-
রাগ মানুষকে ধ্বংস করে দেই । তাই আপনি ফরেক্স মার্কেট এ লস করে রেগে আবেগ এর বসে ভুল ট্রেড করে ফেললে আপনার আরও লস হবে । তাই ফরেক্স মার্কেট এর আগে সঠিক নিয়ম কানুন জানতে হবে । আপনাকে ম্যানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করতে হবে । ফরেক্স ট্রেডিং এ আবেগ পুরাপুরি ত্যাগ করতে হবে । একটি ট্রেড এ লস হয়ে গেলে রেগে অধিক ট্রেড করা যাবে না । তাই ফরেক্স মার্কেট এ লস না করতে হলে আবেগ এবং রাগ ত্যাগ করতে হবে । এবং সঠিক জ্ঞান অর্জন করতে হবে ।
-
আমরা যদি আমাদের রাগ নিওন্ত্রনে রাখতে পারি তাহলে আমাদের লস হুউয়ার সম্ভবনা অনেক কম। আমাদের সব সময় চেষ্টা করতে হবে যেন আমাদের লস কম হয় এবং আমাদের লাভ ও আমাদের মানি ম্যানেজমেন্ট মেনে হয়। আমরা জ ইদ নিওমিত এই মার্কেট এ ট্রেড করতে পারি তাহলে আমাদের নিসশিত লাভ হবে।
-
জায়।ফরেক্স মার্কেট ট্রেড করার সময় নিজের রাগ কে নিয়ন্ত্রণ করতে হবে তা না ফরেক্স মার্কেটে সফল হওয়া অসম্ভব তাই ফরেক্স ট্রেড করে সফলতার জন্য নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে হবে তাহলে ফরেক্স মার্কেটে সফল হওয়া যাবে।
-
ফরেক্স মার্কেটে আমরা যদি সফল ভাবে টিকে থাকতে চাই তাহলে শুধু রাগ কেন আমদেরকে সব ধরনের আবেগ কন্ট্রোল করতে হবে । আমরা অনেক সময় কোন কোন ট্রেড এ লস করে থাকলে সেই লস রিকভার করার জন্য উঠে পরে লাগি এবং তখুন একের পর এক ট্রেড করতেই থাকি ফলে দেখা যায় আমরা লস রিকভার করতে পারছি না বরং আরও বেশি লস বাড়তেই আছে । তাই যাই করুন আগে ইমোশন কন্ট্রোল করুন তারপর ট্রেড করেন না হলে লাভের চেয়ে ক্ষতির আশংকাই বেশি ।
-
ফরেক্স কিছু কিছু জিনিস আছে জেগুল আপনাকে এরিয়ে চলতে হবে যেমন ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় কোন প্রকার রাগ দেকান যাবে না বা রাগ করা যাবে না লভ করা যাবে এই গুল ফরেক্স ট্রেডারকে নস্ট করে দেয় তাই এইগুলকে পরিহার করতে হবে ।
-
islam teaches us to control ou anger.Anger is never good for our thinking or health.It makes our thiking bad and at the end it results bad.Forex is nothing anything for anger and if we feel angry in this types of trades it will result bad and even severe.thanks
-
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে রাগ নিয়ন্ত্রন করতে হবে। সাধারনত রাগ আপনাকে অনেক অধঃপতন পতনের দিকে ঠেলে দিতে পারে। ট্রেড করার পুর্বে মাথায় ঠান্ড করে বসে ট্রেড করতে হবে।
-
