-
ফরেক্স মার্কেটে রোবট দিয়ে ট্রেড করে কউ কখনো সফল ট্রেডার হতে পারেনা । তাই আমাদের ফরেক্স মার্কেটে দক্ষতা অর্জন করতে হবে তাহলে এই মার্কেটে সফল ট্রেডার হিসাবে প্রকাশ করতে পারব । এমন অনেকে আছেন রোবট ট্রেডিংয়ে ভালো প্রফিট করে থাকে আবার অনেকে রোবটের ক্ষপ্পরে পড়ে অনেক লসও করে থাকে। তবে ট্রেডারদের রোবটের উপর নির্ভর না করে নিজে এনালাইসিস করে ট্রেড করলে সেটাই ভালো হবে।
-
রোবট হলো একটি সফটওয়্যার যার মাধ্যমে অটো ট্রেড অন অফ হয়ে থাকে। এখানে মুলত যারা ফরেক্সে এক্সপার্ট তারা তাদের ফর্মুলা অনুযায়ী রোবট তৈরি করে। যাতে করে একজন ট্রেডার মার্কেটে না থেকেও রোবটের মাধ্যমে অটো ট্রেডার ওপেন এবং ক্লোজ করে থাকে। রোবট ট্রেডিংয়ে ভালো প্রফিট করে থাকে আবার অনেকে রোবটের ক্ষপ্পরে পড়ে অনেক লসও করে থাকে। তবে ট্রেডারদের রোবটের উপর নির্ভর না করে নিজে এনালাইসিস করে ট্রেড করলে সেটাই ভালো হবে।
-
ফরেক্সে ট্রেডিং করতে এসে প্রত্যেকেই আমরা এক্সপার্ট এডভাইসার (ইএ) এবং রোবট সম্পর্কে কম-বেশি শুনেছে। এক্সপার্ট এডভাইসার এবং রোবট এই দুইটা একই। রোবট বা এক্সপার্ট এডভাইসর এর মাধ্যমে ট্রেডিং হলো, একটি নির্দিষ্ট কমান্ড বা নির্দেশ অনুসরণ করা। যা ট্রেডারের অনুপস্থিতে স্বয়ংক্রিয়ভাবে নিজেই ট্রেডিং করে থাকে। এবং এতেও লাভ-লস হয়ে থাকে। তবে আমার মতে ফরেক্স থেকে আমাদের কাঙ্খিত লক্ষ্য বাস্তবায়নে, আমাদের সকলের উচিত নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ট্রেডিং করা। কেননা আপনি ফরেক্স নিয়ে যত বেশি ঘাটাঘাটি করবেন, ফরেক্স সম্পর্কে দক্ষতা ও অভিজ্ঞতার পরিমাণ তত বৃদ্ধি পাবে। আর অভিজ্ঞতার পরিমাণ বৃদ্ধি পেলে প্রফিট এর পরিমাণও বৃদ্ধি পাবে। তাই আমাদের সকলের উচিত এক্সপার্ট এডভাইসর বা রোবট দিয়ে ট্রেডিং এর পরিবর্তে নিজস্ব মেধা খাটিয়ে ট্রেডিং করা।
-
ফরেক্স কাজ করতে এসে আমরা সবাই রোবটের নাম শুনেছি। ফরেক্সে রোবট বলতে এক্সপার্ট এডভাইজার বা ইএ কেই বোঝানো হয়। ফরেক্স রোবট হলো প্রোগ্রামিং সফটওয়্যা। এটি ট্রেডারের অনুপস্থিতিতে ট্রেডারের হয়ে কাজ করে থাকে। যেমনঃ- আমরা যখন স্টপ লস ও টেক প্রফিট কল দিয়ে রাখি তখন আমরা অনলাইনে না থাকলেও রোবট আমাদের হয়ে কাজ করে থাক। যখন স্টপ লস বা টেক প্রফিট কল দিয়ে রাখা হয় মার্কেট প্রাইস সেখানে আসলে সয়ংক্রিয়ভাবে ট্রেডটি ক্লোজ হয়ে যায়। এসব কাজ রোবটের মাধ্যমেই সম্পাদন হয়ে থাকে। কখনো কখনো রোবট ঠিক মতো কাজ করে না, তখন বুঝতে হবে হয়তো কোথাও আপনার ট্রেডিং স্ট্রাটেজিতে ভুল আছে।
