একটা ট্রেড ব্যার্থ হওয়ার পর সাধারনত ট্রেড টা কেনো আমার বিপরীতে গেল তা নিয়ে এনালাইসিস করি । আর সমাধান বের করি চেষ্টা করি। এবং যে পেয়ার এ লস হল সে পেয়ার এর নতুন কোন আপডেট তথ্য আছে কিনা জানার চেষ্টআ করি।
Printable View
একটা ট্রেড ব্যার্থ হওয়ার পর সাধারনত ট্রেড টা কেনো আমার বিপরীতে গেল তা নিয়ে এনালাইসিস করি । আর সমাধান বের করি চেষ্টা করি। এবং যে পেয়ার এ লস হল সে পেয়ার এর নতুন কোন আপডেট তথ্য আছে কিনা জানার চেষ্টআ করি।
মানুষ মাত্রই ভুল করে। আর ভুল এর মাধ্যমে মানুশ কোনো কিছু শিখতে পারে। আর ফরেক্স মার্কেট একজন ট্রেডার যখন ফেল করে। পরের ট্রেড এ সে উক্ত ভুলগুলো খুজে সেই ভুলগুলো ঠিক করে নেই। যাতে পরের ট্রেড এ সেই ভুলগুলোর সম্মুখিন হতে না হই। আমি তা নিয়ে মোটে ও মোন খারাপ করি না কারন আমি একথা মনে প্রানে বিশ্বাস করি যে ব্যবসায়ে লাভ এবং লস একই সূত্রে গাথা। ট্রেড করে তাহলে দেখবে প্রতিটি ট্রেডেই আপনি সফলটা অর্জন করতে পারবেন।
ফরেক্স ট্রেড করাটা আসলে অনেক বেশি মানসিক পেইন তার চেয়ে বেশি পেইন হল মার্কেট অ্যানালাইসিস করাটা যাইহোক আমি সবাইকে উদ্দেশ্য করে বলব যে একটা ট্রেডে হতাশ হওয়ার কিছুই নেই আমাকে বারবার ঘুরে দাড়াতে হবে চেষ্টা করতো হবে বিকল্প কোন রাস্তা নেই ফরেক্স মার্কেটে মোটামুটি পরিশ্রম করে টিকে থাকতো পারেন দেখবেন অনেক সুযোগ আসবে সেই অপেক্ষায় থাকুন
আসলে কোন ট্রেডে ব্যর্থ হলে অর্থাৎ লস করলে শুরুতেই মনে একটা হতাশা কাজ করে। তারপর আমি খোজার চেষ্টা করি ভুল টা কোথায় হলো। আমার মনে হয় কোন ট্রেডে ব্যর্থ হলে প্রথমেই ভুল খুজে বের করা উচিত। তারপর সেই ভুল শোধরান উচিত বা ভুল থেকে শিক্ষা নেয়া উচিত যাতে ভবিষ্যতে লস না হয়।
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে গেলে আমাদের ট্রেডং এ লস করে, ফেলি সেই।সময় আমি।লস কেন হল তার রেকর্ড করে রাখি তার পরে ফরেক্স মার্কেট থেকে লস রিকভারি করার জন্য ফরেক্স মার্কেট এনালাইসিস করতে থাকি সুজগ সুবিধা পেলে ফরেক্স ট্রেড একটু বড় করে ট্রেড দেব।
একটা ট্রেডিং সাধারণত তখনই ব্যার্থ হয় যখন আমি নিজেকে মার্কেটের ভাষা সঠিক বুঝাতে ব্যার্থ হই তখনই । আর সবসময় মনে রাখতে হবে যে ফরেক্সে লস আসবে সাথে নিয়ে আসবে লাভও । কেননা একটা কথা আমরা জানি যে ব্যার্থতাই সাফল্যর চাবিকাঠি । আর যত ভালভাবে নিজের কাছে নিজেকে জবাবদিহিতা করতে পারবে যে কেন লস করলাম এর কারণ খুঁজে তা শংশোধন করতে পারব ।
