-
ভাই ফরেক্সে লস রিকোভার বলে কোনো কথা নাই। আপনি যখন যেটা আয় করবেন তখন মনে করবেন সেটাই আপনার প্রফিট। যদি মনে করেন আমার আজকে 100$ গেছে তাই আজকের মধ্যেই আমার 100 রিকোভার করতে হবে তাহলে আপনি আরো লস করবেন। এটাই হয় আর এটা হওয়াটা স্বাভাবিক। তাই রিকোভারের নামে বেশি লস করার তো কোনো প্রোয়জনি আসেনা। একজন ভাল ট্রেডারের কাজ হল ফরেক্স এ লসকে রিকভার করা। লসকে রিকভার করতে পারলেই বুঝতে পারবেন আপনি ট্রেডিং শিখে গেছেন। তাই সবসময় রিকভার করার প্রাকটিস করুন।
-
আপনি যখন ইনভেস্ট করে ট্রেড সুরু করেন তখন একটা ট্রেড লস খেলে পরের যেন দুটো ট্রেড একাধারে প্রফিট হয়। কাএন একসাথে আপনি যদি অনেক গুলো ট্রেড লস করেন তাহলে আপনার জব্য লস রিকভার কঠিন হবে। একটা লস হলে আরেকটি প্রফিট করতে হবে। একজন ভাল ট্রেডারের কাজ হল ফরেক্স এ লসকে রিকভার করা। লসকে রিকভার করতে পারলেই বুঝতে পারবেন আপনি ট্রেডিং শিখে গেছেন। তাই সবসময় রিকভার করার প্রাকটিস করুন।
-
আমরা লসকে কিভাবে রিকভার করব তা নির্ভর করে আমাদের প্রত্যেক ট্রেডারের নিজস্ব ট্রেড কৈশল এর উপর । আর আমি এটাও মনে করি যে আমি একজন নতুন ট্রেডার হিসেবে সবসময় ডেমো ট্রেডে চর্চা করা উচিত কিভাবে ট্রেড লসে গেলে তা রিকভার করা যায় । কেননা আমরা যেহেতু ট্রেড করি সেহেতু লস হবেই । আর লস হলে অবশ্যই আমাদেরকে তা রিকভার করতে হবে । তবে বেশি লস হয়ে গেলে তা রিকভার না করাই ভালো । কেননা এতে সম্ভাবনা থাকে ক্ষীণ ।
-
আমিও বড় ধরনের লসে পড়েছি। একাউন্ট প্রায় ক্লজ হয়ে যাবার উপক্রম হয়েছিল , তখন আমি বিপরীত ট্রেড ওপেন করি । একাউন্ট এখন লক। আশায় আছি যদি বাই এর দিকে মাকের্ট যায় তাহলে প্রফিট না হলেও আসল নিয়ে ট্রেড ক্লজ করে দেব। এবং সেখান থেকে বা আর একটু উপর থেকে .০৫ লটের সেল অর্ডার করব। এবার নিচে নামলে সেল অর্ডার টা যদি ক্লজ করে দিতে পারি তাহলেই লস বিকভার হয়ে যাবে।
-
ভাই আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন লস কিভাবে রিকভার করা যায়। লস রিকভার করতে গিয়ে আমরা আরো লসের সম্মুখীন হ। তাই সিনিয়র ট্রেডার কাছে আমি জানতে চাই কিভাবে ট্রেড করলে আমার লস রিকভার করতে 'পারব।
-
আমার মনে হয় ট্রেড করে যে ডলার ক্ষতি হয়ে যায় তা আর ফিরিয়ে আনা সম্ভব না, তাই যখন ট্রেড এ কোন ক্ষতি হবে, কেন ক্ষতি হল সেটার দিকে বেশি খেয়াল রাখা প্রয়োজন, তাই চিন্তা করা প্রয়োজন পরবর্তীতে যেন এমন কোন ক্ষতির মুখমুখি না হতে হয় সেই পথ বের করার, ক্ষতির থেকেই নতুন কিছু জানতে হবে।
-