ফরেক্স মাকেটে ট্রেড করতে হলে কখনও রাগ করা যাবে না।সব সময় মাথা ঠান্ডা রেখে ট্রেড করতে হবে।রাগ করে ট্রেড করলে ফরেক্স মাকেটে কখনও সফলতা অজন করতে পারবেন না।একটা কথা মনে রাখবেন রাগ মানুষকে ধংস করে ফেলে।তাই আমি বলতে চাই যে সবদা রাগ খেকে বিরত থাকবেন এবং ঠান্ডা মাথায় বুঝে ট্রেড করবেন।
-
রাগ একটা মানষিক *দুর্বলাতা বলা যায় । আসলে ফরেক্স মার্কেটেও রাগ জিনিসটা মারাত্নকভাবে প্রভাব বিস্তার করে অনেক মানুষকে ইতিমধ্য নিঃস্ব করে দিয়েছে । এমন অনেক মানুষ আছে যারা ফরেক্স থেকে বিদায় নিয়েছে শুধু মাত্র তাদের রাগ নিয়ন্ত্রন করতে না পারার ফলে । ধরুন একজন ট্রেডার একটা বড় লটে অর্ডার দিল কিন্ত দুর্ভাগ্যক্রমে তা লসে গেল এবং এর পরে সে রাগ করে আবারো বড় লটে অর্ডার দিল এভাবে ধারাবাহিকভাবে রাগ নিয়ন্ত্রন করতে না পারার ফলে প্রতিনিয়ত আমরা শুধু এর কাছে পরাজিত হচ্ছি ।
মনে রাখবেন : “ রেগে গেলেন তো হেরে গেলেন “ ।
-
ক্রোধ মানুষকে ধ্বংস করে । যে মানুষের রাগ আছে তার সমাজে কোনো দাম নেই । আর রাগ নিয়ে কোনো কাজে গেলে সে কাজেও সফল হয়না । তাই ব্যবসা বানিজ্য বা অন্য কোনো কাজ রাগের মাখায় করলে সে কাজ ভালো হয়না । সুতরাং আমরা যখন এই ফরেক্স ব্যবসা করব তখন রাগ কন্ট্রোল করে এবং ধীরে সুস্থে করার চেষ্টা করব । তাহলে আমাদের জীবনে সফলতা আসবে ।
-
আমি এই বক্তব্যর সাথে পুরোপুরিভাবে একমত কারন আমি ও বিশ্বাস করি যে ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে ভাল প্রফিট লাভ করতে হলে ফরেক্স ট্রেডারদের অবশ্যই তাদের রাগকে প্রশমিত এবং নিয়ন্ত্রন করতে হবে কারন ফরেক্সে আপনার সব সময় লাভ হবে এটি ভাবা ঠিক না মার্কেট মুভমেন্ট সব সময় যে আপনার আমার অ্যানালাইসিসের দিকে টার্ন করবে এটি ভাবাও ঠিক না তাই বলে একটু লস হলে অতিরিক্ত রাগান্বিত হয়ে মার্কেট থেকে নিজেকে গুটিয়ে নেওয়া কোন ভাবেই উচিত নয়।
-
রাগ মানুষের জীবনে একটি খারাপ দিক।রেগে গিয়ে মানুষ কী নাকরে।তাই রাগ না করে সবসময় মাথা ঠাণ্ডা রেখে কাজ করতে হবে কোন প্রকার রাগে দখােন যবেনা। মারকেটের প্রতি রাগ দেখান যাবে না অনেকে লস করলে রাগ দেখায় কিন্তু এটা একেবারে ঠিক না। মানুষের মাঝে এমন কিছু লোক আছেন যারা শত অন্যায়ের পরও কোন প্রকার রাগ দেখানা।কারন ফরেক্স মাকেটে আপনি যত রাগ করবনে তত বেশি লস করবনে।নিজের রাগ নিজে নিয়ন্ত্রণ করতে হবে।রাগ মানুষকে জ্ঞান বিবেকের পথ থেকে আলাদা করেএবং মানুষের আচার-আচরণ ও চিন্তায় এর খারাপ প্রভাব পড়ে।ফরেক্স মাকেটে টিকে থাকতে হলে বা আয় করতে হলে রাগ।আমার মনে হয় ফরেক্স মার্কেটে রাগ কন্ট্রোল করতে পারলে সবাই লস অনেক কম করবে।
