আমি আপনার সাথে একমত আমার বন্ধু। বৈদেশিক মুদ্রার একটি দ্বি-তরোয়াল তরোয়ার মত, একদিকে আমাদের একটি ভাল সুবিধা দিন, কিন্তু অন্যদিকে আমরা যখন অপব্যবহার করি তখন ক্ষতিকারক হতে পারে। এটি কেবল একটি সাদৃশ্য, বিন্দুটি লোভী হওয়া উচিত নয়।
Printable View
আমি আপনার সাথে একমত আমার বন্ধু। বৈদেশিক মুদ্রার একটি দ্বি-তরোয়াল তরোয়ার মত, একদিকে আমাদের একটি ভাল সুবিধা দিন, কিন্তু অন্যদিকে আমরা যখন অপব্যবহার করি তখন ক্ষতিকারক হতে পারে। এটি কেবল একটি সাদৃশ্য, বিন্দুটি লোভী হওয়া উচিত নয়।
হ্যাঁ প্রতিদিনই ফরেক্স মার্কেটে নতুন কিছু নিউজ প্রকাশিত হয়ে থাকে। যেগুলো ফরেক্স ট্রেডিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে সঠিকভাবে নিউজ বুঝতে না পারলে নিউজের সময় ট্রেডিং করা উচিত নয়। কারণ কোনো ভুল ট্রেড ওপেন হয়ে গেলে লাভের থেকে অনেক বেশি লস হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি কোন নিউজ এর সময় ট্রেডিং করা থেকে বিরত থাকি।এবং নিউজ প্রকাশিত হওয়ার পরে মার্কেট কোন দিকে যাবে বা যেতে পারে সে বিষয়ে সম্পর্কে ধারণা অর্জনের চেষ্টা করি। এভাবে যখন কোন একটা সিদ্ধান্তে উপনীত হয় তখনই ট্রেড ওপেন করে থাকি।তাই আমার কাছে মনে হয় যে নিউজ এর সময় ট্রেডিং না করে নিউজ প্রকাশিত হয় পরে খুব ভালোভাবে বুঝে শুনে ট্রেডিং করা উচিত।
এটা ঠিক যে আমাদের আমাদের দৈনিক লক্ষ্য নির্ধারণ করা উচিত এবং এটির চেষ্টা করা উচিত তবে আমাদের জ্ঞান ও অভিজ্ঞতা ব্যবহার করে আমাদের এটি করা সহজ নয় যাতে আমরা কোনও ক্ষতি ছাড়াই দৈনিক টার্গেট নেওয়ার সুযোগ পেতে পারি তবে আপনার লক্ষ্যটি ছোট হওয়া উচিত না বড় যে এটি অর্জন করতে না পারে সহজ ট্রেডিং কম লাভের সাথে এটি পুরো মাসে আপনার ভাল আয় করবে
নিউজ ট্রেডিং এর নির্দিষ্ট কিছু পদ্ধতি রয়েছে । নিউজ ট্রেডিং এর মা্ধমে্্য এসব পদ্ধতি অনুসরন করে আমরা ভাল সফলতা লাভ করতে পারি । একজন সফল ট্রেডার হওয়ার জন্য ফরেক্স মার্কেট এর বিভিন্ন ধরনের নিউজ সম্পর্কে সঠিক ধারনা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি । আসলে নিউজ ট্রেডিং এর সুবিধা অনেক বেশি ।
নিউজের সময় অামাদের কখনো ট্রেড করা উচিত নয় । যদি অামরা এই ট্রেড করি তাহলে অবশ্যই আমাদের দক্ষতাবান হতে হবে । যদি আমরা দক্ষতাবান হতে পারি তাহলে অবশ্যই আমরা সফলকাম হতে পারব ।
