা তবে আপনি চাইলে ট্রেড করতে পারবেন ফরেক্স মার্কেটে কিছু নিয়ম কানুন আছে যা ব্রোকাররা কঠোরভাবে নিয়ন্ত্রন করে একজন গ্রাহক এর সত্যতা ও বৈধতা যাচাই করার ক্ষেত্রে ভেরিপিকেশন করা অত্যন্ত প্রয়োজন ভেরিপিকেশন এর জন্য ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট প্রথম লেবেলের ভেরিপিকেশন এবং দ্বিতীয় লেবেলের ভেরিপিকেশন এর জন্য ব্যাংক স্টেটমেন্ট অথবা আপনার এড্রেস সম্বলিত কোন বিল যেমনঃ কারেন্ট বিল,গ্যাস বিল অথবা উপযুক্ত ডকুমেন্টস যা ব্রোকারের চাহিদা পূরণ করবে
-
ভেরিফাই না করেও ট্রেড করা যাবে কিন্তু প্রফিত উঠাতে কিন্তু ভেরিফাই করা লাগবে তাও আবার লেভেল ২ । আমি বলব আগে ভেরিফাই করে নেন তারপর ট্রেড করেন সান্তিমত।
-
অধিকাংশ ফরেক্স ব্রোকারে ভেরিফাই ছাড়াই ট্রেড করা যায় তবে এটা বিপদজনক। করন কোন কারনে পরে যদি তারা আপনাকে ভেরিফাই না করে তাহলে আপনি আপনার ডিপোসিট ও প্রফিট ফেরত পাবেন না। এজন্য ডিপোসিট করার আগে অবশ্যই ভেরিফাই করে নিন।
-
আপনি ভেরিফাই ছাড়াও ট্রেড করতে পারেন । ইন্সটাফরেক্সে ট্রেড করতে ভেরিফাই বাধ্যতামূলক নয় । আপনি কোন প্রকার ভেরিফাই ছাড়াই এই ব্রোকারে ট্রেড করতে পারেন । কিন্তু ইন্সটাফরেক্স কর্তৃপক্ষ যে কোনদিন আপনার কাছে ভেরিফাই এর ডকুমেন্টস চাওয়ার অধিকার রাখে । আরও অনেক ব্রোকারে ভেরিফাই বাধ্যতামূলক নয় । অনেক ব্রোকারে আপনি ভেরিফাই না করেও ট্রেড করতে পারবেন, কিন্তু বড় পেমেন্ট নেয়ার আগে অবশ্যই ভেরিফাই করতে হবে ।
-
ফরেক্স মার্কেটে অধিকাংশ ব্রোকারেরই ভেরিফাই ছাড়া ট্রেড করার সুযোগ দেয় আবার অনেকেই ভেরিফাই ছাড়া ট্রেড করার সুযোগ দেয় না যেমন ইন্সটাফরেক্সে ভেরিফাই ছাড়া ট্রেড করা সম্ভব। তবে ভেরিফাই ছাড়া ট্রেড কৃত প্রফিট উইথড্র করা যায় না। প্রফিট উইথড্র করার জন্য অবশ্যই অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে।
-
না ফরেক্সে ভেরিফাই ছাড়া ট্রেড করা যায় না।কিন্তু কিছু কিছু ব্রোকার হাউজ আছে যেখানে আপনি চাইলে ভেরিফিকেশন ছাড়াও ট্রেড করতে পারবেন।কিন্তু ভেরিফিকেশন নিয়ে ট্রেড করাই ভালো কারন যেকোনো সময় আপনার কাছে তারা আপনার আইডেন্টি ভেরিফিকেশন চাওয়ার ক্ষমতা রাখে।
-
ফরেক্স মার্কেট এর অনেক ফরেক্স ব্রোকার আছে যারা আপনাকে ভেরিফাই ছাড়া ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে দেয় আবার অনেক ফরেক্স ব্রোকার আছে যারা আপনাকে ভেরিফাই ছাড়া ফরেক্স মার্কেট এ ট্রেডিং কুরতে দেয় না তাই আমি একাউন্ট ভেরিফাই করে ট্রেডিং করি
