বাচ্চারা কিন্তু পরতে পরতে হাটতে শিখে।তাও এই হাটা শিখতে শিখতে ২ বছর লেগে যায়।ফরেক্স ও তদ্রুপ ব্যবসা করতে গেলে ও লসের সম্মুখিন হতে হবে।এর জন্য ভেংগে পরলে চলবেনা।মনোবল ঠিক রেখে ব্যবসা করে জেতে হবে।
Printable View
বাচ্চারা কিন্তু পরতে পরতে হাটতে শিখে।তাও এই হাটা শিখতে শিখতে ২ বছর লেগে যায়।ফরেক্স ও তদ্রুপ ব্যবসা করতে গেলে ও লসের সম্মুখিন হতে হবে।এর জন্য ভেংগে পরলে চলবেনা।মনোবল ঠিক রেখে ব্যবসা করে জেতে হবে।
ফরেক্স ব্যাবসা করতে হলে আমাদের কে লস মেনে নিতে হবে কবে লসের পরিমান কতটুকু মানব সেটা হল দেখার বিষয় কারন অনেক লসের স্বিকার হয়ে ফরেক্স মার্কেট থেকে বের হয়ে যেতে চাই যা নিজেকে অসহায় মনে হয়। আবার মনে করি এটাই একটা বিষয়ের উপর কাজ করতে একবছর সময় দিতে হয় আরো কিছুদিন সময় দিব কি করা যায়।
ফরেক্স মার্কেটে লাভ লস কখনই ভাগ্যের উপর নির্ভর করে না। এই বিজনেসে নিজের যোগ্যতা দিয়েই লাভ করতে হয় ও যতটুকু লস হয় তা সম্পূর্ণ নিজেদের ভুলের কারনেই হয়ে থাকে। যেকন বিজনেসেই লাভ লস হয়ে থাকে। ফরেক্স বিজনেসও এর ব্যতিক্রম নয়। লস করলে আমাদের উচিত হতাশ না হয়ে ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন ভাবে শুরু করা। আগের ভুল গুলো যাতে আর না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
আমি বর্তমানে ডেমো ট্রেড করছি । কারণ আমি একজন ফরেক্স নতুন ট্রেডার । তাই ফরেক্স মার্কেটে নতুন দিকে ফরেক্স শিখার জন্য অনেক বেশি লস এর সম্মুখিন হতে হয় । ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেড করি তারা জানি যে লস এখানে কোন ব্যাপার নয় । স্বাভাবিকভাবেই আমরা সবাই কম বেশি ট্রেড করি । তবে সেখানে বেশিরভাগ প্রায় ৯৫% নতুন ট্রেডার লস করে । এবং এই বিশাল পরিমাণ লস করার অন্যতম কারণ হল যথাযথ প্রশিক্ষণ এর অভাব ।
ভাগ্যকে দোষ না দিয়ে আমাদের উচিত আমাদের ট্রেডের ভুলগুলি ধরা। এতে আমাদের নিজেদের সৃস্টি করা দোষ আমরা দেখতে পাব। আমরা যতক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধান করতে পারব না ততক্ষণ পর্যন্ত ফরেক্স মার্কেট থেকে প্রফিট করতে পারব না। তাই হতাশ না হয়ে চেষ্টা চালিয়ে যেতে হবে।
ভাই আপনি ভাল করে চেষ্টা করতে থাকেন এবং ভাল করে দেখেন যে কোন কোন ভুলের জন্য আপনার ট্রেড বার বার লস হচ্ছে তাহলেই আপনি আশাকরি লাভের মুখ দেখতে পারবেন । আমার মতে ফরেক্স ব্যবসায় সফলতা আনতে হলে ভাল করে নিয়মিত ফরেক্স সম্র্পকে পড়তে হবে এবং অনেক কিছু শিখতে হবে ।
