-
নেটলার একাউন্ট ভেরিফাই করা আগে খুব সহজ ছিল । কিন্তু এখন নেটলার একাউন্ট ভেরিফাই করতে গেলে একটু ঝামেলা করে । তাই আমি মনে করে আপনি যদি ভেরিফাই করতে যান আগে থেকে সব কাগজপত্র ঠিক করে তারপর ভেরিফােই করতে যাবেন তাহলে সবথেকে ভাল হবে । এভাবে আপনি ভেরিফাই করতে পারেন ।
-
নিটেলারে একাউন্ট খোলার সাথে সাথেই ভেরিফাই করা উচিত আর নিটেলার একাউন্ট ভেরিফার করার জন্য যা লাগবে তা হলো প্রথমে ৫ ডলার প্রবেশ করাতে হবে আপনার নিটেলার একাউন্টে তার পর আপনার ছবি, ভোটার আইডি কার্ড এবং কারেন্ট বিলের কাগজ দিয়ে ভেরিফাই করতে হবে। আর একটা কথা মনে রাখবেন সেটা হল আপনার পিন নাম্বরটা খুব যত্নে রাখবেন আরও বিভিন্ন ভাবে নিটেলারকে প্রাইভেসি করা যায়।
-
আমার জানামতে নেটেলার একাউন্ট ভেরিফাই করতে আপনাকে একটি একাউন্ট খুলতে হবে তারপর আপনার পাসপোর্ট অথবা ভোটার আইডি কার্ড এর স্ক্যান কপি দিতে হবে। তার আগে আপনাকে ওই একাউন্টে সর্বনিম্ন ৫ ডলার ডিপোজিট করতে হবে। তাহলেই আপনার একাউন্ট কিছুক্ষণের মধ্যেই ভেরিফাই হয়ে যাবে।
-
নিটেলার অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য যদি আপনার কারেন্ট বিল না থাকে তবে আপনার উচিত হবে যেকোন একটি বিল নিয়ে শুধু মাত্র গ্রহীতার নাম এবং ঠিকানা টা এডিট করে নিন এবং তার পর সেটি সাবমিট করুন। এটা কাজে দেবে। তার এর সাথে নিটেলার এর সাপোর্ট থেকে মেইল নিয়ে মেইলও করে রাখতে পারেন।
-
আমি জানি ইন্সটাফোরেক্স একাউন্ট ভেরিফাইড এর সাথে আপনার স্কিল অ্যাকাউন্টের ভেরিফাইড এর সম্পর্ক নাই । আপনি যদি প্রফিট করেন তাহলে আপনি আপনার ডলার যখন ইচ্ছা তখন আপনার স্কিল এ নিতে পারেন । এমনকি স্কিল অ্যাকাউন্ট ভেরিফাইড না থাকলেই । স্কিল অ্যাকাইন্ট ভেরিফাইড থাকলে আপনি বাড়তি কিছু সুবিদা পাবেন । আর কিছু না ।
-
ফরেক্স দিয়ে টাকা তুলার জন্য নিটেলার আইডি দরকার ।নিটেলার অ্যাকাউন্ট ভেরিফাই করতে পাসপোর্ট এর কপি ,আপানার কারেন্ট বিলের কপি লাগবে এটার স্কেন কপি দেওয়ার পর ই অ্যাকাউন্ট ভেরিফাই হবে। ৫ ডলার রাখতে হবে।
-
আমার মনে হয় আগে ভ্যরিফাই করে নেয়াই ভাল মনে করেন আপনি একটা বড় এমাউন্ট প্রফিট করলেন এখন আপনি উইথড্র দিলে আর আপনার কাছে তারা আপনার ডোকুমেন্ট চাইল আপনি তাদেরকে আপনার ডোকুমেন্ট গুলা দিলেন আর এখাগেল যে তাদের অ্যাকাউন্ট এর নাম আর আপনার ডোকুমেন্ট এর নাম একনাও হতে পারে। এ কারনে আগেই একজা টা করে রাখা ভাল।
-
নিটলারের একাউন্ট ভেরিফাই করা অনেক সহজ কারন আমরা নেটলার একাউন্টে কিছু ডিপোজিট করার পরে যদি আমরা ন্যাশনাল আইডি কার্ডের এপিট বা অপর পিঠ স্ক্রেন করে বা ছবি তুলে আমরা আমাদের একাউন্টে আপলোড দিলে আমাদের একাউন্ট ভেরিফাই হয়ে যায় তাই আমাদের করা দরকার।
-
প্রথমে আপনাকে আপনার একাউন্টে ৫ ডলার ডুকাতে হবে। তারপর আপনাকে আপনার আইডেন্টিফাই করার জন্য আপনাকে আপনার ন্যাশনাল আইডি কার্ড সাবমিট করতে হবে।তার পর আপনাকে আপনার নিটেলার একাউন্টে তার পর আপনার ছবি, ভোটার আইডি কার্ড এবং কারেন্ট বিলের কাগজ দিয়ে ভেরিফাই করতে হবে।তাহলেই আপনার একাউন্ট কিছুক্ষণের মধ্যেই ভেরিফাই হয়ে যাবে।
-
আনপনাকে প্রথমে কমকরে হলেও .১০ ডলার আকাউন্ত এ প্রবেশ করাতে হবে । তারপর আপনার nid ও এড্রেস ভেরিফাই এর কাগজ এর এস্কান দিতে হবে । আশা করি আপনার নিটেলার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে ।
