-
ফরেক্সে সবাই সবার বস কারন এখানে নিজেই বিনিয়োগ করে, নিজেই পরিশ্রম করে এবং ব্যবসায় সকল পরিচালন কার্যক্রম নিজেই সম্পাদন করে। এটি একটি স্বাধীন পেশা। এখানে অন্য কোন কর্মী বা ব্যক্তির প্রয়োজন হয় না। লাভ-লস নিজেকেই ভাগ করে নিতে হয়। তাই বলা হয় ফরেক্সে আপনি আপনার বস।
-
ফরেক্স ট্রেড করার জন্য কোন লোকের প্রয়োজন হয়না। নিজেই অল্প বিনিয়োগে বস হওয়া যায়। আর প্রতিষ্ঠিত হতে পারলে তো কথাই নেই। তবে সবাই একটি সুন্দর স্বপ্ন নিয়ে ট্রেড করে। আমাদের স্বপ্ন আজ না হোক কাল সফল হবেই। কেননা আমাদের চেষ্টা অব্যাহত হয়ে থাকবে। আর এরই মাঝ দিয়ে সফলতা আসবে।
-
অনলাইনে অনেক রকম ব্যবসা রয়েছে। তার মধ্যে ফরেক্স অন্যতম। বেশির ভাগ ক্ষেত্রেই আপনাকে কারো না কারো উপর নির্ভরশীল হতে হবে। আপনি যে সাইটেই কাজ করেন না কেন আপনার একজন বস থাকবেই। অথবা আপনার কোন বায়ার থাকবে। যার কাছ হতে আপনি কাজ নিয়ে তারপরে করবেন। এবং তার কথামতই সব করতে হবে। কিন্তু ফরেক্স এ আপনার কোন বস নেই। কারো কথাই আপনাকে শুনতে হবে না। আপনার মত করেই আপনি কাজ করতে পারবেন। এখানে আপনি নিজেই আপনার বস।
-
আপনিও হাউন আপনার বস ! কথাটি মানতে পারলে লাভ ছাড়া লস নাই। নিজের প্রতি আত্মবিশ্বাস জন্মাতে হবে। কিছু প্রশ্নের উত্তর নিজেকেই খুজে বের করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে তাহলেই আপনি সফল হতে পারবেন।
-
আমি বলবো আপনিও ফরেক্সে হতে পারেন নিজেই নিজের বস,কিন্তু তার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে,ফরেক্সের প্রতিটি বিষয়ে হতে হবে সুদক্ষ। আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস,ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সেন্টিমেন্টাল অ্যানালাইসিস ভাল করে রপ্ত করতে হবে। নিজের লোভ এবং আবেগকে পুরোপুরিভাবে দূর করতে হবে,কোনভাবেই হতাশ হওয়াযাবে না। দীর্ঘদিন ডেমো ট্রেডের মাধ্যমে নিজের দক্ষতা বৃদ্ধি করে তার পরই রিয়াল ট্রেডে অংশ নিতে হবে। নিয়মিত বিভিন্ন ব্শ্বিসেরা অর্থনৈত্তিকদের অ্যানালাইসিস ফলো/অনুসরন করতে হবে। আর এই ভাবেই এক সময় আপনি নিজেই হয়ে উঠবেন নিজের বস।
-
আমরা যারা অললাইনে কাজ করি তারা আমার মনে হয় অন্য কোন কাজের পিছনে ছোটে না।কারন অনলাইনে কাজ করাতে কারোর আনুগত্য স্বীকার করতে হয় না।এখানে আপনি যত সময় দেবেন তত আয় করার সুযোগ পাবেন।আর ফরেক্স ব্যবসাই আপনি নিজে একজন বিজিনেস ম্যান।এখানে ইনভেস্ট আপনার আবার ব্যবসাতে লাভ লস গেলে তাও আপনার চোখের সামনে ঘটে।
-
