-
যদি পরিস্থিতি এমন হয় তবে আমি সঠিক ট্রেড এর জন্য অপেক্ষা করব.কারণ ত্রাদের হিসেবে আমি জানি যে ফরেক্স মার্কেট অনেক অস্থিতিশীল তাই সব টাইম আপনার বাই/সেল দেবের জন্য উপযুক্ত হবেনা.তাই আমাদের কে সঠিক সময় এর জন্য অপেক্ষা করতে হবে.এবং অ সঠিক সময় এর নির্দেশনা আমরা মার্কেট মুভমেন্ট দেখে বুঝতে পারব যদি আমরা যথেষ্ট অভিজ্ঞ হয়ে থাকি.তাই এমন পরিস্থিতিতে আমি মার্কেট এর সঠিক অবস্থান এর জন্য অপেক্ষা করব.
-
আমি ফরেক্স মার্কেট কাজ করে আমি অনেক টাকা আয় করতে চাই। কারন ফরেক্স মার্কেটে সবাই টাকার জন্যই আসে তারা অল্প সময়ে অধিক টাকা লাভ করার জন্য ফরেক্স মার্কেট নিয়ে কাজ করে। তাই আমার ও ইচ্ছা ফরেক্স নিয়ে কাজ করে করে টাকা আয় করা।
-
প্রথমে ডেমোতে আমার প্রচুর লস হতো। আমি ভাবতাম এতে যদি লস হয় তাহলে লাভের পথটি কোথায় ? অবশেষে এনালাইসিস শুরু করে দিলাম। আমি মনে করি লস হলে আমরা বিপরীত মুখী হতে চাই। আমাদের এই চেষ্টা আমাদেরকে ফরেক্স শিখতে যথেষ্ঠ উৎসাহ যোগায়।
-
আমি ফরেক্স ব্যবসা করে নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে চাই । সুতরাং আমরা সব সময় নিজেকে একজন দক্ষ ট্রেডার হিসেবে নিজেকে গড়ে তুুলব তাহলেই সফলকাম হতে পারব । অতএব আপনারাও এই ব্যবসা ঠিকমত করুন অবশ্যই সফলকাম হতে পারবেন ।
-
মার্কেটের অবস্থা যদি এমন হয় যে ট্রেড করলেই লস হবে তবে আমি অবশ্যই সেই ধরনের ট্রেড থেকে বিরত থাকব । এমন অবস্থা যথন হবে যে আমাদের লস করতেই হবে , তখন অবশ্যই আমি এই ধরনের ট্রেড থেকে বিরত থাকব । যারা এই ধরনের ট্রেড করবে তারা অবশ্যই বড় ধরনের ধরা খাবে । আমরা যখন বুঝতে পারি যে অর্থ্যাৎ অনুধাবন করতে পারি যে মার্কেটে লস হতে পারে তখন কেন অামরা নিজেদের অর্থকে বিসর্জন দিতে যাব এমন একটা ট্রেডে ?
