-
আমি জানি ফরেক্স ট্রেডিং হল পৃথিবীর সবচেয়ে বড় ট্রেডিং মার্কেট । এই মার্কেটে প্রচুর পরিমান ট্রেড হয়ে থাকে । তাই অনেক ট্রেডার প্রতিদিন নতুন করে আসছে। তবে আমি মনে করি ফরেক্স ট্রেডিং মার্কেটে লস করার অনেকগুলু কারন থাকে তারমধ্যে অন্নতম কয়েকটি কারন হল অজ্ঞতা, ইমোশনাল ট্রেড , না বুজে ট্রেড ইত্যাদি।
-
অন্য সকল বিজনেসের মতন ফরেক্স বিজনেসেও লাভ লস রয়েছে। ফরেক্স মার্কেটে দক্ষ অদক্ষ সব রকমের ট্রেডাররা লস করে থাকেন। লস করা পিছনে বেশ কিছু কারন রয়েছে। ভালভাবে মার্কেট এনালাইসিস না করে ট্রেড করলে লস হবার সম্ভাবনা থাকে। টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস ভালভাবে না করে ট্রেড করা উচিত নয়। মার্কেট সম্পর্কে ভাল অভিজ্ঞতা,জ্ঞান না থাকলে লসের সম্ভাবনা বেড়ে যায়।
-
না জেনে যে কোন কাজ করলেই সেটা খারাপ হয়। আমাদের আগে ট্রেড করা শিখতে হবে তারপর লাভের আসা করতে হবে। আমি আগে ভাবতাম প্রতিদিন ১০ ডলার করে মাসে ৩০০ ডলার বানাব ২০ ৩০ ডলার এর অ্যাকাউন্ট দিয়া। এখন সেই ধারনা আর নাই।
-
ভাল ভাবে ডেমো ট্রেড না শিখে ,মার্কেট স্মপ্রকে ভাল নলেজ না নিয়ে ফ্রক্সের স্ঠিক নিয়ম কানুন না বুঝে অল্প স্ময়ে বেশি লাভ ক্রার লোভে যদি কেউ ট্রেড ক্রে থাকে সে অবশ্যই লস ক্রার স্মভবনা থাকবে । সেজন্য ফ্রেক্সে ভাল কিছু ক্রতে হ্লে একজন ভাল দক্ষ ট্রেডার হতে হবে যার ভেত্র ফ্রেক্স এ সফ্ল হওয়ার সব ক্লাকৌশ্ল বিরাজ ক্রবে।
-
েআমার মত অনুযায়ি আপনার দেওয়*া সব গুলো ব্যাখ্যাই আমার খুব পছন্ধ হয়েছে। ফরেক্স মার্কেটে যদি কেউ লোভ করে তাহলে তার একাউন্টের ফলাফল খুব একটা ভাল হবে না। আর ফরেক্স মার্কেটে ট্রেড নেওয়ার আগে অবশ্যই ট্রেডারদের ফরেক্স মার্কেট এনালাইসিস করে ট্রেড ওপেন করা উচিত বলে আমিও মনে করি। যারা উপরের বিষয়গুলো না মানে তাদের লস হবেই।
-
ফরেক্স মার্কেটে আমরা লস করে থাকি আমাদের ভূলের কারনে । মার্কেটে অতিরিক্ত লোভ করা, মার্কেট এ্যানালাইসিস না করে ট্রেড করা, নিউজ না দেখে ট্রেড করা, আবেগের বশে ট্রেড করা, স্ট্রেট্রেজি ফলো না করা ইত্যাদি কারণে আমরা ফরেক্স মার্কেটে লস করে থাাকি । তাই মার্কেটে আমাদের এগুলো মাথায় রেখে ট্রেড করতে হবে ।
-
অতি লোভে তাঁতি নষ্ট সবাই আমরা একথা জানি । সুতরাং অামাদের লসে পড়াটাও এজন্য কারণ বেশী লোভ সব সময় বিপদ ডেকে অানে । সুতরাং অামরা সব সময় লোভ থেকে দূরে থাকব তাহলেই অামরা কৃতকার্য হব । আর আপনারাও আগে দক্ষতাবান হন তারপর ট্রেড করুন ।
-
