-
আসলে কেবলমাত্র সিগন্যালের উপর নির্ভর করে ফরেক্সে ট্রেড করলে বিরাট ভূল করবেন কারন সিগন্যাল আপনাকে সব সময় নির্ভল নিদের্শনা দিবে এমনটি ভাবার কোন কারন আছে বলে আমার কাছে মনে হয় না। আমি মনে করি ফরেক্সে ট্রেড করার ক্ষেত্রে আপনার অ্যানালাইসিস দক্ষতা এবং জ্ঞানই হল আপনার শক্তি যা আপনাকে মার্কেট সম্পর্কে সঠিক ধারনা দিবে।
-
আমারা কখনো অন্যের সিগনাল দেখে ট্রেড করব না । কারান অন্যের সিগনাল দেখে ট্রেড করলে ট্রেডে অনেক ভুল হওয়ার সম্বাবনা থাকে । কার কেউযদি সিগনাল দেয় সেই সিগনালে যদি ভুল থাকে তাহলে আপনার একাউন্টে মাইনাস হওয়ার সম্বাবনা থাকবে।
-
আমি মনে করি ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অন্য কার হেল্প না নিয়ে নিজে নিজে ফরেক্স ব্যবসা শিখে ফরেক্স মার্কেটে ট্রেড করাই অনেক ভাল। কারন অন্য একজনের চিন্তার সাথে আপনার চিন্তা নাউ মিলতে পারে। আর এই অমিলের কারনে আপনাকে গুনতে হবে অনেক অনেক লস। তাই ফরেক্স আগে নিজে শিখুন তারপর নিজেই ট্রেড করেন।
-
আমি মনে করি যে ফরেক্স মার্কেটে আমরা নিজেদের স্ট্রাটেজি ব্যবহার করি । তবে সেটা দিয়ে অনেক কিছু করা যায় যদি স্ট্রাটেজি হয় মানসম্পন্ন । আমি অনেক বড় ভাইদের দেখেছি যারা সিগন্যাল ব্যবহার করতে করতে অনেক বেশি পরনির্ভরশীল । আমার এক ট্রেডার ভাই অন্যদের থেকে সিগন্যাল নিয়ে ট্রেড করত মাঝে মাঝে সে লাভ করত যা একসময় তার নেশায় পরিণত হয় । আর সেই ধারাবাহিকতা্য় সে একসময় অন্যর সিগন্যালকে বিশ্বাস করে অনেক টাকা ফরেক্স মার্কেটে বিনিয়োগ করে কিন্ত ফলাফল হিসেবে তার একাউন্ট জিরো যেটা একটা বাস্তব অভিজ্ঞতা ।
-
নিজের আনল্যসিস সবথেকে ভাল ফল দেয়
-
ফরেক্স মার্কেটে অন্যের সিগনালের ঊপর নির্ভর না করে নিজের স্ট্রেজির উপর ট্রেড করা উচিত।এতে করে আপনার নিজের উপর অত্নবিশ্বাস বেড়ে যাবে এবং আস্তে আস্তে আপনার ট্রেডিং দক্ষতা বৃদ্ধি পাবে।আর যদি আপনি অপরের সিগনালের উপর নির্ভর করে ট্রেড করেন তাহলে আপনি সম্পূর্ণ পরনির্ভশীল হয়ে পরবেন এবং ফরেক্স মার্কেটে আপনার কোন ট্রেডিং দক্ষতা থাকবেনা।তাই অন্যের উপর নির্ভর না হয়ে নিজের বুদ্ধিতে ট্রেড র শতগুনে ভাল।
-
আপনি সিগন্যাল দিকে কি করেন সেটা আপনার সম্পূর্ণ নিজের বেপার । তবে আমি মনে করি অন্যের সিগন্যাল দেখে মার্কেট এনালাইস করে তার পর সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিৎ
-
সুতরাং তার উপর শত ভাগ নিশ্চিত হওয়া ঠিক না।যদি বড় লটের সিগনাল ভুল করে তাহলে কিন্তু সব শেষ।সেজন্য বেশি বেশি ইন্ডিকেটর ব্যবহার না করে কয়েকটা ইন্ডিকেটর দিয়ে একটা স্ট্রাটেজি বানানো অনেক ভাল।এতে আপনি চাইলে ভাল একটা প্রফিটে ট্রেড করতে পারবেন।
