-
যে যে কথাই ব্লুক না কেন আমি মনে করি ফরেক্স মার্কেটে একজন ফরেক্স ট্রেডার ফরেক্স ট্রেড করে একটি লক্ষে সেটি হল ফরেক্স ট্রেড করে অনেক টাকা পয়সা কামানোর উদ্দেশে।আর যদি কেউ এর বাইরে কোন কথা বমে তবে আমি মনে করি সেটা হবে মিথ্য কথা। আমি এই উদ্ধেশ্যই ফরেক্স ট্রেড করি।
-
ফরেক্স ট্রেডিং করার লক্ষ্য হল নিজেকে একজন প্রতিষ্টিত ট্রেডার বানানো ও এখান থেকে পর্যাপ্ত পরিমাণে লাভ করা । আর এখান থেকে লাভ করা তথা ইনকাম করার জন্যই ট্রেডাররা এসে থাকে । তাই আমাদেরক এ বিষয়ে অনেক বেশি পরিমাণে সচেতন থাকতে হবে যে আমরা যেন নিজেদের লক্ষ্য পুরণের জন্যেই কাজ করি । এতে করে অামরাই লাভবান হব ।
-
ফরেক্স ট্রেডিং করার মুল লক্ষ হল আপনার জ্ঞনের পরিসীমা বৃদ্ধি করা । কারন আপনি যত ট্রেডিং করবেন তত অাপনার দক্ষতা বাড়বে এবং ট্রেডিং সম্নধে জ্ঞান অর্জন করবেন । তাতে আপনি একজন ভাল ট্রেডার হতে পারবেন এবং আপনি অাপনার উপার্জনের একটি লক্ষে পৈছাতে পারবেন।
-
ফরেক্স মার্কেটে আমি ট্রেডিং করে যাচ্ছি কারন ফরেক্স মার্কেটে ট্রেডিং করে যাতে ভাল ফরেক্স ট্রেডার হতে পারি এর জন্য ফরেক্স মার্কেটে ট্রেডিং করে যাচ্ছি।যদি ফরেক্স মার্কেটে ট্রেডিং করে টিকে থাকতে পারি তাহলে ফরেক্স মার্কেটে ট্রেডিং করে আমরা অনেক অর্থ উপার্জন করতে পারি, তাই আমাদের ভাল করে ফরেক্স করতে হবে।
-
ফরেক্স ট্রেডিং এর লক্ষ্য হওয়া উচিৎ ফরেক্স ট্রেডিং শিখে ভাল ট্রেডার হওয়া ।প্রতিটি ট্রেডারের উচিৎ প্রথমে শেখার প্রতি গুরুত্ব দিয়ে ট্রেড করা এবং শিক্ষা অর্জনের মাধ্যেমে দক্ষ হয়ে উঠা । কেননা দক্ষ হলে মার্কেট এনালাইসিস করা শিখে যায় এবং মানি ম্যনেজমেন্ট করতে পারে । ভাল ট্রেডারই পারে ট্রেড করে লাভ করতে বা আয় করতে ।
-
আমি ফরেক্সে নতুন আমি বর্তমানে ডেমোতে ট্রেড অনুশীলন করছি। আমি ট্রেড শিখে যখন রিয়েল ট্রেড ে জাব তখন আমার মাসিক টার্গেট থাকবে ১০০ ডলার আয় করা এবং বাসসরিক আয়ের টার্গেট থাকবে ১০০০০ ডলার। আমি জানি আয় টার্গেট পুরন করতে আমাকে অনেক কষ্ট করতে হবে। আমি ফরেক্স থেকে টাকা আয় করতে যে কোন কষ্ট হাসি মুখে মেনে নিতে রাজি আছি। সবাই আমার জন্য দোয়া করবেন।
-
পূর্বের মাসের তুলনায় বর্তমান মাসে ঠিক কতটা ভাল করতে পারছি সেটাই নির্ধারণ করা হল আমার মাসিক টার্গেট । আর আমি মনে করি যে ফরেক্স মার্কেটে ট্রেড করে লাভবান হতে হলে আমাদেরকে অনেক বেশি পরিমাণে নিজেকে প্রস্তুত করতে হবে এই মার্কেটের জন্য । যত বেশি নিজেকে প্রস্তত করা যাবে তত বেশি পরিমাণে এগিয়ে যাওয়া যাবে । আর ফরেক্স থেকে লাভবান হতে হলে সুনিদ্দিষ্ট লক্ষ্য ঠিক করা উচিত ।