-
ফরেক্স মার্কেটে আপনি ভেরিফিকেশন ছাড়াই ট্রেড করতে পারবেন । ফরেক্স মার্কেটে অনেক ব্রোকারই রয়েছে যেখানে ট্রেড করার জন্য ভেরিফিকেশন করা বাধ্যতামূলক নয় । তবে অাপনাকে আপনার লাভ উইড্রো করার জন্য ভেরিফিকেশন করা বাধ্যতামূলক । ইন্সটা ফরেক্স এ আপনি ভেরিফাই না করেই ট্রেড করতে পারবেন তবে কর্তৃপক্ষ যে কোন সময় সময় আপনার একা*উন্ট ভেরিফাই করার জন্য বলতে পারে ।
-
ফরেক্স এর যাবতীয় কার্যাবলি ট্রেডিং সব করতে পারবেন ভেরিপাই ছাড়া শুধু মাত্র একটা আসল কাজ ব্যাতিত । আর সেই আসল কাজটা হল টাকা উত্তলন । আমরা সবাই এক ও অভিন্ন লক্ষ নিয়ে ফরেক্স ট্রেডিং করতে আসি এবং সবার উদ্দেশ্য থাকে ব্যবসায় হতে লাভ উত্তলন করা । আর সেই লাভ আমরা উত্তলন করতে পারি না ভেরিপাই ব্যাতিত । আমরা যারা ফরেক্স মার্কেটে ট্রেডিং করি তারা অবশ্যই অনেক বেশি চায় যে টাকা যেন নিরাপদে উত্তলন করতে পারি , আর সেই বিষয়টাকে গুরুত্ব দিয়েই ব্রোকারগণ টাকা উত্তলনের সময় নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভেরিপিকেশন বাধ্যতামূলক করে দেন ।
-
আসলে এর অনেক কিছু নির্ভর করে ব্রোকার এর উপর, কারণ ব্রোকার এর মতে আপনার বয়স যদি আঠার বছর এর চত হয় বা কম হয়, তাহলে আপনি ফরেক্স বেব্সায়ের সাথে জড়িত থাকতে পারবেন না. সেই জায়্গায় ইনস্টা ফরেক্স এর নিয়ম অনুজাই আপনি যদি আসল টাকা ট্রেডিং একাউন্ট এ ইনভেস্ট করে থাকেন তাহলে আপনি ভেরিফাই করা ছাড়াও আপনি ট্রেডিং করতে পারবেন.
-
অনেক ব্রোকারই ভেরিফাই ছাড়াই ট্রেড করতে দেয় । তবে ইন্সটাফক্সে এ ট্রেড করার জন্য একাউন্ট ভেরিফাই করা বাধ্যতামূলক । এমনকি আপনি যত বোনাস নিতে চান আপনা একাউন্ট সেকেন্ড লেভেল পযর্ন্ত ভেরিফাই হতে হবে । আপনার ন্যাশনাল আইডিকার্ড এবং ব্যাংক স্টেটমেন্ট থাকলেই যথেষ্ট ।
-
ফরেক্স ভেরিফাই ছাড়া ট্রেড করা সম্ভব । কিন্তু যখন ডলার উত্তোলন করা প্রয়োজন হবে তখন এ্যাকাউন্ট ভেরিফাই করা ছাড়া উত্তোলন করা যাবে না । সুতরাং যখন যাবেই না তখন আগে থেকেই ভেরিফাই করা ভালো ।
-
ট্রেডিং করতে হলে একাউন্ট ভেরিফাই করা জরুরী নয়,কিন্তু একটি পূর্নাংগ ট্রেডিং একাউন্ট আপনাকে স্বাচ্ছন্দ্যে ট্রেড করতে উৎসাহ যোগাবে । প্রত্যেক ব্রোকার হাউজেই দুই স্তরের ভেরিফাই সিস্টেম রয়েছে । প্রথম স্তর ভেরিফাই হয়ে গেলেই আপনি ট্রেড করতে পারবেন । তবে আপনার প্রফিট তুলতে গেলে অবশ্যই একাউন্টটি ২য় স্তরের ভেরিফাইড হতে হবে ।
