ফরেক্স ব্যবসায়ে শুধু লস হয়ে এমন না অনেক প্রফিটও হয়। কিন্তু তার জন্য আপনার ফরেক্স সম্পর্কে অনেক কিছু যানতে হবে অনেক কিছু শিখতে হবে অনেক অভিজ্ঞতা অর্জন করেত হবে এবং ফরেক্স নিয়ে বেশি বেশি চর্চা করতে হবে যাতে প্রফিট আসে ।
Printable View
ফরেক্স ব্যবসায়ে শুধু লস হয়ে এমন না অনেক প্রফিটও হয়। কিন্তু তার জন্য আপনার ফরেক্স সম্পর্কে অনেক কিছু যানতে হবে অনেক কিছু শিখতে হবে অনেক অভিজ্ঞতা অর্জন করেত হবে এবং ফরেক্স নিয়ে বেশি বেশি চর্চা করতে হবে যাতে প্রফিট আসে ।
ফরেক্স মার্কেটে লাভ লস দুটোই আছে, আপনার উপর নির্ভর করবে আপনি লাভ করবেন না লস করবেন। ফরেক্স এ লস করা যেমন অনেক সহজ এখানে লাভ করা অনেক কঠিন। এখানে লাভ করতে হলে আপনাকে অনেক বেশি শিক্ষা গ্রহন করতে হবে। শিক্ষা বলতে টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল এনলাইসিসি, মানি ম্যানেজমেন্ট।
প্রথমে লস দিয়ে তারপর প্রফিট করা শিখতে হয়। যারা বুদ্ধিমান তারা ডেমো থেকে বেশি বেশি ট্রেড করে পাকা হয়ে তারপর রিয়েল ট্রেড করে। এতে তাদের লস খুব কম হয়। যারা যত দক্ষ তারা তত বেশি আয় করতে পারে। তাই আমাদেরকে অভিজ্ঞতা অর্জন করতে হয়।
ফরেক্সে কেবল লসই হয় কোন লাভ হয় না এই বক্তব্যের সাথে আমি একমত নই কারন ফরেক্স ট্রেডিং এমনই একটি ব্যাবসা যেখান থেকে অনেক ভাল আয় করে নেওয়া তখনই সম্ভাব যখন ফরেক্সের উপর অনেক ভাল দক্ষতা এবং অভিজ্ঞতা লাভ করা সম্ভাব হবে আর সেই জন্য অবশ্যই ফরেক্সের ডেমো ট্রেডিংয়ে অনুশীলনের কোন বিকল্প নেই।
ভাল করে ট্রেড করলে প্রত্যাশার চেয়েও বেশি এখান থেকে প্রফিট করা যায়। যারা না বুঝে শুধু শুধু লাভ করতে চায় তারা লস করে, করে হায় হায়। ফরেক্স এমন কেন হাসায় আর কাঁদায়। একজন দক্ষ ট্রেডার অর্থের অভাব কি তা সে চিরতরে ভুলে যাবে। যেমন আমার বস।
যে কোন বেবসাতে লাভ লস থেকেই থাকে কেননা লাভ লস ছাড়া কোন বেবসা নাই ,কিন্ত এতে হতাশ হওয়া চলবে না ফরেক্সে ও তাই এখানে লাভ ও হবে আবার লস ও হবে সে যত বড় ট্রেড।র হোক না কেন লস হবেই ,আর তা ছাড়া লাভ লস নিয়েই তো বেবসা তবে যে একবার বেবসার ধরন বুঝে ফেলতে পারে সে লসের ছাইতেও লাভ করে অনেক বেশি।
আমি আপনার সাথে একমত। ফরেক্স এমন একটা মার্র্কেট যেখানে লাভ করতে হলে প্রয়োজন পরিপক্কতা কিন্তু লস করতে কোনো গুনাবলী প্রয়োজন হবেনা।কেননা ফরেক্সে লস স্বাভাবিকভাবেই হয়ে যায় এবং ফরেক্স মার্কেটের সকল ট্রেডার কমবেশি লস করে থাকে।যারা পক্ক ট্রেডার তারা বেশিরভাগ লস না করে লাভ করে ফরেক্স মার্কেটে টিকে থাকে।
ফরেক্স মার্কেটে লাভ এবং লস দুটিই ট্রেডারের দক্ষতার উপর নির্ভর করে থাকে। টেডার যদি দক্ষ হয় ভাল করে ট্রেড অ্যনালাইসিস করতে পারে তাহলে মার্কেট ট্রেডারর অনুকূলে যাবে আর যদি দক্ষ না হয় অ্যনালাইস করতে ভুল করে তাহলে ট্রেডে লস হবে তবে ফরেক্স মার্কেটে দক্ষ তা খুব বেশী প্রয়োজন।।।।।।
