মার্কেটে দক্ষ ট্রেডার ও নিজের লস কমাতে হলে নিম্নক্ত বিষয়গুলো মেনে চলতে হবে-
১।মার্কেতে লোভ করা যাবে না
২।ইমোষন কন্ট্রল করতে হবে
৩।মার্কেট এনালাইসিস করেট্রেড ওপেন করতে হবে
৪।হুঠাট করে ট্রেড ওপেন বা ক্লোজ করা থেকে বিরত থাকতে হবে।
Printable View
মার্কেটে দক্ষ ট্রেডার ও নিজের লস কমাতে হলে নিম্নক্ত বিষয়গুলো মেনে চলতে হবে-
১।মার্কেতে লোভ করা যাবে না
২।ইমোষন কন্ট্রল করতে হবে
৩।মার্কেট এনালাইসিস করেট্রেড ওপেন করতে হবে
৪।হুঠাট করে ট্রেড ওপেন বা ক্লোজ করা থেকে বিরত থাকতে হবে।
স্বাভাবিকভাবে ফরেক্স করতে গেলে কম বেশি লস হবেই। কেউই বলতে পারবে না যে আমি ১০০% সফল। ফরেক্স এ যারা ৮০% এর উপরে সফল তাদেরকেই সফল ট্রেডার বলা হয়। তার জন্য যে লস হবেই এমন কোন কথা নেই। লস কে আস্তে আস্তে কমিয়ে আনতে হবে। এর জন্য আপনাকে নিয়ম মেনে তারপরে ট্রেড করতে হবে। আপনি যদি নিয়ম মেনে ফরেক্স ট্রেড করতে পারেন তাহলে আপনি সফল হবেন।
ফরেক্স এ লস ঠেকাতে হলে ট্রেডিং এ দক্ষ্য হওয়ার কোন বিকল্প নাই। ফরেক্স এ লস ঠেকাতে হলে মানি ম্যানেজমেন্ট খুব জরুরি বিষয়। ফরেক্স এ লস ঠেকাতে হলে লোভ সংবরন করতে হবে। ফরেক্স এ লস ঠেকাতে হলে ট্রেড ওপেন এবং ট্রেড ক্লোজ এর ক্ষেত্রে আবেগ কে কন্ট্রোল করতে শিখতে হবে। আবেগ কন্ট্রোল করার সহজ উপায় হল দুই একবার লস করা।
অব্যশই ফরেক্স এ যদি লস হয় শুধু তাহলে আপনি প্রফিট করবেন কখন। তাহলে এমন ভাবে ট্রেড করতে হবে যাতে লাভ এবং লস মিলিয়েও আপনাকে প্রফিট এ থাকতে হবে। ফরেক্স এ ঝুকি থাকে, কারন এখানে ১০০% লাভের নিশ্চয়তা থাকে না।
ফরেক্স ব্যবসায় লস হবেই। লস ব্যবিত আপনি লাভ করতে পারবেন না। তাই বলে কি লসের ভয়ে ফরেক্স করা ছেড়ে দিবেন। না তা কখনোই নয়। তবে আমাদের এই লসের পরিমানটা কমিয়ে আনতে হবে। তাহলেই আমরা লাভ করতে পারব। আর লস ঠেকাতে লেগে কখনোই একই ভুল বার বার করা যাবে না। ভুল হতে শিক্ষা নিয়ে তার পরে ফরেক্স করতে হবে।
আমরা জানি লাভ লস প্রত্যেকটা ব্যবসার অংশ। এটা ব্যবসায়ের মৌলিক ব্যপার। ফরেক্সও তার ব্যতিক্রম নয়। এখানেও যেমন লাভ আছে তেমনি লসও আছে। কিন্তু ফরেক্সে লস মাঝে মাঝে অনেক বেশি হয়ে যায়। এটাকে অবশ্যই নিয়ন্ত্রনের মাঝে থাকতে হবে। লস ঠেকাতে হলে বিভিন্ন পদক্ষেপ নেয়া যায়, যেমন স্টপ লস ব্যবহার করা, ব্যাকআপ ট্রেড নেয়া ইত্যাদি ব্যপার।
