-
ফরেক্স মার্কেট হল একটি অবাধ স্বাধীন মার্কেট। এটি একটি আর্ন্তজাতিক মার্কেট। এখানে কম্পানী থেকে শুরু করু, চাকুরীজিবী, ব্যবসায়ী এবং বেকার সহ সকল ধরনের লোক ফরেক্স ব্যবসা করতে পারে। আপনি স্বল্প পুজি নিয়ে স্বাধিন ভাবে কাজ করতে পারবেন। কারো কাছেই কোন রকমের কৈফিয়ত দেয়া লাগে না। আমরা যারা মুক্ত মনার মনুষ তাদের জন্য ফরেক্স একটি পারফেক্ট ব্যবসা।
-
না , ফরেক্স হল একটা উন্মুক্ত বাজার এখানে যে কেউ ইচ্ছা করলে ট্রেড করতে পারবে ,এইটা সবার জন্য উন্মুক্ত । এটা আমাদের সমাজে একটা বিশাল ভূমিকা পালন করছে এটার জন্য অনেক ছাত্র পড়াশুনার পাশাপাশি উপার্জন ও করতে সক্ষম হচ্ছে
-
ফরেক্স একটি ব্যবসা এই ব্যবসা করার জন্য যে শুধু ব্যবসা করে জারা করবে এমন কন নিওম না এই ব্যবসা সবাই করতে পারে তাই এই করার জন্য কন্ন ব্যবসার সাথে জরিত থাকা লাগে না তাই ব্যবসা না করেও ফরেক্স ব্যবসা করা জায় ।
-
ফরেক্স বিজনেস এমন না যে শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য এই কথা কিন্তু ভূল ফরেক্স বিজনেস সবার জন্য উন্মুক্ত।ফরেক্স বিজনেস যেকেউ চাইলে করতে পারে আর সেটা যেকোনো পেশার মানুষ হোক।তাই ফরেক্স ব্যবসা আপনার সর্বপ্রথম দরকার অবিজ্ঞতা এবং দক্ষতা ফরেক্স মার্কেট টিকে থাকাটা হল মুল বিষয়।
-
ফরেএক্স সবাই করতে পারে।সুদু শিক্কা প্রইওজন হয়।কারন একানে বুজতে হবে,লিখা পড়া অবং কিভাবে ত্রেদ করতে হয়।
-
সব চাইতে আর ভাল হয় জারা নেট উসেস করতে পারে।কারন তারা ভাল করে নেট ইউস করতে পারে বুজে তাই।তারপর ও আস্তে আস্তে সবাই পারে।
-
এতা সবাই করা উসিত কারন টাকা আয় করার জন্নও কেনও বয়স দরকার নাই।তাই আমি মনএ করি নেট ইউস করতে পারলে আর লিকতে পড়তে পারলে হয়।
-
আমার মতে ফরেক্স শুধু ব্যবসায়িদের জন্য নয়। ফরেক্স ব্যবসায় সকলের জন্য। বলতে গেলে ফরেক্স এর কারনে বাংলাদেশ এর বেকারত্ত দিনে দিনে কমে আসসে। অনেক স্টুদেন্ট আছে যারা পড়ালখার পাশাপাশি ফরেক্স এ কাজ টাকা উপারজন করছে। আর নিজের পড়ালেখার খরচ ফরেক্স থেকে নিয়ে করতে পারছে। এই জন্য আমি বলব ফরেক্স সবার জন্য।
-
আমি এতে একমত না । কারন ফরেক্স এটা সবার জন্য । যেকোন বয়স এর সবাই ফরেক্স কাজ করতে পারে। ভাল ভাবে ফরেক্স শিখলে সবাই এই কাজ করতে পরে। তাই আমি বলতে পারি ফরেক্স সবাই জন্য ।
-
না ফরেক্স সকলের জন্য যারা এই মার্কেটে কাজ শিখে কাজ করতে পারবে তারাই সবাই কাজ করতে পারবে সে যে শ্রেণির মানুষ হক না কেন , ছাত্র , ব্যবসায়ী , চাকুরী জিবি , সবাই ফরেক্স কাজ করতে পারবে ।
-
