ফরেক্স ট্রেডিং এ মানি ম্যানেজমেন্ট এর গুরুত্ত অপরীসীম । ফরেক্স মানি ম্যানেজমেন্ট ভালো ভাবে বুঝতে পারলে ব্যবসায় লস খাওয়ার সম্ভাবনা কম ।
Printable View
ফরেক্স ট্রেডিং এ মানি ম্যানেজমেন্ট এর গুরুত্ত অপরীসীম । ফরেক্স মানি ম্যানেজমেন্ট ভালো ভাবে বুঝতে পারলে ব্যবসায় লস খাওয়ার সম্ভাবনা কম ।
ফরেক্স ট্রেডিং এ মানি ম্যানেজমেন্ট এর গুরুত্ব অনেক। ভাল মানি ম্যানেজমেন্ট করতে পারলে অনেক ভালো ট্রেড করা যায়। আপনি প্রথম ট্রেডে কতো লডে ট্রেড অপেন করবে পরে সেই ট্রেড যদি লস করেন তাহলে পরবর্তী ট্রেডে কতো লডে ট্রেড অপেন করবেন এ ট্রেডে যদি লাভ করেন তাহলে পরবর্তী ট্রেড কতো লডে অপেন করবেন এটা নির্ভর করে এক জন ভালো মানি ম্যানেজমেন্ট এর উপর।
ফরেক্স ট্রেডিং এ মানি ম্যানেজমেন্ট হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ফরেক্স ট্রেডাররা তাদের অ্যাকাউন্ট ম্যানেজ করে থাক । ফরেক্স ট্রেডারদের জন্য মানি ম্যানেজমেন্ট খুবই জরুরী । একটি ভাল মানি ম্যানেজমেন্ট আপনার অ্যাকাউন্টকে ব্যাঙ্কর্যাপ্টসি থেকে রক্ষা করতে সাহায্য করে।
ফরেক্স ট্রেডিং এ মানি ম্যানেজমেন্ট এর গুরুত্তব অনেক। কারর যে অর্থ আয় করা হই এই অর্থ যদি না তলা যায় তাহলে আয় করার কব মানে হই না। তাই ফরেক্স ট্রেডিং এ মানি ম্যানেজমেন্ট এর গুরুত্ব অনেক।
ফরেক্স ট্রেডিংয়ে মানি ম্যানেজমেন্ট বলতে অ্যাকাউন্ট টিকিয়ে রাখার চেষ্টাকে বোঝায়। মূলত অ্যাকাউন্ট ম্যানেজ করাকে মানি ম্যানেজমেন্ট বলে। প্রতিটি ট্রেডারের উচিত মানি ম্যানেজমেন্ট অনুসরন করা। অন্যথায় খুব দ্রুত ব্যালেন্স জিরো করে ফরেক্স থেকে বিদায় নিতে হবে।
একমাত্র মানি ম্যানেজমেন্টের রুল মেনে ট্রেড করলেই আমরা আমাদের ব্যবসাকে দীর্ঘদিন টিকিয়ে রাখতে পারি। আমরা যদি মার্কেটে টিকে থাকতে না পারি তা হলে আয় করার কথাই ভাবতে পরি না। তাই ফরেক্সে মানি ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটিই আমাদের লোভকে নিয়ন্ত্রণ করে। যার ফলে আমরা অনেক বড় ধরনের লোকসান হতে বাঁচতে পারি।
প্রত্যেক ব্যবসা করতে গেলে অবশ্যই একজন ব্যবসাহিকে মানিমেনেজমেন্ট সম্পর্কে ধারনা থাকতে হবে। ফরেক্স ব্যবসা এমন এক জঠিল ব্যবসা যার মানিমেনেজমেন্ট না জানলে আপনের বড ধরনের লস হওয়ার সম্মক্ষিন হতে হবে। তাইই ফরেক্স ট্রেডিং এ মানি মেনেজমেন্ট এর গুরুত্ত অপরিশিম।