তাই সবসময় সাবধান হয়ে ট্রেড করতে হবে ।
-
দক্ষতার অভাব ও বেশি উল্টা পাল্টা ট্রেড করার কারনে আমরা মূলত লস করি ।তাই এ রকম অবস্থাতে আমি দেখব মার্কেটের মুভমেন্ত কোন পজিশনে যায় ।পরে যদি সুযোগ পাই ট্রেড করব নচেৎ নয় ।
-
ফরেক্স মার্কেটে ট্রেডিং শুরু করাবার আগেই আপনাকে আগে সিদ্ধান্ত নিয়ে ফেলতে হবে আপনি এই মার্কেট থেকে কি আশা করেন, এই মার্কেটে নিজেকে কোন অবস্থানে দেখতে চান। আপনার টার্গেট নির্ধারণ করে তবেই আপনার এই মার্কেটে ট্রেডিং শুরু করা উচিত। ট্রেডিং শুরু করার আগে মার্কেট এর উপর বেসিক ধারণা অর্জন করতে হবে। তাই মার্কেট নিয়ে অনেক পড়ালেখা করতে হবে। মার্কেট নিয়ে এনালাইসিস করা শিখে নিজের অভিজ্ঞতা বাড়াতে চাই।
-
যদি মার্কেট লসের দিকে যায় তাহলে আমি অবশ্যয় কিছু সময়ের জন্য ট্রেড করা অফ রাখব । কারন আমি চাইনা আমার ট্রেড লসের মধ্যে যাক। আমি ফরেক্স এ ট্রেড করি লাভ কম হলেও যেন লসের পরিমাণটা কম হয়। তাই আমাদেরকে দেখে শুনে ট্রেড করতে হবে । মার্কেট বুঝে ট্রেড করতে হবে ।
-
ফরেক্স এমন একটি মার্কেট যেখানে লাভ ক্ষতি দুইটা ই আসে । তবে ফরেক্স এমন একট মার্কেট ও যে খানে আপনি আপনার লস কে লাগাম দিতে পারেন । আপনি যদি একজন দক্ষ বিনীয়গকারী হন তবে আপনি মার্কেট এর যে কোনো অবস্থাতেই মুনাফা করতে পারেন । কারণ মার্কেট এ মুদ্রার মান উঠক না নামুক আমরা দুই ক্ষেত্রেই লাভ করতে পারি । তবে তারপরে ও অনেক সময় ট্রেড করতে গেলে লস হতে ই পারে তাই এই নিয়ে হতাশ না হয়ে আরো সাবধানতার সাথে এবং ভালো কিছুর প্রত্তাসায় কম ঝুকি নিয়ে আমার ট্রেড করে যাওয়া উচিত " তিবে একটি কথা মনে রাখা উচিত ফরেক্স এ লোভ করা আত্মঘাতী হতে পারে ।
-
আমি ফরেক্স মার্কেট থেকে ভাল আয় করতে চাই । এইখানে আমি কাজ করে ভাল কিছু করতে চাই ভাল কিছু করতে হলে আমাকে আগে ভাল কাজ করতে হবে । তাই আমি আগে ভাল কাজ করতে চাই । ফরেক্স নিয়া আমার স্বপ্ন অনেক আমি ফরেক্স থেকে অনেক আয় করতে চাই আমি ভাল করে ফরেক্স কে জানতে চাই ।
-
আমি বলবো এরকম কনফিউজিং সময়ে ট্রেড না করে রিলাক্স হয়ে বসে মার্কেটের খেলা দেখুন। কারণ পকেটের টাকা লস করার কোন মানে হয় না যেখানে মার্কেট আরো সুযোগ দেবে। তাই এরকম সময়ে ট্রেড করা থেকে বিরত থাকুন। কারণ ট্রেড করতেই হবে এমন কোন কথা নেই। যদি প্রপার কোন সেট আপ না পান তবে ট্রেড এ এন্ট্রি না নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। অবশ্য টাকা আপনার যদি লস করতে চান তবে কার কি বলার থাকতে পারে।
-
আসলে আমি মনে করি কেউ ফরেক্স মার্কেটে লস করতে চায় না কারন ফরেক্স মার্কেটে সবাই নিজের টাকা ইনভেস্ট করে কিছু পাবার আসায় আর আমিও ফরেক্স মার্কেটে ইনভেস্ট করেছি লাভের আশায়। তবে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে জেনে শুনে ট্রেড করতে হবে।
-
ফরেক্স মাকের্টে ট্রেড করতে হলে আপনাকে সঠিক সময়ে ট্রেড করতে হবে যখন আপনি মার্কেট ভাল ভাবে বুঝতে পারবেন।কনফিউজিং সময়ে ট্রেড না করে রিলাক্স হয়ে বসে মার্কেটের খেলা দেখুন। কারন অযথা টাকা লস করার কোন মানে হয় না যেখানে মার্কেট আরো সুযোগ দেবে। তাই এরকম সময়ে ট্রেড করা থেকে বিরত থাকুন। এবং সুযোগের অপেক্ষা করুন ।
-
মার্কেট এনালাইসেস করে যদি দেখা যায় যে এখন ট্রেড দিলে লস হবে তখন ট্রেড দেয়া উচিত হবে না । কারন ট্রেড করা বড় কঅথা নয় প্রফিটা হলো আসঅল কথা । এই জন্ন সব সময় প্রফিটের কথা মাথায় রাখতে হবে ।
-
ট্রেড করতে চান নাকি লস করতে চান ? মার্কেটের অবস্থা যদি এমন হয় যে ট্রেড করলেই আনাকে লস করতে হবে, তাহলে আপনে কি করবেন ?