ফরেক্স এ যে কেউ কাজ কোরতে পারবেন এতে কাজ করার কোন শর্ত নাই।ব্যাবসায়ীরা ফরেক্স করে বেশি লাভ করতে পারবেন কারন ফরেক্স এ একপ্রকার ব্যাবসা তাই তাদের এই সম্পকে ভাল ধারনা আছে তাই এতে তারা ভাল সাফল্য অজর্ন করতে পারবেন কিন্তু অন্যরাও ফরেক্স করতে পারবেন আপনার সময় সাধ্য মত যে কোন সময় ফরেক্স ট্রেড করে নিজেকে সাভলম্বী করুন।
-
ফরেক্স মার্কেট এ সবাই ট্রেড করতে পারে। ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য কোন বিশেষ বেক্তির প্রয়োজন হয় না। ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমাদের কে ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে হবে। আমরা যদি ফরেক্স মার্কেট সম্পর্কে ভালোভাবে জানি তাহলে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারবো। আমরা আমাদের যেকোনো কাজ এর পাশাপাশি ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারি।তাই আমি মনে করি ফরেক্স মার্কেট এ ট্রেড করার মত এত সহজ কাজ আর নাই।
-
ফরেক্স মার্কেটে এমন কোন নিওম নাই যে ফরেক্স মার্কেটে যে সুধু ব্যবসায়িদের জন্য ফরেক্স ব্যবসা তাই ফরেক্স মার্কেটে সকল শ্রেইর মানুস ফরেক্স মার্কেটে ব্যবসা করত পারে বা ফরেক্স মার্কেটে সবাই ফরেক্স ট্রেড করতে পারে ।
-
ফরেক্স মার্কেট সুধু ব্যবসাহিদের জন্য না ফরেক্স ব্যবসা সবার জন্য ফরেক্স ব্যবসা সবাই করতে পারে তাই ফরেক্স ব্যবসা ব্যবসাহিদের জন্য না যে সুধু ব্যবসাহি করতে পারবে এমন না ফরেক্স ব্যবসা সবাই করতে পারবে বা ফরেক্স সবার জন্য ।
-
কখনোই না কারণ ফরেক্স এমন একটা ব্যবসা যা ইচ্ছা করলে সবাই করতে পারেন এর জন্য দরকার ফরেসক্স মার্কেট সম্পর্কে খুব ভালো জ্ঞান এবং দক্ষতা ফরেক্স মার্কেট সম্পর্কে খুব ভালো করে জানলে এখান থেকে অনেক টাকা আয় করা সম্ভব আর এটা একটা সার্বজনীন ব্যবসা
-
না ফরেক্স শুধুমাত্র ব্যাবসায়ীদের জন্য না । যে কোন পেশার মানুষ ফরেক্স করতে পারে এর জন্য কোন বাধা ধরা নিয়ম নাই । যে ভালো মার্কেট এনালাইসিস করতে পারে সেই ফরেক্স করতে পারবে । ফরেক্স করার জন্য সবচেয়ে যে বিষয়টি বেশি গুরুত্বপুর্ন সেটি হচ্ছে মানি ম্যানেজমেন্ট অনুসরন করে ট্রেড করা । মানি ম্যানেজমেন্ট হচ্ছে ফরেক্স এ সফল হবার মুল্মন্ত্র । পেশা বা বয়স কোণ ব্যাপার নয় । আমরা যেকোন পেশার মানুষ ফরেক্স করতে পারি ।
-
