-
স্টপলস ফরেক্সের খুবই গুরুত্বপূর্ন ট্রেডিং টুলস। ফরেক্স মার্কেট সবসময় গতিশীল। কিন্তু আমরা সবসময় মার্কেটের দিকে নজর রাখতে পারিনা। আমাদের অনুপস্থিতিতে মার্কেট অনেক বিপরীতেও যেতে পারে। এতে অনেক বড় লস হতে পারে। আমরা যদি স্টপলস দিয়ে রাখি তবে অল্প লসেই ট্রেড ক্লোজ হতে পারে।
-
ফরেক্স মার্কেটে কত গুলো বিষয় আছে যে গুলো খুবই গুরুত্বপূর্ন্য। আর এই গুরুত্বপুর্ন্য মধ্যে স্টপ লস হচ্ছে একটি। ফরেক্স ট্রেডিং করার সময় যদি আপনি স্টপ লস ব্যবহার না করেন তাহলে আপনা অনা কাংখিত লস টেখাতে পারবেন না। কারন মার্কেট যে কোন সময় অদিক আপ ডাউন হতে পারে।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য কিছু কিছু জিনিস আছে জার জন্য ফরেক্স মার্কেটে ট্রেড করে অনেক ভাল হয় যেমন ফরেক্স মার্কেটে একটি ট্রেড ওপেন করার পর স্টপ লস ব্যবহার করা জায় এই স্টপ লস ব্যবহার করার ফলে আমি যে ট্রেড করি সেই ট্রেড যদি আমার বিপরিত জায় তাহলে স্টপ লস যেখানে থাকে সেখান থেকে ট্রেড ক্লোজ হয়ে জায় জার কারনে অনেক বড় লস হয় না ।
-
আমি আপনার সাথে একমত।ফরেক্স মার্কেটে টিকে থাকার জন্য স্টপলস ব্যবহার করা অবশ্যই প্রয়োজন।অনেক ট্রেডারই স্টপলস না ব্যবহার করে ট্রেড করার কারনে অকালে অ্যাকাউন্টের ব্যালেন্স জিরো করে ফেলেছেন।স্টপলস মানি ম্যানেজমেন্টের মূল অস্ত্র হওয়ায় সকল ট্রেডারের উচিত প্রতিটি ট্রেডে স্টপলস ব্যবহার করে ট্রেড করা। এবং ট্রেডে যদি স্টপলস হিট করে তবে তা হাসিমুখে মেনে নেওয়া শিখতে হবে।
-
এটি ব্যাবহার করা অনেক জরুরী। এটি ব্যাবহার না করলে আপনি আপনার অ্যাকাউন্টকে বাঁচাতে পারবেন না। অবশ্য যদি আপনি অনেক ছোট লট ব্যাবহার করেন এইটির নাও প্রয়োজন হতে পারে। কিন্তু আপনি ২/১ বার একটু হলেও বেশি রিস্ক নিতে চাইবেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই স্টপ লস ব্যাবহার করতে হবে। অন্যথায় বিপদে পড়তে হবে।
-
ফরেক্স মার্কেটে স্টপলস একটা গুরুত্ব পুর্ন বিষয়।স্টপ লস হলো আপনার অল্প লসে অটো ভাবে ট্রেড ক্লোস হয়ে যাবে।স্টপ লস ভেবহার করে লস কম করে মার্কেটে টিকে থাকা যায় অধিক সময়।এবং আপনার একাউন্ট জিরো হবার সম্ভবনা কম থাকে।
-
আমরা ফরেক্স মার্কেটে স্টপলস ব্যবহার করে থাকি নিজেদের সুবিধার জন্য , আমরা অনেক সময় বিভন্ন সমস্যার কারনে ফরেক্স মার্কেটে লাইভ ট্রেড করতে সমস্যা হয় বিভিন্ন জরুরি কাজে বাইরে জেতে হয় তখন যদি মনে হয় নিজেরদের ধারনা অনুযায়ী আমার এই স্টপলস ব্যবহার করে থাকি এতে করে মার্কেটে যদি নিজেদের ধারনার বাইরে মার্কেট ওঠে বা বাড়ে সেই ক্ষেত্রে এই স্টপলস অনেক সাহায্য করে থাকে ।
-