ভাই, লাভ লস ফরেক্স এর একটা অংশ।। যদিওবা আমি আপনাকে বলছি, কিন্তু লস আমারো হয়। তাই বলে কি আপনি হাল ছেড়ে দেবেন?? কোন প্রশ্নই উঠে না।। কিছু দিন ট্রেড টাকে বাহিরে রাখুন আর এনালাইসিস করুন। কিন্তু মার্কেট আপনার এনালাইসিস এর অনুকুলে গেলেও ট্রেড করা থেকে বিরত থাকুন।। যখন বুজবেন আপনার এনালাইসিস ৯০ ভাগ সঠিক তখন আপনি ট্রেড শুরু করুন।।
প্রতিটা ব্যবসাতেই লাভ লস আছে। লাভ লস ছাড়া কোন ব্যবসাই সম্ভব না। ফরেক্সেও লাভ লস আছে। লস ফরেক্সের মৌলিক অংশ। সবাইই ফরেক্সে লস করে। কিন্তু লস করে হতাশ হলে চলবে না। লসের কারন জানতে হবে । আসলে ডেমো থেকে শিক্ষা টা আশা করি কাজে লাগাতে পারব ভবিষ্যতে রিয়াল ট্রেড করার আগে।
লাভ লস নিয়ে ব্যবসা । তাই লস হলে ভেঙ্গে পড়বেন না । হয়ত লসের পর আপনার জন্য অনেক বেশি লাভ অপেক্ষা করতেছে । আর আমি মনে করি আপনি এখনো এই মার্কেট টাকে ঠিকমত বিঝে উঠতে পারেননি । তাই লস আপনার পিছু ছাড়তেচেনা । একটা দুইটা ট্রেডে যাও বা একটু লাভ হচ্ছে , লস খেয়ে আবার সব চলে যাচ্ছে । এই বিপত থেকে আমাকে রক্ষা পাওয়ার পথ কেউ কি বলে দেবেন ।
রতিটা ব্যবসাতেই লাভ লস আছে। লাভ লস ছাড়া কোন ব্যবসাই সম্ভব না। ফরেক্সেও লাভ লস আছে। লস ফরেক্সের মৌলিক অংশ। সবাইই ফরেক্সে লস করে। কিন্তু লস করে হতাশ হলে চলবে না। লসের কারন জানতে হবে । ভবিষ্যতে যেন এমন ভুল না হয় সে চেষ্টা করতে হবে। আমি এই হতভাগা যত চেষ্টাই করি না কেন ট্রেডিং থেকে লাভের মুখ দেখা হয়ে উতছেনা না ।একটা দুইটা ট্রেডে যাও বা একটু লাভ হচ্ছে , লস খেয়ে আবার সব চলে যাচ্ছে । এই বিপত থেকে আমাকে রক্ষা পাওয়ার পথ কেউ কি বলে দেবেন ।
লাভ লস প্রতিটি ব্যাবসার অংশ । প্রতিটি ব্যবসাতে লস ছাড়া লাভ আশা করা ভূল । প্রথম প্রথম লস করলেও পরবর্তীতে লাভের মুখ দেখা যায় । যারা উন্নতির শিখরে অবস্হান করছে তারাও প্রাথমিক অবস্হায় অনেক লসের মুখোমুখি হয়েছেন । আপসোস না করে এগিয়ে যান ,সফলতা আসবেই ।
আপনার এখন অনুপ্রেরণা দরকার.আপনি ভেঙ্গে পড়েছেন.দেখেন সফলতাতো আর সহজে আসেনা.কৌশল এর পাশাপাশি এই ক্ষেত্রে ধর্যের ও পরীক্ষা দিতে হয়.আশা রাখুন সব সঠিকভাবে চালিয়ে যান একদিন নিশ্চই ধফলতা আপনাকেই ধরা দিবে.আপনি একটু বিরতি নিয়ে নতুন উদ্যমে ফিরতে পারেন.তাহলে কাজের প্রতি এক্ক্রিশ হবেন.