কোন মানুষ চায় না তার ট্রেড লস করতে। এবং আমি মনে করি ফরেক্স ট্রেড লাভ লস উভাই।ফরেক্স মার্কেট সবাই লাভ এর আসাই আসে। এবং আমার দারনা মতে কনফিউজিং সময়ে ট্রেড না করা উতম কাজ। এবং জকন দেকবেন আপনার প্রফিট এর সময় তকন আপনি ট্রেড করবেন। আমি ছায় না
-
আমি কি করতে চাই ? আমি ফরেক্স ব্যবসা করতে চাই । কারন কারো অধিনে থাকা আমার পছন্দ না । আমি জব করি । কিন্তু বসের হুকুম পালন করা আমার পছন্দ নয় । তাই তো আমি ফরেক্স ব্যবস্কে এতো আকড়ে ধরেছি । আমার ইচ্ছা আমি সারা জীবন ফরেক্স ব্যবসা করবো ও আয় করে আমার সংসার চালাবো । আসা করি আমি তা করতে পারবো ।
-
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে গেলে মাঝে মাঝে লস হবে,তাই লস হলে ভেঙ্গে না পরে মার্কেট এনালাইসিস করে ফরেক্স ট্রেডিং করলে লস রিকভার হয়ে যাবে,এ জন্য ফরেক্স মার্কেট নিউজ দেখে,এনালাইসিস করে ফরে ট্রেডের সময় স্টপ লস ও টেক প্রফিট ব্যাবহার করা।
-
ফরেক্স মার্কেটে সবার একটি লক্ষ্য থাকে যে প্রফিটেবল ট্রেডের মাধ্যমে লাভ করা।ফরেক্স মার্কেটে এমন কোন ট্রেডার নেই যে চায় লস করতে।আসলে আমরা সবাই ফরেক্স মার্কেট থেকে অর্থ ইনকাম করতে চাই।যদি ফরেক্স মার্কেটের এমন আবস্থা থাকে যে আমি বুঝতে পারছিনা যে মার্কেট আপ হবে না ডাউন হবে এ অবস্থায় আমি ট্রেড করা বন্ধ রাখি।যখন দেখি মার্কেটের আবস্থা ভালো আছে তখন বুঝেশুনে এনালাইসিস করে ট্রেড করে থাকি।
-
ভাই লস হওয়া কেউ চায় না। এমনকি আপনি নিজে ও না। যদি আপনি এমন কনফিউজিং পরে যান তাহলে আমি বলব ট্রেড না করার জন্য। কিন্ত মাকেট তো এক দিকে না একদিকে তো যাবেই। আপনি যদি মনে করে এখন বাই দিলে লস হবে তাহলে সেল দেন লাভ হবে। আমি যতটুকু জানি ফরেক্স এ লাভ নাকি টেকনিক ছাড়া হয় না।
-
আমিতো ফরেক্সে এসেছি কিছু টাকা আয় করতে অর্থাৎ ট্রেড করে লাভ করতে , লস করতে নয় । আমি ফরেক্সে ট্রেড করে লাভ করতে চায় । আমি ফরেক্সে ট্রেড করি মার্কেট এনালাইসিসের মাধ্যমে । মার্কেট এনালাইসিসের মাধ্যমে ফরেক্সে ট্রেড করলে সেই ট্রেড থেকে ভাল লাভ করা যায় । ফরেক্সে কাজের মূল উদ্দেশ্য হলো এখান থেকে টাকা আয় করা । ফরেক্সে অনেকে পার্ট টাইম কাজ করে আবার অনেকে প্রফেশনাল বা ফুল টাইম জব হিসাবেও কাজ করে ।
-
