-
ফরেক্স হচ্ছে অান্তর্জাতিক মুদ্রা ক্রয়-বিক্রয়ের ব্যাবসা যেখানে একটি মুদ্রার বিপরিতে অারেকটি মুদ্রার ক্রয় করা হয়। এই ব্যাবসা বিশ্বের যে কোনো স্থানে বসে করা যায় সুধু তার জন্য প্রয়োজন হয় ইন্টারনেট কানেকশন সহ একটি কম্পিউটার আর নিজের দক্ষতা অার অভিজ্ঞতা। আমি ফরেক্সকে আমার জীবনের লক্ষ্য হিসেবে রাখতে চাই ।
-
ফরেক্স হচ্ছে আর্ন্তজাতিক মুদ্রা বাজার। পৃথিবীর ভিবিন্ন দেশে এটি দারুন ভাবেপ্রচলিত মুদ্রা বাজার যদিও বাংলাদেশে এখনো তেমন ভাবে প্রচলিত নয়। এতে লাভের পাশাপাশি লসটাও ওতোপ্রতোভাবে জড়িত।
-
ফরেক্স হল এক ধরনের বিজনেস ।ফরেক্স এর মাধ্যমে বিভিন্ন দেশে মুদ্রা আদান প্রদান করা যায় ।ফরেস ঘরে বশে কম্পিউটার এবং মোবাইলএর মাধ্যমে
কাজ করা যা।
-
ফরেক্স অথবা স্পট ফরেক্স হচ্ছে বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয়। ফরেক্স মার্কেট এ আপনি একটি দেশের কারেন্সি বিক্রয় করে আর একটি দেশের কারেন্সি ক্রয় করতে পারবেন।উদহারণসরুপ, আমেরিকা বা usa এর কারেন্সি হছে ডলার, ব্রিটেন বা uk এর কারেন্সি হচ্ছে পাউন্ড। ফরেক্স মার্কেট এ আপনি ডলার বিক্রয় করে পাউন্ড অথবা পাউন্ড বিক্রয় করে ডলার কিনতে পারেন। ডলার অথবা পাউন্ড ব্যাতিতও আর বিভিন্ন দেশের কারেন্সি আছে যা ফরেক্স মার্কেট এ আপনি ক্রয়-বিক্রয় করতে পারেন।
-
আসলে ফরেক্স কি এই প্রশ্নের উত্তর জানে না এমন কেউ এই ফোরামে *আছে বলে আমি মনে করি না । সহজে বলতে গেলে ফরেক্স হচ্ছে মুদ্রা কেনাবেচা করার সহজ একটি মাধ্যম । যেখানে বিশ্বের সকল দেশের কারেন্সি খুবই সহজে কেনা-বেচা করা যায় । এই মার্কেটের একটি বড় সুবিদা হচ্ছে উভয়মূখী লাভ করা যায় ।
-
ফরেক্স হোল আন্তর্জাতিক একটি অনলাইন মার্কেট প্লেস।ফরেক্স এর পূর্ণরূপ হচ্ছে ফরেন কারেঞ্চি এক্সেঞ্জ।যার অর্থ বৈদেশিক মুদ্রার রদবদল।ফরেক্স মার্কেট এ আমরা বিভিন্ন দেশের মুদ্রা বিনিময় এর মাধ্যমে ট্রেড করি।ফরেক্স মার্কেট এ আমরা সারাদিন নিজের মত করে ট্রেড করতে পারি।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমাদের কে ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে হবে।ফরেক্স মার্কেট এ সবাই স্বাধীন ভাবে ট্রেড করতে পারি।ফরেক্স মার্কেট এ আমরা আমাদের মত করে ট্রেড করে আয় করতে পারি।
-
ফরেক্স হল বিনিময়ের মাধ্যম । এটাকে ফরেক্স মানি এক্সচেঞ্জ ও বলা হয় । ফরেক্স হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় লিকুডিটি প্রোভাইডার মার্কেট । এখানে ব্রোকার এবং ট্রেডার দুটি পক্ষ কাজ করে এবং মুদ্রা ক্রয়-বিক্রয়ের মাধ্যমে লাভ-লোকসান হয়। তবে এখানে একজন ট্রেডার দাম কমলে ও লাভ করতে পারে বাড়লেও লাভ করতে পারে ।
-