আমি বলবো লসকে যদি রিকভার করতে চান তাহলে আগে লসের কারন খুজে বের করার চেষ্টা করুন কারন চিন্হিত হলে তা শুধরে নিয়ে তা থেকে শিক্ষা গ্রহন করুন যেন পরবর্তিতে এই রকম ভুলের কারনে লস গুনতে না হয়। আর লসকে রিকভার করতে সবসময় জটিল ট্রেড থেকে নিজেকে দূরে রাখবেন।
-
ফরেক্সে কিভাবে ভাল করা যায় , কিভাবে ফরেক্সের লসকে রিকভার করা যায় সেই বিষয় নিয়ে অনেকেই বলেছেন । তাই আমি বেশি কিছু বলতে চায় না । ফরেক্সে ভাল করতে হলে , ফরেক্সের লসকে রিকভার করতে হলে আগে ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে । ফরেক্সে ভাল ট্রেডিং দক্ষতা অর্জন করে ফরেক্স মার্কেটে ভাল করে ট্রেড করতে হবে যেন সেই ট্রেড থেকে লাভ করা যায় । এভাবে ফরেক্সের লসকে রিকাওভার করা যেতে পারে ।
-
আমিও বড় ধরনের লসে পড়েছি। একাউন্ট প্রায় ক্লজ হয়ে যাবার উপক্রম হয়েছিল , তখন আমি বিপরীত ট্রেড ওপেন করি । একাউন্ট এখন লক। আশায় আছি যদি বাই এর দিকে মাকের্ট যায় তাহলে প্রফিট না হলেও আসল নিয়ে ট্রেড ক্লজ করে দেব। এবং সেখান থেকে বা আর একটু উপর থেকে .০৫ লটের সেল অর্ডার করব। এবার নিচে নামলে সেল অর্ডার টা যদি ক্লজ করে দিতে পারি তাহলেই লস বিকভার হয়ে যাবে।
-
লস কে রিকভার করতে চাইলে ফরেক্স সম্পর্কে ভালো ভাবে জানার চেষ্টা করেন । নিজের লোভ কে কন্ট্রোল করতে হবে বেশি বড় ট্রেড ওপেন করার দরকার নাই । প্রতিদিন ট্রেড ওপেন করার সময় মার্কেট ভাল ভাবে বুজে তার পরে ট্রেড ওপেন করবে আবার লস থাকে তারাতারি উঠার জন্য বড় ট্রেড ওপেন করার দরকার নেই ।
-
ফরেক্স মার্কেটে লসকে যদি রিকভার করতে চান তাহলে আগে লসের কারন খুজে বের করার চেষ্টা করুন কারন চিন্হিত হলে তা শুধরে নিয়ে তা থেকে শিক্ষা গ্রহন করুন যেন পরবর্তিতে এই রকম ভুলের কারনে লস গুনতে না হয়। আর লসকে রিকভার করতে সবসময় জটিল ট্রেড থেকে নিজেকে দূরে রাখবেন।
-
ফরেক্স এক টি অনেক রিস্কক্সি বিজনেস। এখানে একবার লস হইয়ে গেলে রিকভার করাতা অনেক কথিন হই। তাই আল্ল টাইম লক্ষ রাক্তে হবে জেন অতিরিক্ত লস না হই। অল্প লস রিকভার করা জেতে পারে কিন্তু বেশি লস রিকভার করা অনেক কঠিন।
-
আমি একজন নতুন ট্রেডার। আমি ডেমোতে ট্রেড করি। আমি ডেমোতে ট্রেড করে যেটা বুজেছি সেটা শেয়ার করছি আপনাদের কাছে। আপনারা চাইলে ছোট ছোট লটে ট্রেড করতে পারেন। আমি তাই করি। আপনারা আপ্নাকের ট্রেড অ্যাকাউন্ট সবগুল একসাথে না ওপেন করে একটা একটা করে ওপেন করতে পারেন। আপনার সবগুল অ্যাকাউন্ট ওপেন থাকলে আপনার মার্জিন ভ্যালু কমে যাই এবং আপনার লস হতে থাকে।
-