ফরেক্স মার্কেটে একজন ট্রেডার বিভিন্ন কারনে লসের সম্মুখীন হতে পারে আর তার মধ্যে অন্যতম প্রধান কারন হল ট্রেডিং বিষয়ে অদক্ষতা এবং অনভিজ্ঞতা পাশাপাশি অতিরিক্ত প্রফিট লাভের লোভে ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতাকে অগ্রাহ্য করে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করা। উল্লেখিত বিষয়গুলোর কারনেই বেশি ভাল ট্রেডার ফরেক্সে ট্রেড করে লস করে থাকে।
-
আসলে জানামত ফরেক্স মার্কেট এ শতভাগ প্রফিটেবল ট্রেডার নেই। তাই এখানে লাভ এবং লস দুটোই থাকবে। এটাকে মেনেই ট্রেড করতে হবে এবং সর্বোপরি মার্কেট এ ঠিকে থাকতে হবে। তাই যদি কেউ চান খালি লাভ করবেন তবে আমার মনে হয় তা নাও হতে পারে। কেননা এই মার্কেট এ সবই সম্ভব।
-
আমার মনে হয় ফরেক্সে বিগিনার লেভেলের ট্রেডাররা বেশি লস করেন। লস করার প্রধান কারন বলে আমি মনে করি অভিজ্ঞতা কম থাকা। ধৈর্য না থাকা। এলোপাথাড়ি ট্রেড করা। মার্কেট এনালাইসিস না করা। বেশি রিস্ক নিয়ে ট্রেড করলে লস খাওয়ার সম্ভাবনা থাকে। মার্কেট এনালাইসিস না করে ট্রেড নিলে অধিকাংশ সময় ট্রেড বিপরীত দিকে যাওয়ার সুযোগ থাকে, তাই লস হয়।
-
আমার মনে হয় ফরেক্সে বিগিনার লেভেলের ট্রেডাররা বেশি লস করেন। লস করার প্রধান কারন বলে আমি মনে করি অভিজ্ঞতা কম থাকা। ধৈর্য না থাকা। এলোপাথাড়ি ট্রেড করা। মার্কেট এনালাইসিস না করা। বেশি রিস্ক নিয়ে ট্রেড করলে লস খাওয়ার সম্ভাবনা থাকে। মার্কেট এনালাইসিস না করে ট্রেড নিলে অধিকাংশ সময় ট্রেড বিপরীত দিকে যাওয়ার সুযোগ থাকে, তাই লস হয়।
-
ফরেক্সমার্কেটে কেনো লস হয় আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো না জেনে বুঝে ট্রেডিং করলে আপনার লস হবে এজন্য আপনাকে অবশ্যই ফরেক্সমার্কেট সম্পর্কে ভালো অভিজ্ঞ্যতা অর্জন করে তার পর ট্রেডিং করতে হবে । তাহলে আপনার লসের সম্ভাবনা কমে যাবে। আপনি যি ইমোশনাল হয়ে ট্রেডিং করেন তাহলে আপনার লস যাবো তাই আমার মনে হয় ডেমো ট্রেডিং করে নিজেকে তৈরি করে তারপর রিয়েল মার্কেটে ট্রেডিং করা উচিৎ তাহলে লস এড়ানো সম্ভব।
-
আমি মনে করি বেশীর ভাগ নতুন ট্রেডার এ ব্যবসাতে লস করে থাকে ,তারা ডেমো একাউন্টে কোন অনুশীলন না করে সরাসরি রিয়েল একাউন্টে ট্রেড করতে শুরু করে ।শুধু ট্রেড্ ি করে না ,এঅনেক বড় বড় লট ব্যবহার করে তাদের একাউন্ট শূন্য করে এ ব্যবসা থেকে অতি তাড়াতাড়ি বিদায় নেয়।
-
আমি মনে করি ফরেক্স ট্রেডিং মার্কেটে লস করার অনেকগুলো কারন থাকে সেগুলো হল কয়েকটি কারন হল অজ্ঞতা, ইমোশনাল ট্রেড , না বুজে ট্রেড ,সিগন্যাল অনুসরন করা । আমরা যখন ট্রেড নেই তখন সবসময চিন্তা করি কতটুকু লাভ হতে পারে । কিন্তু খুব কম লোকেই চিন্তা করি কতটুকু লস হতে পারে । আর এ জন্য লস হয় ।
-
বেশিরভাগ ট্রেডারই নতুন ট্রেড শুরু করার পর কিছু কমন ইমোশনাল স্টেজের মধ্যে দিয়ে যায় বলেই তারা লস করে বসে। এর মধ্যে প্রধান ৩টি কারণ রয়েছে যে কারণে বেশিরভাগ ট্রেডার তাদের ১ম ডিপোজিট লস করে।