ফরেক্স মার্কেট এ কেউ লসের জন্য আসে না। তাই যখন ফরেক্স মার্কেট এর অবস্থা উলটাপালটা লাগে তখন আপনার পক্ষে ট্রেড না করা ভালো হবে।আপনি যদি ফরেক্স মার্কেট অবস্থা খারাপ দেখেন তখন আপনি অবশ্যয় ট্রেড করা থেকে বিরত থাকুণ।তবে আর একটি বিষয়ই না বললে হই না যে আপনি যদি ট্রেড না করেন তাহলে আয় করবেন কিভাবে। তাই ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো আনাল্যসিস করে ট্রেড করুন।
-
আমি মনে করি ফরেক্স ট্রেড লাভ লস উভাই তবে আমি লাভ করতে চায় কিন্তু লাভ করতে চায়লে তো সবসময় লাভ করা যায় না ,লসও যায় কারন এখনও ভাল অভিজ্ঞ ট্রেডার হতে পারেনি , আসলে লস করতে কেহয় চায় না।
-
-
এনালাইসিস গুলো জানার পর আপনি সে গুলো কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। কম সময়ে কথা থেকে নিউজ পাব ? যা আমরা দেখে খুব সহজেই ট্রেড করে ভাল আয় করতে পারব ফরেক্সে ।ফরেক্সে খুব ভাল ইমপ্যাক্ট ফেলে এর নিউজ একসাথে নিয়ে যদি আবেগ বাদ দিয়ে ট্রেড করেন তাহলে ইনশাল্লাহ বলা যেতে পারে আপনি ফরেক্স এ কখনই ক্ষতি গ্রস্থ হবেন না। অবশ্যই লাভবান হবেন। আশাকরি আমার কথা গুলো আপ্নারা বুঝতে পেরেছেন।
-
প্রবণ হওয়া আর না হওয়া ের থেকে বড় কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। বিষয় হল ঠিকমত মার্কেট এনালাইস করা । আর আপনি আবেগহীন কখনো হতে পারবেন না । আবেগ নিয়েই মানুষের জীবন গঠিত
-
অবশ্যই আবেগ পরিহার করতে হবে। কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। ট্রেডের ক্ষেত্রে আবেগ থাকলে অনেক ভুল সিদ্ধাত নেয়া হয়, ট্রেড লসে ক্লোজ করা হয়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি।
-
ফরেক্সে সবার উদ্দেশ্য থাকে এখানে ট্রেড করার মাধ্যমে লাভবান হবে । কেউ চায় না যে লস করুক । এই ধরনের পরিস্থিতি যদি ট্রেড করি তবে অনেক লস তাহলে আমি অবশ্যই সেদিন আর ট্রেড করব না । কারণ লস হওয়ার চেয়ে ট্রেড না করাই উত্তম । কেউ ট্রেড দেওয়ার সময় শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারবে না যে আজ ট্রেড করে আমি অনেক লাভবান হব ! লাভ লসের হিসেবটা যে কোন সময় মার্কেট পরিস্থিতি বদলে দিতে পারে । কারণ এই মার্কেট প্রতিনিয়ত পরিবর্তনশীল ।
-
আমি একজন ভাল ট্রেডার হয়ে আমার জীবনকে পরির্বতন করতে চাই । আর সেই লক্ষ্যে আমি নিজেকে প্রস্তত করছি । ফরেক্ম নিয়ে অনেক পড়াশোনা করছি যেন আমি সামনের দিকে এই ফরেক্স থেকে ভাল কিছু করতে পারি এবং অনুযায়ী আমার জীবনকে পরিবর্তন করলে পারি ।
-