আমি মনে করি যে ফরেক্স মার্কেটের সবচেয়ে বড় চ্যালেন্জ হল দীর্ঘ সময়ের জন্য মার্কেটে টিকে থাকা ফরেক্স মার্কেটে দীর্ঘ সময় ধরে টিকে থাকা কোন সহজ কাজ নয় বেশির ভাগ নতুন ট্রেডার ট্রেডিং শুরুর কিছুদিনের মধ্যই অপরিকিল্পিত ট্রেড করার মাধ্যমে তাদের একাউন্ট শূন্য করে ফেলে তাই্ একাউন্টকে শূণ্য থেকে রক্ষা করতে এবং ভালো প্রফিট করার জন্য বিনিয়োগকৃত অর্থের সঠিক ব্যবস্থাপনা করাই হল মানি-ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট ট্রেডারকে একটা নিদ্দিষ্ট বৃত্তে থাকতে সাহায্য করে
আমি মনে করি ফরেক্স মার্কেটে আমরা একজন ট্রেডার হতে গেলে শুরুতেই আমাদের ম্যানেজমেন্ট সম্পর্কে ধারনা থাকতে হবে। কারন ম্যানেজমেন্ট ফরেক্স মার্কেটে ট্রেড এর বেলায় আমাদের অনেক অংশে হেল্প করে থাকে। আমাদের যদি ম্যানেজমেন্ট সম্পর্কে ভালো ধারনা থাকে তবে, অনেক সসময় আমরা মূল ক্যাপিটাল ফলো করে ট্রেড করতে পারি এবং অনাকাংকিত লসের হাত থেকে বাঁচতে পারি।
ফরেক্স ট্রেডিং এ মানি ম্যানেজমন্টে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । এর কারণ হল যে যত বেশী মানি ম্যানেজমেন্ট করবে সে তত বেশী ফরেক্স থতেকে উন্নতি করতে পারবে । ফরেক্স মার্কেটে যত দক্ষ ট্র্রেডার আছে সবাই এই মানিম্যানেজমেন্ট এর গুরুত্ব দিয়ে থাকেন । সুতরাং আমি বলব আপনারা সকলে এই ম্যানিম্যানেজমেন্ট ব্যবস্থা চালু করেন তাহলে অবশ্যই সফলকাম হবেন ।
ফরেক্স মার্কেট এর মানি ম্যানেজমেন্ট এর গুন অনেক ভাল,কারন ফরেক্স মার্কেট থেকে ট্রেডিং করার জন্য আমাদের যা ডিপোজিট করি তা থেকে ১০% রিস্ক নিয়ে ট্রেডিং করা কে আমরা মানি ম্যানেজমেন্ট বলি , অনেক সময় লস হলে তা দিয়ে পরে ভাল ভাবে ট্রেডিং করতে পারি।
অনেকে অল্প সময়ে অধিক লাভের আশায় নিজের ব্যাল্যান্সের তুলনায় বড় লট নিয়ে ট্রেড করে । ফলে তাদের ব্যাল্যান্স সহজেই জিরো হয়ে যায় ।আগে আমাদের মূল ব্যাল্যান্স ঠিক রাখতে হবে ।এ জন্য মানি ম্যানেজমেন্টের গুরুত্ত অনেক।
ফরেক্স ট্রেডিং এ মানি ম্যানেজমেন্ট এর গুরুত অপরীসিম। ভাল ট্রেডার হতে গেলে মানি ম্যানেজমেন্ট এর ব্যবহ।র এর মাধ্যমে ট্রেড করতে হবে ।মানি ম্যানেজমেন্ট এর মাধ্যমে ট্রেড করলে লাভ কম হলেও মাকেটে টিকে থাকা যাবে ।
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য মানি ম্যানেজমেন্ট অত্যান্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি । অধিকাংশ ট্রেডাররাই মার্কেটে লস করে মানি ম্যানেজমেন্ট না করার কারনে । এলোমেলো ট্রেড না করে মার্কেট এ্যনালাইসিস করে সীমিত ট্রেড করাই উত্তম ট্রেডারের বৈশিষ্ট ।