ফরেক্স ট্রেডিং এ লস যেমন আছে লাভ ও তেমন অছে। আপনি আপনার জ্ঞান দিয়ে নিয়ম মেনে ফরেক্স এ ট্রেডিং করলে লাভবান হতে পারেন, কিন্তু যদি নিয়মের ব্যাত্যয় ঘটে তবে লসের সম্ভনা অনেক বেশী হয়ে পরে। এক কথায় বলা যায় যে, ট্রেডার যদি দক্ষ হয় এবং ভাল করে অ্যনালাইসিস করে ট্রেড করতে পারে তাহলে ফরেক্স মার্কেট ট্রেডারের অনুকূলে যাবে, আর যদি দক্ষ না হয় অ্যনালাইস করতে ভুল করে তাহলে ফরেক্স মার্কেট ট্রেডারের প্রতিকূলে যায় এবং ট্রেডে লস হয়।
ফরেক্স এর কারেন্সি ট্রেড করা একটি আন্তর্জাতিক ব্যবসা। এখানে লাভ এবং লস দুটোই আছে। ফরেক্স সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তি লাভের মুখ দেখেন। অনভিজ্ঞ ব্যক্তি লসের মুখ দেখতে দেখতে দেউলিয়া হতে পারেন। সুতরাং আগে অভিজ্ঞতা অর্জন করুন।
এটা আপনার ভুল ধারনা ফরেক্স মার্কেটে শুধু যে লস হয় তা নয় ফরেক্স মার্কেটে লাভও হয় তবেও ফরেক্স মার্কেটে লাভ করতে হলে আপনাকে লাভের মত করে ট্রেড করতে হবে তা না হলে তো লস হবেই। ফরেক্স মার্কেটে আপনি যদি বুঝে শুনে ট্রেড করতে পারেন তবে আপিনাকে লস করতে হবে না।
যেকোনো বিজনেসে লাভ লস উভইটি দেখতে পাবেণ। তাই আপনাকে হতে হবে ধক্ষ।আপ্নি জতবেসি বিজনেস সম্পর্কে জানবেন তত বেসি আপনি সফল হবেন। ফরেক্স মার্কেট এ আপনি যদি ভাল ট্রেড করতে পারেন এবং ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল জানেন তত বেসি আপনি ফরেক্স মারকেট এ সফল হতে পারবেন।তাই আমার মতে ফরেক্স মার্কেট এ সুদু লস নই লাবও হই।
ফরেক্স যদি শুধু লসিই হত তবে এখানে সারা বিশ্ব বিশ্বের অসংখ্য মানুষ ট্রেড করত না । আর আমি মনে করি যে এখানে লস করি আমরা নতুন ট্রেডাররা । আর নতুন ট্রেডাররা যে পরিমাণে লস করে সেটাকে দিয়ে পুরো ফরেক্সের আয়কে বিবেচেনা করা বোকামি । শতকরা পঁচানব্বই ভাগ নতুন ট্রেডার লস করে কারণ নতুন অবস্থায় কারো ট্রেডিং সম্পর্কে যথেষ্ট দক্ষতা থাকে না ।
আমি মনে করি ফরেএক্স ব্যবসায় শুধু লসই হয় না। লসের পাশাপাশি লাভও হয় । তবে সেটা নির্ভর করে দক্ষতার উপর।। আপনি যদি ফরেক্স ভাল করে না শিখে শুরু করেন তাহলে লস করবেন । তাই আগে ফরেক্স ভাল করে শিখুন তার পর ভাল করে বুঝে শুনে ট্রেড করুন । তাহলে ইনশা আল্লাহ আপনি লাভ করতে পারবেন।তাই ফরেক্স এ লাভ করতে ফরেক্স বিষয়ে অভিজ্ঞতা অর্জন করুন।
ফরেক্সে প্রফিট অবস্যই হয় । তবে সেই অভিজ্ঞতা অরজন করে মাথা ঠান্ডা করে /মারকেট এনালাইসেস অনুযায়ী ট্রেড করলে তবেই লাভ করা যায় । তবে অনেকেই নিওয়ম মানে না তাই মনে হয় ফরক্সে লাভ করা যায় না ।