আমি জানি ফরেক্স হলো আন্তর্জাতিক মূদ্রাবাজার। এখানে বিভিন্ন মূদ্রার বিপরীতে বিভিন্ন ধরনের মূদ্রা বিনিময় করা হয়। শুধু মূদ্রার বিনিময়ই না। এখানে বিভিন্ন মেটাল এবং অয়েলও বিনিময় করা হয়। আসলে প্রতি মূহুর্তেই একটি মূদ্রার বিপরীতে অপর একটি মূদ্রার দাম ওঠানামা করে। এই মূল্যের পরিবর্তনের ভিত্তিতেই ফরেক্সে ট্রেড করা হয়। এই সুযোগ টা দেয় ফরেক্স।
-
ফরেক্স হলো বিশ্বব্যপী সর্ববৃহত স্বাধীন ও সর্বাধুনিক ১০০ পারসেন্ট বৈধ ব্যবসা ৷যেখানে প্রতিদিন গড়ে 5 ট্রিলিয়ন মার্কিন ডলার লেনদেন হচ্ছে৷বিশ্বের সকল বড় বড় প্রধান কমর্সিয়াল ও সেন্ট্রাল ব্যাংকগুলো এক দেশের মুদ্রার বিনিময়ে অন্য দেশের মুদ্রা পাইকারী দরে ক্রয় বিক্রয় করছে৷অনলাইনের সুবাদে আমরা সাধারণ মানুষও তাদের সাথে সাথে অতি খুচরা দরে ক্রয় বিক্রয় করছি৷যেমন আপনি ঢাকার কাওরান বাজার থেকে ভোর ৫ টায় ১০০ কেজি আলু ১১ টাকা দরে ক্রয় করে নিয়ে রায়ের বাজারে সারাদিন ব্যপী বিক্রী করলেন ১৩ টাকা দরে৷রাত ১১ টায় ২০০ টাকা প্রফিট পকেটে নিয়ে আনন্দে বাড়ী আসলেন৷ঠিক একই রকমে আমরা euro বিক্রী করে usd ডলার কিনি আবার jpy বিক্রী করে gbp কিনি অথবা gold বিক্রী করে আমরা usd ডলার কিনি৷
-
ফরেক্স হলো আন্ত্ররজাতিক মুদ্রা কেনা বেচার বাজার। এখানে প্রতিদিন বিলিয়ন বিলিয়ন ডলার লেনদেন করা হয়। নিউইর্*্যক মার্কেট এর চেয়ে কয়েক গুন বেশী লেনদেন হয়। এখানে ক্ষুদ্র বৃহত সব ধরনের ইনভেস্টরা ইনভেস্ট করতে পারে।
-
ফরেক্স হচ্ছে বিদেশি মুদ্রা অনলাইনএ কেনা বেচা। আমরা যারা বিদেশ থেকে টাকা আসে আমরা সেটা ভাংগাই। বিদেশি টাকা গুলো বাংলাদেশে চলবে না। সেটা আমাদের টাকায় রূপান্রিত করতে হবে। ফরেক্স অনলাইন সফট্যার এর মাধ্যমে ট্রেড করে মানি একচেঞ্জ করা হয়।
-
ফরেক্স ব্যবসা হল কারেন্সি কেনা অ বেচা । ফরেক্স আন্তর্জাতিক ব্যবসা । যেকোন সময় যেকোন ব্যক্তি ফরেক্স ব্যবসায় অংশ গ্রহন করতে পারবে ও টাকা আয় করতে পারবে । আমি ফরেক্স ব্যবসা করতে চাই ও টাকা আয় করতে চাই কারন আমি জানি ফরেক্স খুব ভাল ব্যবসা এই পৃথিবীতে ।
-
শেয়ার মার্কেট এর মত ফরেক্স ও একটা মার্কেট যে খান এ আপনি ডিপোজিট করে বিভিন্ন দেশ এর টাকা কিনা বেচার করার মাধ্যমে আয় করতে পারবেন, ফরেক্স মার্কেট অনেক বড় মার্কেট প্রতিদিন অনেক ডলার লেনদেন হয় এই ফরেক্স মার্কেট এ আপনি ফরেক্স মার্কেট / ব্রোকার এ ডলার ডিপোজিট করলে ব্রোকার আপনার ডলার দিয়ে কিছু করবে না আপনাকে সেই ডলার বাই সেল করার মাধ্যমে টাকা ইনকাম করতে হবে
-
মিলিয়ন ডলারের প্রশ্ন! ফরেক্স কি? আমিও খুজছি, আপনিও খুজেন। পেয়ে গেলে আওয়াজ দিয়েন তাইলে আমরা খোজা বন্ধ করে দিয়ে আপনার কথা শোনার অপেক্ষায় থাকব।
তবে আপনার এত এত পরিশ্রম কাজে লাগবে তো?