১. খুব দ্রুত রিয়েল ট্রেডে চলে আসা।
২. টিকে থাকার জন্য ট্রেড না করা বেশিরভাগ নতুন ট্রেডার লাভ করার জন্যই ট্রেড করে থাকে, টিকে থাকার জন্য ট্রেড করে না।
৩. অন্ধভাবে সিগন্যাল অনুসরন করা এবং রিভেঞ্জ ট্রেডিং ট্রেড করতে গিয়ে বড় ধরনের লস করে ফেললেন।
-
forhadmaijdee
আমি আপনার সাথে এক মত ফরেক্স ট্রেডিং হল পৃথিবীর সবচেয়ে বড় ট্রেডিং মার্কেট । এই মার্কেটে প্রচুর পরিমান ট্রেড হয়ে থাকে । তাই অনেক ট্রেডার প্রতিদিন নতুন করে আসছে। তবে আমি মনে করি ফরেক্স ট্রেডিং মার্কেটে লস করার অনেকগুলু কারন থাকে তারমদ্দে অন্নতম কয়েকটি কারন হল অজ্ঞতা, ইমোশনাল ট্রেড , না বুজে ট্রেড ,সিগন্যাল অনুসরন করা
-
ফরেক্স মারকেটে লস হওয়ার কারন সাধারনত অনেক রকম আছে যেমন- না বুঝে ট্রেড করা, ডেমো একাউন্ট এ প্রাকটিস না করা ইত্যাদি। ব্যবসায় লাভ লস তো আছে তার মধ্্য নিজেকে কন্টোল করে ট্রেড করলে কিছুটা লস হলেও এড়ানো যায়। এবং যাদের অভিজ্ঘতা কম তারা বেশি লস করে।
-
যদিও ফরেক্সে ট্রেড দেওয়া সহজ কিন্তু সত্যিকারে ফরেক্স করাটা অতটা সহজ নয়। ফরেক্সে লস হওয়ার বিভিন্ন কারণ রায়েছে তার মধ্যে অন্যতম করণ হল নতুনরা ফরেক্স সম্বন্ধে পুরোপুরি ধরণা না নিয়ে রিয়েল একাউন্ট শুরু করে দেয় এবং ফরেক্সে লস খায়। এছাড়া ও ইমোশনাল কন্ট্রোল না করা, ভালমত মার্কেট এনালাইন্স না করে সিগ্যানাল অনুসরন করে ট্রেড দেওয়া, মানি ম্যানেজমেন্ট মেনে না চলা ইত্যাদির করণে ফরেক্সে লস হয়।
-
ফরেক্সে লসের অনেক কারন হতে পারে । তারমধ্যে অন্যতম ফরেক্সে লোভ করা । ফরেক্সে লোভ করলে কোন প্রকার লাভ করা সম্ভব না । ফরেক্সে কাজ করতে হলে ফরেক্স শিখে ফরেক্সের ব্যবহার জেনে , ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করে যদি ফরেক্সে ব্যবসা করা যায় তাহলে ফরেক্স থেকে টাকা আয় করা যাবে । আর যদি ফরেক্সে না বুঝে লোভ করে ট্রেড করা হয় তাহলে সেই ট্রেড লস হওয়ার সম্ভবনা থাকে অনেক । তাই ফরেক্সে না বুঝে ট্রেড করতে নেই । বুঝে ফরেক্সে কাজ করতে হয় ।
-
ফরক্স ট্রেডে লস হওয়ার নানাবিধ কারন রয়েছে। এখানে ট্রেড করার যে মন মানসিকতা একজন ট্রেডার এর ভিতর থাকা দরকার সেটা অনেক ট্রেডার এর ভিতর থাকে না। আর ফরেক্স ট্রেড শুরু করেও নিজের মন কে সেভাবে সেতাপ করতে পারে না। লোভ, ধর্য্য আর মানি মেনেজমেন্ট না মানার কারনে বেশির ভাগ ট্রেডাররা লস খেয়ে থাকে।
-
লস তো সাভাবিক ফরেক্স মার্কেটে । কারন ফরেক্স তো একটা ব্যবসা । তাই ব্যবসাতে তো লস ও লাভ থাকে । তাই বলবো লস থাকবে যে কোন ব্যবসাতে । তবে আমি মনে করি মাথা গরম করে ট্রেড করা , ডেমো ট্রেড অভিজ্ঞতা, টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস এবং বিভিন্ন রকমের ট্রেডিং স্ট্রাটেজি না জেনে ট্রেড করাই লসের প্রধান কারন ।