কিছুতেই কিছু হচ্ছে না ! কিছু মানুষের ভাগ্যই বুঝি এমন হয় . যত চেষ্টাই করি না কেন ট্রেডিং থেকে লাভের মুখ দেখা হয়ে ওঠে না ।একটা দুইটা ট্রেডে যাও বা একটু লাভ হচ্ছে , লস খেয়ে আবার সব চলে যাচ্ছে । এখনো রিয়াল একাউন্ট এ লস হয় নাই কিন্তু ডেমো তে আমার ও লস হইছে। এই লস খাওয়ার ও যেন একটা কষ্ট আছে। আর রিয়াল এ না জানি কি হয়। আসলে ডেমো থেকে শিক্ষা টা আশা করি কাজে লাগাতে পারব ভবিষ্যতে রিয়াল ট্রেড করার আগে।
আমার মনে হয় আপনি নিজেকে আরও সময় দিন । নিজেকে আরও ভালভাবে বুঝুন , আসলে আপনি কি ফরেক্স এ ট্রেড করতে পারবেন কিনা ? কিছু দিন ট্রেড করা থেকে বিরত থাকুন । তারপর ভাবুন যে কেন আপনি ট্রেড করে লসের মধ্যে পরছেন । আপনার এনালাইসিস কি ঠিক ছিল । মানিম্যানেজমেন্ট কি ঠিক ভাবে করেছেন । আর যদি তাও সমাধান না পান তাহলে আরও কিছুদিন ডেমো একাউন্ত এ ট্রেড করে মনস্থির করে টার পড়ে নতুন করে ট্রেড করুন, দেখবেন ভালো করছেন ।
লস করলেতো জ্ঞান বাড়ে । যে যত লস করবে সে তত ফরেক্স মার্কেট সর্ম্পকে বুঝতে পারবে । সুতরাং অামরা সব সময় এই ব্যবসা করার জন্য ধৈর্য্য ধারণ করব তাহলেই অাশা করা যায় সফলতা আনয়ন করা যায় । অতএব অামরা অাস্তে আস্তে লসকে পুষিয়ে নেওয়ার চেষ্টা করব তাহলেই জীবনে উন্নতি করতে পারব ।
আমার মনে হয় আপনাকে এখন ট্রেডিং মার্কেট এ ঘুরে দাড়াতে হবে, টার অর্থটা হহে আপনাকে ট্রেডিং থেকে একটু সরে আসতে হবে. এবার ধর্য নিয়ে আপনাকে ত্রাদং এর জন্য আবার প্রস্তুত হতে হবে, যার জন্য আপনি আপনার ভুল টা বুঝার জন্য আরেকটু এনালাইসিস করে দেখুন, ডেমো তে চেষ্টা করে দেখুন, আপনার লস এর কারণ কি, এবং প্রথমেই বোনাস এর মাধমে ট্রেড শুরু করে দেখতে পারেন।
ফরেক্স মার্কেটে রসের প্রধান কারন নিজেকে লোভ থেকে বিরত রাখতে না পারা। ফরেক্স মার্কেটে লোভ থেকে বিরত থাকত। পারলে লস থেকে বাসতে পারব।
আমরা যদি দক্ষতা অর্জন না করি এবং মার্কেট এ্যানালাইসিস না করি তাহলে অবশ্যই আমাদের লসে পড়তে হবে । আমরা আগে ডেমোতে পারদর্শী হব তারপর এই ব্যবসা করব তাহলেই অামরা লাভবান হতে পারব । আর লস তখনই হয় যখন আমরা দক্ষতাবান না হই । সুতরাং আমরা সব সময় মার্কেট এ্যানালাইসিস করে তারপর এই ব্যবসা করার চেষ্টা করব তাহলেই আমরা আর লসে পড়ব না ।
আমরা জানি প্রতিটা ব্যবসাতেই লাভ লস আছে। লাভ লস ছাড়া কোন ব্যবসাই সম্ভব না। ফরেক্সেও লাভ লস আছে। লস ফরেক্সের মৌলিক অংশ। সবাইই ফরেক্সে লস করে। কিন্তু লস করে হতাশ হলে চলবে না। লসের কারন জানতে হবে । ভবিষ্যতে যেন এমন ভুল না হয় সে চেষ্টা করতে হবে। তাহলেই লস থেকে পরিত্রান পাওয়া যাবে।