ফরেক্স মার্কেট প্রতিদিন অনেক নিউজ থাকে,সব নিউজ আবার সমান গুরুত্ব থাকে না,কিন্তু নিউজ এর উপর ডিপেন্ড করে মার্কেট মুভ নিয়ে থাকে,কিন্তু আমি নিউজ ট্রেডিং করিনা,এটি একটি রিস্কি ট্রেডিং,এর জন্য অনেক অভিজ্ঞতার প্রয়োজন পরে,তাই আমাদের উচিৎ নিউজ ট্রেডিং থেকে নিজেকে বিরত থাকা,নিউজ ট্রেডিং এ বিশাল এর সম্ভবনা থাকে।
হ্যাঁ প্রিয় সদস্য আপনার সফল ব্যবসায়ের দক্ষতা সম্পর্কে খুব ভাল। সংক্ষেপে বলতে চাই। যা নিজেই ফরেক্স ট্রেডিং শিখতে পারে। এবং প্রতিটি ট্রেডিং দিনের সাথে ব্যবসায়ের দক্ষতা উন্নত করুন। এবং কঠোরভাবে ফরেক্স ট্রেডিংয়ের নিয়ম অনুসরণ করুন। অবশ্যই আপনি একদিন
আমি নিউজ ট্রেডীং রিসক মনে করি। কেননা অনেক সময় দেখা যায় *নিউজ কারেকশন করা হয়। দেখা গেল একটা দেশের *নিউজ রিপোর্ট খারাপ আসছে একটু পরে দেখা গেল কারেকশন করে ভালো আসছে। এতে দেখা যায় মার্কেট স্পাইক করে। আর স্পাইক করে স্টপ লস হিট করিয়ে দেয়।
আমারা যখন ফরেক্স মার্কেট নিয়া কাজ করি তখন থেকে ফরেক্স মার্কেটে অনেক রকম টুলস নিয়া আলোচনা করতে হয় । এই সকল টুলস গুলোর মত আর একটা টুলস হল নিউজ টুলস । আমরা ফরেক্স মার্কেটে কাজ করার সময় এই নিউজ টুলস টা ব্যবহার করে থাকি ।
নিউজ ট্রেডিং নিউজ বুঝে করতে পারলে খুব ভাল। নিউজ পাবলিশ হবার আগে ফরেক্স ফেকটরি বা ফরেক্স নিউজ পাবলিস করে যেসব সাইট সেখানের নিউজ স্থানের ডানের দিকে সবুজ, লাল ও কালো রংয়ের লেখা থাকে। নিউজ পাবলিসের পরে লেখাটি কাল হলে নিউজটি মার্কেটের সেই মুদ্রায় তেমন কোন প্রভাব ফেলবে না। সবুজ হলে ফলাফল ভাল বলে গন্য হবে। আর যদি লাল হয় তাহলে ঐ মুদ্রার জন্য খারাপ সংবাদ। সবসময় এ রকম নাও হতে পারে।
যারা ফরেক্স ট্রেডিং করে তারা সবাই কমবেশি নিউজের সাথে পরিচিত। ফরেক্স হলো অর্থনির্ভর মার্কেট। অর্থনীতির সাথে ফরেক্স সরাসরি জড়িত। তাই এখানে অর্থনীতি অনেক বড় প্রভাব ফেলে। একারনেই প্রতিদিন বেশ কিছু নিউজ রিলিজ হয় ফরেক্স সংশ্লিষ্ট। এ সব নিউজ দ্বারা মার্কেটের গতি কেমন হবে তার ধারনা পাওয়া যায়। নিউজ এনালাইসিস করে ট্রেড করাই হলো নিউজ ট্রেডিং।
ফরেক্স মার্কেট এ যারা জড়িত তারা কমবেশী সবাই জানে ফরেক্স এ নিউজ খুব গুরুত্বপুর্ন। আর নিউজগুলা ফান্ডামেন্টাল এনালাইসিস এর মধ্যে অন্যতম উপাদান হিসেবে কাজ করে। যখন নিউজ রিলিজ হয় যেগুলা মার্কেট এ হাই ইম্পেক্ট করে তা খুব গুরুত্বপূর্ন। তাই নিউজ ট্রেডিং আরো ভালভাবে বুজতে হবে। এতে মার্কেট মুভমেন্ট ও ভাল হয়।
যারা ফরেক্স ট্রেডিং করে তারা সবাই কমবেশি নিউজের সাথে পরিচিত। ফরেক্স হলো অর্থনির্ভর মার্কেট। অর্থনীতির সাথে ফরেক্স সরাসরি জড়িত। তাই এখানে অর্থনীতি অনেক বড় প্রভাব ফেলে। একারনেই প্রতিদিন বেশ কিছু নিউজ রিলিজ হয় ফরেক্স সংশ্লিষ্ট। এ সব নিউজ দ্বারা মার্কেটের গতি কেমন হবে তার ধারনা পাওয়া যায়। নিউজ এনালাইসিস করে ট্রেড করাই হলো নিউজ ট্রেডিং।