মার্কেট যখন সাইট ওয়াইজ মুভিং করে তখন ট্রেডিং থেকে বিরত থাকতে পারলে ভাল মার্কেটের মুভমেন্ট যখন ভাল থাকে তখন ট্রেড ওপেন করলে লাভের সম্ভাবনা বেশি থাকে । আমার চিন্তাভাবনা থাকে কিভাবে ফরেক্স মার্কেট থেকে লাভ করা যায় ।
-
ফরেক্স মার্কেটে অতি দ্রুত ধনী হওয়ার চিন্তা করলে লস খেয়ে বসে থাকতে হবে । কেননা লোভ করা ধংসের মূল যদি ফরেক্স ব্যবসায লোভ করেন তাহলে আয় করা সম্ভব নয়। কিছুদিন ট্রেড করে পরবর্তীতে লাভ এর চেয়ে লস এর মাএা ই বেশি হবে। ফরেক্সে ভাল ফলাফল পেতে হলে অধ্যাবসায় করে এগিয়ে যেতে হবে ।
-
আমি ভালো ভাবে না শিখে,না বুঝে,সঠিকভাবে আয়ত্ব না করে কখোনোও ট্রেড করবোনা৷কারণ আমি পরিষ্কার ভাবে জানি,দেখেছি ও বুঝেছি যে ফরেক্স মার্কেটে দক্ষতা-অভিজ্ঞতা ব্যাতীত কখোনোই নিয়মিত প্রফিট করা সম্ভব নয়৷এজন্যই আমাকে দীর্ঘদিন প্র্যাকটিস করে করে শিখতে হবে৷
-
ফরেক্স মার্কেট সবাই লাভ এর আসাই আসে।কোন মানুষ চায় না তার ট্রেড লস করতে। এবং আমি মনে করি ফরেক্স ট্রেড লাভ লস উভাই।ফরেক্স মার্কেট সবাই লাভ এর আসাই আসে। এবং আমার দারনা মতে কনফিউজিং সময়ে ট্রেড না করা উতম কাজ। এবং জকন দেকবেন আপনার প্রফিট এর সময় তকন আপনি ট্রেড করবেন।
-
এমন সময় আমি মার্কেট বন্ধ করে বেড়াতে যাবো আমার গার্লফ্রেন্ড নিয়ে । কেননা যখন আপনি কোনো প্রকার কনফিউশনে থাকবেন তখন কোনো অবস্থাতেই ট্রেড করবেন না । এটা একটা বদ অভ্যাস । এই অভ্যাস যদি না পালটাতে পারেন তাহলে আপনাকে অনেক লস করতে হবে । আর যদি লস করাই আপনার উদ্দেশ্য হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই । কিন্তু কেউই লস করতে চায় না । তাই ট্রেড নেয়ার পূর্বে সকল বিষয় খেয়াল করুন এবং বার বার অ্যানালাইসিস করুন । ট্রেড নেয়ার পরে অ্যানালাইসিস করে কোনো লাভ নেই ।
-
ফরেক্স মার্কেট এ কেউ লসের জন্য আসে না। তাই যখন ফরেক্স মার্কেট এর অবস্থা উলটাপালটা লাগে তখন আপনার পক্ষে ট্রেড না করা ভালো হবে।আপনি যদি ফরেক্স মার্কেট অবস্থা খারাপ দেখেন তখন আপনি অবশ্যয় ট্রেড করা থেকে বিরত থাকুণ।তবে আর একটি বিষয়ই না বললে হই না যে আপনি যদি ট্রেড না করেন তাহলে আয় করবেন কিভাবে। তাই ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো আনাল্যসিস করে ট্রেড করুন।
-
