-
আমি ফরেক্সে নিজেকে একজন সাধারন ত্রেডার মনে করি । কারন আমি এখন তেমন দক্ষ ট্রেদার হতে পারিনি ফরেক্সে । ফরেক্সে দক্ষ ট্রেডার হতে হলে ফরেক্স সম্পর্কে অনেক ভাল জ্ঞান ধারনা থাকতে হয় , ফরেরক্সের ট্রেডিং দক্ষতা ভাল থাকতে হয় , ফরেক্সের কাজ করতে হলে ধর্য নিয়ে ফরেক্সে কাজ করতে হয় । এই সব কিছু মিলিয়ে ফরেক্সে একজন ভাল দক্ষ ট্রেডার হওয়া যায় । ফরেক্সে তাই আমি নিজেকে সাধারন ট্রেডার মনে করি ।
-
আপনি বলেছেন আপনি একজন সাধারন ট্রেডার আপনি আপনি নিজেকে সাধারণ বলছেন, কিন্তু কিছুদিন পর দেখবেন আপনার ৮০-৯০ শতাংশ ট্রেড টিপি হিট করবে। অর্থাৎ আপনিই হয়ে যাবেন এক্সপার্ট। ১০০ শতাংশ ট্রেড টিপি হিট করবে এমন আশা না করাই ভাল বলে আমার মনে হয়।
-
এখানে আমরা সবাই সাধারণ ট্রেডার,লাভ-লস দুটোই করি৷কেও হয়তো একদম নতুন ট্রেডার,ফোরামে এসেছেন লেখাপড়া করে নিজে শিখার জন্য আবার কেও এসেছেন অন্যকে শিখানোর জন্য৷নিয়মিত প্রফিট করতে হলে দীর্ঘদিন যাবৎ একটানা মার্কেটে স্টাডি করতে হবে, প্র্যাকটিসে লেগে থাকতে হবে৷প্রথমে প্রচুর লস দিয়ে দিয়ে টিকে থাকতে হবে৷পরে ধীরে ধীরে মার্কেটে এডজাষ্ট হয়ে গেলে আশাকরি নিয়মিত প্রফিট করতে পারবেন৷আমি গত তিন বছর লস দিয়ে দিয়ে মার্কেটে স্টাডি করেছি৷ইদানিং কিছুদিন হচ্ছে নিয়মিত অল্প অল্প করে প্রফিট করছি এবং লস অনেক কমে গেছে৷এটা সবার ক্ষেত্রেই ঘটে থাকে৷
-
এখানে আমরা সবাই সাধারন ট্রেডার । একানে কেউ অসাধারন ট্রেডার নেই । আমার মনে হয় না এখানে কউ ইচ্ছা করলেই অসাধারন হতে পারে । আসলে আমরা সবাই যার যার অবস্থান থেকে খুবেই সাধারন । আর ফরেক্স মার্কেট এর এমন মুভম্নেট যে এখানে অসাধারন হওয়ার কোন ধরনের উপায় নেই বলে আমি মনে করি ।
-
ফরেক্স মার্কেটে আমরা কাজ করি।আমরা ফরেক্স মার্কেটে কাজ করতে গেলে আমাদের কে ভাল করে ফরেক্স কে জানতে হবে।ব্যবসা করতে গেলে লাভ লস হবে এটায় স্বাভাবিক তবে যারা প্রফেশনাল তারাও লাভ লস করলেও তাদের লাভে ধারাবাহিকতা থাকে এ কারনে তারা সফল ফরেক্স ট্রেডার।যেদিন থকে ফরেক্স সুনেছি বা দেখেছি তার পর থেকে ফরেক্সের প্রতি একটা টান চলে এসেছে ফরেক্স থেকে অনেক ইচ্ছা আছে তাই ভালো ট্রেডার হওয়ার চেষ্টা করছি।আমি মনে করি আমরা যদি মার্কেটে লেগে থাকি তাহলে আমরাও মার্কেটে একদিন মহান ট্রেডার হতে পারব ইনশাআল্লাহ।