-
ফরেক্সের মত একটা গুরুত্বপূর্ন ক্ষেত্রে ভেরিফাই খুবই প্রয়োজনীয়। ভেরিফাই ছাড়া একাউন্ট স্বচ্ছল বা ব্যবহারউপযোগী হয় না। এছাড়াও ভেরিফাই ছাড়া একাউন্ট বৈধতা পায় না কিন্তু ভেরিফাই করার মাধ্যমে একাউন্ট বৈধ এবং নিশ্চয়তা পায়। কেননা যেসব ক্ষেত্রে ভেরিফাই করা বাধ্যতামূলক নয় সেসব সাইটের নিরাপত্তা কম।কিন্তু যারা ভেরিফাই বাধ্যতামূলক করে সেসব ক্ষেত্রে নিরাপত্তা বেশি। আমি নিজেও আগে ভেরিফাই করে নিয়েছি ।
-
আসলে আমি এখনো ফরেক্স মার্কেটে কোন ট্রেড করি নাই । তাই আমি ভাল করে জানি না যে ফরেক্স মার্কেটে ভেরিফাই ছাড়া ট্রেড করা যাবে কিনা । তাই আমি মনে করি আপনাকে আগে থেকে সব কিছু জেনে তার পরে আপনার ট্রেড করা ভাল হবে টা না হলে আপনার অনেক প্রব্লেম হতে পারে । তাই আপনাকে আগে থেকে সব ভাল করে জেনে নেওয়া ভাল হবে ।
-
ফরেক্স মার্কেটে আপনি চাইলে ভেরিফাই ছারা ট্রেড করতে পারবেন কিছু জাগাতে । তবে আমার মনে হয় আপনি আপনার অ্যাকাউন্ট বেরিফাই করে ট্রেড করে করাই ভাল হবে কারন আপনার অ্যাকাউন্ট ভেরিফাই না করে আপনি ট্রেড করলে আপনার অ্যাকাউন্ট কোন প্রব্লেম হতে পারে । তাই আমি মনে করি আপনি ভেরিফাই করেই ট্রেড করেন ।
-
ফরেক্স এ আপনি একাউন্ট খুলে ট্রেড করতে পারবেন।আবার ইনস্টা ফরেক্স ট্রেডিং একাউন্ট ভ্যারিফাই করা ছাড়াই আপনি ট্রেড করতে পারেন।কারন শুধু ট্রেড ওপেন করার জন্য কোন ব্রোকারের ট্রেডিং একাউন্ট ভ্যরিফাই করার অাবশ্য কতা আছে বলে আমার জানা নেই।তবে আপনি ভ্যরিফাই ছাড়াই ট্রেডকরে প্রফিট করতে পারবেন। তবে সেই প্রফিট উঠাতে কিন্তু আপনার একাউন্ট অবশ্যই ভ্যরিফাই করতে হবে। ধন্যবাদ।
-
হা আপনি ইচ্ছে করলে আপনি আপ আর একাট ভারেইফাই ছাড়াও আপনার একাউন্ট থেকে আপনি ট্রেড করতে পারবেন। কিন্তু আপনার সমস্য হবে তখনেই যখন আপনি আপনার লাভের টাকা উত্তলোন করতে যাবেন তখন আপনার টাকা উত্তলোন করতে পারবেন না। তাই ভেরিফাই করেই ট্রেড করা ভাল।
-
হ্যাঁ ফরেক্স মার্কেট এ আপনি ভেরিফাই করা ছাড়া ট্রেড কএ আয় করতে পারবে।এই সুযোগটি আমাদের কে ইন্সটাফরেক্স দিয়েছে।তবে হ্যাঁ আমরা যখন আমাদের আয় করা টাকা উত্তোলন করতে কাব তখন আমরা আর তা উত্তোলন করতে পারবোনা।তাই আপনার আয় করা টাকা উত্তোলন করতে হলে আপনার একাউন্ট কে ভেরিফাই করতে হবে।আমি ফরেক্স মার্কেট এ ট্রেড শুরু করার আগে আমার একাউন্ট কে ভেরিফাই করি।এতে আমি খুবি সহজেই টাকা উত্তোলন করতে পারি।