ফরেক্সে লস ঠেকাতে হলে বিষয় গুলোর আপনার জন্য প্রয়ােজন - অভিজ্ঞতা অর্জন, লোভ সামাল দেওয়া, মার্কেট এনালাইসিস করা, মানিম্যানেজম্যান্ট সম্পর্কে জানা , ধ্যর্য ধরে ট্রেড করা, ওভার ট্রেডিং না করা ইত্যাদি । তাই লস কমাতে হলে উপরিউক্ত অভ্যাস গুলো অর্জন করতে হবে ।
লস কোন ব্যবসা তেই ঠেকানো সম্ভব না । কেউ বলতে পারবে না যে আমার ১০০% লাভ হবে । তবে লস কম করা সম্ভব । কেউ কেউ একটু বেশিই লস করে । লস কম করতে হলে মার্কেট বুঝে ট্রেড করা , স্টপ লস কমিয়ে দেওয়া , এনালাইসিস ছারা ট্রেড না করা ।
ফরেক্স এ আজ যারা সফল তাদের ফরেক্স হিজটরি এওরকম যে তারা লস করে ই শিখেছে। ফরেক্স এ লস স্বাভাবিকভাবে মেনে নিতে হবে। লস ফরেক্স এ হবে। কারন আপনি ট্রেড করলে আপনার সাথে সাথে কয়কে ট্রিলিয়ন ডোলার লেনদেন হচ্ছে। মার্কেট যেদিকে যায় আমাদের সেদিকেই ট্রেড দেয়া উচিত।
ফরেক্সে লস ঠেকাতে হলে আপনাকে অবশ্যই ট্রেড মানিম্যানেজমেন্ট এবং অ্যানালাইসিস অনুযায়ী করতে হবে।আর আপনি যদি এগুলো যথাযথো ভাবে অনুসরন করে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করতে পারেন ব্যবসার করতে হলে লাভ লস থাকে আপনি থিক বলেছেন ফরেক্স বেশি লোভ না করা ভাল|আপনি যদি লোভ তাগ করতে পারেন তবে আপনি ফরেক্স থেকে লাভ করতে পারবেন ফরেক্স এ ট্রেড করার আগে ভালোভাবে এই বিষয়ে জ্ঞান লাভ করতে হবে,আবেগ দুর করতে হবে,স্টপ লস ব্যবহার করলে লস কম হবার সম্ভাবনা কম থাকে।
ফরেক্সে ট্রেড করলে যেমন লাভ হওয়ার সম্ভাবনা তেমনি আবার লস হওয়ার সম্ভাবনা থাকে। আমি মনে করি ফরেক্স একটি ঠান্ডা মাথার বিজনেস। যেখানে মাথা গরমের কোন স্থান নেই। যদি কোন ভাবে লস হয়েই যায়! তাহলে ধৈর্য্য ধারন করে থাকাটাই বুদ্ধিমান এর কাজ হবে। অতি লোভে এই ব্যাবসায় নামা যাবেনা। বা অতি লোভে বেশী লাভের আশায় বর ট্রেড করা যাবে না। তাহলেই মনে হয় সফল হওয়া সম্ভব।
ফরেক্স ব্যবসা দিন দিন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। কেননা ফরেক্স মাকেট থেকে আয় করার নির্দিষ্ট কোনো এমাউন্ট নেই। ফরেক্স প্রতিদিন যেমন লাভ আছে তেমনি লসও আছে। আর লস ঠেকাতে করণীয়:
১.ফরেক্সে লোভ করা যাবে না।
২.অবশ্যই দক্ষতা ও কৈৗশল প্রয়োজন।
৩.ভাগ্যের উপর নির্ভর না করে ফরেক্স মার্কেটে অবশ্যই এনালাইসিস করা জরুরি।
৪. আর অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করতে হবে।