-
আমরা সবাই সাধারণ মানের ট্রেডার। আমি মনে করি এসএল হিট করে সবসময় ট্রেডিং করা টিক না। যদি না মনে করেন সেই কারেন্সি আবার ক্রয়মূল্যের কাছে আসবে না। তাই এটা আপনার একাউন্টের ব্যালেন্স এত উপর প্রভাব এ ফেলতে পারে! আর টিপি মনে করি সকল সময়ে দিয়ে রাখতে পারেন।
-
প্রতিটি মানুষ যখন তার পরিশ্রমের ফল পায় তখন তার সত্যি কত যে আনন্দ আর কি যে খুশি সেটা এখন নিজেকে দেখেও বুজা যায়। আমার ফোরামের বোনাস আমি পেয়ে গেছি। তাই আমি মনে করি যারা এখন পান নি আপনারা কিছু দিন অপেক্কা করুন সেটা পেয়ে যাবেন। বোনাস পাওয়ার জন্য আমাদের ৩-৭ তারিখ পর্যন্ত অপেক্কা করতে হবে। এই সময়ের মধ্যে এ মুলত ফোরামের বোনাস যোগ হয়ে যায়।
-
সাধারণত সকলেরই এই ব্যবসায় প্রথম অবস্থায় একই সমস্যায় পড়তে হয়, টেক প্রফিটের জায়গায় স্টপ লস হিট করে, কেউ আবার স্টপ লস ছাড়াই ট্রেড করেন, এ ব্যপারে শুধু একটাই কথা বলব যে, যেই সিস্টেমে আপনি ট্রেড করেন সেটাকেই ধীরে ধীরে আরো উন্নত করতে পারলে দেখা যাবে যে যেখানে মাসে আপনি ১০ টা ট্রেডের মধ্যে ৮ টি ধরা খেতেন, সেখানে পরের মাসে ৬ টা বা ৮ টাতে লাভ করছেন।
-
যার এসএল ও টিপি হিট করে তিনি সাধারন ট্রেডার। আর আমি যার শুধু এস এল হিট করে তাকে কি বলবেন? আমার তো মনেহয় আমি অতি সাধারন একজন ট্রেডার। কখনো টিপি পর্যন্ত উঠে না আমার এনালাইসিস। আমি ফরেক্স এ প্রায় এক বছর যাবত আছি। কিন্তু এখনো কিছুই তেমন একটা শিখতে পারি নাই। এখন আমি কি করবো ঠিক বুজতে পারতিসি না।
-
আমিও একজন সাধারন ট্রেডার আমি এখনো অত ভাল ট্রেডা হতে পারিনি। আর তাই আমি ফরেক্স সম্পর্কে আরও জ্ঞান অর্জন করতে চাই ।এতে আমার কিছু প্রফিট করি য দিয়ে আমার হাত খরচ মোটামোটি চলে।
-
কেউ দোয়া করে আমাদের অবগত করেন।
-
আমি ও একজন সাধারন ট্রেডার ফরেক্স মার্কেট এ বেশির ভাগ মানুষ যে ভাবে ট্রেড করে আমি ও সেই ভাবে ট্রেড করি । তবে আপনি যেমন ট্রেডার হন না কেন আপনাকে ফরেক্স মার্কেট থেকে লাভ বের করে নিয়ে আসতে হবে তা হলে আপনাকে বলা যাবে ফরেক্স মার্কেট এ আপনি একজন ভাল ট্রেডার হতে পারবেন তাই আপনাকে নিয়মিত ট্রেড করতে হবে
-
