-
হ্যা আপনি থিক বলেছেন অল্প বিদ্যা আপনাকে ধংস করে দিবে | ফরেক্স করার জন্য ফরেক্স সম্পরকে লেখাপরা করতে হবে| আমাদের সকলের উচিত ফরেক্স সম্পর্কে ভাল করে অনেক কিছু জানা অনেক কিছু শিক্ষ এবং ফরেক্স ব্যবসা নিয়ে বেশি বেশি চিন্তা করা তাহলেই আপনি ফরেক্স ব্যবসাকে আয়তে আনতে পারবেন।
-
অল্প বিদ্যা ভয়ংকার । অনেকে নতুন ফরেক্স এসে কিছু না বুঝে ট্রেড করা শুরু করে দেইয়।আবার অনেকে কিছু দিন ডেমো তে ট্রেড করে ট্রেড শিখে ফেলছে মনে করে রিয়েল ট্রেড করে বড় ধরনের বাঁশ খাইয়।তাই নতুন দের জন্য আমার পরামর্শ হল ভালো ভাবে ট্রেড শিখে ট্রেড আনুশিলন করে দক্ষ হয়ে ট্রেড করতে হবে। তা না হলে মূলধন হারিয়ে ফেলবেন ।
-
একটা প্রচলিত প্রবাদ বাক্য রয়েছে আর তা হল অল্প বিদ্যা ভয়ংকর আর এটি ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে অনেক বেশি তাতপর্য পূর্ন কথা বলে আমি মনে করি।ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে আপনি আয় করতে চাইলে অবশ্যই আপনার ট্রেডিং সম্পর্কিত জ্ঞান পরিপূর্ন থাকতে হবে ভাসা ভাসা জ্ঞানের মাধ্যমে আপনি কখনই এখান থেকে ভাল কিছু লাভ করতে পারবেন না।
-
ফরেক্স এ জানার কন শেষ নেই ফরেক্স করতে হলে আপনাকে কথর পরিশ্রম করতে হবে আপনি যদি শুরুতে ফরেক্স এ লাভ করতে চান তবে আপনি লাভ করতে পারবেন না আপনি লস করবেন| আপনি যত সময় বেশি পারেন ফরেক্স মাকেটে ঠাকূণ তবে আপনি অভিগতা অজন করতে পারবেন|
-
ফরেক্স এমন একটা ব্যবসা যে ব্যবসা সম্পর্কে আপনি ভাল ভাবে না জানলে ভাল করে না শিখলে ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা অর্জন না করলে আপনি ফরেক্স ব্যবসা করতে পারবেন না। তাই আমাদের সকলের উচিত ফরেক্স সম্পর্কে ভাল করে অনেক কিছু জানা অনেক কিছু শিক্ষ এবং ফরেক্স ব্যবসা নিয়ে বেশি বেশি চিন্তা করা তাহলেই আপনি ফরেক্স বাবসায় আপনি সফল হবেন।
-
অল্প বিদ্যা বিদ্যার ক্ষেত্রে ভয়ংকরি আর অল্প বিদ্যা এবং অল্প টাকা ফরেক্স এর ক্ষেত্রে ভয়ংকরি।২০ ডলার দিয়ে ফরেক্স করতে নেমে ১ ভলিয়মের ট্রেড ওপেন ২০ পিপস নামলেই ট্রেড ক্লজ , তার পর মাথায় হাত।
-