-
ফরেক্স হলো একটি আন্তর্জাতিক ব্যবসা যার মাধ্যমে সমস্ত দেশের মূদ্রা কেনা বেচা করা যায়। ফরেক্স এমনি একটি ব্যবসা যেখানে আপনি দাম বাড়লেও লাভ করতে পারবেন আবার দাম কমলেও লাভ করতে পারবেন । এখানে আপনি পকেটের টাকা ইনভেস্ট না করেও প্রফিট করতে পারবেন।
-
আমরা জানি ফরেক্স একটা আন্তর্জাতিক মুদ্রা বাজার । যেটা সারাবিশ্বব্যাপি অনলাইভিত্তিক মুদ্র বিনিময়ে কাজ করে । তবে এটা শুধু মুদ্রা বিনিময় নয় বরং এখানে মেটাল ও অয়েলও বিনিময় করা হয় । আর এই সুযোগটা দিয়ে থাকে ফরেক্স মার্কেট । প্রকৃতপক্ষে একটা মুদ্রার বিপরীতে আরেকটা মুদ্রার দাম এখানে প্রতিনিয়ত উঠানামা করে । আর এই মূল্য বিনিময়ে ফরেক্স ট্রেড করা হয় । আর এই ফরেক্স মার্কেটে আমরা সারা বিশ্বে অসংখ্যা ট্রেডার ট্রেড করে স্বাবলম্বি হচ্ছি ।
-
ভাই অন্যান্য ব্যবসার মতো ফরেক্সটাও একটা ব্যবসা। তবে অন্যান্য ব্যবসার তুলনায় এখানে লেন-দেনটা একটু জলদি বা তাড়াতাড়ি হয় এই আরকি। কেননা অন্যান্য ব্যবসাতে মানুষ যেমন কম দামে মাল ক্রয় করে বেশি দামে বিক্রয় করার চেষ্টা করে এখানেও সেই অনুরূপ প্রতিক্রিয়া হয়ে থাকে। তবে ফরেক্স হলো মুদ্রা বিনিময়ের বাজার।
-
সহজ ভাষায় বলতে গেলে ফরেক্স হচ্ছে মুদ্রা বাজার। মুদ্রার বিনিময়ে মুদ্রার ক্রয় বিক্রয় করার মাধ্যম হচ্ছে ফরেক্স। আর আধুনিক যুগে ফরেক্স বিজনেস করাটা অনেক অংশ সহজ। আপনি ইচ্ছা করলে রেগুলেটেড ব্রকার বাচাই করে ইনটার নেট এর মাধ্যমে ঘরে বসে মেটা টেড্রার 4 বা 5 এর মাধ্যমে মুদ্রার ক্রয় বিক্রয় করতে পারেন। আর প্রফিট হলে অনলাইন ব্যাংক ব্যবহার করে টাকা উত্তলন করতে পারেন অনেক সহজে।
-
ফরেক্স হলো একটি আন্তর্জাতিক অনলাইন বিজনেস। ফরেক্স হল ফরেন কারেন্সি এক্সচেঞ্জ।এখানে ভিবিন্ন দেশের সাথে মুদ্রা ক্রয় বিক্রয় করা হয় । ফরেক্স ব্যবসার দ্বরা অর্থ উপার্যন করা যায়।এবং ফরেক্স ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে সেই সাথে অনেকে সাবলাম্বি হচ্ছে এটা ফরেক্স এর অবদান।
-
ফরেক্স হল একটি আন্তর্জাতিক অনলাইন বাজার যেখানে বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় করা হয়। এই আন্তর্জাতিক বাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে ফরেক্স বিজনেস। ফরেক্সের ওপর উপযুক্ত ট্রেনিং নেওয়া থাকলে যেকেউ ফরেক্সে ট্রেড করতে পারে। ফরেক্স বাজারে মুদ্রার মূল্য শেয়ার বাজারের মত উঠা নামা করে। কখনও মুদ্রার দাম কমে আবার কখনো কমে। তবে ফরেক্স বাজারে মুদ্রার দাম কমলেও লাভ করা সুযোগ আছে মুদ্রার দাম বাড়লে লাভ করা যায়।
-
