ফরেক্স মার্কেটে ট্রেডিং করার জন্য আমরা অনেকে মানি ম্যানেজ মেন্ট অনুসরন করতে পারিনা তাই আমাদের ফরেক্স ট্রেডিং করার জন্য একটি টার্গেট রাখতে হবে সেই টার্গেট মুতাবেক ট্রেডিং করে ট্রেড হতে বিরত থাকে,তাই আমাদের টার্গেট পরিপুর্ন হলে আর ট্রেড করা যাবেনা।
Printable View
ফরেক্স মার্কেটে ট্রেডিং করার জন্য আমরা অনেকে মানি ম্যানেজ মেন্ট অনুসরন করতে পারিনা তাই আমাদের ফরেক্স ট্রেডিং করার জন্য একটি টার্গেট রাখতে হবে সেই টার্গেট মুতাবেক ট্রেডিং করে ট্রেড হতে বিরত থাকে,তাই আমাদের টার্গেট পরিপুর্ন হলে আর ট্রেড করা যাবেনা।
ম্যানেজমেন্ট তথা ব্যবস্থাপনা এমন একটি বিষয যেটার মাধ্যমে যে কোন স্থানে সুষ্ট ও সুন্দর নিয়ম পরিচালনা করা সম্ভব । তাই আমি মনে করি যে প্রতিটা ট্রেডকেই যথার্থ ম্যানেজমেন্ট করতে না পারলে সে ট্রেড থেকে প্রত্যশিত ফলাফল নাও পাওয়া যেতে পারে । এক্ষেত্রে অবশ্যই যে বিষয়টা মাথায় রাখতে হবে তা হল মানিম্যানেজমেন্ট ও রিস্ক ম্যানেজমেন্ট এর সমন্বয় ।
ফরেক্সে ট্রেড ম্যনেজমেন্ট হল একটি ট্রেড ওপেন হতে শুরু করে ক্লোজ করা পর্যন্ত ট্রেডটি সফল করার জন্য যে সকল পদক্ষেপ গ্রহন করা হয়। অর্থাৎ ফরেক্স ব্যবসায় ট্রেডকে সঠিকভাবে পরিচালন করাই ট্রেড ম্যনেজমেন্ট। ট্রেড ম্যনেজমেন্ট এর আওতায় সকল প্রকার কাজ অন্তর্ভুক্ত যেমনঃ এনালাইসিস, মানি ম্যনেজেন্ট, ট্রেডের ধরন ইত্যাদি। একটি ট্রেড তখনই সফল হয় যখন ট্রেডটি ব্যবস্থাপনা সঠিক হয়।
এখানে ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই মানিম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে । কারণ মানি ম্যানেজমেন্ট এর মাধ্যমে আপনি আপনার ট্রেডের ঝুঁকি কমিয়ে লাভ নিশ্চিত করতে পারেন । যথার্থ মানি ম্যানেজমেন্ট এর ফলে আপনি কখনো বড় ধরনের রিস্কে যাবেন না । যার কারণে আপনি অবশ্যই ফরেক্স মার্কেটে একটা ভালো অবস্থান নিশ্চিত করতে পারবেন ।
ফরেক্স মার্কেট এর জন্য মানি ম্যানেজমেন্ট একটা গুরুত্বপূর্ণ ব্যাপার । এখানে ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই মানিম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে । কারণ মানি ম্যানেজমেন্ট এর মাধ্যমে আপনি আপনার ট্রেডের ঝুঁকি কমিয়ে লাভ নিশ্চিত করতে পারেন ।তাই ম্যানেজমেন্ট মেনে ট্রেড করাটা খুবই জরুরী ।
ফরেক্স মার্কেটে আপনি যখন কোন ট্রেড ওপেন করবেন আর আপনি যখন এটাকে এনালাইসিস করবেন তখন এটাকেই বলে ট্রেড এনালাইসিস। আপনি যদি ফরেক্স মার্কেটে ট্রেশ এনালাইসিস ছড়া ট্রেড করেন তবে আপনি ফরেএক্স মার্কেটে খুব বেশি লাভ করতে পারবেন না বলে আমি মনে করি।