-
সিগনাল ফলো করে ডেমো ট্রেড করে মার্কেট বুঝতে পারলে ভাল ফল পাওয়া যেতে পারে। কিন্তু নিজ থেকে মার্কেট বুঝে ট্রেড করাটাই সবচেয়ে নিরাপদ ও আনন্দদায়ক। এতে মানসিক প্রশান্তি মিলে। নিজেকে দক্ষ বলে মনে হয়। দক্ষ হতে হলে আমাদেরকে ভাল প্রশিক্ষণ নিতে হবে।
-
ফরেক্স সিগনাল দেখে ট্রেডিং করা নির্ভর করে ট্রেডারের নিজের উপর। আমার মতে একজন দক্ষ ট্রেডার হতে হলে আমাদের নিজেদের মার্কেট এ্যনালাইসিস করা উচিত। তবে প্রাথমিকভাবে আমরা দক্ষ ট্রেডারের সাহায্য নিতে পারি যা আমাদের পরবর্তী ট্রেডিংয়ের সহায়ক হতে পারে।
-
সিগন্যাল দেখে ট্রেড করা মানে নিজের বুদ্ধিকে বিক্রি করে দেয়া। আর সিগন্যাল দেখে ট্রেড করলে আম্পনি সতভাগ লসের সম্মুখিন হতে পারেন। তাই সিগন্যাল বা বিভিন্নও ইনডিকেটর ব্যবহার না করে আপনি নিজে নিজে এনালাইসিস করে মার্কেট এ ট্রেড দেন আপনি অবশ্যই লাভবান হবেন।আমার মতে একজন দক্ষ ট্রেডার হতে হলে আমাদের নিজেদের মার্কেট এ্যনালাইসিস করা উচিত।
-
আপনি যদি বুঝতে চাচ্ছেন যে আপনি কি দেখে ট্রেড করবেন, এবং তার জন্য সিগনাল ভালো কিনা তাহলে আমি বলব, আপনি যদি সঠিক ত্রাদের কে বাচ্জাই করে থাকেন তাহলে অবসি আপনার সিগনাল ভালো হবে. আপনি সিগনাল ফলো করে লাভবান হতে পারেন, আবার লস ও করতে পারেন.
-
হা আপনি যদি বুঝতে চাচ্ছেন যে আপনি কি দেখে ট্রেড করবেন, এবং তার জন্য সিগনাল ভালো কিনা তাহলে আমি বলব, আর আপনি যদি সঠিক ত্রাদের কে বাচ্জাই করে থাকেন তাহলে অবসি আপনার সিগনাল ভালো হবে. আবার আপনি সিগনাল ফলো করে লাভবান হতে পারেন, আবার লস ও করতে পারেন.
-
আমার মতে কারো সিগ্ন্যাল দেখে ট্রেড করা উচিত না । নিজে শিখুন এবং মারকেট এনালাইসেস করুন মারকেট এনালাইসেস করতে পারলে তবে আর অন্যের সিগন্যাল ফলোকরার দরকার হবে না ।
-
যে যত বেশি মর্কেট এনালাইসিস করতে সে তত বেশি সফল হতে পারবে। আমার মতে একজন দক্ষ ট্রেডার হতে হলে আমাদের নিজেদের মার্কেট এ্যনালাইসিস করা উচিত। তবে প্রাথমিকভাবে আমরা দক্ষ ট্রেডারের সাহায্য নিতে পারি যা আমাদের পরবর্তী ট্রেডিংয়ের সহায়ক হতে পারে।
-
এনালাইসিস গুলো জানার পর আপনি সে গুলো কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। কম সময়ে কথা থেকে নিউজ পাব ? যা আমরা দেখে খুব সহজেই ট্রেড করে ভাল আয় করতে পারব ফরেক্সে ।ফরেক্সে খুব ভাল ইমপ্যাক্ট ফেলে এর নিউজ একসাথে নিয়ে যদি আবেগ বাদ দিয়ে ট্রেড করেন তাহলে ইনশাল্লাহ বলা যেতে পারে আপনি ফরেক্স এ কখনই ক্ষতি গ্রস্থ হবেন না। অবশ্যই লাভবান হবেন। আশাকরি আমার কথা গুলো আপ্নারা বুঝতে পেরেছেন।