না নিজের ভাগ্যকে দুষবেন কেন। কখনো ফরেক্স মার্কেটে ইমোশনাল হবেন না। ফরেক্স কারো ভাগ্যের উপর নির্ভরশীল নয়। এখান হতে আয় করতে হলে আপনাকে আগে ভালভাবে ফরেক্স শিখতে হবে। আপনার বেশির ভাগ ট্রেডই লস হচ্ছে যেনে খুবই খারাপ লাগছে। তাই নিজের ভাগ্যকে দোষ না দিয়ে এ্যানালাইসিসে মনোযোগী হউন। আপনার যে সব ট্রেডে লস হয় সেই ট্রেডের লসের কারন খুজে বের করুন। একই ভুল বার বার করবেন না। আশা করছি আপনি লাভবান হতে পারবেন।
লস ছাড়া লাভের আশা করা জায়না কারণ যখন একজন ট্রেডার লস করে তখন সে বুঝতে পারে কি করে ট্রেড করলে লাভ করা যায়।আমি মনে করি ব্যবসায়ে লাভ বা লস থাকবেই লস খেলে হতাশ হওয়া যাবে না লসের কারন খুজে বের করতে হবে।মুলত আমাদের লোভ কমাতে হবে লোভ যত কম হবে তার লস হবার সম্ভবনা কম থাকবে।
এভাবে আগাইতে থাকলে চলবে না । আপনি আপনার ট্রেডে লস হলে সাথে সাথে আবার ট্রেড না করে লসের কারন খুজে বের করার চেস্টা করেন । যদি ন লসের কারন বের করতে পারনে তবে সংসোধন করে আবার ট্রেড করেন । তার পরেও যদি আপনার লসের ভাগ বেশি হয় তবে আপনি ট্রেড থেকে বিরত থেকে । আবার ভাল করে মারকেট এনালাইসেস শিখুন ।
ফরেক্স একটি ব্যবসা যেখানে লাভ লব আছে । এই মার্কেটে আনাড়ি লোকের কোন দাম নেই এবং তারা লাভের মুখ খেতে পায় না । এজন্য শিখতে হবে । যতই শিখবেন ততই দক্ষ হবেন । প্রথম প্রথম সবাই্ লস করে তাই নাবুজে বেশী বেশী ট্রেড করলে আপনি কেপিটেল হারিয়ে হতাশ হয়ে পড়বেন । তাই ভাল ভাবে শিখতে হবে এবং লাভ করতে হরে । বেশী লস করা যাবে না ।
আমরা ট্রেড করতে করতে লস করে আমরা ক্লান্ত। আমরা এখন বুজতে পারিনা যে কিভাবে লস রিকভার করবো। আনেক ট্রেডার আছে যারা অনেক অনেক মার্কেট আনালাইসিস করে ট্রেড করে কিন্তু লস করে তারা কিছুতেই বুজতে পারে না কিভাবে লস রিকভার করবে।
আসলে লস জিনিসটা খুবই কষ্ট দায়ক একটি বিষয় আমরা যারা ফরেক্সে ট্রেড করি তারা সবাই চাই এখান থেকে ভাল ভাবে প্রফিট লাভ করতে কিন্তু আমরা সবাই সেই লাভের দেখা সব সময় পাই না আর আমি মনে করে এই না পাওয়ার পেছনে হঠাত মার্কেট ট্রেন্ড ট্রেডের প্রতিকূলে ঘুরে যাওয়া যতটানা কারন তার থেকেওবড় কারন হল আমাদের ট্রেডিং জ্ঞানের অভাব এবং অদক্ষতা।
ভাই শুধু কি আপনার ভাগ্যই এই রকম মনে করছেন। আসলে ফরেক্স মার্কেটে লাভ করা আমার মনে হয় অনেক কটিন ব্যাপার। কেননা আমি যদি একটি ট্রেডে লাভ করি দেখা যাচ্ছে আর পাচটি ট্রেডে আমার লস হচ্ছে কি বলব ভাই আমার গত তিন দিনে আশি ডলার লস হয়েছে।