-
আমি জানি যে কেউ একাউন্ট ভেরিফাই না করে ট্রেড করতে পারেন। কিন্তু ব্রোকার যে কোন সময়েই আপনার ডকুমেন্ট চাইতে পারেন এবং আপনি দিতে বাধ্য থাকবেন। কিন্তু আমি মনে করি আপনি ভেরিফাই করেই ট্রেড শুরু করেন। কারণ একদিন আগে আর পরে আপনাকে প্রোফাইল ভেরিফাই করাতেই হবে। যদিও ভেরিফাই করতে খুব বেশি সময় লাগে না।
-
কারন ভেরিফাই করা ছাড়া আপনি অনেক ভাল ব্রোকারে ট্রেড করতে পারবেন না। এবং আপনি অনলাইনে যেই ... ভেরিফাই ছাড়া ট্রেডিং? হ্যাঁ। ... অনেক ফরেক্স ব্রোকার তাদের সাথে অ্যাকাউন্ট সত্যায়িত করা ছাড়া ডলার জমা/উত্তোলন (deposit/withdrawal)করতে দেয় না অথবা বিভিন্ন প্রতিবন্ধকতা আরোপ করে। এটা করতে তারা .... কিভাবে ফরেক্স মার্কেট থেকে আয় করা সম্ভব? ... This Post Is Tagged কিভাবে, ফরেক্সে, লস, লাভ.
-
বেশীরভাগ ব্রকারই ১:২০০ লেভারেজ দেয় অর্থাৎ ১০০০ ডলার বিনিয়োগ করে ২০০,০০০ (দুলাখ) ডলার পর্যন্ত কেনাবেচা করা যাবে। . এগুলি আসলে কি? ব্রকারঃ যে কোম্পানির সাথে আপনি একাউণ্ট খুলবেন অর্থাৎ যে প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি কারেন্সি মার্কেটে লেনদেন করবেন তাকে ব্রকার বলে। .. ভেরিফাই ছাড়া ট্রেডিং? . তাই আপনি হয়ত শুরুতেই ফরেক্সে ইনভেস্ট করতে ভয় পাচ্ছেন। . বাণিজ্যিক ও অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়নের জন্য Bretton Woods System-এর উদ্ভাবন করে, যার মাধ্যমে মুদ্রা তথা কারেন্সির অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিত অবস্থাকে একটি নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা সম্ভব হয়।
-
যদি আমি কিছু তথ্য হারিয়ে ফেলি এবং উত্তোলন বা জমাকরণের সময় একই রকম তথ্য দিতে না পারি তাহলে আমার কী পদক্ষেপ নেয়া উচিৎ? কোন পরিশোধ ... সেন্ট অ্যাকাউন্টের সার্ভার: ট্রেডিং অ্যাকাউন্ট নম্বর 3000000 থেকে 3500000 এর জন্য InstaForex-Cent.com অথবা 46.4.115.236:443 ব্যবহার করা যেতে পারে; .... যেহেতু কোম্পানি শুধুমাত্র একটি প্রযুক্তিগত মধ্যস্থতাকারী যা কোনো পক্ষের হস্তক্ষেপ ছাড়া অর্থ পরিশোধ ও শেয়ার গণনার নিশ্চয়তা প্রদান করে, সেহেতু এই তথ্য ব্যবহারকারীদের মাঝে যোগাযোগ স্থাপন করে। কিন্তু প্যাম পদ্ধতির মাধ্যমে একটি ট্রেডিং অ্যাকাউন্টে শত শত প্যাম ব্যবসায়ীদের কাছ থেকে বিনিয়োগ গ্রহণ করা সম্ভব। আমার অ্যাকাউন্ট ইতোমধ্যে ভেরিফাই করা হয়েছে।