আসলে লস ঠেকানোর কোন উপায় থাকবে না যদি আমরা লস ঠেকাতে না পারার মত কাজ করি । আসলে ফরেক্স অনেক ঝুঁকিপূর্ণ একটা মার্কেট । এখানে অনেক বেশি রিস্ক আর যে কোন মূহূর্তে লস করার সম্ভাবনা থাকে । আর যদি বিনিয়োগকৃত টাকা কম হয় তবে যে কোন সময় একাউন্ট জিরো হয়ে যেতে পারে । তাই আমরা যারা নতুন ট্রেডার আছে তারা অবশ্যই অনেক বেশি সতর্ক থাকতে হবে লস না করার ব্যাপারে অথবা লস নিয়ন্ত্রন করতে হবে । লোভ কম করে আমাদের ওভার ট্রেডিং বন্ধ করতে হবে ।
আমাদের দেশে বেকার সমস্যা অনেক বড় একটা সমস্যা। তাই ফরেক্স বিজনেস বেকারত্ব দূর করতে সাহায্য করবে। যারা বেকার তাদের তো অনেক সময় তারা যদি তাদের সময় নষ্ট না করে, ফরেক্স এ সময় ব্যয় করে তাহলে তারা এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবে। তাদের আর কেউ বেকার বলতে পারবে না। আমি নিজেও এখন বেকার। তাই আমি ফরেক্স করে স্বাবলম্বী হতে চাই। আমার মনে হয় আমি স্বাবলম্বী হতে পারবো।
হ্যা ভাই এখানে আপনাকে আপনার লসগুলো কম করতে চাইলে কিংবা লস ঠেকাতে চাইলে, ফরেক্স মার্কেটের অনেক নিয়ম কানুন মান্য করে চলার চেষ্টা করতে হবে। যেমন মনে করেন আপনাকে এখানে একটা স্ট্রাটিজি নিয়ে সবসময় কাজ করতে হবে, মানি ম্যানেজম্যান্ট ফলো করে সবসময় ট্রেড নিতে হবে, পজিশন না পাওয়া পর্যন্ত কোনরকম ট্রেডে যাওয়া যাবে না, এছাড়াও ইমোশোনাল হয়ে কিংবা লোভের বশীভূত হওয়া যাবেনা, তাহলেই আপনি আপনার লসকে ঠেকাতে পারবেন।
ক্ষতি একদম বন্ধ করা এই ব্যবসাতে সম্ভব নয়। কারণ এই ব্যবসায় কেউ ১০০% সঠিকভাবে বিশ্লেষণ করতে পারে না। আর যেহেতু ১০০% সঠিকভাবে বিশ্লেষণ করতে পারে না সেহেতু মাঝে মাঝে ক্ষতি নিতেই হবে। তবে হ্যা আপনি যদি ভালভাবে শিক্ষা গ্রহণ করে ভাল জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করতে পারেন তবে আপনি আপনার ক্ষতির পরিমাণ কমাতে পারেন, তাই বেশি করে শিখুন আর জ্ঞান অর্জন করুন অন্যথায় আপনি ক্ষতির পরিমাণ কমাতে পারবেন না।
ভাই আমি মনে করি এই ব্যবসায় পুরোপুরি লস ঠেকানো সম্ভব নয়। কারণ আমার জানা মতে এখানে ব্যবসা করতে এসে আজ পর্যন্ত কেউ ১০০% সফলতা অর্জন করতে পারে নি। আর যেহেতু ১০০% সফলতা না হওয়ায় সেহেতু এখানে ক্ষতি আপনাকে মেনেই নিতে হবে। তবে আপনি যদি ভালভাবে আপনার জ্ঞান ও অভিজ্ঞতার মাধ্যমে ট্রেড করতে পারেন তাহলে আপনি হয়তবা ক্ষতি অনেকাংশ কমাতে পারবেন। তাই আপনি বেশি বেশি ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করুন তাহলে আপনি অবশ্যই ক্ষতির পরিমাণ কমাতে পারবেন।