কোন দেশের কারেন্সি ফ্যান্ডামেন্টাল নিউজ এর কারনে উঠানাম করে।কিছু কিছু নিউজ এর কারনে সব কারেন্সি ১০০/১৫০পিপস উঠানামা করে।
ফরেক্স মার্কেটে আমরা অনেক ট্রেডারই আছি যারা সাধারনত টেকনিক্যাল এনালাইসিস এর উপর ভিত্তি করেই ট্রেড করি ফান্ডামেন্টাল এনালাইসিস অনেকেই করিনা বা বুঝি না তবে এটা ঠিক নয় বলেই আমি মনে করি।
এজন্য ট্রেড করার আগে আমাদের সবসময় নিউজ রিলিজের উপর ফোকাস রাখতে হবে অনেক সাইটই আছে যেখানে নিউজ ফোরকাস্ট যেমন কখন রিলিজ হবে, পুর্বের ভ্যালু কত ছিলো, কত আসতে পারে এগুলো নিয়ে ফোরকাস্ট করা থাকে। এক্ষেত্রে যদি নিউজগুলো সম্পর্কে ভালো ধারনা না থাকে তাহলে মার্কেটের গতিবিধি বুঝতে পারবেন না এক্ষেত্রে নিউজ রিলিজের সময় ট্রেড করা থেকে বিরত থাকতে পারেন।
যারা ফরেক্স ট্রেডিং করে তারা সবাই কমবেশি নিউজের সাথে পরিচিত। ফরেক্স হলো অর্থনির্ভর মার্কেট। অর্থনীতির সাথে ফরেক্স সরাসরি জড়িত। তাই এখানে অর্থনীতি অনেক বড় প্রভাব ফেলে। একারনেই প্রতিদিন বেশ কিছু নিউজ রিলিজ হয় ফরেক্স সংশ্লিষ্ট। এ সব নিউজ দ্বারা মার্কেটের গতি কেমন হবে তার ধারনা পাওয়া যায়। নিউজ এনালাইসিস করে ট্রেড করাই হলো নিউজ ট্রেডিং।
ফরেক্সে প্রতিদিন কোন না কোন নিউজ রিলিজ হয় এবং এসব নিউজ হয় সাধারণত বেশিরভাগ অর্থনীতি নির্ভর । তাই এসব *নিউজের কিছু কিছু মার্কেটে প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব বিস্তার করে । যদিও ফরেক্স সম্পর্কিত নিউজ প্রতিদিন পাবলিশ হয় কিন্ত সব নিউজ সমানভাবে গুরুত্বপূর্ণ নয় । কারণ এমন কিছু নিউজ আছে যেগুলো রিতিমত মার্কেটে বেশি প্রভাব বিস্তার করে । আর এসব নিউজ স্কাল্পারদের জন্য বেশি গুরুত্বপূর্ণ । কারণ তারা নিউজ পাবলিশের সময় খুব বেশি লাভবান হয় ।
ফরেক্স ট্রেডিং এর জন্য নিউজ খুবই গুরুত্বপূর্ণ। হাই ভলাটিলিটি নিউজগুলোতে মার্কেট ফ্লাকচুয়েট করে খুব দ্রুত। কারন মার্কেট মুভ করে ফাইনান্সিয়াল ডিসিশন আর ট্রেডার সেন্টিমেন্ট এর উপর। তাই নিউজ ট্রেডিং সবচেয়ে নিরাপদ। কিছু কিছু সময় মার্কেট নিউজের বিপরীতে যেতে পারে। তখন আসলে অপর কারেন্সিটা শক্তিশালী থাকে বলে এমনটা হয়ে থাকে। নিউজের ৫/১০ মিনিট আগে থেকেই মার্কেট এ ট্রেডার সং্খ্যা বেড়ে যায়