-
ফরেক্স মার্কেটে রোবোট কথাটি আমি বহুবার শুনেছি।কিন্তু ফরেক্স মার্কেটে রোবট কি তা আমি আজ এই পোষ্ট পরে বুঝতে পারলাম।ফরেক্স মার্কেটে রোবোট হচ্ছে এক্সপার্ট এডভাইসর যার মাধ্যমে আপনি ফরেক্স মার্কেটে না থাকলেও ট্রড করা যায়।ফরেক্সে রেবিট এমন একটা প্রোগ্রাম যেটার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ট্রেড করা যায় । রোবট এক ধরণের প্রোগ্রাম জার সাহায্যে আপনি আগে থেকেই আপনার ট্রেডিং স্ট্রেটেজি লিখে ফেলতে পারবেন প্রোগ্রামের সাহায্যে আর এই প্রোগ্রামটি সয়ঙ্ক্রিওভাবে আপনার উল্লেখিত নিরদেশে ট্রেড ওপেন করবে ।
-
ফরেক্স মার্কেটে রোবোট কথাটি আমি বহুবার শুনেছি।কিন্তু ফরেক্স মার্কেটে রোবট কি তা আমি আজ এই পোষ্ট পরে বুঝতে পারলাম।ফরেক্স মার্কেটে রোবোট হচ্ছে এক্সপার্ট এডভাইসর যার মাধ্যমে আপনি ফরেক্স মার্কেটে না থাকলেও ট্রড করা যায়।কিন্তু বোবোট কিভাবে সেট করা হয় বা কিভাবে পরিচালোনা করা হয় দয়াকরে বিস্তারিত কে বলবেন কি।
-
ফরেক্স ব্যবসা এক ধরনের ব্যবসা যা আপনি ফরেক্স রোবটের মাধ্যমেও করতে পারেন। তবে ফরেক্স মার্কেট আপিনি যদি ভাল করে যেনে শুনে ট্রেড করতে পারেন তবে আমি মনে করি ফরেক্স রোবটের কোন ধরকার নেই। তাই অবিজ্ঞ ট্রেডার হয়ে আপনি ফরেক্স মার্কেটে নিজেই ট্রেড করলে অনেক ভাল হবে।
-
ফরেক্স রোবট অনেক কিছুই দেখতে পায় না, তবুও ফোরেক্স রোবটগুলি ভয়াবহ বলে আমি মনে করি না, আমরা যে অভিজ্ঞতা অর্জন করেছি তা হ'ল আমাদের প্রচুর সংখ্যক ফ্রি ডেমো রোবটকে ব্যবহার করে এবং আপনি বিনামূল্যে রোবট ব্যবহারের অফ অফ সুযোগে, ফলাফল গ্রহণযোগ্য হবে না, তবে আপনি একটি দুর্দান্ত রোবট। প্রবেশ করুন, তদন্ত করুন এবং এটি লাইভ করুন!
-
ফরেক্স ব্যবসা এক ধরনের ব্যবসা যা আপনি ফরেক্স রোবটের মাধ্যমেও করতে পারেন। তবে ফরেক্স মার্কেট আপিনি যদি ভাল করে যেনে শুনে ট্রেড করতে পারেন তবে আমি মনে করি ফরেক্স রোবটের কোন ধরকার নেই। তাই অবিজ্ঞ ট্রেডার হয়ে আপনি ফরেক্স মার্কেটে নিজেই ট্রেড করলে অনেক ভাল হবে।
-
ইতিপূর্বে আমরা অনেকবার ফরেক্স রোবট সম্পর্কে জেনেছি। কমবেশি অনেকের এ বিষয়ে ধারণা রয়েছে আবার অনেকের নেই। ফরেক্স রোবট বা Expert Advisor হলো এমন একটি প্রোগ্রাম সফটওয়্যার যার মাধ্যমে অটোমেটিকভাবে ট্রেড ওপেন এবং ক্লোজ করে অটোমেটিক ভাবে পরিচালনা করে থাকে। এর মাধ্যমে অনেকে বেশ প্রফিটেবল হয়েছে আবার অনেকে লুজারও হয়েছে। তবে একজন নতুন ট্রেড এর ক্ষেত্রে ফরেক্স রোবটের মাধ্যমে ট্রেড করা উচিত নয় এতে করে নিজের দক্ষতা বৃদ্ধি পাবে না।