হ্যা বন্ধু ফরেক্স ট্রেডিংয়ে শুধু লস হয় এমন চিন্তা ঠিক নয় কারন ফরেক্স ট্রেডিংয়ে লাভ হয় তবে এর জন্য আপনার দরকার বাস্তব ট্রেডিংয়ের জ্ঞান এবং দক্ষতা তা্ ি আপনি যদি ডেমো ট্রেড এর মাধ্যমে পর্ষাপ্ত ট্রেডিং অনুশীলন করেন তবে আপনি অবশ্যয় ফরেক্স ট্রেডিং হতে প্রফিট করতে সক্ষম হবেন বলে আমি মনে করি কারন এখানে দক্ষতা থাকলে লস কম হয়, ধন্যবাদ।
ফরেক্স খুব জনপ্রিয় ব্যবসা । কারন যেকোন সময়ে যে কেউ ফরেক্স ব্যবসা করতে পারে । তবে ফরেক্স ব্যবসা করতে হলে কিছু টাকা ইনভেস্ট করা লাগে । তবে ফরেক্স ব্যবসাতে অনেক লাভ ও লস আছে । অনেকে শুধু লস করে । প্রফিট করেই না । তবে আমি মনে করি ফরেক্স ব্যবসা হল টাকা বানানো মেশিন । এখানে একটু কষ্ট করলে অনেক প্রফিট করা সম্ভব । আমি ফরেক্স এ বেশি প্রফিট করে ই থাকি ।
ফরেক্সে শুধু লস হয় না অনেক প্রফিট ও হয় এটা আমি আমার অভিজ্ঞতা থেকে জানি । ট্রেড শুরুর আগে মার্কেট এনালাইসিস করে এবং একটু বুদ্ধির সাথে করতে পারলে অবশ্যি ট্রেডিং এ লাভ হবে এতে কোনো ভুল নাই ।
ফরেক্স মার্কেট এ আপনি যদি ভাল ট্রেড করতে পারেন এবং ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল জানেন তত বেসি আপনি ফরেক্স মারকেট এ সফল হতে পারবেন।তাই আমার মতে ফরেক্স মার্কেট এ সুদু লস নই লাবও হই।এ জন্য ধৈর্য ধরে অনেক দিন ডেম ট্রেড করতে হবে । এবং ফরেক্স নিয়ে এনালাইসিস করতে হবে।
ফরেক্স মার্কেটে আমি মনে করি ২ টা যোগ্যতা থাকা দরকার। এক, আপনার ফরেক্স মার্কেট সমন্ধে ধারণা, মানে আপনি যে ফরেক্স ব্যবসা করবেন কিভাবে করবেন সেই সম্পর্কে ধারণা। দুই, আপনার মার্কেট গবেষণা করার অ্যাবেলিটি। এ দুইটা জিনেসের সমন্বয় এ ই ফরেক্স ব্যবসা টা। তাই আপনি যদি ফরেক্স এ ব্যবসা করতে চান আগে এ দুটো বিষয়ে আপনাকে যোগ্যতা অর্জন করতে হবে।
ভাই বিষয়টা ঠিক এরকমই । আপনি যেমন ১ ডলারে ৪ ডলার লাভ করেছেন ঠিক তেমনি লাইভে ও ১ ডলারে ৪ ডলার লাভ বা লস ও করতে পারেন । কিন্তু আগে ভাল করে ফরেক্স সিক্ষে নেওয়া উচিত বলে আমি মনে করি তা না হলে লাভেরচে লসি বেসি হতেপারে।
প্রাকৃতিক সম্পদের পরিমাণ জাপানে খুব কম। তথাপি, ভবিষ্যতে জাপানের অর্থনীতি ভাল থাকার ব্যাপক সম্ভাবনা আছে। অর্থনীতির জন্য কাঁচামাল ক্রয়ে জাপান বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে যে বৈদেশিক মুদ্রা আয় করে, তা ব্যবহার করা হয়।
ফরেক্সে লাভ ও লস দুটোই হয়, লাভ করতে জানলে লাভ আর লাভ না করতে জানলে লস হয়। সব নিজের হাতে রিমোর্ট কন্ট্রল।
ফরেক্সে এ প্রায় 90% ট্রেডার লস করে বাকি 5% ট্রেড়ার লাভ লস দুটোই করে আর মাত্র 5% ট্রেডার লাভ করে । এই 5% ট্রেড়ারের মাঝে নিজেকে নিতে হলে অনেক পরিশ্চম আর অনেক জ্ঞান অর্জন করতে হবে মার্কেটে অনেক এ্যানালাইসিস জানতে হবে প্রতি দিন প্রায় 3/4 ঘন্টা সময় দিয়ে নিজের ভূল গুলো সংষোধন করে নিয়ে লস নয় হয়ত লাভ করতে পারা যাবে।