ফরেক্স একটা মুদ্রা বেচা কেনার মার্কেট ।যেখানে মোটামুটি শিক্ষিত যে কোন পেশাজীবি আসতে পারে ।তবে আসার আগে সবাইকে যাচাই করে নিতে হবে যে ,এই ব্যবসাটি তাদের জন্য উপযুক্ত কিনা ।কারণ অনেকে লোভ করে আসে কিন্ত কিছুদিন পার হওয়ার পর তারা বুঝতে পারে যে এই ব্যবসাটি তাদের জন্য উপযুক্ত নয় ।এমতবস্থায় তারা আগ্রহ হারিয়ে ফেলে এবং হতাশ হয়ে পড়ে ।খেয়াল করুন ,যাচাই না করে আসার ফলে তাদের অর্থ,শ্রম,মেধা ও সময় সব নষ্ট ।তাই ফরেক্স সম্পর্কে জানুন এবং পরিকল্পনামাপিক ট্রেড করুন।
-
ফরেক্স বেবসা সবার জন্য মুক্ত।ফরেক্সের এমন কোন ধরা বাধা নিয়ম নেই যে কারা কারা ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবে।যে কেও এই বেবসা করতে পারে এজন্য তার এই বেবসা সম্পর্কে ভাল জানা দরকার।এই ব্যবসা ভালভাবে পরিচালনা করার মত একাগ্রতা যদি আপনার থাকে তা হলে আপনি ও এই ব্যবসা করতে পারেন ।তাই বলা যায়নফরেক্সে কেবল মাএ ব্যাবসায়িরাই কাজ করতে পারবে এমনটি ভাবার কিছু নেই। ধন্যবাদ
-
এমন ধারনা অনেকের মাঝেই রয়েছে যে ফরেক্স ট্রেডিং কেবল মাত্র ব্যাবসায়িদের জন্য তবে আমি আপনাকে চ্যালেনেজ্ঞর সাথে বলতে পারি যে এই ধারনাটা সম্পূর্ন ভূল কারন আপনারা নিশ্চই জানেন যে ফরেক্স মার্কেট অনলাইনভিত্তিক একটি মার্কেট সুতরাং যে কেউ এখানে এসে তার ফরেক্স ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রফিট বা আয়ের অধিকার রাখে।
-
না একধম না কারন এমন কোথাও লেখা নেই যেখানে আছে যে ফুঅঅরেক্স ব্যবসা শুধু ব্যবসাহিদের জন্য। ফরেক্স মার্কেটে আপনি কেন পৃথবির সবাই একসাথে করতে পারবে বলে আমি মনে করি। আর ফরেক্স মার্কেট করতে খুব একটা টাকার প্রয়োজন হয়না তাই এটা সবার কাছেই সাধ্যের বিতরে।
-
যার মধ্যে ফরেক্সের ধারণা আছে সেই ফরেক্সের কাজ করতে পারবে। ফরেক্সের কাজ যে করবে তার উপর নির্ভর করবে তার উপর। ফরেক্সের উপর যদি জ্ঞান অর্জন করা যাই এবং ট্রেড করা সম্পর্কে যদি দক্ষতা অর্জন করা যাই তাহলে সে ফরেক্সের কাজ করে প্রফিট করতে পারবে। তাই ফরেক্সের কাজ শুধু ব্যবসায়ী না সবাই করতে পারে।
-
ফরেক্স যদিও ডায়নামিক ব্যবসায় তবে এখানে দরাবাধার কোনো নিয়ম নেই যে ফরেক্স কেবল ব্যবসায়িরাই করতে পারবে । ফরেক্স সকল শেণির মানুষের জন্য । আপনি যে পেশা থেকেই আসুন না কেনো ফরেক্স আপনাকে সাগতম জানাবে । তবে ফরেক্স শুধু করাটাই আসল ব্যাপার নয় । এখান থেকে প্রফিট করাই মূল ব্যাপার ।
-
যারা বেবসা করে তারা ফরেক্স এ ভালো করবেন আর যারা চাকুরী করেন তারা ফরেক্স এ ভালো করতে পারবেন না এমন কোনো কথা নাই. আপনি যেকোনো পেশার ই হন না কেনই আপনি ফরেক্স এ ভালো করার পক্ষে সেটা কোনো বাধা হয়ে দাড়াবে না. আপনি বেবসায় সিখাতেও যদি শিখা পেয়ে থাকন না কেন আপনার সেই বিদ্যা মনে হয় না ফরেক্স এর ক্ষেত্রে কোনো কাজ করবে. ফরেক্স শিখা দরকার.