আপনার মুল সমস্যা হলো আপনি মারকেট এনালাইসেস করায় ভুল করেন । আপনার উচিত কিছুদিন ট্রেড বন্ধ রেখে একজন ভাল ট্রেডার অথবা গুগলে সারচ দিয়ে ফরেক্সের নিওয়ম বের করে সেখান থেকে মারকেট এনালাইসেস এর নিওয়ম ভালভাবে শিখতে হবে ।
-
ফরেক্স তো একটা ব্যবসা তাই এখানে লাভ ও লস ও থাকবেই । কিন্তু যে লস বেশি করে সে লসার ট্রেডার আর যে বেশি প্রফিট করে সে তো লালে লাল । আমি মনে করি লস হলে আমাদের ভেংগে পড়া ঠিক না । কারন আমাদের আবার ইনভেস্ট করে আবার মন থেকে এনেলাইসিস করে ট্রেড করে লস রিকভার করার চেষ্টা করতে হবে । তাহলে ফরেক্স মার্কেট থেকে লস রিকভার করা খুব সহজ হবে ।
-
ফরেক্স মার্কেট এ আপনি যদি ট্রেড করতে চান তাহলে আপনাকে লাভ ও লস এর সাথে মোকাবিলা করতে হবেই।যখন দেকছেন মার্কেটে শুধু লস হচ্ছে তা এনালাইসিস করে লসের কারন গুলো খুজে বের করুন এবং নেক্সটে যেন এই লসের সম্ভনাই না পরেন।
-
টাকা লস হলে কি আর ফিরে পাওয়া যায়। যদি ফরেক্স মার্কেটে আপনি লস খান তবে আপনাকে আবার নতুন করে টাকা ইনভেষ্ট করে কাজ শুরু করতে হবে। আবার ট্রেড করে প্রফিট করে আপনার লসকে রিকোভেরি করতে হবে। এটাই একমাত্র পথ।
-
আমরা লসকে ধৈর্য্যের সাথে রিকভার করব । যে এই ব্যবসা ধৈর্য্যের সাথে করতে পারবে সে অবশ্যই এই লসকে রিকভার করতে পারবে । সুতরাং অামরা সব সময় এই ব্যবসা করার জন্য দক্ষতা ও ধৈর্য্য ধারণ করার চেষ্টা করব তাহলেই সফলকাম হতে পারব ।
-
ফরেক্স ট্রেডারের লস করার প্রধান কারন হল ঠিক ভাবে মার্কেট এনালাইসিস না করা কারন আপনি যদি মার্কেট ঠিকভাবে এনালাইসিস না করতে পারেন তাহলে লস বহন করতে হবেই।মার্কেটের মুভমেন্ট সম্পর্কে পরিষ্কার ধারনা রাখতে হবে।আর তাও যদি লস যাই তাহলে রিকভার করা করা জন্য কখনো বেশি লটে ট্রেড করা যাবে না।যে ট্রেডে লস গিয়েছে সেই ট্রেডকে নিয়ে আবার এনালাইসিস করতে হবে যদি দেখেন মার্কেট আপনার পক্ষে আস্তে পারে তাহলে একতূ অপেক্ষা করবেন আর যদি মনে হয় মার্কেট আপনার বিপরীতে যাচ্ছে তাহলে ট্রেড ক্লোজ করতে হবে।
-
ফরেক্স থেকে আপনি অবশ্যই বেশি আয় করতে পারবেন আর তার জন্য অাপনাকে অবশ্যই কিছু ট্রেডিং কেৌশল ভাল ভাবে আয়েত্ব করতে হবে। আপনার যদি প্রকৃত ফরেক্স ট্রেডিং জ্ঞান থাকে তা হলে আপনার অবশ্যই সেই ট্রেডিং কেৌশল জানা থাকবে আর তার আলোকে আপনি ফরেক্সে ট্রেড করে অনেক বেশি এখান থেকে আয় করতে পারবেন।
-
এমনি করে এক সময় হয়তো আমাদের উচ্চতাও ছয় ফুট থেকে ছয় ইঞ্চিতে চলে আসবে। আমরা কখনোই রিক্সা ব্যবহার করবনা। ছোট ছোট রকেট বানিয়ে মহাকাশ পথে চলতে চলতে রকেটকে বলব এই রিক্সা আদাবর যাবে ? বিজ্ঞান আমাদেরকে অনেক প্রসারিত করেছে? রাশিয়ার সার্ভার আমাদের ঘরে কাজ করছে। অবাক হবার কিছুই নেই যখন আপনার ব্যালেন্সটাও জিরো হবে। সরি।
