লিভারেজ হল কি অনুপাতে ফরেক্সে ট্রেডিং করে লাভ পাওয়া যায়।লিভারেজ বেশী নিলে লাভ এর পরিমাণ যেমন বেশী পাওয়া যায় তেমনি লস হলে লস ও বেশী হয়।তাই যারা কম ব্যালেন্স ডিপোজিট করে তার লিভারেজ কম নেই। আর যারা বেশী ব্যালেন্স নিয়ে ট্রেড করে তারা বেশী লিভারেজ নিয়ে কাজ করতে পারে।