-
হা সম্ভব। ভেরিফাই ছাড়া ট্রেড করা সম্ভব। কিছু কিছু ব্রোকার আছে যারা ভেরিফাই ছাড়া ট্রেড করার অনুমতি দেয়। যেমন ইন্সটা ফরেক্স।। আরো কিছু ব্রোকার এই সুবিধা দিয়ে থাকে। তবে আমার মতে একাউন্ট ভেরিফাই করে নেওয়া ভালো। এতে আপনার টাকা তুলতে কোন ঝামেলা হবে না।
-
হা ফরেক্স মার্কেটে আপনি আপনার অ্যাকাউন্ট ভেরিফাই ছাড়া ট্রেডিং করত পারবেন । তবে ফোরাম বোনাসের অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি যদি আপনার অ্যাকাউন্ট ভেরিফাই না করেন তাহলে আপনি যতই প্রফিট করুন না কেন, আপনি তা উত্তোলন করতে পারবেন না । সেক্ষেত্রে আপনাকে আপনার ট্রেডিং অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে ।
-
ভেরিফাই ছাড়া ট্রেড করা যায়।তবে অধিকাংশ সময় ব্রোকার যারা তারা ভেরিফাই চাই।তাই ফরেক্সে ট্রেড করার জন্য আগে থেকেই একাউন্ট ভেরিফাই করা ভাল।তাহলে ভবিষ্যৎ এ কোন ঝামেলা হবে না।
-
ফরেক্স মার্কেটে বিভিন্ন ব্রোকার বিভিন্ন ধরনের রুলস ফলো করে। কিছু ব্রোকার আছে যারা ভ্যারিফাই ছারা ডিপোজিট ও ট্রেড করতে দিবে কিন্তু উইথড্র করতে হলে অবশ্যই হাই লেভেল ভ্যারিফাই করতে হবে। অনেকে একাউন্ট ওপেন করা মাত্রই বোনাস দিয়ে দেয় কিন্তু ভ্যারিফাই ছাড়া উইথড্র করতে দেয় না। আবার অনেকে ভ্যারিফাই ছাড়া তো একাউন্ট নাম্বার ই দেয় না। তাই আগে থেকেই একাউন্ট ভ্যারিফাই করে রাখা ভালো , পরে উইথড্র করতে সমস্যা হয় না।
-
ফরেক্সে আপনি ভেরিফাই ছাড়া ও ট্রেড করতে পারবেন তবে এটা খুবি রিস্কি।। যে কোনো সময় আপনার একাউন্ট ব্যান হয়ে যেতে পারে।। তাছারা বড় কোনো এমাউন্ট তুলার সময় আপনার কাছে পেপার চাইবে না দিতে পারলে একাউন্ট ক্লোজ করে দিতে পারে।।।
-
ফরেক্সে ভেরিপাইয়েড ব্যাতিতও একাউন্ট দিয়েও ট্রেড করা যাবে । তবে এ ক্ষেত্রে যে মুল উদ্দেশ্য নিয়ে আপনি এখানে ট্রেড করছেন তা সফল হবে না । আর আমাদের মুল উদ্দেশ্য হল ট্রেড করে টাকা ইনকাম করা । কিন্ত তা তখনই সম্ভব হবে যখন আপনি ট্রেডিং করে টাকা তুলার জন্য আপনার একাউন্টকে ভেরিপাইয়েড করবেন । ভেরিপাইয়েড ব্যাতিত ট্রেড করা গেলেও মুনফা উত্তোলন করা যায় না ।