ফরেক্স মার্কেটে সফল ট্রেডার হতে হলে আপনাকে অবশ্যই ফরেক্স সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে হবে। এমনকি মার্কেট সম্পর্কে দক্ষতার সাথে এনালাইসিসগুলো সঠিকভাবে পর্যালোচনা করার মত জ্ঞান অর্জন করতে হবে। এছাড়া ট্রেডিং কৌশলগুলো নিয়ে অনেক বেশি পড়াশোনা করতে হবে এবং নিখুত ভাবে জ্ঞান চর্চা করতে হবে ফরেক্স মার্কেট সম্পর্কে। তাই আমার মতে ফরেক্স মার্কেট সম্পর্কে আগে জানুন তারপর ট্রেড করার চিন্তা করুন।
-
ফরেক্স মার্কেটে সবাই আসে কিছু লাভ করতে । কেউ ই আমার মনে হয় না লস করতে চাইবেন । যদি মার্কেটের অবস্থা এমন হয় যে ত্রেড করলেই লস তাহলে ত্রেড করার দরকার নেই । রিস্ক নেওয়ার থেকে ভাল একাউন্ট বাচাই রাখা। একাউন্ট এ ব্যলেন্স থাকলে লাভ হবেই। তাই নিশ্চিত না হয়ে ত্রেড করাটা বোকামি ।
-
আমার মন শুধু চায় একজন ভালো ট্রেডার হতে সেজন্য আমি প্রচুর পরিশ্রম করি আর ফরেক্স সম্পর্কে শিখতে চেষ্টা করি। আমি তাছাড়াও ডেমোতেও প্রচুর সময় ব্যয় করি মার্কেটের ট্রেন্ড বুঝার জন্য কারণ মার্কেট ট্রেন্ড সম্পর্কে সঠিক ধারনা না থাকলে কেউ ভালো করতে পারবেনা। আর যদি না বুঝে ট্রেড করে তবে সে ক্ষতির সম্মুখিন হতে পারে যেকোন সময়। অনেক সময় আমরা দেখেছি নাবুঝা ট্রেড কিছু সময় প্রফিট দিতেও পারে তবে সহজ কথা হচ্ছে একটি ভুল ট্রেড সব অর্জনকে শুন্যের কোঠায় নামিয়ে নিবে।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করলে লস করতেই হবে ফরেক্স মার্কেট এ কেও লস করে নাই এমন লোক পাওয়া যাবে না তবে ফরেক্স মার্কেট এ আপনার লস এর চেয়ে লাভ এর পরিমান বেশি থাকে সেই দিকে নজর দিতে হবে এর জন্য ফরেক্স মার্কেট এ রিস্ক রেওয়াড এর দিকে বেশি নিয়ে ট্রেড করে মানুষ এর জন্য বেশি লাভ থাকে এমন ট্রেডিং সিস্টেম সবাই ট্রেড করতে চাই
-
সবাই সফল ট্রেডার হতে চায়। আর চায় যেন ফরেক্স থেকে ইনকাম করা যায়।আর আমি ও চাই একজন সফল ও দক্ষ ট্রেডার হয়ে উঠতে । যেন ফরেক্স থেকে ইনকাম করতে।
-
ভাইজান আমি এখানে ট্রেড করতে চাই। হ্যা, আপনার কথা ঠিক আছে যে, ট্রেড ওপেন করলেই যদি আমাকে বার বার লসের সমুখীন হতে হয় তাহলে কি করব? আপনার এই বক্তব্যটা আমার অনেক ভাল লাগলো ভাই, আপনি একটা অনেক যুক্তি সঙ্গত প্রশ্ন করেছেন। তবে ভাই, লাইফে সমস্যা যতই থাক এর সমাধানও কিন্তু রয়েছে। আর ব্যবসা করতে হলে আমাদেরকে লাভ- লস দুটোই মেনে নিয়ে সর্বদা কাজ করতে হবে। তাই লসটা যাতে কম হয় সেজন্য মানি ম্যানেজ ম্যান্ট করে কাজ করতে হবে।