একটি ট্রেড যদি কখনও লস করে তা হলে আমি মনে করি প্রথমে নিজের কাছে প্রশ্ন রাখা উচিত কিসের জন্য এমনটি হল তার পর তার অনুসন্ধানে নিজেস্ব চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে লসের প্রকৃত কারন উতঘাটন করা আর একবার যদি লসের কারন উতঘাটন করে তা থেকে শিক্ষা গ্রহন করে আবারও সামনের দিকে নিজেকে এগিয়ে নেওয়া যায় তা হলে ঐ একই ভূলের কারনে ভবিষ্যতে আর কখনও লসের ঝুকি থাকে না।
একটি ট্রেড এ লস হলে আমি ট্রেড নিয়ে বিচার বিশ্লেশোন করে থাকি। কেন আমার ট্রেড টী লসে গেলো। কারন আমি যদি তা না করি তাহলে কেন আমার ট্রেড লসে গেল তা আমি বুঝতে পারবো না। সে জন্য প্রত্যক ট্রেডের কারন ও লেইখে রাখি।
মানুষের জীবনে দুটি দিক আছে একটি সফলতা আরেকটি ব্যর্থতা ।একবার বিফল হব মানে এই না যে আপনি বের্থ, ফরেক্স এ আপনাকে পুন পুন চেষ্টা করে যেতে হবে, লক্ষ করলেই বুঝবেন, যারা ফরেক্স এ যারা সফল তারা আজ কতটুকু কষ্ট করে এত উপরে উঠেছে।
একটি ট্রেডে ব্যর্থ হবার পর নিজেই এর কারন বের করার চেষ্টা করি যাতে করে ভবিষ্যতে এই রকম ভুল এর পুনরাবৃত্তি না ঘটে। আর ব্যবসায় লাভ-লস থাকে তাই একে মেনে নিয়েই পরবর্তী ট্রেডকে সফল করার জন্য উদ্যোগী হই। সবার উচিত ট্রেড করে ব্যর্থ হলে মন খারারপ না করে তা থেকে উত্তোলনের উপায় বের করা। তাই সবসময় উচিত হবে মার্কেট ভালোভাবে পর্যালচনা করে ট্রেড করা।
ট্রেড করার আগে অব্যশ্যই মারকেট এ্যানালাইসেস করে নিশ্চিত হয়ে তবে ট্রেড দেয়া হয় প্রফিটের আসায় । সেখানে যদি লস হয় তখন প্রশ্ন অবশ্যই আসে কেন লস হলো । তখন আমি পুনরায় মারকেট দেখি ভুলটা কোথায় হলো ।
আমি ট্রেডে ব্যার্থ হওয়ার পর দেখি আমার কি বুল হয়েছে সেগুলো দেখি মাঝে মাঝে মনে হয় ফরেক্স থেকে নিজেকে গুটিয়ে পেলি।। আবার যখন একাউন্টে যা থাকে তা দিয়ে বড় ভলিউমে ট্রেড করি। তখন একাউন্ট জিরো করতে সময় লাগেনা।
ফরেক্স মার্কেটে কেউ লস করতে চায় না তাই লস করার পর আমাদের খুব একাটা ভাল লাগে না তাই আমি সব সময় চেস্টা করি যে বেশি বেশি ট্রেড করতে এবং লস খুব কম দেওয়ার জন্য তবে আপনি যদি বেশি অবিজ্ঞ হন তবে আপনি লস কম করবেন বলে আমি মনে করি।তাই অবিজ্ঞতা আগে।
একটি ট্রেডে ব
একটি ট্রেডে ব্যারথ হয়ার পর নিজেকে প্রশ্ন করি কেন নামার ট্রেডে লস হলো কোথায় আমার ভুল হলো । তখন আবার পুনরায় মারকেট এ্যানালাইসেস করি এবং ভুলটা খুজে ন বের করি ।