-
আমার জানা নেই কিভাবে নিটেইলার একাউন্ট ভেরিপাই করতে হয় তবে যারা এক্সপার্ট তাদের কাছে জানতে পারবেন। কিভাবে নিটেইলার একাউন্ট বেরিপাই করতে হয়। আমাদের কে সব কাজ করতে হবে সচ্চতা অনুসারে।
-
ফরেক্স মার্কেটে নিটেলার এ্যাকাউন্টে তার পর আপনার ছবি, ভোটার আইডি কার্ড এবং কারেন্ট বিলের কাগজ দিয়ে ভেরিফাই করতে হবে । আমরা সটিক ডকুমেন্ট দিয়ে ভেরিফাই করার চেষ্টা্ করব । যে করবে সে অবশ্যই লাভবান হতে পারবে । আমরা আমাদের কাজ করব তাহলেই আমরা ভেরিফাই করতে পারব ।
-
নেটেলার একাউন্ট আমি করেছি কিন্তু ভেরিফাই করতে পারি নি। নেটেলার দিয়ে ভালো লেনদেন করতে পারা যায়। ফরেক্স এ যার যেটা সুবিধা হয় সে সেই মাধ্যম ব্যবহার করবে। তব আমি শুনেছি নেটেলার একাউন্ট ভেরিফাই এর জন্য ৫ ডলার ডিপোজিট করতে হয়।
-
আমার জানামতে নেটেলার একাউন্ট ভেরিফাই করতে আপনাকে একটি একাউন্ট খুলতে হবে তারপর আপনার পাসপোর্ট অথবা ভোটার আইডি কার্ড এর স্ক্যান কপি দিতে হবে। তার আগে আপনাকে ওই একাউন্টে সর্বনিম্ন ৫ ডলার ডিপোজিট করতে হবে। তাহলেই আপনার একাউন্ট কিছুক্ষণের মধ্যেই ভেরিফাই হয়ে যাবে।
-
আমি যতটুকু জানি নেটেলার একাউন্ট ভেরিফাই করতে আপনাকে একটি একাউন্ট খুলতে হবে তারপর আপনার পাসপোর্ট অথবা ভোটার আইডি কার্ড এর স্ক্যান কপি দিতে হবে। তার আগে আপনাকে ওই একাউন্টে সর্বনিম্ন ৫ ডলার ডিপোজিট করতে হবে। তাহলেই আপনার একাউন্ট কিছুক্ষণের মধ্যেই ভেরিফাই হয়ে যাবে।
-
এড্রেস ভেরিফাইয়র জন্য যদি কোনোও বিলের স্ক্যান কপি চাওয়া হয় তাহলে আপনার বাসার বা অন্য কারোর বিলের নাম+ঠিকানা এডিট করে আপলোড দিয়ে দিবেন৷সবচেয়ে ভালো হবে আপনার নিজের নামের ব্যাংক একাউন্টের স্ট্যাটমেন্টের স্ক্যান কপি আপলোড করা৷আর নেটেলারে সমস্যা হলে স্ক্রীলেও একাউন্ট ওপেন করে নিবেন৷
-
নেটেলার অ্যাকাউন্ট ভেরিফাই করার পদ্ধতি একটু কঠিন । এর জন্য আপনাকে প্রথমে একটি নেটেলার অ্যাকাউন্ট খুলতে হবে । এবং এর পরে একটি ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে হবে । এর পরে উক্ত ব্যাংক অ্যাকাউন্ট এর মাধ্যমে আপনার নেটেলার অ্যাকাউন্ট এ ১০ ডলার ডিপোজিট করতে হবে । এর মাধ্যমে আপনি আপনার অ্যাড্রেস ভেরিফাই করবেন । আবার আপনার জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে আপনার আইডি ভেরিফাই করবেন । এভাবে নেটেলার অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় ।
-
সেকেন্ট এস্টেপ ভেরিফাই৷
আমার ন্যটেলারে আগে ব্যবহার করেছি অনেক দিন৷ কিন্তু ইদানিং দেখি যে আর ব্যবহার করতে দিচ্ছে না৷ বলে যে, সেকেন্দ এস্টেপ ভেরিফাই করতে হবে৷ কিন্তু এখানের রিকয়ারমেট গুলো আমার না থাকার কারনে আমি ভেরিফাই করতে পারছিনা আর যদিও থাকে তবে সেগুলোয় সব বাংলায় লেখা এখন কি এমন কোন সিস্টেম আছে যে, এই গুলো দিয়ে ভেরিফাই তরা যাবে৷ না উন্ন কো সিস্টেম ব্যবহার করা লাগবে?
-
আমার মনে হয় কোন একাউন্ট ভেরিফাই করার জন্য যা যা দরকার পড়ে তা সবকিছুই আপনার থাকা উচিত। আপনি বিল এর কথা বলেছেন যদি সেটি আপনার না থাকে তাহলে দেখেন বিল এর বিপরিতে কি চেয়েছে? আমার মনে হয় সেটি বিপরিতে যা চেয়েছে সেটি আপনার থাকা উচিত, কারণ সাধারণত বিল এর বিপরিতে ব্যাংক স্টেটমেন্ট চায় আর সেটি মনে হয় আপনি খুব সহজেই দিতে পারবেন।