আমার দৃষ্টিতে মানিম্যানেজমেন্ট হল ফরেক্স ট্রেডিংয়ের প্রান প্রান ছাড়া যেমন কোন প্রানীর জীবন কল্পনা করা যায় না ঠিক তেমনি মানিম্যানেজমেন্ট জ।হান ছাড়াও ফরেক্স ট্রেডিং থেকে ভাল ফলাফল পাওয়া সম্ভাব নয়। মানিম্যানেজমেন্ট যথাযথো ভাবে করতে পারলে লসের সম্ভাবনা অনেকাংশেই কুমে যায় পক্ষান্তরে লাভের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়।
ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে ট্রেড মানিম্যানেজমেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ন একটি বিষয়। আপনি যদি ভাল মানিম্যানেজমেন্ট করতে জানেন এবং বুঝেন তা হলে আপনি আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সের মানিম্যানেজমেন্ট করে ট্রেড করতে পারবেন ফলে বড় ধরনের লসের সম।ভাবনা অনেকাংশেই কুমে যাবে পাশাপাশি লাভের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে।
ট্রেড ম্যানেজমেন্ট হল সেই জিনিস যার দ্বারা আপনি একটা লস ট্রেড কত সময় ধরে বয়ে বেড়াবেন তা নির্ধারণ করা হয়ে থাকে। আসলে এই মার্কেট এ সাকসেস হতে হলে সব কিছুই ব্যবহার করতেই হবে এবং বেশ ভাল ভাবে ও জানতে হতে কেন কোনটা কোথায় ব্যবহার হবে। তাই যারা ট্রেড ম্যানেজমেন্ট এবং মানি ম্যানেজমেন্ট জানেন না আগে তা শিখুন। ধন্যবাদ।
আমি বলবো ট্রেড ম্যানেজমেন্ট বলতে সহজ কথায় বোঝায় আপনি আপনার প্রতিটা ট্রেড যখন ম্যানেজ করবেন সেটাকেই বোঝায়। আপনি যত লটে ট্রেড ওপেন করবেন সেটা ম্যানেজমেন্টের আওতায়। আবার স্টপ লস এবং টেক প্রফিট সেট করাও ট্রেড ম্যানেজমেন্টের আওতায়। টেক প্রফিট এমন ভাবে সেট করতে হবে যেন মার্কেট তার চেয়ে বেশি উপরে না ওঠার চান্স থাকে। স্টপ লসও কম করে সেট করতে হবে।
ব্যক্তিগতভাবে আমি বলবো ট্রেড ম্যানেজমেন্ট বলতে সহজ কথায় বোঝায় আপনি আপনার প্রতিটা ট্রেড যখন ম্যানেজ করবেন সেটাকেই বোঝায়।আবার স্টপ লস এবং টেক প্রফিট সেট করাও ট্রেড ম্যানেজমেন্টের আওতায়। টেক প্রফিট এমন ভাবে সেট করতে হবে যেন মার্কেট তার চেয়ে বেশি উপরে না ওঠার চান্স থাকে।
মানি ম্যানেজমেন্ট বলতে বোঝাই ট্রেডের লাভ লস ম্যানেজ করে চলা। আপনি এমন ভাবে ট্রেড সেট করবেন যেন সেটা নির্দিষ্ট হারে প্রফিট হয় এবং লস হলেও যেন অতিরিক্ত মাত্রায় না হয়। মানি ম্যানজমেন্ট এমন ভাবে করা উচিত যেন আপনি যতগুলে ট্রেড করবেন তার থেকে যে পরিমানে লস হবে প্রফিট যেন তার চেয়ে বেশি হয়। একজন ভাল ট্রেডারের মানি ম্যানেজন্টে এমন হয় যে তার 10 ট্রেডে যদি 5 ট্রেড লস হয় এবং 5 ট্রেড লভ হয় তার প্রফিট যেন লস এর ডবল থাকে।