কোন ট্রেড যদি স্টপ লস হিট করে তাহলে তেমন কোন হতাশ হয় না, কারন নিজেকে মানিয়ে নিই যে লস করা ব্যবসার একটা অংশ, কিন্তু হতাশা আসে তখন যখন ভাবি, এখনো ভালো ট্রেডার হতে পারলাম না।তাই দক্ষ ট্রেডার হওইয়ার আশায় লস কেন হল তার উপযুক্ত কারন বের করার জন্য আবার এনালাইসিস শুরু করি আর কারন গুলা বের করি।। এভাবেই মূলত দক্ষ ফরেক্স ট্রেডার হওয়া যায়।।
লস ব্যাতিত কেউ ফরেক্স মার্কেটে সফলতা পায়নি । সবাই কম বেশি লস করে এবং লস করতে করতে একসময় গিয়ে ভালো ট্রেডারে পরিনিত হয় । তবে লস করলেই কেউ ভালো ট্রেডার হতে পারেনা । যে ট্রেডার তার লস হতে শিক্ষা নিতে পারে এবং কি কারণে লস হল তা বের করে বিশ্লেষণ করে সে একদিন না একদিন ভালো ট্রেডার হবেই । আমি যখন লস করি একটা ট্রেডে তখন নিজেকে প্রশ্ন করি কেন আমি লস করলাম? এবং আমার ভুলগুলো বিশ্লেষণ করে তা থেকে শিক্ষা নিতে চেষ্টা করি । প্রত্যকটা লস একেকটা শিক্ষা ।
এই ফরেক্স মার্কেটে কোন একটি ট্রেডে ব্যর্থ হোওয়া খুব সহজ বেপার। ফরেক্স মার্কেট এ ব্যর্থ হয়ে হতাশ হলে চলবে না।কারন ফরেক্স মার্কেট হচ্ছে ব্যর্থ এবং সফল হওয়ার ব্যবসা। কখন আপনি সফল হবেন আবার কখন ব্যর্থ হবেন। সুতারাং একটি ট্রেডে ব্যর্থ হলে হতাশ না হয়ে সামনে এগিয়ে যাওয়া।
আগে কোন ট্রেডে ব্যর্থ হলে আবার নতুন করে ট্রেড শুরু করতাম। কিন্তু এখন বুঝতে পারি কি ভুলই না করতাম তখন। তাই এখন আর লস হওয়ার সাথে সাথে নতুন করে ট্রেড ওপেন করি না। নতুন করে আবার মার্কেট এ্যানালাইসিস করি যে ট্রেডে লস করেছি সেই ট্রেডের ভুল গুলো খুজে বের করার চেষ্টা করি।
ফরেক্স মার্কেটে কম বেশি সকলে ট্রেডে ব্যর্থ হয়ে থাকে।একবার লস হলে প্রথমত ভাবতে হবে কেন লস হল কিন্তু হাল ছাড়লে চলবে না সেটা কিভাবে রিকভার করা যায় সেদিকে খেয়াল দিতে হবে।পরবর্তীতে জেন ওই ভুল না হই খেয়াল রাখতে হবে।
ফরেক্স এ লস করলে আমি আমার লসের কারন গুলো খুঁজি । আমি লসের কারন খুঁজে পেলে তা সুধরে নেই । ফরেক্স এ ব্যর্থ হলে আমি আবার ঘুরে দাড়াঁবার চেষ্টা করি । আমি জানি ব্যর্ধতার মাঝে সফলতা লুকিয়ে আছে । আজ পর্যন্ত যারা ফরেক্স এ সফলতার সাথে টিকে আছে তারা সবাই ব্যর্থতার মাধ্যমে সফলতা পেযেছে আমি ও তাদের একজন হতে চাই আর এর জন্যই আমি ব্যর্ত হলে হতাশ হইনা ।