ফরেক্স মার্কেটে ট্রেডিং এর একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে স্টপ লস/টেক প্রফিটের ব্যবহার। স্টপ লস এর ব্যবহার একজন ট্রেডারকে বিশাল মাপের ক্ষতির হাত থেকে রক্ষা করে থাকে। অনেক সময় আমরা এনালাইসিস করে ট্রেড অর্ডার করলেও মার্কেট আমাদের বিপরিতে যেতেই পারে। তখন আমাদের লাভের বদলে লস হয়। সেই লস যাতে বেশি হয়ে না যায় সেই জন্য আমরা স্টপ লস ব্যবহার করে থাকি।
-
স্টপলস ফরেক্সের খুবই গুরুত্বপূর্ন ট্রেডিং টুলস। ফরেক্স মার্কেট সবসময় গতিশীল। কিন্তু আমরা সবসময় মার্কেটের দিকে নজর রাখতে পারিনা। আমাদের অনুপস্থিতিতে মার্কেট অনেক বিপরীতেও যেতে পারে। এতে অনেক বড় লস হতে পারে। আমরা যদি স্টপলস দিয়ে রাখি তবে অল্প লসেই ট্রেড ক্লোজ হতে পারে।
-
ফরেক্স ট্রেড করার সময় স্টপ লস ব্যবহার করা খুবই বুদ্ধিমানের কাজ। এর দ্বারা লসকে নিয়ন্ত্রণ করা যায়। বাই এবং উভয় ক্ষেত্রেই স্টপ লস ব্যবহার করে লস নিয়ন্ত্রন করে অধিক সময় ট্রেডে টিকে থাকা যায়। আপনার ট্রেড যদি আপনার বিপক্ষে চলে যায় তখন স্টপ লস ব্যবহার করে আপনি একটা নির্দিষ্ট মাত্রার লস করে একাউন্ট জিরো হওয়ার হাত থেকে রেহাই পেতে পারেন। তাই বুদ্ধিমানের কাজ হলো ট্রেড ওপেন করে অবশ্যই স্টপ লস ব্যবহার কর।
-
ফরেক্স ট্রেড ওপেন করা শখার সাথে সাথে আপনার স্টপ লস ব্যভার করা শিখতে হবে। কারন স্টপ লস হছে ফরেক্স এর অন্যতম একটি গুরুত্তপুরন জিনিস। এটা ব্যবহার করা উচিত। কারন ফরেক্স স্টপ লস ছাড়া আপনার আকাউন্ট যেকোন সময় জিরো হতে পারে।
-
স্টপ লস ব্যাবহারে আমাদের একাউন্ট সেফ এবং সিকিউরড থাকে।। ফরেক্সে মুভমেন্ট যখন সাভাবিক এর তুলনায় বেশি মুভ করে এবং আমাদের ইনভেস্ট কম হলে আমাদের লস টাকে কম রেখে একাউন্ট যাতে জিরো না হয়ে যায়।।
-
আমি প্রথমে ই বলব স্টপ লস ব্যবহার করে আপনার আকাউন্ট কে বড় ধরনের লস থেকে রক্ষা করতে পারেন। স্টপ লস ছাড়া ট্রেড করে আপনি আপনার ক্যপিটাল ঝুকির মধ্য ফেলতে পারেন। যখন আপনি ট্রেড ওপেন করা শিখবেন তখন সাথে সাথে আপনার স্টপ লস সম্পরকে অবগত হওয়া উচিত।
-
স্টপ লস হল মানিম্যনেজমেন্টের একটি অংশ। এটি এক ধরনের নির্দেশ যা মুদ্রার হারের অস্বাভাবিক ওঠানামা থেকে সম্ভাব্য লোকসানের পরিমাণ সীমিত করে। ট্রেডারকে অনাকাংখিত লসের হাত থেকে রক্ষা করে।
-
স্টপলস ব্যবহার করলে সাধারনত অনাকাংখিত লসের হাত থেকে রক্ষা পাওয়া যায় । কেননা স্টপলস ব্যবহার করলে মাক্যেট যদি ঐ পয়েন্টে যায় তাহলে আপনার ট্রেড ওটোমেটিক ক্লোজ হয়ে যায় । এতে করে অাপনার অ্যাকাউন্ট সেফ থাকে । তবে অনেকেই অঅছেন যারা স্টপলস ব্যবহার করেন না ।
-
স্টপ লস বেবহার ফলে আপনি আপনার আশংকা জনক লাভ থেকে বিরত থাকতে পারেন.যারা নিজের দৈনন্দিন কাজ নিয়ে বেস্ট তাদের জন্য এইটি অনেক উপযোগী.আপনি একটি ট্রেড নিয়ে এমন জায়গায় সেট করে দিতে পারেন যেখান থেকে আপনি চাচ্ছেননা ট্রেডটি নিচে নামুক.ফলে ট্রেড টি যদি ওই স্থান এ পৌছে যায় তবে ট্রেড টি ক্লাসে হয়ে যাবে.