ফরেক্স এমন একটি ব্যবসায় যেখানে আপনাকে ফরেক্স সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকতে । আপনি ডেমু একাউন্টে হালকা কিছু ট্রেড করে লাভবান হয়ে গেলেই কিন্তু আপনি ফরেক্স সম্বন্ধে পারদর্শী তা ভাবা মোটেই ভুল । কারন ফরেক্সে ট্রেড করতে হলে আপনাকে মার্কেট ভ্যালু সম্পর্কে বুঝে তবেই ট্রেড করা প্রয়োজন । ফরেক্স মার্কেটে যে যাকে যত চালাক ভাববে সে তাকে ততই বোকা বানাচ্ছে । ফরেক্স মার্কেট এ অনেকএ না বুঝে অনেক লাভ করতে পারে , কিন্তু পরবর্তীতে তা এর থেকে বেশি ক্ষতিই বয়ে আনে । তাই ফরেক্স এ অল্পবিদ্যা নিয়ে ব্যবসায় করলে অনেক লস দিতে হয় ।
-
ফরেক্স মার্কেট এ অল্প বিদ্যা চলে না। কারন ফরেক্স মার্কেট এ ঠিকে থাকতে হলে জানতে হবে প্রচুর। নয়তো অযথা টাকা পানিতে ফেলে দেওয়া হবে। কারন ফরেক্স আমার বা আপনার মত চলবে না। ফরেক্স চলবে বিশ্বের মাক্সিমাম ট্রেডার এর উপর। তাই আপনাকে বুজতে হবে মার্কেট কোনদিকে যাবে।
-
ফরেক্স ব্যাবসায় টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই ফরেক্স বিষয়ে অনেক জ্ঞান অর্জন করতে হবে।এজন্য আপনি ফরেক্স সম্পর্কিত কিছু বই অথবা অনলাইনে বিভিন্ন সাইট থেকে ফরেক্স শিখতে পারেন।কারন ফরেক্স বিষয়ে যতবেশি শিখতে পারবেন এখানে নিজেকে ততটা দক্ষ করে তুলতে পারবেন।আর যদি কম শিখে নিজেকে দক্ষ না করেই ডিপোজিট করেন তাহলে ব্যালেন্স খালি হতে খুব বেশি সময় লাগবে না।তাই প্রথমে নিজেকে দক্ষ করে তারপর ডিপোজিট রুন সফল হতে পারবেন।
-
অল্প টাকা হলে সমস্যা নেই কিন্তু অল্প বিদ্যা হলে সমস্যা আছে। অল্প কিছু টকা ইনভেস্ট করে আপনার বিদ্যা পরিক্ষা করে দেখুন, আপনি ফরেক্স এর জন্য উপযুক্ত কিনা। ফরেক্স এ সফল হতে হলে সাধনা , ধৈর্য , অধ্যবসায় থাকতে হবে তবেই ফরেক্স এ উপার্জন করতে পারবেন।
-
ফরেক্স ব্যবসায় না শিখে রিয়েল ট্রেডে আসা উচিত না এই ব্যবসা ভালভাবে ম্যানিপুলেট করতে হলে আপনার অনেক জানতে হবে অল্প শিখে রিয়েল ট্রেডে আসলে ধরা খেতে হবে এতে কোন সন্দেহ নেই তো শিখেন বুঝেন তারপর রিয়েল ট্রেডে আসেন ।
-
ফরেক্স মার্কেটে যারা প্রথমে আসে তারা মনে করে ফরেক্স সম্পর্কে সব জেনে গেছে আসলে ফরেক্স মার্কেটে এত ব্যাপক আপনাকে ফরেক্স সম্পর্কে জানতে এক বছর লাগবে।কথায় আছে অল্প বিদ্যা ভয়ংকর।
-
ফরেক্স সম্পর্কে যখন একটু জানলাম তখন নিজের কাছে মনে হল ফরেক্স অনেক সহজ এর পর আরও জানার পর বুজতে পারলাম ফরেক্স অনেক কঠিন। ডেমো ট্রেড করছি আর একাউন্ট জিরো করি তখন বুজতে পারলাম অনেক কঠিন।
-
অল্প বিদ্যা আর অল্প পুঁজি দিয়ে ফরেক্স হয়না। এখানে অনেক বিদ্যা ও টাকার দরকার, তা না হলে ভয়ঙ্কর পরিনতি হতে পারে। বিনিয়োগ এবং বিদ্যা যদি বেশি হয় ফরেক্স করে অনেক বৈদেশিক মুদ্রা আয় করা যাবে। বিনিয়োগ এবং বিদ্যা বারানো দরকার।