একটি ট্রেডে ব্যার্থ হওয়ার পর আমি নিজেকে প্রশ্ন করি ঠিক কোন কারণে আমি লস করলাম । এবং কিছু মুহূর্ত হতাশ থাকার পরেই আমি আবারও এটা দিয়ে মনকে স্বান্তনা জানায় যে ফরেক্সে এমন অনেক ব্যাপার আছে যাতে আমাদের দক্ষতাটা পোক্ত নয় এবং একদিন যখন অনেক বেশি দক্ষ হব তখন অনেক বেশি পরিমাণে আমরা লাভবান হতে পারব এটাই হতে পারে আমাদের জন্য ।
আমি ট্রেড এ ব্যর্থ হলে এক্যা করি তা হলো আমি ট্রেড এ কেন ব্যর্থ কেন হলাম কি কারনে এটা হলো এর কারন বের করার চেষ্টা করি। আর আগামি তে যাতে এটা না হয় তাই ভাবি। ট্রেড এ ব্যর্থ হলে হতাস হলে চলবে না কেন ব্যর্থ হলাম তার কারন খুজে বের করতে হবে আর প্রে যাতে এটা না হয় সে দিকে নজর দিতে হবে।
আমি ট্রেড এ ব্যর্থ হলে এক্যা করি তা হলো আমি ট্রেড এ কেন ব্যর্থ কেন হলাম কি কারনে এটা হলো এর কারন বের করার চেষ্টা করি। আর আগামি তে যাতে এটা না হয় তাই ভাবি। ট্রেড এ ব্যর্থ হলে হতাস হলে চলবে না কেন ব্যর্থ হলাম তার কারন খুজে বের করতে হবে আর প্রে যাতে এটা না হয় সে দিকে নজর দিতে হবে।
আসলে আমি ব্যর্থ হবার পর হতাশ না হয়ে কেন ব্যর্থ হলাম তা খোঁজার চেষ্টা করি।একটি ট্রেডে ব্যর্থ হলে ভাবি আমার কোথায় ভুল আছে এবং সেটা খুঝে বের করি। তা না হলে বার বার সেই একই ভুল করতে পারি। যে ভুল্টা হয় সেটা ঠিক করার চেস্টা করি।আর আমি আমার ট্রড লস হওয়ার ভুলগুলো ব্যবহার করি এবং স্ট্রাটেজিটাকে উন্নতি করার চেষ্টায় রত থাকি।
ফরেক্সে বুঝেশুনে ট্রেড করলে ব্যার্থ হওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরেও যদি ব্যার্থ হয়ে যায় তাহলে উচিৎ হবে ধৈর্য্য সহকারে কোথায় ভুলটা হয়েছে তা বের করে পরবর্তীতে যেন এইরকমের ভুল আর না হয় সেদিকে মনযোগ দেওয়া। আর যদি সম্ভব হয় সেই ট্রেড ক্লোজ করে দেওয়া। এবং নতুন করে ট্রেড শুরু করা।
ট্রেড এ লস হলে আমি তা নিয়ে মোটে ও মোন খারাপ করি না কারন আমি একথা মনে প্রানে বিশ্বাস করি যে ব্যবসায়ে লাভ এবং লস একই সূত্রে গাথা। আমি মনে করি নিশ্চই আমার ট্রেডিং কেৌশলে কোথাও একটা ভুলেরই ফল এটি আর আমি তখন ঐ ভূলকে অনুসন্ধান করতে শুরু করি এবং ভূল থেকে শিক্ষ নিয়ে আবার নতুন করে ট্রেডে মনোনিবেস করি।
ফরেক্স এ ব্যর্থ মানে কি বোঝাতে চেয়েছেন? আমি মনেকরি না ফরেক্স এ ব্যর্থ হয়। তবে যে ট্রেড গুলো আমাদের বিপরীতে যায় তাতে এনালাইসিস ভুল ছিলো তাই মার্কেটেড় বিপরীতে গেছে। আমি মনেকরি ফরেক্স এ একটু সময় দিয়ে মার্কেট এনালাইসিস করলে ট্রেড বোঝা ও মার্কেট সেন্টিমেন্ট বোঝা অনেক টা সহজ হইয়ে যাবে। এখানে ব্যর্থ হবার কোন চান্স নেই যদি মার্কেট ঠিকমত বোঝা যায়।