-
আমি নিজে স্বাভলম্বি হতে চাই এবং আমি চাই ঘরে বসেই আয় করতে আর সেই লক্ষকে বাস্তবায়নের জন্যই আমি ফরেক্সে ট্রেড করতে এসেছি আমি জানি যে আমি এক সাথে এখান থেকে কোটিপ্রতি হতে পারব না তবে আমি নিশ্চিই যে একান থেকে আমি অল্প অল্প করে সামনের দিকে এগ্রিয়ে যাওয়ার অনুপ্রেরনা নিশ্চিই পাব।
-
আমার প্রথম লক্ষ্য হল আমি প্রতি মাসে 250 ডলার করে আয় করব এই ফোরামে পোষ্ট করে। দুইমাসে 500 ডলার তার পর সেই ডলার দিয়ে ইনষ্টাফরেক্সে ট্রেড শুরু করব। রিয়েল ট্রেড করার জন্য এর চেয়ে ভাল আর কোন ব্রোকার নাই।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার একটা লক্ষ স্হির করতে হবে তাহলে আপনি ফরেক্স থেকে সফলতা পাবেন। ফরেক্স মার্কেটে সফলতা পেতে হলে অনেক পরিশ্রম করতে হবে যেমন ডেমো প্রেকটিস করতে হবে, মানি মেনেজমেন মানা জানতে হবে।
-
ফরেক্সে আমার লক্ষ দীর্ঘদিন টিকে থাকা। তাহলে লাভ আসবেই।
-
ফরেক্স এ ট্রেডিং করার লক্ষ্য অনেক রয়েছে। লক্ষ্য নির্ধারণ করে তার পথে এগিয়ে যাওয়াই হল একটা ভালো গুণ। একজন ফরেক্স ট্রেডারের জন্য দিনে 20 পিপস লক্ষ্য নির্ধারণ করা উচিত। এতে লসের ভয় কম থাকে । নতুন ফরেক্স ট্রেডার হিসেবে ১২০ডলার উপার্জনের লক্ষ পর্যাপ্ত হতে পারে।
-
ট্রেড করার আগে আমাদের একটা লক্ষ্য থাকবে। আমরা কত লাভ বা লোকসান হলে ট্রেডটি ক্লোজ করে দিব। কারন লক্ষ্য ব্যতীত কোন কাযে সফল হওয়া সম্ভব না। সব সময় একটা টার্গেত ণীয়ে কায কোড়টে হবে। আমী মাসে কত হলে আমার পর্যাপ্ত লাভ হবে।
-
ফরেক্স হল একটি শেয়ার ব্যবসা আর ব্যবসা করতে হলে সর্বপ্রথম তাকে তার লক্ষ স্থির করতে হয় , মানুষের প্রতিটি কাজ একটি সুনিদিৃষ্ঠ লক্ষ রেখে শুরু করতে হয় তাই ফরেক্স র্মাকেটিং করতে হলে অাপনাকে একটি সুনিদিৃষ্ঠ লক্ষ স্থির করে ফরেক্স র্মাকেটিং শুরু করতে হবে লক্ষ পূরনের জন্য একটি নিদৃিষ্ঠ সময় বেধে দিতে হবে তা হলে আপনি আপনার লক্ষে পৈছাতে পারবেন ।
-
একজন ফরেক্স ট্রেডার এর দিনে ২০-২৫ পিপস লক্ষ্য নির্ধারণ করা উচিত। এতে ঝুকিঁ অনেক কম থাকে। আমার মতে প্রতি মাসে একজন নতুন ফরেক্স ট্রেডার হিসেবে ১০০-১৫০ ডলার উপার্জনের লক্ষ পর্যাপ্ত হতে পারে। বেশি লোভ করা ভাল নয়।
-