-
ফরেক্স এ অনেক নিয়মনিতি আছে তার মধ্যে ফরেক্স একাউন্ট ভেরিফাই ছাড়া ফরেক্স একাউন্ট এর কোন মূল্য নেই কারন ফরেক্স একাউন্ট ভেরিফাই ছাড়া ফরেক্স এ ট্রেড করতে পরবেন প্রফিড করতে পারবেন কিন্ত প্রফিড কখন ও উইড্রো দিতে পরবেন না। তাই একাউন্ট ভেরিফাই ফরেক্স এর একটি গরুপ্তপূর্ন অংশ।
-
ফরেক্স মার্কেটে আপনি আপনার ট্রেডিং অ্যাকাউন্ট ভেরিফাই না করিয়েও ট্রেড করতে পারবেন তাতে কোন সমস্যা হবে না তবে আমি মনে করি ট্রেডিং অ্যাকাউন্টটি ভেরিফাই করিয়ে নেওয়াই ভাল তাতে করে ব্রোকারেরর কাছে যেমন আপনার সঠিক পরিচিতি থাকে ঠিক তেমনি বড় ধরনের ঝুট ঝামেলা থেকে অনায়াসে পরিত্রান পওয়া সম্ভাব।
-
অনেক ব্রোকার আছে যা আপনাকে ভেরিফাই ছাড়া ট্রেড করতেই দেবে না। আবার কিছু ব্রোকার আছে যা থেকে আপ্নি ভেরিফাই ছাড়াও ট্রেড করতে দিবে। তবে কোম্পানি বা ব্রোকার আপনার কাছে যেকন সময় ভেরিফাই এর |ডকুমেন্ট চাইতে পারে।
-
ফরেক্স ট্রেডিং করতে অবশ্যই আমাদের ট্রেডিং স্ট্রাটেজী মেনে ট্রেড করতে হবে।। ফরেক্স ট্রেডিং করতে হলে অবশ্যই ভেরিফাই করতে হবে।। ভেরিফাই ছাড়া ট্রেডিং করা খুবই রিস্কি।। ভেরিফাই ছাড়া ট্রেডিং করা যায় কিন্তু বড় ধরনের কোনো এমাউন্ট তুলতে গেলে অবশ্যই ব্রোকার আপনার কাছে ভেরিফাই পেপার চাইতে পারে।।
-
ফরেক্সে একাউন্ট ভেরিফাই করা বাধ্যতামুলক নয় তবে আমি মনে করি একাউন্ট ভেরিফাই করে ট্রেড করাই ভালো। কারন যে কোন সময় ব্রোকার ভেরিফাই সংক্রান্ত কাগজ চাইতে পারে। আমরা ট্রেড করি মুনাফা অর্জনের জন্য, সেই লাভের অংশ উত্তোলনের ক্ষেত্রে ভেরিফাই করা জরুরী হয়। নতুন যারা ট্রেডার হবেন আশা করি তারা সবাই একাউন্ট ভেরিফাই করেই ট্রেড করবেন।
-
ফরেক্সে কি ভেরিফাই ছাড়া ট্রেডিং করা সম্ভব। আমি ফরেক্স নতুন । আমি আসতে আসতে সবকিছু সিখতেছি । আমি আখুনু রিয়েল আকাউন্ট খুলি নাই। তবে পরে সব কিছু জেনে খুলব।
-
ভেরিফাই ছাড়া ট্রেড করা সম্ভব হলেও একজন সচেতন ট্রেডার হিসেবে আমাদেরকে আমাদের একাউন্ট ভেরিফাই করে নেওয়া উচিত। কেননা এটা আমাদের কাছে একটা দলিলের মত। ফরেক্সে একবার গেইন করতে পারলে তা একটা বিশাল বড় ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। তাই কোন ট্রেডারকেই ভেরিফাই ছাড়া ট্রেড করা উচিত নয়। আগে একাউন্ট ভেরিফাই তারপরে ডিপোজিট। নয়তো মাইন্ড সেটিসফেকশন থাকে না। এটা খুবই জরুরী।