মানি ম্যানেজমেন্ট আসলে কি সেটা অনেকের সঠিক জানা আছে হয়তবা। কিন্তু আমি জানি যে মানি ম্যানেজমেন্ট হচ্ছে যে আমি একটি ট্রেড এন্ট্রি দিলে সেটি কত পিপস আমার বিপক্ষে গেলে আমার ব্যলেন্স জিরো হবেনা, অথবা আমার ব্যালেন্স যা আছে টা নিয়ে কত লত এর ট্রেড দেওয়া আমার জন্য উত্তম হবে। ার সেই অনুযায়ী টেক প্রফিট ও স্টপলস সেট করা।
স্টপ লস এবং টেক প্রফিট সেট করাও ট্রেড ম্যানেজমেন্টের কাজ । ট্রেড করার সময় অবশ্যেই ট্রেড ম্যানেজমেন্ট মাথাই রাখে ট্রেড করতে হবে । নিজের পুজিঁ ঠিক রেখে ব্যবসা পরিচালনা করাই হল ট্রেড ম্যানেজমেন্টের কাজ ।
মানিম্যানেজমেন্ট বলতে যা বুঝি সেটা হলো যে পুজি আছে সেটা অনুযায়ী ট্রেডের লট এমনভাবে নিরধারন করা যাতে লস হলেও যেন ক্যাশ দ্রুত জিরোহয়ে না যায় । এতে লস রিকাভারির সুযোগ থাকে এবং মারকেটে টিকে থাকার সুযোগ থাকে ।
ফরেক্স ব্যবসার সবচেয়ে যে বিষয়টি বেশি গুরুত্বপূর্ন তা হচ্ছে ট্রেড মেনেজমেন্ট । প্রত্যেকটা ট্রেডেই আপনাকে মানি ম্যানেজমেন্ট ট্রেড মেনেজমেন্ট বুঝেই ট্রেড করতে করতে হবে । প্রত্যেকটা ট্রেড ওপেন করার আগে লাভ/লসের হিসাবটা মাথাই আগে আনতে হবে নইলে আপনি ভাল প্রফিট এবং ভাল ট্রেডার হতে পারবেন না।ট্রেড ম্যানেজমেন্ট বুঝে ট্রেড করা উচিত।
ট্রেড ম্যানেজমেন্ট হোল মার্কেটে টেক প্রফিট এবং স্টপলস সঠিক ভাবে প্রয়োগ করা। আমার জানা অনুযায়ী মার্কেটে ট্রেড ম্যানেজমেন্ট হওয়া উচিৎ ১ঃ২। অর্থাৎ যদি টেক পফিট সেট করেন ৩০০ পিপস তাহলে স্টপ লস ও সটে করতে হবে ১৫০ পিপস এ। অথবা আপনি যদি টেক প্রপিট সেট করেন ৩০০ পিপস এ তাহলে স্টপ লস ব্যবহার করতে হবে ৩০০ পিপস এ। এর বেশি হোলে হবে না।
ফরেক্স মার্কেট হল আন্তর্জাতিক অর্থনিতির বাজার । এখানে প্রতিনিয়ত বিভিন্ন দেশের টাকা লেনদেন হয়ে থাকে। এই টাকা লেনদেনের ক্ষেত্রে দেখা যায় কখনো কোন দেশের মুদ্রার মূল্যমান বেশি আবার কোন দেশের মুদ্রার মূল্যমান কম হয়ে থাকে। ফরেক্স মার্কেটের বিভিন্ন সময়ের চার্ট অনুসন্ধান করে কোন দেমের মূদ্রার মান বেশি বা কম হবে তা জানা যায়। আর সেটা জেনে ট্রেড করলেই আয় করা যায়।
প্রতিটা ট্রেড ওপেন করার আগে আপনাকে রিস্ক রিওয়ার্ড হিসাব করে ট্রেড করতে হবে ,বেশি লাভের আশায় বেশি লটে ট্রেড করা কখনই উচিত নয় । আর এমনটা করতে গেলে লাভ এর পরিবর্তে বেশিরভাগ সময় বেশি লস হয় । ফরেক্সে ঝুঁকি বা ক্ষতি এড়িয়ে নিজের পুজিঁ ঠিক রেখে সফলভাবে ব্যবসা পরিচালনা করা যাতে করে ফরেক্সে নিজের অবস্থান শক্ত করা যায় ।