-
সফল ব্যক্তিদের জীবনি পর্যালোচনা করলে দেখা যায় তাদের রাগ বলতে কিছু ছিল না। অর্থাৎ তারা বিরক্ত হতেন না। বিরক্তির বহিঃপ্রকাশ ই হল রাগ। রাগের মাথায় নেয়া সিদ্ধান্ত কখনো সঠিক হয়না। তাই রাগ সংবরণ করা উচিত। অনেকের এই সমস্যার সম্মুখীন হতে হয়। ট্রেডের ক্ষেত্রে লস হলেই মাথা গরম হয়ে যায়। আর তখনি আমরা ভুল করে বসি। এই জন্যই রাগ নিয়ন্ত্রণ এ রাখা প্রয়োজন।
-
আমি ফরেক্স এ নতুন তাই আমি মনে করি, ফরেক্স এ বাবসা করতে হলে নিজের রাগকে নিওন্ত্রন করতে হবে। ফরেক্স এ বাবসা করতে হলে আমাদের অনেক শান্তশিল হতে হবে। আমরা জানি যে রাগ মানুশ অনেক খারাপ পরজায়ে পৌছায়ে দেয়। এমনকি মানুশ রাগের মাথাই সবকিছু হারিয়ে ফেলে। তাই ফরেক্স এ রাগ নিওন্ত্রন করতে না পারলে একজন সফল বাবসায়ী হউয়া যাবে না। তাই আমরা যদি ফরেক্স এ রাগ নিওন্ত্রন করতে না পারি তাহলে ফরেক্স এ সফল হউয়া যাবে না। ধন্নবাদ।
-
রাগ হচ্ছে মানুষের প্রধান লক্ষন যা নিয়ন্ত্রন করতে না পারলে জীবনে কিছু করতে পারা যায় না ,তাই কোন কাজ করার আগে রাগকে নিয়ন্ত্রন করলে সব কাজের ক্ষেত্রে ভাল ফল পাওয়া যায় টিক ফরেক্স এর মধ্যে রাগকে নিয়ন্ত্রন করে মনোযোগ দিয়ে কাজ করতে পারলে ভাল ফল আশা করা যায়।কারন ফরেক্স হচ্ছে সম্পুরন্ন নিজের মনকে নিয়ন্ত্রন করে কাজ করা।
-
ফরেক্সে ট্রেড করতে হলে অতি আত্মবিশ্বাসের সাথে করতে হবে। কেননা ট্রেড করতেছেন বলে আপনার লাভ হতে পারে আবার লসও হতে পারে। আর যখন লস হবে তখন রাগ টাকে দূরে রাখবেন। কারণ হয় তো আপনার আজকে লস হয়েছে কিন্তু কালকে তো লাভ হতে পারে এটা মনে করবেন। আর যদি রাগ করে ট্রেড না করেন তাহলে ডলার গুলো আপনারই লস হবে।
-
ফরেক্স থেকে লাভবান হতে হলে আপনাকে অবশ্যই আপনার রাগকে নিয়ন্ত্রন করতে হবে। তা না হলে ক্ষতি আপনারই। ফরেক্স এ ট্রেড করার সময় সব সময় নিজের মাথাকে ঠান্ডা রাখতে হবে তা না হলে ট্রেড এ লস খাবার সম্ভাবনা থাকে। সব সময় খেয়াল রাখতে হবে যেন কোন ভাবেই আপনার ট্রেড রাগ অথবা আবেগ দবারা তারিত না হয়। ফরেক্স হচ্ছে নিজের ভাগ্য গড়ার চাবিকাঠি।
-
আপনি নিজের এন্ট্রি এক্সিটের উপর আস্থা রাখুন আর বারবার ট্রেড খোলা এবং দেখা থেকে বিরত থাকুন,সঠিক মানি ম্যানেজমেন্ট মেনে চলুন তাহলে দেখবেন রাগ নিয়ন্ত্রনে থাকবে সাথে রাগ করার মত পরিস্থিতি হবে না।
-