ফরেক্স ট্রেডিং করে আয়ের ব্যবস্থা করা যায়। অর্থাৎ, ফরেক্স ট্রেডিং-এর মাধ্যমে আপনি নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারবেন। আপনি চাইলে ফরেক্সে উপর ভালভাবে দক্ষতা অর্জনে করে ফরেক্স ট্রেডিংকে পেশা হিসেবে নিতে পারেন। নিজের এবং সামাজিক উন্নয়নের মাধ্যমে উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হবে। আশা করি প্রত্যেক ট্রেডারই নিজেকে ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারেন। আমাদের লক্ষ্য হচ্ছে ফরেক্স ট্রেডিং-এর মাধ্যমে নিজের ও দেশের উন্নতি সাধন করা।
-
লক্ষ ছাড়া আসলে কোনো কিছু সঠিক ভাবে করা যায় না।যে কোন কাজ করার আগে আপনাকে লক্ষ স্থির করে নিতে হয় লক্ষ না থাকলে অন্ধকারে পথ চলার মতো কারণ যদি আপনার লক্ষ না থেকে যে আপনি কোন দিকে যাবেন সেক্ষেত্রে আপনি অন্ধের মত যেদিক খুশি সে দিকেই যাবেন যার কোনো ঠিকানা নাই।তাই সবার আগে যে কাজি করুন না কেনো আগে লক্ষ স্থির করে নিবেন সেটা যদি ফরেক্স ও হয়
-
ফরেক্স ট্রেডিং করার অনেকগুলো লক্ষ্য রয়েছে । অামরা বেশী করে দক্ষতা অর্জন করার চেষ্টা করব । অনেকের মত অামারও লক্ষ্য রয়েছে । অামি অবশ্যই এই ব্যবসা দিয়ে সফলতা অর্জন করতে পারব । অামরা অবশ্যই ফরেক্স মার্কেটে এ্যানালাইসিস করে তারপর কাজ করব তাহলেই অামরা লাভবান হতে পারব ।
-
আমার লক্ষ্য হলো মাসে যেন কমপক্ষে 5% প্রফিটে থাকতে পারি৷আমার কাছে এটাই বিশাল প্রফিট মনে হয়৷আর বৎসরে যেন 50% প্রফিট হয়৷আসলে আমি ব্যাক্তিগত ট্রেড করি খুবই কম৷প্রতি মাসে মাত্র ২ টা কি ৩ টা ট্রেড করি মার্কেটের পরিস্হিতি বুঝে৷মাঝে মাঝে এনালাইসিস ভুল হলে তখন লস খাই৷তাই প্রফিট কম হলেও অনেক খুশি থাকি৷আসলে এই মার্কেটে নিয়মিত এক ডলার করে হলেও যদি প্রফিটে থাকা যায় তাহলেই বিশাল সাকসেস !!!
-
আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করি কারন আমি ফরেক্স মার্কেট এ ভাল করে শিখতে চাই আর আমি ফরেক্স মার্কেট থেকে অনেক ডলার ইনকাম করতে চাই প্রতিমাস এ যেমন ৫০০০ থেকে ১০০০০ ডলার, আমি এই টার্গেট করে ফরেক্স মার্কেট এ ট্রেড করছি আপনি আপনার টার্গেট করে ফরেক্স মার্কেট এ ট্রেড করুন দেখবেন আপনি ফরেক্স মার্কেট এ অনেক ভাল করছেন দিন দিন লাভ ও হবে আগের চেয়ে বেশি
-
যা কোণ কাজ কাজ করার ক্ষেত্রে যদি কোন লক্ষ্য না থাকে তাহলে আমরা আমাদের টার্গেট পূরন করতে পারব না। আমার ফরেক্স ট্রেড করে মাসে ১৫০-২০০ ডলার আয় করতে পারলেই আমি খুশি। কিন্তু এর জন্য আমাকে অব্যশই পরিশ্রম করতে হবে।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে আপনাকে একতা টার্গেট নিয়ে ট্রেড করতে হবে। টার্গেট না থাকলে কোন কাজে সফলতা পাওয়া সম্ভব না। আপনাকে সফল হতে হলে কাজে টার্গেট নিয়ে নামা উচিত। আমি এখন প্রতি মাসে ১০০০ টার্গেট এর আশা রাখি।