-
নিজে ফরেক্স করতে না পারলে অন্যের সিগনাল ফলো করেও ট্রেড করা যায়। তবে এতে করে নিজের আর ফরেক্স শিখা হবে না। অন্য লোকের সিগনাল ফলো না করে নিজের এনালাইসিস মত ট্রেড করা ভাল অভ্যেস।
-
ভাল মূনাফা আয় করতে হলে টেকনিক্যাল এনালাইসিস এর বিকল্প নাই। এটা দিয়ে আপনি একটি ট্রেন্ড লাইন আকতে পারেন। ট্রেন্ড লাইন দিয়ে সহজে বোঝা যায়। যদি সঠিক ভাবে আকতে পারেন। ট্রেন্ড লাইন আকার জন্য মেটা ট্রেডার এর টুলস থেকে ট্রেন্ড লাইন টুল দিয়ে লাইন টানলে ভাল ফল পাবেন আসা করি।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার পর থেকে অনেক কিছু পলো করেছিলাম সব কিছুতে লস। এখন নিজে নিজে ট্রেড করার চেস্টা করছি।ফরেক্স সফলতা পেতে হলে নিজে প্রেকটিস করতে হবে তাহলে ফরেক্স মার্কেটে সফলতা পাওয়া সম্বভ।
-
দেখেন অন্য জনের সিগনাল দেখে বা শুনে ভাল ট্রেড করা যাবেনা এই মার্কেটে সবচাইতে উত্তম হয় নিজে এনালাইসিস করে ট্রেড করতে পারলে । অন্য জনের গাইড লাইন নিয়ে ভালো ট্রেডার হওয়া যাবে না তাই ফরেক্স সংক্রান্ত সবকিছু ভালভাবে শিখে তারপর রিয়েল মার্কেটে প্লে করা উচিত ।
-
সব সম্য সিগ্নালের উপর নির্ভর করা উচিত নয়।মার্কেট আগে ভাল করে এনালাইসিস করে জানতে হবে মার্কেটের অবস্থা সম্পর্কে।তারপর সিগ্নালের সাথে মিলাতে হবে যে কোন দিকে ট্রেড করতে হবে।মাঝ মাঝে সিগনাল ভুল পথে চালানা করে।তা মার্কেট নিয়ে গবেষণা করা উচিত।
-
ট্রেড করার জন্য অনেক উপায় আছে,কারো কাছে এটা ভাল আবার কারো কাছে অন্য আরেকটা ভাল।তবে আমি মনে করি আপনি যদি লন্ডন এবং নিউইয়র্ক সেশনে ট্রেড করেন,তাহলে কম সময়ে ভাল রেসাল্ট পাবেন।তবে যখনি ট্রেড করেননা কেন,মার্কেটের ট্রেন্ডের সাথে ট্রেড করবেন,এতে লাভ করার সম্ভাবনা বেড়ে যায়।
-
ফরেক্স মার্কেটে ট্রেডিং করতেফ গিয়ে দেখা যায় যে অনেক সিগনাল বিক্রি করে যা দিয়ে ট্রেডিং করলে প্রফিট হবে কম লস হবার সম্ভাবনা অনেক কম তাই আমি মনেকরি ফরেক্স মার্কেটে অন্যের দেওয়া সিগনাল না নিয়ে যদি ভাল হয় নিজের এনালাইসিস করে ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে পারলে অনেক ভাল হয়।
-
আমি মনে করি একজন দক্ষ ট্রেডার হতে হলে আমাদের নিজেদের মার্কেট এ্যনালাইসিস করা দরকার । তবে প্রাথমিকভাবে আমরা দক্ষ ট্রেডারের সাহায্য নিতে পারি জাতে ভুল হলে সংশোধন করা জাই। অন্য কারো সিগন্যাল দেখে শিক্ষা নেওয়া যায় ।
-
জারা ফরেক্স মার্কেট এ কজ করে তারা বেশির ভাগ মানুষ মনে করে অল্প সমএ বেশি লাভ করব তাই খুব তাড়া তাড়ি রিএল ট্রেড শুরু করে দেই। আর খুব তাড়া তাড়ি তারা একাউন্ড হারিএ ফেলে। তখন এরা ঝরে পরে।