আমিও অন্যান্য ট্রেডারের মত ফরেক্স মার্কেটে ট্রেড করি। আর বিশেষ এই মার্কেট ট্রেড করতে হলে আপনাকে অনেক বেশি ফরেক্স সম্পর্কে জানতে এবং শিখতে হবে যা আপনার ভবিষ্যৎ জীবনের জন্য সফলতা বয়ে আনতে পারে। এজন্য আমি মনে করি আর ৫টা ট্রেডারের মত আপনি ট্রেড করলে ফরেক্স থেকে ভাল মুনাফা অর্জন করতে পারবেন। আর বিশেষ আপনাকে অবশ্যই কিছু বিষয় খেয়াল রাখতে হবে লোভ এবং ধৈয্য এই দুটো যদি আপনি সঠিকভাবে নিয়ন্ত্রণে নিতে পারেন তাহলে অবশ্যই আপনি ফরেক্স মার্কেট থেকে ভাল মুনাফা অর্জন করতে পারবেন।
-
আপনার মত অনেক ট্রেডার আছে। আমরা সবাই সাধারন ট্রেডার। অনেকে বলে আমার একটা ট্রেডও লস হয় না। আমার সব ট্রেড লাভে কাটি। এটা কেউ বললে সে তাকে ভুল বলছে বা মিথ্যা বলছে। ফরেক্স এ ট্রেড করলে লাভ এবং লস দুটিই বিদ্যমান।
-
আমি একজন সাধারণ ট্রেডার হিসেবে বলতেছি যে , আপনারা সকলে এই ব্যসা করার জন্য দক্ষতাবান হয়ে তারপর আসুন তাহরে অবম্যই সফরকাম হতে পারবেন । সুতরাং দক্ষতা ছাড়া ফরেক্স মার্কেটে কিছুই আশা করা যায় না ।
-
আমি ফরেক্স ট্রেডিং মার্কেট এ একদম নতুন তাই আমি ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভাল ভাবে জানিনা।আমি শিখার চেষ্টা করতেছি ফরেক্স ট্রেডিং মার্কেট থেকে কি করে প্রচুর অর্থ আয় করতে হয়।তার জন্য আমি ডেমো একাউন্ট অনুশীলন করি পাশাপাশি ফরেক্স ট্রেডিং এ কাজ করি।তবে আমি মাঝে মাঝে খুব বেশি ভুল করি।কিন্তু আমি এই ভুল থেকে বের হওয়ার জন্য নিজেকে তৈরী করার চেষ্টা করতেছি। কারন আমি একজন সাধারণ ট্রেডার তাই ভাল কি করে কাজ করতে হবে সেই বিষয়টি নিয়ে এনালাইসিস করতেছি।আসা করি নিজেকে ভাল ট্রেডার হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবো।
-
আমি একজন সাধারণ ফরেক্স ট্রেডার।আমি নতুন হিসেবে বলতে পারি আমরা যদি ফরেক্স ট্রেডিং ভালোভাবে শিখতে পারি তাহলে প্রতি মাসে আমরা অনেক টাকা আয় করতে পারব।আমি শুুরু করলাম দেখি কতদূর আগাতে পারি।
-
ভাই আমি মনে সকল ট্রেডারই সাধারণ ট্রেডার। আর এই সাধারণ ট্রেডারই এক সময় অসাধারণ ট্রেডারে পরিনত হয়ে থাকে। তবে সেটা নির্ভর করবে আপনার দক্ষতা ও অবিজ্ঞতার উপর। এখানে দক্ষ ও অবিজ্ঞ ট্রেডার হওয়া সহজ কোন কাজ না এখানে দক্ষ হতে হলে প্রয়োজন ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করা এবং প্রথম অবস্থায় কঠোর পরিশ্রম করে কাজ করা তাহলে একসময় এখানে সফল হওয়া যায়। সাধনা করলে সফলতা আসবেই এতে কোন সন্দেহ নেই।