নিউজ পাবলিশ হবার আগে ফরেক্স ফেকটরি বা ফরেক্স নিউজ পাবলিস করে যেসব সাইট সেখানের নিউজ স্থানের ডানের দিকে সবুজ, লাল ও কালো রংয়ের লেখা থাকে। নিউজ পাবলিসের পরে লেখাটি কাল হলে নিউজটি মার্কেটের সেই মুদ্রায় তেমন কোন প্রভাব ফেলবে না ।ফরেক্স মার্কেট এ আয় করার অনেক রকমের রাস্তা আছে কিন্তু সেগুলো ধীরে ধীরে বের করে নিতে হবে। তবে যেকোন প্রকারের স্টেটেজি ব্যবহার করার পূর্বে সেটা ডেমোতে ভালভাবে আয়ত্ব করে নিতে পারলে লস করার পরিমান কমবে।
ফরেক্স ট্রেডিং এ নিউজের অনেক গুরুত্ব আছে। অনেকেই নিউজ এর সময়ে ট্রেডিং করে থাকে। আবার অনেকেই নিউজের সময় ট্রেডিং করে না। তবে বেশির ভাগ ট্রেডারই নিউজের সময়ে ট্রেড করে না। নিউজ ট্রেডিং না বুঝলে লস হওয়ার সম্ভাবনাই বেশি। তবে যারা ফরেক্স এ নতুন তাদের উচিত নিউজের সময়ে ট্রেড না করা।
ফরেক্স মার্কেট এর ট্রেডিং অনেকটা নিউজ ফিড এর উপর নির্ভর করে।ফরেক্স ট্রেড কেউ কেউ নিউজের উপর ভিত্তি করে করে থাকে কারন এই নিউজে অর্থনৈতিক অবস্থার উপর এর নিয়ন্ত্রিত হই।কিন্তু এই পদ্ধতি অনেক রিস্কি । কারন এই ট্রেডিং পদ্ধতিতে আপনি একসাথে দুই দিকেই লস করতে পারেন । এবং নতুন ট্রেডাদের উচিৎ* নিউজ ট্রেড থেকে নিজেকে বিরত রাখা ।
যারা ফরেক্স ট্রেডিং করে তারা সবাই কমবেশি নিউজের সাথে পরিচিত। ফরেক্স হলো অর্থনির্ভর মার্কেট। অর্থনীতির সাথে ফরেক্স সরাসরি জড়িত। তাই এখানে অর্থনীতি অনেক বড় প্রভাব ফেলে। একারনেই প্রতিদিন বেশ কিছু নিউজ রিলিজ হয় ফরেক্স সংশ্লিষ্ট। এ সব নিউজ দ্বারা মার্কেটের গতি কেমন হবে তার ধারনা পাওয়া যায়। নিউজ এনালাইসিস করে ট্রেড করাই হলো নিউজ ট্রেডিং।
ফরেক্স মার্কেট এ যারা জড়িত তারা কমবেশী সবাই জানে ফরেক্স এ নিউজ খুব গুরুত্বপুর্ন। আর নিউজগুলা ফান্ডামেন্টাল এনালাইসিস এর মধ্যে অন্যতম উপাদান হিসেবে কাজ করে। যখন নিউজ রিলিজ হয় যেগুলা মার্কেট এ হাই ইম্পেক্ট করে তা খুব গুরুত্বপূর্ন।নিউ পাবলিসের পরে লেখাটি কাল হলে নিউজটি মার্কেটের সেই মুদ্রায় তেমন কোন প্রভাব ফেলবে না। সবুজ হলে ফলাফল ভাল বলে গন্য হবে। আর যদি লাল হয় তাহলে ঐ মুদ্রার জন্য খারাপ সংবাদ। সবসময় এ রকম নাও হতে পারে।
ভাই ফরেক্স মার্কেটের জন্য নিউজ খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস । ফরেক্স মার্কেট থেকে অর্থ উপার্জন করতে হলে আমাদেরকে প্রত্যেকেরই উচিত ফরেক্স নিউজ গুলো খুব ভালোভাবে এনালাইসিস করে ট্রেডিং করা । কারণ ফরেক্স মার্কেটে নিউজ এর গুরুত্ব অপরিসীম । আমরা যদি ভালোভাবে নিউজ এনালাইসিস করতে পারি তবেই মার্কেট থেকে প্রচুর পরিমাণ প্রফিট করা সম্ভব আর নিউজ এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ বলে মনে করি ।