-
আমি লস খেয়ে রিকভার করতে পারি । আমি যখন প্রথম ট্রেড অপেন করি তখন আমার সব গুলা ট্রেড এ লস করেছিলাম ।আমার অ্যাকাউন্ট এ ডলার কম ছিল তারপর আমি লস করছিলাম । আমার অভিজ্ঞতাত থেকে আমি বলব লস রিকভারি করার জন্য আপনি পুনরায় ট্রেড ওপেন করার আগে ভালভাবে মার্কেট আনালাইসিস করবো তাহলে আপনি লস এর হাত থেকে বাচতে পারবেন ।
-
ফরেক্স মার্কেটে আমাদের বেশি লস হয়ে গেলে আমরা ফরেক্স মার্কেটে এনালাইসিস করে ট্রেড করব, আর লস রিকভারের জন্য যদি ভাল হয় বা কোন সময় এমন আসে যে ট্রেড নিলে আমাদের প্রফিট হবে সেই সময় আমরা যদি একটু বড় করে লটে ট্রেডিং করতে পারি তাহলে আমাদের লস রিকভার হয়ে যাবে।
-
ফরেক্স মার্কেটে স্টপ লস অনেক গুরুপ্তপূণ ভূমিকা পালন করে থাকে । আমরা যারা ট্রেডার অনেকের অনেক রকম কাজের মধ্যে আমরা ফরেক্স এ ট্রেড করে থাকি ।
এমনও অনেক সময় আছে আমরা সব সময় মার্কেটে বসে থাকতে পারি না সে ক্ষেত্রে আমরা যদি মার্কেটে আপ-ডাউন হয় তাহলে তা আমরা বন্ধ করতে পারি না , সেই কারনে অনেকে এই স্টপ লস এর ব্যবহার করে থাকে ।
এতে করে ট্রেডার গন অনেক সুবিধা বোগ করে থাকে ।
-
লস ফরেক্স মার্কেটে অত্যন্ত কমন একটা বিষয় । কিভাবে লস রিকভার করা যায় সেটা বিস্তারিত এবং অধিক আলোচনার দাবি রাখে । তবে আমাদের মনে রাখতে হবে লস হয় সাধরণতা সুনিদ্দিষ্ট কিছু কমন কারণে যেগুলো থেকে আমরা কোনরুপ শিক্ষা গ্রহণ করি না এবং যার ফলে আমরা পরবর্তীতে লসের দিকে ধাবিত হয়ে থাকি । তাই আামদের উচিত হল ফরেক্সে লস করার কারণগুরো খুঁজে বের করে সেখান থেকে শিক্ষা গ্রহণ করা ।
-
আমি বলবো লসকে যদি রিকভার করতে চান তাহলে আগে লসের কারন খুজে বের করার চেষ্টা করুন কারন চিন্হিত হলে তা শুধরে নিয়ে তা থেকে শিক্ষা গ্রহন করুন যেন পরবর্তিতে এই রকম ভুলের কারনে লস গুনতে না হয়। আর লসকে রিকভার করতে সবসময় জটিল ট্রেড থেকে নিজেকে দূরে রাখবেন।
-
আপনি যদি একটি ট্রেড করে ১০০ পিপ লস করেন। তাহলে সর্ব প্রথম আপনি কিভাবে এই লস রিকভার করবেন তার দিকে নজর দিতে হবে। আর নজর না দিলে আপনি শুধু ট্রেড করে যাবেন। আপনার আর খেয়াল্ থাকবে না আপনি লাভ করলেন না লস করলেন।
-
লসকে রিকভার করার অন্যতম উপায় হল নিজেকে লসের মধ্য ডুবিয়ে না রেখে যত বেশি লস করবেন তত বেশি নতুন কিছু শিখার চেষ্টা করা।প্রতিটি ব্যবসারই লাভ-লস আছে।এক্ষেত্রে আপনাকে ফরেক্স সম্পর্কে ভালভাবে জ্ঞান অর্জন করতে হবে।তাহলে আপনার লস হওয়ার সম্ভবনা থাকবেনা।লসকে রিকভার করতে পারলেই বুঝতে পারবেন আপনি ট্রেডিং শিখে গেছেন। তাই সবসময় রিকভার করার প্রাকটিস করুন।