-
আমি একজন নতুন ট্রেডার তাই ফরেক্সে রোবটা সম্পর্কে পূর্ণাঙ্গভাবে জানি না । আর এখনো পর্যন্ত রোবট ব্যবহার করেও দেখিনি । তাই আমি মনে করি যে রোবট দিয়ে ফরেক্স ট্রেডারদের উপকার হতে পারে যদি রোবটটি সঠিক ব্যাক্তি দ্বারা বানানো ও রানিং হয় । রোবট এই প্রোগ্রাম এর মাধ্যমে আপনার ট্রেডের যাবতীয় সিদ্ধান্ত নিতে পারবে ।মানুষের চিন্তা ভাবনা করা লাগে না। রোবট তাকে প্রথমে দেওয়া নির্দেশনাগুলো মেনে ট্রেড করে। তার বাইরে কিছু করতে পারে না। আর এটাকেই রোবট বলা হয়। আমি রোবট ব্যাবহার এর পক্ষে না।
-
রোবোট কথাটি আমি বহুবার শুনেছি।কিন্তু ফরেক্স মার্কেটে রোবট কি তা আমি আজ এই পোষ্ট পরে বুঝতে পারলাম।ফরেক্স মার্কেটে রোবোট হচ্ছে এক্সপার্ট এডভাইসর যার মাধ্যমে আপনি ফরেক্স মার্কেটে না থাকলেও ট্রড করা যায়।কিন্তু বোবোট কিভাবে সেট করা হয় বা কিভাবে পরিচালোনা করা হয় দয়াকরে বিস্তারিত কে বলবেন কি।
-
রোবট হচ্ছে একধরনের প্রোগ্রামিং সফটওয়্যার যার মাধ্যমে আপনি আপনার অনুপস্থিতিতে আপনার ট্রেডিং এর দ্বারা পরিচালিত করতে পারবেন.আইটি আসলে একজন ত্রাদের এর মতই আপনার ট্রেডিং পরিচালনা করবে.এইরকম অনেক রোবট বাজারে রয়েছে যেগুলোর মধ্যে ভালোগুলো বেবহার করে আপনি ট্রেডিং এ লাভবান হতে পারেন.
-
ফরেক্স এ রোবটের কথা সবাই কম বেশি শুনে থাকবেন। ফরেক্স এ রোবট বলতে এক্সপার্ট এডভাইসর বা ই এ কেই বোঝানো হয়। মূলত ফরেক্স রোবট হল একটি প্রোগ্রামীং সফটওয়্যার। কিছু প্রোগ্রামীং কোডের উপর ভিত্তি করে ফরেক্স রোবট তৈরি করা হয়। এটি আপনার অনুপস্থিতিতে আপনার হয়ে ট্রেড করে থাকে।আমরা অনেকেই এগুলোকে আলাদা মনে করি। কিন্তু এক্সপার্ট এডভাইসার এবং রোবট এই দুইটা একই। রোবট হলো ট্রেডারের হয়ে স্বয়ংক্রিয় ভাবে ট্রেড চালাবে, রোবটই সিদ্ধান্ত নেবে। এটা নির্দিষ্ট প্রোগ্রাম করা।আসলে রোবট তৈরি করা হয় একটি সফল ট্রেডিং স্ট্রাটেজির উপর ভিত্তি করে। যদি কখনো দেখেন যে রোবট ঠিক মত কাজ করছে না, তাহলে ভালবেন আপনার ট্রেডিং স্ট্রাটেজি কোন প্রবলেম আছে। আমার মতে রোবট দিয়ে ট্রেড না করাই ভাল।আমি মনে করি ফরেক্স রোবটের কোন ধরকার নেই। তাই অবিজ্ঞ ট্রেডার হয়ে আপনি ফরেক্স মার্কেটে নিজেই ট্রেড করলে অনেক ভাল হবে।
-