প্রতিটি ব্যবসায় যেমন লাভ লস থাকবে ফোরেক্স মার্কেটেও আছে তাই বলে একবার লস করলে বারবার লস করতে হবে কথাটি এমন নয়। ফরেক্স মার্কেট এ আপনি যদি মার্কেট কে ঠান্ডা মাথাই এনালাইসিস করে তারপর ট্রেড করেন তাহলে আপনি ফরেক্স মার্কেট এ সফল হতে পারবেন। ফরেক্সে ট্রেড করতে এসে কম বেশি সবাইই লস খায়। তবে রাগ অবশ্যই পরিহার করতে হবে। ট্রেডের সাথে কোনো রাগ খাটানো যাবেনা। রাগ খাটালে আপনারই লস।
-
রাগ মানুষকে বিপথে পরিচালিত করে বিপদগামী করে, রাগের বশবর্তী হয়ে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে যে কোন অঘটন ঘটাতে পারে।ফরেক্সের ক্ষেত্রে রাগ নিয়ন্ত্রণে রাখাটাই শ্রেয়। ট্রেডিং ক্ষেত্রে রাগকে সংযত রেখে মার্কেটের গতিবিধির দিকে নজর রেখে ট্রেড করতে পারলে সুফল আসবে বলে আমি মনে করি।
-
রাগ নিয়ে কখনও ফরেক্স মার্কেট এ ব্যাবসা করা সম্ভব নয়।এখানে খুব ধৈর্যের সাথে কাজ করতে হয়।কঠোর পরিশ্রম না করলে ফরেক্স এ উন্নতি করা সম্ভব নয়।তাই ফরেক্স এ উন্নতি করতে হলে কঠোর পরিশ্রম এর পাশাপাশী অবশ্যই রাগ বর্জন করতে হবে।আর রাগলেন তো হারলেন।
-
রাগ মানুষকে ধংস করে দেয় আর জিদ মানুষে উপরে তুলে। ফরেক্স মার্কেটে যারা রাগ করে ট্রেড করে থাকে তাদের উদ্দেশ্য আমি দুটি কথা বলতে চাই, ফরেক্সে যখনেই আপনি রাগ করে ট্রেড নিবেন দেখবেন আপনার একাউন্টের বারটা বেজে যাবে। প্লিজ প্লিজ আপনি ট্রেড করার সময় আপনার রাগটা নিয়ন্ত্রন করতে পারলে আপনি জিতবেনই জিতবেন।
-
রাগ ফরেক্স ট্রেডিং করার জন্য বেশ ক্ষতি কর। রাগ এমন একটা বিষয় যেটা থাকলে ফরেক্স করা সম্ভব না। যার মধ্যে রাগ বিদ্যমান সে ফরেক্স এ উন্নতি করতে পারবে না। রাগের কারনে লস হলে পরে রাগ করে বেশি লট ব্যবহার করবে যার ফলে অকালে তার একাউন্ট জিরো হয়ে যেতে পারে। রাগের কারনে ইমোশন আসে যার জন্য ফরেক্স এ লস হয়।
-
রাগ মানুষের ধ্বংসের দিকে নিয়ে যাই। ফরেক্সে কাজ করতে হলে রাগ কে নিয়ন্ত্রন করতে হবে। আপনার যদি লস হই তাহলে রাগ না করে লাভ করার আশাই চেষ্টা করতে হবে। একবার না পারলে বার বার চেষ্টা করতে হবে। আপনি যদি রাগ কে কন্ট্রোল করে ভালো ভাবে ব্যবসা করতে পারেন তাহলে এক সময় আপনার জীবনে সফলতা বয়ে আসবে।
-
রাগ মানুষের অন্যতম একটি বাজে ব্যপার। সবার মাঝেই রাগ আছে, কিন্তু সবাই রাগ নিয়ন্ত্রন করতে পারেনা। রাগ নিয়ন্ত্রন করা খুবই জরুরি। যারা ফরেক্সে রাগ নিয়ন্ত্রন করতে পারেনা তারা হয় লুজার। আর যারা ফরেক্সে রাগ নিয়ন্ত্রন করতে পারে তারা হয় গেইনার। অতএব আমাদের রাগ নিয়ন্ত্রন করতে হবে।
-