-
বেশিরভাগ শিক্ষানবিস ব্যবসায়ী সঠিক সময়সীমা বেছে নিতে পারছেন না। সাধারণভাবে বলতে গেলে সময়সীমার উচ্চতর, আরও সঠিক এবং নির্ভরযোগ্য আপনার বিশ্লেষণ হবে। তবে, সাপ্তাহিক বা মাসিক সময়সীমার সাথে, আপনাকে তুলনামূলকভাবে বড় ঝুঁকি নিতে হবে কারণ সাপ্তাহিক বা মাসিক টাইমফ্রেমে স্টপ-লস বড় হওয়া দরকার। সাধারণত দৈনিক এবং উপরের সময়সীমার প্রবণতা বিশ্লেষণ করা এবং সঠিক সময় অনুশীলন করা এবং ইন্ট্রাডাই টাইমফ্রেমের ভিত্তিতে বাণিজ্য সিদ্ধান্ত নেওয়া (ঘন্টা এবং নীচে) বুদ্ধিমানের কাজ। তবে সঠিক সময়সীমাটি চয়ন করা আপনার সঠিক ব্যবসায়ের কৌশলের ভিত্তিতে পরিবর্তিত হতে পারে।
-
অভিজ্ঞতা ছাড়া ফরেক্স মার্কেটে টিকে থাকা অনেক কষ্টের। আপনার উচিত প্রথমে ডেমো ট্রেড করে নিজের অবস্থান শক্ত করা। কারন ডেমো করা ছাড়া ফরেক্স করলে এ মার্কেট থেকে কখনও লাভের মুখ দেখতে পাবেন না। এ ছাড়া ফরেক্স বিষয়ে প্রচুর পড়া শোনা করে নিজেকে এ মার্কেটের উপযোগী করে তুলতে হবে। অন্যথায় আপনি সব সময় সাধারন ট্রেডার থেকে যাবেন।
-
আমিও একজন সাধারন ট্রেডার আমি এখনো অত ভাল ট্রেডা হতে পারিনি। আর তাই আমি ফরেক্স সম্পর্কে আরও অনেক কিছু যেনে অনেক কিছু শিক্ষে অনেক অভিজ্ঞতা অর্জন করে আমি আরও ভাল ট্রেডার হওয়ার চেস্টা করছি। আর আপনাদেরও উচিত ফরেক্স কে আক্রে ধরে বেচে থাকার চেস্টা করা তাতে আপনাদেরই লাভ।
-
ভাই আমিও একজন খুবই সাধারণ ট্রেডার । জীবনে ফরেক্স ট্রেডিং থেকে উল্লেখযোগ্য পরিমাণে লাভ না করলেও ফরেক্স ট্রেডিং এর সাথে লেগে আছি ফরেক্স ট্রেডিং ভালবাসি বলেই । ইচ্ছে আছে নিজেও একদিন এখন অভিজ্ঞ ট্রেডার হবো । মার্কেট আনাল্যসিস ছাড়া ট্রেড করব না । আসলে আমি অভিজ্ঞ ট্রেডারদেরকে অনুসরণ করি এবং তাদের থেকে কিছু কিছু বিষয় শিখি । এখন সেগুলো কাজে লাগানোর চেষ্টা করছি । ইচ্ছে আছে ভবিষ্যতে অনেক বড় ফরেক্স ট্রেডার হিসেবে নিজেকে পরিচয় দেবার ।
-
হ্যাঁ এটি সত্য যে মার্টিংটল কৌশলটি একটি জুয়া কৌশল এবং আমরা যদি এই ব্যবসায়টি একটি ব্যবসায়ের মতো করি তবে আমরা বৈদেশিক মুদ্রার ব্যবসায়ের জন্য মার্টিনেল কৌশল ব্যবহার করব না যদিও তা বোধগম্য তবে যদি তাদের বড় খবর হয় তবে এই কৌশলটি এবং ব্যবসায়ীর ক্ষতি হারাবে এবং আমরা আমাদের টার্গেটের চেয়ে বেশি লক্ষ্যবস্তু করছি না। মার্টিংলে কৌশলটি খুব ঝুঁকিপূর্ণ এবং লাভজনকও।