-
আজ ফরেক্স অনেক জনপ্রিয় তার কয়েক টি কারনের মধ্যে একটি হচ্ছে স্টপ লস সিস্টেম। স্টপ লস ব্যবহার এর ফলে একজন ট্রেডার এর লস সীমিত হয়। ফলে মার্কেট এ দীর্ঘদিন টিকে থাকা যায়।
-
স্টপ লস ব্যবহারে আপনার একাউন্ট এর বেলেন্ছছ শুন্য হতে বাচিয়ে দিতে পারে।আমাদের ফরেক্স এর কাজ তো সব সময় কাজ করতে পারিনা তাই আমাদের সব সময় দেক্ষা সমভব না তাই আমরা স্টপ লস ব্যবহার করি। তাই অ্যাকাউন্টকে শূন্য হওয়ার হাত থেকে স্টপ লস ব্যবহারের মাধ্যমেই বাচানো সম্ভাব।
-
ফরেক্সে স্টপ লস ব্যাবহার করা অত্যান্ত জরুরী। ফরেক্সে বাজার অনেক সময় বে হিসাবি গতিতে পরিবর্তীত হয়।। এ সময় আমাদের একাউন্ট কে টকিয়ে রাখার জন্য আমাদের অবশ্যই স্টপ লস ব্যাবহার করা উচিৎ।। বাজার যে সব সময় আমাদের পক্ষে থাকবে এমন টা কখনই হবে না।।।
-
স্টপলস হলো একধরনের সীমানা যে সীমানা না থাকলে আপনি ফরেক্স এ কোন দিনই লাভ করতে পারবেন না।স্টপ লস ব্যাবহার করলে নিদিষ্ট পরিমাণ লস হয় এর বাইরে লস হয় না । এই জন্য অ্যাকাউন্ট কে অধিক লস থেকে রক্ষা করার জন্য স্টপ লস ব্যাবহার করা উচিত ।
-
স্টপ লস ব্যবহারে লস ট্রেড বেশি লস হওয়ার আগেই বন্ধো হয়ে যায়। উদাহরণ সরূপ আপনি একটা ফরেক্স এ ট্রেড অপেন করলে তারপর এই ট্রেড যদি লস হয় লসের সমায় সিমা আগে থেকেই নির্ধারন করা হয়। যখন মার্কেট এই পরিমান লসে পৌছায় তখন অটোমেটিক ট্রেড বন্ধ হয়ে যায় এবং আপনার মার্কেট অনেক বড় লসের হাত থেকে বাচায়। তাই আমার মতে সব ফরেক্স ট্রেডা এর উচিৎ এটা ব্যবহার করা।
-
আমি মনে করি স্টপ লস ফরেক্সের একটি গুরুত্বপূর্ন ট্রেডিং টুলস। আমরা অনেকেই লং টার্ম ট্রেড করে থাকি। সেক্ষেত্রে সবসময় মার্কেটে নজর রাখা সম্ভব না। কিন্তু মার্কেটে সব সময় একরকম মুভ করে না। হয়তো এমন মুভ করলো যে ট্রেড নাগালের বাইরে চলে গেল। এই অনাকাঙ্খিত লস এড়ানোর জন্যই একটা নির্দিষ্ট পরিমান লসে মার্কেট সেট করে রাখা হয় যেখানে মার্কেট গেলে ট্রেড অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। এটাই স্টপ লস।
-
স্টপ লস ফরেক্স এর একটি গুরুত্ব পূর্ণ একটা বিষয়।অ্যাকাউন্ট খুব তারাতারি লসে জিরো না হওয়ার জন্য স্টপ লস ব্যাবহার করতে হয় ।
-
ফরেক্স এ আপনি যদি একাধিক পরিমান কারেন্সিতে ট্রেড করেন তাহলে অব্যশই স্টপ লস দিলে ভালো হয়। কারন অনেকগুল পেয়ারে ট্রেড নিলে মাথায় বেশি টেনশন হবে। স্টপ লস মুলত আপনার বড় লস থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যবহার হয়।
-