-
আসলে আমার মূল লক্ষ হল ভালভাবে ট্রেড করে ভাল ইনকাম করা । আর সেজন্য নিজের পদ্ধতিকে কিভাবে আরও ভালভাবে ফরেক্সে প্রয়োগ করা যায় সেই লক্ষে কাজ করা । কারন আমার ফরেক্সে কাজ করার উদ্দেশ্য বা লক্ষ হচ্ছে ভবিষতে যেন আমি একজন উন্নত ও ভাল মানের প্রফেশনাল ট্রেডার হতে পারি । কারন এখানে যথেষ্ট সম্ভাবনা রয়েছে সেই জায়গায় যাওয়ার জন্য । সুতরাং লক্ষ হল সফলতা অর্জন করা ।
-
যে কোন কাজ করার পুর্বে তার একটা লক্ষ থাকে ফরেক্স মার্কেটে আসার আগে আমি আমার লক্ষ স্হীর করেছি যে ফরেক্স কে আমার পেশা হিসাবে নিব। তাই সেই লক্ষে কাজ করে যাচ্ছি আমার টার্গেট প্রতিমাসে একশ ডলার আয় করা।
-
আমার ফরেক্স ট্রেডিংয়ের মূল লক্ষ হল এই প্লাটফর্মে সফলতার সাথে টিকে থাকা আর সেই লক্ষে আমি ফরেক্সে ট্রেড করি সকল প্রকার ট্রেডিং কেৌশল যথাযথো ভাবে অনুসরন করে। আমি এই বছর ফরেক্স ট্রেডিংয়ে সে পরিমান প্রফিটের লক্ষ মাত্র ঠিক করেছিলাম তা আমি এই বছর অর্জন করতে পারিনি তবে একেবারে ব্যার্থও হইনি।
-
আমি ফরেক্স ট্রেডিং মার্কেট এ কাজ করত্রছে তার একটায় কারন আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়।আর তার জন্য আমি কঠোর পরিশ্রম করে যাবো।আমার টার্গেট এখন ২০২১ সাল এ প্রতি মাস এ ২-৩০০ ডলার আয় করবো।আর আমি জানি আমি পারবো সেক আন্তবিশ্বস আমার আছে।আর তার জন্য আমকে অনেক কষ্ট করতে হবে।ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিস করতে হবে।আমি আমার লক্ষ্যে পৌছাতে পারবো।
-
প্রিয় ফরেক্স বিশ্বজুড়ে বিশ্বব্যাপী ব্যবসা এবং উচ্চ মানের রেটিং ব্যবসা। এই জাতীয় ব্যবসা করে এমন ব্যক্তিদের জন্য মিলিয়ন, সুতরাং আপনি যদি মনে করেন যে এটির নকল আপনি ভুয়া তবে এটি জাল নয়, প্রিয় বাণিজ্য হ'ল আসল ব্যবসা এবং বিশ্বব্যাপী ব্যবসা। যদি আপনি লোকসান অনুসারে আপনার মন স্থির করেন তবে আমরা জানি যে ফরেক্স ঝুঁকিপূর্ণ ব্যবসা এবং আপনি যদি এটি সত্য না থেকে লোকসানের ঝুঁকির কারণে এটি নকল জিজ্ঞাসা করেন তবে সমস্ত ধরণের ব্যবসায়ের ঝুঁকি সর্বদা বিভিন্ন আকৃতি এবং বিভিন্ন ধরণের জড়িত থাকে, বিশ্বের কোনও ব্যবসা নেই business ঝুঁকিমুক্ত. সুতরাং ঝুঁকি সর্বদা সব ধরণের ব্যবসায়ের সাথে জড়িত তবে ফরেক্সে এর সামান্য সামান্য বৃদ্ধি জ্ঞানের উপর নির্ভর করে। তবে এটি জাল নয়। ধন্যবাদ
-
ফরেক্স সম্পর্কে যতকিছু জানা দরকার সেগুলো জানার চেষ্টা করছি। ডেমোতে ও ট্রেড করে যাচ্ছি এখনও। কারন শেখার জন্য ডেমোর বিকল্প নাই। তাই রিয়েল এর পাশাপাশি ডেমোতে কাজ করাও জরুরী। আসলে ফরেক্স এমন একটা জ্ঞান সাগর যেখানে শেখার কোন শেষ নাই। যতই শিখছি ততই শেখার বিষয় আরও সামনে আসছে এবং আগ্রহও বৃদ্ধি পাচ্ছে।