ফরেক্স মার্কেটে নিউজ ট্রেডিং একটি গুরুত্বপূর্ণ বিষয়৷ কারণ ফরেক্স মার্কেটে ব্যবসায করতে হলে অবশ্যই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করা জানতে হবে। আর এই ফান্ডামেন্টাল এনালাইসিসের প্রয়োজনে বিভিন্ন কারেন্সি পেয়ারের ওপর নির্দিষ্ট সেশন অনুযায়ী ছোট-বড় কমবেশি নিউজ প্রকাশিত হয়ে থাকে৷এই নিউজ ইম্প্যাক্ট গুলো দেখেই মার্কেটে লেনদেন হয়৷তাই আমাদের সবাইকেই নিউজ রিলিজের পূর্বেই টেকনিক্যাল এনালাইসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের সমন্বয়ে একটি পরিষ্কার সিদ্ধান্ত নিয়ে এন্ট্রি করা উচিত৷যারা একদম নবাগত শিক্ষার্থী ট্রেডার তারা সবাই এই নিউজ ট্রেডিং সম্পর্কে সাবধান থাকবেন এবং নিউজ ট্রেডিং কিভাবে করতে হয় সেগুলো খুব ভালোভাবে ডেমো ট্রেডে দীর্ঘদিন যাবৎ চর্চা করেই অভিজ্ঞতা অর্জন করতে হবে৷
আগে ফরেক্স ফেকটরি বা ফরেক্স নিউজ পাবলিস করে যেসব সাইট সেখানের নিউজ স্থানের ডানের দিকে সবুজ, লাল ও কালো রংয়ের লেখা থাকে। নিউজ পাবলিসের পরে লেখাটি কাল হলে নিউজটি মার্কেটের সেই মুদ্রায় তেমন কোন প্রভাব ফেলবে না।ট্রেডার তারা সবাই এই নিউজ ট্রেডিং সম্পর্কে সাবধান থাকবেন এবং নিউজ ট্রেডিং কিভাবে করতে হয় সেগুলো খুব ভালোভাবে ডেমো ট্রেডে দীর্ঘদিন যাবৎ চর্চা করেই অভিজ্ঞতা অর্জন করতে হবে৷
ফরেক্স ট্রেডিং এর জন্য নিউজ খুবই গুরুত্বপূর্ণ। হাই ভলাটিলিটি নিউজগুলোতে মার্কেট ফ্লাকচুয়েট করে খুব দ্রুত। কারন মার্কেট মুভ করে ফাইনান্সিয়াল ডিসিশন আর ট্রেডার সেন্টিমেন্ট এর উপর। তাই নিউজ ট্রেডিং সবচেয়ে নিরাপদ। কিছু কিছু সময় মার্কেট নিউজের বিপরীতে যেতে পারে। তখন আসলে অপর কারেন্সিটা শক্তিশালী থাকে বলে এমনটা হয়ে থাকে। নিউজের ৫/১০ মিনিট আগে থেকেই মার্কেট এ ট্রেডার সং্খ্যা বেড়ে যায়।
নিউজের সময় অামাদের কখনো ট্রেড করা উচিত নয় । যদি অামরা এই ট্রেড করি তাহলে অবশ্যই আমাদের দক্ষতাবান হতে হবে । যদি আমরা দক্ষতাবান হতে পারি তাহলে অবশ্যই আমরা সফলকাম হতে পারব ।
ফরেক্স হলো অর্থনির্ভর মার্কেট। অর্থনীতির সাথে ফরেক্স সরাসরি জড়িত। তাই এখানে অর্থনীতি অনেক বড় প্রভাব ফেলে। একারনেই প্রতিদিন বেশ কিছু নিউজ রিলিজ হয় ফরেক্স সংশ্লিষ্ট। এ সব নিউজ দ্বারা মার্কেটের গতি কেমন হবে তার ধারনা পাওয়া যায়।ফরেক্স মার্কেট এর মুভিমেন্ট অনেক বেরে যায় তাই আমাদের উচিত মারকেট মুভমেন্ট দেখে ফরেক্স ট্রেডিং করা যাতে করে। কিছু কিছু সময় মার্কেট নিউজের বিপরীতে যেতে পারে। তখন আসলে অপর কারেন্সিটা শক্তিশালী থাকে বলে এমনটা হয়ে থাকে।