মেটাট্রেডার টার্মিনালে স্টপ লস একটি ট্রেডিং টুলস , যার সাহায্যে আপনার বিশাল লসের হাত থেকে আপনার একাউন্ট কে সুরক্ষা দেয়া যায় । অনেক সময় আমাদের নিত্যপ্রয়োজনীয় কাজে ঘরের বাহিরে যেতে হয় , সেসময় যদি মার্কেটে ভোলাটিলিটি শুরু হয় এবং ট্রেড যদি আপনার বিপরীতে যায় তাহলে একাউন্ট জিরো হওয়ার সম্ভাবনা বেশী । তাই স্টপ লস ব্যবহারে সামান্য কিছু লসে ও একাউন্টকে রক্ষা করা যায় ।
-
আমরা জানি স্টপ লস ব্যাবহার করা হয় যাতে লস কম হয় লং ট্রেডিং এর জন্য স্টপ লস খুব কাজে দেয় যখন লস এর পরিমান একটি নির্দিষ্ট স্থানে চলে যায় তখন আপনাআপনি ট্রেডিং কোলজ হয়ে যায়। সট ট্রেডিং এ ও স্টপ লস সেট করা ভাল।। তাহলে লস কম হবে।। হঠাৎ করে অনেক লস হবে না।
-
ফরেক্স মার্কেট স্টপলস ব্যবহারের কারনে একাউন্ট মূক্ত থাকে কারনে অনেক সময় বড় নিউজের কারনে অনেক বেশি মূভ করে ফলে একাউন্ট জিরো হয়ে যায়।অনেক ট্রেডার আছে যারা ফরেক্স মার্কেট স্টপ লস ব্যবহার না করে অনেক বার একাউন্ট জিরো করেছে তাই একাউন্ট সেভ রাখার জন্য আমাদের স্টপলস ব্যবহার করা অতি জরুরী।
-
স্টপ লস ব্যাবহার ফরেক্স ্রেটডিংকে আমি মনে করি অনেকাংশে সহজ করে দিয়েছে এটির মাধ্যমে একজন ট্রেডার ফরেক্সে ট্রেড করে সেই ট্রেডে যেন বড় ধরনের লস না হয় তা খুব সহজেই স্টপ লস এই অপশনের মাধ্যমে নিয়ন্ত্রন করতে পারে। তাই বলা যায় বড় ধরনের লসের হাত থেকে অ্যাকাউন্টকে রক্সা করতে স্টপ লনস অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করে।
-
আমি বলবো স্টপ লস ফরেক্স এর আরেকটি গুরুত্ব পূর্ণ একটা বিষয়। স্টপ লস ব্যাবহারে আপনার একাউন্তে পুরোপুরি ফাকা হওয়া থেকে বাচিয়ে দেয়, যদি আপনি ট্রেড এ লস খান অর্থাৎ ট্রেড যদি আপনার বিপক্ষে যায়। তবে স্টপ লস দিয়ে আপনি ট্রেড কে নিয়ন্তন করতে পারবেন, অর্থাৎ আপনি কতটুকু লস মানিয়ে নিতে পারবেন টা আগেই নির্ধারণ করাই হচ্ছে স্টপ লস। একজন ভাল মানের ট্রেডার হবার জন্য আপনাকে অবশ্যই স্টপ লস ইউস করা জরুরী।
-
স্টপ লস একজন ফরেক্স ট্রেডারের বেচে থাকার বড় ধরনের উপায় । তানা হলে হঠাত পতঅন বা উথানে ক্যাস জিরো হয়ে গিয়ে সব শেষ । তাই ট্রেড দেয়ার আগেই স্টপ লসের কথা ভাবতে হবে ।
-
খুবই সুন্দর এবং যুগোপযুগি একটা প্রশ্ন হল স্টপলস ব্যবহারে কি হয়। আসলে এটাকে অনেকে অনেক ভাবে দেখে থাকে। কেউ বলে এটা ব্রোকারের মানি মেকিং টুল। আবার কেউ বলে এটা হল অযথা নিজের টাকা লস করার একটা সিস্টেম। তাই আমি বলব যারা ট্রেড করে ট্রেড শিখতে চান অবশ্যই স্টপ লস ব্যবহার করবেন। কেননা ব্রেক ছাড়া গাড়ি আর স্টপলস ছাড়া ট্রেড দুটাই সমান। দেখুন অল্পের উপর দিয়ে বাচবেন না সব হারিয়ে কপাল চাপড়াবেন আপনার ব্যপার।
-