স্বাধীনতা শব্দটি সবার কাছেই খুব প্রিয়। কারন সবাই স্বাধীন থাকতে চায়। পরাধীনতার গ্লানি মুছে সবাইকে অনেক দুরের পথ পাড়ি দিয়ে স্বাধীনতাকে ছিনিয়ে আনতে হয়। আর ফরেক্স হচ্ছে এমনি এক ব্যবাসয় যেখানে একজন মানুষ স্বাধীনতার পুর্ন সুখ খুজে পায়। আপনাকে দাড়াতে হবেনা জবাবদিহিতার কাঠ গড়ায়। আপনি নিজেই হয়ে যান আপনার বস। তাহলে আপনি চলে আসতে পারেন ফরেক্স বিজনেসে। যেখানে স্বাধীনতার পুর্ন সুখ খুজে পাবেন। নিজের ইচ্ছায় ট্রেড করুন যখন খুশি তখন।
-
ভাই ফরেক্স করি ফরেক্স থেকে আয় করব বলে ফরেক্স থেকে আয় করতে চায় আর ফরেক্স থেকে আয় করা আমার আশা পুরন করতে চাই | ফরেক্স থেকে আয় করতে পারব আমার বিস্বাস তাই আমি আমার ফরেক্স বস আমনে করতে পারি | ফরেক্স এ আমি না হলে আয় করতে পারতাম না তাই আমি আমার বস ধন্যবাদ|
-
উপরের মন্তব্যগুলো যথোপোযুক্ত৷সকল শ্রেণি,পেশাজীবীদের জন্য নিঃসন্দেহে এক অন্যতম আয়ের উৎস হলো এই বিস্বব্যপী উন্মূক্ত মুদ্রাবাজার৷
-
সকলেরই নিজের বস নিজেরেই হতে হয় তা না হলে উন্নতি করা সম্ভব নয় । অামরা নিজেকে নিজে প্রতিষ্ঠিত করতে অদম্য প্রচেষ্টা চালিয়ে যাব । যে ট্রেডার এই চেষ্টা চালিয়ে যাবে সে কখনোই সফলকাম হেত পারবে না । অামরা অবশ্যই ভালোভাবে কাজ করার মন মানসিকতা ঠিক রাখব তাহলেই অামরা লাভবান হতে পারব ।
-
আমার মনে হয় ট্রেডিং এ আপনি ই আপনার বস. অকাহেন আপনি অপর বেবসা শিক্ছেন, আপনি ইনভেস্ট করছেন, মার্কেট কে আপনাকেই বুঝতে হবে, মার্কেট বুঝে আপনাকে বাই অথবা সেল নিতে হবে, এবং লাভ ও লস এর ভাগ সম্পূর্ণ আপনার, সুতরাং এখানে সম্পূর্ণ আপনি ই আপনার বস. আপনি চাইলে আপনার বেক্তিগত কিছু কাজের জন্য যদি ট্রেডিং বন্ড ও রাখেন কেউ ই আপানক কিছু বলছে না তার জন্য.
-
আমার মনে হয় আমাদের দেশে অনলাইনে ইনকামের দিকে ছাত্র ছাত্রি কিংবা বেকারেয়াই ঝোকে। আসলে এটা ইগো জনিত প্রবলেমও বলা যায়। আসলে আমাদের দেশে স্টুডেন্ট এবং কথিত অর্থে বেকার বাদে কেউ ইন্টারনেটের বিজনেসের দিকে ঝোকে না। এখন অবশ্য যারা ইন্টারনেটে কাজ করে তারাও কিন্তু বেকার না। তারা নিজেরাই নিজেদের বস। কারো অধীনে নয় তারা।
-
ফরেক্স ব্যবসা একটি সম্পূর্ণ স্বাধীন ব্যবসা। এখানে আপনি সবকিছুই নিজের মনের মতো করে সাজাতে পারবেন। যেভাবে করতে চাইবেন সেভাবেই হবে। যেমন-
১। টাইমফ্রেম নির্বাচন
২। ইন্ডিকেটর পছন্দ ও সেটআপ করা
৩। কারেন্সি পেয়ার নির্বাচন করা।
৪। ট্রেডিং টাইম নির্বাচন করা।
৫। লট সাইজ ঠিক করা।
৬। লাভ ও লসের সঠিক মাত্রা নির্ণয় করা।
এই কাজগুলো সুন্দরভাবে করতে পারলে আপনি ভাল ট্রেড করতে পারবেন। এখানে অন্যের প্রবেশাধিকার নিষেধ । আপনিই আপনার বস।
-
ফরেক্স হচ্ছে স্বাধীন ব্যবসা। এখানে ট্রেড করার জন্য কোন ঝামেলা পোহাতে হয় না। ঝামেল নেই বিধায় নতুনরা ফরেক্স করতে আগ্রহ হয়। আর আগ্রহ না হলে ফরেক্স এত জনপ্রিয় হতো। ফরেক্স এ নানা সুবিধা রয়েছে। ফরেক্স মার্কেট এ কাজ করার কোন প্রেশার নেই।