-
লস হওয়ার বিভিন্ন কারন রয়েছে। প্রত্যক ট্রেডার এর লক্ষ্য থাকে শুধু প্রফিট করা। কিন্তু আগে মার্কেট কে ভালো ভাবে বুঝার মত মন মানসিকতা থাকে না তাই তারা আগেই ট্রেড করে লাভের চিন্তা করে থাকে। আগে শিখতে হবে তারপর আয়ের চিন্তা করতে হবে।
-
লস হয় লোভের কারণে যার যত লোভ বেশী সে তত বেশী লাভবান হতে পারবে । অামরা কাজের সময় মন দিয়ে কাজ করব তাহলেই অার লস করব না । অামরা সর্বদা যুক্তি সঙ্গত করে কাজ করারচেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব । সকলকে ফরেক্স মার্কেটে ডেমো করার জন্য উৎসাহিত করার চেষ্টা করব ।
-
১। অতিরিক্ত লোভ করা,
২। এনালাইসিস না করা,
৩। ট্রেডিং পরিকল্পনার অভাব,
৪। একসাথে অধিক ট্রেড রানিং করা,
৫। বড় লটে ট্রেড ওপেন করা,
৬। ছোট টাইমফ্রেম দেখে ট্রেড দেয়া।
অনেক সময় নিজের ট্রেডিং কৌশলের প্রতি অতিরিক্ত আত্মবিশ্বাস বা আস্থার অভাবেও ট্রেডে লস হয়। এই ভুলটা আমার বেশি হতো। যেমন আরএসআই ৫৫ এবং ৪ঘন্টার টাইমফ্রেম এ মুভিং এভারেজ ক্রস করলে ট্রেড ওপেন করব ঠিক করে রেখেছি দেখা গেল আর এস আই ৫৫ ঠিকই আছে কিন্ত ১ ঘন্টার টাইমফ্রেমে মুভিং এভারেজ ক্রস করেছে তখনও ৪ ঘন্টার টাইমফ্রেমে মুভিং এভারেজ ক্রস করে নাই। কিন্ত আমি ট্রেড ওপেন করে ফেলি ফলাফল অনেকসময় লস মেনে নিতে হয়। এখানে অতিরিক্ত আত্মবিশ্বাসের ফলে আমার লস হলো।
-
লস হয়ার জন্য ব্যক্তি নিজেই দোষী। আমরা ফরেক্স এর রুলস কয়জনে মেনে চলি। আমরা সারাদিন মানি মেনেজমেন্ট করি। কিন্তু বাস্তবে কয়জন মানি মেনেজমেন্ট মেনে চলি। মানি মেনেজমেন্ট এর কথা আমরা সবাই শিকার করি। কিন্তু ত্রেড করার সময় সেটা মনে থাকে না।
-
ফরেক্স মার্কেট এ বেশির ভাগ লস হয় নিজের ভুলের কারন এ আর বারবার ট্রেডিং সিস্টেম পরিবর্তন করার কারন এ আপনি যদি এক ট্রেডিং সিস্টেম এ লেগে থাকেন আর নিয়ম মেনে ট্রেড করেন তা হলে আপনি দেখবেন আপনি লস করছেন কম আর লাভ করছেন বেশি তাই আপনাকে ফরেক্স মার্কেট এ নিয়ম করে আর মেনে ট্রেড করলে একজন সফল ট্রেডার হতে পারবেন
-
আমার মনে হয় ফরেক্সে বিগিনার লেভেলের ট্রেডাররা বেশি লস করেন। লস করার প্রধান কারন বলে আমি মনে করি অভিজ্ঞতা কম থাকা। ধৈর্য না থাকা। এলোপাথাড়ি ট্রেড করা। মার্কেট এনালাইসিস না করা। বেশি রিস্ক নিয়ে ট্রেড করলে লস খাওয়ার সম্ভাবনা থাকে। মার্কেট এনালাইসিস না করে ট্রেড নিলে অধিকাংশ সময় ট্রেড বিপরীত দিকে যাওয়ার সুযোগ থাকে, তাই লস হয়।
-
ফরেক্স মার্কেটে বিভিন্ন কারনে একজন ট্রেডার তার ট্রেডে লস করে। প্রথমত আমার দৃস্টিতে ফরেক্স ট্রেড করতে যে পরিমান দক্ষতা লাগে তা থাকলে। এবং ফরেক্স ট্রেড করতে গিয়ে যদি অতিরিক্ত লোভ করে তাহলেই লস হবার সম্ববনা থাকে।