-
কেন ফরেক্স ব্যবসা শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য হতে যাবে । এ ব্যবসা যারা বুঝবে শুধু তারাই করতে পারবে । সুকরাং আমরা এই ব্যবসা করার জন্য ধৈর্য্য ধারণ করার চেষ্টা করব তাহলেই সফলকাম হতে পারব ।
-
ফরেক্সই একজন মানুষকে ব্যবসায়ী বানায় । আর কোন নিদ্দিষ্ট শ্রেণীবিভাগ নেই ফরেক্স করার জন্য । ফরেক্স সকলের জন্য উন্মুক্ত । অার সে হিসেবে আমরা সবাই ফরেক্স করতে পারি । আমি একজন নতুন ট্রেডার এবং আমি একজন ছাত্র । সে হিসেবে এই বয়সে আমার একজন ব্যবসায়ী হওয়ার কোন যোগ্যতা ছিলনা । কিন্ত ফরেক্স এর মাধ্যমে তা সম্ভব হচ্ছে । আর তাই আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে যোগ্যতা থাকলে ফরেক্সে যে কেউ ভালো কিছু রকতে পারে ।
-
ফরেক্স অনেক কম বিনিয়োগ দিয়ে করা যায়। তাই সবাই ফরেক্স করতে পারে। আমি প্রথমে ১ ডলার দিয়ে ফরেক্স শুরু করি। ফরেক্স যাতে সবাই করতে পারে তাই অনেক কম বিনিয়োগ দিয়ে করার সুযোগ করে দিয়েছে বিভিন্ন ব্রোকারগুলো। আর শিক্ষা তো অবশ্যই লাগবে। শিক্ষা ছাড়া কোনকিছু হয় না।
-
ফরেক্স একটি আণ্তজাতিক মাকেট । এখানে যে কোন শ্রেনীর লোক যে কোন সময় ট্রেড করতে পারে ।ট্রেড করা বড় কথা নয় ।ট্রেড করা জন্য প্রকৃত জ্ঞান থাকাটাই আসল বিষয় ।কারণ না বুঝে ট্রেড করলে অথ ও সময় দুটোই অপচয় হবে ।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যবসায় কেন্দ্র । ফরেক্স একটি স্বাধীন পেশা যা ঘরে বসেই করা যায় । এটি নির্দিষ্ট কোন পেশার বা নির্দিষ্ট কোন লোকের জন্য নয় । যে কোন পেশা বা যেকোন বয়সের লোকই ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারে । তবে এর জন্য প্রয়োজন অভিজ্ঞতা, পড়াশুনা এবং মার্কেট এ্যনালাইসিস । অাপনি যে বয়সের বা যে পেশারই হোন না কেন ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য প্রয়োজন অভিজ্ঞতা এবং মার্কেট এ্যনালাইসিস ।
-
ফরেক্স করার জন্য কোন প্রফেশনাল ডিগ্রি লাগে না ।আবার কারও জন্য এটা নির্দিষ্ট নয় । যে কেউ ফরেক্সে জ্ঞান লাভ করে এটি ঘরে বসে করতে পারে ।এ কারনে ছাত্র -ছাত্রীরা ও মহিলারা ঘরে বসে অনলাইনে এটার মাধ্যমে আয় করতে পারে ।
-
না ফরেক্স মার্কেট এ ট্রেড করার শুধু ব্যবসায়ী দের জন্য নয়।ফরেক্স মার্কেট হচ্ছে আন্তর্জাতিক মার্কেট তাই ফরেক্স মার্কেট এ সবাই স্বাধীন ভাবে ট্রেড করে আয় করতে পারে।ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করার জন্য কোন বিশেষ ব্যক্তির দরকার হয় না।আমরা আমদের বাকি সব কাজ এর পাশাপাশি ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে পারি।আমরা ঘরে বসে ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে পারি।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমাদের কে আমাদের বাকি সব কাজ ছাড়তে হয় না।
-
শুধু ব্যাবসায়ি নয় যে কোন পেশার মানুষ এই বিজনেসে আস্তে পারবে ,মোটামুটি পড়ালেখা জানে এম্ন যে কোন ব্যাক্তি এই ব্যাবসায়ে যুক্ত হতে পারবে । পারট টাইম হোক ফুল টাইম হোক যে যে ভাবে কজ ক্রতে পারবে সে সেই ভাবে নিবে এই বিজনেস্কে । কিনতু তাকে এই বিজনেসে ভাল ক্রেত হ্লে অবশ্যই দক্ষ ক্রে গড়ে তুলতে হবে ।