ফরেক্স মার্কেটে যারা ট্রেড করতে আছেন তাদের সবার একটা বিষয়তো কমন যে তারা সবাই প্রফিট করতে আসেন । তবে এটা খুব সহজ বেপার না । বেশির ভাগ ক্ষেত্রেই লস হয় । আপনাকে লস ঠেকাতে হলে নিয়মিত মার্কেট অ্যানালাইসিস করতে হবে । মানি ম্যানেজমেন্ট করতে হবে ।
ভাই আপনি আপনার ট্রেডিং এ যদি স্টপ লস ব্যবহার করে কাজ করেন, তাহলে আপনি প্রথম ধাপ পার করলেন। এপরর আপনাকে ট্রেডিং এর অন্যান্য বিষয়গুলোকে মাথায় রেখে কাজ করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, মার্কেটের উপর দক্ষতা বাড়াতে হবে, মানি ম্যানেজ ম্যান্ট ফলো করতে হবে, তারপর এ্যানালাইসিস গুলো সঠিক ভাবে করতে হবে, ইত্যাদি এ সমস্ত কাজগুলোকে যদি নিয়ম মাফিক ভাবে করতে পারেন, একমাত্র তাহলেই আপনি আপনার লস সমূহকে ঠেকাতে পারবেন।
আপনি অনেক ভাল পোস্ট করছেন ফরেক্স মার্কেট এ লাভ করতে হলে আপনাকে লস কম করতে হবে আর লাভ বেশি করতে হবে আর লাভ হলে সেই লাভ ফরেক্স মার্কেট এ ধরে রাখতে হবে অনেকে ফরেক্স মার্কেট এ লাভ ধরে রাখতে হবে অনেকে আছে ফরেক্স মার্কেট এ লাভ করতে পারে অনেক অনেক ডলার কিন্তু সেই লাভ ধরে রাখতে পারে না তাই লাভ ধরে রাখতে পারে না
ফরেক্স এ লস ঠেকানোর কোন রাস্তা নাই তবে লস কমানো সম্ভব যদি লস কে গবেষনা করে দেখা যায় কেন লস হচ্ছে। আর সেই ভূল গুলো সংশোধন করতে হবে যা করলে লস হয়। তবে আমি যত টুকু জানি যারা মানিম্যানেজমেন্ট সঠিক ভাবে প্রয়োগ করেন না তারা ফরেক্স মার্কেট এ লস করেন বেশী। আর যারা স্টপলস ব্যবহার না করেন তারাও এ মার্কেট এ লস করে থাকে। আর ফরেক্স ব্যবসায় সফলতা পেতে চাইলে দীর্ঘমেয়াদী টাইমফ্রেমে অভ্যস্ত হতে হবে।
ফরেক্স মার্কেটে দীর্ঘদিন নিয়মিত ডেমো প্র্যাকটিস করে ট্রেডিং স্ট্র্যাটেজী নিশ্চিত করে নিবেন৷এর পরে রিয়েল ট্রেড করতে আসবেন৷তখন দেখবেন আপনার প্রফিট আসছে৷আর ট্রেডিং স্ট্র্যাটেজী সঠিক না হওয়া পর্যন্ত আপনার লস কেউই ঠেকাইতে পারবে না৷কার্যকরী ও সঠিক ট্রেডিং স্ট্র্যাটেজী তৈরী করার জন্য আমাদেরকে ফরেক্সের খুঁটিনাটি সকল কৌশলাদি জানতে হবে,শিখতে হবে,প্রয়োগ করতে হবে৷
আমি মনে করি ফরেক্সে লস ঠেকাতে হলে আপনাকে অবশ্যই ট্রেড মানিম্যানেজমেন্ট এবং অ্যানালাইসিস অনুযায়ী করতে হবে।আর আপনি যদি এগুলো যথাযথো ভাবে অনুসরন করে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করতে পারেন তা হলে আপনি সব সময় লসকে এড়িয়ে প্রফিটের দেখা পাবেন তবে অতিরিক্ত লোভ প্রায়শ আমাদেরকে ট্রেডিং দক্ষতার বাইরে গিয়ে ট্রেড করতে উতসাহিত করে থাকে তাই এব্যাপারে অবশ্যই অনেক বেশি সতর্ক থাকতে হবে।