-
না বুঝে ট্রেড করার জন্য লস হয় বেশী কারণ আমরা ফরেক্স সম্পর্কে ভালো ভাবে ধারনা রাখিনা। আমাদের সঠিক ট্রেডের থেকে ভুল ট্রেড হয় বেশী তার একটি বিশেষ কারণ আছে যেমন আমরা ট্রেড করার আগে কখনই মার্কেট সম্পর্কে ভালোভাবে এনালাইসিস করিনা শুধু ট্রেডের জন্যই ট্রেড করি। আর একটি বিষয় লক্ষনীয় আমরা সব সময় মার্কেটের উল্টো দিকে ট্রেড করি বেশী যেখানে মার্কেট যেদিকে যাচ্ছে সেদিকে ট্রেড করলে বেশী প্রফিট হবে তদুপরি আমরা উল্টোদিকে ট্রেড করি এবং এসকল কারণে লস হয় বেশী।
-
ফরেক্স যেহেতু একটি ব্যবসা তাই এখানে লস হতেই পারে, কারণ লস ব্যবসার একটি অংশ। আপনি যদি এই লস কে সহজভাবে না নেন তাহলে আপনি এই ব্যবসা বেশিদিন করতে পারবেন না। তবে হ্যা অতিরিক্ত লস খাওয়া ভাল না। আপনি যদি অতিরিক্ত লস করে থাকেন তাহলে বুঝতে হবে আপনার জ্ঞান ও অভিজ্ঞতা অনেক কম বা নেই বললেই চলে। আর জ্ঞান ও অভিজ্ঞতা ছাড়া এই ব্যবসায় টিকে থাকা অসম্ভব।
-
শুধুমাত্র ফরেক্স মার্কেটেই নয় সকল ব্যাবসায়িক ফ্লাটফর্মেই লাভ/লস আছে-থাকবে৷এই লসের কারনগুলো মোটামুটি একই ধরনের৷যেমন-আমরা যে কোনো নতুন ব্যাবসায় অদক্ষতার কারনে লস দেই৷দ্রূত ধনী হওয়ার জন্য আমাদের লোভ এবং ধৈর্য্যের অভাবেই এরকম লস হয়ে থাকে৷
-
লস হয় তখন, যখন একজন নতুন ট্রেডার অল্প কয়েকদিন ডেমোতে চর্চা করার পর সরাসরি বেশি পরিমাণে ডিপোজিট করে লাইভ একাউন্টে ট্রেড করা শুরু করে তাও আবার বেশি ভলিওম দিয়ে। তারা এখানে না কোন মানি ম্যানেজম্যান্ট ফলো করে না মার্কেটের ট্রেন্ডকে এজন্য লস করে বসে। এরপর আসা যাক তারা এখানে বেশি ধৈর্য্য নিয়ে কাজ করতে অভ্যস্ত নন এবং অল্পদিনে বড়লোক হওয়ার স্বপ্ন দেখেন তাই এ কারনেই তারা এখানে লস করে থাকেন।
-
ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে লাভ লস থাকবেই। একজন ট্রেডার তার কর্মজীবনে ক্ষতির মুখোমুখি হয়, তবে এটি নতুন অভিজ্ঞতা এবং নতুন পরিস্থিতিতে ট্রেডারদের ভুল থেকে শিক্ষা নেয়ার সর্বোত্তম সুযোগ প্রফিট যেমন ট্রেডিং এর অংশ ঠিক লসও ট্রেডিং এর অংশ, তবে সঠিক আনাল্যসিস করতে পারলে প্রফিট করার সুযোগ বেশি থাকে এছাড়া সঠিক মানি ম্যানেজমেন্ট লসের পরিমান কমিয়ে আনে। তাই সবদাই শুধু সঠিক সময়ের অপেক্ষা করুন এবং ইতিবাচক হন।
-
ফরেক্স মার্কেট এ লস করার অনেক কারন থাকে যেমন বড় বড় লট এ ট্রেড করা ফরেক্স মার্কেট এ ১০০% সিওর বলে কিছু নেই তারপর ও না বুঝে ট্রেড করে, ফরেক্স মার্কেট এ এমন অনেক ট্রেডার আছে যারা ফরেক্স মার্কেট এ ভাল করে ট্রেডিং সিস্টেম বুঝে না এই না বুঝে ট্রেড করার কারন এ অনেক জন ফরেক্স মার্কেট এ লস করে কেও যদি ফরেক্স মার্কেট এ টিকে থাকতে পারে তাহলে লাভ এমনিতেই হবে