নিউজ ট্রেডিং
ফরেক্সে প্রায় প্রতিদিনই গুরুত্বপূর্ণ কিছু নিউজ রিলিজ হয়। আপকামিং নিউজ গুলো বিভিন্ন ব্রোকারের Economic Calender সেকশনে পাওয়া যায়। নিউজ রিলিজ হওয়ার পূর্বে বিভিন্ন প্রতিষ্টান সার্ভে করে কোন নিউজ কিরকম আসতে পারে তার একটা পূর্বাভাষ ভ্যালু (forecast) তৈরি করে। এসব প্রতিষ্টানে bloomberg, cnbc এর মত বড় বড় বিজনেজ নিউজ এজেন্সী থাকে। এই forecast ভ্যালুর চেয়ে actual খারাপ আসা মানে ঐ দেশের ইকোনমি খারাপ করছে , আর ঐ ভ্যালু থেকে ভাল করা মানে ঐ দেশের ইকোনমি ভাল করছে। নিউজ আসার সাথে সাথে প্রাইসের প্রচুর উঠানামা করবে। ফান্ডামেন্টাল থিওরী অনুযায়ী কোন দেশের ইকোনমি ভাল করছে এই খবর আসলে সাথে সাথে ঐ দেশের মুদ্রা বাড়তে থাকবে আবার ঐ দেশের ইকোনমি খারাপ করছে খবর আসলে উল্টা ঘটবে।
যারা স্কালপিং করেন তাদের জন্য নিউজ ট্রেডিং আশীর্বাদস্বরুপ কারণ নিউজ রিলিজ হওয়ার ৫-১০ মিনিটেই ৩০-৫০ পিপস মুভ হতে পারে। সেটা নির্ভর করে কতটুকু গুরুত্বপূর্ণ নিউজ সেটার উপরে।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
ফরেক্স মার্কেটে নিউজ ট্রেডিং অবশ্যই দেখে আমাদের প্রতিটি ট্রেড ওপেন করার পূর্বে নিউজ সম্পর্কে পরিপূর্ণ ধারণা নিতে হবে সে অনুযায়ী ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে। প্রত্যেকটি ফরেক্স নিউজ এর প্রভাবে উক্ত পেয়ার ইনডেক্স এর উপর প্রভাব পড়ে তাই তাই ফরেক্সে সেই পেয়ারে কোন নিউজ রয়েছে কিনা তা ভালভাবে যাচাই করে ট্রেড করতে হবে।
ফরেক্স মার্কেটে নিউজ ট্রেডিং অবশ্যই দেখে আমাদের প্রতিটি ট্রেড ওপেন করার পূর্বে নিউজ সম্পর্কে পরিপূর্ণ ধারণা নিতে হবে সে অনুযায়ী ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে। প্রত্যেকটি ফরেক্স নিউজ এর প্রভাবে উক্ত পেয়ার ইনডেক্স এর উপর প্রভাব পড়ে তাই তাই ফরেক্সে সেই পেয়ারে কোন নিউজ রয়েছে কিনা তা ভালভাবে যাচাই করে ট্রেড করতে হবে।
সঠিকভাবে নিউজ বুঝতে না পারলে নিউজের সময় ট্রেডিং করা উচিত নয় । কারণ কোনো ভুল ট্রেড ওপেন হয়ে গেলে লাভের থেকে অনেক বেশি লস হওয়ার সম্ভাবনা থাকে । তাই আমি কোন নিউজ এর সময় ট্রেডিং করা থেকে বিরত থাকি এবং নিউজ প্রকাশিত হওয়ার পরে মার্কেট কোন দিকে যাবে বা যেতে পারে সে বিষয়ে সম্পর্কে ধারণা অর্জনের চেষ্টা করি । এভাবে যখন কোন একটা সিদ্ধান্তে উপনীত হয় তখনই ট্রেড ওপেন করে থাকি ।