যে কোন জায়গায় একটা জিনিস খেয়াল করলে দেখেবেন যেখানে সুন্দর ব্যবস্থাপনা থাকবে সেখানে ভাল ফলাফল অর্জন হবেই । কারণ সুন্দর ও সুষ্ট ব্যবস্থাপনা আপনার যে কোন কাজে সফলতা দান করবে । তাই আমি মনে করি যে ফরেক্সে ঠিক তেমনি আপনার যদি মানিম্যানেজমেন্ট ভালো হয় তবে অবশ্যই আপনি ভাল একটা আউটপুট পাবেন । আর আপনার বিনিয়োগকৃত টাকাকে যত বেশি বুদ্ধিমত্তা ও মেধা দিয়ে ব্যবস্থাপনা করতে পারবেন তত বেশি ভাল কিছু অর্জন করতে পারবেন ।
ফরেক্স মার্কেটে মানি ম্যানেজমেন্ট একটি গুরুত্বপূর্ণ বিষয় । ভাল এবং অভিজ্ঞ ট্রেড আর যারা তারা সব সময় মানি ম্যানেজমেন্ট অধিক গুরুত্তের সাথে বিবেচনা করে থাকে । মানি ম্যানেজমেন্ট না করলে যেকোনো সময় আপনার পুঁজি হারাতে পারেন ।
আমি মনে করি ফরেক্স মার্কেটে যারা ট্রেড করবে তারা যদি ঠান্ডা মনের হয় তারা ফরেক্স মার্কেটে সফলকার সাথে ট্রেড করতে পারবে কারন ফরেক্স মার্কেটে মানি মেনেজমেন্ট, অতিরিক্ত ভলিউমে ট্রেড করা। এই গুলো যারা মানতে পারবেনা তারা কখনো ফরেক্স মার্কেটে সফল ট্রেডার হতে পারবেনা।
ফরেক্স ট্রেডিং এ আপনি যদি মানি মানেজমেন্ট না করে ট্রেড করেন তাহলে আপনার একাউন্ট জিরো হতে খুব বেশি দেরি হবে না এটাই স্বাভাবিক।কারন ম্যানেজমেন্ট ফরেক্স মার্কেটে ট্রেড এর বেলায় আমাদের অনেক অংশে হেল্প করে থাকে। আমাদের যদি ম্যানেজমেন্ট সম্পর্কে ভালো ধারনা থাকে তবে, অনেক সসময় আমরা মূল ক্যাপিটাল ফলো করে ট্রেড করতে পারি এবং অনাকাংকিত লসের হাত থেকে বাঁচতে পারি। যদি তা সম্বন্ধে আমাদের নলেজ না থাকে তবে অ্যাকাউন্ট জিরো হতে বেশি সময় লাগবে না।
ফরেক্স করতে হলে ফরেক্সের সব বিষয় বুঝতে হবে তাহলে ফরেক্স মার্কেট থেকে আয় করা যাবে এবং এখানে টিকে থাকা যাবে।আপনাকে প্রথমে বেশি মনোয়োগ দিতে হবে মনি ম্যানেজম্যান্টের উপর কারন একমাত্র সফল আর্থিক ব্যবস্থাপনার প্রয়োগই আপনাকেক মার্কেটে টিকে থেকে ট্রেড করতে সাহায্য করতে পারে|
মানিম্যানেজমেন্ট হল অর্থের যথার্থ ও সঠিক ব্যবস্থাপনা । যত বেশি পরিমানে নিজের একাউন্ট সঠিক পরিচালনা করা যাবে তত বেশি করে সামনের দিকে লক্ষ্যপানে এগিয়ে যাওয়া যাবে । তবে মনে রাখতে হবে যে আমরা যে টাকা বিনিয়োগ করি সে টাকা যদি যথেচ্ছা ব্যবহার করি তবে একসময় তা নিঃশ্বেস হয়ে যাবে এমনকি জিরো হয়ে যেতে পারে । তাই মানিম্যানেজমেন্ট এ ক্ষেত্রে খুব গুরত্বপুর্ণ ।
ফরেক্সে সফলতা পাওয়ার অন্যতম চাবিকাঠি হলো মানি ম্যানেজমেন্ট করা। মানি ম্যানেজমেন্ট না করলে আপনার ওকাউন্ট কোনো ভাবেই সিকিওর থাকবে না।। আপনি যত দক্ষ ট্রেডার ঈ হুন না কেন। মানি ম্যানেজমেন্ট না করলে আপনি যে কোনো সময় বিপদের সম্মুখীন হবেন।। তাই ফরেক্স ট্রেডিং এ অবশ্যই মানি ম্যানেজমেন্ট মেনে চলুন।।।