-
এটি এমন একটি আনলাইন ব্যবসা সফলকাম হতে হলে এ বেপারে বিদ্যাঅর্জন করা উচিত ঠিক ঠাক ভাবে
-
আমি বলবো অল্প বিদ্যা ভয়ংকর প্রবাদটির যথাযত প্রতিফলন ঘটে ফরেক্স ব্যবসায় । কারন এখানে আপনি কম জেনে আসলে ধরা খাবেন এতে কোন সন্দেহ নেই । তাই ফরেক্স মার্কেটে আসার আগে ভাল করে ফরেক্স শিখে নিন । বেশি বেশি করে ডেমো ট্রেড করুণ , তাহলে শিখতে পারবেন ।
-
রবাদ আছে অল্প বিদ্যা ভয়ংকার আর ফরেক্স এর বেলায়ও এক কি অবস্থা। কারন ফরেক্স এমন একটা ব্যবসা যে ব্যবসা সম্পর্কে আপনি ভাল ভাবে না জানলে ভাল করে না শিখলে ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা অর্জন না করলে আপনি ফরেক্স ব্যবসা করতে পারবেন না। এতে টাকা এবং সময় সবকিছু পানিতে ফেলে দেওয়া ছাড়া আর কিছু না। তাই আগে ফরেক্স এ দক্ষতা অর্জন করতে হবে এরপর ট্রেড এ নামতে হবে।
-
ফরেক্স বিষয়ে অল্প বিদ্যা নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেডিং করা ঠিক না ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে আমাদের শিক্ষিত হতে হবে,তাই ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে ভাল ভাবে ফরেক্স ট্রেডিং করতে হবে।ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে আমাদের ভাল ভাবে ফরেক্স মার্কেটে ট্রেডিং করার অভিজ্ঞতা ভাল থাকলে ভাল প্রফিট করা যায়।
-
যেকোন কাজেই অল্প বিদ্যা খুবই ক্ষতিকর।ফরেক্সের ক্ষেত্রেও তদ্রুপ।আপনি যদি ফরেক্স সম্পুরকে কোন কিছু না বুঝে আপনার টাকাকে বিনিয়োগ করেন তাহলে আপনার গরিব হতে বেশি সময় লাগবে না।তবে আপনি যদি মার্কেট সম্পুরকে বুঝশুনে সঠিকভাবে ঙ্কাজে লাগিয়ে ট্রেড করেন তাহলে আপনি খুব তারাতারি আপনি সফলতা পাবেন
-
আমরা জানি অল্প বিদ্যা ভয়ংকর আর এই প্রবাদটির যথাযত প্রতিফলন ঘটে ফরেক্স ব্যবসায় । কারন এখানে আপনি কম জেনে আসলে ধরা খাবেন এতে কোন সন্দেহ নেই । তাই ফরেক্স মার্কেটে আসার আগে ভাল করে ফরেক্স শিখে নিন । বেশি বেশি করে ডেমো ট্রেড করুণ , তাহলে শিখতে পারবেন ।
-
ফরেক্সে অদক্ষতার কোন যায়গা নাই এখানে প্রফিট করতে হলে আগে জ্ঞান অরজন করতে হবে তার পঅর ব্যাবসা । পুজি যাই হোক না কেন যদি দক্ষতা থাকে তবে কিছু না কিছু আয় হবেই ।
-