স্টপ লস ফরেক্স এর আরেকটি গুরুত্ব পূর্ণ। স্টপ লস ব্যাবহারে একাউন্তে পুরোপুরি জিরো হওয়ার হাত থেকে রক্ষা পায়। স্টপ লস দিয়ে ট্রেড কে নিয়ন্তন করে। অর্থাৎ আপনি কতটুকু লস করা টা সম্ভব তা পূর্বেয় নির্ধারণ করাই হচ্ছে স্টপ লস।
-
ফরেক্স ব্যাবসা করতে হলে আমাদের অবশ্যই স্টপলস ও স্টপপ্রফিট ব্যাবহার জানতে হবে ,আমরা যখন ট্রেড করি তখন এর গুরুত্ব অনেক বেশী কারন স্টপলস ব্যাবহার না করি তাহলে আমাদের ব্যলেন্স জির হতে পারে তাই অট ট্রেড কোল্জ করার জন্য স্টপলস ব্যাবহার করতে হয়ে।
-
ফরেক্স মার্কেটে স্টপলস একটি গুরুত্বপূর্ণ বিষয় । মার্কেটে ট্রেডিং এর সময় আমরা স্টপ লস ব্যবহার না করার ফলেই আমাদের একাউন্ট জিরো হয় । সাধারণত আমরা যখন লং টেডিং করি তখন আমাদের উচিত মানি ম্যানেজমেন্ট ফলো করে একটি নির্দিষ্ট জায়গায় স্টপলস ব্যবহার করা । এতে আমরা বড় ধরনের ক্ষতি থেকে বাচতে পারব । ধন্যবাদ ।
-
যেকন সময় মারক্রেট আপনার উল্ট দিকে যেতে পারে।তাই আতি রিক্স নাহ নিয়ে লিমিটেড এর ভিতরে একটি টারগেট দিতে হলে যাতে ব্যলেন্স এর বেশি খতি নাহ হয়য়।
-
স্টপ লস আসলে আপনি কত লসে আপনার ট্রেড ক্লোজ করবেন তা বুঝায় এতে সুভিদা হল আপনার ব্যালান্স পুরাটা শুন্য হয়না অর্থাত কম লসে ট্রেড ক্লজ হয়
-
স্টপ লস ব্যবহার করলে আপনার বেশী লসটা কম হবে। স্টপ লস দ্বারা আপনার একাউন্ট ব্যলেন্স রক্ষা পাবে। আপনি যদি ফরেক্স এ স্টপ লস ছাড়া ফরেক্স এ ট্টেড করে রাখেন তাহরে আপনার যখন লস এর দিকে যাবে তখন আপনার কত পরিমানে লস দিবেন তা সেখান থেকে লস হয়ে বন্ধ হয়ে যাবে। আর এটাই হল স্টপ লস এর খেলা।
-
স্টপ লস (stop loss): স্টপ লসের মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইস এ বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন। ধরুন, আপনি ১.৩৫৪০ তে একটি বাই ট্রেড ওপেন করলেন। আপনি চাচ্ছেন ৫০ পিপস লাভ করবেন এবং ৫০ পিপসের বেশি লস করবেন না। তাহলে আপনি ৫০ পিপস স্টপ লস এবং ৫০ পিপস
-
ফরেক্স এমন একটা ব্যবসা যেখানে অনেক অনেক লস রয়েছে । তাই আমি মনে করি আমাদের সকলের স্টপলস ব্যবহার করা উচিত । যে স্টপলস ব্যবহার না করে সে কখনো অনেক অনেক প্রফিট করতে পারে না । আমি সব সময় স্টপলস ব্যবহার করি । আমি এখন ভাল আছি ও ভাল প্রফিট ও করি । ফরেক্স আমার জীবনের সাথে জড়িয়ে গেছে এখন ।
-
ফরেক্স ট্রেড করে লসের থেকে বাচার কৌশল হল স্টপ লস ব্যবহার করা।কারন আপনি যখন ট্রেড ওপেন করবেন তখন আপনার অবর্তমানে মার্কেত যদি বিপরীতে চলে যাই তাহলে আপনি অনেক লস করতে পারেন।আর এই লস এড়ানোর জন্য আপনি যদি স্টপ লস ব্যবহার করেন তাহলে আপনি অবশ্যই আপনার বেশি লসের হাত থেকে বাচতে পারবেন।