ফরেক্স মার্কেটে ট্রেডিং করার সময় অনেক লস করে ফেলি শুধু একটি ভুলের জন্য তাই সে সময় অনেক রাগ উঠে,তাই বলি ফরেক্স মার্কেট এ ট্রেডিং করার জন্য মাথা ঠান্ডা রাখতে হবে,রাগ করা যাবেনা,রাগ নিয়ন্ত্রন করে পুনরায় এনালাইসিস করে যদি ট্রেড করা যায় তাহলে অনেক প্রফিট হবে।
-
ভাই আপনার কথা গুলো আমার কাছে অনেক ভাল লাগছে কারন আমি যখন একটা ট্রেড লস করি তখন পরবর্তীতে আরও বড় ট্রেড অপেন করি তখন সেই লস কবার দিতে আর পারিনা আমার একাউন্ট জিরো হয়ে যায়। আমি রাগ নিয়ত্রন করতে পারলে এই মার্কেটে সফল হতে পারব।
-
আমার আসলে কোন রাগ হয় না । এখন লস হোক আর লাভ হোক দুটোকেই স্বাভাবিকভাবে মেনে নিতে পারে । এখন লস হলে আগের মত রিভেঞ্জ ট্রেড করি না । ভেবে চিন্তে একটু একটু করে রিকভারি করার চেষ্টা করি । এটাই আমার আসল ব্যাপার ।
-
রাগ হারাম। তাই রাগ করে ফরেক্স ট্রেড করা উচিত নয়। ফরেক্সে রিভেঞ্জ ট্রেড খুবই খারাপ। এখানে ট্রেডের সাথে রাগ না করে বরং নিজের স্বভাবের সাথে রাগ করা উচিত। আমরা যদি আমাদের স্বভাবকে পরিবর্তন করে ট্রেড করি তাহলে অনেক সুফল পাব।
-
ফরেক্স মার্কেটে ফরেক্স ট্রেড করে সফলতা অর্জন করতে গেলে বা ফরেক্স করে প্রফিট করতে হলে অবশ্যই আপনাকে নিজের রাগ নিয়ন্ত্রন করতে হবে নিজের ভিতর কোন রাগ রাখা যাবে না রাগ ফরেক্স ট্রেডারকে ধংশ করে দেয় তাই কখনো রা রাখা যাবে নিজের ভিতর ফরেক্স ট্রেদ করার সময় নিজেকে ঠান্ডা মাথায় ফরেক্স ট্রেদ করতে হবে ।
-
নিজের রাগ নিয়ন্ত্রন করতে হবে নিজের রাগ নিয়ন্ত্রন না করতে পারলে কোন জায়গায় সফলতা পাওয়া যাবে না কারন রাগ খুভ খারাপ জিনিস রাগ থাকলে ফরেক্স মার্কেটে কোন দিন সফল হওয়া সম্ভব না তাই রাগকে নিয়ন্ত্রন করতে হবে তাহলে ফরেক্স মার্কেটে সফলতা পাওয়া যাবে বা ফরেক্স মার্কেটে আয় করে উন্নতি করা যাবে তাই আগে নিজের রাগকে নিয়ন্ত্রন করতে হবে ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করে যদি আপনি ভাল কিছু এখান থেকে পেতে চান তা হলে আপনাকে সর্ব প্রথম অবশ্যই আপনার রাগকে পুরোপুরি ভাবে নিয়ন্ত্রনে রাখতে হবে তা না হলে আপনি এখানে বেশিক্ষন সফলতার সাথে টিকে থাকতে পারবেন না সেই কারনে ট্রেডারদের এই দিকে বিশেষ ভাবে লক্ষ রাখা উচিত।
-
রাগটা সাধারনত সবারই থাকে তবে কারো বেশি বা কারো কম তবে আপনি যদি ব্যবসা করতে এসে রাগ াররে বসেন তবে লসটা আপনাকেই গুনতে হবে। তবে আমরা অনেক সময় রাগের মাথায় অনেক ধরসের ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি তাই াদদের উচিৎ রাগ না করে ঠান্ডা মাথায় সব কাজ করা।
-