ফরেক্স ট্রেডিং এ মানি ম্যানেজমেন্ট এর গুরুত্ব অনেক। একটা সুন্দর ট্রেডিং প্ল্যান এর জন্য মানি ম্যানেজমেন্ট করা জরুরী। আপনার একাউন্ট কে জিরো হওয়ার হাত থেকে বাচানোর জন্যও আপনাকে মানি ম্যানেজমেন্ট জানতে হবে। আর এটা ফলো করলে লস হওয়ার সম্ভাবনা খুব কম।
মানিম্যানেজমেন্টের গুরুত্ত অনেক বেশি । সঠিক মানি মানি ম্যানেজমেন্ট না জানলে যে কোন সময়ে ক্যাশ জিরো হয়ে যেতে পারে । আগে মানি ম্যানেজমেন্ট শিখুন পরে ট্রেড করুন ।
ফরেক্স আমি একজনের নিকট শিখেছি তার শিখা অনুযায়ী আমি ডেমো করেছি ১৫ দিন । এখন রিয়েল ট্রেড করি কিন্তু কোন লাভ হয়না শুধু লস হয় এখন কি আমার আরো ডেমো করতে হবে । পরামরশ দিন ।
ফরেক্স মার্কেটে ট্রেডিং এর জন্য মানি ম্যানেজমেন্ট এর গুরুত্ব অপরিসীম । মার্কেটে আপনি যদি মানি ম্যানেজমেন্ট না করে ট্রেড করেন তাহলে আপনার মূলধন যতই হোক না কেন আপনার একাউন্ট জিরো হতে সমায় লাগবে না । তাই আমার মতে প্রতিটি ট্রেডেই মানি ম্যানেজমেন্ট অনুসরন করা উচিৎ । ধন্যবাদ ।
আমি মনে করি মানি ম্যানেজমেন্ট ফরেক্স লাইফ এর একটি অনেক বড় ভুমিকা পালন করে থাকে। ফরেক্স ট্রেডিং এ আপনি যদি মানি মানেজমেন্ট না করে ট্রেড করেন তাহলে আপনার একাউন্ট জিরো হতে খুব বেশি দেরি হবে না এটাই স্বাভাবিক। তাই মানি ম্যানেজমেন্ট ফরেক্স মার্কেটে খুব খুব গুরুত্ব পালন করে।
আমি মনেকরি ফরেক্স এ মানি মেনেজমেন্ট এর গুরুত্ব অপরিসীম। কারন যেকোন জায়গায় ভাল মুনাফা বা ব্যবসা নিয়ন্ত্রন এর জন্য মূলধন এর সঠিক ব্যবহার অত্যন্ত জরুরি। তাই ফরেক্স যেহেতু একটা সম্ভাবনাময় মার্কেট এবং এবং এখানে যেহেতু লস এর ও একটা বিষয় আছে, তাই এখানে বিনিয়োগের একটা সঠিক বন্টন বিধি থাকা আবশ্যক।
মানি মেনেজমেন্ট বিষয়টা আমাদের জীবনের সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। ফরেক্স মার্কেটে মানি মেনেজমেন্ট বিষয়টা ভালভাবে বুঝলে আপনি ট্রেডিং এ সফলতা পাবেন।
আমার মতে যেহেতু মার্কিন ডলার হচ্ছে বেজ কারেন্সী এবং সব দেশের কারেন্সীর উত্থান পতনের জন্য ইউএস ডলার এর ভূমিকা অত্যবশ্যকীয়। মার্কেট সপ্তাহে দিন খোলা থাকে, এই দিনে যে কোনো সময় ই ট্রেড করা যায়, আসলে ট্রেড নির্ভর করে মার্কেট এর অবস্থার উপর মার্কেট এর অবস্থা যদি অস্থিতিশীল হয়, যদি ট্রেড না নেয়ার মত হয়, তাহলে তখন ট্রেড না নিয়ে অপেক্ষা করাই ভালো।