-
ফরেক্স শুধু তাদের জন্য যারা ফরেক্স করতে আগ্রহি। ফরেক্স করতে হলে মিনিমাম কিছু লেখাপড়া জানিতে হবে।কারন ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিস করতে হলে আমাদের শিক্ষিত হতে হবে।তাই ফরেক্স ব্যাবসা সকলের জন্য যারা শিক্ষিত। তাই আমাদের ফরেক্স নিয়ে আগ্রহ হতে হবে যাতে আমরা ফরেক্স থেকে ইনকাম করতে পারি।
-
আমি আপনার সাথে একমত। ফরেক্সে ট্রেড করতে হলে কোনো বিশেশ্বত্ব প্রয়োজন নেই বলে আমি মনে করি। অর্থাত শুধুমাত্র ব্যবসায়ী বা ধনীরা নয় সবধরনের মানুষই ফরেক্সে ট্রেড করতে পারবে। আর ফরেক্সে টিকে থাকার জন্য সবারই প্রয়োজন ভালোভাবে ফরেক্স শিখার। তাই ফরেক্স বিষয়ে পড়াশোনা এবং ভালো অনুশীলন করে ফরেক্সে দক্ষ হওয়ার চেষ্টা করতে হবে।
-
কখনওই না, ফরেক্স এমন একটি প্রতিষ্ঠান, যেখানে চাইলেই যে কেউ বিজনেস করতে পারে। এবং লাভবান হতে পারে। এতে কোন বাধা নেই। তবে এখান থেকে লাভবান হতে হলে আপনার অনেক জ্ঞান এর প্রয়োজন। অনেক কিছু জানতে হবে নাহলে আপনি লাভ তো দুরের কথা, লস গুনতে গুনতে কুল-কিনারা হারিয়ে ফেলবেন।
-
ফরেক্স শুধুমাত্র ব্যাবসায়ি দের জন্য নয়।। এটা সবার জন্য।। ফরেক্স যে কেউ করতে পারে।। তবে ফরেক্স করতে হলে অবশ্যই ফরেক্স সম্পরকে ধারনা থাকতে হবে।। আমি মনেকরি,, ফরেক্স করার জন্য অবশ্যই একজন কে কম্পিউটার ও ইন্টারনেট জ্ঞান থাকতে হবে।।।
-
ফরেক্স কোন নিদিষ্ট কোন লোকের জন্য নয়।সব ধরনের লোকের জন্য এই বিসনেস।
-
আমরা জানি ফরেক্স মার্কেট সবার জন্য উন্মুক্ত । যে কেউ যার ফরেক্স সম্পর্কে জ্ঞান আছে অথবা যে ফরেক্স ট্রেডীং করতে খুবই আগ্রহী সেই ফরেক্স ট্রেডিং করতে পারে । আর কারও যদি ট্রেডিং করার মত অর্থ না থাকে তাহলে ট্রডিং করা সম্ভব । কারণ অনেক ব্রোকার সাইট আছে যারা নো ডিপোজিট বোনাস দিয়ে থাকে । সেগুলো ব্যাবহার করে ভাল টাকা আয় করা যায় ।
-
আমি,আপনি বা অন্য যেকোন মানুষ সকলেই ফরেক্স করতে পারবেন সে ছাত্র হোন বা ব্যাবসায়ী কারন ফরেক্স করার কোন বাধ্যবাধকতা নেই। ফরেক্স সবাই করতে পারে কিন্তু সকলেই ফরেক্সে টিকে থাকতে পারে না।কারন এখানে টিকে থাকতে হলে আপনাকে ফরেক্স সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করতে হবে,ভালোকরে মার্কেট এনালাইসিস করা শিখতে হবে,লোভ পরিহার করতে হবে।এসব যদি করতে পারেন তাহলেই ফরেক্সে টিকে থাকতে পারবেন এবং এখান থেকে প্রফিট করতে পারবেন।
-
না না মোটেও না ফরেক্রস সকরের জন্যই উন্মুক্ত। কিন্তু ফরেক্স করতে গেলে প্রয়োজন যথেষ্ট পরিমানে জ্ঞান থাকার। জ্ঞান, অবিজ্ঞতা এবং ট্রেডিং এ দক্ষতা ছারা কেই ফরেক্স মার্কেটে টিকতে পারে না। তবে আপনার প্রশ্ন ানুযায়ী এটা বলা যায় যে ব্যবসায়ী রা অনেক টাইম দিতে পারে ফরেক্স এর পিছনে। কারন তাদের ব্যাবসা একটি কেন্দ্র কে নিয়ে করতে হয়।
-
আমার জানা মতে ফরেক্স সবাই করতে পারে ফরেক্স করতে পারবেনা এমন কেও নেই | আমি মনে করি ফরেক্স করতে ছেলে, মেয়ে , ধনি ,গরিব এর মধ্য কোন ব্যবধান নেই ফরেক্স সবাই করতে পারে |