এ কথাটা আমরা সবাই জানি যে, অল্প বিদ্যা ভয়ংকর। কিন্তু আমরা নিজেরাই মানি না। কিন্তু ফরেক্স এর ক্ষেত্রে শুধু জানলেই হবে না। কথাটা মানতেই হবে। তা না হলে আপনি আপনার সর্বত্র হারিয়ে বসবেন। ফরেক্স সম্পর্কে আপনার যত বেশি অভিজ্ঞতা হবে আপনি তত বেশি সফল হতে পারবেন। তাই আপনাকে আগে ফরেক্স জানতে হবে তারপরে ফরেক্স করতে হবে।
-
আমার মনে হয় ফরেক্স সম্মন্ধে অল্প বিদ্যা অর্জন বা পরিপূর্ন ফরেক্স জ্ঞান অর্জন না করে ফরেক্সেরর রিয়েল একাউন্টে কাজ করা উচিৎ নয় তা না হলে হিতে বিপরিত হতে পারে। তাই আগে ফরেক্স সম্পর্কে পরিপূর্ন জ্ঞান অর্জন করে রিয়েলভাবে ট্রেড করা উচিৎ।
-
অল্প বিদ্যা সর্বদাই ভয়ংকর । আমরা যদি সঠিক পরিমাণে অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জন না করে ট্রেড করতে যায় তবে নিশ্চিতভাবেই ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে । ফরেক্সে ট্রেড করে লাভবান হতে হলে আগে ফরেক্স বিষয়ে সম্পূর্ণরুপে নিজেকে অভিজ্ঞ তথা দক্ষ করতে হবে । আর দক্ষ করার বিষয়টা আসবে ঠিক তখনই যখন বেশি পরিমাণে জ্ঞান চর্চায় সম্পৃক্ত থাকব ।
-
অল্প বিদ্যা দিয়ে যাইহোক ফরেক্সে বেশি দিন টিকা যায়না।তবে আমাদের বিদ্যা বাড়াবইবা কই।সরাসরি কোন এক্সপার্ট যদি পেতাম একটু কাজে দিত।
-
ব্যক্তিগতভাবে আমার মতামত অল্প বিদ্যা ভয়ংকর প্রবাদটির যথাযত প্রতিফলন ঘটে ফরেক্স ব্যবসায় । কারন এখানে আপনি কম জেনে আসলে ধরা খাবেন এতে কোন সন্দেহ নেই । তাই ফরেক্স মার্কেটে আসার আগে ভাল করে ফরেক্স শিখে নিন । বেশি বেশি করে ডেমো ট্রেড করুণ , তাহলে শিখতে পারবেন ।
-
অল্প বিদ্যা সত্যি খুব ভয়ংকর কারন আপনি যদি অল্প জ্ঞান নিয়ে ফরেক্স মার্কেট এ কাজ করতে আসেন তাহলে আপানার মুল্ধন খুব তাড়াতাড়ি হারাবেন।তাই আগে শিখে বুঝে তারপর ফরেয মার্কেট কাজ করা উচিত।আর আমি মনে অল্প মুল্ধন দিয়ে ফরেক্স মার্কেটে ব্যবসা করা যাই যদি সে মার্কেট সম্পর্কে ভাল দক্ষতা অরজন করতে পারে।
-
অল্প বিদ্যা ভয়ংকর ও নিজের ক্যরিয়ারের জন্য ক্ষতি।কারন অপ্ল জ্ঞান নিয়ে আপনি ফরেক্স মার্কেট কাজ করলে আপনি লস করবেন।যেকোন কাজ করার আগে আগে সেই বিষয় এর সব কাজ শিখে নিতে হবে।তেমনি ফরেক্স মার্কেটের কাজ করতে হলে আগে মার্কেট এনালাইসিস সম্পর্কে ভাল করে বুজতে হবে।
-
ফরেক্স মার্কেটে অল্প বিদ্যা ভয়ংকর । যে যত বেশী বিদ্যা শিখবে তার তত বেশী লাভবান হতে পারবে । অামরা বেশী বেশী বিদ্যা শিখতে পারব যদি ধৈর্য্যের সহিত কাজ করব তাহলেই অামরা লাভবান হতে পারবে । অামরা অল্প বিদ্যা নিয়ে কখনোই ফরেক্স মার্কেটে কাজ করব না ।