আমি মনে করি ব্যবসা মানে লস তার পর লাভ। ফরেক্স ও একটা ব্যবসা। তাই এই মধ্যে লস হবেই। তবে ভালভাবে মাকেট এনালাইসিস করে ট্রেড করলে লস হলে ও এর পরিমানটা কমিয়ে লাভ এর পরিমানটা বাড়ানো সম্মভ হবে।
লাভ লস প্রত্যেকটা ব্যবসাতে হয় ।ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে লস করে শিখতে হবে কেননা লস করার পর বুঝতে পারবেন আপনার ভুল কোনটা ।একবার ভুল ধরতে পারলে আপনি পরবর্তীতে ভুল করবেননা ফলে ফরেক্স মার্কেটে একজন ভাল ট্রেডার্স হয়ে উঠবেন।
ফরেক্স যেমন লাভ আছে তেমনি লস ও আছে। ফরেক্স করে লস করেনাই এরকম লোকের সংখ্যা খুজে পাওয়া যাবেনা।লস ঠেকাতে হলে একজন ফরেক্স ট্রেডারকে অনেক কিছুই খেয়াল রাখতে হবে।এর জন্য আপনাকে নিয়ম মেনে তারপরে ট্রেড করতে হবে।আপনি যদি এ নিয়ম মনে েচলেন তবে আপনি আপনার লস কিছুটা হলেও ঠেকাতে পারবেন বলে আমি মনে করি।
ফরেক্সে লস ঠেকাতে হলে আপনাকে অবশ্যই ট্রেড মানিম্যানেজমেন্ট এবং অ্যানালাইসিস অনুযায়ী করতে হবে।আর আপনি যদি এগুলো যথাযথো ভাবে অনুসরন করে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করতে পারেন তা হলে আপনি সব সময় লসকে এড়িয়ে প্রফিটের দেখা পাবেন তবে অতিরিক্ত লোভ প্রায়শ আমাদেরকে ট্রেডিং দক্ষতার বাইরে গিয়ে ট্রেড করতে উতসাহিত করে থাকে তাই এব্যাপারে অবশ্যই অনেক বেশি সতর্ক থাকতে হবে।
লস আসলে কেউ ইচ্ছা করে করেনা । লস হয় আমাদের ভুলের কারণে কিংবা মার্কেট এর অবস্থা প্রতিকূল থাকার কারণে । লাভ লস প্রত্যকটা ব্যবসার দুইটা অপরিহার্য অংশ । তবে ফরেক্স এর ক্ষেত্রে লসের পরিমাণটা একটু বেশিই হয়ে যায় । তবে লস এড়াতে আমাদেরকে কৌশল অনুসরণ করতে হবে । ফরেক্স মার্কেটে একজন ভালো ট্রেডার হওয়ার চেয়ে একজন দক্ষতা সম্পন্ন ট্রেডার হওয়া অনেক বেশি জরুরি । তার জন্য একজন ভালো বিশ্লেষক হতে হবে ।
আসলে লস এমন একটা বিষয় কেউ ইচ্ছা করে এটা করে না। আর এটা সাধারণত হয় নিজেদের ভুল ও টেকনিক্যাল এনালাইসিসগুলো না বুঝার কারণে। আমরা যদি একটু ধৈর্য্য সহকারে কৌশলগুলো এনালাইসিস করি তাহলে কিছুটা হলেও লস ঠেকানো সম্ভব হবে। এছাড়া লসের কারণগুলো যদি আমরা ক্রমানয়ে খোজে বের করার চেষ্টা করি। তাহলে ধীরে ধীরে প্রত্যেক ট্রেডার তাদের লসকে কমিয়ে নিয়ে আসতে পারবে। আরে এভাবেই একজন ট্রেডার তার লস কমিয়ে নিয়ে আসতে পারবে।