প্রতিদিনই ফরেক্স মার্কেটে নতুন কিছু নিউজ প্রকাশিত হয়ে থাকে। যেগুলো ফরেক্স ট্রেডিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে সঠিকভাবে নিউজ বুঝতে না পারলে নিউজের সময় ট্রেডিং করা উচিত নয়। কারণ কোনো ভুল ট্রেড ওপেন হয়ে গেলে লাভের থেকে অনেক বেশি লস হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি কোন নিউজ এর সময় ট্রেডিং করা থেকে বিরত থাকি।এবং নিউজ প্রকাশিত হওয়ার পরে মার্কেট কোন দিকে যাবে বা যেতে পারে সে বিষয়ে সম্পর্কে ধারণা অর্জনের চেষ্টা করি। এভাবে যখন কোন একটা সিদ্ধান্তে উপনীত হয় তখনই ট্রেড ওপেন করে থাকি।তাই আমার কাছে মনে হয় যে নিউজ এর সময় ট্রেডিং না করে নিউজ প্রকাশিত হয় পরে খুব ভালোভাবে বুঝে শুনে ট্রেডিং করা উচিত।
ফরেক্সে নিউজ ট্রেডিং একটি অতীব গুরুত্বপূর্ণ অংশ। কেননা ফরেক্স ক্যালেন্ডারে নিউজ এর ইফেক্ট অনেক বেশি প্রভাব ফেলে ফরেক্স ট্রেডিং মার্কেটে। আমরা যদি ফরেক্স নিউজ অনুসরণ না করে ট্রেড করি তাহলে অনেক সময় আমাদের ট্রেড মার্কেটের বিপরীতে অবস্থান করে যার ফলে ট্রেড লসের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। আমাদের কাছে প্রত্যেকটি ট্রেডই খুবই মূল্যবান তাই ট্রেড করার পূর্বে অবশ্যই ফরেক্স ক্যালেন্ডার অনুসরণ করে তারপর ট্রেড করতে হবে। আমরা অনেকগুলো ওয়েবসাইট থেকে ফরেক্স নিউজ অনুসরন করতে পারি তার মধ্যে উল্লেখযোগ্য ওয়েবসাইট হলো ফরেক্স ফেক্টরী ডট কম।
ফরেক্স মার্কেট এর ট্রেডিং অনেকটা নিউজ ফিড এর উপর নির্ভর করে।ফরেক্স ট্রেড কেউ কেউ নিউজের উপর ভিত্তি করে করে থাকে কারন এই নিউজে অর্থনৈতিক অবস্থার উপর এর নিয়ন্ত্রিত হই।আবার অনেক ট্রেডার আছে যখন নিউজ পাবলিশ হয় তখন ট্রেড করে না। কিন্তু এই পদ্ধতি অনেক রিস্কি । কারন এই ট্রেডিং পদ্ধতিতে আপনি একসাথে দুই দিকেই লস করতে পারেন । এবং নতুন ট্রেডাদের উচিৎ* নিউজ ট্রেড থেকে নিজেকে বিরত রাখা ।
ফরেক্স এক্সচেঞ্জের জন্য নিউজ অত্যাবশ্যক। উচ্চ অস্থিতিশীলতার সংবাদে বাজারটি দ্রুত শূন্য করে। যেহেতু বাজার অগ্রগতিতে আর্থিক পছন্দ এবং ডিলারের অনুভূতি বাড়ায়। সুতরাং নিউজ এক্সচেঞ্জিং সর্বাধিক সুরক্ষিত। এখানে এবং সেখানে বাজার সংবাদের সাথে বিরোধ করতে পারে। এই মুহুর্তে এটি অন্যান্য নগদ দৃ is়তার ভিত্তিতে ঘটে। খবরের 5-10 মিনিট আগে বাজারে বণিকদের পরিমাণ প্রসারিত হয়েছিল।