ফরেক্স মার্কেট এ লস করাটাই স্বাভাবিক। ফরেক্স এ লাভ-লস মিলেই ফরেক্স করা হয়। ফরেক্স মার্কেট এ লস হবে না এমন কোন কথা নেই। ফরেক্স মার্কেট এ লস হবেই। তবে কিছু কিছু রুলস মেনে চললে ভাল টার্গেট করে ট্টেড করলে লস কম হবে।
স্বাভাবিকভাবে প্রতিটা ব্যবসাতেই লাভ লস আছে। লাভ লস ছাড়া কোন ব্যবসাই সম্ভব না। ফরেক্সেও লাভ লস আছে। লস ফরেক্সের মৌলিক অংশ। সবাইই ফরেক্সে লস করে। কিন্তু লস করে হতাশ হলে চলবে না। লসের কারন জানতে হবে । ভবিষ্যতে যেন এমন ভুল না হয় সে চেষ্টা করতে হবে। তাহলেই লস থেকে পরিত্রান পাওয়া যাবে বলে আমি মনে করি।
সকল ব্যবসাতেই লাভ লস থাকে তবে বার বার লস হওয়ার পর উচিত আগের ট্রেড গুলতে কি ভুল ছিলো। আগের লস করার কারন গুল খুজে নিয়ে সমাধান করতে হবে পরবর্তি ট্রেড এর আগে নিউজ দেখতে হবে, এনালাইসিস করতে হবে এবং নিজেকে নিওন্ত্রন রেখে ছোট ট্রেড দিতে হবে । আগের অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে ধৈর্য্য ধরে ছোট ছোট ট্রেড দিলে অবশ্যি সাফল্য আসবে।
লাভ-লস ফরেক্সের একটি অংশ। প্রতি ১০ টি ট্রেডে লসের অংশ বেশি হলে । ডেমোতে চর্চা করুন। প্রতিটি ট্রেডের জার্নাল রাখুন , লসের কারন খুজে রেব করুন। একান্ত নিজস্ব ট্রেডিং কৌশল আবিস্কার করুন। মানিমেনেজম্যান্ট মেনে চলুন। টেকপ্রফিট ও স্টপ লস ব্যবহার করুন ভাল ফল পাবেন।
ফরেক্সে কাজ করতে গেলে লাভ লস হবে, একটা ট্রেডে লাভ করবেন অন্য একটাতে লস করবেন, তবে লস যদি বেশি হয় তবে ডেমোটে ট্রেড করে ভাল করার চেষ্টা করুন তখন দেখবেন আর লস তেমন হচ্ছে না।
ফরেক্স করতে গিয়ে আপনি হইত অনেক লস করছেন তাই আপনি এ কথা বলছেন আমি মনে করি ফরেক্স এ লস করা যেমন সহজ তেমন লাভ করাও সহজ |আমি মনে করি আপনি ফরেক্স নিয়ে ঠাণ্ডা মাথাই চিন্তা করে ফরেক্স করবেন তবে দেকবেন ফরেক্স থেকে আপনি আর লস করবেন না বরং লাভ করতে পারবেন |
ফরেক্স মার্কেটে যে যত দক্ষ সে তত আয় করতে পয়ারবে।আমরা মার্কেটে যারা অদক্ষ তাদের সবারই লস বহন করতে হবে।মার্কেট চলে নিজের গতি পথে এখন আমরা যদি কেউ ওভার কনফিডেন্স নিয়ে ট্রেড ওপেন করি তাহলে কখনোই লাভ করতে পারব না।তাই লাভ করতে হলে আমাদের উচিত মার্কেট সম্পর্কে দক্ষ হতে হবে।
লস থেকে বের হতে হলে দক্ষতার কোন বিকল্প নেই । কেননা যত দক্ষতা বেশি তত বেশি পরিমাণে লাভবান হওয়া যায় । তবে আমার অভিজ্ঞতা বলে যে বিশেষ করে আমরা নতুন ট্রেডাররা প্রথম অবস্থায় নিজের দক্ষতা তৈরীতে সময় না দিয়ে বরং সময় নষ্ট করি কিভাবে লাভ করা যায় সেই চিন্তায় । কিন্ত আমাদের চিন্তা করতে হবে ঠিক কিভাবে আমরা লাভবান হতে পারব সেটা নিয়ে নয় বরং দক্ষতা কেমনে বৃদ্ধি পাবে তা নিয়ে ।