-
কারো সিগন্যাল দেখে ফরেক্স মার্কেটে ট্রেড না করা ভালো কারণ এতে নিজের কোন অভিজ্ঞতা থাকে না এবং এতে অনেক সময় লসের সম্ভাবনা থাকে আর সিগন্যাল দেখে ট্রেড করা ভালো যদি আপনি এটা ভালো করে এনালাইসিস করতে পারেন তবে সিগন্যাল এর উপর নির্ভরশীল হলে খুব সমস্যা এতে ফল ভালো হয় না
-
আসলে ফরেক্স সিগনাল দেখে ট্রেডিং করা নির্ভর করে ট্রেডারের নিজের উপর। আমার মতে একজন দক্ষ ট্রেডার হতে হলে আমাদের নিজেদের মার্কেট এ্যনালাইসিস করা উচিত। তবে প্রাথমিকভাবে আমরা দক্ষ ট্রেডারের সাহায্য নিতে পারি যা আমাদের পরবর্তী ট্রেডিংয়ের সহায়ক হতে পারে।
-
আমি কারো সিগন্যাল দেখে ট্র্রেড করি না বরং মার্কেট এ্যানালাইসিস করে তারপর ট্রেড করার চেষ্টা করি । যে ট্রেডার যত বেশী মার্কেট এ্যানালাইসিস করবে সে তত বেশী লাভবান হতে পারবে । অতএব আমরা সব সময় ফরেক্স মার্কেটে সিগন্যাল অনুশীলন করার চেষ্টা করব তাহলেই আমরা সফলকাম হতে পারব । আর আপনারাও এই ব্যবসা করার জন্য ফরেক্স সিগন্যাল ব্যবহার করার চেষ্টা করেন ।
-
না আমি কারো সিগন্যাল দেখি না বা কারো কথার উপর নির্ভর করে ট্রেড করি না। আমি আমার নিজের মত করে এ্র্যানালাইসিস করে তারপরে ট্রেড করি। ট্রেডে লস হলে তা নিয়ে এ্যানালাইসিস করি। কি কারনে আমার লস হল। তা খুজে বের করার চেস্টা করি এবং তা সংশোধনের জন্য কাজ করি প্রতি মুহুর্তে। যাহাতে একই ভুল বার বার না হয়।
-
আমি ফরেক্স মার্কেটে কারো সিগনাল দেখে বা রোবট বা ইন্ডিকেটর কোন কিছুই ফলো করি না।আমি সব সময় মার্কেট এনালাইসিস করে ট্রেড করার চেষ্টা করি।আমি ফরেক্স মার্কেটে নতুন তাই সব সময় ডেমো একাউন্টে প্রাকটিস করি।
-
আমি একাধির বার লস করেছি তার পর ও কখনো অন্যের সিগন্যাল ফলো করা হয নি । আমি শিখতে শিখতে একদিন সফল হবো্ এই আশায় । অন্যের ট্রেডিং সিস্টেম ফলো করে সফল হওয়া যাবে আমার মনে হয না । নিজেকে অভিঞ্জ করেতে হবে আর অন্যেকে ফলো করে প্রথম দিকে ট্রেড করতে পারবেন সারা জীবন নয় ।
-
ফরেক্স এ যারা সিগ্ন্যল কিনে ট্রেড করেন তারা ফরেক্স করা আর না করা সমান কথা। যারা সিগ্ন্যল ফলো করে ট্রেড করেন তারা জীবনেও ট্রেডার হতে পারবেন না। কারন আপনি অন্ধভাবে সেটি ফলো করছেন। আপনি যদি সিগ্নায়ল এনালাইসিস ফলো করেন তাহলে সেটা ভাল হয়।
-
আমি কারো সিগ্নাল দেখে ট্রেড করি না এবং সমর্থন করি না। ট্রেডার রা যদি অন্যের সিগ্নালের উপর নির্ভরশীল হয়ে পড়ে তাহলে ট্রেডার কোনো দিনই নিজেকে স্বাবলম্বি করে গড়তে পারবে না এবং ট্রেড এ সফল হতে পারবে না। সগ্নাল মেনে ট্রেড করলে পরনির্ভরশিল থাকতে হয় আবার ভুল সিগ্নালের কারনে একাউন্ট লস হয়ে জিরো ও হয়ে যেতে পারে।