এক্সপার্ট এডভাইসার (ইএ) এবং রোবট সম্পর্কে প্রায় সবাইই শুনেছি। কিন্তু এগুলো সম্পর্কে আমাদের অনেকের ধারনা নেই। আমরা অনেকেই এগুলোকে আলাদা মনে করি। কিন্তু এক্সপার্ট এডভাইসার এবং রোবট এই দুইটা একই। রোবট হলো ট্রেডারের হয়ে স্বয়ংক্রিয় ভাবে ট্রেড চালাবে, রোবটই সিদ্ধান্ত নেবে। এটা নির্দিষ্ট প্রোগ্রাম করা।ফরেক্স মার্কেটে রোবট বলতে বস্তুগত কোন কিছুকে বোঝায় না । ফরেক্স মার্কেটে রোবট হলো একটা প্রোগ্রামিং সফটওয়্যার বা টুলস্ বলা চলে । অর্থাৎ আপনার লজিক কে প্রোগ্রাম এ কনভার্ট করে সেটা দিয়ে একটা টুলস বানানো হয় এবং সেই টুলসটা রোবটের মত কাজ করে অর্থাৎ তার ভেতরে যে ইনস্ট্রাকশন দেয়া থাকে সে অটোমেটিক সে কাজগুলো করতে থাকে । আমি মনে করি আমাদের ট্রেডিং এর জন্য রোবট না ব্যবহার করা উত্তম । নিজেদের ট্রেডিং স্ট্রাটেজি নিজেরা ম্যানুয়ালি ইউজ করাই ভালো ।
-
ফরেক্স মার্কেটে রোবোট কথাটি আমি বহুবার শুনেছি।কিন্তু ফরেক্স মার্কেটে রোবট কি তা আমি আজ এই পোষ্ট পরে বুঝতে পারলাম।ফরেক্স মার্কেটে রোবোট হচ্ছে এক্সপার্ট এডভাইসর যার মাধ্যমে আপনি ফরেক্স মার্কেটে না থাকলেও ট্রড করা যায়।কিন্তু বোবোট কিভাবে সেট করা হয় বা কিভাবে পরিচালোনা করা হয় দয়াকরে বিস্তারিত কে বলবেন কি। যে প্রোগ্রাম করে দেয় তাই হচ্ছে রোবট । ফরেক্স এমন একটি মার্কেট যেখানে রোবটের *মাধ্যমেও ট্রেড করা যায় । একটি নির্দিষ্ট কোডিং এর মাধ্যমে রোবট তৈরী এবং একটি নির্দিষ্ট লজিকে ট্রেড ওপেন এবং ক্লোজ করে থাকে । নির্ধারিত লজিকে কাজ করে বিধায় রোবটের মাধ্যমে ভাল ফল পাওয়া যায় না । রোবট হচ্ছে এক ধরনের প্রোগ্রাম । যা কিছু লজিকের মাধ্যমে কাজ করে । রোবটের মাধম্য ফরেক্স করা বেশিরভাগ সময়ই ভাল ফলাফল দেয় না । তাই আমি মনে করি ফরেক্স মার্কেটে রোবট ব্যবহার না করাই ভাল ।এই ফরেক্স রোবট এ আমাদের নিজেদের আগে থেকেই লজিক দিতে হয় । আর এই লজিকের উপর ভিত্তি করেই ফরেক্স রোবট অটোম্যাটিক ভাবে কাজ করে । আমি আসলে ফরেক্স রোবট এ এতটা বিশ্বাস করি না এবং কখনো ব্যবহারও করি নাই । আমি নিজে ম্যানুয়ালি ট্রড করতে আগ্রহী ।
-
ফরেক্সে আমরা এক্সপার্ট এডভাইসার এবং রোবট সম্পর্কে প্রায় সবাইই শুনেছি। কিন্তু এগুলো সম্পর্কে আমাদের অনেকের ধারনা নেই। আমরা অনেকেই এগুলোকে আলাদা মনে করি। কিন্তু এক্সপার্ট এডভাইসার এবং রোবট এই দুইটা একই। রোবট হলো ট্রেডারের হয়ে স্বয়ংক্রিয় ভাবে ট্রেড চালাবে, রোবটই সিদ্ধান্ত নেবে। এটা নির্দিষ্ট প্রোগ্রাম করা।যে মানুষের করণীয় কাজ নিজে করে দেয় তাকেই রোবট বলে। ফরেক্সে আপনার ট্রেড অপেন ও ক্লোজ যে করে দেয় তাকেই ফরেক্স রোবট বলে। এটি একটি খুবই ছোট সাইজের ex4 বা mq4 প্রোগ্রাম।