ফরেক্সে ট্রেড করতে হলে আমাদের অবশ্যই ফরেক্স সম্পরকে ভাল অভিজ্ঞতা নিয়ে তারপর ফরেক্সে বাজার এনালাইসিস করে ট্রেড করা উচিৎ।।। ফরেক্স লস হওয়া টা খুবই সাভাবিক তাই বলে ইমুশনাল হয়ে ট্রেড করা মুটেই উচিৎ নয়।।। লস কে রিকভার করতে পারলেই আমরা ভাল ট্রেডার হতে পারব।।।।
পৃথীবির সব ব্যবসায় লাভের পাশাপাশি লস এ হয়ে থাকে। লাভ আছে বলেই লস আছে। তবে সবাই চায় লস কমাতে। এই জন্য ফরেক্স এ ট্রেড করার আগে ভালোভাবে এই বিষয়ে জ্ঞান লাভ করতে হবে, আবেগ দুর করতে হবে, স্টপ লস ব্যবহার করলে লস কম হবার সম্ভাবনা কম থাকে।
আমরা সকলেই জানি যে প্রত্যেকটা ব্যবসাতে লাভ লস থাকবেই। এটা ব্যবসায়ের একটি মৌলিক ব্যপার। ফরেক্সও তার ব্যতিক্রম নয়।ফরেক্স ট্রেডিং এও যেমন লাভ আছে তেমনি লসও আছে। কিন্তু অনেক সময় ফরেক্সে লস অনেক বেশি হয়ে যায়। আর এটাকে অবশ্যই আমাদের নিয়ন্ত্রনের মাঝে থাকতে হবে।আর আমরা লস ঠেকাতে হলে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে পারি যেমন স্টপ লস ব্যবহার করা, ব্যাকআপ ট্রেড নেয়া, লোভ সামলিয়ে ট্রেড করা, বড়ো লটে ট্রেড না ধরা ইত্যাদি। আর এইসকল বিষয় গুলো খেয়াল রেখে ট্রেড করলে অবশ্যই লস এড়ানো যাবে। ধন্যবাদ
মনে রাখতে হবে ফরেক্স একটি ব্যবসা আর লাভ বা লস ব্যবসার একটি অংশ। এমন কোন সফল ফরেক্সের নেই যারা লস না করেই সফল হয়ে গেছে। তবে লস জেন খুব বেসি না হয় তার জন্যে কাজ করতে হবে। ফরেক্স এ সফলতার মূল চাবি কাঠি হল
দক্ষতার সাথে অবিজ্ঞতা অর্জন করা। ফরেক্স মার্কেটে যার জত
ভাল অবিজ্ঞতা থাকবে তার লস তত কম হবে।
ব্যবসায়ের ক্ষেত্রে হোক ছোট অথবা বড়, তার সাথে লাভ বা লস ওতপ্রোতভাবে জড়িত। লস ঠেকানোর জন্য সচেতন থাকা জরুরি। ব্যবসায় লাভ স্বল্প পরিমাণ হলেও ব্যবসায়ী মন মানসিকতা পরিবর্তন হয় না। কিন্তু কোন ভাবে যদি ব্যবসায়ী স্বল্প পরিমাণ ও লস হয় তবে এর দ্বারা সে সাময়িক ভারসাম্যহীন হয়ে পড়তে পারে। ফলে পরবর্তী ট্রেডিং গুলোর মাধ্যমে তার বড় ধরনের ক্ষতির সম্ভাবনা থাকে। এজন্য অভিজ্ঞদের পরামর্শ অনুযায়ী ট্রেডিং এ স্বল্প পরিমাণ লাভ টার্গেট রেখে লস এর পরিমানকে পরিমিত পর্যায়ে রাখার জন্য সচেতনতা অবলম্বন করা অতীব জরুরী।
আমরা ট্রেডিং এ এসেই বিপুল লাভ করতে চাই.যার ফলে আমাদের মাইন্ড সেট ই এমন হয়ে যায় যা আমাদের উপর বারটি পেশার তৈরী করে.যার ফলে আমরা লোভ,ইমোশন এইসব এর মধ্যে জড়িয়ে যাই.তাই আমাদের লস ঠেকানোর চিন্তা করতে হবে যার ফলে আমরা সঠিক চিন্তাভাবনার মাধ্যমে ট্রেড করে এগিয়ে যেতে পারব.