-
ফরেক্স ট্রেডিং করার উদ্দেশ্য হলো ফরেক্স মার্কেট থেকে ভালো প্রফিট অর্জন করা । কিন্তু তার জন্য আমাদের প্রয়োজন অনেক দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করা । এই ফরেক্স মার্কেট থেকে একজন সফল ট্রেডারের মাধ্যমে মাসে ভালো একটা প্রফিট আশা করা যায় । তাই তার জন্য আমাদের নিজেকে খুবই ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা সম্পন্ন করে তুলতে হবে ।
-
ফরেক্স সম্পর্কে যতকিছু জানা দরকার সেগুলো জানার চেষ্টা করছি। ডেমোতে ও ট্রেড করে যাচ্ছি এখনও। কারন শেখার জন্য ডেমোর বিকল্প নাই। তাই রিয়েল এর পাশাপাশি ডেমোতে কাজ করাও জরুরী। আসলে ফরেক্স এমন একটা জ্ঞান সাগর যেখানে শেখার কোন শেষ নাই। যতই শিখছি ততই শেখার বিষয় আরও সামনে আসছে। শিক্ষার কোন বিকল্প নেই ফরেক্স মার্কেটে।
-
যে কোন কাজের একটা নির্দিষ্ট লক্ষ্য রাখতে হবে। কারন লক্ষ্য ছাড়া মার্কেট থেকে কিছু করা সম্ভব না। আর লক্ষ্য না নিয়ে ট্রেড করলে গেইন করা যাবে না। একটা দিক বিবেচনা করে আমাদের ট্রেড করতে হবে। অধিক ট্রেড করে শুধু প্রফিট করা যাবে না। আর অধিক ট্রেড করলে গড়ে লস হয়ে পারে।
-
আমরা সকলেই ক্ষতি এড়াতে সক্ষম হব না, সুতরাং আশ্চর্যের বিষয় যে আমরা যদি এর থেকে ভয় পাই তবে যে জিনিসটি আমরা করতে পারি তা হ'ল আমাদের ক্ষতির অনুপাতটি হ্রাস করা। একটি ডেমো অ্যাকাউন্ট দিয়ে অনুশীলন চালিয়ে যান, এবং ডেমো অ্যাকাউন্টে বারবার আপনার অ্যাকাউন্টটি ধ্বংস করার আগে এবং এর কারণ খুঁজে বের করার আগে কোনও আসল অ্যাকাউন্টের সাথে বাণিজ্য শুরু করবেন না। এইভাবে আপনি সমস্ত অবস্থাতে প্রস্তুত থাকবেন এবং এটিকে এড়াতে পারবেন / সবচেয়ে কম ঝুঁকি নিয়ে বেরিয়ে আসতে পারেন।
-
একজন ফরেক্স ট্রেডারের জন্য দিনে 20 পিপস লক্ষ্য নির্ধারণ করা উচিত। এতে লসের ভয় কম থাকে । নতুন ফরেক্স ট্রেডার হিসেবে ১২০ডলার উপার্জনের লক্ষ পর্যাপ্ত হতে পারে।আসলে ফরেক্স এমন একটা জ্ঞান সাগর যেখানে শেখার কোন শেষ নাই। জতই শিখেছি ততই শেখার বিষয় আরও সামনে আসছে। তাই ফরেক্স শেখার কোন বিকল্প নাই।
-
ফরেক্সে সবাইকেই একটা লক্ষ্য নিয়ে এগোতে হবে। শুরুতে যদি সবাই লক্ষ্য ঠিক করে নেয় তাহলে লক্ষ্যে পৌছানোর জন্য একটা তাগাদা থাকবে, নিজের ট্রেডিং টাও শৃঙ্খলাবদ্ধ হবে। ফরেক্সে টার্গেট দৈনিক, সাপ্তাহিক, মাসিক, বাৎসরিক এই সকল ধরনের হয়। একের পর এক টার্গেট ফিল আপ করে এগিয়ে যেতে হয়। লক্ষ্য পূরন হলেই একজন সফল।