-
ফরেক্স এ অটোমেটিক ট্রেড অন করা এবং প্রফিট অটো নিয়ে ট্রেড ক্লোজ করার জন্ন বিভিন্ন্য সফটওয়্যার বানানো হয়। অই সব সফটওয়্যার কে আমরা ফরেক্স রোবট বা ফরেক্স রবোটিক সফটওয়্যার বলে থাকি।
ফরেক্স অটোমেটিক সফটওয়্যার এর উপকারিতা নির্ভর করে, সফটওয়্যার তা কি কি এনাল্যসিস এর ভিতরে দেয়া হইছে।
-
ফরেক্স মার্কেটে রোবোট কথাটি আমি বহুবার শুনেছি।কিন্তু ফরেক্স মার্কেটে রোবট কি তা আমি আজ এই পোষ্ট পরে বুঝতে পারলাম।ফরেক্স মার্কেটে রোবোট হচ্ছে এক্সপার্ট এডভাইসর যার মাধ্যমে আপনি ফরেক্স মার্কেটে না থাকলেও ট্রড করা যায়।কিন্তু বোবোট কিভাবে সেট করা হয় বা কিভাবে পরিচালোনা করা হয় দয়াকরে বিস্তারিত কে বলবেন কি।মানুষের কাজ যে প্রোগ্রাম করে দেয় তাই হচ্ছে রোবট । ফরেক্স এমন একটি মার্কেট যেখানে রোবটের *মাধ্যমেও ট্রেড করা যায় । একটি নির্দিষ্ট কোডিং এর মাধ্যমে রোবট তৈরী এবং একটি নির্দিষ্ট লজিকে ট্রেড ওপেন এবং ক্লোজ করে থাকে । নির্ধারিত লজিকে কাজ করে বিধায় রোবটের মাধ্যমে ভাল ফল পাওয়া যায় না । রোবট হচ্ছে এক ধরনের প্রোগ্রাম । যা কিছু লজিকের মাধ্যমে কাজ করে । রোবটের মাধম্য ফরেক্স করা বেশিরভাগ সময়ই ভাল ফলাফল দেয় না । তাই আমি মনে করি ফরেক্স মার্কেটে রোবট ব্যবহার না করাই ভাল ।ফরেক্স ট্রেডিং এ অনেকেই রোবট ব্যবহার করে থাকেন । ফরেক্সে রেবিট এমন একটা প্রোগ্রাম যেটার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ট্রেড করা যায় । রোবট এক ধরণের প্রোগ্রাম জার সাহায্যে আপনি আগে থেকেই আপনার ট্রেডিং স্ট্রেটেজি লিখে ফেলতে পারবেন প্রোগ্রামের সাহায্যে আর এই প্রোগ্রামটি সয়ঙ্ক্রিওভাবে আপনার উল্লেখিত নিরদেশে ট্রেড ওপেন করবে । তাই আমি মনে করি যে রোবট দিয়ে ফরেক্স ট্রেডারদের উপকার হতে পারে যদি রোবটটি সঠিক ব্যাক্তি দ্বারা বানানো হয়।
-
ফরেক্স এ রোবটের কথা সবাই কম বেশি শুনে থাকবেন। ফরেক্স এ রোবট বলতে এক্সপার্ট এডভাইসর বা ই এ কেই বোঝানো হয়।মূলত ফরেক্স রোবট হল একটি প্রোগ্রামীং সফটওয়্যার।কিছু প্রোগ্রামীং কোডের উপর ভিত্তি করে ফরেক্স রোবট তৈরি করা হয়।ফরেক্সে আমরা এক্সপার্ট এডভাইসার (ইএ) এবং রোবট সম্পর্কে প্রায় সবাইই শুনেছি। কিন্তু এগুলো সম্পর্কে আমাদের অনেকের ধারনা নেই। আমরা অনেকেই এগুলোকে আলাদা মনে করি। কিন্তু এক্সপার্ট এডভাইসার এবং রোবট এই দুইটা একই। রোবট হলো ট্রেডারের হয়ে স্বয়ংক্রিয় ভাবে ট্রেড চালাবে, রোবটই সিদ্ধান্ত নেবে। এটা নির্দিষ্ট প্রোগ্রাম করা।