আপনি যদি রিয়েল এ লস করে থাকেন তাহলে আপনি ডেমোতে ট্রেড করতে পারেন। কারন কস্টে অর্জিত টাকা আপনার লস দেয়ার কোন মানে হয় না। আর একটা বিষয় হলো আপনি যদি মার্কেট বুঝতে না পারেন তাহলে আপনি ভালো কোন ট্রেডার থেকে পরামর্শ নিতে পারেন।
ফরেক্স মারকেটেওআপনি যদি ফরেক্স এ শুধু লস করতে থাকেন তবে আর রিয়েল ট্রেড না করে ডেমো ট্রেড করা শুরু করেন। কারন ডেমো ট্রেড করে লস খেলেও আপনার পকেট থেকে টাকা যাবেনা। শুধু ট্রেড করলেই চলবেনা।যখন আপনি দেখবেন আপনার লস হয়ে যাচ্ছে তখন লস এর কারন পর্যবেক্ষন করার চেষ্টা করেন। লাভ লস দুইটাই আছে।লস দেখে ভেংগে পড়বেন না।চেশটা করতে থাকুন,নতুন ওদ্যোমে আবার শুরু করেন।
আমরা জানি প্রতিটা ব্যবসাতেই লাভ লস আছে। লাভ লস ছাড়া কোন ব্যবসাই সম্ভব না। ফরেক্সেও লাভ লস আছে। লস ফরেক্সের মৌলিক অংশ। সবাইই ফরেক্সে লস করে। কিন্তু লস করে হতাশ হলে চলবে না। লসের কারন জানতে হবে । ভবিষ্যতে যেন এমন ভুল না হয় সে চেষ্টা করতে হবে। তাহলেই লস থেকে পরিত্রান পাওয়া যাবে বলে আমি মনে করি।
সব ব্যাবসাতে লাভ লস রয়েছে। ফরেক্স মার্কেটে সফলতার সাথে ব্যাবসা করতে হলে আপনাকে ঠান্ডা মাথায় ব্যাবসা করতে হবে তাহলে লাভ করতে পারবেন।এইখানে নিয়মের বাইরে ব্যাবসা করা মানে লস করা। তাই আমাদের কে সব নিয়ম মেনে ট্রেড করতে হবে।
লসের কোন সীমারেখা নেই। আপনি যতদিন পর্যন্ত ফরেক্স মার্কেট সম্পর্কে না জেনে ট্রেড ওপেন করবেন, ততদিনই আপনি লসের দিকেই যাবেন। হয়তো এর মাঝেও আপনি ২ থেকে ১ টা ট্রেড এ প্রফিট পেতে পারেন, তবে এই টুকু প্রফিট মার্কেটে ঠিকে থাকার জন্য যথেষ্ট নয়। তাই, আগে শিখুন পরে ট্রেডিং এ আসুন।
ভাগ্যের কিছু প্রভাব অবশ্যই আছে আর অধিকাংশই হলো নিজের চেষ্টা,পরিশ্রম,দীর্ঘদিন নিয়মিত স্টাডি-প্র্যাকটিস৷তাহলে যেকোনোও কাজে আমাদের সফলতা আসবেই৷আকাশে উড়োজাহাজ চালায় আমাদের মতো মানুষ,সাগরে জলোজাহাজ চালায় আমাদের মতই মানুষ, আবার মাটিতে চলছে ছোট-বড় নানা ধরনের গাড়ী...কে চালায় ? আমাদের মতো মানুষই চালায়৷কীভাবে চালায় ? তারা দীর্ঘদিন যাবৎ কষ্ট করে শিখে,প্র্যাকটিস করে আয়ত্ব করে নেয়৷এখানে প্রয়োজন দক্ষ ট্রেইনারের সাথে থেকে সঠিক ভাবে কৌশলগুলো আয়ত্ব করা৷ ফরেক্সে এই দক্ষ ট্রেইনারই পাওয়া দূর্লভ৷তাই সঠিক ভাবে শিখা কঠিন হয়ে যায়৷