-
নিজস্ব ট্রেডিং সিস্টেমের মাধ্যমে যে আস্থা স্থাপন হয় তা অন্য কোন সিস্টেমের মধ্য হয় না । আপনি যে নিজস্ব ফরেক্স জ্ঞান কৈশল ব্যবহার করে ট্রেড নিবেন তা হয়ত অন্যজনের সিগন্যালে নাও পেতে পারেন । তাই অন্য জনের সিগন্যলকে অনুসরণ না করে অাপনি চাইলে তাদের সিগন্যালগুলোকে আপনার নিজস্ব ট্রেডিং বিশ্লেষণেরে সাথে মিলিয়ে দেখতে পারেন । ধৈর্য্য ধরে নিজের ট্রেডিং সিস্টেমে আস্থা রাখাই হলো বুদ্ধিমত্তার পরিচয় ।
-
আমার মনে হয় অন্যের সিগনাল দেখে ট্রেড করা উচিত না। তবে প্রথম অবস্থায় দক্ষ এক জনের সাহায্য নেওয়া যায়। আর নিজের দখ্খতা বাড়ানোর চেষ্টা করতে হবে। এর জন্য বেশি,বেশি এনালাইসিস.করতে হবে। ধৈর্য্য ধারণ করতে হবে এবং আত্মবিশ্বাসি হতে হবে।
-
আপনি সিগন্যাল দেখে কী করেন সেটা তো আর আমার জানি না । আপনি কী কারো সিগন্যাল দেখে সাথে সাথেেএন্টি করেন সেটা ও আমার জানি না । তবে আমি মনে করি আপনি যদি কারো সিগন্যাল ফলো করেন তাহলে আপনার উচিত আপনি যা জানেন তার সাথে সিগ্ন্যাল মেলে কী না যদি আপনার সাথে মিলে যায় তাকহলে আপনে এন্টি নিতে পারেন । অন্যথায় না নেওয়াই ভাল ।
-
আমার মনে হয় একজন দক্ষ ট্রেডার হতে হলে আমাদের নিজেদের মার্কেট এ্যনালাইসিস করা দরকার । তবে প্রাথমিকভাবে আমরা দক্ষ ট্রেডারের সাহায্য নিতে পারি জাতে ভুল হলে সংশোধন করা জাই। অন্য কারর সিগন্যাল দেখে শিক্ষা নেওয়া যাই । করা যায় না ।
-
আমি কারর সিগনাল দেখে ট্রেড করিনা কারন অন্য জন এর সিগনাল দেখে ট্রেড করলে আমার আনাল্যসিস করে ট্রেড করতে ভাল লাগে না তাই আমি নিজে ফরেক্স মার্কেট এ ট্রেড করার চেচটা করি আপনি নিজে ট্রেড করেলে আপনি অনেক কিছু ফরেক্স মার্কেট থেকে শিখতে পারবেন তাই আপনার উচিত হবে নিজে নিজে ট্রেড করা আর যদি নিজে ট্রেড করতে না পারেন তা হলে আপনি ভাল সিগনাল দেখে টেড করতে পারেন
-
আমি করো সিগনাল দেখি না। কারন 7 বছরের মধ্যে রোবট থেকে শুরু করে যতো ভাল ভাল ট্রেডার আছে তাদের সিগনাল দেখে লসই হয়েছে তাই নিয়ত করেছি আর নয় এবার নিজেই চেষ্ঠা করব। আপনারও আমার মতো করে নিজেকে সাজিয়ে নিন। মনে রাখা ভাল যে, ফরেক্স মার্কেট থেকে অনেক ট্রেডার আছে প্রচুর টাকা আয় করছে কিন্তু সত্যটা আপনাকে কখনো শেয়ার করবে না।
-
ফরেক্স মার্কেটে সিগন্যাল দেখে ট্রেড করা মানে নিজের বুদ্ধিকে বিক্রি করে দেয়া। আর সিগন্যাল দেখে ট্রেড করলে আপনি সতভাগ লসের সম্মুখিন হতে পারেন। তাই সিগন্যাল বা বিভিন্নও ইনডিকেটর ব্যবহার না করে আপনি নিজে নিজে এনালাইসিস করে মার্কেট এ ট্রেড দেন আপনি অবশ্যই লাভবান হবেন। এতে কোন সন্দেহ নাই।