একজন ট্রেডার যত টাকাই ফরেক্স মার্কেটে ইনভেস্ট করুক না কেন আমি মনে করি সে যদি তার টাকার যথার্থ ম্যানেজমেন্ট করতে না পারেন তবে অনেক বেশি পরিমাণে লস খেতে হবে । ফরেক্স ট্রেডিং এর মধ্য মানিম্যানেজমেন্ট অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় । যে যত ভাল মানিম্যানেজমেন্ট করতে পারে সে তত বেশি লাভ বের করে আনতে পারে । মানিম্যানেজমেন্ট শুধু গুরুত্বপূর্ণ নয় এটা অবশ্যম্ভাবী একটা ধাপ । যা সবারই আয়ত্ত করা উচিত নিজেরই স্বার্থে ।
যে কোন কাজের খেত্রে ম্যানেজমেন্ট একটি গুরুত্বপূর্ণ বিসয়। ফরেক্স একটি মুদ্রা বাজার তাই এখানে মানি মানাজমেন্ত একটি গুরুত্বপূর্ণ বিসয়। এটা ভাল করে না বুজে ত্রাদ করলে হয়ত অ্যাকাউন্ট জির ও হতে পারে। মেনেজমান্ত ভাল হলে সেখানে সফলতা আসবেই। তাই মানি মেনেজমেন্ত ভাল করে বুঝে ত্রাদে করলে লসস হওয়ার সম্ভাবনা থাকে না ।
ফরেক্সে মানিম্যানেজমেন্ট এর গুরুত্ব অনেক বেশি । ফরেক্স মার্কেটে ট্রেড করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে মানিম্যনেজমেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ । কেননা আমরা যে টাকা ফরেক্সে ইনভেস্ট করি তাই হল আমাদের মুল সম্বল । ফরেক্স মার্কেটে ট্রেড করার ক্ষেত্রে আমাদের বিনিয়োগকৃত অর্থকে ঠিক কিভাবে ব্যবাহার করছি তার উপর নির্ভর করছে আমরা ঠিক কত টাকা ইনকাম করতে পারব ।
ম্যানেজমেন্ট ছাড়া কোন কিছুতেই সফলতা আনা যায়না তাই আমাদের ফরেক্স মার্কেটে ট্রেডিং।করার সময় মানি ম্যানেজমেন্ট অনুসরণ করতে হবে, ফরেক্স মার্কেটে যদি আমরা মানি ম্যানেজমেন্ট অনুসরণ না করি তাহলে ফরেক্স মার্কেট থেকে আমরা ভাল প্রফিট করতে পারবনা,তাই মার্কেটে টিকতে হলে আমাদের মানি ম্যানেজমেন্ট থাকতে হবে।
আমি মনে করি ফরেক্সে মানি ম্যানেজমেন্ট এর গুরুত্ব অনেক। মানি ম্যানেজমেন্ট করে ট্রেড ওপেন করলে ট্রেড করে লস হওয়ার সম্ভাবনা খুবি কম থাকে। মানি ম্যানেজমেন্ট করলে অ্যাকাউন্ট নিরাপদ থাকে। এজন্য ট্রেড ওপেন করার পরও অনেক নিরাপদ থাকে। আমি মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করি। আমি খুবি কম অলস করি তার একটাই কারন আমি মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করি।
ফরেক্স ট্রেডিং নিয়ম নীতি মানলে ভালো হয়।মানি ম্যানেজমেন্টে এমন একটা নিয়ম।মানি ম্যানেজমেন্টের মাধ্যমে একটা ট্রেডার তার অ্যাকাউন্ট ম্যানেজ করে।এজন্য ভালো ভালো ট্রেডারা মানি ম্যানেজমেন্ট করে থাকে।এবং ট্রেডিং ভালোভাবে মানি ম্যানেজমেন্ট অ্যাপ্লাই করে।ফলে তারা ভালো প্রফিট করে টিকে থাকে।তাই আমার মতে ফরেক্স ট্রেডিংয়ে মানি ম্যানেজমেন্টের গুরুত্ব অত্যাধিক।