-
জী ভাই আমিও একজন সাধারণ ফরেক্স ট্রেডার এবং লার্নার,আমি মাত্র ২ বছর ফরেক্স বিজিনেস এ জইন করেছি এবং মাত্র ১ বছর রিয়েল ট্রেড এ জইন করেছি,আমি ট্রেড শিখছি,ফরেক্স ট্রেড এ অনেক ভালো ভালো ট্রেডার আছে,কিন্তু এই ভালো ট্রেডার এর ভিতর আমি খুব সাধারণ,কিন্তু নিজেকে একজন দক্ষ ট্রেডার করার চেষ্টা করছি।
-
প্রতিটি মানুষ যখন তার পরিশ্রমের ফল পায় তখন তার সত্যি কত যে আনন্দ আর কি যে খুশি সেটা এখন নিজেকে দেখেও বুজা যায়। আমার ফোরামের বোনাস আমি পেয়ে গেছি। তাই আমি মনে করি যারা এখন পান নি আপনারা কিছু দিন অপেক্কা করুন সেটা পেয়ে যাবেন। বোনাস পাওয়ার জন্য আমাদের ৩-৭ তারিখ পর্যন্ত অপেক্কা করতে হবে। এই সময়ের মধ্যে এ মুলত ফোরামের বোনাস যোগ হয়ে যায়।
-
ভাই আমি সাধারন ট্রেডার না অসাধরন ট্রেডার তা আমি নিজেও জানিনা।কেবল আমি এটুকু জানি আমি ফরেক্স মার্কেটে নিজেকে একজন স্টুডেন্ট মনে করি।ফরেক্স মার্কেটে ট্রেড করে লভ ও লস উভয় করি।লসের কারন গুলো বিশ্লেশন করি এবং লাভের কারন গুলো চিহ্নিত করে রাখি।মাস শেষে আমার বসের কাছে বিশ্লেষন করি।তারপর লাভলস হিসাব করে দেখি।এতে আমার কিছু প্রফিট করি য দিয়ে আমার হাত খরচ মোটামোটি চলে।
-
আপনার মত অনেক ট্রেডার আছে। আমরা সবাই সাধারন ট্রেডার। অনেকে বলে আমার একটা ট্রেডও লস হয় না। আমার সব ট্রেড লাভে কাটি। এটা কেউ বললে সে তাকে ভুল বলছে বা মিথ্যা বলছে। ফরেক্স এ ট্রেড করলে লাভ এবং লস দুটিই বিদ্যমান।
-
ফরেক্সে আমরা যারা ট্রেড করছি তাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যারা অনেক বেশি ফরেক্স ট্রেডিংয়ে পরদর্শি এবং খুবই কম সময় তারা ফরেক্সে লস করেছে কিন্তু আমি মনে করি তারাও বলতে পারবেন না যে তারা ফরেক্স ট্রেডিংয়ের মাস্টার কারন ফরেক্স ট্রেডিংয়ে মিখার কোন শেষ নেই এখান থেকে ভাল প্রফিট লাভ করে টিকে থাকতে হলে একজন ট্রেডারকে প্রতিনিয়তই আপডেট রাখতে হয়।
-
আমার সবাই ফরেক্স মার্কেটে কাজ করি । আমি যখন ফরেক্স মার্কেটে কাজ থাকি তাই আমি ফরেক্স মার্কেটে একজন সাধারন ট্রেডার হয়ে থাকতে চাই । ফরেক্স মার্কেটে কাজ করতে হলে আমাদের কে ভাল করে ফরেক্স মার্কেট নিয়া আলোচনা করতে হবে । আমি ফরেক্স মার্কেটে একজন সাধারন ট্রেডার হয়ে থাকতে চাই ।