ফরেক্স মার্কেটে আমাদের কে লস করে টিকে থাকতে হবে। লস করেনাই বড় তাহলে বড় ইনবেস্ট ঝুকি আনবে কারন সে নাবুজে ট্রেড করে আর তার ইনবেস্ট যে কোন সময় লস করার সম্বভনা থাকে। তাই আমাদের কে প্রতিটা লস কে বিশ্লেষন করে সে গুলো বের করতে হবে।
সঠিকভাবে এনালাইসিস করে যদি ট্রেড দেয়া হয় তবে লাভ অবশ্যই হবে।আমরা বেশিরভাগই এনালা্ইসিসে ভুল করি এবং ট্রেড এন্টি সঠিক হয় না ফলে লসের কবলে পড়ি,আর তখন মনে হয় লসই বেশি হয়।লাভ করতে হলে ফরেক্স মার্কেটকে ভালভাবে জানা এবং ট্রেডিং কৌশলগুলো আয়ত্বে আনা প্রয়োজন।তবেই লাভের পরিমাণটাও বেশি হবে।
ফরেক্সে লস যেমন হয় ঠিক তেমনি লাভও হয়। লাভ হবে কিনা লস হবে সেটা নির্ভর করে ট্রেডারের অভিজ্ঞতার উপর। কেউ যদি েোর্কট ভাল করে এনালাইসিস করে ট্রেড ওপেন করে তাহলে তার লাভ করার সম্ভাবনা বেশি থাকবে। আর যদি হুচ হাট করে ট্রেড ওপেন করে লস তো হবেই।
আমি আপনার সাথে একমত।ফরেক্স বাংলাদেশের মত একটা জনবহুল দেশে অবশ্যই সম্ভবনার দুয়ার খুলতে পারে।কেননা বাংলাদেশে অনেক শিক্ষিত এবং অর্ধশিক্ষিত বেকার রয়েছে।যারা আগ্রহ করে ভালোভাবে ফরেক্স শিখে ফরেক্সের মাধমে নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। তাই বলবো আমাদের দেশের জন্য ফরেক্স সম্ভববনা ময় উৎস হতে পারে।
ফরেক্স মার্কেটএ ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই ফরেক্স এর ট্রেডিং পদ্মতি এবং ডেমু একাউন্টে ভাল প্রেক্টিস থাকতে হবে । কারন ফরেক্স মার্কেট এমন একটি মুদ্রা বাজার যেখানে আপনি ভুল করলে আপনার অনেক টাকা লস হতে পারে । কিন্তু আপনি যদি ফরেক্সের যাবতীয় সব ট্রেডিং কৌশল সম্পর্কে অভিজ্ঞ হন তাহলে আপনি ফরেক্সে ট্রেড লভবান হতে পারেন । আর যদি না বুঝে ট্রেড করে থাকেন তাহলে লস হওয়ার সম্ভাবনা বেশিই থাকে ।।
না এইটা সত্য কথা না যে ফরেক্স মার্কেটে শুধু লস হয় প্রফিট হয় না । কারন আমার দেখা অনেকে আছে ফরেক্স থেকে হাজার হাজার ডলার আয় করতেছে । কারন তারা ফরেক্স সম্পর্কে অনেক ভাল বোঝে । আমি বলতে পারি ফরেক্স মার্কেটে তারা সব সময় লস করে জারা ফরেক্স সম্পর্কে ভাল করে জানে না ও ইমোশান কন্ট্রোল করতে পারে না ।
অবশ্যই ফরেক্স ব্যবসায় প্রফিট হয় যদি দক্ষতা অর্জন করে ট্রেড করা যায় । যে ট্রেডার যত বেশী দক্ষতাবান সে তত বেশী লাভবান হতে পারবে । আমরা ভালোভাবে মার্কেট এ্যানালাইসিস করার চেষ্টা করব তাহলেই আমরা সফলকাম হতে পারব । সুতরাং আপনারাও এই ব্যবসা ধৈর্য্যের সহিত করার চেষ্টা করেন তাহলেই লাভবান হতে পারবেন ।
হে ভাই নিয়ম মেনে ট্রেড করলে আপনি এক সময় লস থেকে বের হয়ে লাভ এর মূখ দেখা কঠিন কিছু না নতুন ট্রেডার গন বেশির ভাগ সময় নিজের খেয়াল খুশি মত ট্রেড ওপেন করার চেষ্টা করে থাকে যার ফলে তারা লস করে