-
ফরেক্স মার্কেট এ আমরা আমাদের কিছু সাধারন ভুল এর কারনে লস করি।যেমন-আমরা বেশি ট্রেড করে বসে থেকি,এনালাইসিস ছাড়া ট্রেড করি,লোভ করে ট্রেড করি,বেশি ভলিউম দিয়ে ট্রেড করি,মানি ম্যানেজমেন্ট না মেনে ট্রেড করি,প্রশিক্ষণ ছাড়া ট্রেড করি,ডেমো একাউন্ট এ ট্রেড করি কম,তাই আমরা ফরেক্স মার্কেট এ লস করি।ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করার পাশাপাশি সফল হতে হলে আমাদের কে এই নিয়ম গুলো মেনে ট্রেড করতে হবে।তাহলে আমরা ট্রেড করে আয় করতে প[আরব।
-
ফরেক্স মার্কেট এ আমরা ট্রেডিং করতে অনেক সময় লস করে ফেলি,কিন্তু দক্ষ ট্রেডার মাঝে মাঝে লস করে ফেলে তাই আমি বলি লসের কারন হল অনেক সময় অভার ট্রেডিং করার জন্য হয় বা অনেক সময় ইন্ডিকেটরের ভুল সং কেতের জন্য ট্রেডে লস হয়।
-
লাভ -লস মিলেইতো ব্যবসা।আর ফরেক্স যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান সেহেতু লস তো আপনাকে কিছু নিতেই হবে।ট্রেড শিখে ধৈর্য সহকারে ট্রেড করতে পারলে লস হওয়ার কথা নয়।অনেকে বেশি লোভ করে তাড়াতাড়ি বড়লোক হতে চায়।সে কারনে পুজি হারিয়ে ফকির হতে বাধ্য হয়্
-
লস করার প্রধান কারন বলে আমি মনে করি অভিজ্ঞতা কম থাকা। ধৈর্য না থাকা। এলোপাথাড়ি ট্রেড করা। মার্কেট এনালাইসিস না করা। বেশি রিস্ক নিয়ে ট্রেড করলে লস খাওয়ার সম্ভাবনা থাকে। মার্কেট এনালাইসিস না করে ট্রেড নিলে অধিকাংশ সময় ট্রেড বিপরীত দিকে যাওয়ার সুযোগ থাকে, তাই লস হয়।
-
আমার মনে হয় ফরেক্স মার্কেট এ আমরা আমাদের কিছু সাধারন ভুল এর কারনে লস করি।যেমন-আমরা বেশি ট্রেড করে বসে থেকি,এনালাইসিস ছাড়া ট্রেড করি,লোভ করে ট্রেড করি,বেশি ভলিউম দিয়ে ট্রেড করি,মানি ম্যানেজমেন্ট না মেনে ট্রেড করি,প্রশিক্ষণ ছাড়া ট্রেড করি,ডেমো একাউন্ট এ ট্রেড করি কম,তাই আমরা ফরেক্স মার্কেট এ লস করি।ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করার পাশাপাশি সফল হতে হলে আমাদের কে এই নিয়ম গুলো মেনে ট্রেড করতে হবে।তাহলে আমরা ট্রেড করে আয় করতে পারবো।
-
আপনি যদি ফরেক্সে আল্প ধারনা নিয়ে ট্রেড করতে বসেন তাহলে আপনি নানা প্রকার কারনে লস করতে পারেন মানিম্যানেজমেন্ট র জ্ঞানের অভাবে আপনি লস করতে পারেন,জটিল ট্রেডিং কেৌশলের কারনে আপনি লস করতে পারেন।ফরেক্স মার্কেটে যারা নতুন ট্রেডার তারা প্রায় সময় লসের মুখোমুখি হয়ে পড়েন । তার কারন হল তারা ফরেক্স মার্কেট সম্পর্কে তেমন অবিজ্ঞতা, দক্ষতা নায় । ফরেক্স মার্কেট সম্পর্কে যদি ভালো অবজ্ঞতা, দক্ষতা না থাকে তো ফরেক্স মার্কেটে ট্রেড করে কোন সফলতা অর্জন করা সম্ভব নয় ।