Originally Posted by
Meeralamin
আমি ব্যক্তিগতভাবে কোন ফরেক্সে ব্রোকার বা সাইটে দেখিনি যে ইংলিশ না জানলে ফরেক্স ট্রেডিং করা যায় না। আপনি দেখে থাকলে আমাকে জানাবেন আমার ও উপকার হবে। আমি নিজে ইংরেজীতে অনার্স করছি। কিন্তু এখনও পর্যন্ত চ্যাট রুমে লাইভ ফোন কলে কথা বলা ছাড়া আর কোথাও বেশী ইংরেজি লাগে দেখিনি। অনেক ব্রোকারের আবার বাংলা সুবিধা আছে। যেমন ইনস্টাফরেক্স। এরা বাংলাতে সব সমস্যার সমাধান দিতে পারে। তাই ইংরেজীর উপর এতোটা গুরুত্ব না দিলেও চলবে। তবে জেনে রাখা ভালো। কারন ইংরেজীতে কোন টিউটোরিয়াল পড়ে বোঝার ক্ষমতা আমাদের সকলের থাকা উচিৎ। তা ছাড়া ব্রোকার থেকে আমাদের কাছে ইংরেজীতেই সাধারনত ইমেইল আছে। আর ফরেক্স এর মুল হাতিয়ার হচ্ছে ফরেক্স সম্পর্কে শিক্ষাগ্রহন করা আর ফরেক্স কে ভালোভাবে এনালাইসিস করা। ইংরেজী নয়।