লাভ লস মিলেই ফরেক্স । এখানে যেমন ১০০ লসের *সুযোগ রয়েছে তেমুত ১০০০% লাভের সুযোগ রয়েছে । যে ফরেক্সএ যত বেশী পুরানো আর যে যত বেশী অভিঙ্গ আর দক্ষ তার লসের চেয়ে লাভের পরিমান বেশী । অমরা যত দক্ষ হব তত লাভ বেশী হবে ।
ফরেক্স একটি ব্যাবসা । তাই ফরেক্স টেডে যেমন লাভ হয় তেমনি লসও হয় । তবে ফরেক্স করে লাভ করতে হলে ।আপনাকে প্রথমেই অভিজ্ঞতা এবং দক্ষতা প্রয়োজন । আপনি যদি মার্কেট জেনে ,এনালাইসিস করে ,মানিমেনেজমেন্ট করে ট্রেড করেন তাহলে আপনার লাভ হবে । আর আপনার অদক্ষতা বা অন্য যে কোন কারনেই হোক না কেন ট্রেড করার পর তা প্রতিকূলে গেলে লস হবে ।
ফরেক্সে প্রফিটও হয় । এবং প্রফিট করার জন্যই এখানে অনেক বেশি পরিমাণে ট্রেডাররা ট্রেড করে থাকে । ফরেক্সে টিকে থাকাটাই একটা বড় চ্যালেন্জ । যে ট্রেডার যত বেশি সময় ধরে এই মার্কেটে নিজেকে টিকিয়ে রাখতে পারবে সে ট্রেডার তত বেশি পরিমাণে লাভবান হতে পারবে । ফরেক্সে লাভবান হতে হলে অনেক বেশি পরিমাণে প্রয়োজন হবে আমাদের চেষ্টা এবং পরিশ্রমের ।
ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানতে হবে অনেক কিছু শিখতে হবে অনেক অভিজ্ঞতা অর্জন করেত হবে এবং ফরেক্স নিয়ে বেশি বেশি চর্চা করতে হবে যাতে প্রফিট হয় । যারা ফরেক্স এ ব্যবসা করে তারাই লাভ ও লস করে । আমরা জানি সব ব্যবসা তেই লাভ লস থাকে যারা এই ব্যবসা করে তারা লাভ ও লস করেন । তারপর ও লস হওয়ার কারন কি সেটা ভাল ভাবে দেখতে হবে, পরব্ররতি ট্রেড এ যেন ঐ ভুল না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তাহলেই প্রফিট অর্জন করা যাবে।
ফরেক্স মার্কেটে থেকে আয় করতে গেলে অনেক দক্ষ হওয়া দরকার। ফরেক্স মার্কেটে দক্ষ ট্রেডাররা লস করে খুব কম আর আয় করে বেশি।নিজের উপর বিশ্বাস রেখে মার্কেটে কঠোর পরিশ্রম করুন সাফল একদিন হবেনই।
সঠিক জ্ঞান নিয়ে আপনি ট্রেডিং করেন তাহলে আপনি অনেক বেশি লাভ বান হবেন । আগে ফরেক্স ভালো করে শিখুন তার পর ভালো করে বুঝে শুনে ট্রেড করুন । ফরেক্স নিয়ে এনালাইসিস করতে হবে । অামরা তাহলে অবশ্যই লাভবান হতে পারব । অামরা ধৈর্য্য সহকারে ফরেক্স ব্যবসা করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব ।
ফরেক্স আন্তর্জাতিক ব্যবসা । যেকোন সময় যেকোন ব্যক্তি ফরেক্স ব্যবসায় অংশ গ্রহন করতে পারবে ও টাকা আয় করতে পারবে । তবে এটা ঠিক যে ফরেক্স ব্যবসায় প্রফিট এর থেকে লস বেশি হয় । কারন ৯৫% ট্রেডার ফরেক্স ব্যবসায় লস করে বসে থাকে । তবে আমি বলতে পারি যে আমাদের ফরেক্স ব্যবসা করতে হবে হতাশ হয়ে ফরেক্স ব্যবসা ছেড়ে দিলে চলবে না ।
যদি ফরেক্স এ শুধু লস হতো তাহলে কেউ ফরেক্স করতো না। আর এই ব্যবসা ও চলত না। আগ ভাল করে ফরেক্স শিখে ট্রেড করলে অব্যশই প্রফইটেবল হওয়া সম্ভব। আর না শিখে ফরেক্স ট্রেড শুরু করলে অব্যশই লসের সমউখীন হতে হবে।