-
ভাই আমি খুব সাধারণ ব্যবসায়ী। যদিও আমি আমার জীবনে ফরেক্স ট্রেডিং থেকে উল্লেখযোগ্যভাবে উপকৃত হইনি, তবে আমি ফরেক্স ট্রেডিং পছন্দ করি কারণ আমি ফরেক্স ট্রেডিং পছন্দ করি। আমি আশা করি আমার একদিন একজন অভিজ্ঞ ব্যবসায়ী থাকতেন। বাজার বিশ্লেষণ ছাড়া বাণিজ্য করবেন না। আসলে, আমি অভিজ্ঞ ব্যবসায়ীদের অনুসরণ করি এবং তাদের কাছ থেকে কয়েকটি জিনিস শিখি। এখন আমি সেগুলি ব্যবহার করার চেষ্টা করছি। আমি ভবিষ্যতে নিজেকে একজন দুর্দান্ত ফরেক্স ব্যবসায়ী হিসাবে পরিচয় করিয়ে দিতে চাই।
-
আসলে এসএল হিট করেনা এমন মানের ফরেক্স ট্রেডার আমার জানা মতে কোথাও দেখেনি।ব্যবসা করতে গেলে লাভ লস হবে এটায় স্বাভাবিক ,তবে যারা প্রফেশনাল তারাও লাভ লস করলেও তাদের লাভে ধারাবাহিকতা থাকে এ কারনে তারা সফল ফরেক্স ট্রেডার।
-
এখানে আমরা সবাই সাধারন ট্রেডার । একানে কেউ অসাধারন ট্রেডার নেই । আমার মনে হয় না এখানে কউ ইচ্ছা করলেই অসাধারন হতে পারে । আসলে আমরা সবাই যার যার অবস্থান থেকে খুবেই সাধারন । আর ফরেক্স মার্কেট এর এমন মুভম্নেট যে এখানে অসাধারন হওয়ার কোন ধরনের উপায় নেই বলে আমি মনে করি ।
-
ফরেক্স মার্কেটে সকলেই প্রথম নিজেদেরকে সাধারন ট্রেডার হিসাবে মনে করে কিন্তু ধীরে ধরে সেই এক সময় পারফেক্ট দক্ষ এবং অভিজ্ঞ ফরেক্স ট্রেডার হিসাবে সকলের কাছে পরিচিতি লাভ করে।আসলে ফরেক্স মার্কেটে সফলতা সাথে টিকে থাকতে হলে অবশ্যই ভাল ফরেক্স ট্রেডিং জ্ঞান এবং অভিজ্ঞতার কোন বিকল্প নেই।
-
সাধারণ ট্রেডার থেকে আস্তে আস্তে নিজের পরিশ্রমের দ্বারাই মানুষ হয়ে থাকে অসাধারণ আর ফরেক্স মার্কেটে সাধারণ ট্রেডার হতে শুরু করে আমরা যারা ট্রেডিং করি তারা জানি যে এখানে পরিশ্রম করবে এবং ফরেক্সের পেছনে লেগে থাকবে দিন শেষে জয়ের হাসি সেই হাসতে পারবে এই মার্কেট ট্রেড করতে হলে আপনাকে অনেক বেশি ফরেক্স সম্পর্কে জানতে এবং শিখতে হবে যা আপনার ভবিষ্যৎ জীবনের জন্য সফলতা বয়ে আনতে পারে এজন্য আমি মনে করি আর ৫টা ট্রেডারের মত আপনি ট্রেড করলে ফরেক্স থেকে ভাল মুনাফা অর্জন করতে পারবেন ।
-