-
নতুন ফরেক্স ট্রেডার হিসাবে আসলে ১২০ ডলার আমিও মনে করি ঠিক আছে। তাছাড়া লক্ষ্য একটা থাকতেই হবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। যদিও আমরা একটা নির্ধারিত লিমিট দিয়ে দিব অর্থাৎ স্টপ লস আর টেক প্রফিট যেন দেওয়া থাকে। কারন ট্রেড কখন কোনদিকে দিকে টার্ন নেয় বলাটা দুষ্কর হয়ে যায় অনেক সময় ।
-
আগর ফর্মটির জন্য আমার নিজের ফর্মটিতে এমন একটি অ্যাপ্লিকেশন তৈরি করা দরকার যা আপনার কাছে সহজেই অ্যাক্সেসযোগ্য এবং আপনার অ্যাপ্লিকেশনটিকে আরও সহজ করতে আপনি ক্যারেন ব্যবহার করতে সক্ষম হবেন এবং আপনি একটি নতুন একটি তৈরি করতে সক্ষম হবেন। আমার কাছে, আপনি একটি আঁচি তিজড়া পেতে চান এবং আপনার তাকি আপনার ব্রণ মার্নের সাথে চার্জ হবে এবং আপনারও আচ্ছা থাকবে।
-
লক্ষ্য নির্ধারণ করে তার পথে এগিয়ে যাওয়াই হল একজন সফল মানুষের অন্যতম প্র্রধান গুণ । যে কোন কাজে একটা লক্ষ্য নির্ধারণ করতে পারলে সে ক্ষেত্রে লাক্ষ্য অর্জন অনেক বেশি দ্রুত হয় এবং সে কাজে সফল হওয়া যায় । ফরেক্সে আমার একটা বাৎসরিক লক্ষ্য আছে এবং তা হল আমি বৎসর শেষে নিজেকে একজন সফল ট্রেডার হিসেবে দেখতে চাই । এছাড়াও আমার মাসিক এবং সপ্তাহিক কিছু লক্ষ্য আছে যা আামাকে আমার নিদ্দিষ্ট গন্তব্য পৌঁছাতে সাহায্য করবে ইনশাআল্লাহ ।
-
ফরেক্স ট্রেডিং এর লক্ষ্য হওয়া উচিৎ ফরেক্স ট্রেডিং শিখে ভাল ট্রেডার হওয়া ।প্রতিটি ট্রেডারের উচিৎ প্রথমে শেখার প্রতি গুরুত্ব দিয়ে ট্রেড করা এবং শিক্ষা অর্জনের মাধ্যেমে দক্ষ হয়ে উঠা । কেননা দক্ষ হলে মার্কেট এনালাইসিস করা শিখে যায় এবং মানি ম্যনেজমেন্ট করতে পারে । ভাল ট্রেডারই পারে ট্রেড করে লাভ করতে বা আয় করতে ।
-
বর্তমানে আমি একজন নতুন এবং অনভিজ্ঞ ফরেক্স ট্রেডার।ফরেক্স বিষয়ে অনেক কিছুই জানতে বাকি আছে আমার।এজন্য আমার লক্ষ্য হচ্ছে এই বছরে ভালোভাবে ফরেক্স সমগ্র বিষয়ে শিক্ষালাভ করেকরে ভালোভাবে ফরেক্স শিখা।কারন অনেক অভিজ্ঞ ট্রেডারই বলেছে আগে ভালোভাবে শিখে তারপর বুঝেশুনে ট্রেডিং করা ভালো।এজন্য বর্তমান বছরে আমার লক্ষ্যটা ভালোভাবে ফরেক্স শিখা।
-
ফরেক্স সম্পর্কে যতকিছু জানা দরকার সেগুলো জানার চেষ্টা করছি। ডেমোতে ও ট্রেড করে যাচ্ছি এখনও। কারন শেখার জন্য দেমর বিকল্প নাই। তাই রিয়েল এর পাশাপাশি ডেমোতে কাজ করাও জরুরী। আসলে ফরেক্স এমন একটা জ্ঞান সাগর যেখানে শেখার কোন শেষ নাই। জতই শিখেছি ততই শেখার বিষয় আরও সামনে আসছে।