আসলে ফরেক্স হচ্ছে একটি আন্তর জাতিক মুদ্রা কেনা বেচার বাজার । ফরেক্স মার্কেট সকল দেশের শ্রেনি পেশার মানুষ কাজ করতে পারেন । ফরেক্স মার্কেটে সপ্তাহে ৫ দিন আপনি ট্রাড করতে পারবেন । ফরেক্স মার্কেট থেকে কাজ করে আপনি দারিদ্রতা দূর করতে পারেন । ফরেক্স মার্কেটে ঘরে বসে কাজ করতে পারবেন তাই ফরেক্স মার্কেট কাজ করার জন্য নারী রা অনেক আগ্রহী হয়ে থাকেন ।
-
ফরেক্স হলো একটি ব্যবসা যেখানে আপনি মুদ্রা ক্রয় বিক্রয করতে পারবেন। আসলে এই মার্কেটের মাধ্যমে এক দেশের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রার বিনিময় হয়ে থাকে। আর এতে বোঝা যায় যে এই ব্যবসা কখনই বন্ধ হবে না। তাই আপনি যদি চান তাহলে নিশ্চিন্তে এই ব্যবসা শুরু করতে পারেন। তবে হ্যা এই ব্যবসা সফলভাবে করার জন্য আপনি অবশ্যই এই ব্যবসা সম্পর্কে ভাল জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করবেন তা না হলে আপনি সফল ট্রেডার হতে পারবেন না।
-
আমরা জানি ফরেক্স হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা ক্রয় বিক্রয়ের একটা মাধ্যম , আমরা যেকোন দেশের মুদ্রা খুব সহজে ক্রয় বিক্রয় করতে পারি ফরেক্স মার্কেট এর মাধ্যমে । এছাড়াও ফরেক্স মার্কেট একটি অনলাইন আয়েরও মাধ্যম । এখান থেকে যেকেউ ফরেক্স শিখে , ফরেক্সে যোগ দিয়ে প্রতিমাসে টাকা আয় করতে পারে । এখানে মুদ্রা ক্রয় বিক্রয়ের মাধ্যমে লাভ করা সম্ভব বা আয় করা সম্ভব । ফরেক্স মার্কেট এ টাকা বিনিয়োগ করে বা বিনা বিনিয়োগেও ব্যবসা করা সম্ভব । তাই ফরেক্স একটি আয় করার ভালো মাধ্যম ।
-
একটা আন্তর্জাতিক মুদ্রা বাজার । যেটা সারাবিশ্বব্যাপি অনলাইভিত্তিক মুদ্র বিনিময়ে কাজ করে । তবে এটা শুধু মুদ্রা বিনিময় নয় বরং এখানে মেটাল ও অয়েলও বিনিময় করা হয় । আর এই সুযোগটা দিয়ে থাকে ফরেক্স মার্কেট । প্রকৃতপক্ষে একটা মুদ্রার বিপরীতে আরেকটা মুদ্রার দাম এখানে প্রতিনিয়ত উঠানামা করে । আর এই মূল্য বিনিময়ে ফরেক্স ট্রেড করা হয় । আর এই ফরেক্স মার্কেটে আমরা সারা বিশ্বে অসংখ্যা ট্রেডার ট্রেড করে স্বাবলম্বি হচ্ছি ।
-
ফরেক্স হলো আন্তর্জাতিক মূদ্রাবাজার। এখানে বিভিন্ন মূদ্রার বিপরীতে বিভিন্ন ধরনের মূদ্রা বিনিময় করা হয়। ফরেক্স এমনি একটি ব্যবসা যেখানে আপনি দাম বাড়লেও লাভ করতে পারবেন আবার দাম কমলেও লাভ করতে পারবেন । ফরেক্স মার্কেট থেকে কাজ করে আপনি দারিদ্রতা দূর করতে পারেন । ফরেক্স মার্কেটে ঘরে বসে কাজ করতে পারবেন তাই ফরেক্স মার্কেট কাজ করার জন্য নারী রা অনেক আগ্রহী হয়ে থাকেন ।তাছাড়া ফরেক্সে নিজের মূলধন না নিয়েও করতে পারেন।
-