আমি মনে করি আর ৫টা ট্রেডারের মত আপনি ট্রেড করলে ফরেক্স থেকে ভাল মুনাফা অর্জন করতে পারবেন । আর বিশেষ আপনাকে অবশ্যই কিছু বিষয় খেয়াল রাখতে হবে লোভ এবং ধৈয্য এই দুটো যদি আপনি সঠিকভাবে নিয়ন্ত্রণে নিতে পারেন তাহলে অবশ্যই আপনি ফরেক্স মার্কেট থেকে ভাল মুনাফা অর্জন করতে পারবেন । তবে অভিজ্ঞতা ছাড়া ফরেক্স মার্কেটে টিকে থাকা অনেক কষ্টের । আপনার উচিত প্রথমে ডেমো ট্রেড করে নিজের অবস্থান শক্ত করা ।
-
ফরেক্সে বুঝেশুনে ও মার্কেট এনালাইসিস যদি আপনি ট্রেড করতে পারেন তাহলে বুঝতে হবে আপনার ট্রেডিং মাইন্ড ভালো।
-
নিজেকে সাধারন ট্রেডারই বলি। যদিও আমি এসএল ব্যবহার করি না, তবে টেক প্রফিট ব্যবহার করি। নিজেকে সাধারন ট্রেডার বলছি কারন আমি দক্ষ ট্রেডার দের মত অতো হয়তো লাভ করতে পারিনা এবং মাঝে মাঝেই লস করি। ফরেক্সে অধিকাংশ ট্রেডারই সাধারন ট্রেডার যারা লস করে লাভ করে লাভ লস মিলিয়েই চলে। ফরেক্সে অধিকাংশ ট্রেডারই সাধারন ট্রেডার যারা লস করে লাভ করে লাভ লস মিলিয়েই চলে।ফরেক্সে অধিকাংশ ট্রেডারই সাধারন ট্রেডার যারা লস করে লাভ করে লাভ লস মিলিয়েই চলে।
-
নিজেকে সাধারন ট্রেডার বলছি কারন আমি দক্ষ ট্রেডার দের মত অতো হয়তো লাভ করতে পারিনা এবং মাঝে মাঝেই লস করি। ফরেক্সে অধিকাংশ ট্রেডারই সাধারন ট্রেডার যারা লস করে লাভ করে লাভ লস মিলিয়েই চলে। তবে দক্ষ ট্রেডার হওয়ার সোপান হলো সাধারন ট্রেডার। আপনি যেমন ট্রেডার হন না কেন আপনাকে ফরেক্স মার্কেট থেকে লাভ বের করে নিয়ে আসতে হবে তা হলে আপনাকে বলা যাবে ফরেক্স মার্কেট এ আপনি একজন ভাল ট্রেডার হতে পারবেন তাই আপনাকে নিয়মিত ট্রেড করতে হবে ।
-
ফরেক্স মার্কেটে ট্রেডিং করার জন্য আমরা স্টপ লস আর টেক প্রফিট ব্যাবহার করে ট্রেডিং করে থাকি,ফরেক্স মার্কেটে আমাদের ট্রেডিং করার সময় স্টপ লসে বেশি হিট করে, কিন্তু আমাদের টেক প্রফিটে বেশি হিট করে না কারন আমরা অল্প প্রফিট হলেই ট্রেড ক্লোজ করি।আমি দক্ষ ট্রেডার দের মত অতো হয়তো লাভ করতে পারিনা এবং মাঝে মাঝেই লস করি। ফরেক্সে অধিকাংশ ট্রেডারই সাধারন ট্রেডার যারা লস করে লাভ করে লাভ লস মিলিয়েই চলে। তবে দক্ষ ট্রেডার হওয়ার সোপান হলো সাধারন ট্রেডার।
-
ট্রেডার হিসেবে আমি একজন ভাল ট্রেডারস না। আমি অত ভাল ট্রেড করতে পারিনা। আমি এই মারকেটে আরো জ্ঞান র্অজন করতে চাই। ডেমো করা ছাড়া ফরেক্স করলে এ মার্কেট থেকে কখনও লাভের মুখ দেখতে পাবেন না। এ ছাড়া ফরেক্স বিষয়ে প্রচুর পড়া শোনা করে নিজেকে এ মার্কেটের উপযোগী করে তুলতে হবে।