-
হ্যা ভাই ফরেক্স এমন একটা ব্যবসা যে ব্যবসা সম্পর্কে আপনি ভাল ভাবে না জানলে ভাল করে না শিখলে ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা অর্জন না করলে আপনি ফরেক্স ব্যবসা করতে পারবেন না।ফরেক্স মার্কেটে আসার আগেই তা ভাল করে ফরেক্স শিখে নিন।
-
আমি বলবো অল্প বিদ্যা সবসময়ই ভয়ঙ্কর। তবে আমাদের সমাজে অল্পবিদ্যা ফলানোর মত লোকই বেশি। তারা সামান্য বিদ্যা অর্জন করে নিজেকে মুই কি হনুরে মনে করে। কিন্তু ফরেক্সে এসে এই অল্প বিদ্যা খাটাতে গেলে তাকে ভয়ঙ্কর পরিস্থিতিতেই পড়তে হয়। অনেকেই সামান্য জ্ঞান অর্জন করে ফরেক্সে সেটা ফলাতে যায়। এবং ফলস্বরূপ তারা লসও খায়। তাই অল্প বিদ্যা অবশ্যই পরিহার করা উচিৎ।
-
আমরা একটি প্রবাদ শুনেছি অল্প বিদ্যা ভয়ংকর। ভাল করে সাতার না শিখে পানিতে নামলে যেমন বিপদের সম্ভাবনা থাকে ঠিক তেমনি ফরেক্সের ক্ষেত্রেও আপনাকে সফল হতে হলে অবশ্যই আদর্শ ট্রেডার হতে হবে। তা না হলে ফরেক্স আপনার জন্য সবসময়ই বিপদজনক।
-
অল্প কিছু টাকা ইনভেস্ট করে ফরেক্স করা যেতে পারে। কিন্তু বড় ধরনের লাভ এর চিন্তা করা যাবে না। অল্প ব্যালেন্স নিয়ে অল্প লাভ নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আর অল্প জ্ঞান বা অভিজ্ঞতা নিয়ে ফরেক্স এ টিকে থাকা কঠিন। সে কারনে ফরেক্স নিয়ে আগে গবেষনা এবং ট্রেডিং দক্ষতা বারিয়ে ট্রেড শুরু করা ভালো।
-
এই জন্যই বার বার একই কথা বলি যে ধীরে ধীরে ঠান্ডা মাথায় ফোরামের সকল বিষয় গুলো পড়ুন ও মূল লেখাগুলো নোট করে আস্তে আস্তে ডেমো ট্রেডিং এ প্র্যাকটিস শুরু করুন৷দীর্ঘ সময় নিয়ে প্র্যকটিস করতে করতে একসময় ঠিকই দক্ষতা অর্জন হয়ে যাবে ও নিয়মিত প্রফিট করতে পারবেন৷যদি ফরেক্সে ক্যরিয়ার গড়তে চান তাহলে দীর্ঘদিন নিয়মিত ডেমো ট্রেড করতেই হবে৷ডেমো ট্রেডিংএর কোনো বিকল্প নাই মনে রাখবেন৷১০০ ভাগ রিস্ক্ ফ্রি ডেমো ট্রেডিং করে করে ট্রেডিং কৌশলগুলো ভালো ভাবে আয়ত্ত্ব করে নিতে হবে৷ফরেক্স ট্রেড হলো নতুন ট্রেডারদের জন্য ১০০ ভাগ ঝুকিঁপূর্ণ ৷যেহেতু এই মার্কেটে লিকুইড মানি বা চলমান তরল মুদ্রা দিয়ে ট্রেড করা হয় যা কোনো ব্যাক্তি বা গোষ্ঠীর দ্বারা কখোনোই নিয়ন্ত্রণ সম্ভব নয় তাই অত্যন্ত ঝুকিঁ থাকে৷এই ঝুকিঁ এড়ানোর জন্যই অনেক কৌশল শিখতে হয়৷যত আয়ত্ত্ব করবেন ততই ঝুকিঁ কমতে থাকবে৷বিশ্বের সকল এক্সপার্ট ট্রেডারগণ প্রথমে দীর্ঘদিন যাবৎ ডেমো ট্রেড করেই দক্ষতা অর্জন করেছেন৷