এক কথায় বলতে গেলে ফরেক্স হলো একটু অনলাইন মার্কেটপ্লেস যেখানে বিভিন্ন দেশের মুদ্রা ক্রয় বিক্রয় করা হয়। এটি অনেকটা শেয়ারবাজারের মতো হলেও শেয়ার বাজার থেকে সম্পূর্ণ আলাদা। শেয়ার বাজারে কোন একটি শেয়ার কিনে যদি ঐ শেয়ারের দাম বৃদ্ধি পায় তাহলেই কেবল লাভ করা যায় কিন্তু ফরেক্স মার্কেটে একই কারেন্সি পেয়ার একই সাথে ক্রয় এবং বিক্রয় করে লাভ করা যায়। শেয়ার মার্কেট প্রতিদিন 8 ঘন্টা চালু থাকলেও ফরেক্স মার্কেট সপ্তাহে 5 দিন 24 ঘন্টা চালু থাকে।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক মানের মুদ্রার বাজার যেখানে বিশ্বের যে কোন দেশের ট্রেডারা ট্রেড করতে পারেন। ফরেক্স সবার জন্য উন্মুক্ত। এখানে বিশ্বের যে কোন দেশের মুদ্রা ক্রয় এবং বিক্রয় করা যায়। ফরেক্সে শুধু মুদ্রায় নয় অয়েল এবং বিভিন্ন মেটাল ও বিনিয়োগ করা যায়।ফরেক্স এমন একটি ব্যবসা যেখানে মুদ্রার দাম বাড়লেও আপনি লাভ করতে পারবেন এবং মুদ্রার দাম কমলেও আপনি লাভ করতে পারবেন। ফরেক্স খুবই জনপ্রিয় একটি ব্যবসা।ফরেক্স যে কোন দেশের বেকারত্ব সমাধানে ভূমিকা রাখবে বলে আমি মনে করি। আসলে প্রতিনিয়ত মুদ্রার মান পরিবর্তন হয়। ফরেক্স করার আগে তাই ফরেস্ট সম্পর্কে পুরোপুরি অভিজ্ঞ হতে হবে। মার্কেট এর অবস্থান সম্পর্কে জানতে হবে। খুব কম পরিমাণ ইনভেস্ট করে ফরেক্স শুরু করা যায়। ফরেক্স এর সুযোগ সুবিধা অনেক। ফরেক্স করার জন্য নির্ধারিত কোনো সময় নেই যে কোন পেশার মানুষই ফরেক্স করতে পারেন। ফরেক্স করে আপনি আর্থিকভাবে স্বচ্ছল হতে পারবেন।
-
ফরেক্স একটি আন্তর জাতিক মুদ্রা কেনা বেচার বাজার । ফরেক্স মার্কেট সকল দেশের শ্রেনি পেশার মানুষ কাজ করতে পারেন । ফরেক্স মার্কেটে সপ্তাহে ৫ দিন আপনি ট্রাড করতে পারবেন । ফরেক্স মার্কেট থেকে কাজ করে
আপনি দারিদ্রতা দূর করতে পারেন । ফরেক্স মার্কেটে ঘরে বসে কাজ করতে পারবেন তাই ফরেক্স মার্কেট কাজ করার জন্য নারী রা অনেক আগ্রহী হয়ে থাকেন ।
-
আন্তর্জাতিক মুদ্রা ব্যবসার একটি মাধ্যম হলো ফরেক্স। ফরেক্স দ্বারা বিভিন্ন দেশের মূদ্রার সাথে কেনাবেচা করা। অর্থাৎ ফরেক্স ট্রেড দ্বারা একটি দেশের মূদ্রা কেনা বেচার ব্যবসায় করা। এখানে ব্যবসায় করতে ইনভেস্ট করতে হবে বা ফরেক্স পোস্ট করে ব্রোকারদের দেওয়া বোনাস ইনভেস্ট করে ব্যবসায় করা।
-
ফরেক্স হল কারেন্সি ক্রয় বিক্রয় এর বাজার । এখানে বিভিন্ন কারেন্সি এর মুল বৃদ্ধি বা হ্রাস নিয়ে কাজ করা হয় । কোন কারেন্সি পেয়ার এর দাম কমে গেলে কিনে রেখে বেড়ে গেলে সেল করে দিলে লাভ হয় । আর ব্রোকার আমাদের এই লাভ টাই দেয় । মাঝখান থেকে ব্রোকার ও স্প্রেড এর মাধ্যমে নিজেরা কিছু টাকা লাভ করে ।
-