ফরেক্স মার্কেটে যারা ট্রেড করতে আছেন তাদের সবার একটা বিষয়তো কমন যে তারা সবাই প্রফিট করতে আসেন । তবে এটা খুব সহজ বেপার না । বেশির ভাগ ক্ষেত্রেই লস হয় । আপনাকে লস ঠেকাতে হলে নিয়মিত মার্কেট অ্যানালাইসিস করতে হবে । মানি ম্যানেজমেন্ট করতে হবে ।
ব্যাবসা ভিতর লাভ লস থাকবেই আর এই লস ঠেকানোর জন্য দরকার নিজেকে তৈরী করার।কিন্তু আমি নিজেকে তৈরী কি করে কর?এর সব থেকে বড় যে কাজ টি করতে হবে তা হলো ফরেক্স সম্পর্কে এনালাইসিস করা আর লোভ না করা।আর সব থেকে বেশি যে জিনিসটা মাথায় রাখতে হবে সেই টা হলো মানি ম্যানেজমেন্ট।মান ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লস এর ঠেকাতে।তাই আমারদের উচিত ফরেক্স ট্রেডিং সম্পর্কে জ্ঞান অর্জন করা আর লোন থেকে নিজেকে বিরত রাখা।
লাভ লস প্রত্যেকটা ব্যবসাতে হয় ।ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে লস করে শিখতে হবে কেননা লস করার পর বুঝতে পারবেন আপনার ভুল কোনটা ।একবার ভুল ধরতে পারলে আপনি পরবর্তীতে ভুল করবেননা ফলে ফরেক্স মার্কেটে একজন ভাল ট্রেডার্স হয়ে উঠবেন
ক্ষতি আসলে কেউ ইচ্ছা করে করেনা । ক্ষতি হয় আমাদের ভুলের কারণে কিংবা মার্কেট এর অবস্থা প্রতিকূলে থাকার কারণে লাভ লস প্রত্যকটা ব্যবসার দুইটা অপরিহার্য অংশ । তবে ফরেক্স এর ক্ষেত্রে ক্ষতির পরিমাণটা একটু বেশিই হয়ে যায় । তবে ক্ষতি এড়াতে আমাদেরকে কৌশল অনুসরণ করতে হবে । ফরেক্স মার্কেটে একজন ভালো ট্রেডার হওয়ার চেয়ে একজন দক্ষতা সম্পন্ন ট্রেডার হওয়া অনেক বেশি জরুরি । তাই একজন ফরেক্স মার্কেটে ভালো বিশ্লেষক হতে হবে ।
ভাই আপনি যে কারণগুলি বলেছেন এগুলোই আসলে লস হওয়ার অন্যতম প্রধান কারণ । এগুলোর কারনেই আমার অনেক বেশী ট্রেড লসের কারণ হয়ে দারিয়েছে । এই বিষয়গুলি সম্পর্কে আমি অবহিত হওয়ার পরেও আমি প্রতিনিয়ত ভুলগুলি করে যাচ্ছি । আমার মনে হয় আমরা সবাই কম বা বেশী এই বিষয়গুলি জানি কিন্তু অনেকেই আমরা এই বিষয়গুলি পালন করার জন্য মানসিকভাবে যে দৃঢ়তা প্রয়োজন তা এখনও অর্জন করতে পারিনি । মানসিকভাবে আমাদের আরও পরিনত হতে হবে মনকে কন্ট্রোল করার জন্য । আর এই মানসিক কন্ট্রোল অন্যতম প্রধান কারণ হিসেবে বিবেচিত হতে পারে ।