আমি আপনার সাথে পুরোপুরি একমত যে ফরেক্স মার্কেটে ট্ররড করতে হলে অবশ্যই রাগ নিয়ন্ত্রন করে ট্রেড করতে হবে। কারন ফরেক্স এমন একটা ব্যবসা যেখানে সর্বোচ্চ গুনাবলী প্রকাশ ঘটানোর প্রয়োজন। এজন্য ফরেক্সে কোনোপ্রকার রাগ, অভিমান, ক্রোধ রাখা যাবে না। কারন এসব খারাপ গুনাবলী মাথায় থাকলে ভালোভাবে ট্রেড করা যায় না। এজন্য নিজের রাগ নিয়ন্ত্রন করতে হবে।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার পুর্বে আপনাকে রাগ বা মাথা গরম করা যাবেনা কারন রাগ করে ট্রেড করলে আপনি মার্কেট থেকে ভাল কিছু অর্জন করতে পারবেন না। আপনার যখন রাগ থাকে তখন মার্কেট থেকে দুরে থাকা ভাল।
-
ফরেক্স ব্যবসা করার জন্য অবশ্যই নিজের রাগকে নিয়ন্ত্রনে আনতে হবে । সব কাজেতো আর রাগ করা সম্ভব নয় । ফরেক্স ব্যবসা করতে হলে অবশ্যই একজন ট্রেডারকে দক্ষবান হতে হবে । দক্ষবান হতে হলে অবশ্যই অনেক ত্যাগ তিতিক্ষা করতে হবে । তাহলেই সফলতা সম্ভব ।
-
রাগ আসলে অনেক খারাপ একটা বিষয় । কিন্ত পরিবেশ পরিস্থিতি কিছু সময় এমন হয়ে যায় যে আমরা না রেগে পারি না । তবে এটা আমরা যারা ট্রেড করি তাদেরকে এটা মনে রাখতে হবে যে রাগ ফরেক্স এর ক্ষেত্রে ভাল কোন রেজাল্ট বয়ে আনে না । কেননা রাগের মাথায় মানুষ কখনো ভালো সিদ্ধান্ত নেয় না । এর ফলাফলে হয়ত এমন সিদ্ধান্ত নিয়ে নেয় যা আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর ।
-
ফরেক্স মার্কেটে রাগ,আবেগ,উত্তেজনার কোন স্থান নেই কারন এগুলো আপনাকে অনেক বেশি ভূল ট্রেডিংয়ের প্রতি আকৃষ্ট করবে ফলে আপনি যেকোন সময়ে বড় ধরনের বিপর্যয়ের মধ্যে পরতে পারেন। তাই ফরেক্সে ট্রেড করে যদি ভাল কিছু পেতে চান তা হলে আপনাকে অবশ্যই উ্ল্লেখিত বিষয় গুলোকে কন্টোল করে ট্রেড করতে হবে।
-
আমার মতে কোন কিছুতে রেগে জাওয়া মানে হেরে যাওয়া। তাই সর্বদা আমাদের রাগকে নিয়ন্ত্রণ করা উচিত। আর ফরেক্সে তো এর কোন বিকল্পই নেই। আমাদের উচিত সব সময় মাথা ঠাণ্ডা রেখে কাজ করা। তাহলে সব কিছুতে আমরা লাভবান হতে পারবো
-
শিশুর মাঝেই জন্মের পর থেকে দ্রুত রেগে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। রাগ মানুষকে জ্ঞান, বিবেক ও ধর্মের পথ থেকে বিচ্যুত করে এবং মানুষের আচার-আচরণ ও চিন্তায় এর খারাপ প্রভাব পড়ে। কেউ কেউ আছেন, শত অন্যায়ের পরও কোনো প্রতিক্রিয়া দেখান না। এ ধরনের প্রতিক্রিয়াহীন অবস্থা শারীরিক ও মানসিক সুস্থতার জন্য ভালো নয়। তবে যারা ক্রোম বা রাগকে কৌশলে সংবরন কোরে সেই শক্তিকে ভালো কাজে লাগাতে পারেন,তারাই প্রকৃত সফলকাম হল রাগ কে নিয়ন্ত্রণ করা ।