ফরেক্স হলো একটি অনলাইন ব্যবসায় যা পুরো ওয়ার্ড জুড়ে সমাদৃত। এখানে প্রায় সব দেশের লোকজন কাজ করে। এখানে মূলত বিভিন্ন দেশের কারেন্সি এক্সচেঞ্জ এর উপর ডিপেন্ড করে ব্যবসাটা নির্ভরশীল।অর্থাৎ একটি দেশের কারেন্সি এবং আর একটি দেশের কারেন্সি জোর আকারে থাকে একে পেয়ার বলে আর এই পেয়ারের আপ এবং ডাউন কে কাজে লাগিয়ে ব্যবসায় সম্পন্ন হয়।
-
ফরেক্স হল একটা আন্তর্জাতিক অনলাইন ব্যবসা যেটা বিশ্বব্যাপী অনলাইনের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে,যেখানে বিভিন্ন দেশের কারেন্সি বা মুদ্রা ক্রয় বিক্রয়ের মাধ্যমে ব্যবসা সংগঠিত হয়, শুধুমাত্র মুদ্রাই নয় পাশাপাশি বিভিন্ন ধরনের ধাতু এবং তেল ও ক্রয় বিক্রয় হয়ে থাকে। আর যেহেতু এটি একটি গতিশীল মার্কেট তাই প্রতিনিয়ত একটি মুদ্রার বিপরীতে অন্য কোন মুদ্রার মূল্য বৃদ্ধি বা হ্রাস পেয়ে থাকে, আর এই বৃদ্ধি বা হ্রাস পাওয়ার কারণেই একজন ট্রেডার এখান থেকে আয় করে থাকে, তাছাড়া ফরেস্ক একটি স্বাধীন ব্যবসা হওয়ায় এখানে যে কোন দেশের যে কোন পেশার মানুষই স্বাধীনভাবে ব্যবসা করে আয় করতে পারে।
-
ফরেক্স হয়ছে একটি অনলাইন ট্রেডিং বিজিনেস,এই খানে আপনি বাই সেল এর দ্বারা মুনাফা অর্জন করতে পারবেন,এই বিজিনেস আপনি যে কোন প্রান্তে বসে করতে পারবেন,শুধুমাত্র একটি স্মার্ট মোবাইল এবং ইন্টারনেট কানেকশন দ্বারা,বর্তমান সময়ে ফরেক্স বিজিনেস এর জজনপ্রিয়তা দিন দিন বাড়ছে।
-
ফরেক্স বর্তমান বিশ্বের জনপ্রিয় এবং বিশাল বড় একটি অর্থনৈতিক মুদ্রার লেনদেন বাজার। পৃথিবীর বিভিন্ন দেশের অর্থনৈতিক মুদ্রা লেনদেন ক্রয়-বিক্রয় ইত্যাদি ফরেক্স এর মাধ্যমে হয়ে থাকে একটি ইমপোর্ট এবং গুরুত্বপূর্ণ বিষয় লেনদেন ক্রয় বিক্রয় করার জন্য। বর্তমান আন্তর্জাতিক মুদ্রা বাজারের মধ্যে ফরেক্স তার অবস্থান করে নিয়েছে এবং এটি বিশ্বে অতি জনপ্রিয় একটি ব্যবসা।
-
ফরেক্স একটি অনলাইন ট্রেডিং বিজিনেস,আপনি এই খানে বিভিন্ন দেশ এর কারেন্সী বাই সেল করতে পারবেন,এবং এই বাই সেল এর মারধ্যমে আপনি ভালো মুনাফা এই বিজিনেস হতে আয় করতে পারবেন,ফরেক্স বর্তমান সময়ের সবচেয়ে বড় ট্রেডিং প্ল্যাট ফর্ম,এই বিজিনেস এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাছে।
-
ফরেক্স মার্কেটে হল একটি অনলাইন প্লাটফর্ম যেখানে বিভিন্ন দেশের মুদ্রা ক্রয়-বিক্রয় করা যায়। ফরেক্স কে এক ধরনের ব্যবসা ও বলা যায়। কারণ ফরেক্স অন্যান্য ব্যবসার সাথে সামঞ্জস্যপূর্ণ। এখানেও লাভ এবং লস রয়েছে। পাশাপাশি অন্যান্য ব্যবসার মতো এখানেও মূলধনের প্রয়োজন হয়। ফরেক্স একটি সম্পূর্ণ স্বাধীন ব্যবসা যা যে কেউই বিশ্বের যেকোনো প্রান্ত থেকে করতে পারেন।
-