-
যদি রিকভার করতে চান তাহলে আগে লসের কারন খুজে বের করার চেষ্টা করুন কারন চিন্হিত হলে তা শুধরে নিয়ে তা থেকে শিক্ষা গ্রহন করুন যেন পরবর্তিতে এই রকম ভুলের কারনে লস গুনতে না হয়। আর লসকে রিকভার করতে সবসময় জটিল ট্রেড থেকে নিজেকে দূরে রাখবেন।
-
আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় রিস্ক আর রেওয়াড মেনে ফরেক্স মার্কেট এ ট্রেড করি আমার রিস্ক রেওয়াড থাকে ১ঃ৫ মানে আমার স্টপ লস যদি ১ ডলার হয় তাহলে আমার টিপি থাকে ৫ ডলার এতে করে আমি ৫ টা ট্রেড এ লস করলে ১ ট্রেড এ লাভ করলে আমার সব ট্রেড এর লস উঠে যাই এই ভাবে আমি আমার লস তুলি ফরেক্স মার্কেট এ
-
আপনার লস রিকভারি করার একটাই উপায় আছে আর সেটা হচ্ছে আপনি কম রিক্স নিয়ে ট্রেড করার চিন্তা করতে হবে এবং পাশাপাশি আপনাকে লোভ না করে ট্রেড করার মত মন মানসিকতা তৈরি করতে হবে। আর ধীরে ধীরে আপনি যখন ফরেক্স মার্কেট সম্পর্কে কিছুটা দক্ষ ও অভিজ্ঞতা অর্জনে সক্ষম হতে পারবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন কিভাবে আপনার পুরোনো লস রিকভারি করা যায়। ফরেক্স মার্কেটে রিকভারি করার একটাই উপায় সেটা হচ্ছে আপনাকে আগে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জনে দক্ষ হয়ে উঠতে হবে। এবং তার পাশাপাশি আপনাকে কম রিক্স নিয়ে ট্রেড করার পরিকল্পনা করতে হবে।
-
এটি খুবই গুরুত্তপূর্ন যে আমরা লস করলে সেটা কিভাবে রিকভার করব। কারন আমরা ফরেক্স এ প্রতিটা ট্রেড থেকে লাভবান হতে পারব না। তাই দুই একটা কিংবা আর ও বেশি ট্রেড এ আমাদের লস হতে পারে। তাই একটি ট্রেড এ লস হলে সেটা আমাদের রিকভার এর দিকে আগে নজর দিতে হবে।
-
এমন অবস্হা হলে অবশ্যই আপনাকে রিয়েল ট্রেড বন্ধ করে নতুন করে দীর্ঘদিন ব্যাপী ডেমো প্র্যাকটিস করে করে দক্ষতা অর্জন করে নিতে হবে৷ট্রেডিং কৌশলগুলো ভালো করে শিখতে হবে,সঠিক ভাবে এনালাইসিস করতে হবে৷সঠিক,বাস্তব সম্মত ও কার্যকরী ট্রেডিং স্ট্র্যাটেজী ব্যাবহার করতে হবে৷
-
এটা খুবই সর্তক থাকা উচিত যেন আমাদের একাধিক ট্রেড এ লস না হয়। কারন একাধিক ট্রেড এ লস হলে আমরা রিকভার করতে পারব না। আর রিকভার করাও অনেক কস্টের ব্যাপার। আপনি একটা ট্রেড এ লস করলে মনে রাখবেন যেন অই লস টা আগে রিকভার করার।
-