ট্রেড ম্যানেজমেন্ট হলো ট্রেডের সার্বিক ব্যবস্থাপনা । ফরেক্সে আমরা যারা ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে আন্দাজে ট্রেড করে লাভ নেই । তাই আমাদেরকে ট্রেড করতে হয় অত্যন্ত সতর্কতার সহিত যাতে করে আমরা সফল ও আমাদের ট্রেডিং লাইফ সার্থক হতে পারে । ফরেক্সে তারাই বেশি সফল যারা কিনা ট্রেড ব্যবস্থপনায় দক্ষতার পরিচয় দিয়ে থাকে । এতে করে আমরাই সফল হবো যদি ট্রেড ব্যবস্থাপনা হয় কার্যকরী ।
ট্রেড ম্যানেজমেন্ট বলতে আসলে বোঝায় এমন একটা জিনিস যা খুবই গুরুত্বপুর্ন।সঠিকভাবে ট্রেড পরিচালনা করাই হলো ট্রেড ম্যানেজমেন্ট।প্রত্যেকটি ট্রেড সঠিক যায়গাতে ওপেন ও ক্লোজ,ব্যালেন্স চেকআপ, রিস্ক রেসিও ইত্যাদি করার জন্য যে ব্যাবস্থা তাই আসলে ট্রেড ম্যানেজমেন্ট।তাই আমাদের কে ট্রেড করার সময় সেই জিনিসটা মাথায় রেকে ট্রেড করতে হবে।
৯৫% ট্রেডাররা ফরেক্স মার্কেটে লস করে থাকে । তাই ট্রেড ম্যানেজমেন্ট ছাড়া আমাদের ট্রেড করা ঠিক না । আমি সব সময়ে ট্রেড ম্যানেজমেন্ট করেই ফরেক্স ব্যবসা করি । তবে ফরেক্স ব্যবসা করতে হলে আমাদের সব সময়ে সতর্ক হয়ে ট্রেড করতে হবে । আর যেকোন সময় যেকোন ব্যক্তি ফরেক্স ব্যবসায় অংশ গ্রহন করতে পারবে ও টাকা আয় করতে পারবে ।
ফরেক্স ট্রেডারদের জন্য মানি ম্যানেজমেন্ট খুবই জরুরী।মানি ম্যানেজমেন্ট একটা পূর্ব শর্ত হলো ফরেক্স মার্কেটের।মনে করি ১০ ডলার-এর জন্য .০৩- এ একটা ট্রেড দিলে লস হলে আমার ১০ ডলার শেষ কিন্তু যদি ১০ ডলার-এর জন্য .০১- এ একটা ট্রেড দিলে লস হলে কিন্তু আমার অ্যাকাউন্ট শূন্য হবে না আর এটা মানি ম্যানেজমেন্ট।
ট্রেড ম্যানেজম্যান্ট নয়, আসলে এটা হবে মানি ম্যানেজম্যান্ট । একটি ভালো মানের মানি ম্যানেজম্যান্ট আপনাকে ফরেক্সে প্রচুর পরিমাণে প্রফিট এনে দিতে পারে এবং আপনার একাউন্ট ব্যালেন্স কে অনাকাঙ্খিত লস বা জিরো হওয়ার থেকে রক্ষা করতে পারে ।
ফরেক্সে সবাই ট্রেড করতে পারেন কারণ ফরেক্স একটা বিজনেস। আর ফরেক্সে সবচেয়ে গুরুত্তপূণ্য বিষয় মানি ম্যানেজমেনট। কখন কত ডলার থাকলে কত লটে ট্রেড করতে হবে আর কখন ট্রেড কোলজ করতে হবে এটা জানাই মানি ম্যানেজমেনট। কঠোর পরিশ্রম ও অধ্যবসায় মাধ্যমে ট্রেড করে ভালো প্রফিট করা সম্ভব।
ট্রেড ম্যানেজমেন্ট বলতে বোঝায়, আপনার স্টপ লস ঠিক ভাবে সেট করা। টেক প্রফিট ঠিক আছে কিনা তার দিকে লক্ষ রাখা। যদি আপনার স্টপ লস বা টেক প্রফিট সঠিক ভাবে সেট করতে না পারেন তবে আপনি কোন দিনও ফরেক্স থেকে ভাল প্রফিট করতে পারবেন না।