ফরেক্স ট্রেডিং এ মানি ম্যানেজমেন্ট এর গুরুত্ব অনেক। ফরেক্স ট্রেড করতে গেলে আপনাকে সব সময় মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে। তা না হলে আপনার লসের সম্ভাবনা বেশি। প্রতিটি ট্রেড ওপেন করার আগে আপনাকে আপনার ব্যালেন্স এর উপর নজর রেখে ট্রেড করতে হবে। ব্যালেন্স অপেক্ষা অতিরিক্ত রিক্স নিয়ে ট্রেড করা যাবে না। তাতে সফলতা পাওয়া যায় না। আপনাকে ফরেক্স মার্কেটে সফলতা পেতে হলে মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে।
মানি ম্যানেজমেন্ট হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ফরেক্স ট্রেডাররা তাদের অ্যাকাউন্ট ম্যানেজ করে থাকে। ফরেক্স ট্রেডারদের জন্য মানি ম্যানেজমেন্ট খুবই জরুরী। একটি ভাল মানি ম্যানেজমেন্ট আপনার অ্যাকাউন্টকে ব্যাঙ্কর*্যাপ্টসি থেকে রক্ষা করতে সাহায্য করে। একটি ভাল মানি ম্যানেজমেন্ট ফলো করলে আপনার ক্যাপিটাল হারানোর সম্ভাবনা খুব কম।
মানি ম্যানেজমেন্ট ফরেক্স মার্কেটে খুবই গুরুত্বপূর্ন।কারন মানি ম্যানেজমেন্ট হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ফরেক্স ট্রেডাররা তাদের অ্যাকাউন্ট ম্যানেজ করে থাক । ফরেক্স ট্রেডিং এ আপনি যদি মানি মানেজমেন্ট না করে ট্রেড করেন তাহলে আপনার একাউন্ট জিরো হতে খুব বেশি দেরি হবে না এটাই স্বাভাবিক। তাই ফরেক্সে টিকে থাকতে হলে মানি ম্যানেজমেন্ট এর জ্ঞান খুবই জরুরি।
ফরেক্স ট্রেডিং এ মানি ম্যানেজমেন্ট এর গুরত্ত অনেক । ফরেক্স ট্রেডিং এ মানি ম্যানেজমেন্ট করলে লস খেলেও লস খুব শহজে রিকভার করা যায়। যেমন আমার কাসে ১০০$ আছে। আমি যদি ১০ স্কেল এ ভাগ করি তাহলে ১০$ করে আসে। আমি যদি ০.০১ ( পিপাইন ) এ ট্রেদ ওপেন করি তাহলে ১০০পিপস এ ১০$ প্রফিট হবে । যদি লস অ হয় তাহলে ১০$ লস হবে। ১০৳ লস রিকভার করা শজা কিন্তু ১০০৳ কঠিন । যদি প্রতিদিন ৩০ পিপ্স লাভ করা যায় তাহ্লে ২০ দিনে ৬০$ লাভ অনায়শে করা যায়।
ফরেক্স মার্কেটে মানি ম্যনেজমেন্ট খুব গুরুত্বপুর্ন একটা বিষয় কারন মানি ম্যনেজমেন্ট না দেখে ট্রেড ওপেন করলে ব্যলান্স জিরো হবার ভয় থাকে তাই সবার আগে মানি ম্যনেজমেন্ট ভালো করে শিখতে হবে মানি ম্যনেজমেন্ট না বুঝলে ফরেক্স থেকে লাভ করতে পারবেন না ফরেক্সে দক্ষ ও হতে পারবেন না ।তাই লাভ করতে চাইলে ফরেক্স এ টিকে থাকতে হলে মানি ম্যনেজমেন্ট জানতে হবে ।