ফরেক্স মার্কেটে ব্যবসা করতে হলে অবশ্যই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয়৷আর এই ফান্ডামেন্টাল এনালাইসিসের প্রয়োজনে বিভিন্ন কারেন্সি পেয়ারের ওপর নির্দিষ্ট সেশন অনুযায়ী ছোট-বড় কমবেশি নিউজ প্রকাশিত হয়ে থাকে৷এই নিউজ ইম্প্যাক্ট গুলো দেখেই মার্কেটে লেনদেন হয়৷তাই আমাদের সবাইকেই নিউজ রিলিজের পূর্বেই টেকনিক্যাল এনালাইসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের সমন্বয়ে একটি পরিষ্কার সিদ্ধান্ত নিয়ে এন্ট্রি করা উচিত৷যারা একদম নবাগত শিক্ষার্থী ট্রেডার তারা সবাই এই নিউজ ট্রেডিং সম্পর্কে সাবধান থাকবেন এবং নিউজ ট্রেডিং কিভাবে করতে হয় সেগুলো খুব ভালোভাবে ডেমো ট্রেডে দীর্ঘদিন যাবৎ চর্চা করতে করতে অভিজ্ঞতা অর্জন করে নিবেন৷
ফরেক্স ট্রেডারদের একটা বড় অংশ হলো ফান্ডামেন্টাল নিউজ ট্রেডার। আমরা যে ক্যান্ডেলস্টিক চার্ট দেখে যে টেকনিক্যাল এনালাইসিস করে থাকি সেটা ফান্ডামেন্টাল নিউজেরই প্রভাব। ফরেক্স সফলতার জন্য ফান্ডামেন্টাল নিউজ ট্রেডিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফরেক্স মার্কেটের বেশিরভাগ ট্রেডারই নিউজ ট্রেডিং করে থাকেন। ফরেক্স মার্কেটে প্রতিদিনই কিছু নিউজ রিলিজ হয়, যেগুলো বিভিন্ন ব্রোকারের ইকোনমিক ক্যালেন্ডারে সন্নিবেশিত থাকে। এসব নিউজগুলো বিভিন্ন কারেন্সি পেয়ারের সংশ্লিষ্ট দেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থার একটা আগাম বার্তা দিয়ে থাকে। এসব নিউজ এনালাইসিস করে অনেকটা আইডেন্টিফাই করা সম্ভব ভবিষ্যৎ মার্কেট কেমন হতে পারে। আপনি যতই ক্যান্ডেলস্টিক চার্ট দেখে টেকনিক্যাল এনালাইসিস করেন না কেন যদি ফান্ডামেন্টাল নিউজ সম্পর্কে কোনো ধারণা না থাকে তাহলে যেকোনো সময়ে আপনার এনালাইসিস ভেঙে দিয়ে ফান্ডামেন্টাল নিউজ এর প্রভাবে মার্কেট বিপরীত দিকে মুভ করতে পারে। আমি বেশিরভাগ সময় নিউজ ট্রেডিং করে থাকি। দিনের অন্যান্য সময় অলস বসে থেকে যখন হাই ইম্প্যাক্ট নিউজগুলো রিলিজ হয় তখন সেটার উপরে ডিপেন্ড করে ট্রেড করে থাকি। আমি মনে করি ফরেক্স সফলতার জন্য প্রত্যেক ট্রেডারকে নিউজ ট্রেডিং স্ট্রাটেজি ডেভলপ করা উচিত।
ফরেক্স ট্রেডিং এর জন্য নিউজ খুবই গুরুত্বপূর্ণ। হাই ভলাটিলিটি নিউজগুলোতে মার্কেট ফ্লাকচুয়েট করে খুব দ্রুত। যার উপর ভিত্তি করে অনেক সময় লাভ লোকসান গুনতে হয়। যদি আমরা ঠিক মত নিউজ না বুঝি তাহলে বেশির ভাগ ক্ষেত্রে আমাদের ক্ষতির সম্মুখীন হতে হবে এটা নিশ্চিত। একজন সফল ট্রেডার হওয়ার জন্য ফরেক্স মার্কেট এর বিভিন্ন ধরনের নিউজ সম্পর্কে সঠিক ধারনা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।ট্র ডার গন বড় বড় নিউজ সম্পর্কে খোজ রাখেন এবং নিউজ টাইমে ট্রেড করেন কারণ এই সময় বেশি প্রফিট তোলা যায় কিন্তু অবশ্যই আপনাকে দক্ষ হতে হবে।