যখন আপনি একটা ট্রেড নেওয়ার চিন্তায় আছেন কিংবা ট্রেড নিবেন, সেটাকে কিভাবে সঠিক প্রক্রিয়ায় আরও বেশি কিভাবে নিরাপদ রাখা যায়, সেই চেষ্টায় যখন আপনি আপনার ট্রেডের নিশ্চয়তার জন্য সঠিক ভাবে মানি ম্যানেজমেন্ট ও রিস্ক ম্যানেজমেন্ট করবেন, এবং আপনার টেক প্রফিট ও স্টপ লস, এবং লড সাইজ এমন ভাবে সাজাবেন যাতে আপনার কোন বড় রকম লস না হয়, সেটাই আসলে ট্রেড ম্যানেজমেন্ট ।
ফরেক্স মার্কেট এ একটা ট্রেড করার পর যা যা করতে হয় তাই আসলে ট্রেড ম্যানেজমেন্ট আপনি একটা ট্রেড করলেন তারপর সেই ট্রেড এ স্টপ লস টিপি বসালেন এটা একটা ট্রেড ম্যানেজমেন্ট আবার আপনি আপনার ট্রেড তা অনেক লাভ এ গেল তখন আপনি স্টপ লস তাকে যে জাইগাই ট্রেড করলেন সেই জাইগাই নিয়ে আসলেন এটাও ট্রেড ম্যানেজমেন্ট এর মধ্য পরে
ব্যক্তিগতভাবে আমি বলবো ট্রেড ম্যানেজমেন্ট বলতে সহজ কথায় বোঝায় আপনি আপনার প্রতিটা ট্রেড যখন ম্যানেজ করবেন সেটাকেই বোঝায়।আবার স্টপ লস এবং টেক প্রফিট সেট করাও ট্রেড ম্যানেজমেন্টের আওতায়। টেক প্রফিট এমন ভাবে সেট করতে হবে যেন মার্কেট তার চেয়ে বেশি উপরে না ওঠার চান্স থাকে।
ট্রেড ম্যানেজমেন্ট বলতে বোঝায়, আপনার স্টপ লস ঠিক ভাবে সেট করা। টেক প্রফিট ঠিক আছে কিনা তার দিকে লক্ষ রাখা। যদি আপনার স্টপ লস বা টেক প্রফিট সঠিক ভাবে সেট করতে না পারেন তবে আপনি কোন দিনও ফরেক্স থেকে ভাল প্রফিট করতে পারবেন না।
ফরেক্স মার্কেটে সঠিকভাবে ট্রেড পরিচালনা করার জন্য যেসকল প্রক্রিয়া করা হয় তাকে ট্রেড ম্যনেজমেন্ট বলা হয় এবং আমি মনে করি প্রত্যেক ট্রেড আপনি যদি সঠিক জায়গাতে ওপেন ও ক্লোজ ব্যালেন্স নিয়ন্ত্রণে রেখে কাজ করার উৎস হলো ট্রেড ম্যনেজমেন্ট এর কাজ। তাই আমি মনে করি আমাদেরকে যে কোন ট্রেড ওপেন করার সময় সেই সকল জিনিসিগুলো নিয়ন্ত্রণ রেখে কাজ করতে হবে।
আমার মনে হয় ট্রেড ম্যানেজম্যান্ট আর মানি ম্যানেজম্যান্ট একই বিষয় কারণ সকল ট্রেড যদি কঠিনভাবে ব্যবস্থাপনার মাধ্যমে করা হয় তবে ভালো। যেমন একজন ট্রেডার ১০ সেন্টে ট্রেড করতে পারবে কিন্তু সে পর পর অনেকগুলো ট্রেড অপেন করলো যার মুল হিসাব দাড়ালো ১ ডলার তবে সে অবশ্যই ঝুকিপূর্ণ অবস্থায় পড়ে যাবে। তাই অবশ্যই ট্রেড করার আগে যেমন এনালাইসিস করা প্রয়োজন তেমনই ট্রেড ম্যানেজম্যান্টের উপর নজর রাখা খুবই জরুরী।
ট্রেড মেনেজমেন্ট হচ্ছে একটা জরুরী বিষয় যা আমরা অনেকেই বুঝতে পারি না৷সঠিক সময়ে ট্রেড ওপেন+ক্লোজ,সঠিক ভাবে রিস্ক রিওয়ার্ড রেশিও বুঝে টেকপ্রফিট ও স্টপলস সেট করা,প্রফিটের মান যথাযথ রেখে ট্রেড ওপেন করা এবং যথাসময়েই ঐ প্রফিট উঠে আসা...ইত্যাদি হচ্ছে ট্রেড মেনেজমেন্টের অংশ বিশেষ৷আপনার ট্রেডকে সঠিক ভাবে মেনেজমেন্ট করুন-প্রফিট আসতে বাধ্য৷
ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই মানিম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে । কারণ মানি ম্যানেজমেন্ট এর মাধ্যমে আপনি আপনার ট্রেডের ঝুঁকি কমিয়ে লাভ নিশ্চিত করতে পারেন । যথার্থ মানি ম্যানেজমেন্ট এর ফলে আপনি কখনো বড় ধরনের রিস্কে যাবেন না । যার কারণে আপনি অবশ্যই ফরেক্স মার্কেটে একটা ভালো অবস্থান নিশ্চিত করতে পারবেন । তাই মানি ম্যানেজমেন্ট মেনে চলুন লস থেকে দূরে থাকুন ।
আপনি ফরেক্সে ট্রেড করলে তা যদি নির্দিষ্ট ব্যবস্থাপনার মাঝে না আনেন তাহলে আপনার জন্য তা ঝুকিপূর্ন হবে। আপনি যদি সাফল্য চান তবে আপনার ট্রেড কে ম্যানেজমেন্ট নের মাঝে আনতে হবে। কিভাবে কি করা উচিত তার সুষ্ঠ ব্যবস্থাপনা থাকতে হবে।
ট্রেড ম্যানেজমেন্ট বলতে আমি যা বুঝি ফরেক্সে ঝুকিঁ বা ক্ষতি এড়িয়ে নিজের পুজিঁ ঠিক রেখে সফলভাবে ব্যবসা পরিচালনা করা যাতে করে ফরেক্সে নিজের অবস্থান শক্ত করা যায়
ট্রেড ম্যানেজমেন্ট না করলে আমরা একই সময় একাধিক ট্রেড ওপেন করি। আর একাধিক ট্রেড মানে রিস্ক বেড়ে যাওয়া। আর তাই সকলের উচিত যাতে একাধিক ট্রেড ওপেন না হয় সেদিকে আমদের ট্রেড্ এ লস হওয়ার সম্ভাবনা ও বেশি।
আমরা মতে ট্রেড মেনেজম্যান্ট বেপারটা সম্পুর্ণ আলাদা। আমরা জানি ফরেক্সে মানিম্যানেজমান্ট করতে হয় আবার ফরেক্সে ক্ষতি এড়ানোর জন্য ট্রেড মেনেজম্যান্ট করা প্রয়োজন। আপনাকে মার্কেট এনালাইসিস করে ডিপোজিট হিসাব করে ট্রেড এর ভলিউম নিতে হবে আর ২-৪ ঘন্টার বিতর প্রফিট না আসলে ট্রেড সল্প লসে ক্লোজ করে দিতে হবে নতুবা বিপরিত ট্রেড নিতে হবে এবং পরে মার্কেট এনালাইসিস করে আবার ট্রেড নিতে হবে নতুবা প্রফিট ট্রেড ক্লোজ করতে হবে।তবে আমার মতে সয়াপ ফ্রি একাউন্ট থাকলে ভালো।
আপনি আপনার প্রতিটি ট্রেড যখন ম্যানেজ ক্রবেন এবং সবকিছু টিক টাক মত চালিয়ে যাবেন আর এই স্ক্ল কিছুই ম্যানেজমেন্ট এর ভেত্রে ।লাভ ও লোক্সানের প্রিমান ভাল ভাবে বুজতে হবে বেশি লাভ হবে এম্ন লোভের আশায় লোভী হ্লে লস ক্রার স্মভবনা বেশি থাকবে।
মানি ম্যানেজমেন্ট হল ফরেক্স এর প্রান। আপনি যদি ভাল করে মানি ম্যানেজমেন্ট না করতে পারেন তাহলে আপনার একাউন্ট শুন্য হতে সময় লাগবে না। আর মানিম্যানেজমেন্ট করার জন্য আপনাকে আপনার একাউন্ট ব্যালেন্স এর উপর ভিত্তি করে কত লটে ট্রেড করতে পারবেন এবং স্টপ লস কত হবে এবং টেক প্রফিট কত সেটার হিসাব করা। ধরুন আপনার একাউন্টে ৩০০ ডলার আছে আপনি সর্বোচ্চ ০.০১ লটে ট্রেড করতে পারবেন এবং ট্রেক প্রফিট এবং স্টপ লস আপনি মার্কেটের উপর ভিত্তি করে সেট করে ট্রেড করতে পারেন।