ট্রেডে লস হওয়া স্বাভাবিক এবং একটি ট্রেডে লস করার পর এর লস হওয়ার কারন চিহ্নিত করাই একজন সফল ট্রেডার এর মূল লক্ষ্য। এর পর থেকে যখনই ট্রেড করবেন। তখন আর সেই ভূল হবে না।
আপনার সিগন্যাল আমি ক্রয় করব না, তবে আমি আপনার সিগন্যালটি খুজে বের করে ব্যবহার করার চেষ্টা করব। আর আমি যদি আমার পরিচিত কোন ট্রেডার পাই যিনি এই সিগন্যাল ক্রয় করতে ইচ্ছুক তবে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করব।
একজন প্রফেশনাল ট্রেডার ট্রেন্ডে ব*্যথ হলে সর্বপ্রথম লসের কারণ খুঁজে বের করে
ফরেক্স ট্রেডিং এ একটি ব্যপার সবার জন্য প্রযোজ্য সেটা হলো লস। লস সবাই করেন। কেউ কম আর কেউ বেশী। লস কে ঠেকানো পদ্ধতি কেউ বের করতে পারেন নাই, তবে লস নিয়ন্ত্রন করা যায়। যদি আপনি চান তাহলে সত্যিই লসকে নিয়ন্ত্রন করা যায় আর তার একমাত্র হাতিয়ার হলো সঠিক মানিম্যানেজমেন্ট। আমি লস করার পর আমি এনালাইসিস করি কেন লসটা হলো এবং এর কারণ হিসেবে সব সময় দেখেছি আমার নিজের ভূলের কারনে লস করি। সুতরাং আমাকে আরও বেশী সাবধানী হতে হয় যখন ট্রেড এ এন্ট্রি নেই। আমাকে আরও বেশী ক্যালকুলেশন করতে হয় প্রতিটি এন্ট্রি নেওয়ার জন্য।
আমার একটি বড় সমস্যা হল রিভেঞ্জ ট্রেড করা । নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারি না । অনেক সময় এতে ভাল সুবিধা পাই আবার অনেক সময় খুব খারাপ ফলাফল দেয় । আসলে ট্রেডে লস করলে মাথা ঠান্ডা রাখা কঠিন ।
একটি ট্রেড লস করার পর আমি দেখি আগে কোন ভুল করলাম কিনা যদি ভুল করে থাকি তা হলে দেখি আর যেন সেই ভুল আর না হয় তাই আমি দিন দিন আরও ট্রেড এ ভাল করছি আরও আমি একটা ট্রেড এ লস করলে তারপরের ট্রেড এ যদি লস করি তাহলে আমি আরও কম লট এ ট্রেড করি যাতে করে আমার লস এর পরিমান কম হয় ফরেক্স মার্কেট এ
কোনোও ট্রেডে যখন লস হয় তখন পরিষ্কার ভাবে খুজঁতে থাকি কেন লস হলো ? আমি কোথায় ভূল করেছি ও কি কি ভূল করেছি ? আমার কি করা উচিৎ ছিল ? আমি কেন এনালাইসিস ভূল করলাম ?আমার আর নতুন কি কি জানতে হবে,বুঝতে হবে ?
আমি মনে করি আপনি যদি কোন ট্রেডে লস করে থাকেন তাহলে সেটাকে আগে লসের কারণ খুজে বের করার চেষ্টা করুন। আর কোন ভুলে কারণে আপনি উক্ত ট্রেডটিতে লস করলেন এবং সেই সময় কি করার উচিত ছিল। আর যখন আপনি ট্রেডে লস হওয়ার কারণগুলি সঠিকভাবে খুজে বের করতে পারবেন তখন আপনি পরবর্তীতে সেই ভুলগুলি যেন না হয় সেই দিকে লক্ষ্য করে ট্রেড করুন তাহলেই হবে।