ঘাবড়ানোর কিছুই নেই, একদম হতাশ হবেন না । এখানে লাভ লস হওয়াটা স্বাভাবিক । কারন এখানে ধৈর্য নিয়ে ঠাণ্ডা মাথায় সঠিক পজিশন ও সঠিক সময়ে সঠিকভাবে এনাল্যাইসিসের মধ্য দিয়ে সবদিক বিচার বিশ্লেষণ করে এবং লর্ট সাইজ কম রেখে আপনাকে ট্রেডগুলো নিতে হবে । কোন জায়গাগুলোতে ভুল হচ্ছে, কেন হচ্ছে সেখান থেকে শিক্ষা নিতে হবে । এবং পরিশেষে বলব হাল ছাড়া যাবে না, আর এভাবেই লস রিকভার করা সম্ভব হবে ।
-
ভাই আপনি যদি এ রকম প্রতিটি ট্রেডে লস করেন তাহলে রিয়েল ট্রেড বন্ধ করে দিন। ডেমো ট্রেড করুন আবার এবং আপনি স্ট্রেটেজি ঠিক আছে কিনা সেটা যাচাই করুন। আপনার রিয়েল ট্রেডে যদি লস হয় তাহলে কখনও ট্রেড করা উচিত নয়। তার মানে বুঝতে হবে আপনার ট্রেডিং দক্ষতায় কোন না কোন সমস্যা আছে। আপনার দক্ষতার যে সমস্যা গুলো আছে সেগুলো যদি আপনার ঠিক করে নেন তাহলে রিকভার হয়ে যাবে তবে ধৈর্য্য ধারন করতে হবে। যদি আপনি লস রিকভার করার পিছনে ছুটেন তাহলে আপনি আরও বড় লটে ট্রেড করবেন আর যখন তখন না বুঝে ট্রেড করবেন তাতে আপনার লসের সম্ভবনা বাড়বে কমবে না। সুতরাং মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে।
-
আমরা লস করার পর থমেই নেমে পরি তা রিকভার করার জন্য যা আর একটি বড় ভুল.কারণ তখন আইটি হয়ে পরে রেভেন্গে ট্রেড.তাই লস হলে লস চিন্তিত করে তা বিশ্লেষণ করুন কেনল লস হলো.তার পর তা সংশোধন এর মাধ্যমে লস রিকভার করার চেষ্টা করুন.এইভাবে আমরা ভুল থেকে শিক্ষার মাধ্যমে এইভাবে লস রিকভার করতে পারি.
-
ফরেক্স এমন একটি মার্কেট এখানে সহজে লস রিকভারি করা যায় না বরং আপনি চেষ্টা করতে পারেন কিভাবে আপনার ফরেক্স মার্কেটে লস হয়েছে এবং উক্ত লস গুলো কেন হয় সেই কারণগুলো খুজে বের করতে হবে। আর যদি আপনি সঠিকভাবে কারণগুলো খুজে বের করতে পারেন তাহলে আপনি অবশ্যই ফরেক্স মার্কেটে তেমন একটা লস খাবেন না। বরং ক্রমানয়ে আপনি এই মার্কেট হতে সফলতা অর্জন করতে পারবেন। তবে এর জন্য আপনাকে প্রচুর চেষ্টা করতে হবে।
-
ভাই ফরেক্সে নিজের লসকে রিকভার করার একটাই উপায় সেটা হল আপনাকে আপনার লসগুলো থেকে খুব ভালভাবে যাচাই করতে হবে যে, আপনি কোন কোন জায়গাতে কিভাবে আপনার লসগুলো হল। সেটা আগে বের করা, তারপর সে অনুযায়ী পরবর্তি কার্যক্রম গ্রহন করা। তাহলে আপনি আর সেই আগের জায়গাগুলোতে আর ট্রেড নিবেন না, অর্থাৎ* আগের তুলনায় দেখবেন যে তুলনামূলক ভাবে আপনার লস ট্রেডের সংখ্যা কমে এসেছে। তখন আপনি রিকভারের চিন্তা করতে পারবেন।
-
লস হলে হতাশ না হয়ে ধৈর্য্য ধারন করতে হবে এবং লসের প্রকৃত কারন খুজে বের করতে হবে ।আপনাকে এনালাইসিস করতে হবে মার্কেট মুভমেন্ট দেখতে হবে নিউজ ফলোআপ করতে হবে ।সঠিকভাবে ট্রেডে এন্ট্রি নেয়ার চেষ্টা করতে হবে ।