ফরেক্স শব্দের অর্থ হলো ফরিজিন এক্সচেঞ্জ। এটা বিশ্বের সবচেয়ে বড় বিনিময় বাজার। এখানে অনলাইনের মাধ্যমে কারেন্সি, তেল, মূল্যবান ধাতু ইত্যাদি ক্রয় বিক্রয় করা হয়। এই ক্রয়-বিক্রয় কে কেন্দ্র করে সারা বিশ্বব্যাপী গড়ে উঠেছে ফরেক্স ব্যবসা। বিশ্বের প্রায় সকল দেশেই ফরেক্স এর বিস্তৃতি রয়েছে এবং এখানে সারা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ ফরেক্স ট্রেডার এই মার্কেট এর সাথে যুক্ত রয়েছে। ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটার বা স্মার্টফোনের মাধ্যমে এখানে ট্রেড করা সম্ভব। তবে ট্রেড করার পূর্বে অবশ্যই উপযুক্ত প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন। দক্ষতা থাকলে ফরেক্স মার্কেট থেকে অনেক ভাল আয় করা সম্ভব।
-
ফরেক্স ভালো ফরেন কারেন্সি এক্সচেঞ্জ অর্থাৎ এখানে ফরেক্স একটি ব্যবসায় আর এই ব্যবসা এর মূল আধার হলো কারেন্সি। এখানে মূলত বিভিন্ন দেশের কারেন্সি আদান প্রদান বা লেনদেন এর মধ্যেই এই ব্যবসায় সংঘটিত হয়। ফরেক্স মার্কেটে পৃথিবীর প্রায় সব দেশের লোকে কাজ করে থাকে। ফরেক্স অলক অন্যান্য ব্যবসা এর মত ব্যবসা এই তবে এখানে ফরেক্সের বেচাকেনার উপাদান হলো কারেন্সি বিভিন্ন দেশের কারেন্সি।
-
ফরেক্স হচ্ছে অনলাইন ভিত্তিক মুদ্রা ক্রয়-বিক্রয়ের মার্কেট। ফরেক্স একটি আন্তর জাতিক মুদ্রা কেনা বেচার বাজার । ফরেক্স মার্কেট সকল দেশের শ্রেনি পেশার মানুষ কাজ করতে পারেন । ফরেক্স মার্কেটে সপ্তাহে ৫ দিন আপনি ট্রাড করতে পারবেন । ফরেক্স মার্কেট থেকে কাজ করে আপনি দারিদ্রতা দূর করতে পারেন । ফরেক্স মার্কেটে ঘরে বসে কাজ করতে পারবেন তাই ফরেক্স মার্কেট কাজ করার জন্য নারী রা অনেক আগ্রহী হয়ে থাকেন ।
-
ফরেক্স হল ফরেন কারেন্সি এক্সচেন্জ অর্থাৎ এক দেশের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রার বিনিময়।এটি বিশ্বের সবচেয়ে বড় আন্তজার্তিক অনলাইনভিত্তিক মুদ্রাবাজার।এখান একদেশের মুদ্রার বিনিময়ে আরেক দেশের মুদ্রা ক্রয়-বিক্রয় করা হয়।এটি পৃথিবীর সব থেকে বড় মার্কেট।এখানে প্রতিদিন কয়েক টিলিয়নের মত লেনদেন হয়।এই মার্কেট সপ্তাহে ৫ দিন খোলা থাকে। শনিবার এবং রবিবার মার্কেট বন্ধ থাকে।তাছাড়া বাকি ৫ দিনের ২৪ ঘন্টাই আপনি এখানে ট্রেড করতে পারবেন।এখানে প্রতি মুহুর্তেই মুদ্রার বিপরীতে মুূ্দ্রা উঠানামা করে।এর দ্বারা অর্থ উপার্জন করে অনেকে।ফরেক্স মার্কেট আমাদের জন্য অনেক বড় পাওয়া।এখানে কোন পুজি ইনভেস্ট না করেও ট্রেডিং করা যায়।আমাদের দেশের শিক্ষিত বেকার ভাইয়েরা ফরেক্স করলে ভাল আয় করতে পারবে সাথে সাথে তাদের বেকারত্ব দুর করতে পারবে।এতে তাদের নিজেদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের সাথে সাথে দেশের অর্থনৈতিক অবস্থাও ভাল হবে।