-
ফরেক্স মার্কেটিং এ আপনি যদি সামান্য বিদ্যা আর কিছু টাকা নিয়ে ফরেক্স নামক সাগরে ঝাপ দেন তাহলে আপনার টাকা গুলোই হারাবে । আপনি যদি ফরেক্সে ট্রেড করে ভাল প্রফিট পেতে চাল তাহলে আপনাকে অবশ্যয় ফরেক্স বিষয়ে অনেক জ্ঞান অর্জন করতে হবে। অল্প বিদ্যা নিয়ে ফরেক্স নামক বিশাল সাগরে ঝাপ দেওয়া বোকামি ছাড়া আর কিছুই না।
-
আমরা জানি অল্প বিদ্যা সবসময় ভয়ঙ্কর। কারন অল্প বিদ্যা দিয়ে কোন কিছুই করা যায় না। ফরেক্স এমন একটি জায়গা যেখানে অল্প বিদ্যা আসলেই ভয়ঙ্কর। এখানে ভালো করতে হলে দরকার ক্লিয়ার কনসেপ্ট। ভাসা ভাসা জ্ঞান দিয়ে আর যাই হোক ফরেক্স ট্রেডিং সম্ভব না। তাই আমাদের এ ব্যপারে সতর্ক হতে হবে এবং অল্প বিদ্যা জাহির করা পরিহার করতে হবে।
-
ফরেক্সে কাজ করতে হলে ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে হবে এবং ট্রেড করার দিক থেকে দক্ষতা অর্জন করতে হবে। তুমি অল্প বিদ্যা নিয়ে ফরেক্স সম্পর্কে কিছু না বুঝে ট্রেড করলে অল্প দিনে ধ্বংস হয়ে যেতে পারো। তাই অল্প বিদ্যা নিয়ে ফরেক্সে কাজ না করাই ভালো।
-
ফরেক্স এ কম জেনে আসে ট্রেড করলে লস হওয়ার সম্ভবনা বেশী থাকে। তাই যত পারা যাবে বেশী বেশী করে ডেমো প্রাকটিস করতে হবে তাহলে লস এড়ানো যাবে। আর না জেনে কখনও বেশী ইনভেস্ট করা যাবে না তাহলে ঐ টাইমে যদি মার্কেট নিচের দিকে নামতে থাকে তাহলে ব্যালান্স জিরো হয়ে যেতে পারে
-
ফরেক্স এমনিই একটা ব্যবসা যেখানে অল্প বিদ্যার কোন স্থান নেই। আপনি যদি এই ব্যবসা হতে সফলভাবে উপার্জন করতে চান তাহলে অবশ্যই আপনাকে বেশি শিক্ষা থাকতে হবে। কারণ ফরেক্স ব্যবসা হলো খুবই ঝুকিপূর্ণ ব্যবসা এখানে যদি আপনার বেশি বিদ্যা না থাকে তাহলে আপনি কখনই এই ব্যবসার জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না আর ভুল সিদ্ধান্তের কারণে আপনি অনেক লসও করতে পারেন। তাই যদি শিখতে চান তাহলে অল্প না শিখে ভাল করে শিখেন এতে আপনি সফলভাবে মুনাফা করতে পারবেন।
-
অল্প বিদ্যা ভয়ংকার । ঠিক তেমনি ফরেক্স ব্যবসায় যদি বুঝে শুনে না করা হয় তাহলে অবশ্যই সে অকৃতকার্য হবে । তার জীবনে কোন উন্নতি করতে পারবে না । তার জীবনে কোন সফলতা আসবে না । সুতরাং আমি বলব আপনারা যখনেই এই ফরেক্স ব্যবসা করবেন তখনেই বুঝে শুনে এবং বুদ্ধি খাটিয়ে তারপর করবেন । তাহলে ঝড়ে পড়তে হবে না । আর যদি বুদ্ধি খাটিয়ে না করা হয় তাহলে অবশ্যই লসের সমুখীন হবে।